সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science Questions and Answers.
সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 Science Questions and Answers.
প্রিয়
ছাত্র
ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি
সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর || যা সপ্তম শ্রেণীর বিজ্ঞান
পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও
উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||
সপ্তম শ্রেণীর বিজ্ঞান – পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও
উত্তর |
_________রশ্মির সাহায্যে জীবাণু ধ্বংস করা যায়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- অতিবেগুনি
শূকরের শরীরে আশ্রয় নেয় যে ফিতাকৃমি তার বিজ্ঞানসম্মত নাম কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- শূকরের শরীরে আশ্রয় নেয় যে ফিতাকৃমি তার বিজ্ঞানসম্মত নাম টিনিয়া সোলিয়াম [TAeniA solium]।
প্লাজমোডিয়াম একটি ক্ষতিকারক_________ [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- প্রোটোজোয়া
গোদকৃমি বা উচেরোরিয়া-র মুখ্য পোষক কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- গোদকৃমির মুখ্য পোষক হল মানুষ।
ইংল্যান্ডে প্লেগ রোগ চতুর্দশ শতাব্দীতে কী নামে পরিচিত। ছিল? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ইংল্যান্ডে প্লেগ রোগ চতুর্দশ শতাব্দীতে ‘ব্ল্যাক ডেথ’ নামে পরিচিত ছিল।
গবাদি পশুর পাকস্থলীতে কিছু ব্যাকটেরিয়া বাস করে, যারা_________জাতীয় খাদ্য পরিপাক করতে সাহায্য করে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- সেলুলোজ
UNICEF-এর পুরো কথাটি কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- UNICEF-এর পুরো কথাটি হল ইউনাইটেড নেশনস্ ইন্টারন্যাশনাল চিলড্রেনস্ এমারজেন্সি ফান্ড [UniteD NAtions InternAtionAl ChilDren’s EmergenCy
FunD]।
স্ত্রী মশা তার সূচের মতো তীক্ষ্ণ_________দিয়ে বিভিন্ন প্রাণীর চামড়া ভেদ করে রক্ত পান করে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- প্রোবোসিস
আজ
থেকে প্রায়_________হাজার বছর আগে মানুষ ভবঘুরে জীবন ছেড়ে কৃষিজীবনে প্রবেশ করে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- দশ
MMR বলতে কী বোঝায়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- MMR বলতে বোঝায় মিজ, মাম্পস, রুবেল্লা।
গুটিবসন্ত বা স্মল পক্স রোগের জীবাণুর নাম কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- গুটি বসন্ত বা স্মল পক্স রোগের জীবাণুর নাম ভ্যারিওলা মেজর এবং ভ্যারিওলা মাইনর।
ভাইরাস হল জীব ও জড়ের মধ্যবর্তী অকোশীয় সংগঠন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
মানুষের লসিকা নালি ও লসিকা গ্রন্থিতে কোন রোগের জীবাণ পাওয়া যায়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- মানুষের লসিকা নালি ও লসিকা গ্রন্থিতে গোদ ফাইলেরিয়া রোগের জীবাণু পাওয়া যায়।
_________মশকী প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স-এর গৌণ পোষক। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- অ্যানোফিলিস
RNA-যুক্ত একটি প্রাণী ভাইরাস হল_________। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- পোলিও ভাইরাস
আন্ত্রিক একটি ভাইরাসঘটিত জলবাহিত রোগ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
WHO কত সালে স্থাপিত হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- WHO 1949 সালের 9 এপ্রিল স্থাপিত হয়।
1600 সালে পেরুর পাদ্রী ______, আবার কারোর মতে 1633 সালে_________সিঙ্কোনা গাছের ছাল থেকে ম্যালেরিয়া জ্বর সারানোর ওষুধ আবিষ্কার করেন। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- জুয়ান লোপেজ, কালাঞ্চা
স্ত্রী কিউলেক্স মশা প্রধানত ম্যালেরিয়া রোগের জীবাণু বহন করে। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
উচ্ছে, লঙ্কা, পটল ইত্যাদি সজ্জিত সবুজ রং করার জন্য যে কৃত্রিম রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, তার নাম কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- উচ্ছে, লঙ্কা, পটল ইত্যাদিকে সবুজ করার জন্য ম্যালাকাইট গ্রিন ব্যবহার করা হয়।
মশার লার্ভা খায় এমন কয়েকটি মাছের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- মশার লার্ভা খায় এমন কয়েকটি মাছ হল গাপ্পি, তেচোখা, শোল, ল্যাটা, গাম্বুসিয়া ইত্যাদি।
গবাদি পশুর পাকস্থলীতে কিছু ব্যাকটেরিয়া বাস করে, যারা_________জাতীয় খাদ্য পরিপাক করতে সাহায্য করে। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- সেলুলোজ
লাড্ডু ও গুঁড়ো হলুদের সঙ্গে যে কৃত্রিম রং মেশানো হয়, তার নাম কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- লাড্ডু ও গুঁড়ো হলুদের সঙ্গে যে কৃত্রিম রং মেশানো হয়, তার নাম মেটানিল ইয়োলো।
দিনের বেলা বাইরে বের হয় কোন মশা? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- এডিস মশা দিনের বেলা বাইরে বের হয়।
রাত্রে বাইরে বের হয় কোন মশা? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- রাত্রে বাইরে বের হয় কিউলেক্স মশা।
ইংল্যান্ডে প্লেগ রোগ চতুর্দশ শতাব্দীতে কী নামে পরিচিত। ছিল? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ইংল্যান্ডে প্লেগ রোগ চতুর্দশ শতাব্দীতে ‘ব্ল্যাক ডেথ’ নামে পরিচিত ছিল।
UNICEF কবে গঠিত হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- UNICEF 1946 সালের 11 ডিসেম্বর গঠিত হয়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা রাষ্ট্র সংঘের অধীন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
UNICEF বর্তমানে কী বিষয়ে কাজ করে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- UNICEF বর্তমানে উন্নয়নশীল দেশগুলির শিশু ও মায়েদের স্বাস্থ্য নিয়ে মানবিকতার সঙ্গে কাজ করে।
OPV-এর আবিষ্কারক বিজ্ঞানীর নাম লেখো। [এক কথায় উত্তর দাও]
উত্তর:- OPV-এর আবিষ্কারক বিজ্ঞানী সেবিন।
ভারতে 70% ম্যালেরিয়া প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স-এর জন্য হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
জলে আর্সেনিকের পরিমাণ বা মাত্রা কত হলে সেই জল পানের অযোগ্য হয়ে পড়ে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- এক লিটার জলে 0.05 মিলিগ্রাম বা তার বেশি মাত্রায় আর্সেনিক থাকলে সেই জল পানের অযোগ্য হয়ে পড়ে।
কোন্ বিজ্ঞানী প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- ডক্টর এডওয়ার্ড জেনর [গুটি বসন্তের ভ্যাকসিন]
প্রথম ভ্যাকসিন আবিষ্কার করেন।
গোদ রোগের জন্য দায়ী জীবাণুর নাম কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- গোদ রোগের জন্য দায়ী জীবাণু হল উচেরেরিয়া ব্যাংক্রফটি [WuChereriA BAnCrofti]
রোগাক্রান্ত ব্যক্তির শরীরের ভেতরের কোনো অঙ্গের ছবি তোলা হয় কীসের সাহায্যে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- এক্স রশ্মির সাহায্যে রোগাক্রান্ত ব্যক্তির শরীরের ভেতরের কোনো অঙ্গের ছবি তোলা হয়।
মানবদেহে টাইফয়েড রোগ সৃষ্টি করে_________। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- সালমোনেল্লা টাইফি
আন্ত্রিক একটি ভাইরাসঘটিত জলবাহিত রোগ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
আন্ত্রিক রোগ একটি _________বাহিত রোগ। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- জল
ম্যালেরিয়া রোগের কারণ—
[A] ছত্রাক
[B] ব্যাকটেরিয়া
[C] আদ্যপ্রাণী
[D] ভাইরাস
উত্তর:- C
মানুষের রক্তের লোহিতকণিকাকে আক্রমণ করে—
[A] এন্টামিবা
[B] লিসম্যানিয়া
[C] জিয়ার্ডিয়া
[D] প্লাজমোডিয়াম
উত্তর:- D
টিকাকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেন—
[A] লুই পাস্তুর
[B] রোনাল্ড রস
[C] এডওয়ার্ড জেনার
[D] আলেকজান্ডার ফ্লেমিং
উত্তর:- C
নীচের যে ভাইরাসটি RNA-যুক্ত সেটি হল—
[A] বসন্ত ভাইরাস
[B] CMV
[C] ফাজ ভাইরাস
[D] পোলিও ভাইরাস
উত্তর:- D
এন্টামিবা অণুজীবটি—
[A] উপকারী ছত্রাক
[B] ক্ষতিকারক আদ্যপ্রাণী
[C] অপকারী ব্যাকটেরিয়া
[D] ক্ষতিকারক ছত্রাক
উত্তর:- B
সাধারণ ডায়ারিয়ার জন্য দায়ী জীবাণুর প্রকৃতি হল—
[A] ব্যাকটেরিয়া
[B] ভাইরাস
[C] ছত্রাক
[D] শেওলা
উত্তর:- B
নীচের যে ভাইরাসটি পিকোর্নাভাইরাস নামে পরিচিত
[A] HIV
[B] TMV
[C] পোলিও ভাইরাস
[D] ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
উত্তর:- C
নীচের যে ভাইরাসটির আকৃতি ঘনকাকার—
[A] ভ্যাকসিনিয়া ভাইরাস
[B] TMV
[C] ব্যাকটেরিওফাজ
[D] পোলিও ভাইরাস
উত্তর:- A
এন্টামিবা অণুজীবটি—
[A] উপকারী ছত্রাক
[B] ক্ষতিকারক আদ্যপ্রাণী
[C] অপকারী ব্যাকটেরিয়া
[D] ক্ষতিকারক ছত্রাক
উত্তর:- B
ম্যালেরিয়া রোগের জীবাণু আবিষ্কার করেন—
[A] লুই পাস্তুর
[B] লাভেরান
[C] স্যার রোনাল্ড রস
[D] এডওয়ার্ড জেনার
উত্তর:- B
মানুষের রক্তের লোহিতকণিকাকে আক্রমণ করে—
[A] এন্টামিবা
[B] লিসম্যানিয়া
[C] জিয়ার্ডিয়া
[D] প্লাজমোডিয়াম
উত্তর:- D
ORS খাওয়ানো হয়—
[A] কলেরা রোগীকে
[B] বসন্ত রোগীকে
[C] পোলিও রোগীকে
[D] ম্যালেরিয়া রোগীকে
উত্তর:- A
নীচের যে ভাইরাসটি পিকোর্নাভাইরাস নামে পরিচিত
[A] HIV
[B] TMV
[C] পোলিও ভাইরাস
[D] ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
উত্তর:- C
নীচের যে ভাইরাসটি RNA-যুক্ত সেটি হল—
[A] বসন্ত ভাইরাস
[B] CMV
[C] ফাজ ভাইরাস
[D] পোলিও ভাইরাস
উত্তর:- D
কলেরা রোগের জীবাণু বহন করে—
[A] আরশোলা
[B] ইঁদুর
[C] মশা
[D] মাছি
উত্তর:- D
প্লেগ রোগের কারণে 541 থেকে 700 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের জনসংখ্যা হ্রাস পায়
[A] 10%
[B] 20%
[C] 30%
[D] 50%
উত্তর:- D
টিকাকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেন—
[A] লুই পাস্তুর
[B] রোনাল্ড রস
[C] এডওয়ার্ড জেনার
[D] আলেকজান্ডার ফ্লেমিং
উত্তর:- C
প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হল এক বিশেষ প্রকার
[A] আদ্যপ্রাণী
[B] ব্যাকটেরিয়া
[C] ছত্রাক
[D] শৈবাল
উত্তর:- A
চালকে পোকা ও জীবাণুর হাত থেকে রক্ষা করার জন্য তাতে মেশানো হয়
[A] নিমপাতা
[B] কারিপাতা
[C] গাঁদাল পাতা
[D] তেজপাতা
উত্তর:- A
নীচের যে ভাইরাসটির আকৃতি ঘনকাকার—
[A] ভ্যাকসিনিয়া ভাইরাস
[B] TMV
[C] ব্যাকটেরিওফাজ
[D] পোলিও ভাইরাস
উত্তর:- A
যে
রোগের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য OPV টিকা প্রয়োগ করা হয় তার নাম
[A] বসন্ত
[B] যক্ষ্মা
[C] পোলিও
[D] মাম্পস
উত্তর:- C
প্লেগ রোগের কারণে 541 থেকে 700 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের জনসংখ্যা হ্রাস পায়
[A] 10%
[B] 20%
[C] 30%
[D] 50%
উত্তর:- D
কুইনাইন নামক ওষুধ ব্যবহৃত হয় যে জ্বরে তা হল
[A] আন্ত্রিক জ্বর
[B] টাইফয়েড
[C] ম্যালেরিয়া
[D] ডেঙ্গু
উত্তর:- C
হাতে পায়ে মাংসপেশির অস্বাভাবিক শিথিলতা সমেত পক্ষাঘাত ঘটে
[A] কলেরা রোগীর
[B] পোলিও রোগীর
[C] ম্যালেরিয়া রোগীর
[D] ফাইলেরিয়া রোগীর
উত্তর:- B
মানুষের রক্তের লোহিতকণিকাকে আক্রমণ করে—
[A] এন্টামিবা
[B] লিসম্যানিয়া
[C] জিয়ার্ডিয়া
[D] প্লাজমোডিয়াম
উত্তর:- D
BCG ভ্যাকসিন প্রয়োগ করা হয় যে রোগ প্রতিরোধের জন্য তার নাম
[A] যক্ষ্মা
[B] বসন্ত
[C] টাইফয়েড
[D] কলেরা
উত্তর:- A
কলেরা রোগের জীবাণু বহন করে—
[A] আরশোলা
[B] ইঁদুর
[C] মশা
[D] মাছি
উত্তর:- D
হাতে পায়ে মাংসপেশির অস্বাভাবিক শিথিলতা সমেত পক্ষাঘাত ঘটে
[A] কলেরা রোগীর
[B] পোলিও রোগীর
[C] ম্যালেরিয়া রোগীর
[D] ফাইলেরিয়া রোগীর
উত্তর:- B
পোলিও ভাইরাস দ্বারা যে তন্ত্রটি আক্রান্ত হয়—
[A] শ্বাসতন্ত্র
[B] অস্থিতন্ত্র
[C] স্নায়ুতন্ত্র
[D] সংবহনতন্ত্র
উত্তর:- C
যক্ষ্মা রোগের জীবাণু মানুষের শরীরের যে তাংশকে সবচেয়ে বেশি আক্রমণ করে তার নাম
[A] বৃক্ক
[B] অথি
[C] ফুসফুস
[D] হৃৎপিণ্ড
উত্তর:- C
যে
অপকারী ভাইরাস দূষিত জলের মাধ্যমে সংক্রামিত হয়, সেটি হল—
[A] HIV
[B] পোলিও ভাইরাস
[C] ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
[D] বসন্ত ভাইরাস
উত্তর:- B
মশার প্রধান রক্তচোষক নলটি হল
[A] ম্যাক্সিলা
[B] লেবিয়াম
[C] ল্যাব্রাম
[D] ম্যান্ডিবল
উত্তর:- C
প্লেগ রোগের জীবাণু আশ্রয় নেয়
[A] মানুষের পাকস্থলীতে
[B] উকুনের পাকস্থলীতে
[C] ইঁদুরের পাকস্থলীতে
[D] মশার পাকস্থলীতে
উত্তর:- B
BCG ভ্যাকসিন প্রয়োগ করা হয় যে রোগ প্রতিরোধের জন্য তার নাম
[A] যক্ষ্মা
[B] বসন্ত
[C] টাইফয়েড
[D] কলেরা
উত্তর:- A
নীচের যে ভাইরাসটি RNA-যুক্ত সেটি হল—
[A] বসন্ত ভাইরাস
[B] CMV
[C] ফাজ ভাইরাস
[D] পোলিও ভাইরাস
উত্তর:- D
এন্টামিবা হিস্টোলাইটিকা [EntAmoeBA histolytiCA] মানুষের দেহের যে অংশের ক্ষতি করে সেটি হল—
[A] অন্ত্র
[B] যকৃৎ
[C] লোহিত রক্তকণিকা
[D] ফুসফুস
উত্তর:- A
এন্টামিবা অণুজীবটি—
[A] উপকারী ছত্রাক
[B] ক্ষতিকারক আদ্যপ্রাণী
[C] অপকারী ব্যাকটেরিয়া
[D] ক্ষতিকারক ছত্রাক
উত্তর:- B
কুইনাইন নামক ওষুধ ব্যবহৃত হয় যে জ্বরে তা হল
[A] আন্ত্রিক জ্বর
[B] টাইফয়েড
[C] ম্যালেরিয়া
[D] ডেঙ্গু
উত্তর:- C
ম্যালেরিয়ার সঙ্গে আধুনিক মানুষের পরিচয় হয়—
[A] অস্ট্রেলিয়ায়
[B] এশিয়ায়
[C] আফ্রিকায়
[D] ইউরোপে
উত্তর:- C
মানুষের রক্তের লোহিতকণিকাকে আক্রমণ করে—
[A] এন্টামিবা
[B] লিসম্যানিয়া
[C] জিয়ার্ডিয়া
[D] প্লাজমোডিয়াম
উত্তর:- D
টিকাকরণ পদ্ধতি প্রথম আবিষ্কার করেন—
[A] লুই পাস্তুর
[B] রোনাল্ড রস
[C] এডওয়ার্ড জেনার
[D] আলেকজান্ডার ফ্লেমিং
উত্তর:- C
নীচের যে ভাইরাসটি পিকোর্নাভাইরাস নামে পরিচিত
[A] HIV
[B] TMV
[C] পোলিও ভাইরাস
[D] ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
উত্তর:- C
কুইনাইন নামক ওষুধ ব্যবহৃত হয় যে জ্বরে তা হল
[A] আন্ত্রিক জ্বর
[B] টাইফয়েড
[C] ম্যালেরিয়া
[D] ডেঙ্গু
উত্তর:- C
BCG ভ্যাকসিন প্রয়োগ করা হয় যে রোগ প্রতিরোধের জন্য তার নাম
[A] যক্ষ্মা
[B] বসন্ত
[C] টাইফয়েড
[D] কলেরা
উত্তর:- A
প্লেগ রোগের কারণে 541 থেকে 700 খ্রিস্টাব্দের মধ্যে ইউরোপের জনসংখ্যা হ্রাস পায়
[A] 10%
[B] 20%
[C] 30%
[D] 50%
উত্তর:- D
ম্যালেরিয়া রোগ ছড়ায়—
[A] পুরুষ অ্যানোফিলিস মশা
[B] স্ত্রী অ্যানোফিলিস মশা
[C] পুরুষ কিউলেক্স মশা
[D] স্ত্রী এডিস মশা
উত্তর:- B
প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স হল এক বিশেষ প্রকার
[A] আদ্যপ্রাণী
[B] ব্যাকটেরিয়া
[C] ছত্রাক
[D] শৈবাল
উত্তর:- A
নীচের যে ভাইরাসটি পিকোর্নাভাইরাস নামে পরিচিত
[A] HIV
[B] TMV
[C] পোলিও ভাইরাস
[D] ইনফ্লুয়েঞ্জা ভাইরাস
উত্তর:- C
সপ্তম শ্রেণীর বিজ্ঞান (Class 7 Science) – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) | Class 7 Science Suggestion
সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর।
সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | সপ্তম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর | West Bengal Class 7 Science Question and Answer, Suggestion
সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) | পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) | সপ্তম শ্রেণীর বিজ্ঞান সহায়ক – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর । Class 7 Science Question and Answer, Suggestion |
West Bengal Class 7 Science Suggestion |
Class 7 Science Question and Answer Notes
| West Bengal Class 7th Science Question and Answer Suggestion. সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
– পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 7 Science Question and
Answer, Suggestion
সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) । Class 7
Science Suggestion.
WBBSE Class
7th Science Suggestion | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
– পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) WBBSE Class 7 Science Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
– পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
। পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) | Class 7
Science Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । Class 7 Science Question and Answer Suggestions | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) | সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) । Class 7
Science Suggestion.
Class 7 Science Question and Answer সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
Class 7 Science Question and Answer সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর
WB Class Seven Science Suggestion
| সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
– পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
West Bengal Class 7 Science Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । West Bengal Class 7 Science Suggestion সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর।
সপ্তম শ্রেণীর বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | পরিবেশের পরিবেশ ও জনস্বাস্থ্য
(অষ্টম অধ্যায়) । Class 7
Science Suggestion.
West Bengal
Class 7 Science Suggestion Download WBBSE Class 7th Science short
question suggestion . Class 7 Science
Suggestion download Class 7th Question
Paper Science. WB Class 7 Science suggestion and important question and
answer. Class 7 Suggestion pdf.পশ্চিমবঙ্গ সপ্তম শ্রেণীর
বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।