Railway Group D Exam 2022 ALL Questions in Bengali
০১. ভারতের প্রাচীনতম
হাইকোর্টের নাম কি ?
উত্তরঃ কলকাতা হাইকোর্ট।
উত্তরঃ ০.০৩ শতাংশ।
০৩. জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত ?
উত্তরঃ পুরি, ওড়িশা।
০৪. ভারতীয় সংবিধানের
১১তম তফসিলে কয়টি বিষয় রয়েছে ?
উত্তরঃ ২৯টি।
০৫. নিউল্যান্ডের অষ্টক সূত্রে কতগুলি মৌল ছিল ?
উত্তরঃ ৫৬টি।
উত্তরঃ সামবেদ।
০৭. ১৯৫০ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে কে এসেছিলেন ?
উত্তরঃ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ।
০৮. পূর্ণা কোন নদীর উপনদী ?
উত্তরঃ তাপ্তি।
০৯. ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় ?
উত্তরঃ ১৯৭২ সালে।
সোশ্যাল মিডিয়ার নাম | ফলো করুন |
---|---|
ইউটিউব চ্যানেল | CLICK HERE |
টেলিগ্রাম চ্যানেল | CLICK HERE |
WhatsApp গ্রুপ | CLICK HERE |
১০. সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ?
উত্তরঃ ফ্লোরিন।
১১. কেন্দ্র ও রাজ্যের খরচের হিসাব কে রাখে ?
উত্তরঃ
CAG.
উত্তরঃ তামিল।
১৩. উল্কাপিন্ড থেকে কোন হ্রদ সৃষ্টি হয়েছে ?
উত্তরঃ লোনার হ্রদ।
১৪. IPL ২০২২ এর বিজয়ী দল কোনটি ?
উত্তরঃ গুজরাট টাইটান্স।
১৫. ২০২১ সালে আন্তর্জাতিক T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তরঃ ওমান ও সংযুক্ত আরব আমিরাতে।
১৬. গঙ্গোত্রী থেকে কোন নদী উৎপত্তি হয়েছে, যা বর্তমানে দূষিত হচ্ছে ?
উত্তরঃ গঙ্গা নদী।
উত্তরঃ বন্য শকুন।
১৮. ২০০০ টাকার নোটে কিসের ছবি আছে ?
উত্তরঃ মঙ্গলযান।
১৯. উদ্ভিদের যৌন প্রজনন অঙ্গ কোনটি ?
উত্তরঃ গর্ভপত্র বা গর্ভকেশর।
২০. বার্ষিক আর্থিক প্রতিবেদন কোন ধারায় উল্লেখ আছে ?
উত্তরঃ ১১২ নং ধারায়।
০১. IPL এর ১৫তম সংস্করণ কোন সালে অনুষ্ঠিত হয়েছে ?
উত্তরঃ ২০২২ সালে।
০২. ভারতে স্থানীয় শাসন ব্যবস্থার
জনক কাকে বলা হয় ?
উত্তরঃ লর্ড রিপন।
০৩. ১৯২৮ সালে সর্দার বল্লভভাই প্যাটেল কোন আন্দোলন শুরু করেছিলেন ?
উত্তরঃ বরদৌলি সত্যাগ্রহ।
উত্তরঃ মাইসোর, কর্ণাটক।
০৫. পাঙ্কুনি উৎসব কোথায় পালিত হয় ?
উত্তরঃ কেরলে।
০৬. বংশগতির জনক কে ?
উত্তরঃ গ্রেগর জোহান মেন্ডেল।
০৭. আধুনিক পর্যায় সারণি কে বানিয়েছেন ?
উত্তরঃ হেনরি মোসলে।
০৮. ২০২১ সালে ভারতে সাক্ষরতার
হার কত ?
উত্তরঃ ৭৭.৭ শতাংশ।
০৯. কর্ণাটকের বেলারি জেলা কোন খনিজের জন্য বিখ্যাত ?
উত্তরঃ লৌহ আকরিক।
উত্তরঃ গোলরক্ষক।
১১. সালোকসংশ্লেষণে উদ্ভিদ কোন গ্যাস তৈরি করে ?
উত্তরঃ অক্সিজেন।
১২. গ্রামীণ কৃষির জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি ?
উত্তরঃ নাবার্ড।
১৩. ভারতের প্রথম ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্ক কোনটি ?
উত্তরঃ
Capital Small Finance Bank.
১৪. কোন হাইড্রোকার্বনে দুটি কার্বন অণু রয়েছে ?
উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিড।
১৫. ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কতগুলো মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল ?
উত্তরঃ ১০টি।
১৬. ডোবেরাইনার ত্রয়ী সূত্র কীসের উপর ভিত্তি করে তৈরি ?
উত্তরঃ পারমাণবিক ভর।
১৭. প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ
CaSO4. 1/2 H2O.
১৮. এক শৃঙ্গ গণ্ডার কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ আসাম।
উত্তরঃ ২৬শে জুলাই ১৮৭৬ সালে।
২০. কোষে প্রোটিন তৈরির নির্দেশ দেয় ?
উত্তরঃ
mRNA.
০১. পঙ্গল উৎসবে কোন দেবতার পূজা করা হয় ?
উত্তরঃ সূর্য।
০২. ১ হর্স পাওয়ার সমান কত ওয়াট ?
উত্তরঃ ৭৪৬ ওয়াট।
০৩. ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে বেশি দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ পশ্চিমবঙ্গ।
০৪. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
উত্তরঃ জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার কথা।
০৬. লোসার উৎসবটি কোথায় পালিত হয় ?
উত্তরঃ লাদাখে।
০৭. এনভায়রনমেন্ট পারফর্মেন্স ইনডেক্স ২০২২ এ ভারতের স্থান কত ?
উত্তরঃ ১৮০।
০৮. সোডিয়াম বাই কার্বনেট এর রাসায়নিক নাম কি ?
উত্তরঃ
NaHCO3.
০৯. তারাপুর পারমাণবিক
বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মহারাষ্ট্র।
১০.
Official Languages Act কবে কার্যকর হয়েছিল ?
উত্তরঃ ১৯৬৩ সালে।
১১. সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল কোনটি ?
উত্তরঃ সিজিয়াম।
উত্তরঃ বিশাল দূরত্ব ও বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি।
১৩. সম্প্রতি ২৫তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে ?
উত্তরঃ রাজীব কুমার।
১৪. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা
করেন ?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
১৫. ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি ?
উত্তরঃ ২২টি।
১৬. ৭৩তম সংবিধান সংশোধনী কীসের সঙ্গে সম্পর্কিত
?
উত্তরঃ পঞ্চায়েতি রাজ।
১৭. ইসলাম ধর্মের প্রবর্তক কে ?
উত্তরঃ হযরত মুহাম্মদ।
১৮. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা
করেন ?
উত্তরঃ স্বামী বিবেকানন্দ।
উত্তরঃ বিলিয়ার্ডস।
২০. জঙ্গল এলাকা বৃদ্ধির নিরিখে ভারতের স্থান কত ?
উত্তরঃ তৃতীয়।
২১. কস্টিক সোডার রাসায়নিক নাম কি ?
উত্তরঃ
NaOH.
২২. বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।
২৩. আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৮৭৫ সালে।
উত্তরঃ জাহাঙ্গীর।
২৫. মেরুদন্ডের উৎপত্তি কোথা থেকে হয় ?
উত্তরঃ মেডোলা।
২৬. প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২৬শে জানুয়ারি।
২৭. ফ্লোয়েম এর কাজ কি ?
উত্তরঃ খাদ্য পরিবহণ করা।
২৮. অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট কে প্রকাশ করেন ?
উত্তরঃ অর্থমন্ত্রী।
উত্তরঃ রাষ্ট্রপতি।
০২. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
০৩. জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপার্সন কে ?
উত্তরঃ রেখা শর্মা।
০৪. মিতালী রাজ কোন খেলার সঙ্গে যুক্ত ?
উত্তরঃ ক্রিকেট।
০৫. অ্যান্থুরিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় ?
উত্তরঃ মিজোরাম।
উত্তরঃ ১৯৫১ – ১৯৫৬ সাল।
০৭. ভারতীয় সংবিধানের
অষ্টম তফশিলে সিন্ধি ভাষা কবে স্থান পেয়েছিল ?
উত্তরঃ ১৯৬৭ সালে।
০৮. কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল ?
উত্তরঃ সরণ সিং কমিটি।
০৯.
Na2So3 এর সাথে HCL এর বিক্রিয়ায়
কোন গ্যাস নির্গত হয় ?
উত্তরঃ সালফার ডাই অক্সাইড।
১০. পেট্রোল ও কয়লার দহনে কোন গ্যাস নির্গত হয় ?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।
১১. কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় ?
উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার।
উত্তরঃ ফ্লোরিন।
১৩. কোন সালে ১৪টি ব্যাঙ্কের
রাষ্ট্রীয়করণ করা হয়েছিল ?
উত্তরঃ ১৯৬৯ সালে।
১৪. কোন ব্যক্তি আলফ্রেড পার্কে নিজেকে গুলি মেরে আত্মহত্যা
করেছিলেন
?
উত্তরঃ চন্দ্রশেখর আজাদ।
১৫. বাসিলিকা অফ বম জেসাস চার্চ কোথায় অবস্থিত ?
উত্তরঃ গোয়া।
১৬. প্রথম প্রত্যক্ষ
পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন কে ?
উত্তরঃ চার্লস ডারউইন।
১৭. NHRC এর পুরো নাম কি ?
উত্তরঃ
National Human Rights Commission.
উত্তরঃ পোঙ্গল।
০২. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?
উত্তরঃ ব্যারেন দ্বীপ।
০৩. গাছপালা কোন গ্যাস নির্গত করে, যা মানুষের জন্য ক্ষতিকর ?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।
০৪. আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে ?
উত্তরঃ চর্ম ক্যান্সার।
০৫. লাল বাহাদুর শাস্ত্রী সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?
উত্তরঃ নিউ দিল্লীতে।
০৬. ১৯৫৭ সালে পঞ্চায়েত রাজের তিন স্তরের ব্যবস্থা কার দ্বারা সুপারিশ করা হয়েছিল ?
উত্তরঃ বলবন্ত রায় মেহতা কমিটি।
উত্তরঃ ইট ওয়াস আ নিউ চার্টার অফ স্ল্যাভারি অর্থাৎ এটি ছিল দাসত্বের একটি নতুন সনদ।
০৮. ২০২৩ সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বৈঠক ভারতের কোথায় অনুষ্ঠিত হবে ?
উত্তরঃ মুম্বাই।
০৯. চাকরিতে পুরুষের তুলনায় নারীরা কম বেতন পেলে কোন অধিকার অমান্য করা হবে ?
উত্তরঃ সমতার অধিকার।
১০. কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বণ্টন অন তফশিলে বর্ণিত আছে ?
উত্তরঃ সপ্তম।
১১. ভারতে বর্তমানে কয়টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক আছে ?
উত্তরঃ ১২টি।
১২. টুথপেস্ট এর প্রকৃতি কেমন হয় ?
উত্তরঃ ক্ষারীয়।
উত্তরঃ দ্রাবিড়।
১৪. আয়নের প্রতিস্থাপন কোন বিক্রিয়ায় হয় ?
উত্তরঃ দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া।
১৫. সালফার ডাই অক্সাইড জলে দ্রবীভূত হলে কি উৎপন্ন হয় ?
উত্তরঃ সালফিউরাস অ্যাসিড।
১৬. মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় আছে ?
উত্তরঃ ৫১A.
উত্তরঃ সূর্য।
১৮. আমলকির বিজ্ঞানসম্মত নাম কি ?
উত্তরঃ
Phyllanthus emblica.
১৯. হাঁস কোন দেবতার বাহন ?
উত্তরঃ সরস্বতী।
২০. ভূগোলের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ ইরাটোস্থেনিস।
০১. সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ চতুর্থ।
০৩. সম্প্রতি প্রো কাবাডি লীগ কোন দল জিতেছে ?
উত্তরঃ দাবাং দিল্লী কে.সি.।
০৪. কোন বছর মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে ?
উত্তরঃ ২রা অক্টোবর ২০১৯ সালে।
০৫. ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?
উত্তরঃ মাজুলি।
০৬. ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন অ্যাকাডেমি কোথায় খোলা হয়েছে ?
উত্তরঃ উত্তরপ্রদেশের লখনউতে।
০৭. ঋকবেদে কতগুলি স্তোত্র আছে ?
উত্তরঃ ১০২৮টি।
০৮. কোন রাজ্যের সাথে গ্রামীণ অলিম্পিক সম্পর্কিত
?
উত্তরঃ রাজস্থান।
উত্তরঃ ১৯৫৯ সালের ৩০শে জুন।
১০. ভোক্তা সুরক্ষা আইন (Consumer Protection Act) কবে চালু হয়েছিল ?
উত্তরঃ ১৯৮৬ সালে।
১১. কে সর্বপ্রথম
ভারতের গণপরিষদের ধারণা দেন ?
উত্তরঃ এম.এন. রায়।
১২. হিমালয়ের পাদদেশ অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ চিরহরিৎ বনভূমি।
১৩. বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?
উত্তরঃ ২২শে মার্চ।
১৪. পেপার লেস বিধানসভা কোন রাজ্যে হয়েছে ?
উত্তরঃ নাগাল্যান্ড।
১৫. অমৃতা দেবী বিষ্ণোই জাতীয় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?
উত্তরঃ বন্যপ্রাণী সুরক্ষা।
১৬. নিউল্যান্ডের অষ্টক সূত্রে বেরেলিয়ামের মতো গুণ আছে কোন মৌলের ?
উত্তরঃ ম্যাগনেসিয়াম।
উত্তরঃ ৬ থেকে ১৪ বছর বয়সী।
১৮. ভারতে কথা বলা ভাষা গুলির মধ্যে তৃতীয় স্থানে কোনটি আছে ?
উত্তরঃ মারাঠি।
১৯. কুম্ভমেলা কোথায় হয় ?
উত্তরঃ প্রয়াগরাজ।
২০. IIT মাদ্রাস বিকলাঙ্গদের জন্য কোন ধরনের রোবটের উপকরণ তৈরি করেছে ?
উত্তরঃ
KADAM.
০১. ২০০৪ সালে কোন ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা পেয়েছে ?
উত্তরঃ তামিল।
০২. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?
উত্তরঃ উপরাষ্ট্রপতি।
০৩. মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে ?
উত্তরঃ বেকিং সোডা।
উত্তরঃ ১।
০৫. অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত ?
উত্তরঃ ৩।
০৬. আসামে কোন উৎসবটি পালিত হয় ?
উত্তরঃ বিহু ।
০৭. ভারতীয় মহিলা ক্রিকেট কোচ কে ?
উত্তরঃ রমেশ পাওয়ার।
০৮. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত ?
উত্তরঃ নর্মদা।
উত্তরঃ শুক্রবার।
১০. ওজোন স্তর ক্ষয়ের কারণ কি ?
উত্তরঃ ক্লোরোফ্লোরো কার্বন।
১১. বারি দোয়াব অঞ্চলটি কোন কোন নদীর মধ্যবর্তীতে অবস্থিত ?
উত্তরঃ বিপাশা ও শতদ্রু নদী।
১২. খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২০২১ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?
উত্তরঃ ব্যাঙ্গালোর।
১৩. ভারতের প্রথম মেডিক্যাল কলেজ কে প্রতিষ্ঠা
করেছিলেন
?
উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
১৪. এসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ার ফলে জল এবং লবণ উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে কি বলে ?
উত্তরঃ প্রশমন প্রক্রিয়া।
১৫. ওয়াশিং সোডার প্রকৃতি কেমন ?
উত্তরঃ ক্ষারীয়।
১৬. পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছিল ?
উত্তরঃ ৭৩তম সংশোধনী ১৯৯২।
১৭. টোকিও অলিম্পিক ২০২১ এ ভারত মোট কতগুলি রৌপ্য পদক জিতেছে ?
উত্তরঃ দুটি।
উত্তরঃ ক্রীড়া ক্ষেত্রে।
১৯. ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি কে ছিলেন ?
উত্তরঃ ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো।
২০. কোন নদীর উৎপত্তি মহাবালেশ্বর থেকে হয়েছে ?
উত্তরঃ কৃষ্ণা নদী।
০১. কোন প্রণালী দ্বারা ভারত ও শ্রীলঙ্কা
বিচ্ছিন্ন
?
উত্তরঃ পক প্রণালী।
০২. ভারতের প্রধান আইন উপদেষ্টা হলেন কে ?
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া।
০৩. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা
করেন ?
উত্তরঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ।
০৪. ছোটনাগপুর মালভূমিতে
কোন নদী প্রবাহিত হয় ?
উত্তরঃ দামোদর।
উত্তরঃ ২০০৪ সালে।
০৬. পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয় ?
উত্তরঃ পাঁচ বছরের।
০৭. মারু উৎসব কোথায় পালিত হয় ?
উত্তরঃ জয়সালমের, রাজস্থান।
০৮. গান্ধিজি হরিজন সেবা সংঘ কবে প্রতিষ্ঠা
করেন ?
উত্তরঃ ১৯৩২ সালে।
০৯. জীবন ও ব্যক্তিগত স্বতন্ত্রতা রক্ষার অধিকার কত নম্বর ধারায় বর্ণিত ?
উত্তরঃ ২১ নং ধারায়।
১০. প্রো কাবাডি লিগ ২০২২ এর বিজয়ী দল কোনটি ?
উত্তরঃ দাবাং দিল্লী।
উত্তরঃ ১৫ই মার্চ, ১৯৫০ সাল।
১২. PESA
Act কবে লাগু হয়েছিল ?
উত্তরঃ ১৯৯৬ সালে।
১৩. প্রধানমন্ত্রী রোজগার যোজনা কবে চালু হয় ?
উত্তরঃ ১৯৯৩ সালে।
১৪. মুহাম্মদ ইউনূস কোন ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ গ্রামীণ ব্যাঙ্ক, বাংলাদেশ।
১৫. দাঁতের ক্ষতি কি কারণে হয় না ?
উত্তরঃ ভাইরাস।
১৬. সরকারের রাজস্ব যখন মোট রাজস্ব প্রাপ্তির
চেয়ে বেশি হয় তখন তাকে কি বলা হয় ?
উত্তরঃ রাজস্ব ক্ষতি।
উত্তরঃ ২ অণু।
১৮. ১৯৬০ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রীয়
হিন্দি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?
উত্তরঃ আগ্রা।
১৯. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
২০. নিম্নোক্ত কোনটি পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় ?
উত্তরঃ অ্যালুমিনিয়াম।
০১. কোন ব্যক্তির জন্ম দিবস উপলক্ষে পরাক্রম দিবস পালিত হয় ?
উত্তরঃ সুভাষচন্দ্র বসু।
০২. রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্মসমাজের নেতৃত্ব কে দিয়েছিলেন
?
উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।
০৩. সাগা দাওয়া উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তরঃ সিকিম।
০৪. ভারতে জিএসটি কবে চালু হয় ?
উত্তরঃ ১লা জুলাই ২০১৭ সালে।
উত্তরঃ ২২ জোড়া।
০৬. সিন্ধু দর্শন উৎসব কোথায় পালিত হয় ?
উত্তরঃ লাদাখে।
০৭. চৌরিচৌরা ঘটনা কবে হয়েছিল ?
উত্তরঃ ৪ঠা ফেব্রুয়ারি ১৯২২ সালে।
০৮. মেঘালয়ের গারো উপজাতিরা কোন উৎসব পালন করে ?
উত্তরঃ ওয়ানগালা।
০৯. ১২ নং থেকে ৩৫ নং অনুচ্ছেদ সংবিধানের কোন অধ্যায়ে বর্ণিত আছে ?
উত্তরঃ তৃতীয় অধ্যায়ে।
১০. পঞ্চায়েতি রাজ ভারতের কোন অধ্যায়ে রয়েছে ?
উত্তরঃ নবম অধ্যায়ে।
১১.
Regional Rural Bank Act কবে কার্যকর হয় ?
উত্তরঃ ১৯৭৬ সালে।
উত্তরঃ ক্ষার।
১৩. ছোটনাগপুর মালভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঝাড়খণ্ড।
১৪. ইস্ট এর প্রয়োগ কোথায় করা হয় ?
উত্তরঃ অ্যালকোহল তৈরি করতে।
১৫. অ্যালকোহলের সঙ্গে
NaCl মিশ্রিত করলে কোনটি পাওয়া যাবে ?
উত্তরঃ হাইড্রোজেন।
১৬. নিউল্যান্ডের অষ্টক সূত্রের প্রথম ও শেষ মৌল কোনটি ?
উত্তরঃ হাইড্রোজেন ও থোরিয়াম।
১৭. গাছের গ্যাসীয় বর্জ্য কীসের মাধ্যমে নির্গত হয় ?
উত্তরঃ পাতার স্টোমাটার
মাধ্যমে।
১৮. অটল পেনশন যোজনার সর্বোচ্চ বয়সসীমা কত ?
উত্তরঃ ৬০ বছর।
উত্তরঃ লখনউ, উত্তরপ্রদেশ।
২০. মৌলিক কর্তব্য কোন কমিটির রিপোর্ট অনুসারে তৈরি হয়েছে ?
উত্তরঃ সরণ সিং কমিটি।
০১. মকর সংক্রান্তি কোন মাসে পালন করা হয় ?
উত্তরঃ জানুয়ারি।
০২. ব্লিচিং পাউডার কোন গ্যাস দিয়ে তৈরি করা হয় ?
উত্তরঃ ক্লোরিন।
০৩. অ্যালুমিনিয়ামের আকরিক এর নাম কি ?
উত্তরঃ বক্সাইট।
০৪. মহেন্দ্র গিরি পাহাড় কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা।
০৫. ভারতীয় টাকার নোট ছাপানোর অধিকার কার আছে ?
উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
উত্তরঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।
০৭. গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন
?
উত্তরঃ বোধগয়া।
০৮. ইন্দিরা গান্ধি কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন করেছিলেন
?
উত্তরঃ ১৯৬৬ সালে।
০৯. কাপড় কাচা সোডার রাসায়নিক
নাম কি ?
উত্তরঃ
Na2Co3,10H2O.
১০. অনুচ্ছেদ ৫৩ অনুযায়ী সভার নির্বাহী ক্ষমতা কার থাকে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
১১. ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান কে ?
উত্তরঃ রাষ্ট্রপতি।
১২. হাইড্রোজেনের অপসারণকে কি বলা হয় ?
উত্তরঃ জারণ।
১৩. ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?
উত্তরঃ কে. সি. নিয়োগী।
উত্তরঃ ব্রহ্মপুত্র (উমানন্দ দ্বীপ)।
১৫. কর্ক কোষে কোন তরল পাওয়া যায় ?
উত্তরঃ সুবেরিন।
১৬. গান্ধিজি কোন আইনের বিরুদ্ধে ১৯১৯ সালে সর্বভারতীয় আন্দোলনের
ডাক দেন ?
উত্তরঃ রাওলাট আইন।
১৭. ১০০০তম ODI ম্যাচ ভারত কোন দেশের সঙ্গে খেলেছে ?
উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ।
১৮. বিশ্বে সর্বাধিক মূল্যবান ভারতীয় বীমা ব্র্যান্ড
হিসাবে
LIC এর অবস্থান কত ?
উত্তরঃ দশম।
১৯. ১৮১৩ সালে কোন আইন চালু করা হয় ?
উত্তরঃ চার্টার অ্যাক্ট বা সনদ আইন।
২০. ২০২১ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রী কাকে বানানো হয়েছিল ?
উত্তরঃ গিরিরাজ সিংহ।
উত্তরঃ হাইড্রা।
০১. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
০২. রথযাত্রা কোথায় পালিত হয় ?
উত্তরঃ ওড়িশা।
০৩. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহের নাম কি ?
উত্তরঃ সিয়াচেন হিমবাহ।
০৪. কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় ?
উত্তরঃ কোশী নদী।
০৬. কোনটির অভাবে ডায়াবেটিস রোগ হয় ?
উত্তরঃ ইনসুলিন।
০৭. নিম্নোক্ত কোন অরণ্যটি গুজরাটে দেখতে পাওয়া যায় ?
উত্তরঃ গির অরণ্য।
০৮. নীতি আয়োগ এবং পারমাণবিক
শক্তি বিভাগের প্রধান কে ?
উত্তরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উত্তরঃ সংস্কৃত।
১০. প্রিজমের ভিতর দিয়ে পার হওয়ার সময় কোন আলোক রশ্মি সবচেয়ে কম বেঁকে যায় ?
উত্তরঃ লাল।
১১. BHEL কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৬৪ সালে।
১২. কোন নদী প্রবাহ জম্মু ও কাশ্মীর হয়ে প্রবাহিত হয় ?
উত্তরঃ সিন্ধু নদী।
১৩. Swiss
Open Badminton 2022 Women`s Singles খেতাব কে জিতেছেন ?
উত্তরঃ পি. ভি. সিন্ধু।
১৪. বৈজ্ঞানিক অধ্যায়নের
জন্য নারায়ণ প্রধান কোন পুরস্কার পেয়েছেন ?
উত্তরঃ
31st GD Birla Award for Scientific Research.
১৫. মৌলিক কর্তব্য কততম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছে ?
উত্তরঃ সংবিধানের ৪২তম সংশোধনী আইন বলে মৌলিক কর্তব্যগুলি সংবিধানের
অন্তর্ভুক্ত হয়।
১৬. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটির ওপর বেশি জোর দেওয়া হয়েছিল ?
উত্তরঃ ভারী শিল্পায়ন।
উত্তরঃ নাইক্রোম।
১৮. মানব শরীরে ইউরিয়াকে ফিল্টার করে কোনটি ?
উত্তরঃ কিডনি।
১৯. IPL ২০২২ এ মোট কতগুলি দল অংশ গ্রহণ করেছিল ?
উত্তরঃ ১০টি।
২০. মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?
উত্তরঃ রাশিয়া।
২১. রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য কে মনোনীত করেন ?
উত্তরঃ ১২ জন।
২২. অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস থাকে ?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।
২৩. গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয় ?
উত্তরঃ চৌরিচৌরা ঘটনার জন্য।
২৪. লবণ সত্যাগ্রহ
ভেঙে দিয়ে কোন আন্দোলন শুরু হয়েছিল ?
উত্তরঃ আইন অমান্য আন্দোলন।
২৫. ইন্দিরা গান্ধী খাল কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ?
উত্তরঃ পাঞ্জাবে শতদ্রু ও বিয়াস নদীর সংযোগস্থলের কাছে অবস্থিত হারিকে ব্যারেজ থেকে এই ক্যানেল শুরু হয়ে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের মোহনগড়ে শেষ হয়েছে।
উত্তরঃ টোকিও অলিম্পিক।
০২. এন. কে. সিং অর্থ কমিশনের কততম চেয়ারম্যান ?
উত্তরঃ ১৫তম।
০৩. দক্ষিণ ভারতে পালিত উৎসবের নাম কি ?
উত্তরঃ ওনাম।
০৪. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে –
উত্তরঃ অণুচক্রিকা।
০৫. নর্মদাপুরাম শহর কোথায় অবস্থিত ?
উত্তরঃ মধ্যপ্রদেশ।
০৬. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মণিপুর।
০৭. ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ভারত মোট কতগুলি
ODI ম্যাচ খেলেছে ?
উত্তরঃ ১০০০।
উত্তরঃ ব্রহ্মপুত্র।
০৯. ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ কোথায় অবস্থিত ?
উত্তরঃ ওড়িশা (চিল্কা হ্রদ)।
১০. CnH2n
কার রাসায়নিক ফর্মুলা ?
উত্তরঃ অ্যালকিন।
১১. মন্ত্রীসভা লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে -এটি কোন ধারায় বর্ণিত রয়েছে ?
উত্তরঃ ৭৫ (৩) ধারায়।
১২. সবচেয়ে প্রাচীন বেদ কোনটি ?
উত্তরঃ ঋগ্বেদ।
১৩. এইডস এর ভাইরাসের নাম কি ?
উত্তরঃ
HIV ভাইরাস।
১৪. বিড়ি কোন পাতায় তৈরি হয় ?
উত্তরঃ তামাক পাতায়।
১৫.
Global Wind Report 2022 ভারতের স্থান কত ?
উত্তরঃ চতুর্থ।
উত্তরঃ
ASIGMA ( Army Secure IndiGeneous Messaging Application)
১৭. অষ্টম বারের জন্য বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ ২০২২ কে জিতেছেন ?
উত্তরঃ পঙ্কজ আডবাণী।
১৮. গঙ্গা নদীর জল কোন ব্যাকটেরিয়ার কারণে দূষিত হচ্ছে ?
উত্তরঃ কলিফর্ম।
১৯. চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?
উত্তরঃ উত্তরপ্রদেশ।
২০. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পি ভি নরসিমা রাও প্রধানমন্ত্রী ছিলেন ?
উত্তরঃ অষ্টম।
উত্তরঃ আইনজীবী।
২২. পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কবে
‘Twenty Point Programme’ চালু হয় ?
উত্তরঃ ১৯৭৫ সালে।
২৩. কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক।
২৪. Kala
Ghoda Arts উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তরঃ মহারাষ্ট্র।