পরীক্ষার প্রস্তুতি, নোটস সাজেশন পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করো Join

550 টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now


 550 টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর


হ্যালো বন্ধুরা কেমন আছেন?


এমনও অনেক আছে Competitive Exam (যেমন: WBCS, Rail) আছে যেগুলিতে  জেনারেল নলেজ থেকে অনেক প্রশ্ন এসে থাকে তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি জেনারেল নলেজ SAQ type PDF জেনারেল নলেজ PDF, যেটিতে 550 টি জেনারেল নলেজ প্রশ্ন উত্তর আছে যেগুলি সমস্ত চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন গুলির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে!  


এই পিডিএফে কি রকম প্রশ্ন উত্তর আছে তা কিছু নমুনা দেয়া হলো আর সম্পূর্ণ পিডিএফ লিংক নিচে দেওয়া আছে ! 



1. সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? ? উত্তর:-কৃষিকার্য।

2. বিশ্বের কোন দেশ সর্বপ্রথম 6G স্যাটেলাইট লঞ্চ করলো? ? উত্তর:-চীন।

3. গঙ্গা নদীর দূষণ রোধ করতে বিশ্বব্যাংক ভারতকে কত আর্থিক সাহায্য দিচ্ছে? ? উত্তর:-400 মিলিয়ন ডলার।

4. জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস কবে পালিত হয়? ? উত্তর:-২৪ এপ্রিল।

5. ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ কোনটি? ? উত্তর:-মালদ্বীপ।

6. মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য বজায় রাখে?  ? উত্তর:-লঘু মস্তিষ্ক।

7. হেপাটাইটিস বি ভাইরাসটি মানবদেহের কোন অঙ্গ কে আক্রমণ করে? ? উত্তর:-যকৃত।

8. কার জন্মদিন উপলক্ষে 1 জুলাই জাতীয় ডাক্তার দিবস পালিত হয়? ? উত্তর:-বিধানচন্দ্র রায়।

9. SAARC -এর নবীনতম সদস্য দেশ কোনটি? ? উত্তর:-আফগানিস্থান।

10.‘একটি পেরেকের কাহিনীউপন্যাসটির মূল উপজীব্য বিষয় একজন বিশিষ্ট রাজনীতিকের তিনি কে ? ? উত্তর:- : বিধানচন্দ্র রায়

11.কাকে প্রাচীন ভারতের প্রথম নাট্যকার বিবেচনা  করা হয় ? ? উত্তর:- ভরত।

12.আধুনিক হিন্দি নাটকের সূত্রপাত হয় কোথায় ? ? উত্তর:-কানপুর।

13.হিন্দি নাটকচরণদাস চোর ’ – এর পরিচালক কে ছিলেন ? ? উত্তর:-হাবিব তনবির

14.নীলকর সাহেবদের অত্যাচার নিয়ে রচিতনীলদর্পণনাটকের নাট্যকার কে ? ? উত্তর:-দীনবন্ধু মিত্র।

15.‘নীলদর্পণ নাটকটি কবে প্রথম মঞ্চস্থ হয়?? উত্তর:-১৮৭২ খ্রিস্টাব্দ।

16.রবীন্দ্রনাথ কোন বছর নাট্যঅভিনেতা হিসাবে মঞ্চে আত্মপ্রকাশ করেন ? ? উত্তর:- ১৮৭৭ খ্রিস্টাব্দে

17.কোন্ নাটকটি ক্ষীরােদপ্রসাদ  বিদ্যাবিনােদের লেখা ? উত্তর:- আলিবাবা।

18.যে নাটকটি দেখে গান্ধিসত্যাগ্রহআন্দোলনের অনুপ্রেরণা পান , তার নাম কী ? উত্তর:- নীলদর্পণ।

19.হিন্দি নাটকহল্লা বােল ’ – এর পরিচালক কে ছিলেন ? উত্তর:- সফদার হাসমি

20. রক্তশূন্যতা দেখা দেয় কোন ভিটামিনের অভাবে ? উত্তর:-ভিটামিন -বি- ১২

21. সহজে সর্দি কাশি হয় কোন ভিটামিনের অভাবে ? উত্তর:- ভিটামিন - সি

22. মোটামুটি ভাবে আদর্শ খাদ্য কোনটি ? উত্তর:- দুধ

23. গলগন্ড রোগ হয় কিসের অভাবে ? উত্তর:- আয়োডিনের অভাবে

24. নিউমোনিয়া রোগ হয় কোথায় ? উত্তর:- ফুসফুসে

25. ভিটামিন সি সমৃদ্ধ ফল কি কি ? উত্তর:- আমলকী,আমড়া,লেবু ,পেয়ারা কমলা

26. কচু শাকে কি বেশি থাকে ? উত্তর:- লৌহ

27. উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? উত্তর:- মাংশ                           

28. নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? উত্তর:-  ডাল

29. কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? উত্তর:- ব্রোমিন

30. ভেম্বানাদ হ্রদ কোন রাজ্যে অবস্থিত ? উত্তর:- কেরালা

31. প্লানিং কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন ? উত্তর:-  জওহরলাল নেহেরু

32. ইলোরার কৈলাস মন্দির কোন রাজারা নির্মাণ করেন ? উত্তর:-  রাষ্ট্রকূট

33. ধর্ম সভা কে প্রতিষ্ঠা করেছিলেন ? উত্তর:- রাধাকান্ত দেব

34. দাস বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন ? উত্তর:-  কুতুবউদ্দিন আইবক

35. ফুজিতা স্কেলের সাহায্যে কি পরিমাপ করা যায় ? উত্তর:-  টর্নেডো

36. আজাদ হিন্দ বাহিনীর মূল সংগঠন কি ? উত্তর:- ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ

37. লিটমাস এসিড দ্রবনের সংস্পর্শে কি বর্ণ ধারণ করে ? উত্তর:- লাল

38. মোটর সাইকেলের RPM বলতে কি বোঝায় ? উত্তর:- রিভলিউশান পার মিনিট 

39. মগধের প্রথম রাজধানী কোথায় ছিল ? উত্তর:-  রাজগীর

40. ইলোরার কৈলাশনাথ মন্দির কোন রাজবংশের শ্রেষ্ঠ কীর্তি ? উত্তর:- রাষ্ট্রকূট বংশ

41. সাধারণত ডিজে বাক্স এর শব্দের মাত্রা কত হয় ? উত্তর:- ১০০ ডেসিবেল

42. ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল কবে গঠিত হয় ? উত্তর:- ১৯৫২

43. গুরুমুখী বর্ণমালার প্রচলন কে করেন ? উত্তর:-  গুরু অঙ্গদ

44. বিধান পরিষদের সদস্য হতে গেলে প্রার্থীকে কমপক্ষে কত বছর হতে হবে ? উত্তর:- ৩০ বছর

45. মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেরে ভাই - কোন চারণকবি গাইতেন ? উত্তর:- রজনীকান্ত সেন

46. পারসেক একক দিয়ে কি পরিমাপ করা হয় ? উত্তর:- মহাজাগতিক দূরত্ব

47. আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে কে তুলে দিয়েছিলেন ? উত্তর:- রাসবিহারী বসু

48. কোন দেশকেইউরোপের ককপিটবলা হয় ? উত্তর:- বেলজিয়াম

49. ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহিত হয়েছিল ? উত্তর:- লাহোর

50. বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হত ? উত্তর:- কালো

51. হায়দ্রাবাদের শাসককে কি বলা হয় ? উত্তর:- নিজাম

52. কোন মৃত্তিকার জল ধারণ ক্ষমতা বেশি? উত্তর:- কৃষ্ণ মৃত্তিকা।

53. ভারতের বৃহত্তম পারমাণবিক শক্তি কেন্দ্র কোনটি? উত্তর:- তামিলনাড়ুর কালাপক্কম।

54. চিপকো আন্দোলন কত সালে সংঘটিত হয়েছিল? উত্তর:- 1973

55. কোন বর্ণের আলোর চ্যুতি বেশিউত্তর:- বেগুনি।

56. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালিত হয়? উত্তর:-  ২১ ফেব্রুয়ারী।

57. National Youth Day কবে পালিত হয়? উত্তর:- ১২ জানুয়ারী।

58. কেন্দ্রীয় সরকার দ্বারা ২০২০ সালের পদ্ম পুরস্কারে মোট কত জনকে পুরস্কৃত করা হয়েছেউত্তর:-  ১৪১ জনকে।

59. কত সালে গান্ধী-আরউইন চুক্তি স্বাক্ষরিত হয়? উত্তর:- 1931 খ্রিস্টাব্দের 5 মার্চ।

60. ইরাকের রাজধানীর নাম কিউত্তর:- বাগদাদ।

61. সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে ? উত্তর:- ভিটামিন D

62. সিকিম কোন বছরে ভারতের ২২তম অঙ্গরাজ্যে পরিণত হয় ? উত্তর:- ১৯৭৫ সালে

63. কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত ? উত্তর:- লর্ড ডালহৌসি

64. কার্যকালীন সময়ে প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতির মৃত্যু হয়েছিল ? উত্তর:- জাকির হোসেন

65. ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি ? উত্তর:- নয়টি

66. পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে ? উত্তর:- ভারত শ্রীলংকা

67. সংবিধান অনুসারে কম্পট্রলার অডিটর জেনারেলের কার্যকাল কত ? উত্তর:- বছর

68. তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ ? উত্তর:- পৃষ্ঠটান

69. অজাতশত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন ? উত্তর:- দেবদত্ত

70. ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কন করেছেন ? উত্তর:- ডি. উদয় কুমার

71. মটর গাছের মূলে অর্বুদে বসবাস করে কোন ব্যাকটেরিয়া ? উত্তর:- রাইজোবিয়াম

72. সাইন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন ? উত্তর:- স্যার সৈয়দ আহমেদ খান

73. কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয় ? উত্তর:-  . নাথানিয়েল ওয়ালিচ

74. মানুষের মুখগহবরে কত জোড়া লালাগ্রন্থি অবস্থিত ? উত্তর:- জোড়া।

75. ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের অভাবে ? উত্তর:- ইনসুলিন।

76. পিত্তরস কোথায় উৎপন্ন হয় ? উত্তর:- যকৃত।

77. ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত ? উত্তর:- প্লুরা।

78. নিউমোনিয়া রোগটি মানুষের শরীরে কোথায় হয় ? উত্তর:- ফুসফুসে।

79. শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কী ? উত্তর:- নাসিকা।

80. শ্বাসনালী কয় ভাগে বিভক্ত ? উত্তর:- ভাগে।

81. মানবদেহের জৈবিক প্রক্রিয়া কোনটি ? উত্তর:- রেচন।

82. নেফ্রন কিসের একক ? উত্তর:- বৃক্কের।

83. তড়িৎ বিভাজন তত্ত্বের প্রবক্তা প্রবক্তা কাকে বলা হয় ? উত্তর:- আরহেনিয়াস।

84. একটি জৈব সারের নাম ? উত্তর:- ইউরিয়া।

85. একটি নিষ্ক্রিয় মৌলের নাম ? উত্তর:- ক্রিপটন।

86. পৃথিবীর বৃষ্টির কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয় ? উত্তর:- মেরু অঞ্চলে।

87. এসিড কত সালে প্রথম আবিষ্কার হয় ? উত্তর:- ১৯৮১ সালে।

88.. নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? উত্তর:- 1946 খ্রিস্টাব্দের 18 ফেব্রুয়ারি।

89.. কোন মৌলকে দুষ্ট মৌল বলা হয়? উত্তর:- হাইড্রোজেন।

90.. আতস কাচ কি ধরনের লেন্স? উত্তর:- উত্তল লেন্স।

91. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয়? উত্তর:- হুগো দে ভ্রিস।

92. তহকিক--হিন্দ গ্রন্থের রচয়িতা কেউত্তর:- আলবিরুণী।

93. আকবর কাকে খান--খানান উপাধিতে ভূষিত করেন ? উত্তর:- বৈরাম খাঁ।

94. ভারতের সামরিক শহর কাকে বলা হয় ? উত্তর:- মিরাট।

95. অর্জুন পুরস্কার কত সাল থেকে দেওয়া শুরু হয় ? উত্তর:- ১৯৬১ সাল।

96. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কত সালে দেওয়ানি লাভ করে ? উত্তর:- ১৭৬৫ সাল।

97. রঙ্গিন টেলিভিশন থেকে যে ক্ষতিকর রশ্মি বের হয় তাকে কী বলে ? উত্তর:- গামা রশ্মি

98. দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ? উত্তর:- ল্যাকটোমিটার

99. শুষ্ক কোষে তড়িত চালক শক্তি কত ? উত্তর:- . ভোল্ট

100. পেনিসিলিন কে আবিস্কার করেন ? উত্তর:- আলেকজান্ডার ফ্লেমিং

101. আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ? উত্তর:- চার্লস ব্যাবেজ

102. রেলওয়ে ইঞ্জিন কে আবিস্কার করেন ? উত্তর:- স্টিফেনসন

103. চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ? উত্তর:- মেরু বিন্দুতে

104. টেলিভিশন কে আবিস্কার করেন ? উত্তর:- জন এল বেয়ার্ড

105. বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ কোথায় অনুষ্ঠিত হবে ? উত্তর:-  ভারতে

106. ISRO এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? উত্তর:- বেঙ্গালুরুতে

107. ব্যাঙ্কের চেকের মেয়াদ কতদিন থাকে ? উত্তর:- তিন মাস

108. জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় ? উত্তর:-  ২৮ ফেব্রুয়ারী

109. বায়ুতে নাইট্রোজেনের শতকরা ভাগ কত ? উত্তর:-  ৭৮%

110. দেহ প্রহরী কোষ কাকে বলা হয় ? উত্তর:-  শ্বেত রক্তকণিকাকে।

111. পৃথিবীর কঠিনতম ধাতুর নাম কী ? উত্তর:-  হীরক।

112. মায়োটোম পেশি কোন প্রাণীর শরীরে দেখা যায় ? উত্তর:-  মাছ।

113. ফল পাকাতে কোন হরমোন ব্যবহার করা হয় ? উত্তর:-  ইথিলিন।

114. ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য কত ? উত্তর:-   মিটার।

115. মানবদেহে মোট কশেরুকার সংখ্যা কতগুলি ? উত্তর:-  33 টি।

116. সর্ব প্রথম কে কোষ আবিষ্কার করেন ? উত্তর:-  রবার্ট হুক।

117. পেশীর আবরণীকে কী বলা হয় ? উত্তর:-  সারকোলেমা।

118.কার অন্যতম ছদ্মনাম ছিলদিকশূন্য ভট্টাচাৰ্য্য ? উত্তর:-  রবীন্দ্রনাথ ঠাকুর।

119. বাংলাউইকল টুইঙ্কলনাটকের নাট্যকার কে ? উত্তর:-  ব্রাত্য বসু।

120. ” Fall of a Sparrow ” বইটি কে লিখেছেনসেলিম আলী।

121. প্রথম টেস্ট টিউব বেবি Louise Joy Brown এর জন্ম হয়? উত্তর:-   ১৯৭৮ সালে।

122. কবে প্যারিসে আইফেল টাওয়ার স্থাপিত হয় ? উত্তর:-  ১৮৮৯ সালে।

123. কত সালে প্রথম মরণোত্তর নোবেল দেওয়া হয় ? উত্তর:-  ১৯৩১ সালে।

124. তোম্বা দেবী কীসের জন্য অর্জুন পুরস্কার পান ? উত্তর:-   জুডো।

125. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত ? উত্তর:-   কাবেরী।

126. সোডিয়াম কার্বনেট এর জলীয় দ্রবণ হলো ? উত্তর:-   ক্ষারীয় দ্রবণ

127. জলে সবচেয়ে কম দ্রবীভূত হয় যে গ্যাস সেটি হল ? উত্তর:-   হাইড্রোজেন ক্লোরাইড

128. খাদ্য শৃংখল এর শক্তির প্রবাহ কিরূপ ? উত্তর:-  একমুখী

129. Indian War Memorial Museum কোথায় অবস্থিত ? উত্তর:-  নিউ দিল্লি

130. কোন বছর থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় ? উত্তর:-  ১৯৬৯ সাল

131. DNA থেকে RNA সৃষ্টির পক্রিয়াকে কি বলে ? উত্তর:-  ট্রান্সক্রিপশন

132. ভারতেরগোল্ডেন গার্লবলা হয় কাকে ? উত্তর:-  পি টি উষা

133. ভোলগা কোথাকার বৃহত্তম নদী ? উত্তর:-  ইউরোপ

134. কোন সালে প্রথমবার সংবিধান সংশোধন করা হয় ? উত্তর:-  ১৯৫১ সালে

135. ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে ? উত্তর:-  জাহাঙ্গীর

136. কোথায় বস্তুর ওজন শুন্য হয় ? উত্তর:-  পৃথিবীর কেন্দ্রে

137.  কাশ্মীরের রত্ন বলা হয় কোন হ্রদকে ? উত্তর:-  ডাল হ্রদকে

138.  তামিলনাড়ুর সাংস্কৃতিক রাজধানী কাকে বলা হয় ? উত্তর:-  মাদুরাই

139.  সিকিমকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ রাজ্য করা হয় ? উত্তর:-  ৩৬ তম

140.  তৈমুর লং কত খ্রিষ্টাব্দে ভারত আক্রমণ করেন ? উত্তর:-  ১৩৯৮ খ্রিষ্টাব্দে

141.  এস এল পদ্ধতিতে বলের পরম একক কী ? উত্তর:-  নিউটন।

142.  লাইসোজোমকে কী বলা হয় ? উত্তর:-  আত্মঘাতীস্থলী।

143.  মাছ কোথা কিসের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে থাকে ? উত্তর:-  ফুলকা দ্বারা।

144.‘ছেঁড়াতারনাটকটির নাট্যকার কে ? উত্তর:-  তুলসী লাহিড়ী।

145. হিন্দি নাটকতমসকার লেখা ? উত্তর:-  ভীষ্ম সাহানি।

146.‘বিদ্যাসুন্দরসাহিত্যকৃতিটি কার লেখা ? উত্তর:-  ভারতচন্দ্র রায়

147.‘রজনীউপন্যাসটির লেখক কে ? উত্তর:-  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

148.‘হুতোম প্যাঁচার নকশা কে লিখেছেন ? উত্তর:-  কালীপ্রসন্ন সিংহ।

149.বিখ্যাত কবিতামধুবংশীর গলি কার লেখা ? উত্তর:-  জ্যোতিরিন্দ্র নন্দী।

150.‘উলঙ্গ রাজাকাব্যগ্রন্থ টির কবি কে ? উত্তর:-   নীরেন্দ্রনাথ চক্রবর্তী

151. অলিম্পিক গেমস প্রত্যেক কত বছর পরে অনুষ্ঠিত হয়? উত্তর:-  4 বছর

 152. ধ্যানচাঁদ কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর:-  হকি

 153.  আইস হকি দলে কতজন খেলোয়াড় আছে? উত্তর:-  ছয়জন খেলোয়াড়

 154.  রাইডার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? উত্তর:-  গল্ফ

 155. কোন দেশ সবচেয়ে বেশি ফুটবল বিশ্বকাপ জিতেছে? উত্তর:-  ব্রাজিল

156. কোন ধাতু বিদ্যুতের ভাল পরিবাহক? উত্তর:-  গ্রাফাইট

 157 বিশ্বের প্রথম কম্পিউটার কোনটি? উত্তর:-  ENIAC কম্পিউটিং সিস্টেম

158. সৌরজগতে কয়টি গ্রহ আছে? তাদের নাম. উত্তর:-  8 টি গ্রহ

বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন (ক্রমানুসারে)

159. কোন মাছের কোন কঙ্কাল নেই? উত্তর:-  জেলিফিশ

160. কোন গ্রহটি মর্নিং স্টার বা ইভিনিং স্টার নামে পরিচিত? উত্তর:-  শুক্র

 161.  নির্বীজন কে আবিস্কার করেন? উত্তর:-  জোসেফ লিস্টার

162. শেষ মোগল সম্রাট কে ছিলেনউত্তর:-  দ্বিতীয় বাহাদুর শাহ।

163. বিশ্ব জল দিবস কবে পালিত হয়? উত্তর:-  ২২ মার্চ।

164. তানসেনের আসল নাম কি? উত্তর:-  রামতনু পান্ডে।

165. Covid- 19 মোকাবিলায় কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের হেল্পলাইন নম্বর?  উত্তর:-  ১০৭৫

15. PSLV পুরো নাম কিউত্তর:-  পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেলস।

166. দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর:-  লর্ড ক্লাইভ।

167. ভারতে ইক্তা প্রথার প্রবর্তন কে করেন ? উত্তর:-  ইলতুৎমিস।

168. সুলতান মামুদ কতবার ভারত আক্রমণ করেন? উত্তর:-  1000 থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে 17 বার।

169. ONGC সংস্থা টি স্ট্যাচুটারি বডি হিসেবে কত সালে প্রতিষ্ঠা হয় ? উত্তর:-   ১৯৫৯ সালে  

170. কানহু মাঝি - কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন ? উত্তর:-  হুল বিদ্রোহ

171 ২০২১ সালের আইপিএল টাইটেল স্পন্সর সংস্থা কোনটি ? উত্তর:-  VIVO

172. Hope নামক মঙ্গোল মিশনটি কোন দেশের ? উত্তর:-   UAE (সংযুক্ত আরব-আমিরশাহী)

173. নন্দনকানন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ? উত্তর:-   ওড়িশা

174. ভারতীয় রিজার্ভ ব্যাংক কবে জাতীয়করণ হয় ? উত্তর:-  ১৯৪৯

175. বর্তমানে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান কে রয়েছেন ? উত্তর:-   হরিবংশ নারায়ণ সিং

176. পাইরোমিটার কিসে ব্যবহৃত হয় ? উত্তর:-  উচ্চ উষ্ণতা পরিমাপ

177. কোন দেশের সংবিধান থেকে যুগ্ম তালিকার ধারণা নেওয়া হয়েছে ? উত্তর:-  অস্ট্রেলিয়া

178.  ওয়াটার পোলো তে প্রতি দলে কতজন খেলোয়াড় থাকে ? উত্তর:-    জন

179. মেঘালয়ের রাজধানীর নাম কি ? উত্তর:-  শিলং

180. মস্তিষ্কের বৃহত্তম অংশ কোনটি ? উত্তর:-   সেরিব্রাম

181. ASCII এর পুরো নাম কি ? ? উত্তর:-  American Standard Code for Information Interchange .

182. সিমলা চুক্তি কত সালে হয়েছিল ? উত্তর:-  ১৯৭২ সালে

183. ওয়েব ব্রাউজারে ব্রাউজিং স্ক্রিন প্রসারিত করতে কোন শর্ট-কাট কি ব্যাবহার করা হয় ? ? উত্তর:-  F11

184. ১৯৮৯ সালে সচিন তেন্ডুলকারের প্রথম টেস্ট ম্যাচের প্রতিপক্ষ দল কি ছিল ? ? উত্তর:-  পাকিস্তান

185. প্রথম অলিম্পিক গেম কোথায় অনুষ্ঠিত হয়েছিল ? ? উত্তর:-  গ্রিসের এথেন্স শহরে

186. চেনব , ঝিলম কোন নদীর উপনদী ? ? উত্তর:-  সিন্ধু বা ইন্দাস

187. আমাদের শরীরের কোন অঙ্গ রক্ত থেকে নাইট্রোজেন যুক্ত যৌগ বের করে ? ? উত্তর:-  কিডনি

188. মাটি নিয়ে পড়াশুনাকে কি বলে ? ? উত্তর:-  পেডলজি (Pedology)

189. INS Vikrant ক্ষয়প্রাপ্ত হয়েছিল কত সালে ? ? উত্তর:-  ১৯৯৭

190. রকেট লঞ্চ প্যাড কোথায় অবস্থিত ? উত্তর:-  শ্রীহরিকোটা

191. বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রধান কার্্যালয় কোথায় অবস্থিত ? উত্তর:-   কোলকাতায়

192. ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) কোথায় অবস্থিত ? উত্তর:-  জেনিভা , সুইজারল্যান্ড

193. ভারত কবে রাষ্ট্রসঙ্ঘে যোগ দিয়েছিল ? উত্তর:-  ১৯৪৫

194. অক্সিজেন সিলিন্ডারে কী গ্যাস মেশানো হয়ে থাকে ? উত্তর:-   হিলিয়াম।

195. মানবদেহে মোট হাড়ের সংখ্যা কত ? উত্তর:-  ২০৬ টি।

196. মাইক্রো কথার অর্থ কী ? উত্তর:-  অতি ক্ষুদ্র।

197. লোহিত রক্ত কণিকা কত দিন আয়ুষ্কাল থাকে ? উত্তর:-   থেকে দিন।

198. মানুষের করোটির অস্থি সংখ্যা মোট কতগুলি ? উত্তর:-  ২২ টি।

199. লোদী বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তর:- বহলুল লোদী

200. টিকার জনক কে? উত্তর:- এডওয়ার্ড জেনার

 201. কোনটি দ্রুততম ভ্রমণ করে: আলো বা শব্দ? উত্তর:- আলো





FILE DETAILS :

FILE NAME:-   550 টি গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ প্রশ্ন উত্তর         o

FILE FORMAT:- PDF

NO. OF PAGES :- 26

FILE SIZE:- 889 KB


👉Click Here To Download👈


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Group Join

Post a Comment

পোস্ট পড়ে বা কোন Test দিতে গিয়ে যদি কোন সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকেে, নিচে কমেন্ট করে জানাতে পারো

× close ad