পরীক্ষার প্রস্তুতি, নোটস সাজেশন পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করো Join

অষ্টম শ্রেণি বিজ্ঞান – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8th Science notes | West Bengal Class 8th Science Question and Answer |

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – West Bengal Class 8th Science Question and Answer |




 প্রিয় ছাত্র ছাত্রী,

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) West Bengal Class 8 Science প্রশ্ন উত্তর। কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর । অষ্টম শ্রেণি  প্রশ্ন উত্তর। কয়েকটি গ্যাসের পরিচিতি  প্রশ্ন উত্তর| WBBSE Class 8 Science , অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর। কয়েকটি গ্যাসের পরিচিতি  প্রশ্ন উত্তর  ,অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর pdf,অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর pdf , যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ 

তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশের প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও ।


অষ্টম শ্রেণি বিজ্ঞান

কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | 8th Class  Science |


অষ্টম শ্রেণি বিজ্ঞান – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8th Science : কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশন ও অধ্যায় ভিত্তিতে প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।  এবার পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষায় বা অষ্টম শ্রেণি বিজ্ঞান পরীক্ষায় (West Bengal Board Class 8th Science | West Bengal Class 9 Science Question and Answer with Suggestion | WBBSE Board Class 8th Science Suggestion Question and Answer with PDF file Download) এই প্রশ্নউত্তর ও সাজেশন খুব গুরুত্বপূর্ণ । আপনারা যারা আগামী অষ্টম শ্রেণি বিজ্ঞান বা অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) অষ্টম শ্রেণীর বিজ্ঞান  | WB Board Class 8th Science | WBBSE Board Class 8th Class 8th (VIII) Science Question and Answer with Suggestion খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।

01.কোন্টি অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার

(A) অ্যামোনিয়া তৈরি

(B) ইউরিয়া তৈরি

(C) সোড়া তৈরি

(D) ইস্পাত তৈরি

Ans. D

02.হাইড্রোজেনের প্রধান ব্যবহার হল

(A) জল তৈরিতে

(B) হাইড্রোজেন ক্লোরাইড তৈরিতে

(C) অ্যামোনিয়া তৈরিতে

(D) সালফিউরিক অ্যাসিড তৈরিতে

Ans. C

03.পটাশিয়াম ক্লোরেট থেকে অক্সিজেন প্রস্তুত করার সময় MnO2 -এর বিকল্প হল

(A) Pt

(B) K2O

(C) Fe2O3

(D) Pb3O4

Ans. C

 

04.অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটকরূপে ব্যবহার করা হয়

(A) Fe2O3

(B) Fe3O4

(C) Pb3O4

(D) K2O

Ans. A

05.বিভিন্ন পরীক্ষায় ধারক হিসেবে পরীক্ষাগারে ব্যবহৃত হয়

(A) ক্ল্যাম্প

(B) টেস্টটিউব

(C) ওয়াচ গ্লাস

(D) ব্যুরেট

Ans. A

06.যে ধাতব অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়, তা হল

(A) HgO

(B) MgO

(C) CaO

(D) Na2O

Ans. A

06.একটি জারক গ্যাস হল

(A) H2S

(B) O2

(C) NH3

(D) H2

Ans. B

07.MnO2 -তে অশুদ্ধি হিসেবে মিশে থাকে

(A) লোহার চুর্ণ

(B) তামার চুর্ণ

(C) চারকোল গুঁড়ো

(D) সালফার গুঁড়ো

Ans. C

08.ধাতুর সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় গঠিত হয়

(A) আম্লিক অক্সাইড

(B) ক্ষারকীয় অক্সাইড

(C) প্রশম অক্সাইড

(D) উভধর্মী অক্সাইড

Ans. B

09.যে ধাতব অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন পাওয়া যায়, তা হল

(A) HgO

(B) MgO

(C) CaO

(D) Na2O

Ans. A

10.তীব্র ক্ষার NaOH দ্রবণের সাথে যে অধাতু বিক্রিয়া করে h, গ্যাস উৎপন্ন করে তা হল

(A) সিলিকন

(B) সালফার

(C) কার্বন

(D) ফসফরাস

Ans. A

11.হাইড্রোজেনের গন্ধ

(A) নেই

(B) ঝাঁজালো

(C) মিষ্টি

(D) পচা ডিমের মতো

Ans. A

12.কোন্ কথাটি ভুল?

(A) জিংককে গাঢ় NaOH দ্রবণসহ উত্তপ্ত করলে হাইড্রোজেন গ্যাস মুক্ত হয়

(B) অক্সিজেন নাইট্রিক অক্সাইড যুক্ত হয়ে বাদামি বর্ণের গ্যাস উৎপন্ন করে

(C) জলে সালফার ডাইঅক্সাইড গ্যাস পাঠানোর পরে সেই জল নীল লিটমাসের রং লাল করে, তাই সালফার ডাইঅক্সাইডকে ক্ষারধর্মী বলা যায়

(D) অক্সিজেনের একটি প্রধান শিল্প ব্যবহার হল ইস্পাত তৈরি

Ans. C

13.দুই বা তার বেশি সংখ্যক নির্জল কোশ জুড়ে তৈরি হয়

(A) সার্কিট

(B) ব্যাটারি

(C) সুইচ

(D) রেগুলেটর

Ans. B

14.MnO2 -তে অশুদ্ধি হিসেবে মিশে থাকে

(A) লোহার চুর্ণ

(B) তামার চুর্ণ

(C) চারকোল গুঁড়ো

(D) সালফার গুঁড়ো

Ans. C

15.যে গ্যাসের নামের অর্থ অ্যাসিড উৎপাদক, তা হল

(A) অক্সিজেন

(B) হাইড্রোজেন

(C) নাইট্রোজেন

(D) অ্যামোনিয়া

Ans. A

16.টাইট্রেশন পরীক্ষার জন্য প্রয়োজন

(A) পিপেট ব্যুরেট

(B) তড়িৎ কোশ

(C) উল্ফ বোতল

Ans. A

17.পরীক্ষাগারে পটাশিয়াম পাইরোগ্যালেট নেই, যে বিকল্প পদার্থের মধ্যে অক্সিজেন শোষিত হবে তা হল

(A) অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ

(B) আম্লিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ

(C) আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণ

(D) অ্যামোনিয়াম নাইট্রেটের জলীয় দ্রবণ

Ans. A

18.কোন্ পদ্ধতিতে প্রকৃতিতে 0. -এর পরিমাণ বৃদ্ধি পায়?

(A) শ্বসন

(B) দহন

(C) জারণ

(D) সালোকসংশ্লেষ

Ans. D

19.আম্লিক অক্সাইডের উদাহরণ

(A) CO2

(B) CO

(C) Na2O

(D) MgO

Ans. A

20.নির্জল কোশের নীচের সমতল দিকটি

(A) পজিটিভ প্রান্ত

(B) নেগেটিভ প্রান্ত

(C) নিউট্রাল প্রান্ত

(D) চিহ্নিত করা যায় না

Ans. B

21.যে যৌগকে বিয়োজিত করে অক্সিজেন পাওয়া যায়, তা হল

(A) পটাশিয়াম ক্লোরাইড

(B) পটাশিয়াম ক্লোরেট

(C) সোডিয়াম ক্লোরাইড

(D) অ্যামোনিয়া

Ans. B

22.MnO2 -তে অশুদ্ধি হিসেবে মিশে থাকে

(A) লোহার চুর্ণ

(B) তামার চুর্ণ

(C) চারকোল গুঁড়ো

(D) সালফার গুঁড়ো

Ans. C

23.লেড নাইট্রেটকে উত্তপ্ত করলে পাওয়া যায়

(A) H2

(B) O2

(C) CO2

(D) CO

Ans. B

24.পরীক্ষাগারে কোনো নমুনাকে উত্তপ্ত করার সময় যে স্ট্যান্ড ব্যবহার করা হয় তাকে বলে

(A) ত্রিপদ স্ট্যান্ড

(B) দ্বিপদ স্ট্যান্ড

(C) চতুস্পদ স্ট্যান্ড

(D) ক্ল্যাম্প

Ans. A

25.হাইড্রোজেনের প্রধান ব্যবহার হল

(A) জল তৈরিতে

(B) হাইড্রোজেন ক্লোরাইড তৈরিতে

(C) অ্যামোনিয়া তৈরিতে

(D) সালফিউরিক অ্যাসিড তৈরিতে

Ans. C

26.হাইড্রোলিথ হল

(A) NaH

(B) CaH2

(C) NH3

(D) H2S

Ans. B

27.ফুটন্ত জলের সাথে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে_

(A) Au

(B) Cu

(C) Ag

(D) Al

Ans. D

28.লোহায় মরচে গঠনে বায়ুর যে উপাদানগুলি অংশ নেয় তা হল

(A) নাইট্রোজেন অক্সিজেন

(B) অক্সিজেন জলীয় বাষ্প

(C) অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড

(D) জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড

Ans. B

29.কোনটি সাধারণ বালবের তুলনায় LED ব্যবহারের সুবিধা নয়?

(A) সাধারণ বাবের চেয়ে LED- আয়ু অনেক বেশি

(B) নাড়াচাড়াতে LED কেটে যাওয়ার ভয় নেই

(C) LED- দাম সাধারণ বাবের চেয়ে কম

(D) LED ব্যবহারে বিদ্যুতের সাশ্রয় হয়

Ans. C

30.বায়ুর চেয়ে হালকা গ্যাস

(A) H2

(B) O2

(C) CO2

(D) CO

Ans. A

31.কোন্টি থেকে রাসায়নিক শিল্পে হাইড্রোজেন প্রস্তুত করা হয়?

(A) স্টিম

(B) প্রাকৃতিক গ্যাস

(C) লঘু সালফিউরিক অ্যাসিড

(D) A B উভয়ই

Ans. D

32.প্রদত্ত কোনটি উভধর্মী অক্সাইড?

(A) CrO5

(B) Fe2O3

(C) P2O5

(D) Al2O3

Ans. D

33.আম্লিক অক্সাইডের উদাহরণ

(A) CO2

(B) CO

(C) Na2O

(D) MgO

Ans. A

34.কোন্টি অক্সিজেনের বৃহৎ শিল্প ব্যবহার

(A) অ্যামোনিয়া তৈরি

(B) ইউরিয়া তৈরি

(C) সোড়া তৈরি

(D) ইস্পাত তৈরি

Ans. D

35.নির্জল কোশের নীচের সমতল দিকটি

(A) পজিটিভ প্রান্ত

(B) নেগেটিভ প্রান্ত

(C) নিউট্রাল প্রান্ত

(D) চিহ্নিত করা যায় না

Ans. B

36.নীচের কোন মৌলটির সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রাইড যৌগ উৎপন্ন করে?

(A) C

(B) Ca

(C) N

(D) Cl

Ans. B

37.দুই বা তার বেশি সংখ্যক নির্জল কোশ জুড়ে তৈরি হয়

(A) সার্কিট

(B) ব্যাটারি

(C) সুইচ

(D) রেগুলেটর

Ans. B

38.ফুটন্ত জলের সাথে বিক্রিয়ায় H2 উৎপন্ন করে_

(A) Au

(B) Cu

(C) Ag

(D) Al

Ans. D

 

মান – 1 | অষ্টম শ্রেণীর বিজ্ঞানকয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | West Bengal Class 8 Science

01.পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল কত বছর আগে? (এক কথায় উত্তর দাও)

Ans. পৃথিবীতে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল প্রায় 350 কোটি বছর আগে

02.একটি ধাতব পারক্সাইডের উদাহরণ দাও (এক কথায় উত্তর দাও)

Ans. একটি ধাতব পারক্সাইডের উদাহরণ হল সোডিয়াম পারক্সাইড (Na2O2)

03.হাইড্রোজেন গ্যাসটি বাতাসের থেকে হালকা (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. সত্য

04.অক্সিজেনের একটি রাসায়নিক ধর্ম লেখো (এক কথায় উত্তর দাও)

Ans. অক্সিজেনের একটি রাসায়নিক ধর্ম হল ধাতুর সাথে বিক্রিয়া করে ক্ষারকীয় অক্সাইড গঠন করা যেমনম্যাগনেশিয়াম ফিতেকে অক্সিজেনের উপস্থিতিতে দহন করলে ম্যাগনেশিয়াম অক্সাইডের সাদা গুঁড়ো উৎপন্ন হয় 2Mg+O2→2MgO

05.পিপেটের নীচে একটি স্টপককের মতো অংশ থাকে (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

06.একটি জ্বলন্ত পাটকাঠি একটি গ্যাসজারে প্রবেশ করালে কাঠিটি নিভে গেল, কিন্তু গ্যাসটি জ্বলে উঠল গ্যাসটি হল ______ (শূন্যস্থান পূরন করো) Ans. হাইড্রোজেন

07.অক্সিজেন তৈরিতে ব্যবহৃত অনুঘটক হল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড (সত্য/মিথ্যা নির্বাচন করো) Ans. সত্য

08.পরীক্ষাগারে গ্যাস প্রস্তুতির জন্য ব্যবহৃত দু-মুখবিশিষ্ট কাঁচপাত্রকে বলে কনিক্যাল ফ্লাস্ক (সত্য/মিথ্যা নির্বাচন করো) Ans. মিথ্যা

09.শর্করা জাতীয় খাদ্যের সরল উপাদান গ্লুকোজ (সত্য/মিথ্যা নির্বাচন করো) Ans. সত্য

10.পরীক্ষাগারে H2 (g) উলফ বোতল ছাড়া আর কোন যন্ত্রে তৈরি করা যায়? (এক কথায় উত্তর দাও)

Ans. পরীক্ষাগারে H2 (g) উলফ বোতল ছাড়া কিপযন্ত্রে তৈরি করা যায়

11.পরীক্ষাগারে তড়িৎবর্তনী চালু বন্ধ করার জন্য কয় প্রকারের কী কী সুইচ ব্যবহার করা হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. পরীক্ষাগারে তড়িৎবর্তনী চালু বন্ধ করার জন্য সাধারণত দু ধরনের সুইচ ব্যবহার করা হয়প্লাগ ধরনের টেপা ধরনের

12.______-এর রাসায়নিক নাম সোদক ফেরিক অক্সাইড (শূন্যস্থান পূরন করো)

Ans. মরচে

13.নাড়াচাড়ার ফলে LED কেটে যাওয়ার ভয় থাকে (সত্য/মিথ্যা নির্বাচন করো)

Ans. মিথ্যা

14.পৃথিবীর সৃষ্টি কত বছর আগে হয়েছে? (এক কথায় উত্তর দাও)

Ans. পৃথিবীর সৃষ্টি প্রায় 450 কোটি বছর আগে হয়েছে

15.একটি প্রশম অক্সাইড হল______ এবং একটি উভধর্মী অক্সাইড ______ (শূন্যস্থান পূরন করো) Ans. জল, জিংক অক্সাইড

16.______ অক্সাইড ধাতুর অক্সাইড হলেও উভধর্মী প্রকৃতির (শূন্যস্থান পূরন করো)

Ans. জিংক

17.শর্করা জাতীয় খাদ্যের সরল উপাদান গ্লুকোজ (সত্য/মিথ্যা নির্বাচন করো) Ans. সত্য

18.রাসায়নিক তুলাযন্ত্রের কোন্ দিকের তুলাপাত্রে নমুনা নেওয়া হয়? (এক কথায় উত্তর দাও) Ans. রাসায়নিক তুলাযন্ত্রের বামদিকের তুলাপাত্রে নমুনা নেওয়া হয়

19.LED সাধারণ বাবের মধ্যে______ বেশিদিন চলে (শূন্যস্থান পূরন করো) Ans. LED

20.অক্সিজেন ভিন্ন দহনে সহায়ক একটি মৌলিক গ্যাস হল______ (শূন্যস্থান পূরন করো) Ans. ক্লোরিন

21.উচ্চ উন্নতায় অক্সিজেন অণু ভেঙে পারমাণবিক অক্সিজেন উৎপন্ন হয় (সত্য/মিথ্যা নির্বাচন করো) Ans. সত্য

22.দুই বা তার বেশি সংখ্যক নির্জল কোশ জুড়ে ______ তৈরি করা হয় (শূন্যস্থান পূরন করো) Ans. ব্যাটারি

23.তরলে অদ্রাব্য কঠিন পদার্থকে তরল থেকে পৃথক করতে______ ব্যবহার করা হয় (শূন্যস্থান পূরন করো) Ans. ফিলটার কাগজ

24.বর্তনীতে প্রয়োজনমত তড়িৎ প্রবাহ বন্ধ বা চালু করতে______ ব্যবহার করা হয় (শূন্যস্থান পূরন করো) Ans. সুইচ

25.প্যালাডিয়াম, প্ল্যাটিনাম ইত্যাদি ধাতু উত্তপ্ত অবস্থায় হাইড্রোজেন গ্যাসকে শোষণ করতে পারে (সত্য/মিথ্যা নির্বাচন করো) Ans. মিথ্যা

26.অধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করে ______ অক্সাইড গঠন করে (শূন্যস্থান পূরন করো) Ans. আম্লিক

27.বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহার করা সুইচগুলি কত প্রকারের হয়? (এক কথায় উত্তর দাও)

Ans. বৈদ্যুতিক বর্তনীতে ব্যবহার করা সুইচগুলি দু-প্রকারের হয়

28.তরল অক্সিজেন কঠিন অক্সিজেনের বর্ণ কীরূপ? (এক কথায় উত্তর দাও)

Ans. তরল অক্সিজেন হালকা নীল বর্ণের এবং কঠিন অক্সিজেন নীল বর্ণের হয়

30.প্যালাডিয়াম ধাতুর হাইড্রোজেন শোষণ করাকে ______বলে (শূন্যস্থান পূরন করো) Ans. অন্তর্ধিৃতি

31.উলফ বোতলে অ্যাসিড প্রস্তুত করা হয় (সত্য/মিথ্যা নির্বাচন করো) Ans. মিথ্যা

01. অক্সিজেনের রূপভেদ কী?

Ans. ওজোন (O3)

02. একটি পারক্সাইড যৌগের উদাহরণ দাও

Ans. সোডিয়াম পারক্সাইড (Na2O2)

03. তরল অক্সিজেনের বর্ণ কীরূপ?

Ans. হালকা নীল বর্ণের

04. হাইড্রোজেনের সর্ববৃহৎ শিল্প ব্যবহার কী?

Ans. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি তৈরি

 

05. বায়ুতে কার্বনের দহনে কী উৎপন্ন হয়?

Ans. কার্বন ডাইঅক্সাইড (CO2)

06. অক্সিজেন গ্যাসের মধ্যে গন্ধক (সালফার) পোড়ালে কী উৎপন্ন হয়?

Ans. সালফার ডাইঅক্সাইড (SO2)

07. ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রকৃতি কী ?

Ans. ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রকৃতি ক্ষারকীয়

08. হাইড্রোজেনের একটি প্রধান ব্যবহার উল্লেখ করো

Ans. হাইড্রোজেন অ্যামোনিয়া তৈরি করতে ব্যবহার করা হয়

09. উদ্ভিজ্জ তেল থেকে বনস্পতি জাতীয় ফ্যাট প্রস্তুতিতে কোন্ গ্যাস ব্যবহার করা হয়?

Ans. হাইড্রোজেন গ্যাস

10. হাইড্রোজেনের বর্ণ গন্ধ কীরূপ?

Ans. হাইড্রোজেন বর্ণহীন গন্ধহীন গ্যাসীয় পদার্থ

11. সবচেয়ে হালকা গ্যাস কোন্টি?

Ans. হাইড্রোজেন

12. হাইড্রোজেনের চেয়ে বায়ু কতগুণ ভারী?

Ans. প্রায় 14.4 গুণ ভারী

13. জলে হাইড্রোজেনের দ্রাব্যতা কীরূপ?

Ans. হাইড্রোজেন জলে প্রায় অদ্রাব্য

14. প্রাণীদের কোশে অক্সিজেনকে কাজে লাগিয়ে শক্তি তৈরির সময় কী ক্ষতিকারক জিনিস তৈরি হয়?

Ans. হাইড্রোজেন পারক্সাইড সুপার অক্সাইড আয়ন (O2)

15. কোন্ এনজাইম হাইড্রোজেন পারক্সাইডকে ভেঙে জল অক্সিজেন তৈরি করে?

উত্তর : Ans. ক্যাটালেজ এনজাইম

16. দুটি অ্যাসিডের নাম লেখো যা তৈরি করতে অক্সিজেন অপরিহার্য

Ans. নাইট্রিক অ্যাসিড (HNO3) সালফিউরিক অ্যাসিড (H2SO4)

17. ক্যালশিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

Ans. ক্যালশিয়াম অক্সাইড (CaO)

18. জিয়ল মাছ ডাঙাতে বেঁচে থাকে কীভাবে?

Ans. জিয়ল মাছের অতিরিক্ত শ্বাসযন্ত্র আছে, যার সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে ওরা বেঁচে থাকে

19. অ্যাসিড উৎপাদক গ্যাস কাকে বলে?

Ans. অক্সিজেনকে

20. শ্বাসকার্যে সহায়ক গ্যাসটির নাম কী ?

Ans. অক্সিজেন

21. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কী কী রাসায়নিক দ্রব্য লাগে?

Ans. পটাশিয়াম ক্লোরেট ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড

22. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO, কী হিসেবে ব্যবহার করা হয়?

Ans. অনুঘটক হিসেবে ব্যবহার করা হয়

23. পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে MnO2-এর পরিবর্তে অনুঘটকরূপে কী ব্যবহার করা যেতে পারে?

Ans. কিউপ্রিক অক্সাইড (CuO) বা ফেরিক অক্সাইড (Fe2O3)

24. হাইড্রোজেনের দহন ক্ষমতা কীরূপ?

Ans. হাইড্রোজেন নিজে দাহ্য কিন্তু দহনে সহায়ক নয়

25. কার্বোজেন কাকে বলে?

Ans. শতকরা 5 ভাগ কার্বন মনোক্সাইড মিশ্রিত অক্সিজেনকে কার্বোজেন বলে

26. কার্বোজেন কী কাজে লাগে?

Ans. নিউমোনিয়ায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসায় কার্বোজেন ব্যবহৃত হয়

27. শিল্পের প্রয়োজনীয় অক্সিজেন আমরা কোথা থেকে জোগাড় করি?

Ans. বাতাস থেকে

28. পৃথিবীর বায়ুমণ্ডলে আয়তন হিসাবে কত ভাগ অক্সিজেন আছে?

Ans. শতকরা 20.6 ভাগ অক্সিজেন আছে

29. অক্সিজেনের প্রকৃতি কী?

Ans. অক্সিজেন বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন, গ্যাসীয় পদার্থ

30. প্রমাণ চাপে উন্নতায় অক্সিজেনের ঘনত্ব কত?

Ans. প্রমাণ চাপে উন্নতায় অক্সিজেনের ঘনত্ব 1.428 গ্রাম/লিটার

31. 0°C উষ্ণতায় জলে অক্সিজেনের দ্রাব্যতা কত?

Ans. 14.6 মিলিগ্রাম/লিটার

32. কোন্ ব্যাকটেরিয়া সূর্যের আলো বিশেষ ধরনের প্রোটিনের সাহায্যে জলকে ভেঙে অক্সিজেন গ্যাস তৈরি করে?

Ans. সায়ানোব্যাকটেরিয়া

33. অবায়ুজীবী ব্যাকটেরিয়া কাদের বলে?

Ans. যে সমস্ত ব্যাকটেরিয়া বায়ুর অক্সিজেন ছাড়া বেঁচে থাকে তাদে অবায়ুজীবী ব্যাকটেরিয়া বলে

34. হাইড্রোজেনের আইসোটোপগুলি কী কী?

Ans. হাইড্রোজেনের আইসোটোপগুলি হল –1H, H, H

35. পারমাণবিক হাইড্রোজেন কী?

Ans. প্রায় শূন্য চাপে দুটি টাংস্টেন ধাতুর তড়িদ্বারের সাহায্যে বিদ্যুৎ স্ফুলিঙ্গতৈরি করে তার মধ্য দিয়ে হাইড্রোজেন গ্যাস চালনা করলে H, অণু ভেঙে 2টি H পরমাণুতে পরিণত হয় একে পারমাণবিক হাইড্রোজেন বলে

36. পরীক্ষাগারে তাপের উৎস হিসেবে কী ব্যবহার করা হয়?

Ans. বুনসেন বার্নার বা স্পিরিট ল্যাম্প

37. কোশের DNA অণুর ক্ষতির কারণ কী?

Ans. হাইড্রোজেন পারক্সাইড (H2O) বা সুপার অক্সাইড আয়ন (O2)

38. ক্যালশিয়াম অক্সাইড কী ধরনের অক্সাইড?

Ans. ক্ষারকীয় অক্সাইড

39. অক্সি-অ্যাসিটিলিন শিখা উৎপন্ন করতে কোন্ কোন্ গ্যাস লাগে?

Ans. অক্সিজেন গ্যাস এবং অ্যাসিটিলিন গ্যাস

40. অক্সি-অ্যাসিটিলিন শিখা কী কাজে ব্যবহৃত হয়?

Ans. ঝালাইয়ের কাজে ব্যবহৃত হয়

41. কোন উন্নতায় অক্সিজেন গ্যাস তরলে পরিণত হয়?

উত্তর : 183°C উন্নতায়

42. জলের তড়িবিশ্লেষণে কোন্ তড়িদ্বারে অক্সিজেন উৎপন্ন হয় ?

Ans. অ্যানোডে

43. অক্সিজেনপূর্ণ গ্যাসজারে জ্বলন্ত ফসফরাস প্রবেশ করালে কী উৎপন্ন হয়?

Ans. ফসফরাস পেন্টোক্সাইড (P2O5)

44. কার্বনের অসম্পূর্ণ দহনে কী উৎপন্ন হয়?

Ans. কার্বন মনোক্সাইড (CO)

45. জলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত করলে কী উৎপন্ন হয়?

Ans. কার্বনিক অ্যাসিড (H,CO3)

46. জলের সঙ্গে সালফার ডাইঅক্সাইডের বিক্রিয়ায় কী উৎপন্ন হয়?

Ans. সালফিউরাস অ্যাসিড (H2SO3)

47. অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়ামের দহনে কী উৎপন্ন হয়?

Ans. ম্যাগনেশিয়াম অক্সাইড (MgO)

48. অম্লায়িত FeSO4 দ্রবণে O, চালনা করলে দ্রবণের বর্ণ কী হবে?

Ans. দ্রবণের বর্ণ হলুদ হবে

49. পটাশিয়াম ক্লোরেটকে 650°C উন্নতায় উত্তপ্ত করলে কোন্ গ্যাস উৎপন্ন হয়?

Ans. অক্সিজেন

50. অক্সিজেনের আইসোটোপগুলি কী কী?

Ans. অক্সিজেনের আইসোটোপগুলি হল :O, WO এবং 180

51. উচ্চ উন্নতায় অক্সিজেনকে উত্তপ্ত করলে কী ঘটে?

Ans. অক্সিজেন অণু ভেঙে পারমাণবিক অক্সিজেনে পরিণত হয়

52. নিজে দাহ্য নয় কিন্তু দহনে সহায়ক একটি গ্যাসের নাম লেখো

Ans. অক্সিজেন

 

কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশন বা অষ্টম শ্রেণীর বিজ্ঞান – WB Board Class 8th Science Question and Answer
কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) – প্রশ্ন উত্তর | অষ্টম শ্রেণীর বিজ্ঞান বা অষ্টম শ্রেণি বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (WB Board Class 8th Science Question and Answer) । অষ্টম শ্রেণীর বিজ্ঞান – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) – প্রশ্ন উত্তর | অষ্টম শ্রেণীর বিজ্ঞান বা অষ্টম শ্রেণি বিজ্ঞান প্রশ্ন ও উত্তর (WB Board Class 8th Science Question and Answer)। অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। অষ্টম শ্রেণীর বিজ্ঞান সাজেশন। অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নোত্তর। অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্নোবিচিত্রা। অষ্টম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। অষ্টম শ্রেণীর বিজ্ঞান মডেল প্রশ্ন ও উত্তর। অষ্টম শ্রেণীর বিজ্ঞান MCQ প্রশ্ন ও উত্তর। অষ্টম শ্রেণীর বিজ্ঞান সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর। অষ্টম শ্রেণীর বিজ্ঞান বই। অষ্টম শ্রেণীর বিজ্ঞান ।

অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশন – Class Eight VIII Science Suggestion | কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) প্রশ্নোত্তর
অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশন পশ্চিমবঙ্গ বোর্ডের (WBBSE) সিলেবাস বা পাঠ্যসূচি অনুযায়ী  অষ্টম শ্রেণির বিজ্ঞান বিষয়টির সমস্ত প্রশ্নোত্তর। সামনেই অষ্টম শ্রণীর পরীক্ষা, তার আগে tarakexamcenter.in শিক্ষার্থীদের সুবিধার্থে নিয়ে এল অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশান – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) – প্রশ্ন উত্তর । বিজ্ঞানে ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই পড়ুন । আমাদের অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশন প্ৰশ্ন ও উত্তর ।

অষ্টম শ্রেণীর বিজ্ঞান সহায়ক – Class 8th Science Sohayok | কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর
অষ্টম শ্রেণীর বিজ্ঞান সহায়ক – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) – প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। আপনারা যারা এবছর অষ্টম শ্রেণির বিজ্ঞান বা অষ্টম শ্রেণি বিজ্ঞান পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য আমরা কিছু প্রশ্ন সাজেশন আকারে দিয়েছি. এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বিজ্ঞান বা অষ্টম শ্রেণি বিজ্ঞান পরীক্ষা  তে আসার সম্ভাবনা খুব বেশি। তাই আমরা আশা করছি অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশন (WB Board Class 8th Science Suggestion) খুঁজে চলছেন তারা এই প্রশ্ন গুলো সমাধান করলে আপনাদের মার্কস বেশি আসার চান্স থাকবে।

অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশন – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | WB Board Class 8th VIII Science Suggestion Question and Answer with FREE PDF Download
West Bengal class VIII Science, Eight Science, WB Board Class 8th Science Suggestion WBBSE, syllabus, WB Board Class 8th Science, WB Board Class Eight, WB Board Class 8th Bigyan, class VIII Bigyan, WB Board Astom shreni Bigyan, Class 9 Science exam preparation, group D preparation, rail, net, set, wbcs, psc, ssc, csc, upsc, poriksha prostuti, pariksha prastuti, অষ্টম শ্রেণি বিজ্ঞান,  কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়), WB Board Class 8th Science suggestion – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়), WB Board Class 8th Class Eight-VIII Science question and answer কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়), বিজ্ঞান, অষ্টম শ্রেণীর বিজ্ঞান কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়), পরীক্ষা প্রস্তুতি, রেল, গ্রুপ ডি, এস এস সি, পি, এস, সি, সি এস সি, ডব্লু বি সি এস, নেট, সেট, চাকরির পরীক্ষা প্রস্তুতি, WB Board Class 8th Suggestion, West Bengal Class Eight exam suggestion , WBBSE, অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশান ,  অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশান , অষ্টম শ্রেণি বিজ্ঞান , অষ্টম শ্রেণি বিজ্ঞান, মধ্যশিক্ষা পর্ষদ, WB Board Class 8th Suggestion Science , অষ্টম শ্রেণি বিজ্ঞান – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) – সাজেশন | WBBSE WB Board Class 8th Class Eight-VIII Science Suggestion PDF, অষ্টম শ্রেণি বিজ্ঞান – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) – সাজেশন | WBBSE WB Board Class 8th Science Class Eight-VIII Science Suggestion PDF, 

  এই “অষ্টম শ্রেণি বিজ্ঞান – কয়েকটি গ্যাসের পরিচিতি (তৃতীয় অধ্যায়) | WB Board Class 8th Science PDF” পোস্টটি থেকে যদি আপনার লাভ হয় তাহলে আমাদের পরিশ্রম সফল হবে। আরোও বিভিন্ন স্কুল বোর্ড পরীক্ষা, প্রতিযোগিতা মূলক পরীক্ষার সাজেশন, অতিসংক্ষিপ্ত, সংক্ষিপ্ত ও রোচনাধর্মী প্রশ্ন উত্তর (All Exam Guide Suggestion, MCQ Type, Short, Descriptive Question and answer), 


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Group Join

1 comment

পোস্ট পড়ে বা কোন Test দিতে গিয়ে যদি কোন সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকেে, নিচে কমেন্ট করে জানাতে পারো

  1. Pdf ???
× close ad