পরীক্ষার প্রস্তুতি, নোটস সাজেশন পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করো Join

ইতিহাসের 500 টা প্রশ্ন উত্তর গুরুত্তপুর্ণ সমস্ত পরীক্ষার জন্য।

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

 


ইতিহাসের 500 টা প্রশ্ন উত্তর গুরুত্তপুর্ণ সমস্ত পরীক্ষার জন্য। এর আগের পোস্টে আমরা 1500  ইতিহাসের প্রশ্ন পত্র দেয়া হয়েছে। আজ আমরা আরো 500 টা প্রশ্ন দিলাম.


হ্যালো বন্ধুরা কেমন আছেন?

এমনও অনেক আছে Competitive Exam (যেমন: WBCS, Rail) আছে যেগুলিতে  ইতিহাস থেকে অনেক প্রশ্ন এসে থাকে তাই আজ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি History SAQ type ইতিহাস প্রশ্ন  500 টি ইতিহাসের প্রশ্ন উত্তর আছে যেগুলি সমস্ত চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন গুলির সঙ্গে মোকাবিলা করতে সাহায্য করবে! 



1501. ফ্যুয়েরার কে? উত্তরঃ- হিটলার।

1502. ফ্রাংকো কে ছিলেন? উত্তরঃ- স্পেনের গৃহযুদ্ধের নায়ক।

1503. ফরাসি বিপ্লবের কোন আদর্শ জাতিয়তবাদকে উদ্বুদ্ধ করে? উত্তরঃ- সাম্য-মৈত্রী স্বাধীনতা।

1504. ফরোয়ার্ড ব্লক নামে নতুন দল কখন গঠিত হয়? উত্তরঃ-১৯৩৯ খ্রিঃ।

1505. ফাদার মার্টিন কার ছদ্মনাম? উত্তরঃ-মানবেন্দ্রনাথ রায়।

1506. ফেডারেশন হল বা মিলন মন্দির কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ-আনন্দমোহন বসু।

1507. ফোর্টউইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ- ১৮০০ খ্রিঃ।

1508. বঙ্গভঙ্গ আন্দোলন করে বন হয়? উত্তরঃ- ১৯১১ খ্রিঃ

1509. বঙ্গভঙ্গ কে রদ করেন? উত্তরঃ- সম্রাট পঞ্চম জর্জ।

1510. বঙ্গভঙ্গের ফলে সৃষ্ট নতুন প্রদেশের নাম কি উত্তরঃ-পূর্ব বঙ্গ আসাম।

1511. কুষাণ যুগে কোন শিল্পরীতির প্রসার হয়? উত্তরঃ-কুষাণ যুগের গান্ধার শিল্পরীতির ব্যাপক প্রসার হয়। এই শিল্পরীতি ছিল গ্রিক, রোমান ভারতীয় শিল্প রীতির সংমিশ্রণ।

1512. গৌতমীপুত্র সাতকর্ণী কোন শক রাজাকে পরাজিত করেন? উত্তরঃ- সাতবাহন রাজা

1513. মহাভারতের বঙ্গানুবাদ প্রথম কে করেন? উত্তরঃ- সুলতানি আমলের কবি পরমেশ্বর।

1514. গুপ্তবংশের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ- শ্রীশুগু, মতান্তরে প্রথম চন্দ্রগুপ্ত।

1515. কোন গুপ্ত সম্রাট পরক্রমাঙ্ক অঙ্ক উপাধি গ্রহণ করেনন উত্তরঃ-  গুপ্তসম্রাট সমুদ্রগুপ্ত পরক্রমাঙ্ক উপাধি গ্রহণ করেন।

1516. কাকে 'ভারতের নেপোলিয়ন' বলা হয়? উত্তরঃ-  গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত।

1517. মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ-  চন্দ্রগুপ্ত মৌর্য।

1518. চন্দ্রগুপ্ত মৌর্য কত গ্লিস্ট পূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন? উত্তরঃ-  চন্দ্রগুপ্ত মৌর্য 324 খ্রিস্টপূর্বাব্দে মগধের সিংহাসনে বসেন।

1519. কংগ্রেস মুসলীম লীগের মধ্যে ১৯১৬ খ্রীস্টাব্দে যে চুক্তি হয় সেটির নাম কী? উত্তরঃ-  লক্ষ্মৌ চুক্তি

1520. কংগ্রেসের কোন অধিবেশনে কংগ্রেস নেতৃত্ব দ্বিধাবিভক্ত হয় ? উত্তরঃ- সুরাট

1521. ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ হল উত্তরঃ- অন্ধক।

1522. কাকে রাষ্ট্রগুরু উপাধিতে ভূষিত করা হয়? উত্তরঃ-  সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

1523. কার আমলে জার্মানিতে শিল্পবিপ্লব ঘটে? উত্তরঃ-  ফ্রেডারিখ তৃতীয়

1524. কার উদ্যোগে রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিষ্ট পার্টি গঠিত হয়? উত্তরঃ- মানবেন্দ্রনাথ রায়

1525. কে রামমোহন রায়কে 'রাজা' উপাধি দেন? উত্তরঃ- মোগল সম্রাট দ্বিতীয় আকবর।

1526.  শেষ মোগল সম্রাট কে ছিলেন? উত্তরঃ- দ্বিতীয় বাহাদুর শাহ (1837 1862)

1527. দ্বিতীয় বাহাদুর শাহকে কেন এবং কোথায় নির্বাসিত করা হয়? উত্তরঃ- 1857 খ্রিস্টাব্দের বিদ্রোহের পর তাকে 1858 খ্রিস্টাব্দে রেঙ্গুনে নির্বাসন দেওয়া হয়।

1528. স্যার রিচার্ড টেম্পল কোন সন্ধিকে 'মারাঠা সাম্রাজ্যের ম্যাগনাকার্টা' বলে অভিহিত করেন? উত্তরঃ- 1719 খ্রিস্টাব্দে মুঘলদের সঙ্গে সন্ধিকে।

1529.  কাকে মারাঠা জাতির নেপোলিয়ন মারাঠা জাতির দ্বিতীয় প্রতিষ্ঠাতা বলা হয়? উত্তরঃ- প্রথম বাজিরাওকে।

1530. তৃতীয় পানিপথের যুদ্ধ করে এবং কার কার মধ্যে হয়েছিল? উত্তরঃ- 1761 খ্রিস্টাব্দে পানিপথের তৃতীয় যুদ্ধ আফগান নেতা আহমদ শাহ আবদালির সঙ্গে মারাঠাদের হয়েছিল (এই যুদ্ধে মারাঠারা পরাস্ত হয়)

1531. অকালি আন্দোলন কোথায় হয়েছিল? উত্তরঃ- পাঞ্জাব

1532. তাহাকিব-অল-অখলক কে রচনা করেন? উত্তরঃ-  সৈয়দ আহমেদ

1533. 'বেঙ্গল হরকরা' প্রকাশিত হয় কবে? উত্তরঃ-  ১৭৯৮ সালে

1534. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ- শিশির কুমার ঘোষ

1535. ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরঃ- রাজেন্দ্র প্রসাদ

1536. পাল বংশের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? উত্তরঃ- দেবপাল

1537. বন্দেগী চাহালগানিবাচল্লিশ চক্রকে তৈরি করেছিলেন? উত্তরঃ-  ইলতুৎমিস 

1538. দিল্লির সুলতানির প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ-  কুতুবউদ্দিন আইবক

1539. দিল্লির সুলতানি যুগের একমাত্র মহিলা শাসকের নাম কি? উত্তরঃ-  রাজিয়া সুলতানা

1540. ইলতুৎমিসকথার অর্থ কি? উত্তরঃ- সাম্রাজ্যের পালনকর্তা 

1541. ভারতে প্রথম মুসলমান আক্রমণ কারী কারা ছিলেন? উত্তরঃ-  আরবরা

1542. লাখবক্স নামে কে পরিচিত ছিলেন? উত্তরঃ- কুতুবউদ্দিন আইবক

1543.  চান্দোয়ারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তরঃ- 1194 খ্রিস্টাব্দে (এই যুদ্ধে মহম্মদ ঘুরি জয় চন্দ্র গাহরবালকে পরাস্ত হত্যা করে কনৌজ অধিকার করেন)

1544.  দ্বীন--ইলাহী নামে এক ধর্মমত কে প্রচার করেন? উত্তরঃ-  আকবর

1545.  'আকবর নামা' 'আইন--আকবরী' কে রচনা করেন? উত্তরঃ-  আবুল ফজ

1546. দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? উত্তরঃ-  বৈরাম খাঁ এবং হিমু

1547. নাবালক অবস্থায় সম্রাট আকবরের অভিভাবক কে ছিলেন? উত্তরঃ- বৈরাম খাঁ

1548. মুসলিম লীগের কোন অধিবেশনে 14 দফা দাবি পেশ করেন? উত্তরঃ- 1929 খ্রিস্টাব্দের 28 মার্চ লীগের দিল্লি অধিবেশনে। 1929 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর লাহোরে রাভি নদীর তীরে কংগ্রেস অধিবেশনে জহরলাল নেহেরু পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করেন।

1549. আইন অমান্য আন্দোলন কত সালে শুরু হয়েছিল? উত্তরঃ- 1930 খ্রিস্টাব্দে।

1550. গান্ধিজী কত সালে লবণ আইন ভঙ্গের জন্য ডান্ডি অভিযান করেন? উত্তরঃ- 1930 খ্রিস্টাব্দের 12 মার্চ।

1551. সীমান্ত গান্ধী কাকে বলা হয়? উত্তরঃ- খান আবদুল গফফর খানকে।

1552. খান আবদুল গফফর খানকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? উত্তরঃ- তিনি উত্তর-পশ্চিম সীমান্তে আইন অমান্য আন্দোলনের নেতৃত্ব দেন বলে তাঁকে সীমান্ত গান্ধী বলা হয়।

1553. ইবাদৎ খানা কার দ্বারা নির্মিত হয়? উত্তরঃ-  আকবর

1554. ফতেপুর সিক্রি নামক শহরটি কে গঠন করেন? উত্তরঃ-  আকবর

1555. তানসেন কোন সম্রাটের সমসাময়িক ছিলেন? উত্তরঃ-  আকবর

1556. আকবরের গৃহ শিক্ষক কে ছিলেন? উত্তরঃ- শেখ মুবারক

1557. প্রথম বাংলা গদ্যের নাম কি? উত্তরঃ- রামরাম বসুর 'রাজা প্রতাপাদিত্য চরিত'

1558. মেঘনাথবধ কাব্য কার লেখা? উত্তরঃ- মধুসূদন দত্ত।

1559. কাকে 'বাংলার মিল্টন' বলা হত? উত্তরঃ- হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়কে।

1560. আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম এর লেখক কে? উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

1561. 'নীলদর্পণ' নাটকটির রচয়িতা কে? উত্তরঃ- দীনবন্ধু মিত্র।

1562. চা-কর দর্পণ কার রচনা? উত্তরঃ- দক্ষিণারঞ্জন চট্টোপাধ্যায়।

1563. 'হীরক চূর্ণ' কার রচনা? উত্তরঃ- অমৃতলাল বসু।

1564. মেবার পতন, শাজাহান বই দুটির লেখক কে? উত্তরঃ- দ্বিজেন্দ্রলাল রায়।

1565.  'ধনধান্যে পুষ্পে ভরা' কে রচনা করেন? উত্তরঃ- দ্বিজেন্দ্রলাল রায়।

1566. কলকাতায় সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছিলেন? উত্তরঃ- সুভাষচন্দ্র বসু।

1567. লাহোর কংগ্রেসের সভাপতিত্ব কে করেন? উত্তরঃ-  পন্ডিত জওহরলাল নেহরু।

1568. খুদা--খিদমতগার কথাটির অর্থ কী? উত্তরঃ- ঈশ্বরের সেবক।

1569. কবে দ্বিতীয় গোলটেবিল বৈঠক আহূত হয়েছিল? উত্তরঃ-  1931 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে।

1570. অর্ধনগ্ন ফকির কাকে বলা হয়েছিল? উত্তরঃ- গান্ধীজিকে।

1571. সীমান্ত গান্ধির অনুচরদের কী বলা হত? উত্তরঃ-  'খুদা--খিদমতগার। এরা 'লাল-কুর্তা নামে পরিচিত ছিলেন।

1572. পুণা চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয়? উত্তরঃ- মহাত্মা গান্ধী ডঃ বি আর আম্বেদকর।

1573. গান্ধিজি কোন স্থানে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন? উত্তরঃ- গান্ধিজি 1931 খ্রিস্টাব্দে লন্ডনে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান করেন।

1574. 'খলিফা' শব্দের অর্থ কী? উত্তরঃ- ধর্মগুরু।

1575. খিলাফত আন্দোলন হয় কত সালে? উত্তরঃ- ১৯২০ সালে

1576. দুদুমিয়া কে ছিলেন? উত্তরঃ- ফরাজি আন্দোলনের নেতা

1577. বিজ্ঞান পরিষদ তৈরি হয় কত সালে? উত্তরঃ- ১৮৬৪ সালে

1578. শুদ্ধি আন্দোলনের নেতা কে ছিলেন? উত্তরঃ- দয়ানন্দ সরস্বতী

1579. ব্রহ্মানন্দ উপাধি কে পান? উত্তরঃ-  কেশব চন্দ্র

1580. ভিক্টোরিয়া ইনস্টিটিউশন কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ-  কেশব চন্দ্র

1581. বিশ্বম্ভর কার নাম ছিল? উত্তরঃ-  নিমাই এর

1582. শ্রী চৈতন্য প্রবর্তিত ধর্মের নাম কি? উত্তরঃ- বৈষ্ণব

1583. চতুরাশ্রমের প্রথম আশ্রমের নাম কি? উত্তরঃ-  ব্রহ্মচর্য

1583. অন্ধ্র কবিতার পিতামহ কাকে বলা হয়? উত্তরঃ-  পোদ্দন

1584. ইন্দো চীনের বর্তমান নাম কী? উত্তরঃ- ভিয়েতনাম।

1585. ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতির নাম কি? উত্তরঃ- . সুকর্ন।

1586. ইয়ং ইটালি কে গঠন করেন? উত্তরঃ- ম্যাৎসিনি।

1587. ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন? উত্তরঃ- লালালাজপত রায়।

1588. ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে? উত্তরঃ- মহাত্মা গান্ধি।

1589. ইয়ং ইন্দিয়া বইটি কে রচনা করেছিলেন? উত্তরঃ- মহাত্মা গান্ধি।

1590. ইয়ং বেঙ্গল দলের মুখপত্রের নাম কী? উত্তরঃ- পার্থেনন।

1591. ইয়ংবেঙল কাদের বলা হয়? উত্তরঃ- ডিরজিওর অনুগামীদের।

1592. ইয়ংবেঙল দল কে গঠন করেন? উত্তরঃ- ডিরোজিও।

1593. ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ? উত্তরঃ- ১৯৪৫ খ্রিঃ।

1594. কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয়? উত্তরঃ- 1707 খ্রিস্টাব্দের 3 মার্চ।

1595. কাশীর বিশ্বনাথ মন্দির, গুজরাটের সোমনাথ মন্দির, মথুরার কেশব মন্দির, বিন্দাবনের গোবিন্দ জিউর মন্দির কে ধ্বংস করেন? উত্তরঃ- ঔরঙ্গজেব।

1596. ওরঙ্গজেব কত খ্রিস্টাব্দে হিন্দুদের উপর জিজিয়া কর প্রবর্তন করেন? উত্তরঃ- 1679 খ্রিস্টাব্দে।

1597. শেরশাহের আসল নাম কি ছিল? উত্তরঃ- ফরিদ খাঁ।

1598.  শেরশাহ কত খ্রিস্টাব্দে চুনার দুর্গ অধিকার করেন? উত্তরঃ- 1530 খ্রিস্টাব্দে।

1599. শেরশাহ কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে বসেন? উত্তরঃ- 1540 খ্রিস্টাব্দে।

1600. 1539 খ্রিস্টাব্দে 26 জুন চৌসার যুদ্ধে শেরশাহ কাকে পরাজিত করেন? উত্তরঃ- হুমায়ূনকে।

1601. কনৌজ বা বিলগ্রামের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? উত্তরঃ- 1540 খ্রিস্টাব্দের 17 মে হুমায়ুন এবং শেরশাহের মধ্যে (শেরশাহ জয়লাভ করেন)

1602. মহম্মদ আলি জিন্নাহ কোন দলের নেতা ছিলেন? উত্তরঃ-  নিখিল ভারত মুসলিম লিগের সভাপতি ছিলেন।

1603. মহম্মদ গজনী কবে ভারত আক্রমণ করেন ? উত্তরঃ- 1001 খ্রিস্টাব্দে 

1604. আত্মসমর্পণের দলিল করে জার্মানি স্বাক্ষর করে? উত্তরঃ- ১৯১৮ খ্রিঃ, ১১ নভেম্বর

1605. আত্মীয় সভা কখন প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ- ১৮১৫ খ্রিঃ

1606. আত্মীয় সভা কে গঠন করেন? উত্তরঃ- রাজা রামমোহন রায়।

1607.  আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা ? উত্তরঃ- ১৫ জন

1608. আন্তর্জাতিক বিচারালয় কোথায় অবস্থিত? উত্তর: নেদারল্যান্ড এর দ্যা হেগ-

1609. উত্তর ভারতে শেষ আফগান রাজবংশ কোনটি ? উত্তরঃ- সুরি

1610. কোন রাজবংশ হায়দরাবাদেচারমিনার ' নির্মাণ করেছিলেন ? উত্তরঃ- কুতুবশাহী 

1611. হিন্দু ইতিহাসের সুবর্ণ যুগের আদর্শ রাজা হিসাবে কাকে গণ্য করা হয় ? উত্তরঃ- সমুদ্রগুপ্ত

1612. আকবরের শাসনকালে রাজস্ব বিভাগের দায়িত্ব কার ওপর ন্যস্ত ছিল ? উত্তরঃ-  টোডরমল

1613. কোন ঐতিহাসিক ব্যক্তিত্বের পিতার নাম শাহজী ভোঁসলে , মায়ের নাম জীজাবাঈউত্তরঃ- শিবাজি 

1614. চক্রবর্তী রাজা গোপালাচারী কত সালে সি আর ফর্মুলা পেশ করেন? উত্তরঃ- 1944 সালে।

1615. মন্ত্রী মিশন কত সালে ভারতে আসে? উত্তরঃ- 1946 খ্রিস্টাব্দে 24 মার্চ।

1616. মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন? উত্তরঃ- স্যার পেথিক লরেন্স ছিলেন মন্ত্রী মিশনের নেতা এবং অন্য দুই সদস্য ছিলেন স্যার স্টাফোর্ড ক্রিপস . ভি. আলেকজান্ডার।

1617. বাংলায় তেভাগা আন্দোলন কত সালে শুরু হয়েছিল? উত্তরঃ- 1946 খ্রিস্টাব্দে।

1618. ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরঃ- লেবার পার্টির নেতা ক্লিমেন্ট এটলি।

1619. শিলাদিত্য উপাধি কে গ্রহণ করেছিলেন? উত্তরঃ- হর্ষবর্ধন।

1620. হর্ষবর্ধন শেষজীবনে কোন ধর্মালম্বী ছিলেন? উত্তরঃ- বৌদ্ধ।

1621. হর্ষবর্ধনের সময় নালান্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ কে ছিলেন? উত্তরঃ- মহাপণ্ডিত শীলভদ্র।

1622. বাংলার প্রথম সার্বভৌম রাজা কে ছিলেন? উত্তরঃ- শশাঙ্ক।

1623. শশাঙ্ক কোথাকার রাজা ছিলেন? উত্তরঃ- গৌড়ের।

1624. শশাঙ্ক কোন ধর্মালম্বী ছিলেন? উত্তরঃ- শৈব।

1625. কোথায় শাং রাজারা সভ্যতা গড়ে তোলে? উত্তরঃ- হোয়াংহো নদীর তীরে

1626. হিউয়েনসাঙ বৌদ্ধধর্মের নিগ্রহকারী হিসেবে অবিহিত করেন কাকে? উত্তরঃ-  শশাংকে

1627. শশান্তের পর গৌড় রাজ্য দখল করেন কে? উত্তরঃ-  হর্ষবর্ধন

1628. আবররা সিন্ধু আক্রমন করে কত খ্রিষ্টাব্দে উত্তরঃ- ৭১২ খ্রিষ্টাব্দে

1629. ইসলামের কবে আবির্ভাব ঘটেছিল? উত্তরঃ- সপ্তম শতাব্দিতে

1630. সভ্যতার ইতিহাসে ফিনিশীয়দের সবচেয়ে বড় অবদান কি? উত্তরঃ- বর্ণমালার উদ্ভাবন

1631. গৌর রাজ্যের রাজধানীর নাম কি? উত্তরঃ- কর্ণসুবর্ণ

1632. বৈদিক যুগে ‘পানি' কাদের বলা হয় ? উত্তরঃ- এক শ্রেণির ব্যবসায়ীকে

1633. বৈদিক যুগে ধনী বণিকদের কী বলা হত? উত্তরঃ- শ্রেষ্ঠী

1634. বদাঊনী কার আদেশে ব্যাসদেব রচিত মহাভারতের কিছু অংশ ফার্সীতে অনুবাদ করেন ? উত্তরঃ- আকবর

1635. বুদ্ধ তাঁর প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন ? উত্তরঃ- সারনাথ

1636. বৃদ্ধ ভগৎ, বিদ্ৰাই মাংকি, সুইমুডা –এই নাম গুলি কোন বিদ্রোহের সঙ্গে জড়িত ? উত্তরঃ- কোল

1637. বুদ্ধের বাণী যে বৌদ্ধ ধর্মগ্রন্থে পাওয়া যায় তার নাম কি ? উত্তরঃ- পালি পিটক

1638. ব্রাহ্মসমাজের মূল কথা কি ছিল ? উত্তরঃ- একেশ্বরবাদ

1639. ব্রিটিশ পার্লামেন্ট কোন বছর রেগুলেটিং অ্যাক্ট বা নিয়ামক আইন পাশ করে ? উত্তরঃ- ১৭৭৩ সালে

1640. ব্রিটিশ বিরোধী আদিবাসী বিদ্রোহ 'উলগুলান' –এর নেতৃত্ব কে দিয়েছিলেন ? উত্তরঃ- বিরসা মুন্ডা

1641. ব্রিটিশ ভারতের ইতিহাস' কে লিখেছেন? উত্তরঃ- জেমস মিল

1642. ব্রিটিশ সরকার ১৯৩৫ সালে যে শাসনতান্ত্রিক সংস্কার প্রবর্তন করেন তা কী নামে পরিচিত ? উত্তরঃ- ভারত শাসন আইন, ১৯৩৫

1643. রবীন্দ্রনাথ কাকে ভারত পথিক বলে অভিহিত করেন? উত্তরঃ- রাজারামোহন রায়।

1644. ব্র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গঠন করেন? উত্তরঃ- মানবেন্দ্রনাথ রায়।

1645. রুশ বিপ্লবে (১৯১৭) কে নেতৃত্ব দেন? উত্তরঃ- লেনিন।

1646. বিম্বিসারের পিতার নাম কি? উত্তরঃ- ভট্রিয়।

1647. লিচ্ছবি রাজকন্যা চেল্লানাকে কে বিবাহ করেন? উত্তরঃ- বিম্বিসার।

1648. বিম্বিসারের পর মগধের সিংহাসনে কে বসেন? উত্তরঃ- অজাতশত্রু।

1649. হিদাসপিসের যুদ্ধ কার কার মধ্যে হয়েছিল? উত্তরঃ- পুরু রাজ্যের রাজা পুরুর সঙ্গে আলেকজান্ডারের। (326খ্রিস্টপূর্বাব্দে)

1650. রুশ-জার্মান অনাক্রমণ চুক্তি করে স্বাক্ষরিত হয়? উত্তরঃ- ২৩ আগস্ট-১৯৩৯ খ্রিঃ।

1650. রসিদ আলি দিবস কবে পালিত হয়? উত্তরঃ- ১৯৪৬ খ্রিঃ ১২ ফেব্রুয়ারি।

1651. রাজ্য সভায় কে সভাপতিত্ব করেন?  উত্তরঃ-  উপরাষ্ট্রপতি।

1652. কোন দেশ প্রথম পরমাণু বোমা ব্যবহার করে? উত্তরঃ- আমেরিকা।

1653. কোন পত্রিকাকে কেন্দ্র করে বাংলায় একটি বিপ্লবী দল গড়ে অথেছিল? উত্তরঃ- যুগান্তর পত্রিকা।

1654. কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়? উত্তরঃ- সঞ্জীবনী পত্রিকায়।

1655. কোন বছর ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? উত্তরঃ- ১৯৪২ খ্রিঃ।

1656. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতি ঘোষণা করেন? উত্তরঃ- রামসে ম্যাকডোনাল্ড।

1657. রাজ্যসভায় কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মন মনোনীত হন? উত্তরঃ- ১২ জন।

1658. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? উত্তরঃ- উপরাষ্ট্রপতি।

1659. রাজ্যের নিয়মতান্ত্রিক শাসক কাকে বলা হয়? উত্তরঃ- রাজ্যপাল।

1660. রাজ্যের পধান বিচারালয় কোনটি? উত্তরঃ- হাইকোর্ট।

1661. রাজ্যের শাসন তান্ত্রিক প্রধান কে? উত্তরঃ- রাজ্যপাল

1662. দিল্লীরলাল কেল্লাকে নির্মাণ করেন ? উত্তরঃ- শাহজাহান

1663. আজমীরে কোন সুফি সাধকের দরগা রয়েছেউত্তরঃ- মইনুদ্দিন চিস্তি

1664. আঙ্কোরভাটের মন্দিরের মূর্তি কার বা কাদের ? উত্তরঃ- হিন্দু দেবতা 

1665. বিখ্যাতনিশাত বাগ ' কে তৈরি করেছিলেন ? উত্তরঃ- জাহাঙ্গীর

1666. কোন দেশ বিজয়কে স্মরণীয় করে রাখতে আকবর ফতেপুর সিক্রিতে বিখ্যাত ' বুলান্দ দরওয়াজানির্মাণ করেন ? উত্তরঃ- গুজরাত

1667. শেরশাহের সমাধি কোথায় ? উত্তরঃ- সাসারাম 

1668. আকবরের রাজসভায় সবচেয়ে বিখ্যাত সংগীত শিল্পী ছিলেন তানসেন তাঁর আসল নাম কি ছিল ? উত্তরঃ- রামতনু পান্ডে 

1669. বিখ্যাত অজন্তা ইলারা গুহার চিত্রকলা কাদের রাজত্বকালে শিল্প চর্চার বিশেষ নিদর্শন ? উত্তরঃ- রাষ্ট্রকুট

1670. অমৃতসরের সন্ধি কত খ্রিস্টাব্দে এবং কার কার মধ্যে হয়? উত্তরঃ- 1809 খ্রিস্টাব্দে রঞ্জিত সিং এবং লর্ড প্রথম মিন্টোর মধ্যে।

1671. উইলিয়াম কেরি কত খ্রিস্টাব্দে ইতিহাসমালা রচনা করেন? উত্তরঃ- 1812 খ্রিস্টাব্দে।

1672. 1813 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্টের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তরঃ- লর্ড প্রথম মিন্টো।

1673. কোন গভর্নর জেনারেলের সময় পিণ্ডারি যুদ্ধ হয়? উত্তরঃ- 1817-18 খ্রিষ্টাব্দে লর্ড হেস্টিংস বা আর্ল অফ ময়রার সময়।

1674. কে কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? উত্তরঃ- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক রাজা রামমোহন রায় -এর সহযোগিতায় 1829 খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন।

1675. ভারতে আদালতে দেশীয় ভাষার প্রচলন করেন কে? উত্তরঃ- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

1676. জার্মানির আইনসভার নাম কী? উত্তরঃ- রাইখ ষ্ট্যা

1677. জার্মানির নাৎসি নেতার নাম কী? উত্তরঃ- হিটলার

1678. জালিয়ানওয়ালাবাগ কোথায় অবস্থিত? উত্তরঃ- পাঞ্জাবে

1679. জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের নায়ক কে? উত্তরঃ- জেনারেল ডায়ার

1680. কত খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্নেল ফোর্ডের সঙ্গে সালাবত জঙ্গ-এর মুসলিপত্তলম এর সন্ধি হয়েছিল? উত্তরঃ- 1759 খ্রিস্টাব্দে।

1681. কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম আলি ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন? উত্তরঃ- 1798 খ্রিস্টাব্দে।

1682. জয়পুর শহরের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ- রাজপুত রাজা সোয়াই জয়সিংহ (1728 খ্রিস্টাব্দে)

1683. জয়পুর শহরের পরিকল্পক কে ছিলেন? উত্তরঃ- সোয়াই জয়সিংহের মুখ্য বাস্তুকার দলরাম।

1684. ইংল্যান্ডে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? উত্তরঃ- 1756 খ্রিস্টাব্দে (ফরাসি ইংরেজদের মধ্যে)

1685. ফারুকশিয়ার কত খ্রিস্টাব্দে জন সুরম্যানকে বিনাশুল্কে বাণিজ্য করার ফরমান দেন? উত্তরঃ- 1717 খ্রিস্টাব্দে।

1686. দ্বৈত শাসন ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তরঃ- লর্ড ক্লাইভ।

1687. দ্বৈত শাসন ব্যবস্থা কত খ্রিস্টাব্দে প্রবর্তিত হয়? উত্তরঃ- 1765 খ্রিস্টাব্দে।

1688. জেনারেল কমিটি অব পাবলিক ইন্সট্রাকশন কবে গঠিত হয়? উত্তরঃ-  ১৮২৩ খ্রিঃ

1689. যোনারেল ফ্রাঙ্ক কে ছিলেন? উত্তরঃ- স্পেনের গৃহযুদ্ধের নেতা

1690. কর্নওয়ালিস কোড কাকে বলে? উত্তরঃ-  লর্ড কর্নওয়ালিস প্রবর্তিত শাসন বিচার বিভাগীয় সংস্কারগুলো পরবর্তী সময়ে একসঙ্গে সংকলিত হয়ে 'কর্নওয়ালিস কোড' নামে পরিচিত হয়।

1691. কোন পেশোয়া নানা সাহেব নামে পরিচিত? উত্তরঃ-  দ্বিতীয় বাজীরাও।

1692. সগৌলির সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? উত্তরঃ-  সগৌলির সন্ধি নেপালের রাজা ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল।

1693. কোন গভর্নর জেনারেলের শাসনকালে মারাঠা শক্তির চরম অবক্ষয় ঘটে? উত্তরঃ- লর্ড হেস্টিংস লর্ড ময়রার শাসনকালে।

1694. কোন গভর্নর-জেনারেল অধীনতামূলক মিত্রতা নীতি প্রয়াগে করেছিলেন? উত্তরঃ- গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি (1798-1805 খ্রঃ)

1695. পিটের ভারত-আইন কত সালে প্রবর্তিত হয়? উত্তরঃ-  1784 খ্রিস্টাব্দে।

1696. গুপ্ত যুগের কোন জ্যোতির্বিদ প্রথম বলেন যে পৃথিবী সূর্যের চারদিকে নিজ অক্ষের উপর ঘোরে? উত্তরঃ- আর্যভট্ট।

1697. ভারতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরঃ- উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

1698. ভারতীয় সংসদের নিম্ন কক্ষের নাম কী? উত্তরঃ- লোকসভা।

1699. ভারতীয় স্বাধীনতা আইন কবে চালু হয়? উত্তরঃ- ১৯৪৭খ্রিঃ।

1700. ভারতের প্রথম উপরাষ্ট্রপতির নাম কী? উত্তরঃ- সর্দার বল্লভভাই প্যাটেল।

1701. ভারতের প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন? উত্তরঃ- সুকুমার সেন।

1702. ভারতের প্রথম প্রধান মন্ত্রী কে ছিলেন? উত্তরঃ- জহরলাল নেহেরু

1703. 'বৃহৎসংহিতা' গ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ- বরাহমিহির।

1704.  'পঞ্চসিদ্ধান্তিকা' 'বৃহৎ জাতক' গ্রন্থ দুটির রচয়িতা কে? উত্তরঃ- বরাহমিহির।

1705. পৃষ্যভৃতি বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ- নরবর্ধন।

1706. নরবর্ধনের রাজধানী কোথায় ছিল? উত্তরঃ- থানেশ্বর।

1707. চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি কে ছিলেন? উত্তরঃ- পন্ডিত রবিকীর্তি।

1708. 'আইহোল প্রশস্তি' কার রচনা? উত্তরঃ-  রবিকীর্তির।

1709. হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? উত্তরঃ- বাণভট্ট।

1710. খিলাফত আন্দোলন কবে হয়েছিল? উত্তরঃ- 1918-1922 খ্রিস্টাব্দে।

1711. খিলাফত আন্দোলনের দুজন নেতার নাম  উত্তরঃ-  মহম্মদ আলি এবং শওকত আলি।

1712. কংগ্রেস সমাজতন্ত্রী দলের একজন প্রতিষ্ঠাতার নাম লেখা। উত্তরঃ- আচার্য নরেন্দ্র দেব।

1713. নিখিল ভারত কৃষক সভা কবে স্থাপিত হয়? উত্তরঃ-  1936 খ্রিস্টাব্দে।

1714. 1938 সালে কংগ্রেস সভাপতি কে ছিলেন? উত্তরঃ- সুভাষচন্দ্ৰ বসু।

1715. সুভাষচন্দ্র কাকে কংগ্রেস সভাপতি নির্বাচনে পরাজিত করেন? উত্তরঃ-  গান্ধিজি সমর্থিত পটুভি সীতারামাইয়াকে।

1716. সুভাষচন্দ্র কোন কংগ্রেস অধিবেশনে প্রথম সভাপতি নির্বাচিত হন? উত্তরঃ- 1938 খ্রিস্টাব্দে গুজরাটের হরিপুরাতে অনুষ্ঠিত সম্মেলনে সুভাষচন্দ্র প্রথম সভাপতি নির্বাচিত

1717. আইন অমান্য আন্দোলন যখন শুরু হয় তখন ভারতের ডাইসরয় কে ছিলেন? উত্তরঃ-  লর্ড আরউইন।

1718. সর্বভারতীয় কৃষক সভার একজন নেতার নাম লেখা। উত্তরঃ- স্বামী সহজানন্দ সরস্বতী।

1719. ফরওয়ার্ড ব্লক কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ- সুভাষচন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে

1720. দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক কে? উত্তরঃ-  স্যার সৈয়দ আহম্মদ খাঁ।

1721. একজন সংগ্রামশীল জাতীয়তাবাদী নেতার নাম করো? উত্তরঃ- বাসুদেব বসবন্ত ফাদকে।

1722. এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ- ১৭৮৪ খ্রিঃ

1723. এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ- স্যার উইলিয়াম জোন্স। ১৭৮৪ খ্রিঃ

1724. কংগ্রসের কোন অধিবেশনে অসহযোগ আন্দোলনের প্রস্তাব গৃহীত হয়? উত্তরঃ- নাগপুর অধিবেশনে

1725. কংগ্রেসের কোন অধিবেশনে ভারত ছাড়ো প্রস্তাব গৃহীত হয়? উত্তরঃ- বোম্বাই অধিবেশনে

1726. কংগ্রেসের তৃতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন? উত্তরঃ-  বদরুদ্দিন তায়েবজি

1727. কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনের সভাপতি কে? উত্তরঃ- দাদাভাই নৌরজি

1728. কাংড়া বা নগরকোট দুর্গ কে জয় করেছিলেন ? উত্তরঃ- জাহাঙ্গীর

1729. কাউন্সিল অ্যাক্ট কবে পাশ করা হয়? উত্তরঃ- ১৮৬১ সালে

1730. কাকে ব্রিটিশ পার্লামেন্টে ইমপিচ করা হয়েছিল? উত্তরঃ- ওয়ারেন হেস্টিংস

1731. কাঞ্চী মহাবলীপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায় ? উত্তরঃ- পল্লব

1732. কাদম্বরী’ -এর রচয়িতা কে ? উত্তরঃ- বাণভট্ট

1733. কানপুরে সিপাহী বিদ্রোহের নেতা কে ছিলেন? উত্তরঃ- নানাসাহেব

1734. কাবুলের জামি মসজিদ কে নির্মাণ করেন ? উত্তরঃ- বাবর

1735. কামাল পাশা কত সালে তুরস্কে খলিফার পদ চিরতরে উঠিয়ে দেন ? উত্তরঃ- ১৯২৪ সালে

1736. কার অনুগামীদের 'খোদা--খিদমতগার' বলা হয় ? উত্তরঃ- খান আব্দুল গফ্ফর খাঁ

1737. ত্রিপুরায় কবে রাজতন্ত্রের অবসান হয়? উত্তরঃ- ১৯৪৯ খ্রিঃ ১৫ অক্টোবর।

1738. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তরঃ-   জন।

1739. নীলদর্পণ নাটক কে রচনা করেন? উত্তরঃ- দীনবন্ধু মিত্র।

1740. নেহেরু কমিটি কেন গঠিত হয়েছিল? উত্তরঃ-সংবিধানের খসড়া রচনার জন্য।

1741. নৌ বিদ্রোহের সূচনা হয় কোন জাহাজে? উত্তরঃ-  তলোয়ার।

1742. পঞ্চশীল নীতির প্রবর্তক কে ছিলেন? উত্তর: জহরলাল নেহেরু।

1743. পঞ্চশীল বলতে কী বোঝ? উত্তরঃ-  চীনের সঙ্গে ভারতের।

1744. পৃথিবীতে প্রথম আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরঃ- জেনেভায়।

1745. পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি? উত্তরঃ- সোভিয়েত রাশিয়া।

1746. ইলবারী তুর্কী সুলতানগণের মধ্যে শ্রেষ্ঠ কে ? উত্তরঃ-  গিয়াসউদ্দিন বলবন

1747. ইষ্ট ইন্ডিয়া কোম্পানীকে কে দেওয়ানী দান করেন? উত্তরঃ-  দ্বিতীয় শাহ আলম

1748. উইলিয়াম অ্যাডাম লন্ডনে করে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত করেন ? উত্তরঃ- ১৮৩৯

1749. উজ্জ্বয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির ধ্বংস করেছিলেন কে? উত্তরঃ-   ইলতুৎমিস

1750. উডের নির্দেশনামা কবে প্রকাশিত হয় ? উত্তরঃ- ১৮৫৪ সালে

1751. উত্তরপ্রদেশের গোরখপুর জেলা চৌরিচৌরায় জনতা সহিংস হয়ে উঠলে কি হয় ? উত্তরঃ- গান্ধীজী তাঁর অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন

1752. প্রাচীন ভারতের ইতিহাসেরত্নাকরভৌগালিক দিক থেকে কোন সাগরকে বলা হত ? উত্তরঃ- ভারতমহাসাগর 

1753. কোন রাজার রাজসভায় হাসি নিষিদ্ধ ছিল ? উত্তরঃ- বলবন

1754. প্রাচীন ভারতের কোন যুগের সমাজব্যবস্থায় অস্পৃশ্যদের আবির্ভাব ঘটেছিল? উত্তরঃ- গুপ্তযুগে

1755. পাল স্থাপত্য রীতির শ্রেষ্ঠ নিদর্শন কী? উত্তরঃ- পাল স্থাপত্য শিল্পকলার শ্রেষ্ঠ নিদর্শন হল তৎকালীন মগধে (বর্তমান বিহার রাজ্যে প্রতিষ্ঠিত বিক্রমশীলা মহাবিহার।

1756. বিক্রমশীলা মহাবিহার কার নাম অনুসারে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ-  বিক্রমশীল উপাধিধারী পাল রাজা ধর্মপালের নাম অনুসারে।

1757. রাজা রামমোহন রায় কত সালে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? উত্তরঃ- 1815 সালে।

1758. রামমোহন রায় কি ছদ্মনাম নিয়ে লিখতেন? উত্তরঃ- রামদাস।

1759. কে কত সালে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন? উত্তরঃ- দেবেন্দ্রনাথ ঠাকুর, 1839 সালে।

1760. কে কত সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন? উত্তরঃ- দেবেন্দ্রনাথ ঠাকুর, 1843 সালে।

1761. অসবর্ণ বিবাহ কে চালু করেন? উত্তরঃ- কেশব চন্দ্র সেন।

1762. দেশীয় বিবাহ আইন কত সালে পাশ হয়? উত্তরঃ- 1872 সালে।

1763. সাধারণ ব্রাহ্মসমাজ কবে স্থাপিত হয়? উত্তরঃ- 1878 সালে

1764. 1880 খ্রিস্টাব্দে নববিধান কে প্রতিষ্ঠা করেন? উত্তরঃ- কেশব চন্দ্র সেন।

1765. জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ- ১৮৮৫ খ্রিঃ

1766. জাতীয় কংগ্রেসের অধিবেশনের তৃতীয় অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তরঃ- বদরুদ্দিন তায়েবজি

1767. জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে জনগন মন অধিনায়ক গানটি গাওয় হয়? উত্তরঃ- ১৯১১ খ্রিঃ ২৭ ডিসেম্বর, কোলকাতা অধিবেশনে

1768. জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরঃ- . . হিউম

1769. সন্ধ্যাকর নন্দী কে ছিলেন? উত্তরঃ-  রামচরিত গ্রন্থের লেখক।

1770. পাল সেন যুগের বাংলার শ্রেষ্ঠ বন্দর টি ছিল? উত্তরঃ- তাম্রলিপ্ত।

1771. কৌলিন্য প্রথা কে প্রচলন করেন? উত্তরঃ- বল্লাল সেন।

1772. প্রাচীন ভারতের ভাস রচিত একটি নাটকের নাম কর? উত্তরঃ-  স্বপ্নবাসবদত্তা

1773. কাব্যচর্চার জন্য সমুদ্রগুপ্ত কী উপাধিতে ভূষিত হয়েছিলেন? উত্তরঃ- কবিরাজ উপাধিতে।

1774. গুপ্তযুগে ভারতবর্ষের বিভিন্ন শিল্পের মধ্যে কোন্ শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল? উত্তরঃ- বস্ত্রশিল্প।

1775. বাবরের মৃত্যুর পর কে মোগল সম্রাট হন? উত্তরঃ- বাবরের জৈষ্ঠ্যপুত্র হুমায়ুন।

1776. শেরশাহ কোন বংশীয় ব্যক্তি ছিলেন? উত্তরঃ- আফগান বংশীয়।

1777. আনন্দমঠ উপন্যাসের রচয়িতা কে? উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

1778. আনশু নীতি কী? উত্তরঃ-  অস্ট্রিয়া দখলের জন্য হিটলার কর্তৃক গৃহীত নীতি।

1779. আনশুজ নীতি কে প্রচার করেন? উত্তরঃ- হিটলার

1780. আনফ্লস নীতির দ্বারা হিটলার কোন দেশ দখল করতে চেয়েছিলেন? উত্তরঃ-  অস্ট্রিয়া,

1781. কাশ্মীরের কোন শাসক 'কাশ্মীরের আকবর' নাম পরিচিত ? উত্তরঃ-  জয়নাল আবেদিন

1782. কেবাংলার আকবর" নামে পরিচিত ? উত্তরঃ- হুসেন শাহ্

1783. কে ব্যঙ্গ রচনা 'মত্তবিলাস' প্রহসন লিপিবদ্ধ করেন ? উত্তরঃ- পল্লবরাজ মহেন্দ্ৰবৰ্মন

 1784. কে লক্ষ্মণ সেনকে পরাস্ত করে বাংলা দখল করেন ? উত্তরঃ- বখতিয়ার খলজী

1785. কে শিবাজি উৎসবের আয়োজন করেন ? উত্তরঃ- বাল গঙ্গাধর তিলক

1786. কৈলাস মন্দির এলিফ্যান্টা গুহার কাজ কোন রাজাদের ? উত্তরঃ- চালুক্য

1787. কোন অধিবেশনে বিখ্যাত পাকিস্থান প্রস্তাব গৃহীত হয়? উত্তরঃ- লাহোর

1788. কোন আইন 'কালা কানুন' নাম পরিচিত ? উত্তরঃ- রাওলাট আইন

1789. 'আনন্দমঠ'-এর রচয়িতা কে ছিলেন? উত্তরঃ- ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

1790. 'পথের দাবী' কে রচনা করিয়াছিলেন? উত্তরঃ- কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

1791. 'বন্দেমাতরম' সংগীতটি কোন পুস্তকের অন্তর্ভুক্ত? উত্তরঃ- আনন্দ মঠ

1792. হরিশচন্দ্র মুখোপাধ্যায় কে ছিলেন? উত্তরঃ- হরিশচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক।

1793. বেঙ্গলী পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক কে ছিলেন? উত্তরঃ- বেঙ্গলি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

1794. ১৯২২ সালে গঠিত স্বরাজ পার্টির প্রথম সভাপতি কে ?  উত্তরঃ-  চিত্তরঞ্জন দাশ

1795. 1922 সালে সারাবন্দি অভিযানের নেতৃত্ব কে দিয়েছিলেন ? উত্তরঃ- রাজগুরু

1796. 1929 সালে এলাহাবাদের কৃষকরা কার নেতৃত্বে 'No TAX' আন্দোলন গড়ে তোলেন ? উত্তরঃ- এম. এন. রায়

1797. 1947 সালের 20 শে ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যাটলি করে ভারতবর্ষ থেকে ব্রিটিশ আধিপত্য প্রত্যাহারের কথা বলেন? উত্তরঃ- 1948-এর জুন

1798. কবে কোথায় ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়? উত্তরঃ- 1885 খ্রিস্টাব্দের 28 শে ডিসেম্বর জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বোম্বাইয়ে অনুষ্ঠিত হয়।

1799. ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উত্তরঃ-  উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়।

1800. জাতীয় কংগ্রেসের প্রথম পর্বের তিন জন নেতার নাম উল্লেখ করো। উত্তরঃ- ফিরোজশাহ মেহতা, গোপালকৃষ্ণ গোখলে এবং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।

1801. সৈয়দ আহম্মদ কংগ্রেস বিরোধী কোন সংগঠন প্রতিষ্ঠা করেন? উত্তরঃ- ইউনাইটেড প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন।

 1802. অ্যালান অক্টোভিয়ান হিউম কে? উত্তরঃ- একজন অবসরপ্রাপ্ত ইংরেজ সিভিলিয়ান যিনি জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় মুখ্য ভূমিকা নেন।

1803. কোন বছর ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়? উত্তরঃ- 1911 খ্রিস্টাব্দের 12 ডিসেম্বর।

1804. কোন কমিশনের ভিত্তিতে কার্জন বঙ্গভঙ্গের সিদ্ধান্ত কার্যকরী করেন? উত্তরঃ-  রিজলী কমিশনের

1805. বয়কট আন্দোলনের আহ্বান কে প্রথম জানান? তিনি কী করতেন? উত্তরঃ- কৃষ্ণকুমার মিত্র, তিনি সঞ্জীবনী' নামে বাংলা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ছিলেন।

1806. কবে পাল সাম্রাজ্যের বিলুপ্তি ঘটে ? উত্তরঃ-১১২৪ খ্রিস্টাব্দে

1807. মৌর্য যুগে বড় বণিকদের কি বলা হত? উত্তরঃ-শ্রেষ্ঠী

1808.  প্রথম পর্যায়ে মিশরীয় লিপি ছিল ? উত্তরঃ-চিত্র ভিত্তিক

1809. পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন? উত্তরঃ-গ্রীক বিজ্ঞানী

1810. রোমের প্রধান দেবতার নাম কি? উত্তরঃ-জুপিটাস

1811. গৌড়ের স্বাধীন নরপতি কে ছিলেন ? উত্তরঃ-শশাঙ্ক

1812.  কার সময় কালে তুলসীদাস 'রামচরিতমানস' গ্রন্থ লেখেন? উত্তরঃ-আকবরের।

1813. ফার্সিতে রামায়ণ অনুবাদ করেন কে? উত্তরঃ-বাদায়ুনি।

1814.  কোন মোগল সম্রাট হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর তুলে দেন? উত্তরঃ-আকবর, 1563 খ্রিস্টাব্দে।

 1815.  মোবারক খান কার নির্দেশে বৈরাম খাঁকে হত্যা করেন? উত্তরঃ-আকবরের।

1816. কার নির্দেশে বীরসিংহ বুন্দেলা আবুল ফজলকে হত্যা করেন? উত্তরঃ-সেলিমের (জাহাঙ্গীর)

1817.  আকবর তার রাজধানী কোথায় স্থাপন করেন? উত্তরঃ-ফতেপুর সিক্রীতে।

1818.  বিখ্যাত সঙ্গীতজ্ঞ তানসেন কার রাজসভা অলংকৃত করেন? উত্তরঃ-আকবর।

1819. তানসেনের আসল নাম কি? উত্তরঃ-রামতনু পান্ডে।

1820. তানসেনের আবিষ্কৃত কয়েকটি গুরুত্বপূর্ণ রাগ লেখ। উত্তরঃ-মল্লার, তোড়ি, সরং ইত্যাদি।

1821. আদিনা মসজিদ কে নির্মান করেন? উত্তরঃ-সিকান্দার শাহ

1822. কার সমাধির উপর পান্ডুয়ার একলাখী মসজিদ নির্মিত হয়েছে? উত্তরঃ- নসরৎ শাহ

1823. বঙ্গদেশের কোন কবি তার প্রতিভার জন্য শুনরাজ খাঁ উপাধি পান? উত্তরঃ-মালাধর বসু

1824. শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে? উত্তরঃ-মালাধর বসু

1825. কাশ্মীরের আকবর কাকে বলা হয়? উত্তরঃ-জয়নাল আবেদীন

1826. কোন যুগের কৃত্তিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন? উত্তরঃ- ইলিয়াস শাহী যুগে

1827. পদ্মপুরাণ কে রচনা করেন? উত্তরঃ-বিজয় গুপ্ত

1828. কত খ্রিস্টাব্দে কোমাগাতামারু ঘটনা ঘটে? উত্তরঃ-1914 খ্রিস্টাব্দে।

1829.  কত খ্রিস্টাব্দে বিহার উড়িষ্যা দুটি আলাদা রাজ্যের সৃষ্টি হয়? উত্তরঃ-1911 খ্রিস্টাব্দে।

1830. কত খ্রিস্টাব্দে হোমরুল লীগ গঠিত হয়? উত্তরঃ-1916 খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলক অ্যানি বেসান্তের এর নেতৃত্বে হোমরুল লীগ গঠিত হয়।

1831. কত খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইন পাস হয়? উত্তরঃ-1919 খ্রিস্টাব্দে।

1832. কত খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড ঘটে? উত্তরঃ-13 April, 1919 খ্রিস্টাব্দে।

1833. কত খ্রিস্টাব্দে লাহোরে হাইকোর্ট গঠিত হয়? উত্তরঃ-1919 খ্রিস্টাব্দে।

1834. আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ-1920 খ্রিস্টাব্দে।

1835. কত খ্রিস্টাব্দে ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মাণ সম্পন্ন হয়? উত্তরঃ-1921 খ্রিস্টাব্দে।

1836. কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয়? উত্তরঃ-বি আর আম্বেদকর

1837. কাকে ভারতের জাতির জনক বলা হয়? উত্তরঃ-মহাত্মা গান্ধি

1838. কাকে ভারতের বিসমার্ক বলা হয়? উত্তরঃ-সর্দার বল্লভভাই প্যাটেল

1839. কাকে ভারতের মহান বুদ্ধ বলা হয়? উত্তরঃ-দাদাভাই নৌরজী

1840. লাল কোর্তা'বা 'রেড সার্ট' বাহিনীর নেতৃত্ব কে দিয়েছিলেন? উত্তরঃ-খান আব্দুল গফফর খান

1841. লাল ঝান্ডা ট্রেড ইউনিয়ন কংগ্রেস কারা তৈরী করেছিলেন ? উত্তরঃ- কম্যুনিস্টরা

1842. লালা লাজপত রায়ের সভাপতিত্বে AITUC বা নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে তৈরী হয়েছিল ? উত্তরঃ-১৯২০ সালে

1843. লাহোর প্রস্তাব কত সালে পাশ হয় ? উত্তরঃ-1940 সালে

1844. লাহোরে অনুষ্ঠিত অধিবেশনে করে কংগ্রেস পূর্ণ স্বাধীনতা দাবী করেন ? উত্তরঃ-১৯২৯ সালে

1845. লাহোরের নিকট তালবন্দী গ্রামে কোন মহাপুরুষের জন্ম হয় ? উত্তরঃ-গুরুনানক

1846. রাষ্ট্রকূট বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরঃ-দন্দ্বীদুর্গ

1847. রাষ্ট্রকুট বংশের শেষ রাজা কে ছিলেন? উত্তরঃ- তৃতীয় গোবিন্দ

1848. পল্লব বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? উত্তরঃ-প্রথম নরসিংহ বর্মন

1849. 'গঙ্গইকোগু চোল' উপাধি কে ধারণ করেন? উত্তরঃ- প্রথম রাজেন্দ্র চোল

1850. আর্যদের প্রধান ধর্মগ্রন্থের নাম কী? উত্তরঃ-বেদ।

1851. কোন্ সভ্যতা হরপ্পা সংস্কৃতির পথিকৃৎ ছিল? উত্তরঃ- মেহেরগড় সভ্যতা।

1852. হীনযান ও মহাযান কী? উত্তরঃ-বৌদ্ধ ধর্মের দুটি সম্প্রদায়

1852. হেলিওডোরাসের উপাধি কী ছিল ? উত্তরঃ-পরমভাগবত

1853. হ্যানিবল কে ? উত্তরঃ- কার্থেজের জেনারেল

1854. হূণদের সর্বপ্রথম পরাজিত করেছিলেন কে ? উত্তরঃ-স্কন্দগুপ্ত

1855. পাকিস্তান শব্দের অর্থ কী? উত্তরঃ-পবিত্রভূমি।

1856. পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত? উত্তরঃ-লালা লাজপত রায়।

1857. বর্তমান ভারত গ্রন্থটির রচয়িতা কে? উত্তরঃ-স্বামী বিবেকানন্দ।

1858. বর্তমানে রাষ্ট্রসংঘের মহাসচিব কে? উত্তরঃ-বান কি মু

1859. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরঃ-রাজা রামমোহন রায়।

1860. ব্রিটিশ ভারতীয় সেনারা কত খ্রিষ্টাব্দে মুম্বাইতে বিদ্রোহ ঘোষণা করেন? উত্তরঃ-১৯৪৬ খ্রিঃ।

1861. ইল দুচে কার উপাধি ছিল? উত্তরঃ- মুসোলিনি।

1862. ইলবার্ট বিল কে চালু করেন? উত্তরঃ- স্যার ইবার্ট

1863. রামপ্রসাদ বিসমিল কোন মামলার সঙ্গে যুক্ত ? উত্তরঃ-, কাকোরি বোমা মামলা।

1864. 'সাইমন কমিশন ঘোষিত হয় কবে?   উত্তরঃ-১৯২৭ সালের নভেম্বর।

1865. গদর পার্টির সদর দফতর কোথায় ছিল?  উত্তরঃ-সান ফ্রান্সিসকো

1866. ভারতীয় জাতীয় কংগ্রেসের কোনো প্রতিনিধি ছাড়াই প্রথম গোলটেবিল বৈঠক কবে হয়? উত্তরঃ- ১৯৩০ সালের ১২ নভেম্বর (লন্ডনে)

1867. মোহনদাস করমচাঁদ গান্ধীকে কে হত্যা করেন?  উত্তরঃ- নাথুরাম গডসে

 1868. নাথুরাম গডসে কোন দলের সদস্য ছিলেন? উত্তরঃ-রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ।

1869. সিন্ধুসভ্যতায়  কোন জন্তুর কোন উল্লেখ পাওয়া যায় নি ? উত্তরঃ- ঘোড়া

1870. হরপ্পার অধিবাসীদের আরাধ্য দেব বা দেবী কী ছিল ? উত্তরঃ-  শিব 

1871. হরপ্পা সভ্যতায় বৈদেশিক বাণিজ্যের নিদর্শন হিসাবে কোথায় ডকে ( Dock ) অস্তিত্ব আবিষ্কৃত হয়েছে ? উত্তরঃ-লোথাল 

1872. সিন্ধুসভ্যতার যুগে বাড়িগুলি কী দিয়ে নির্মিত হয়েছিল ? উত্তরঃ-ইট 

1873. সিন্ধু সভ্যতার অধিবাসীদের কাদের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিল ? উত্তরঃ-মেসােপটেমিয়া

1874. হরপ্পা সভ্যতার অস্ত্র নিত্য ব্যবহার্য যন্ত্রপাতির বেশির ভাগ কী দিয়ে তৈরি হয়েছিলউত্তরঃ-  তামা ব্রোঞ্জ

1875. সর্বাপেক্ষা প্রাচীন বেদ কোনটিউত্তরঃ-ঋগবেদ

1876. কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে ?   উত্তরঃ-ঋগবেদ 

1877. কোন বেদের স্তোত্রগুলাে যজ্ঞের সময় গান হিসাবে গাওয়া হতউত্তরঃ-সামবেদ 

1878. ঋগবেদে কতগুলি স্তোত্র আছে ? উত্তরঃ-1028 

1879. গণেশ বিসু পিছলে কে ছিলেন? উত্তরঃ-গদর পার্টির একজন নেতা

1880. গদর' কথার অর্থ কী? উত্তরঃ- বিপ্লব

1881. গদর পার্টি কোথায় কোন দেশে) প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তরঃ- আমেরিকার সানফ্রানসিসকো শহরে

1882. গদর পার্টির প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ- দালা হরদয়া

1883. উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (Womens India Association) কত খ্রিস্টাব্দে গড়ে ওঠেউত্তরঃ- 1917 খ্রিস্টাব্দে

1884. উইমেনস ইন্ডিয়া অ্যাসোসিয়েশন (Womens India Association) কে প্রতিষ্ঠা করেন ? উত্তরঃ-লেডি মেরিবাই টাটা।

1885.  উইলিয়ম হান্টারের লেখা একটি গ্রন্থের নাম লেখো উত্তরঃ- The Annals of Rural Bengali

1886. উডের ডেসপ্যাচ কবে ঘোষিত হয়? উত্তরঃ-1854 খ্রিষ্টাব্দে                                        

1887. খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তরঃ-মোগল সম্রাট বাবরের সঙ্গে মেবারের রাণ্য সংগ্রাম সিংহের।

1888. কোন বছর ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল? উত্তরঃ-1529 খ্রিস্টাব্দে।

1889. কয়টি রাষ্ট্রকে নিয়ে প্রথম সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হয়? উত্তরঃ-৫১টি

1890. ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? উত্তরঃ-১৯৪৬ খ্রিঃ

1891. করেঙ্গে ইয়া মরেঙ্গে উক্তিটি কার? উত্তরঃ-মহাত্মা গান্ধি

1892. কলকাতা এশিয়াটিক সোসাইটি কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ- ১৭৮৪ খ্রিঃ

1893. কলকাতা কর্পোরেশনের প্রথম মেয়র কে? উত্তরঃ- চিত্তরঞ্জন দাশ

1894. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তরঃ- ১৮৫৭ খ্রিঃ

1895. কোন সন্ধির মাধ্যমে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান চার্লস নেপিয়ার। ঘটে? উত্তরঃ-1792 খ্রিস্টাব্দের শ্রীরঙ্গপত্তনমের সন্ধি।

1896.  শ্রীরঙ্গপত্তনমের সন্ধি কার কার মধ্যে হয়েছিল? উত্তরঃ-টিপু সুলতান কর্নওয়ালিশের মধ্যে।

1897. চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে শুরু হয়? উত্তরঃ-1798 খ্রিস্টাব্দে।

1898.  1799 খ্রিস্টাব্দে টিপু সুলতানের মৃত্যুর পর কে সিংহাসনে বসেন? উত্তরঃ-তৃতীয় কৃষ্ণরাজ।

1899. মহীশুরের রঙ্গস্বামী মন্দিরটি কে নির্মাণ করেন? উত্তরঃ-হায়দার আলী।

1901.  নিজাম উল মুলক আসফ ঝাঁ এর আসল নাম কি? উত্তরঃ-চিন কিলিজ খান।

1902.  ঘর্ঘরার যুদ্ধ কোথায় এবং কাদের মধ্যে হয়েছিল? উত্তরঃ-পাটনার কাছে ঘর্ঘরা নদীর তীরে বাংলা বিহারের আফগানদের শক্তি-জোটের সঙ্গে মোগল সম্রাট বাবরের।

1903.  রাণা প্রতাপ কোন যুদ্ধে মোগল দের কাছে পরাজিত হন? উত্তরঃ- 1576 খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে।

1904.  পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? উত্তরঃ-সুবে বাংলার নবাব সিরাজ-উদ-দৌল্লার সঙ্গে ইংরেজদের।

1905.  আলমগীর বাদশাহ গাজী' উপাধি কে গ্রহণ করেছিলেন? উত্তরঃ-সম্রাট ঔরঙ্গজেব (1658-1707 খ্রিঃ)

1906.  মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তরঃ-শিবাজী (1627-80 খ্রঃ)

1907.  কোন দুর্গে কবে শিবাজীর রাজ্যাভিষেক হয়? উত্তরঃ-রায়গড় দুর্গে 1674 খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয়।

1908.  কবে পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ দিল্লি লুণ্ঠন করেন? উত্তরঃ-1739 খ্রিস্টাব্দে পারস্য সম্রাট নাদির শাহ ভারত আক্রমণ দিল্লি লুণ্ঠন করেন।

1909.  মহাত্মাগান্ধিজি সত্যাগ্রহ আন্দোলন প্রথম কোথা থেকে শুরু করেন? উত্তরঃ- সবরমতি আশ্রম থেকে।

1910.  মাৎ সিনি কে? উত্তরঃ- ইটালির ঐক্য আন্দোলনের নেতা।

1911.  মাদ্রাজ লেবার ইউনিয়নের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ- চেল ভা পতি চেরি।

1912.  মানবসেবার ধর্ম কে প্রচার করেন? উত্তরঃ- স্বামী বিবেকানন্দ

1913.  মার্গারেট নোবেল নামে কে পরিচিত?   উত্তরঃ- ভগিনী নিবেদিতা।

1914.  মাষ্টারদা নামে কে পরিচিত? উত্তরঃ-সূর্য সেন।

1915.  মিউনিখ চুক্তি করে স্বাক্ষরিত হয়? উত্তরঃ-১৯৩৮ খ্রিঃ।

1916.  বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? উত্তরঃ-মহাপরিনির্বাণ।

1917.  বৌদ্ধ ধর্মের ধর্মগ্রন্থের নাম কি? উত্তরঃ-ত্রিপিটক (বিনয় পিটক, সূত্ত পিটক এবং অভিধর্ম পিটক)

1918.  মহাবীর কত বছর বয়সে এবং কোথায় দেহত্যাগ করেন? উত্তরঃ- মহাবীর 72 বছর বয়সে রাজগৃহের নিকটে পাব নগরীতে 469 খ্রীষ্টপূর্বাব্দে ত্যাগ করেন।1919.  বুদ্ধদেব কোন ভাষায় তাঁর উপদেশ গুলি প্রচার করতেন? উঃ প্রাকৃত

1920.  প্রথম বৌদ্ধ সংগীতি কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরঃ-483 খ্রীষ্টপূর্বাব্দে রাজগীরে।

1921.  কোন রাজা ইয়েনকাওচেন নামে পরিচিত ছিলেন? উত্তরঃ-বিম কদফিসেস।

1922.   বিখ্যাত আয়ুর্বেদ চিকিৎসক চরক কার ব্যক্তিগত চিকিৎসক ছিলেন? উত্তরঃ-কনিষ্কের।

1923.  কনিষ্কের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তরঃ-বিখ্যাত রাজনীতিবিদ মাথর।

 1924.   'বুদ্ধচরিত' কার রচনা? উত্তরঃ-অশ্বঘোষের (সৌন্দরানন্দ, সারিপুত্র প্রকরণ বই দুটিও অশ্বঘোষ রচনা করেন)

1925.  কুষাণ যুগে কোন পথের মধ্য দিয়ে চীন রোমের সাথে বাণিজ্য হত? উত্তরঃ-রেশম পথ

1926.  কোন গ্রন্থকে তামিল সাহিত্যের বাইবেল বলা হয়? উত্তরঃ-তিরুবন্ধুভার রচিত ভিরুকুরালকে।

1927.   তামিল ভাষায় মহাভারত রচনা করেন কে? উত্তরঃ-পেরুনদেবানর।

1928.  এলাহাবাদ প্রশস্তি কার লেখা? উত্তরঃ-সমুদ্রগুপ্তের সভাকবি হরিষেণের।

1929.  সমুদ্রগুপ্তের প্রধান মন্ত্রীর নাম কি? উত্তরঃ-বৌদ্ধ পন্ডিত বসুবন্ধু।

1930.  ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ কাকে 'ভারতের নেপোলিয়ন! বলে অভিহিত করেছেন? উত্তরঃ-সমুদ্রগুপ্তকে।

1931.  দেবীচন্দ্রগুপ্তম নাটকটি কার লেখা? উত্তরঃ-বিশাখদত্তের।

1932.  'হর্ষচরিত' কার রচনা? উত্তরঃ-বাণভট্টের।

1933.   কে শকারি উপাধি গ্রহণ করেন? উত্তরঃ-দ্বিতীয় চন্দ্রগুপ্ত।

1934.  দ্বিতীয় চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রীর নাম কি ছিল? উত্তরঃ-বীরসেন।

1935.   দিনার কি? উত্তরঃ-দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলের স্বর্ণ মুদ্রাকে দিনার বলা হত।

1936.   চৈনিক পর্যটক ফা-হিয়েন কার সময় ভারতে আসেন? উত্তরঃ-দ্বিতীয় চন্দ্রগুপ্তের।

1937.   নবরত্ন কাদের বলা হত? উত্তরঃ- দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায় নয় জন পণ্ডিতকে একসঙ্গে নবরত্ন বলা হত। এই নয়জন পণ্ডিত ছিলেন কালিদাস, - বরাহমিহির, আর্যভট্ট, খপনখ, ধন্বন্তরি, অমর সিংহ, শঙ্কু, বররুচি বেতালভট্ট।

1938.  কে 'বিক্রমাদিত্য' উপাধি গ্রহণ করেন? উত্তরঃ-দ্বিতীয় চন্দ্ৰগুপ্ত।

1939.  ফু-কুয়ো-কিং কার রচনা? উত্তরঃ-ফা হিয়েন।

1940.  1936 খ্রিস্টাব্দে কংগ্রেসের লখনউ অধিবেশনের সভাপতি কে হনউত্তরঃ-জওহরলাল নেহরু

1941.   1937 খ্রিস্টাব্দের নির্বাচনে বাংলার কোন দল সংখ্যা গরিষ্ঠতা লাভ করে ? উত্তরঃ- বাংলার কৃষক প্রজাপার্টি

1942.  1939 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত ত্রিপুরি কংগ্রেসের সভাপতি হন কে? উত্তরঃ-সুভাষচন্দ্র বসু

1943.  আইন অমান্য আন্দোলন কবে শুরু হয় ? উত্তরঃ-1930 খ্রিস্টাব্দে

1944.  আইন অমান্য আন্দোলন কবে সম্পূর্ণভাবে প্রত্যাহৃত হয় উত্তরঃ-1934 খ্রিস্টাব্দের 8 মে

1945.  আইন অমান্য আন্দোলন চলাকালে ভারতের বড়োলাট কে ছিলেন উত্তরঃ- লর্ড আরউইন।

1946.  আইন অমান্য আন্দোলনের একজন নারী শহিদ হলেন? উত্তরঃ-ঊর্মিবালা পারিয়া।

1947.  আইন অমান্য আন্দোলনের সময় কবে ব্রিটিশ সরকার গান্ধিজিকে গ্রেফতার করে? উত্তরঃ-1930 খ্রিস্টাব্দের 4 মে

1948.  ভারতীয় শাস্ত্রীয় সংগীতের উৎস বলা যেতে পারেউত্তরঃ-সামবেদ

1949.  জৈনদের মতানুযায়ী জৈন ধর্মের প্রবর্তক কেউত্তরঃ-ঋষভদেব

1950.  বুদ্ধদেব কোথায় জন্মগ্রহণ করেনউত্তরঃ-লুম্বিনী  

1951.  প্রাচীন ভারতের কোন বিখ্যাত শাসক তার জীবনের শেষভাগে জৈনধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন ?   উত্তরঃ- চন্দ্রগুপ্ত  

1952.  কার শাসনকালে ভারতে জৈনধর্মের প্রসার ঘটেছিল ? উত্তরঃ-চন্দ্রগুপ্ত মৌর্য 

1953.  ত্রিপিটক ' কোন ধর্মের পবিত্র গ্রন্থউত্তরঃ- বৌদ্ধ

1954.  প্রথম বৌদ্ধ মহাসভা কোথায় হয়েছিলউত্তরঃ-রাজগৃহ 

1955.  কার রাজত্বকালে প্রথম বৌদ্ধ মহাসভা অনুষ্ঠিত হয়েছিল ? উত্তরঃ-অজাতশত্রু 

1956.  কোন বিষয়ের ওপর মতান্তর নিয়ে জৈনধর্মের দিগম্বর শ্বেতাম্বরের মধ্যে পার্থক্য রয়েছে ?   উত্তরঃ-বস্ত্র পরিধান 

1957.  কাকে পরাস্ত করে বাবর মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন? উত্তরঃ-1526 খ্রিস্টাব্দে 20 শে এপ্রিল পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লোদীকে পরাজিত করে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন।

1958.   হুমায়ুন কার কাছ থেকে বিখ্যাত কোহিনুর হীরাটি কেড়ে নিয়েছিলেন? উত্তরঃ-গোয়ালিয়রের রাজা বিক্রমজিতের কাছ থেকে।

1959.  খানুয়ার যুদ্ধ করে এবং কার মধ্যে হয়েছিল? উত্তরঃ-1527 খ্রিস্টাব্দের 17 মার্চ রানা সঙ্গ বাবরের মধ্যে।

1960.  বাবর কোন যুদ্ধে মেদিনী রাইকে হারিয়ে চান্দেরি দুর্গ দখল করেন? উত্তরঃ-1528 খ্রিস্টাব্দে 21শে জানুয়ারি চান্দেরি যুদ্ধে।

1961.  বাবর কোন যুদ্ধে আফগানদের পরাস্ত করেন? উত্তরঃ-1526 খ্রিস্টাব্দের 6 মে ঘর্ঘরার যুদ্ধ।

1962.   বাবরনামা বা তুজুক বাবরি নামক আত্মজীবনী কে রচনা করেন? উত্তরঃ-বাবর।

1963.  'দেওয়ান' নামক তুর্কি ভাষায় কবিতার গ্রন্থ কে লেখেন? উত্তরঃ-বাবর।

1964.   Now or never-ইস্তাহার কার রচনা? উত্তরঃ-চৌধুরী রহমত আলি

1965.  Poverty and un-British rule in India-গ্রন্থের লেখক কে? উত্তরঃ-দাদাভাই নৌরজি

1966.   SEATO কে গঠন করেন? উত্তরঃ- মার্কিন যুক্তরাষ্ট্র

1967.  Soul of India(ভারতের আত্মা)-গ্রন্থটির রচয়িতা কে? উত্তরঃ- মহাত্মা গান্ধি

1968.  The blue mutiny'-গ্রন্থের রচয়িতা কে? উত্তরঃ- ব্লেয়ার কিং।

1969.  The Indian Struggle-গ্রন্থটি কে রচনা করেন? উত্তরঃ- সুভাসচন্দ্র বসু

1971.   TISCO-এর প্রতিষ্ঠাতা কে? BATTANT উত্তরঃ- জামসেদজি টাটা

1972.   একব্রাহ্মণ' উপাধি কার? উত্তরঃ-গৌতমীপুত্র সাতকর্ণীর।

1973.   বৃহৎকথা' কে রচনা করেন? উত্তরঃ-গুনাঢ্য।

1974.   সাতবাহন আমলে গ্রামের শাসনকর্তাকে কি বলা হত? উত্তরঃ- গোমিক।

1975.    ত্রি-শক্তি আঁতাত কোন্ কোন্ দেশ নিয়ে গঠিত হয়? উত্তরঃ- ইংল্যান্ড-ফ্রান্স- রাশিয়া।

1976.   তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন? উত্তরঃ- সতীশচন্দ্র সামন্ত।

1977.   দক্ষিণ আফ্রিকার প্রথম অশ্বেতাঙ্গ রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তরঃ- . নেলসন মেন্ডেলা।

1978.   দুজন চরমপন্থী নেতার নাম করো। উত্তরঃ-বিপিনচন্দ্র পাল অশ্বিনীকুমার দত্ত।

1979.   দ্বিতীয় গোলটেবিল বৈঠক (১৯৩২) ভারতিয় মহিলা প্রতিনিধি কে ছিলেন? উত্তরঃ-সরোজিনী নাইডু।

1981.  সাতবাহন যুগের মুদ্রাকে কি বলা হয়? উত্তরঃ- পোটিন।

1982.  মৃচ্ছকটিকম (সাতবাহন যুগে রচিত) কার রচনা? উত্তরঃ-শূদ্রকের।

1983.  সাতকর্ণী শব্দের অর্থ কি? উত্তরঃ-অশ্বপুত্র।

1984.  চেত বা চেদি বংশের প্রতিষ্ঠাতা কে? উত্তরঃ-মহামেঘবাহন।

1985.  AITUC প্রতিষ্ঠিত হয় কবে ? উত্তরঃ-1920 খ্রিস্টাব্দে

1986.  AITUC শ্রমিক সংগঠন কোনটি? উত্তরঃ-বামপন্থী

1987.  মহম্মদ ঘোরীর মৃত্যুর পর কে গজনির সিংহাসনে বসেন? উত্তরঃ- তাজ-উদ-দ্বীন।

1988.  প্রতিটি সুবার শাসনকর্তাদের কী বলা হত? উত্তরঃ- সুবাদার (সিপাহসলার বা, নাজিম )

1988.  ঔরঙ্গজেবের আমলে বাংলার দেওয়ান কে ছিলেন? উত্তরঃ- মুর্শিদকুলি খাঁ।

1989.  সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? উত্তরঃ- ইলতুৎমিসকে।

1990.  ব্রিটিশ বণিকরা মুঘল সম্রাট ফারুসিয়ারের কাছে দরবার করার জন্য বসেন কাদের দূত হিসাবে পাঠান? উত্তরঃ- সারমান হ্যামিল্টনকে।

1991.  ইলতুৎমিস কত সালে দিল্লির সিংহাসনে বসেন? উত্তরঃ- ১২১১ সালে।

1992.   ইল দুচে কার উপাধি ছিল? উত্তরঃ- মুসোলিনি

1993.  ইলবার্ট বিল কে চালু করেন? উত্তরঃ-  স্যার ইবার্ট

1994.  ঈশ্বরচন্দ্রের রচিত একটি গ্রন্থের নাম লেখো। উত্তরঃ-  বর্ণপরিচয়

1995.  উকিল নেহি দলিল নেহি কথাটি কে বলেছেন? উত্তরঃ-  মহাত্মা গান্ধি

1996.  উনিশ শতকের সমাজ সংস্কার আন্দোলনের আধুনিক মানুষ কাকে বলা হয়? উত্তরঃ- রাজারামমোহন কে

1997.  বুড়ো শালিকের ঘাড়ে রোঁ, একেই কি বলে সভ্যতা এই নাটক দুটির রচয়িতা কে? উত্তরঃ- মাইকেল মধুসূদন দত্ত।

1998.  শকুন্তলা, সীতার বনবাস, বর্ণপরিচয়, কথামালা ভ্রান্তিবিলাস, বোধোদয় এই বইগুলোর লেখক কে? উত্তরঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

2000. 'স্বাধীনতা হীনতায়' কবিতাটি কার রচনা? উত্তরঃ- রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।






WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Group Join

Post a Comment

পোস্ট পড়ে বা কোন Test দিতে গিয়ে যদি কোন সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকেে, নিচে কমেন্ট করে জানাতে পারো

× close ad