পরীক্ষার প্রস্তুতি, নোটস সাজেশন পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করো Join

West Bengal Class 8th Science Question and Answer 2023-2024 ||| অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায় বল ও চাপ

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

West Bengal Class 8th Science Question and Answer 2023-2024 | অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান প্রশ্ন উত্তর অধ্যায় বল ও চাপ|অষ্টম শ্রেণীর বিজ্ঞান ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়)প্রশ্ন ও উত্তর|অষ্টম শ্রেণীর বিজ্ঞান ভৌত পরিবেশ প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Science 



প্রিয় ছাত্র ছাত্রী,

তোমাকে সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অষ্টম শ্রেণির প্রথম অধ্যায় ভৌত পরিবেশ প্রশ্ন উত্তর। ভৌত পরিবেশ অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর । অষ্টম শ্রেণি বল ও চাপ প্রশ্ন উত্তর|class 8 poribesh o bigyan 1st chapter question answer  , অষ্টম শ্রেণি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল প্রশ্ন উত্তর  ,তাপ অষ্টম শ্রেণি প্রশ্ন উত্তর pdf,অষ্টম শ্রেণি আলো প্রশ্ন উত্তর pdf , যা অষ্টম শ্রেণির পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত অষ্টম শ্রেণির টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ ।

তাই দেড়ি না করে এই পোস্টের অষ্টম শ্রেণির বিজ্ঞান ও পরিবেশের প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও ।


1. বায়ুর চাপে জল পারদ অপেক্ষা

(A) 5 গুণ বেশি ওপরে উঠবে

(B) 10.6 গুণ বেশি ওপরে উঠবে

(C) 13.15 গুণ বেশি ওপরে উঠবে

(D) 16.3 গুণ বেশি ওপরে উঠবে

উত্তর:- -  C

2.তড়িতের সুপরিবাহী অধাতব পদার্থ হল

(A) সিলিকন

(B) গ্রাফাইট

(C) এবোনোইট

(D) জার্মেনিয়াম

উত্তর:- -  B

 

3.তড়িতের পরিবাহী হল

(A) কাঠ

(B) বায়ু

(C) তামা

(D) কাঁচ

উত্তর:- -  C

4.প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপতন কোণের মান

(A) 0°

(B) 45°

(C) 90°

(D) 60°

উত্তর:- -  A

5.সময় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবাধে পতনশীল বস্তুর বেগ

(A) ক্রমশ কমে

(B) মাঝে মাঝে কমে

(C) সর্বদা একই থাকে

(D) ক্রমশ বাড়ে

উত্তর:- - D

6.SI-তে তড়িদাধান পরিমাপের এককটির নাম হল

(A) কুলম্ব

(B) ফ্যারাড়ে

(C) এস ইউ আধান

(D) অ্যাম্পিয়ার

উত্তর:- - A

7.কাঁচদণ্ডকে রেশম দিয়ে ঘষলে রেশমে

(A) ঋণাত্মক আধান সৃষ্টি হয়

(B) ধনাত্মক আধান সৃষ্টি হয়

(C) কোনো আধান সৃষ্টি হয় না

উত্তর:- - A

8.চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক

(A) কমে যায়

(B) বেড়ে যায়

(C) একই থাকে

(D) শূন্য হয়

9.SI-তে g (অভিকর্ষজ ত্বরণ)–এর গড় মান হল

(A) 9.2 m/s2

(B) m/s2

(C) 9.8 m/s2

(D) 9.3 m/s2

উত্তর:- -  C

10.একপ্রান্তে আহিত একটি পিতলের দণ্ডের অপরপ্রান্ত হাত দিয়ে ধরলে তার তড়িৎ

(A) থাকবে না

(B) থাকবে

(C) কিছু নষ্ট হয়ে যাবে

(D) কিছুটা বৃদ্ধি পাবে

উত্তর:- -  A

11.একটি প্রোটনের ভর

(A) 9.11×10−28g

(B) 1.675×10−24

(C) 1.6725×10−24g

(D) শূন্য

উত্তর:- -  C

12.বস্তুর ভর = m, ওজন = W এবং অভিকর্ষজ ত্বরণ = g হলে, নীচের কোন্ সম্পর্কটি সঠিক?

(A) m = Wg

(B) g = Wm

(C) W = mg

(D) W=mg

উত্তর:- -  C

13.তাপের কুপরিবাহী হল

(A) তামা

(B) কাগজ

(C) গ্রাফাইট

(D) লোহা

উত্তর:- -  B

14.দুটি বস্তুর ভরের গুণফল বাড়লে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল

(A) অপরিবর্তিত থাকবে

(B) কমবে

(C) বাড়বে

উত্তর:- - C

15.পরমাণুর কেন্দ্রকের চারপাশে ঘোরে

(A) প্রোটন

(B) ইলেকট্রন

(C) নিউট্রন

(D) নিউট্রন প্রোটন উভয়েই

উত্তর:- - B

16.CGS পদ্ধতিতে বলের একক

(A) ডাইন

(B) পাউন্ডাল

(C) নিউটন

(D) কুলম্ব

উত্তর:- - A

17.দুটি বস্তুর ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্ব পূর্বের তুলনায় অর্ধেক করা হলে আকর্ষণ বলের মান পূর্বের মানের

(A) সমান হবে

(B) চারগুণ হবে

(C) পাঁচগুণ হবে

(D) অর্ধেক হবে

উত্তর:- - A

18.বায়ুতে জলীয় বাষ্প বেশি থাকলে বাপায়ন

(A) দ্রুত হয়

(B) ধীরে হয়

(C) একই থাকে

উত্তর:- - B

19.দুই প্রকার স্থির-তড়িতের নামকরণ করেন বিজ্ঞানী

(A) ফ্রাঙ্কলিন

(B) কুলম্ব

(C) ফ্যারাডে

(D) নিউটন

উত্তর:- - A

20.নীচের কোনটির ক্ষেত্রে প্রতিফলনের সূত্র প্রযোজ্য হয় না

(A) নিয়মিত প্রতিফলন

(B) বিক্ষিপ্ত প্রতিফলন

(C) উভয়ই

উত্তর:- - C

21.যে অক্ষরগুলিতে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হল

(A) BDO

(B) PSR

(C) OMU

(D) ACL

উত্তর:- - C

22.সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি অপেক্ষাকৃত শিথিল থাকে

(A) রবারে

(B) কাছে

(C) রুপোয়

(D) কাঠে

উত্তর:- - C

23.একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে গেলে বস্তুর ওজন

(A) বাড়তে থাকে

(B) কমতে থাকে

(C) একই থাকে

(D) মাঝে মাঝে বাড়তে থাকে

উত্তর:- - B

24.পারদের গলনাঙ্ক

(A) −38.83C

(B) -45°C

(C) 0°C

(D) 100°C

উত্তর:- -  A

25.নিয়মিত প্রতিফলনে

(A) বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়

(B) বস্তু দৃশ্যমান হয়

(C) বস্তুকে স্বচ্ছ দেখায়

(D) বস্তুকে উলটো দেখায়

উত্তর:- -  A

26.ঘর্ষণ বল কোন্ বিষয়ের ওপর নির্ভর করে না?

(A) স্পর্শতলের প্রকৃতি

(B) স্পর্শবিন্দুর সংখ্যা

(C) স্পর্শতলের ক্ষেত্রফল

(D) লম্ব প্রতিক্রিয়া বল

উত্তর:- -  C

27.আলোকরশ্মি দুই মাধ্যমের বিভেদতল থেকে প্রতিফলিত হয়ে যে পথে প্রথম মাধ্যমে ফিরে যায়, সেই পথকে বলে

(A) অভিলম্ব

(B) আপতিত রশ্মি

(C) প্রতিফলিত রশ্মি

(D) বিভেদতল

উত্তর:- -  C

28.কঠিন থেকে তরলে পরিণত হলে আয়তন বাড়বে

(A) বরফের

(B) মোমের

(C) কোনোটিরই নয়

উত্তর:- -  B

 

29.জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় একটি বস্তুর ওজন 50g বস্তুটি যে জল অপসারিত করে তার ওজন 20g তাহলে বায়ুতে বস্তুটির ওজন

(A) 30g

(B) 50g

(C) 60g

(D) 70g

উত্তর:- -  D

30.একটি বস্তুর বায়ুতে ওজন 50g জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন 40g বস্তুটির আয়তন

(A) 50 cm3

(B) 40 cm3

(C) 10 cm3

(D) 5 cm3

উত্তর:- -  C

31.পারদ থার্মোমিটার খুব তাড়াতাড়ি বস্তুর উষ্ণতা পায়, কারণ পারদ

(A) খুব কম তাপ নেয়

(B) কম উদ্বায়ী

(C) তাপের সুপরিবাহী

(D) তাপের কুপরিবাহী

উত্তর:- -  C

32.একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে গেলে বস্তুর ওজন

(A) বাড়তে থাকে

(B) কমতে থাকে

(C) একই থাকে

(D) মাঝে মাঝে বাড়তে থাকে

উত্তর:- -  B

33.জল জমে বরফে পরিণত হলে আয়তনে

(A) বাড়ে

(B) কমে

(C) একই থাকে

(D) কোনোটিই নয়

উত্তর:- -  A

34.অবাধে পতনশীল বস্তুর 1s পরে বেগ 9.8 m/s হলে 3s পরে বেগ হবে

(A) 8.9 m/s

(B) 9.8 m/s

(C) 29.4 m/s

(D) 19.6 m/s

উত্তর:- -  C

35.সিসা টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক

(A) বিশুদ্ধ সিসার গলনাঙ্কের সমান

(B) বিশুদ্ধ টিনের গলনাঙ্কের সমান

(C) উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে বেশি

(D) উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে কম

উত্তর:- -  D

36.দার্জিলিং- জলের স্ফুটনাঙ্ক 100°C-এর

(A) বেশি

(B) সমান

(C) কম

(D) একই থাকে

উত্তর:- -  C

37.ধাতব পদার্থ তড়িতের

(A) কুপরিবাহী

(B) সুপরিবাহী

(C) অর্ধপরিবাহী

(D) অপরিবাহী

উত্তর:- -  B

38.সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন্ পদ্ধতিতে?

(A) পরিবহণ

(B) পরিচলন

(C) বিকিরণ

উত্তর:- -  C

39.জল জমে বরফে পরিণত হলে আয়তনে

(A) বাড়ে

(B) কমে

(C) একই থাকে

(D) কোনোটিই নয়

উত্তর:- - A

40.অবাধে পতনশীল বস্তুর 1s পরে বেগ 9.8 m/s হলে 3s পরে বেগ হবে

(A) 8.9 m/s

(B) 9.8 m/s

(C) 29.4 m/s

(D) 19.6 m/s

উত্তর:- - C

41.সিসা টিন দিয়ে তৈরি ফিউজ তারের গলনাঙ্ক

(A) বিশুদ্ধ সিসার গলনাঙ্কের সমান

(B) বিশুদ্ধ টিনের গলনাঙ্কের সমান

(C) উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে বেশি

(D) উভয় ধাতুরই গলনাঙ্কের থেকে কম

উত্তর:- - D

42.দার্জিলিং- জলের স্ফুটনাঙ্ক 100°C-এর

(A) বেশি

(B) সমান

(C) কম

(D একই থাকে

উত্তর:- - C

43.ধাতব পদার্থ তড়িতের

(A) কুপরিবাহী

(B) সুপরিবাহী

(C) অর্ধপরিবাহী

(D) অপরিবাহী

উত্তর:- - B

44.সূর্য থেকে তাপ পৃথিবীতে আসে কোন্ পদ্ধতিতে?

(A) পরিবহণ

(B) পরিচলন

(C) বিকিরণ

উত্তর:- - C

45.প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতির মান সর্বনিম্ন হয় যখন আপতন কোণের মান

(A) 0°

(B) 45°

(C) 90°

(D) 60°

উত্তর:- - A

46.4 kg 5 kg ভরের দুটি বস্তুর মধ্যে কার ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মান বেশি?

(A) 4 kg ভরের

(B) 5 kg ভরের

(C) দুটি বস্তুতেই সমান

(D) বলা সম্ভব নয়

উত্তর:- - C

47.দুটি বস্তুর ভরের গুণফল বাড়লে এদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল

(A) অপরিবর্তিত থাকবে

(B) কমবে

(C) বাড়বে

উত্তর:- - C

48.ফারেনহাইট স্কেলে জলের হিমাঙ্ক হল

(A) 0°F

(B) 180°F

(C) 32°F

(D) 212°F

উত্তর:- - C

49.স্পর্শতল অমসৃণ হলে ঘর্ষণ বল

(A) বাড়বে

(B) কমবে

(C) একই থাকবে

(D) স্পর্শতলের প্রকৃতির ওপর ঘর্ষণ বল নির্ভর করে না

উত্তর:- - A

49.বায়ুতে দুটি সম-আধান পরস্পরের থেকে 5 cm দূরে আছে এখন তাদের মধ্যে দূরত্ব 10 cm করা হল বিকর্ষণ বল পূর্বের মানের

(A) দ্বিগুণ হবে

(B) চারগুণ হবে

(C) 1/4 অংশ হবে

(D) 1/2 অংশ হবে

উত্তর:- - C

51.শহরে পানীয় জল সরবরাহ করা হয়

(A) জলের সমোচ্চশীলতা ধর্মের ওপর ভিত্তি করে

(B) প্লবতার ওপর ভিত্তি করে

(C) আয়তনের ওপর ভিত্তি করে

(D) উষ্ণতার ওপর ভিত্তি করে

উত্তর:- - A

52.0°C উষ্ণতার একটি বরফখণ্ডে গর্ত করে 10°C উষ্ণতার জল দ্বারা পূর্ণ করলে এই জলের উষ্ণতা হবে

(A) 10°C

(B) 0°C

(C) -10°C

(D) 100°C

উত্তর:- - B

53.হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হল

(A) নিয়মিত প্রতিফলন

(B) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

(C) বিক্ষিপ্ত প্রতিফলন

(D) বিচ্ছুরণ

উত্তর:- - B

54.কোনো ব্যক্তি একটি সমতল দর্পণের দিকে v বেগে দৌড়ালে ব্যক্তির প্রতিবিম্ব

(A) ব্যক্তি থেকে 2v বেগে সরে যাবে

(B) ব্যক্তি থেকে y বেগে সরে যাবে

(C) ব্যক্তির দিকে 20 বেগে এগিয়ে আসবে

(D) স্থির থাকবে

উত্তর:- - C

55.কাচের তাপ পরিবাহিতা অ্যালুমিনিয়ামের তাপ পরিবাহিতার

(A) সমান

(B) কম

(C) বেশি

উত্তর:- - B

56.অবাধে পতনশীল বস্তুর 1s পরে বেগ 9.8 m/s হলে 3s পরে বেগ হবে

(A) 8.9 m/s

(B) 9.8 m/s

(C) 29.4 m/s

(D) 19.6 m/s

উত্তর:- -  C

57.CGS পদ্ধতিতে বলের একক

(A) ডাইন

(B) পাউন্ডাল

(C) নিউটন

(D) কুলম্ব

উত্তর:- -  A

58.প্রমাণ চাপে জলের হিমাঙ্ক হল

(A) 273 K

(B) 373 K

(C) 10 K

(D) 50 K

উত্তর:- -  A

59.জ্বলন্ত উনুনের পাশে একটু দূরে হাত রাখলে গরম লাগে এক্ষেত্রে তাপ আসে

(A) পরিবহণ পদ্ধতিতে

(B) পরিচলন পদ্ধতিতে

(C) বিকিরণ পদ্ধতিতে

(D) পরিবহণ পরিচলন উভয় পদ্ধতিতে

উত্তর:- -  C

60.একটি বস্তুকে পৃথিবীর কেন্দ্রের দিকে নিয়ে গেলে বস্তুর ওজন

(A) বাড়তে থাকে

(B) কমতে থাকে

(C) একই থাকে

(D) মাঝে মাঝে বাড়তে থাকে

উত্তর:- -  B

61.নিয়মিত প্রতিফলনে

(A) বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়

(B) বস্তু দৃশ্যমান হয়

(C) বস্তুকে স্বচ্ছ দেখায়

(D) বস্তুকে উলটো দেখায়

উত্তর:- -  A

62.কোনো আলোকরশ্মি কোনো দর্পণের তলের সঙ্গে 40° কোণ করে দর্পণে আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে

(A) 50°

(B) 40°

(C) 80°

(D) 60°

উত্তর:- -  A

63.কঠিন থেকে সরাসরি বাষ্প হওয়াকে বলে

(A) স্কুটন

(B) ঊর্ধ্বপাতন

(C) গলন

উত্তর:- - B

64.এক টুকরো বরফ যখন জলে ভাসে তখন তার আয়তনের

(A) 1/12 অংশ জলে নিমজ্জিত থাকে

(B) 11/12 অংশ জলে নিমজ্জিত থাকে

(C) 1/11 অংশ জলে নিমজ্জিত থাকে

(D) 7/12 অংশ জলে নিমজ্জিত থাকে

উত্তর:- - B

65.একটি বস্তুকে মেঝেতে রেখে টানলে, টানের বিপরীত দিকে যে বল ক্রিয়া করে, তা হল

(A) ঘর্ষণ বল

(B) অভিকর্ষ বল

(C) মহাকর্ষ বল

(D) কোনোটিই নয়

উত্তর:- - A

66.একটি ঘড়ির ডায়ালে সংখ্যার পরিবর্তে দাগ চিহ্ন আছে একটি সমতল আয়নায় দেখে মনে হল 9 টা 20 মিনিট বেজেছে তখন প্রকৃত সময় ছিল

(A) 9 টা 20 মিনিট

(B) 2 টো 40 মিনিট

(C) 8 টা 40 মিনিট

(D) 4টে 45 মিনিট

উত্তর:- - B

67.পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ g হলে চাদে অভিকর্ষজ ত্বরণের মান হয়

(A) g

(B) g/2

(C) g/6

(D) 6/g

উত্তর:- - C

68.আলোকরশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ হয়

(A) 90°

(B) 45°

(C) 30°

(D) 60°

উত্তর:- - A

69.বিকিরণ প্রণালীতে তাপ সঞ্চালনের সময় মাধ্যম

(A) উত্তপ্ত হয়

(B) উত্তপ্ত হয় না

(C) মাঝে মাঝে উত্তপ্ত হয়

(D) শীতল হয়

উত্তর:- - B

70.হিরে চকচকে দেখায় আলোর যে ধর্মের জন্য তা হল

(A) নিয়মিত প্রতিফলন

(B) অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন

(C) বিক্ষিপ্ত প্রতিফলন

(D) বিচ্ছুরণ

উত্তর:- -  B

71.কোনো জায়গায় একটি বস্তুর ওজন 1.962 N ওই স্থানে g = 981

(A) 2g

(B) 20g

(C) 200g

(D) 2g

উত্তর:- -  C

72.পৃথিবীতে অভিকর্ষজ ত্বরণ g হলে চাদে অভিকর্ষজ ত্বরণের মান হয়

(A) g

(B) g/2

(C) g/6

(D) 6g

উত্তর:- -  C

73.বায়ু সাপেক্ষে হিরের সংকট কোণ হল

(A) 20.3°

(B) 22.4°

(C) 24.5°

উত্তর:- -  C

74.নিয়মিত প্রতিফলনে

(A) বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়

(B) বস্তু দৃশ্যমান হয়

(C) বস্তুকে স্বচ্ছ দেখায়

(D) বস্তুকে উলটো দেখায়

উত্তর:- -  A

75.একটি পরমাণু নিস্তড়িৎ কারণ

(A) প্রোটন নিউট্রনের আধান সমান

(B) নিউট্রন ইলেকট্রনের আধান সমান

(C) প্রোটন ইলেকট্রনের আধান সমান

(D) প্রোটন ইলেকট্রন নিস্তড়িৎ

উত্তর:- -  C

76.জ্বলন্ত উনুনের পাশে একটু দূরে হাত রাখলে গরম লাগে এক্ষেত্রে তাপ আসে

(A) পরিবহণ পদ্ধতিতে

(B) পরিচলন পদ্ধতিতে

(C) বিকিরণ পদ্ধতিতে

(D) পরিবহণ পরিচলন উভয় পদ্ধতিতে

উত্তর:- -  C

77.একপ্রান্তে আহিত একটি পিতলের দণ্ডের অপরপ্রান্ত হাত দিয়ে ধরলে তার তড়িৎ

(A) থাকবে না

(B) থাকবে

(C) কিছু নষ্ট হয়ে যাবে

(D) কিছুটা বৃদ্ধি পাবে

উত্তর:- -  A

78.শহরে পানীয় জল সরবরাহ করা হয়

(A) জলের সমোচ্চশীলতা ধর্মের ওপর ভিত্তি করে

(B) প্লবতার ওপর ভিত্তি করে

(C) আয়তনের ওপর ভিত্তি করে

(D) উষ্ণতার ওপর ভিত্তি করে

উত্তর:- -  A

79.তরলের চাপ নির্ভর করে

(A) তরলের পরিমাণের ওপর

(B) তরলের গভীরতার ওপর

(C) তরলপাত্রের আকৃতির ওপর

(D) এগুলির কোনোটিই নয়

উত্তর:- -  B

80.একটি বস্তুর বায়ুতে ওজন 50g জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন 40g বস্তুটির আয়তন

(A) 50 cm3

(B) 40 cm3

(C) 10 cm3

(D) 5 cm3

উত্তর:- -  C

81.বায়ুতে দুটি সম-আধান পরস্পরের থেকে 5 সেমি দূরে আছে এবার প্রতিটি আধানের মান দ্বিগুণ করা হলে বিকর্ষণ বল

(A) একই থাকবে

(B) দ্বিগুণ হবে

(C) চারগুণ হবে

(D) পাঁচগুণ হবে

উত্তর:- -  C

82.বায়ুর চাপে জল পারদ অপেক্ষা

(A) 5 গুণ বেশি ওপরে উঠবে

(B) 10.6 গুণ বেশি ওপরে উঠবে

(C) 13.15 গুণ বেশি ওপরে উঠবে

(D) 16.3 গুণ বেশি ওপরে উঠবে

উত্তর:- -  C

83.CGS পদ্ধতিতে বলের একক

(A) ডাইন

(B) পাউন্ডাল

(C) নিউটন

(D) কুলম্ব

উত্তর:- -  A

84.পরিচলন প্রণালীতে তাপ সঞ্চালিত হয়

(A) নীচের দিকে

(B) ওপরের দিকে

(C) পাশের দিকে

(D) সবদিকে

উত্তর:- -  B

85.দুই প্রকার স্থির-তড়িতের নামকরণ করেন বিজ্ঞানী

(A) ফ্রাঙ্কলিন

(B) কুলম্ব

(C) ফ্যারাডে

(D) নিউটন

উত্তর:- -  A

86.নীচের কোনটির ক্ষেত্রে প্রতিফলনের সূত্র প্রযোজ্য হয় না

(A) নিয়মিত প্রতিফলন

(B) বিক্ষিপ্ত প্রতিফলন

(C) উভয়ই

উত্তর:- -  C

87.যে অক্ষরগুলিতে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হল

(A) BDO

(B) PSR

(C) OMU

(D) ACL

উত্তর:- -  C

88.সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনগুলি অপেক্ষাকৃত শিথিল থাকে

(A) রবারে

(B) কাছে

(C) রুপোয়

(D) কাঠে

উত্তর:- -  C

 

অতি সংক্ষিপ্ত প্রশ্ন: | অষ্টম শ্রেণীর বিজ্ঞানভৌত পরিবেশ (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | West Bengal Class 8 Science |

 

 

1.উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে এক্ষেত্রে তাপ কোন্ পদ্ধতিতে আসে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- এক্ষেত্রে বিকিরণ পদ্ধতিতে তাপ আসে

2.শীতকালে একটা মোটা জামার চেয়ে দুটি পাতলা জামা পরলে শরীর বেশি ______থাকে (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- গরম

3.এমন একটি যন্ত্রের উদাহরণ দাও যেখানে চাপ বাড়িয়ে তরলের স্কুটনাঙ্ক বাড়ানো হয়? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- প্রেসার কুকার যন্ত্রে তরলের চাপ বাড়িয়ে স্কুটনাঙ্ক বৃদ্ধি করা হয়

 

4.এই বিশ্বের যেকোনো দুটি বস্তুকণাই তাদের সংযোজক সরলরেখা বরাবর একে অন্যকে ______ করে (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- আকর্ষণ

5.সাধারণভাবে শূন্যস্থানে আলোর বেগ ______cm/s (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- 3×1010

6. SI তে বল মাপার একক কি ?

উত্তর : SI তে বল মাপার একক নিউটন

7. 1KG ভরের বস্তুর ওজন কত নিউটনের সমান ?

উত্তর : 1KG ভোরের বস্তুর ওজন .৮১ N এর সমান

8. নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি লেখো

উত্তর:-  নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপটি হল, F = ma, এক্ষেত্রে, F = বস্তুর ওপর প্রযুক্ত বল, m= বস্তুর ভর a = বস্তুর ত্বরণ

9. নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী জানা যায় ?

উত্তর:-  নিউটনের প্রথম গতিসূত্র থেকে বলের সংজ্ঞা জানা যায়

10. নিউটনের কোন্ গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায় ?

উত্তর:-  নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়

11. ক্রিয়া প্রতিক্রিয়া কি একই বস্তুর ওপর প্রযুক্ত হয়?

উত্তর:-  ক্রিয়া প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর ওপর প্রযুক্ত হয় না, দুটি ভিন্ন বস্তুর ওপর প্রযুক্ত হয়

12. দড়ি টানাটানি খেলায় দুই পক্ষই / নিউটন বল প্রয়োগ করলে দড়ির টান কত হবে?

উত্তর:-  নিউটনের তৃতীয় গতিসূত্রানুসারে দড়ির টান T নিউটন হবে

13. টরিসেলির পরীক্ষা থেকে কী জানা যায় ?

উত্তর:-  টরিসেলির পরীক্ষা থেকে জানা যায়, বায়ুমণ্ডল চাপ প্রয়োগ করে এবং ওই চাপ পরিমাপ করা সম্ভব

14.SI-তে চাপের একক কী? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - SI-তে চাপের একক নিউটন/বর্গমিটার বা পাস্কাল

15.পৃথিবী পৃথিবীর কাছাকাছি থাকা অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে, তাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - পৃথিবী পৃথিবীর কাছাকাছি থাকা অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল ক্রিয়া করে, তাকে অভিকর্ষ বলে

16.ঘর্ষণ বল একটি স্পর্শছাড়া ক্রিয়াশীল বল (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:- - মিথ্যা

17.সমুদ্রের জলের চেয়ে নদীর জলের ঘনত্ব বেশি (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:- - মিথ্যা

18.খেলার মাঠের বাইরে থেকে খেলা দেখার জন্য কোন্ আলোকীয় যন্ত্র ব্যবহৃত হয়? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - খেলার মাঠের বাইরে থেকে খেলা দেখার জন্য পেরিস্কোপ নামক আলোকীয় যন্ত্র ব্যবহৃত হয়

19.পৃথিবীপৃষ্ঠে অবাধে পতনশীল বস্তু কী ত্বরণ নিয়ে নীচে পড়ে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- পৃথিবীপৃষ্ঠে অবাধে পতনশীল বস্তু অভিকর্ষজ ত্বরণ (g) নিয়ে নীচে পড়ে এর মান হল 9.8 m/s2

20.নিম্ন মরীচিকা (inferior mirage)কোথায় দেখা যায়? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- মরুভূমিতে নিম্ন মরীচিকা দেখা যায়

21.দুটি বস্তুর মধ্যে দূরত্ব ______ হলে মহাকর্ষ বল কম হয় (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- বেশি

22.তাপ গ্রহণ করলে সবসময় বস্তুর উষ্ণতা বাড়ে (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:- মিথ্যা

23.কাঁচ একটি আলোক মাধ্যম (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:- সত্য

24.কোনো নির্দিষ্ট তলে তরলের ঘাত = তরলের ______ × তলের ______ (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- চাপ, ক্ষেত্রফল

25.তরলের চাপ কোন্ কোন্ বিষয়ের ওপর নির্ভরশীল?

 

উত্তর : তরলের চাপ— 1 তরলের গভীরতা, 2 তরলের ঘনত্ব এবং 3 ওই স্থানের অভিকর্ষজ ত্বরণের ওপর নির্ভরশীল

26. বায়ুমণ্ডলীয় চাপ বলতে কী বোঝ?

উত্তর : কোনো স্থানে কোনো বিন্দুর চতুর্দিকে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে বায়ুমণ্ডল তার ওজনের জন্য যে পরিমাণ বল প্রয়োগ করে, তাকে ওই স্থানের বায়ুমণ্ডলীয় চাপ ( atmospheric pressure) বলে

27.তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন ধাতব পদার্থের উদাহরণ দাও (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - তরল থেকে কঠিনে পরিণত হলে আয়তনে বেড়ে যায় এমন ধাতব পদার্থের উদাহরণ হল ঢালাই লোহা, পিতল ইত্যাদি

28.কাঁচকে রেশম দিয়ে ঘষলে উভয়ের মধ্যে ______ জাতীয় আধানের সৃষ্টি হয় কাচে ______ আধান এবং রেশমে ______ আধানের সৃষ্টি হয় (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- - বিপরীত, ধনাত্মক, ঋণাত্মক

29.ঘামের বাম্পায়নের জন্য প্রয়োজনীয় ______ দেহ থেকে শোষিত হলে দেহে শীতলতার অনুভূতি হয় (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- - লীন তাপ

30.বাম্পায়নের সঙ্গে উষ্ণতার কীরুপ সম্পর্ক? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - তরলের উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে বাম্পায়নের হারও বৃদ্ধি পায়

31.দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির ভাগফলের সমান (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:- - মিথ্যা

32.পুকুরের জলে একটি গাছের প্রতিবিম্ব তৈরি হয়েছে প্রতিবিম্বটি সমশীর্ষ না কি অবশীর্ষ হবে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- পুকুরের জলে তৈরি হওয়া প্রতিবিম্বটি অবশীর্ষ হবে

33.সমমাত্রার দুটি বিপরীত তড়িদাহিত বস্তুকে পরিবাহী দ্বারা যুক্ত করলে কী ঘটবে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- সমমাত্রার দুটি বিপরীত তড়িদাহিত বস্তুকে পরিবাহী দ্বারা যুক্ত করলে পরস্পর পরস্পরের আধানকে প্রশমিত করবে ফলে উভয়েই নিশুড়িৎ হবে

34.আর্কিমিডিসের সূত্র তরল এবং গ্যাস উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:- সত্য

35.প্লবতার অভিমুখ কোনদিকে হয়? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- প্লবতা সর্বদা বস্তুর ওজনের বিপরীত দিকে ক্রিয়া করে

36.প্রতিবিম্ব সৃষ্টির পিছনে মূল কারণগুলি কী কী? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- প্রতিবিম্ব সৃষ্টির পিছনে মূল দুটি কারণ হল—(i) প্রতিফলন (ii) প্রতিসরণ

37.ক্যাটায়ন অ্যানায়ন কী? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- ধনাত্মক তড়িদগ্রস্ত পরমাণুকে ক্যাটায়ন এবং ঋণাত্মক তড়িদগ্রস্ত পরমাণুকে অ্যানায়ন বলে

38.দূরত্ব স্থির রেখে দুটি সমজাতীয় বিন্দু-আধানের মধ্যে একটি আধানের পরিমাণ 2 গুণ এবং অন্যটিকে 3 গুণ করলে ______বল পূর্বের বলের মানের ______গুণ বৃদ্ধি পাবে (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- বিকর্ষণ, ছয়

39.তরলের স্ফুটনাঙ্ক কাকে বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- যে নির্দিষ্ট উষ্ণতায় তরলের স্ফুটন শুরু হয় যতক্ষণ স্ফুটন চলে ততক্ষণ ওই উষ্ণতা স্থির থাকে, সেই উষ্ণতাকে ওই তরলের স্ফুটনাঙ্ক বলে

40.তরল বাষ্পে পরিণত হলে তার আয়তন ______ যায়৷ (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- বেড়ে

41. ব্যারোমিটার কী?

উত্তর:-  যে যন্ত্রের সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপ মাপা হয়, তাকে ব্যারোমিটার বলে

42. ব্যারোমিটার যন্ত্রে কোন তরল ধাতু ব্যবহার করা হয়?

উত্তর:-  ব্যারোমিটার যন্ত্রে তরল ধাতু হিসেবে পারদ ব্যবহার করা হয়

43. প্রমাণ বায়ুর চাপ কত মিটার উচ্চতাসম্পন্ন জলস্তম্ভের চাপের সমান

উত্তর:-  প্রমাণ বায়ুর চাপ 10.336m উচ্চতাসম্পন্ন জলস্তম্ভের চাপের সমান

44. SI প্রমাণ চাপের মান কত?

উত্তর:-  SI-তে প্রমাণ চাপের মান হল 1.013 x 105 N/m2

45 . কুয়োর মধ্যে জলতল কত মিটার নীচে নেমে গেলে জল আর পাম্পের সাহায্যে তোলা সম্ভব

উত্তর:-  কুয়োর মধ্যে জলতল 10.336 m-এর বেশি নীচে নেমে গেলে পাম্পের সাহায্যে আর জল তোলা সম্ভব নয়

46. তরলের মধ্যে কোনো বিন্দুতে ঊর্ধ্বচাপ এবং নিম্নচাপ সমান না আলাদা?

উত্তর:-  তরলের মধ্যে কোনো বিন্দুতে ঊর্ধ্বচাপ এবং নিম্নচাপ সমান।।

47. গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে না কমে ?

উত্তর:-   গভীরতা বাড়লে তরলের চাপ বাড়ে

48. নৌকার গায়ে ফুটো থাকলে জল ঢোকে কেন?

উত্তর:-  নৌকার গায়ে ফুটো থাকলে জলের পার্শ্বচাপের জন্য জল নৌকায় ঢোকে

49. নৌকার তলায় ফুটো থাকলে জল ঢোকে কেন?

উত্তর:-  নৌকার তলায় ফুটো থাকলে জলের ঊর্ধ্বমুখী চাপের জন্য জল নৌকায় ঢোকে

50. 5kg ভরের কোনো বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দ্বারা আকর্ষণ করবে?

উত্তর:-   5kg ভরের কোনো বস্তুকে পৃথিবী (5x9.8) = 49 N বল দ্বারা আকর্ষণ করবে

51. কোনো স্প্রিং তুলার সাহায্যে তুমি যে-কোনো বস্তুর ওজন পরিমাপ করতে পারবে কি?

উত্তর:-   স্প্রিং তুলায় ব্যবহৃত স্প্রিং-এর স্থিতিস্থাপকতার নির্দিষ্ট সীমা থাকে স্থিতিস্থাপকতার এই নির্দিষ্ট সীমার মধ্যে কোনো বস্তুর ওজন, স্প্রিং-এর প্রসারণের সমানুপাতিক হয় স্প্রিং-এর স্থিতিস্থাপকতার সীমা পার হয়ে গেলে স্প্রিং-এর প্রসারণ নিয়মিত থাকবে না আবার খুব বেশি ওজন চাপালে স্প্রিং ছিঁড়েও পড়তে পারে তাই যে-কোনো বস্তুর ওজন স্প্রিং তুলার সাহায্যে পরিমাপ করা যাবে না কেবল স্প্রিং-এর স্থিতিস্থাপক সীমার মধ্যেই স্প্রিং তুলা কার্যকরী

52. কোনো বস্তুকে মাটির ওপর বসিয়ে টানার তুলনায় গাড়ির ওপর বসিয়ে টানা সুবিধাজনক কেন?

উত্তর : কোনো বস্তুকে মাটির ওপর বসিয়ে টানলে বস্তুটির গতির বিরুদ্ধে চল ঘর্ষণ ক্রিয়া করে অন্যদিকে গাড়ির ওপর বসিয়ে টানলে চাকার গতির বিরুদ্ধে আবর্ত ঘর্ষণ ক্রিয়া করে, চল ঘর্ষণ অপেক্ষা আবর্ত ঘর্ষণের মান অনেক কম হওয়ায় কোনো বস্তুকে গাড়ির ওপর বসিয়ে টানা সুবিধাজনক

53. টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত নলে পারদস্তম্ভের ওপর ছিদ্র করলে কী ঘটবে এবং কেন?

উত্তর : পারদস্তম্ভের ওপরে নলের বদ্ধ প্রান্তের কাছে ছিদ্র করলে সমস্ত পারদ নল বেয়ে নীচে নেমে আসবে এবং পারদ পাত্রে জমা হবে

> কারণ ওই ছিদ্র দিয়ে বায়ু নলে প্রবেশ করবে এবং নিম্নমুখী চাপ দেবে নলের পারদস্তম্ভের ওপর বায়ুর নিম্নমুখী চাপ এবং নীচে বায়ুর ঊর্ধ্বমুখী চাপ সমান হওয়ায় পারদস্তম্ভ আর দাঁড়িয়ে থাকতে পারবে না নিজের ভারে পারদ নীচে নেমে এসে পাত্রে জমা হবে

54. গ্যাস বেলুন আকাশে ওড়ে কেন?

উত্তরগ্যাস বেলুনে হিলিয়াম গ্যাস পূর্ণ থাকে গ্যাসভরতি বেলুন যে আয়তনের বায়ু অপসারিত করে তার ওজন বেলুনের ওজনের চেয়ে বেশি অর্থাৎ বায়ুর মধ্যে বেলুনের প্লবতা বেলুনের ওজন অপেক্ষা বেশি সেই কারণে বেলুনের ওপর ক্রিয়াশীল লম্বি বল ঊর্ধ্বমুখী হয় ফলে গ্যাস বেলুন আকাশে ওড়ে

55.নির্দিষ্ট ভরের জলের উষ্ণতা 20°C বাড়াতে যে পরিমাণ তাপ প্রয়োজন, ওই একই ভরের জলের উষ্ণতা ______ °C বাড়াতে তার দ্বিগুণ তাপের প্রয়োজন (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- - 40°C

56. প্লবতা বলতে কী বোঝায়?

উত্তর:-   তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর ওপর তরল বা গ্যাস লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, তাকে প্লবতা (buoyancy) বলে প্লবতার মান নিমজ্জিত বস্তু দ্বারা অপসারিত তরল বা গ্যাসের ওজনের সমান হয়

57.একটি তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - গ্রাফাইট হল তাপের সুপরিবাহী অধাতু

58.সমতল আয়না থেকে বস্তু এবং সমতল আয়না থেকে তার প্রতিবিম্বের দূরত্বের মধ্যে সম্পর্ক কী? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - সমতল আয়না থেকে বস্তুর দূরত্ব এবং সমতল আয়না থেকে বস্তুটির প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান হয়

59.অবাধে পতনশীল অবস্থায় কোনো বস্তুর ______ থাকে না (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- - ওজন

60.পরস্পর সমান্তরালে রাখা দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখা হলে -টি প্রতিবিম্ব গঠিত হবে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - পরস্পর সমান্তরালে রাখা দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখা হলে অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে

61.বস্তু সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব পরস্পর থেকে 10 cm দূরে অবস্থিত হলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত হবে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - দর্পণ থেকে বস্তুর দূরত্ব = 10/2 = 5 cm

62.চাঁদে জল বা বাতাস নেই কেন? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - চাঁদের অভিকর্ষ বল কম হওয়ায় চাঁদে জল বা বাতাস নেই

63.তুমি একটি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার প্রতিবিম্ব দেখছ সমতল দর্পণটি তোমার দিকে 2 cm সরিয়ে আনা হল প্রতিবিম্ব তোমার দিকে কতটা সরবে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - প্রতিবিম্ব আমার দিকে (2 + 2) = 4 cm সরে আসবে

64.আপেক্ষিক তাপ কাকে বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - কোনো পদার্থের একক ভরের উষ্ণতাবৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে

65.সিনেমার পর্দায় কী জাতীয় প্রতিবিম্ব গঠিত হয়? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- সিনেমার পর্দায় সদবিম্ব গঠিত হয়৷

66.আধানের পরিমাণ স্থির রেখে দুটি বিপরীতজাতীয় আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ করলে ______বল পূর্বের বলের মানের ______হবে (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- আকর্ষণ, 1/4

67.ঘর্ষণ-তড়িৎ কাকে বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- ঘর্ষণের ফলে সৃষ্ট তড়িৎকে ঘর্ষণ-তড়িৎ (frictional electricity) বলা হয়

68.কোনো আলোকরশ্মি সমতল দর্পণে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণ কত হবে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- আলোকরশ্মি সমতল দর্পণের সঙ্গে 90° কোণ করে আপতিত হওয়ার অর্থ, 69.দর্পণের ওপর লম্বভাবে আপতিত হওয়া এক্ষেত্রে আপাতন কোণ অতএব, প্রতিফলন কোণও

70.চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক ______ (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- কমে

71.সমুদ্রপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় তত______-এর মান হ্রাস পায় (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- অভিকর্ষজ ত্বরণ

72.ইলেকট্রন, প্রোটন নিউট্রনের আধানের প্রকৃতি কীরুপ? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- ইলেকট্রন ঋণাত্মক প্রোটন ধনাত্মক আধানযুক্ত কণা আর নিউট্রন নিস্তড়িৎ

 

73.দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল আধান দুটির ভাগফলের সমান (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:- মিথ্যা

74.একটি তাপের সুপরিবাহী অধাতুর নাম লেখো (এক কথায় উত্তর দাও)

উত্তর:- গ্রাফাইট হল তাপের সুপরিবাহী অধাতু

75.সমতল আয়না থেকে বস্তু এবং সমতল আয়না থেকে তার প্রতিবিম্বের দূরত্বের মধ্যে সম্পর্ক কী? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- সমতল আয়না থেকে বস্তুর দূরত্ব এবং সমতল আয়না থেকে বস্তুটির প্রতিবিম্বের দূরত্ব পরস্পর সমান হয়

76.অবাধে পতনশীল অবস্থায় কোনো বস্তুর ______ থাকে না (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- ওজন

77.পরস্পর সমান্তরালে রাখা দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখা হলে -টি প্রতিবিম্ব গঠিত হবে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- পরস্পর সমান্তরালে রাখা দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তু রাখা হলে অসংখ্য প্রতিবিম্ব গঠিত হবে

78.বস্তু সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব পরস্পর থেকে 10 cm দূরে অবস্থিত হলে দর্পণ থেকে বস্তুর দূরত্ব কত হবে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- দর্পণ থেকে বস্তুর দূরত্ব = 10/2 = 5 cm

79.চাঁদে জল বা বাতাস নেই কেন? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- চাঁদের অভিকর্ষ বল কম হওয়ায় চাঁদে জল বা বাতাস নেই

80.তুমি একটি সমতল দর্পণের সামনে দাঁড়িয়ে তোমার প্রতিবিম্ব দেখছ সমতল দর্পণটি তোমার দিকে 2 cm সরিয়ে আনা হল প্রতিবিম্ব তোমার দিকে কতটা সরবে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- প্রতিবিম্ব আমার দিকে (2 + 2) = 4 cm সরে আসবে

81.আপেক্ষিক তাপ কাকে বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- কোনো পদার্থের একক ভরের উষ্ণতাবৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে

82.কোনো তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে, তাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- কোনো তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে, তাকে চপি (pressure) বলে

83. ঘাত কী?

উত্তর:-  তরলের সংস্পর্শে থাকা কোনো তলের ওপর তরল লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাকে তরলের ঘাত (thrust) বলে

84. চাপ ঘাতের মধ্যে সম্পর্ক কী?

উত্তর:-  চাপ ঘাতের মধ্যে সম্পর্কটি হল- ঘাত = চাপ x ক্ষেত্রফল

85. জলের কোন্ ধর্মের জন্য জল নীচের দিকে গড়িয়ে চলে?

উত্তর : জলের সমোচ্চশীলতা ধর্মের জন্য জল নীচের দিকে পড়িয়ে চলে

86. SI চাপের একক কি

উত্তর : চাপের একক নিউটন / বর্গমিটার বা পাস্কাল

87. SI তে ঘাতের একক কি ?

উত্তর :  SI তে ঘাতের এখন নিউটন

88. জল পারদ এর মধ্যে কার প্লবতা বেশি ?

উত্তর : পারদের বেশি

89.ধাতুতে ______থাকার জন্য ধাতু তড়িতের সুপরিবাহী (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- মুক্ত ইলেকট্রন

90.অন্তরিত পরিবাহী বলতে কী বোঝ? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- কোনো পরিবাহীর ওপর অন্তরকের আবরণ দেওয়া থাকলে তাকে অন্তরিত পরিবাহী (insulated conductor) বলা হয়

91.আলোর পূর্ণ প্রতিফলনের জন্য হীরক উজ্জ্বল দেখায় (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:- সত্য

92.কোনো তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে, তাকে কী বলে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - কোনো তলের একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল ক্রিয়া করে, তাকে চপি (pressure) বলে

93.কোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর কোন্ বলের টানে নীচের দিকে নামে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - কোনো বস্তুকে ওপর থেকে ছেড়ে দিলে তা পৃথিবীর অভিকর্ষ (gravity) তথা মহাকর্ষ (gravitation) বলের টানে নীচের দিকে নামে

94.কোনো পদার্থের একক ভরের উষ্ণতা ______ বৃদ্ধি করতে প্রয়োজনীয় ______ -কে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- - 1°, তাপ

95.দূরত্ব স্থির রেখে দুটি সমজাতীয় বিন্দু-আধানের মধ্যে একটি আধানের পরিমাণ 2 গুণ এবং অন্যটিকে 3 গুণ করলে ______বল পূর্বের বলের মানের ______গুণ বৃদ্ধি পাবে (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- - বিকর্ষণ, ছয়

96.বস্তুর ভার = _________ × _________ (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- - বস্তুর ভর, অভিকর্ষজ ত্বরণ

97.একটি বস্তুতল অপর বস্তুতলের সাপেক্ষে গতিশীল হলে তল দুটির মধ্যে______বল কাজ করে (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- - গতীয় ঘর্ষণ

98.1 N বল 1g কোনো বস্তুর ওপর প্রযুক্ত হলে বস্তুটিতে 1 m/s2 ত্বরণ সৃষ্টি হবে (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:- - মিথ্যা

99.বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর, উপাদান ছাড়াও আর কীসের ওপর নির্ভর করে? (এক কথায় উত্তর দাও)

উত্তর:- - বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভর, উপাদান ছাড়াও বস্তুর উষ্ণতার ওপর নির্ভর করে

100.চাপ বাড়ালে গলন প্রক্রিয়া বাধা পায়, তাই গলনাঙ্ক বেড়ে যায় (সত্য/মিথ্যা নির্বাচন করো)

উত্তর:- - সত্য

101.পরমাণু ইলেকট্রন গ্রহণ করলে পরমাণুটি ______ আধানে আহিত হয় (শূন্যস্থান পূরন করো)

উত্তর:- - ঋণাত্মক

102. নিউটন বল বলতে কী বোঝ?

উত্তর:-   যে পরিমাণ বল কেজি ভরের বস্তুর ওপর ক্রিয়া করে 1 মিটার/সেকেন্ডর ত্বরণ সৃষ্টি করে, তাকে নিউটন (newton) বল বলে এই নিউটন হল SI-তে বল মাপার একক

103. ঘর্ষণ বল বলতে কী বোঝ ?

উত্তর:-  কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয় বা গতিশীল হওয়ার চেষ্টা করে, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে বা গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে, তাকে ঘর্ষণ (fric- tion) বা ঘর্ষণ বল বলে

104. স্থিত ঘর্ষণ বলতে কী বোঝ?

উত্তর:-  কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হওয়ার চেষ্টা করেও গতিশীল হতে পারে না, তখন এক তল অপর তলের গতির চেষ্টার বিরুদ্ধে যে বল প্রয়োগ করে, তাকে স্থিত ঘর্ষণ (static. friction) বলে

105. চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ বলতে কী বোঝ?

উত্তর : কোনো তল অপর একটি তলের সংস্পর্শে থেকে যখন তলটির সাপেক্ষে গতিশীল হয়, তখন এক তল অপর তলের গতির বিরুদ্ধে যে বল প্রয়োগ করে, তাকে চল ঘর্ষণ বা গতীয় ঘর্ষণ (sliding friction) বলে

106. বরফ জলে ভাসে কেন?

উত্তরজল অপেক্ষা বরফের ঘনত্ব কম বলে বরফ জলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসে 1cm3 বরফের ভর 0.917g এবং 1cm3 জলের ভর 1g সুতরাং কিছু পরিমাণ বরফ সমআয়তন জল অপেক্ষা হালকা তাই বরফ জলে ভাসে

107. নদী অপেক্ষা সমুদ্রের জলে সাঁতার কাটা সুবিধাজনক কেন ?

উত্তর:-  সমুদ্রজল লবণাক্ত বলে সমুদ্রের জলের ঘনত্ব নদীর জলের ঘনত্ব অপেক্ষা বেশি তাই সাঁতারুর ওপর সমুদ্রজলের ঊর্ধ্বঘাত অর্থাৎ প্লবতা নদীর জলের ঊর্ধ্বঘাত অর্থাৎ প্লবতা অপেক্ষা বেশি তাই সমুদ্রজলে সাঁতারুর দেহের আপাত ওজন অপেক্ষাকৃত কম হয় সেই কারণে নদীর জলের চেয়ে সমুদ্রজলে সাঁতার কাটা সহজ

108. জলপূর্ণ কলশির তলায় এবং ওপরের দিকে ছিদ্র করলে, কোন্ ছিদ্র দিয়ে জল বেশি জোরে পড়বে? যুক্তি দেখাও

উত্তর : জলপূর্ণ কলশির তলার ছিদ্র দিয়ে বেশি জোরে জল পড়বে আমরা জানি, জলের চাপ গভীরতার ওপর নির্ভর করে জলপূর্ণ কলশির তলদেশের গভীরতা সবচেয়ে বেশি তাই ওপরের দিকের ছিদ্রের তুলনায় তলদেশের ছিদ্রে বেশি চাপ কাজ করায় ওই ছিদ্র দিয়ে জল বেশি জোরে পড়বে


TAG:- ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8th Science অষ্টম শ্রেণি বিজ্ঞান – ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 8th Science : ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়) অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশন ও অধ্যায় ভিত্তিতে প্রশ্ন ও উত্তর নিচে দেওয়া হল।  এবার পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষায় বা অষ্টম শ্রেণি বিজ্ঞান পরীক্ষায় (West Bengal Board Class 8th Science | West Bengal Class 9 Science Question and Answer with Suggestion | WBBSE Board Class 8th Science Suggestion Question and Answer with PDF file Download) এই প্রশ্নউত্তর ও সাজেশন খুব গুরুত্বপূর্ণ । আপনারা যারা আগামী অষ্টম শ্রেণি বিজ্ঞান বা অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়) অষ্টম শ্রেণীর বিজ্ঞান  | WB Board Class 8th Science | WBBSE Board Class 8th Class 8th (VIII) Science Question and Answer with Suggestion খুঁজে চলেছেন, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর ভালো করে পড়তে পারেন।অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশন – ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | WB Board Class 8th VIII Science Suggestion Question and Answer with FREE PDF Download

West Bengal class VIII Science, Eight Science, WB Board Class 8th Science Suggestion WBBSE, syllabus, WB Board Class 8th Science, WB Board Class Eight, WB Board Class 8th Bigyan, class VIII Bigyan, WB Board Astom shreni Bigyan, Class 9 Science exam preparation, group D preparation, rail, net, set, wbcs, psc, ssc, csc, upsc, poriksha prostuti, pariksha prastuti, অষ্টম শ্রেণি বিজ্ঞান,  ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়), WB Board Class 8th Science suggestion – ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়), WB Board Class 8th Class Eight-VIII Science question and answer ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়), বিজ্ঞান, অষ্টম শ্রেণীর বিজ্ঞান ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়), পরীক্ষা প্রস্তুতি, রেল, গ্রুপ ডি, এস এস সি, পি, এস, সি, সি এস সি, ডব্লু বি সি এস, নেট, সেট, চাকরির পরীক্ষা প্রস্তুতি, WB Board Class 8th Suggestion, West Bengal Class Eight exam suggestion , WBBSE, অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশান ,  অষ্টম শ্রেণি বিজ্ঞান সাজেশান , অষ্টম শ্রেণি বিজ্ঞান , অষ্টম শ্রেণি বিজ্ঞান, মধ্যশিক্ষা পর্ষদ, WB Board Class 8th Suggestion Science , অষ্টম শ্রেণি বিজ্ঞান – ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়) – সাজেশন | WBBSE WB Board Class 8th Class Eight-VIII Science Suggestion PDF, অষ্টম শ্রেণি বিজ্ঞান – ভৌত পরিবেশ (প্রথম অধ্যায়) – সাজেশন | WBBSE WB Board Class 8th Science Class Eight-VIII Science Suggestion PDF, West Bengal Class 8  Science Suggestion  Download WBBSE Class 8th Science short question suggestion  . Class 8 Science Suggestion   download Class 8th Question Paper  Science. WB Class 8  Science suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর  বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।class 8 science first unit test suggestion 2023,class 8 science first unit test 2023,class 8 first unit test science question ,class 8 first unit test syllabus 2023,class 8 poribesh o bigyan first unit test question paper 2023,class 8 science ,environment and science,syllabus and marks distribution ,অষ্টম শ্রেণির পরিবেশ বিজ্ঞান সাজেশন 2023,class 8 first unit test question paper 2023 ,class 8 first summative evaluation 2023,class 8 poribesh 1st unit test 2023,class 8 first unit test question 2023 ,class 8 first unit test geography question paper 2023 ,class 8 1st unit test,

wbbse class viii 1st unit test,class 8 poribesh o bigyan suggestion first unit test 2023 ,class 8 science 1st unit test suggestion 2023, class 8 science first unit test question paper 2023 ,class 8 science suggestion 2023 ,class 8 first unit test environment and science question paper 2023 ,class 8 first unit test history question paper 2023, class 8 first unit test english question paper 2023, অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান প্রশ্নপত্র 2023,

first unit test 2023 class 8  ,science class 8 first unit test geography 2023, ক্লাস এইটের পরিবেশ বিজ্ঞান প্রশ্ন উত্তর ,অষ্টম শ্রেণির পরিবেশ বিজ্ঞান সাজেশন প্রথম ইউনিট টেস্ট 2023,অষ্টম শ্রেণির পরিবেশ বিজ্ঞান সাজেশন,class 8 science 1st unit test question 2023,class 8 science first unit test exam 2023,class 8 first unit test math suggestion 2023 ,class 8 first unit test geography question paper 2023,

first unit test class 8 science question,অষ্টম শ্রেণির প্রথম পরীক্ষার পরিবেশ বিজ্ঞান প্রশ্নপত্র, ক্লাস এইট ফার্স্ট ইউনিট টেস্ট 2023,class 8poribesh o bigyan first unit test ,class 9 first unit test syllabus 2023,class 8 science second term question paper 2023, class 8 paribesh o bigyan 2nd summative question paper 2023,second science Question Answer 2023,class 8 2nd unit test paribesh o bigyan question paper 2023,Class 8 science 2nd unit test question paper 2023,class 8 science second unit test question 2023,class viii,paribesh o bigyan question paper 2023,Class 8 model question 2023,class 8 paribesh o bigyan question answer 2023, Class 8 science 2023,

2nd unit test 2023,8 class,class 8 science 2nd unit test question paper 2023, class 8 life science 2nd unit test question paper, class 8 2nd unit test question paper life science,2nd unit test science question paper, class 8 2nd unit test science question, class 8 science 2nd unit test question paper 2023, class 8 science 2nd unit test question 2023, class 8 science question 2023 2nd unit test,

class 8 2nd unit test science question answer 2023, class 8 science 2nd unit test question pattern 2023,class 8 second unit test paribesh o bigyan 2023 class 8 paribesh o bigyan 2nd unit test question 2023,

2nd summative 2023,class 8 science,

dadar classroom 8,class 8 paribesh o bigyan second unit test question paper 2023 class 8 1st unit test question paper 2023,bangla suggestion 2023,class 8 2nd unit test paribesh o bigyan,class 8 science second unit test exam 2023 ,Class viii,paribesh o bigyan questions paper set 2023,class 8 science 2nd unit test 2023,dadar classroom 8 paribesh o bigyan, class 8 second unit test question pattern 2023 ,class 8 science second unit test exam question 2023class 8 2nd unit test paribesh o bigyan syllabus,dadarclassroom eight,class 8 second unit test paribesh o bigyan suggestion 2023class 8 second unit test question paper 2023class 8 science 2nd summative, class 8 paribesh o bigyan second unit test syllabus,class 8 2nd unit test question suggestion 2023,class 8 second unit test science question paper withanswer 2023,class 8 2nd unit test science suggestion 2023class 8 second summative test question paper 2023,class 8 science 2nd summative 2023, class 8 science second unit test syllabus 2023,

class 8 2nd unit test question suggestion 2023,class 8 second unit test science questions ,class 8 second unit test science question 2023,dadar classroom science,

class 8,class 8class seven second unit test science question 2023 ,class 8 science second unit test exam question 2023,class 8 second unit test science question paper 2023class 8 bigyan,class 8 science 2nd unit test ,science question paper 2023 class 8....Dadar Classroom,class viii second unit science Question Answer Practice Set,eight science Proshnopatra 2023, class 8 2nd exam science wbbse,class viii science question paper 2023, class 8 second unit test science Mock test 2023, class 8 second unit test science question answer 2023, অষ্টম শ্রেণীর বিজ্ঞান কোশ্চেন, ক্লাস , এইটের বিজ্ঞান প্রশ্ন ,দ্বিতীয় পরীক্ষার বাংলা প্রশ্ন ,বিজ্ঞান প্র্যাকটিস সেট,দ্বিতীয় ইউনিট টেস্ট এর বিজ্ঞান প্রশ্ন উত্তর,class 8 Science 2nd summative exam syllabus. class 8 ,class viii,science ,bigyan,environment and science ,poribes o bigyan,poribesh,suggestion,question paper, 2nd unit test,


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Group Join

Post a Comment

পোস্ট পড়ে বা কোন Test দিতে গিয়ে যদি কোন সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকেে, নিচে কমেন্ট করে জানাতে পারো

× close ad