পরীক্ষার প্রস্তুতি, নোটস সাজেশন পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করো Join

Railway Group D Exam 2022 ALL Questions in Bengali

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now



০১. ভারতের প্রাচীনতম হাইকোর্টের নাম কি ?

উত্তরঃ কলকাতা হাইকোর্ট।

 ০২. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত ?

উত্তরঃ .০৩ শতাংশ।

 

০৩. জগন্নাথ মন্দির কোথায় অবস্থিত ?

উত্তরঃ পুরি, ওড়িশা।

 

০৪. ভারতীয় সংবিধানের ১১তম তফসিলে কয়টি বিষয় রয়েছে ?

উত্তরঃ ২৯টি।

 

০৫. নিউল্যান্ডের অষ্টক সূত্রে কতগুলি মৌল ছিল ?

উত্তরঃ ৫৬টি।

 ০৬. কোন বেদ সঙ্গীত নিয়ে আলোচনা করা আছে ?

উত্তরঃ সামবেদ।

 

০৭. ১৯৫০ সালের প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসাবে কে এসেছিলেন ?

উত্তরঃ ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ।

 

০৮. পূর্ণা কোন নদীর উপনদী ?

উত্তরঃ তাপ্তি।

 

০৯. ভারতে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কবে চালু হয় ?

উত্তরঃ ১৯৭২ সালে।

সোশ্যাল মিডিয়ার নাম ফলো করুন
ইউটিউব চ্যানেল CLICK HERE
টেলিগ্রাম চ্যানেল CLICK HERE
WhatsApp গ্রুপ CLICK HERE

১০. সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ?

উত্তরঃ ফ্লোরিন।

 

১১. কেন্দ্র রাজ্যের খরচের হিসাব কে রাখে ?

উত্তরঃ CAG.

 ১২. কোন ভাষার জন্য দ্রাবিড় শৈলী ব্যবহার হয় ?

উত্তরঃ তামিল।

 

১৩. উল্কাপিন্ড থেকে কোন হ্রদ সৃষ্টি হয়েছে ?

উত্তরঃ লোনার হ্রদ।

 

১৪. IPL ২০২২ এর বিজয়ী দল কোনটি ?

উত্তরঃ গুজরাট টাইটান্স।

 

১৫. ২০২১ সালে আন্তর্জাতিক T20 বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?

উত্তরঃ ওমান সংযুক্ত আরব আমিরাতে।

 

১৬. গঙ্গোত্রী থেকে কোন নদী উৎপত্তি হয়েছে, যা বর্তমানে দূষিত হচ্ছে ?

উত্তরঃ গঙ্গা নদী।

 ১৭. Diclofenac Medicine থেকে কোন প্রাণী বিলুপ্ত হচ্ছে ?

উত্তরঃ বন্য শকুন।

 

১৮. ২০০০ টাকার নোটে কিসের ছবি আছে ?

উত্তরঃ মঙ্গলযান।

 

১৯. উদ্ভিদের যৌন প্রজনন অঙ্গ কোনটি ?

উত্তরঃ গর্ভপত্র বা গর্ভকেশর।

 

২০. বার্ষিক আর্থিক প্রতিবেদন কোন ধারায় উল্লেখ আছে ?

উত্তরঃ ১১২ নং ধারায়।

 

০১. IPL এর ১৫তম সংস্করণ কোন সালে অনুষ্ঠিত হয়েছে ?

উত্তরঃ ২০২২ সালে।

 

০২. ভারতে স্থানীয় শাসন ব্যবস্থার জনক কাকে বলা হয় ?

উত্তরঃ লর্ড রিপন।

 

০৩. ১৯২৮ সালে সর্দার বল্লভভাই প্যাটেল কোন আন্দোলন শুরু করেছিলেন ?

উত্তরঃ বরদৌলি সত্যাগ্রহ।

 ০৪. সেন্ট্রাল ইন্সটিটিউট অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তরঃ মাইসোর, কর্ণাটক।

 

০৫. পাঙ্কুনি উৎসব কোথায় পালিত হয় ?

উত্তরঃ কেরলে।

 

০৬. বংশগতির জনক কে ?

উত্তরঃ গ্রেগর জোহান মেন্ডেল।

 

০৭. আধুনিক পর্যায় সারণি কে বানিয়েছেন ?

উত্তরঃ হেনরি মোসলে।

 

০৮. ২০২১ সালে ভারতে সাক্ষরতার হার কত ?

উত্তরঃ ৭৭. শতাংশ।

 

০৯. কর্ণাটকের বেলারি জেলা কোন খনিজের জন্য বিখ্যাত ?

উত্তরঃ লৌহ আকরিক।

 ১০. পি.আর. শ্রীজেশ হকি দলে কি আছেন ?

উত্তরঃ গোলরক্ষক।

 

১১. সালোকসংশ্লেষণে উদ্ভিদ কোন গ্যাস তৈরি করে ?

উত্তরঃ অক্সিজেন।

 

১২. গ্রামীণ কৃষির জন্য ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান কোনটি ?

উত্তরঃ নাবার্ড।

 

১৩. ভারতের প্রথম ক্ষুদ্র আর্থিক ব্যাঙ্ক কোনটি ?

উত্তরঃ Capital Small Finance Bank.

 

১৪. কোন হাইড্রোকার্বনে দুটি কার্বন অণু রয়েছে ?

উত্তরঃ অ্যাসিটিক অ্যাসিড।

 

১৫. ৪২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কতগুলো মৌলিক কর্তব্য ভারতের সংবিধানে যুক্ত হয়েছিল ?

উত্তরঃ ১০টি।

 

১৬. ডোবেরাইনার ত্রয়ী সূত্র কীসের উপর ভিত্তি করে তৈরি ?

উত্তরঃ পারমাণবিক ভর।

 

১৭. প্লাস্টার অফ প্যারিস এর রাসায়নিক নাম কি ?

উত্তরঃ CaSO4. 1/2 H2O.

 

১৮. এক শৃঙ্গ গণ্ডার কোন রাজ্যে দেখতে পাওয়া যায় ?

উত্তরঃ আসাম।

 ১৯. ন্যাশনাল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কবে প্রতিষ্ঠা হয় ?

উত্তরঃ ২৬শে জুলাই ১৮৭৬ সালে।

 

২০. কোষে প্রোটিন তৈরির নির্দেশ দেয় ?

উত্তরঃ mRNA.

 

 

০১. পঙ্গল উৎসবে কোন দেবতার পূজা করা হয় ?

উত্তরঃ সূর্য।

 

০২. হর্স পাওয়ার সমান কত ওয়াট ?

উত্তরঃ ৭৪৬ ওয়াট।

০৩. ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে বেশি দেখতে পাওয়া যায় ?

উত্তরঃ পশ্চিমবঙ্গ।

 

০৪. ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা কে ?

উত্তরঃ রাজা রামমোহন রায়।

 ০৫. ভারতীয় সংবিধানের ২১ অনুচ্ছেদে কি উল্লেখ আছে ?

উত্তরঃ জীবন ব্যক্তিগত স্বাধীনতার কথা।

 

০৬. লোসার উৎসবটি কোথায় পালিত হয় ?

উত্তরঃ লাদাখে।

 

০৭. এনভায়রনমেন্ট পারফর্মেন্স ইনডেক্স ২০২২ ভারতের স্থান কত ?

উত্তরঃ ১৮০।

 

০৮. সোডিয়াম বাই কার্বনেট এর রাসায়নিক নাম কি ?

উত্তরঃ NaHCO3.

 

০৯. তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত ?

উত্তরঃ মহারাষ্ট্র।

 

১০. Official Languages Act কবে কার্যকর হয়েছিল ?

উত্তরঃ ১৯৬৩ সালে।

 

১১. সর্বাধিক তড়িৎ ধনাত্মক মৌল কোনটি ?

উত্তরঃ সিজিয়াম।

 ১২. তারাদের ঝিকিমিকি করার কারণ কি ?

উত্তরঃ বিশাল দূরত্ব বায়ুর ঘনত্বের হ্রাসবৃদ্ধি।

 

১৩. সম্প্রতি ২৫তম মুখ্য নির্বাচন কমিশনার হিসাবে নিযুক্ত হলেন কে ?

উত্তরঃ রাজীব কুমার।

 

১৪. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ রাজা রামমোহন রায়।

 

১৫. ভারতের সংবিধান স্বীকৃত ভাষা কয়টি ?

উত্তরঃ ২২টি।

 

১৬. ৭৩তম সংবিধান সংশোধনী কীসের সঙ্গে সম্পর্কিত ?

উত্তরঃ পঞ্চায়েতি রাজ।

 

১৭. ইসলাম ধর্মের প্রবর্তক কে ?

উত্তরঃ হযরত মুহাম্মদ।

 

১৮. রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ স্বামী বিবেকানন্দ।

 ১৯. পঙ্কজ আদবানি কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তরঃ বিলিয়ার্ডস।

 

২০. জঙ্গল এলাকা বৃদ্ধির নিরিখে ভারতের স্থান কত ?

উত্তরঃ তৃতীয়।

 

২১. কস্টিক সোডার রাসায়নিক নাম কি ?

উত্তরঃ NaOH.

 

২২. বন্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?

উত্তরঃ কর্ণাটক।

 

২৩. আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ ১৮৭৫ সালে।

 ২৪. স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় আসেন ?

উত্তরঃ জাহাঙ্গীর।

 

২৫. মেরুদন্ডের উৎপত্তি কোথা থেকে হয় ?

উত্তরঃ মেডোলা।

 

২৬. প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ ২৬শে জানুয়ারি।

 

২৭. ফ্লোয়েম এর কাজ কি ?

উত্তরঃ খাদ্য পরিবহণ করা।

 

২৮. অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট কে প্রকাশ করেন ?

উত্তরঃ অর্থমন্ত্রী।

 ০১. ভারতের নামসর্বস্ব শাসক কে ?

উত্তরঃ রাষ্ট্রপতি।

 

০২. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন ?

উত্তরঃ রাষ্ট্রপতি।

 

০৩. জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারপার্সন কে ?

উত্তরঃ রেখা শর্মা।

 

০৪. মিতালী রাজ কোন খেলার সঙ্গে যুক্ত ?

উত্তরঃ ক্রিকেট।

 

০৫. অ্যান্থুরিয়াম ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালিত হয় ?

উত্তরঃ মিজোরাম।

 ০৬. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ?

উত্তরঃ ১৯৫১১৯৫৬ সাল।

 

০৭. ভারতীয় সংবিধানের অষ্টম তফশিলে সিন্ধি ভাষা কবে স্থান পেয়েছিল ?

উত্তরঃ ১৯৬৭ সালে।

 

০৮. কোন কমিটির সুপারিশে ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য যুক্ত হয়েছিল ?

উত্তরঃ সরণ সিং কমিটি।

 

০৯. Na2So3 এর সাথে HCL এর বিক্রিয়ায় কোন গ্যাস নির্গত হয় ?

উত্তরঃ সালফার ডাই অক্সাইড।

 

১০. পেট্রোল কয়লার দহনে কোন গ্যাস নির্গত হয় ?

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

 

১১. কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয় ?

উত্তরঃ স্ফিগমোম্যানোমিটার।

 ১২. সর্বাধিক তড়িৎ ঋণাত্মক মৌল কোনটি ?

উত্তরঃ ফ্লোরিন।

 

১৩. কোন সালে ১৪টি ব্যাঙ্কের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল ?

উত্তরঃ ১৯৬৯ সালে।

 

১৪. কোন ব্যক্তি আলফ্রেড পার্কে নিজেকে গুলি মেরে আত্মহত্যা করেছিলেন ?

উত্তরঃ চন্দ্রশেখর আজাদ।

 

১৫. বাসিলিকা অফ বম জেসাস চার্চ কোথায় অবস্থিত ?

উত্তরঃ গোয়া।

১৬. প্রথম প্রত্যক্ষ পর্যবেক্ষণের মাধ্যমে বিবর্তনবাদের ধারণা দেন কে ?

উত্তরঃ চার্লস ডারউইন।

 

১৭. NHRC এর পুরো নাম কি ?

উত্তরঃ National Human Rights Commission.

 ০১. জানুয়ারি মাসে কোন উৎসব পালিত হয় ?

উত্তরঃ পোঙ্গল।

 

০২. ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি ?

উত্তরঃ ব্যারেন দ্বীপ।

 

০৩. গাছপালা কোন গ্যাস নির্গত করে, যা মানুষের জন্য ক্ষতিকর ?

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

 

০৪. আলট্রাভায়োলেট রশ্মি কোন রোগ সৃষ্টি করে ?

উত্তরঃ চর্ম ক্যান্সার।

 

০৫. লাল বাহাদুর শাস্ত্রী সংস্কৃত বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ?

উত্তরঃ নিউ দিল্লীতে।

 

০৬. ১৯৫৭ সালে পঞ্চায়েত রাজের তিন স্তরের ব্যবস্থা কার দ্বারা সুপারিশ করা হয়েছিল ?

উত্তরঃ বলবন্ত রায় মেহতা কমিটি।

 ০৭. জওহরলাল নেহেরু ভারত সরকার আইন ১৯৩৫ -কে কি বলেছিলেন ?

উত্তরঃ ইট ওয়াস নিউ চার্টার অফ স্ল্যাভারি অর্থাৎ এটি ছিল দাসত্বের একটি নতুন সনদ।

 

০৮. ২০২৩ সালে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির বৈঠক ভারতের কোথায় অনুষ্ঠিত হবে ?

উত্তরঃ মুম্বাই।

 

০৯. চাকরিতে পুরুষের তুলনায় নারীরা কম বেতন পেলে কোন অধিকার অমান্য করা হবে ?

উত্তরঃ সমতার অধিকার।

 

১০. কেন্দ্র রাজ্যের ক্ষমতা বণ্টন অন তফশিলে বর্ণিত আছে ?

উত্তরঃ সপ্তম।

 

১১. ভারতে বর্তমানে কয়টি পাবলিক সেক্টর ব্যাঙ্ক আছে ?

উত্তরঃ ১২টি।

 

১২. টুথপেস্ট এর প্রকৃতি কেমন হয় ?

উত্তরঃ ক্ষারীয়।

 ১৩. তামিলনাড়ুর ভাষা তামিল কোন শৈলীর অন্তর্গত ?

উত্তরঃ দ্রাবিড়।

 

১৪. আয়নের প্রতিস্থাপন কোন বিক্রিয়ায় হয় ?

উত্তরঃ দ্বি-প্রতিস্থাপন বিক্রিয়া।

 

১৫. সালফার ডাই অক্সাইড জলে দ্রবীভূত হলে কি উৎপন্ন হয় ?

উত্তরঃ সালফিউরাস অ্যাসিড।

 

১৬. মৌলিক কর্তব্য কত নম্বর ধারায় আছে ?

উত্তরঃ ৫১A.

 ১৭. ছট পূজায় কোন দেবতার পূজা করা হয় ?

উত্তরঃ সূর্য।

 

১৮. আমলকির বিজ্ঞানসম্মত নাম কি ?

উত্তরঃ Phyllanthus emblica.

 

১৯. হাঁস কোন দেবতার বাহন ?

উত্তরঃ সরস্বতী।

 

২০. ভূগোলের জনক কাকে বলা হয় ?

উত্তরঃ ইরাটোস্থেনিস।

 

০১. সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় কে ?

উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।

 ০২. রাজ্যসভার আসন বিভাজন কোন তফশিলে বর্ণিত আছে ?

উত্তরঃ চতুর্থ।

 

০৩. সম্প্রতি প্রো কাবাডি লীগ কোন দল জিতেছে ?

উত্তরঃ দাবাং দিল্লী কে.সি.

 

০৪. কোন বছর মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে ?

উত্তরঃ ২রা অক্টোবর ২০১৯ সালে।

 

০৫. ব্রহ্মপুত্র নদীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি ?

উত্তরঃ মাজুলি।

 

০৬. ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন অ্যাকাডেমি কোথায় খোলা হয়েছে ?

উত্তরঃ উত্তরপ্রদেশের লখনউতে।

 

০৭. ঋকবেদে কতগুলি স্তোত্র আছে ?

উত্তরঃ ১০২৮টি।

 

০৮. কোন রাজ্যের সাথে গ্রামীণ অলিম্পিক সম্পর্কিত ?

উত্তরঃ রাজস্থান।

 ০৯. ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন কবে প্রতিষ্ঠা হয়েছিল ?

উত্তরঃ ১৯৫৯ সালের ৩০শে জুন।

 

১০. ভোক্তা সুরক্ষা আইন (Consumer Protection Act) কবে চালু হয়েছিল ?

উত্তরঃ ১৯৮৬ সালে।

 

১১. কে সর্বপ্রথম ভারতের গণপরিষদের ধারণা দেন ?

উত্তরঃ এম.এন. রায়।

 

১২. হিমালয়ের পাদদেশ অঞ্চলে কোন ধরনের বনভূমি দেখতে পাওয়া যায় ?

উত্তরঃ চিরহরিৎ বনভূমি।

 

১৩. বিশ্ব জল দিবস কবে পালিত হয় ?

উত্তরঃ ২২শে মার্চ।

 

১৪. পেপার লেস বিধানসভা কোন রাজ্যে হয়েছে ?

উত্তরঃ নাগাল্যান্ড।

 

১৫. অমৃতা দেবী বিষ্ণোই জাতীয় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় ?

উত্তরঃ বন্যপ্রাণী সুরক্ষা।

 

১৬. নিউল্যান্ডের অষ্টক সূত্রে বেরেলিয়ামের মতো গুণ আছে কোন মৌলের ?

উত্তরঃ ম্যাগনেসিয়াম।

 ১৭. অনুচ্ছেদ 21A তে কত বছর বয়সী বাচ্চাদের বিনামূল্যে শিক্ষা প্রদানের কথা বলা হয়েছে ?

উত্তরঃ থেকে ১৪ বছর বয়সী।

 

১৮. ভারতে কথা বলা ভাষা গুলির মধ্যে তৃতীয় স্থানে কোনটি আছে ?

উত্তরঃ মারাঠি।

 

১৯. কুম্ভমেলা কোথায় হয় ?

উত্তরঃ প্রয়াগরাজ।

 

২০. IIT মাদ্রাস বিকলাঙ্গদের জন্য কোন ধরনের রোবটের উপকরণ তৈরি করেছে ?

উত্তরঃ KADAM.

 

০১. ২০০৪ সালে কোন ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা পেয়েছে ?

উত্তরঃ তামিল।

 

০২. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?

উত্তরঃ উপরাষ্ট্রপতি।

০৩. মৌমাছি কামড়ালে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে ?

উত্তরঃ বেকিং সোডা।

 ০৪. ক্লোরিনের যোজ্যতা কত ?

উত্তরঃ ১।

 

০৫. অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত ?

উত্তরঃ ৩।

 

০৬. আসামে কোন উৎসবটি পালিত হয় ?

উত্তরঃ বিহু

 

০৭. ভারতীয় মহিলা ক্রিকেট কোচ কে ?

উত্তরঃ রমেশ পাওয়ার।

 

০৮. ধুয়াধার জলপ্রপাত কোন নদীর গতিপথে অবস্থিত ?

উত্তরঃ নর্মদা।

 ০৯. জুম্মা নামাজ কোন দিনে হয় ?

উত্তরঃ শুক্রবার।

 

১০. ওজোন স্তর ক্ষয়ের কারণ কি ?

উত্তরঃ ক্লোরোফ্লোরো কার্বন।

 

১১. বারি দোয়াব অঞ্চলটি কোন কোন নদীর মধ্যবর্তীতে অবস্থিত ?

উত্তরঃ বিপাশা শতদ্রু নদী।

১২. খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস ২০২১ কোথায় অনুষ্ঠিত হয়েছে ?

উত্তরঃ ব্যাঙ্গালোর।

 

১৩. ভারতের প্রথম মেডিক্যাল কলেজ কে প্রতিষ্ঠা করেছিলেন ?

উত্তরঃ লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।

 

১৪. এসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়ার ফলে জল এবং লবণ উৎপন্ন হয়, এই বিক্রিয়াকে কি বলে ?

উত্তরঃ প্রশমন প্রক্রিয়া।

 

১৫. ওয়াশিং সোডার প্রকৃতি কেমন ?

উত্তরঃ ক্ষারীয়।

 

১৬. পঞ্চায়েতি রাজ ব্যবস্থা কততম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছিল ?

উত্তরঃ ৭৩তম সংশোধনী ১৯৯২।

 

১৭. টোকিও অলিম্পিক ২০২১ ভারত মোট কতগুলি রৌপ্য পদক জিতেছে ?

উত্তরঃ দুটি।

 ১৮. সুমিত আন্তিল কোন ক্ষেত্রে পদ্মশ্রী পুরস্কার ২০২২ পেয়েছে ?

উত্তরঃ ক্রীড়া ক্ষেত্রে।

 

১৯. ২০২০ সালের প্রজাতন্ত্র দিবসে মুখ্য অতিথি কে ছিলেন ?

উত্তরঃ ব্রাজিলের রাষ্ট্রপতি জাইর বলসোনারো।

 

২০. কোন নদীর উৎপত্তি মহাবালেশ্বর থেকে হয়েছে ?

উত্তরঃ কৃষ্ণা নদী।

০১. কোন প্রণালী দ্বারা ভারত শ্রীলঙ্কা বিচ্ছিন্ন ?

উত্তরঃ পক প্রণালী।

 

০২. ভারতের প্রধান আইন উপদেষ্টা হলেন কে ?

উত্তরঃ অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া।

 

০৩. প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ আত্মারাম পাণ্ডুরঙ্গ।

 

০৪. ছোটনাগপুর মালভূমিতে কোন নদী প্রবাহিত হয় ?

উত্তরঃ দামোদর।

 ০৫. কত সালে তামিল ভাষা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজের মর্যাদা পেয়েছে ?

উত্তরঃ ২০০৪ সালে।

 

০৬. পঞ্চায়েতের গঠন কত বছরের জন্য হয় ?

উত্তরঃ পাঁচ বছরের।

 

০৭. মারু উৎসব কোথায় পালিত হয় ?

উত্তরঃ জয়সালমের, রাজস্থান।

 

০৮. গান্ধিজি হরিজন সেবা সংঘ কবে প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ ১৯৩২ সালে।

 

০৯. জীবন ব্যক্তিগত স্বতন্ত্রতা রক্ষার অধিকার কত নম্বর ধারায় বর্ণিত ?

উত্তরঃ ২১ নং ধারায়।

 

১০. প্রো কাবাডি লিগ ২০২২ এর বিজয়ী দল কোনটি ?

উত্তরঃ দাবাং দিল্লী।

 ১১. ভারতে যোজনা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ ১৫ই মার্চ, ১৯৫০ সাল।

 

১২. PESA Act কবে লাগু হয়েছিল ?

উত্তরঃ ১৯৯৬ সালে।

 

১৩. প্রধানমন্ত্রী রোজগার যোজনা কবে চালু হয় ?

উত্তরঃ ১৯৯৩ সালে।

 

১৪. মুহাম্মদ ইউনূস কোন ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেন ?

উত্তরঃ গ্রামীণ ব্যাঙ্ক, বাংলাদেশ।

 

১৫. দাঁতের ক্ষতি কি কারণে হয় না ?

উত্তরঃ ভাইরাস।

 

১৬. সরকারের রাজস্ব যখন মোট রাজস্ব প্রাপ্তির চেয়ে বেশি হয় তখন তাকে কি বলা হয় ?

উত্তরঃ রাজস্ব ক্ষতি।

 ১৭. মিথেনের দহন হলে কত অণু জল নির্গত হয় ?

উত্তরঃ অণু।

 

১৮. ১৯৬০ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় হিন্দি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত ?

উত্তরঃ আগ্রা।

 

১৯. ভারতের কোন রাজ্যে সর্বাধিক বনভূমি রয়েছে ?

উত্তরঃ মধ্যপ্রদেশ।

 

২০. নিম্নোক্ত কোনটি পৃথিবীতে সবচেয়ে বেশি পাওয়া যায় ?

উত্তরঃ অ্যালুমিনিয়াম।

 

০১. কোন ব্যক্তির জন্ম দিবস উপলক্ষে পরাক্রম দিবস পালিত হয় ?

উত্তরঃ সুভাষচন্দ্র বসু।

 

০২. রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্মসমাজের নেতৃত্ব কে দিয়েছিলেন ?

উত্তরঃ দেবেন্দ্রনাথ ঠাকুর।

 

০৩. সাগা দাওয়া উৎসব কোন রাজ্যে পালিত হয় ?

উত্তরঃ সিকিম।

 

০৪. ভারতে জিএসটি কবে চালু হয় ?

উত্তরঃ ১লা জুলাই ২০১৭ সালে।

 ০৫. মানব শরীরে অটোজোমের সংখ্যা কত ?

উত্তরঃ ২২ জোড়া।

 

০৬. সিন্ধু দর্শন উৎসব কোথায় পালিত হয় ?

উত্তরঃ লাদাখে।

 

০৭. চৌরিচৌরা ঘটনা কবে হয়েছিল ?

উত্তরঃ ৪ঠা ফেব্রুয়ারি ১৯২২ সালে।

 

০৮. মেঘালয়ের গারো উপজাতিরা কোন উৎসব পালন করে ?

উত্তরঃ ওয়ানগালা।

 

০৯. ১২ নং থেকে ৩৫ নং অনুচ্ছেদ সংবিধানের কোন অধ্যায়ে বর্ণিত আছে ?

উত্তরঃ তৃতীয় অধ্যায়ে।

 

১০. পঞ্চায়েতি রাজ ভারতের কোন অধ্যায়ে রয়েছে ?

উত্তরঃ নবম অধ্যায়ে।

 

১১. Regional Rural Bank Act কবে কার্যকর হয় ?

উত্তরঃ ১৯৭৬ সালে।

 ১২. ধাতুর সঙ্গে জল মেশালে কোনটি পাওয়া যাবে ?

উত্তরঃ ক্ষার।

 

১৩. ছোটনাগপুর মালভূমি কোথায় অবস্থিত ?

উত্তরঃ ঝাড়খণ্ড।

 

১৪. ইস্ট এর প্রয়োগ কোথায় করা হয় ?

উত্তরঃ অ্যালকোহল তৈরি করতে।

 

১৫. অ্যালকোহলের সঙ্গে NaCl মিশ্রিত করলে কোনটি পাওয়া যাবে ?

উত্তরঃ হাইড্রোজেন।

 

১৬. নিউল্যান্ডের অষ্টক সূত্রের প্রথম শেষ মৌল কোনটি ?

উত্তরঃ হাইড্রোজেন থোরিয়াম।

 

১৭. গাছের গ্যাসীয় বর্জ্য কীসের মাধ্যমে নির্গত হয় ?

উত্তরঃ পাতার স্টোমাটার মাধ্যমে।

 

১৮. অটল পেনশন যোজনার সর্বোচ্চ বয়সসীমা কত ?

উত্তরঃ ৬০ বছর।

 ১৯. ভারতের প্রথম প্যারা ব্যাডমিন্টন অ্যাকাডেমি কোথায় খোলা হয়েছে ?

উত্তরঃ লখনউ, উত্তরপ্রদেশ।

 

২০. মৌলিক কর্তব্য কোন কমিটির রিপোর্ট অনুসারে তৈরি হয়েছে ?

উত্তরঃ সরণ সিং কমিটি।

 

০১. মকর সংক্রান্তি কোন মাসে পালন করা হয় ?

উত্তরঃ জানুয়ারি।

 

০২. ব্লিচিং পাউডার কোন গ্যাস দিয়ে তৈরি করা হয় ?

উত্তরঃ ক্লোরিন।

 

০৩. অ্যালুমিনিয়ামের আকরিক এর নাম কি ?

উত্তরঃ বক্সাইট।

 

০৪. মহেন্দ্র গিরি পাহাড় কোন রাজ্যে অবস্থিত ?

উত্তরঃ ওড়িশা।

 

০৫. ভারতীয় টাকার নোট ছাপানোর অধিকার কার আছে ?

উত্তরঃ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।

 ০৬. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে লাইসেন্স ব্যবস্থা চালু হয় ?

উত্তরঃ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়।

 

০৭. গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন ?

উত্তরঃ বোধগয়া।

 

০৮. ইন্দিরা গান্ধি কবে ভারতীয় মুদ্রার অবমূল্যায়ন করেছিলেন ?

উত্তরঃ ১৯৬৬ সালে।

 

০৯. কাপড় কাচা সোডার রাসায়নিক নাম কি ?

উত্তরঃ Na2Co3,10H2O.

 

১০. অনুচ্ছেদ ৫৩ অনুযায়ী সভার নির্বাহী ক্ষমতা কার থাকে ?

উত্তরঃ রাষ্ট্রপতি।

 

১১. ভারতের প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান কে ?

উত্তরঃ রাষ্ট্রপতি।

 

১২. হাইড্রোজেনের অপসারণকে কি বলা হয় ?

উত্তরঃ জারণ।

 

১৩. ভারতের প্রথম অর্থ কমিশনের চেয়ারম্যান কে ছিলেন ?

উত্তরঃ কে. সি. নিয়োগী।

 ১৪. সবচেয়ে ছোট দ্বীপ কোন নদীতে রয়েছে ?

উত্তরঃ ব্রহ্মপুত্র (উমানন্দ দ্বীপ)

 

১৫. কর্ক কোষে কোন তরল পাওয়া যায় ?

উত্তরঃ সুবেরিন।

 

১৬. গান্ধিজি কোন আইনের বিরুদ্ধে ১৯১৯ সালে সর্বভারতীয় আন্দোলনের ডাক দেন ?

উত্তরঃ রাওলাট আইন।

 

১৭. ১০০০তম ODI ম্যাচ ভারত কোন দেশের সঙ্গে খেলেছে ?

উত্তরঃ ওয়েস্ট ইন্ডিজ।

 

১৮. বিশ্বে সর্বাধিক মূল্যবান ভারতীয় বীমা ব্র্যান্ড হিসাবে LIC এর অবস্থান কত ?

উত্তরঃ দশম।

 

১৯. ১৮১৩ সালে কোন আইন চালু করা হয় ?

উত্তরঃ চার্টার অ্যাক্ট বা সনদ আইন।

 

২০. ২০২১ সালে পঞ্চায়েতি রাজ মন্ত্রী কাকে বানানো হয়েছিল ?

উত্তরঃ গিরিরাজ সিংহ।

 ২১. কোন প্রাণীর অযৌন জনন দেখা যায় ?

উত্তরঃ হাইড্রা।

০১. পাঁচমারি বায়োস্ফিয়ার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তরঃ মধ্যপ্রদেশ।

 

০২. রথযাত্রা কোথায় পালিত হয় ?

উত্তরঃ ওড়িশা।

 

০৩. পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম হিমবাহের নাম কি ?

উত্তরঃ সিয়াচেন হিমবাহ।

 

০৪. কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় ?

উত্তরঃ কোশী নদী।

 

০৬. কোনটির অভাবে ডায়াবেটিস রোগ হয় ?

উত্তরঃ ইনসুলিন।

 

০৭. নিম্নোক্ত কোন অরণ্যটি গুজরাটে দেখতে পাওয়া যায় ?

উত্তরঃ গির অরণ্য।

 

০৮. নীতি আয়োগ এবং পারমাণবিক শক্তি বিভাগের প্রধান কে ?

উত্তরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 ০৯. ২০০৫ সালে কোন ভাষা ক্ল্যাসিকাল ল্যাঙ্গুয়েজ এর মর্যাদা পেয়েছে ?

উত্তরঃ সংস্কৃত।

 

১০. প্রিজমের ভিতর দিয়ে পার হওয়ার সময় কোন আলোক রশ্মি সবচেয়ে কম বেঁকে যায় ?

উত্তরঃ লাল।

 

১১. BHEL কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তরঃ ১৯৬৪ সালে।

 

১২. কোন নদী প্রবাহ জম্মু কাশ্মীর হয়ে প্রবাহিত হয় ?

উত্তরঃ সিন্ধু নদী।

 

১৩. Swiss Open Badminton 2022 Women`s Singles খেতাব কে জিতেছেন ?

উত্তরঃ পি. ভি. সিন্ধু।

 

১৪. বৈজ্ঞানিক অধ্যায়নের জন্য নারায়ণ প্রধান কোন পুরস্কার পেয়েছেন ?

উত্তরঃ 31st GD Birla Award for Scientific Research.

 


১৫. মৌলিক কর্তব্য কততম সংবিধান সংশোধনী দ্বারা যুক্ত হয়েছে ?

উত্তরঃ সংবিধানের ৪২তম সংশোধনী আইন বলে মৌলিক কর্তব্যগুলি সংবিধানের অন্তর্ভুক্ত হয়।

 

১৬. দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কোনটির ওপর বেশি জোর দেওয়া হয়েছিল ?

উত্তরঃ ভারী শিল্পায়ন।

 ১৭. নিম্নোক্ত কোনটির প্রতিরোধকতা সর্বাধিক ?

উত্তরঃ নাইক্রোম।

 

১৮. মানব শরীরে ইউরিয়াকে ফিল্টার করে কোনটি ?

উত্তরঃ কিডনি।

 

১৯. IPL ২০২২ মোট কতগুলি দল অংশ গ্রহণ করেছিল ?

উত্তরঃ ১০টি।

 

২০. মৌলিক কর্তব্য কোন দেশ থেকে নেওয়া হয়েছে ?

উত্তরঃ রাশিয়া।

 

২১. রাজ্যসভায় রাষ্ট্রপতি কতজন সদস্য কে মনোনীত করেন ?

উত্তরঃ ১২ জন।

 

২২. অগ্নিনির্বাপক যন্ত্রে কোন গ্যাস থাকে ?

উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।

 

২৩. গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করা হয় ?

উত্তরঃ চৌরিচৌরা ঘটনার জন্য।

 

২৪. লবণ সত্যাগ্রহ ভেঙে দিয়ে কোন আন্দোলন শুরু হয়েছিল ?

উত্তরঃ আইন অমান্য আন্দোলন।

 

২৫. ইন্দিরা গান্ধী খাল কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত ?

উত্তরঃ পাঞ্জাবে শতদ্রু বিয়াস নদীর সংযোগস্থলের কাছে অবস্থিত হারিকে ব্যারেজ থেকে এই ক্যানেল শুরু হয়ে রাজস্থানের থর মরুভূমি অঞ্চলের মোহনগড়ে শেষ হয়েছে।

 ০১. নিরজ চোপড়া কোন অলিম্পিকে সোনা জিতেছিল ?

উত্তরঃ টোকিও অলিম্পিক।

 

০২. এন. কে. সিং অর্থ কমিশনের কততম চেয়ারম্যান ?

উত্তরঃ ১৫তম।

 

০৩. দক্ষিণ ভারতে পালিত উৎসবের নাম কি ?

উত্তরঃ ওনাম।

 

০৪. রক্ত জমাট বাঁধতে সাহায্য করে

উত্তরঃ অণুচক্রিকা।

 

০৫. নর্মদাপুরাম শহর কোথায় অবস্থিত ?

উত্তরঃ মধ্যপ্রদেশ।

 

০৬. লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?

উত্তরঃ মণিপুর।

 

০৭. ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত ভারত মোট কতগুলি ODI ম্যাচ খেলেছে ?

উত্তরঃ ১০০০।

 ০৮. হিমালয়ের পূর্বভাগ থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে ?

উত্তরঃ ব্রহ্মপুত্র।

 

০৯. ভারতের বৃহত্তম উপকূলীয় লবণাক্ত জলের হ্রদ কোথায় অবস্থিত ?

উত্তরঃ ওড়িশা (চিল্কা হ্রদ)

 

১০. CnH2n কার রাসায়নিক ফর্মুলা ?

উত্তরঃ অ্যালকিন।

 

১১. মন্ত্রীসভা লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে -এটি কোন ধারায় বর্ণিত রয়েছে ?

উত্তরঃ ৭৫ () ধারায়।

 

১২. সবচেয়ে প্রাচীন বেদ কোনটি ?

উত্তরঃ ঋগ্বেদ।

 

১৩. এইডস এর ভাইরাসের নাম কি ?

উত্তরঃ HIV ভাইরাস।

 

১৪. বিড়ি কোন পাতায় তৈরি হয় ?

উত্তরঃ তামাক পাতায়।

 

১৫. Global Wind Report 2022 ভারতের স্থান কত ?

উত্তরঃ চতুর্থ।

 ১৬. সম্প্রতি ভারতীয় সেনা দ্বারা লঞ্চ করা ম্যাসেঞ্জার অ্যাপটির নাম কি ?

উত্তরঃ ASIGMA ( Army Secure IndiGeneous Messaging Application)

 

১৭. অষ্টম বারের জন্য বিলিয়ার্ডস চ্যাম্পিয়নশিপ ২০২২ কে জিতেছেন ?

উত্তরঃ পঙ্কজ আডবাণী।

 

১৮. গঙ্গা নদীর জল কোন ব্যাকটেরিয়ার কারণে দূষিত হচ্ছে ?

উত্তরঃ কলিফর্ম।

 

১৯. চন্দ্রশেখর আজাদ পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ?

উত্তরঃ উত্তরপ্রদেশ।

 

২০. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে পি ভি নরসিমা রাও প্রধানমন্ত্রী ছিলেন ?

উত্তরঃ অষ্টম।

 ২১. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ পেশায় কি ছিলেন ?

উত্তরঃ আইনজীবী।

 

২২. পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কবে ‘Twenty Point Programme’ চালু হয় ?

উত্তরঃ ১৯৭৫ সালে।

 

২৩. কুদ্রেমুখ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ?

উত্তরঃ কর্ণাটক।

 

২৪. Kala Ghoda Arts উৎসব কোন রাজ্যে পালিত হয় ?

উত্তরঃ মহারাষ্ট্র।


সোশ্যাল মিডিয়ার নাম ফলো করুন
ইউটিউব চ্যানেল CLICK HERE
টেলিগ্রাম চ্যানেল CLICK HERE
WhatsApp গ্রুপ CLICK HERE


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Group Join

Post a Comment

পোস্ট পড়ে বা কোন Test দিতে গিয়ে যদি কোন সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকেে, নিচে কমেন্ট করে জানাতে পারো

× close ad