মা কালীর ৩টি শক্তিশালী মন্ত্র প্রতিদিন পাঠ করুন, আপনাকে ক্ষতি করার সাহস হবে না
মা কালীর ৩টি শক্তিশালী মন্ত্র প্রতিদিন পাঠ করুন, আপনাকে ক্ষতি করার সাহস হবে না।
ভক্তিই হল মূল মন্ত্র। তবে বৈদিক মতে পুজো-অর্চনার তো বিধিবদ্ধ নিয়ম আছেই। শাস্ত্রে বলা আছে মা কালীর এই তিনটি মন্ত্র প্রতিদিন পাঠ করলে, আপনাকে ক্ষতি করার সাহস হবে না। চলুন মন্ত্রগুলো জেনে নেওয়া যাক -
কালী বীজ মন্ত্র -ওঁ ক্রীং কালীকায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করলে অশুভ শক্তির প্রভাব মুক্ত হয়। যেকোনো বিপদের আশঙ্কা থেকে মুক্তি পাওয়া যায়। আত্মবিশ্বাসের পরিমান বেড়ে যায়।
বিশেষ কালী মন্ত্র -ওঁ রিহম শ্রীম ক্লিম অধ কালীকা পরম ঈশ্বরী স্বহা।এই মন্ত্রটি পাঠ করলে শরীর ও মন ভালো হয়ে ওঠে। রাগ, ইগো, হিংসার মতন ধ্বংসাত্মক অনুভূতিগুলির প্রভাব কমে যায়।
মহা কালী মন্ত্র -'ওঁ ক্রীং ক্রীং হৃং হৃং হিং হিং দক্ষিণে কালীকে ক্রীং ক্রীং ক্রীং হৃং হৃং হ্রীং হ্রীং হ্রীং স্বহা।এই শক্তিশালী মন্ত্রটি পাঠ করলে যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করে তাদের থেকে রক্ষা করে।
জয় মা মা গো মা