সপ্তম শ্রেণীর ইতিহাস – জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 history Questions and Answers.
সপ্তম শ্রেণীর ইতিহাস – জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 7 history Questions and Answers.
প্রিয়
ছাত্র
ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস – জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল
যুগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর || যা সপ্তম শ্রেণীর বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের সপ্তম শ্রেণীর
ইতিহাস – জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||
সপ্তম শ্রেণীর ইতিহাস – জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ
অধ্যায়) প্রশ্ন ও উত্তর |
বাবরের আত্মজীবনীর নাম কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- বাবরের আত্মজীবনীর নাম তুজুক-ই-বাবরি।
শ্বেতপাথরে রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলে ______ [চাহার বাগ/পিয়েত্রা দুরা/ টেরাকোটা] । [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- পিয়েত্রা দুরা
______ কাব্যে সুলতান আলাউদ্দিন খলজির চিতোর রাজ্য অভিযানের কথা আছে। | [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- পদ্মাবতী
খ্রিস্টপূর্ব একাদশ শতকে তুলো বোনার যন্ত্র ‘চরখি’ কোথা থেকে ভারতে আসে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- খ্রিস্টপূর্ব একাদশ শতকে তুলো বোনার যন্ত্র চরখি’ মধ্য এশিয়া থেকে ভারতে আসে।
গুলবদন বেগমের ‘হুমায়ুননামা’ আরবি ভাষায় লেখা একটি বিখ্যাত গ্রন্থ। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
আকবরের আমলে কোন্ মুসলিম লেখক ফারসি ভাষায় বেদের অনুবাদ করেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- আকবরের আমলে মুসলিম লেখক হাজি ইব্রাহিম সিন্ধি ফারসি ভাষায় বেদের অনুবাদ করেন।
ইতিমাদ-উদদৌলার সমাধি সৌধে ______ কারুকার্যের ব্যবহার দেখা যায়। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- পিয়েত্রা দুরা
হায়দরাবাদের চারমিনার কোন্ আমলে তৈরি হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- হায়দরাবাদের চারমিনার কুতুবশাহির আমলে তৈরি হয়।
‘দীন-ই-ইলাহি’-র বৈশিষ্ট্য ছিল মুঘল সম্রাট ও তার অভিজাতদের মধ্যে ______ [গুরু-শিষ্যের/মালিক-শ্রমিকের /রাজা-প্রজার] সম্পর্ক। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- গুরু-শিষ্যের
কবির দোহার মাধ্যমে তাঁর ভক্তিবাদী আদর্শ প্রচার করেন। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- সত্য
মির্জানাথান কে? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- জাহাঙ্গিরের এক সেনাপতি ছিলেন মির্জানাথান, যিনি বাংলা ও আসামের বিরুদ্ধে যুদ্ধে মুঘল বাহিনীর নেতৃত্ব দেন এবং দীন-ই-ইলাহিতে দীক্ষিত হন।
নবদ্বীপে ব্রাত্মণ ভট্টাচার্যরা ভক্তিবাদের প্রচারে ______ -দের প্রবল বিরোধিতা করত। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- বৈয়ব
শাহ জাহানের রাজত্বকালে ফারসি ভাষার একজন নামী কবি ছিলেন তালিব আমুলি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:-মিথ্যা
‘তুতিনামা’ কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:-জিয়া নকশাবি সংস্কৃত গল্পমালা থেকে যে ফারসি অনুবাদ গ্রন্থ রচনা করেন তার নাম ‘তুতিনামা’।
‘সিলসিলা’কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:-সুফি সাধকদের গোষ্ঠীর নাম ছিল সিলসিলা।
আবুল ফজলের লেখায় কতজন সংগীত শিল্পীর নাম পাওয়া যায়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:-আবুল ফজলের লেখায় ছত্রিশজন সংগীত শিল্পীর নাম পাওয়া যায়।
১৪৩৩ খ্রিস্টাব্দে শ্রীচৈতন্যদেবের মৃত্যু হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:-মিথ্যা
ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ______ । [শূন্যস্থান পূরন করো]
উত্তর:-ভক্তি
কে, কোন্ যুদ্ধজয়ের পর কুয়াত-উল ইসলাম মসজিদ বানাতে শুরু করেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:-কুতুবউদ্দিন আইবক তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর কুয়াত-উল ইসলাম মসজিদ বানাতে শুরু করেন।
ঝরোখা শব্দের অর্থ হল – [শূন্যস্থান পূরন করো]
উত্তর:-জানালা।
‘ফতেহ’-র অর্থ হল সাফল্য। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:-মিথ্যা
পূর্ব ভারতের একজন ভক্তিবাদী সাধকের নাম লেখো। [এক কথায় উত্তর দাও]
উত্তর:-পূর্ব ভারতের একজন ভক্তিবাদী সাধকের নাম হল শ্রীচৈতন্যদেব।
MiniAture বলতে বোঝায় ______। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:-অনুচিত্র
______ উৎসাহে কলহন-এর ‘রাজতরঙ্গিনী’ ফারসিতে অনুবাদ করেন। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:-জৈন-উল আবেদিনের
কোন্ মসজিদের মিনারটি কুতুবমিনার বলে বিখ্যাত? [এক কথায় উত্তর দাও]
উত্তর:-কুয়াত-উল ইসলাম মিনারটি কুতুবমিনার বলে বিখ্যাত।
______ ফারসি ভাষায় বেদের অনুবাদ করেন। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:-আবুল ফজল
সুলতানি আমলে নির্মিত ভারতের উচ্চতম মিনারটি হল ______ [শহিদমিনার/কুতুবমিনার/চারমিনার] । [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- কুতুবমিনার
যে সমস্ত সুফিরা ইসলামের আইন মেনে চলতেন না তাদের কী বলা হয়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- যে সমস্ত সুফিরা ইসলামের আইন মেনে চলতেন না তাদের বলা হত বে-শরা।
সুলতানি যুগে ______ -এ আনন্দ-উৎসব ছিল একঘেয়ে জীবনের একটু ব্যতিক্রম। [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- পালা-পার্বণ
শাহ জাহানের রাজত্বকালে ফারসি ভাষার একজন নামী কবি ছিলেন তালিব আমুলি। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
‘তুতিনামা’ কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- জিয়া নকশাবি সংস্কৃত গল্পমালা থেকে যে ফারসি অনুবাদ গ্রন্থ রচনা করেন তার নাম ‘তুতিনামা’।
‘সিলসিলা’কী? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- সুফি সাধকদের গোষ্ঠীর নাম ছিল সিলসিলা।
আবুল ফজলের লেখায় কতজন সংগীত শিল্পীর নাম পাওয়া যায়? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- আবুল ফজলের লেখায় ছত্রিশজন সংগীত শিল্পীর নাম পাওয়া যায়।
১৪৩৩ খ্রিস্টাব্দে শ্রীচৈতন্যদেবের মৃত্যু হয়। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
ভক্তিবাদের মূলে ছিল ভগবানের প্রতি ভক্তের ভালোবাসা বা ______ । [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- ভক্তি
কে, কোন্ যুদ্ধজয়ের পর কুয়াত-উল ইসলাম মসজিদ বানাতে শুরু করেন? [এক কথায় উত্তর দাও]
উত্তর:- কুতুবউদ্দিন আইবক তরাইনের দ্বিতীয় যুদ্ধের পর কুয়াত-উল ইসলাম মসজিদ বানাতে শুরু করেন।
ঝরোখা শব্দের অর্থ হল – [শূন্যস্থান পূরন করো]
উত্তর:- জানালা।
‘ফতেহ’-র অর্থ হল সাফল্য। [সত্য/মিথ্যা নির্বাচন করো]
উত্তর:- মিথ্যা
দীন-ই-ইলাহির সঙ্গে সম্পর্ক রয়েছে—
[A] ফতেহপুর সিকরি
[B] মথুরার
[C] আগ্রার
[D] বৃন্দাবনের
উত্তর:-A
মীরাবাঈয়ের ভক্তিগীতির সংখ্যা-
[A] ৪০০
[B] ৪৫০
[C] ৫০০
[D] ৫০০-এর বেশি
উত্তর:-D
বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল—
[A] দক্ষিণেশ্বর
[B] শান্তিনিকেতন
[C] কৃষ্ণনগর
[D]নবদ্বীপ
উত্তর:-D
‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
[A] কলহন
[B] ফৈজি
[C] জয়সী
[D] আলাওল
উত্তর:-D
আকবর প্রথমে ইসলাম ধর্ম নিয়ে উলেমাদের সঙ্গে আলোচনা করেন—
[A] ফতেহপুর সিকরিতে
[B] আগ্রার মহলে
[C] আজমির শরিফে
[D] দিল্লির কেল্লায়
উত্তর:-A
সুলতানি আমলে হিন্দুস্থানি এবং ইরানি সংগীতের মিলন ঘটান—
[A] তানসেন
[B] বৈজু বাওরা
[C] আমির খসরু
[D] মান সিং তোমর
উত্তর:-C
হায়দরাবাদের চারমিনার তৈরি হয়েছিল—
[A] ১৫৯১ খ্রি.
[B] ১৫৯৪ খ্রি.
[C] ১৬১২ খ্রি.
[D] ১৫৯৬ খ্রি.
উত্তর:- A
আমির খসরু কোন ভাষার সাহিত্যিক ছিলেন?
[A] হিন্দি
[B] উর্দু
[C] ফারসি
[D] আরবি
উত্তর:- C
‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
[A] কলহন
[B] ফৈজি
[C] জয়সী
[D] আলাওল
উত্তর:- D
শেরশাহের সমাধি সৌধ অবস্থিত-
[A] দিল্লিতে
[B] আজমেরে
[C] সাসারামে
[D] গোয়ালিয়রে
উত্তর:- C
ঘাঁটু গানে প্রভাব দেখা যায়—
[A] বৈষবভক্তির
[B] মণিপুরি নাচের
[C] শিখ ধর্মের
[D]দোহা-র
উত্তর:- A
‘সংগীত শিরোমণি’ রচনাটি উৎসর্গ করা হয়—
[A] সুলতান ফিরোজ শাহ তুঘলককে
[B] জৌনপুরের ইব্রাহিম শাহ শরাককে
[C] গোয়ালিয়রের রাজা মান সিং তোমরকে
[D] মুঘল সম্রাট আকবরকে
উত্তর:- B
চাহার বাগ তৈরি করেন—
[A] বাবর
[B] আকবর
[C] শাহ জাহান
[D] শেরশাহ
উত্তর:-A
খ্রিস্টীয় প্রথম শতকে প্রথম কাগজ আবিষ্কৃত হয়-
[A] চিনে
[B] জাপানে
[C] গ্রিসে
উত্তর:-A
‘পদ্মাবতী’ কাব্যে কোন সুলতানের উল্লেখ রয়েছে?
[A] কুতুবউদ্দিন আইবক
[B] ইব্রাহিম লোদি
[C] আলাউদ্দিন খলজি
[D] মহম্মদ বিন তুঘলক
উত্তর:-C
‘সংগীত শিরোমণি’ রচনাটি উৎসর্গ করা হয়—
[A] সুলতান ফিরোজ শাহ তুঘলককে
[B] জৌনপুরের ইব্রাহিম শাহ শরাককে
[C] গোয়ালিয়রের রাজা মান সিং তোমরকে
[D] মুঘল সম্রাট আকবরকে
উত্তর:-B
মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হল—
[A] জাম-ই-মসজিদ
[B]বিবি-কা মকবরা
[C] আলাই দরওয়াজা
[D] কুয়াত-উল ইসলাম
উত্তর:-B
শঙ্করদেব ছিলেন একজন-
[A] লেখক
[B]কবি
[C] কৃষ্ণের উপাসক
[D] ঐতিহাসিক
উত্তর:-C
খ্রিস্টীয় প্রথম শতকে প্রথম কাগজ আবিষ্কৃত হয়-
[A] চিনে
[B] জাপানে
[C] গ্রিসে
উত্তর:- A
‘হুমায়ুননামা’ লিখেছেন—
[A] হুমায়ুন
[B] ফৈজি
[C] আবুল ফজল
[D] গুলবদন বেগম
উত্তর:- D
মীরাবাঈয়ের ভক্তিগীতির সংখ্যা-
[A] ৪০০
[B] ৪৫০
[C] ৫০০
[D] ৫০০-এর বেশি
উত্তর:- D
‘রজমনামা’ কার সময় অনুদিত হয়?
[A] বাবরের সময়
[B] হুমায়ুনের সময়
[C] আকবরের সময়
[D] ঔরঙ্গজেবের সময়
উত্তর:- C
‘পদ্মাবতী’ কাব্যের রচয়িতা-
[A] কলহন
[B] ফৈজি
[C] জয়সী
[D] আলাওল
উত্তর:- D
ইউরোপীয় চিকিৎসা-পদ্ধতি ভারতে আসে—
[A] খ্রিস্টীয় পঞ্চদশ শতকে
[B] ষোড়শ শতকে
[C] সপ্তদশ শতকে
[D] অষ্টাদশ শতকে
উত্তর:- C
শেরশাহের সমাধি সৌধ অবস্থিত-
[A] দিল্লিতে
[B] আজমেরে
[C] সাসারামে
[D] গোয়ালিয়রে
উত্তর:-C
‘মেঘমল্লার’ রাগটি সৃষ্টি করেন-
[A] তানসেন
[B] ইব্রাহিম শাহ শরকি
[C] বৈজু বাওরা
[D] মান সিং তোমর
উত্তর:-A
আলাই দরওয়াজা নির্মাণ করেন—
[A] কুতুবউদ্দিন আইবক
[B] হুমায়ুন
[C] আলাউদ্দিন খলজি
[D] মহম্মদ বিন তুঘলক
উত্তর:-C
মুঘল শিল্পীদের মধ্যে কার ছদ্মনাম ‘শিরিন কলম’ অর্থাৎ ‘মিষ্টি কলম’?
[A] দসবন্ত
[B] খোয়াজা আবদুস সামাদ
[C] বসওয়ান
[D] মির সঈদ আলি
উত্তর:-B
বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল—
[A] দক্ষিণেশ্বর
[B] শান্তিনিকেতন
[C] কৃষ্ণনগর
[D]নবদ্বীপ
উত্তর:-D
মীরাবাঈয়ের ভক্তিগীতির সংখ্যা-
[A] ৪০০
[B] ৪৫০
[C] ৫০০
[D] ৫০০-এর বেশি
উত্তর:-D
রবিদাস কার গুরু ছিলেন?
[A] রামানন্দের
[B] কবিরের
[C] চৈতন্যদেবের
[D] কোনোটিই নয়
উত্তর:- D
‘সংগীত শিরোমণি’ রচনাটি উৎসর্গ করা হয়—
[A] সুলতান ফিরোজ শাহ তুঘলককে
[B] জৌনপুরের ইব্রাহিম শাহ শরাককে
[C] গোয়ালিয়রের রাজা মান সিং তোমরকে
[D] মুঘল সম্রাট আকবরকে
উত্তর:- B
‘হুমায়ুননামা’ লিখেছেন—
[A] হুমায়ুন
[B] ফৈজি
[C] আবুল ফজল
[D] গুলবদন বেগম
উত্তর:- D
‘রজমনামা’ কার সময় অনুদিত হয়?
[A] বাবরের সময়
[B] হুমায়ুনের সময়
[C] আকবরের সময়
[D] ঔরঙ্গজেবের সময়
উত্তর:- C
বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র ছিল—
[A] দক্ষিণেশ্বর
[B] শান্তিনিকেতন
[C] কৃষ্ণনগর
[D]নবদ্বীপ
উত্তর:- D
খ্রিস্টীয় প্রথম শতকে প্রথম কাগজ আবিষ্কৃত হয়-
[A] চিনে
[B] জাপানে
[C] গ্রিসে
উত্তর:- A
সাই ছিলেন—
[A]ভক্তিবাদী
[B] নাথপন্থী
[C] চিশতি সুফিবাদী
[D] সহজিয়াবাদী
উত্তর:-A
চাহার বাগ তৈরি করেন—
[A] বাবর
[B] আকবর
[C] শাহ জাহান
[D] শেরশাহ
উত্তর:-A
ইসলামের রক্ষণশীল ব্যাখ্যাকারদের কাছে দীন-ই-ইলাহির প্রথাগুলি ছিল-
[A] ইসলামের পরিপন্থী
[B] অত্যন্ত কঠোর
[C] গ্রহণযোগ্য
[D] ইসলাম-বিরোধী
উত্তর:-D
‘শ্রীকল্পবিজয়’ কাব্যের বাংলা অনুবাদ করেন-
[A] কালিদাস
[B] মালাধর বসু
[C] কৃত্তিবাস ওঝা
উত্তর:-B
বাবরের আত্মজীবনী রচিত হয়—
[A] উর্দু ভাষায়
[B] আরবি ভাষায়
[C] তুর্কি ভাষায়
[D] হিন্দি ভাষায়
উত্তর:- C
কোনো কিছুর সঙ্গে সাদৃশ্য মিলিয়ে ছবি আঁকাকে বলে—
[A] মিনিয়েচার
[B]ক্যালিগ্রাফি
[C] তসভির
[D] অনুচিত্র
উত্তর:- C
খ্রিস্টীয় প্রথম শতকে প্রথম কাগজ আবিষ্কৃত হয়-
[A] চিনে
[B] জাপানে
[C] গ্রিসে
উত্তর:- A
‘পদ্মাবতী’ কাব্যে কোন সুলতানের উল্লেখ রয়েছে?
[A] কুতুবউদ্দিন আইবক
[B] ইব্রাহিম লোদি
[C] আলাউদ্দিন খলজি
[D] মহম্মদ বিন তুঘলক
উত্তর:- C
‘সংগীত শিরোমণি’ রচনাটি উৎসর্গ করা হয়—
[A] সুলতান ফিরোজ শাহ তুঘলককে
[B] জৌনপুরের ইব্রাহিম শাহ শরাককে
[C] গোয়ালিয়রের রাজা মান সিং তোমরকে
[D] মুঘল সম্রাট আকবরকে
উত্তর:- B
মুঘল সম্রাট ঔরঙ্গজেবের আমলে নির্মিত একটি স্থাপত্য হল—
[A] জাম-ই-মসজিদ
[B]বিবি-কা মকবরা
[C] আলাই দরওয়াজা
[D] কুয়াত-উল ইসলাম
উত্তর:- B
শঙ্করদেব ছিলেন একজন-
[A] লেখক
[B]কবি
[C] কৃষ্ণের উপাসক
[D] ঐতিহাসিক
উত্তর:- C
দীন-ই-ইলাহির সঙ্গে সম্পর্ক রয়েছে—
[A] ফতেহপুর সিকরি
[B] মথুরার
[C] আগ্রার
[D] বৃন্দাবনের
উত্তর:- A
‘মণিপুরি’ নাচের কুমিল পোশাক তৈরি করেন—
[A] ভীমসেন
[B] চন্দ্রভান
[C] ঈশ্বরদাস
[D] ভাগ্যচন্দ্র
উত্তর:- D
‘চৈতন্যচরিতামৃত’গ্রন্থটির রচয়িতা হলেন—
[A] রুপ গোস্বামী
[B] বৃন্দাবন দাস
[C] সনাতন গোস্বামী
[D] কৃষ্ণদাস কবিরাজ
উত্তর:- D
জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর
জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও
মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
– প্রশ্ন ও
উত্তর | জীবনযাত্রা ও
সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) Class 7 History Question and Answer
Suggestion সপ্তম
শ্রেণীর ইতিহাস
প্রশ্ন ও
উত্তর
– জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও
উত্তর।
সপ্তম শ্রেণি ইতিহাস – জীবনযাত্রা ও সংস্কৃতি
: সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | Class 7
History
জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও
মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
MCQ প্রশ্ন ও
উত্তর | সপ্তম
শ্রেণীর ইতিহাস
জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও
মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
MCQ প্রশ্ন ও
উত্তর | জীবনযাত্রা ও
সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) Class 7 History Question and Answer
Suggestion সপ্তম
শ্রেণীর ইতিহাস
প্রশ্ন ও
উত্তর
– জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত
প্রশ্ন ও
উত্তর | সপ্তম
শ্রেণির ইতিহাস
জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও
মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
SAQ সংক্ষিপ্ত প্রশ্ন
ও উত্তর
| জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) Class 7 History Question and Answer
Suggestion সপ্তম
শ্রেণীর ইতিহাস
প্রশ্ন ও
উত্তর
– জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত
প্রশ্ন উত্তর।
সপ্তম শ্রেণি ইতিহাস – জীবনযাত্রা ও সংস্কৃতি
: সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | Class 7 History
সপ্তম শ্রেণীর
ইতিহাস (Class 7 History) – জীবনযাত্রা
ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) – প্রশ্ন ও
উত্তর | জীবনযাত্রা ও
সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) | Class 7 History Suggestion সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও
মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
প্রশ্ন উত্তর।
সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর | সপ্তম শ্রেণির
ইতিহাস প্রশ্ন
ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও
মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
প্রশ্ন উত্তর
| West Bengal Class 7 History Question and Answer, Suggestion
সপ্তম শ্রেণি ইতিহাস – জীবনযাত্রা ও সংস্কৃতি
: সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর
– জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) | সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর
– জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) | পশ্চিমবঙ্গ
সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর
– জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) | সপ্তম শ্রেণীর
ইতিহাস সহায়ক
– জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) – প্রশ্ন ও
উত্তর ।
Class 7 History Question and Answer, Suggestion | West Bengal Class 7 History
Suggestion | Class 7 History Question
and Answer Notes | West Bengal Class 7th
History Question and Answer Suggestion.
সপ্তম শ্রেণি ইতিহাস – জীবনযাত্রা ও সংস্কৃতি
: সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও
মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
MCQ প্রশ্ন উত্তর
| WBBSE Class 7 History Question and Answer, Suggestion সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও
মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
প্রশ্ন উত্তর
প্রশ্ন ও
উত্তর
| জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) । Class 7
History Suggestion. WBBSE Class 7th History Suggestion | সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও
মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
সপ্তম শ্রেণি ইতিহাস – জীবনযাত্রা ও সংস্কৃতি
: সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
WBBSE Class 7 History Suggestion সপ্তম
শ্রেণীর ইতিহাস
প্রশ্ন ও
উত্তর
– জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর
প্রশ্ন ও
উত্তর
। জীবনযাত্রা ও সংস্কৃতি
: সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
| Class 7 History Suggestion সপ্তম
শ্রেণীর ইতিহাস
প্রশ্ন ও
উত্তর – জীবনযাত্রা ও
সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) – প্রশ্ন উত্তর
প্রশ্ন ও
উত্তর ।
Class 7 History Question and Answer Suggestions
| সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর
– জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) | সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর
Class 7 History Question and Answer সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর
– জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর Class 7 History Question and Answer সপ্তম
শ্রেণীর ইতিহাস
প্রশ্ন ও
উত্তর
প্রশ্ন ও
উত্তর – জীবনযাত্রা ও
সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত,
রোচনাধর্মী প্রশ্ন
ও উত্তর ।
সপ্তম শ্রেণি ইতিহাস – জীবনযাত্রা ও সংস্কৃতি
: সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
WB Class Seven History Suggestion | সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর – জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও
মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়)
MCQ প্রশ্ন উত্তর
প্রশ্ন ও
উত্তর West Bengal Class 7 History
Suggestion সপ্তম শ্রেণীর
ইতিহাস প্রশ্ন
ও উত্তর
– জীবনযাত্রা ও সংস্কৃতি : সুলতানি ও মুঘল যুগ (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও
উত্তর ।
West Bengal Class 7 History Suggestion সপ্তম
শ্রেণীর ইতিহাস
প্রশ্ন ও
উত্তর। West Bengal Class 7 History Suggestion Download WBBSE Class 7th History short
question suggestion . Class 7 History
Suggestion download Class 7th Question
Paper History. WB Class 7 History suggestion and important question and
answer. Class 7 Suggestion pdf.পশ্চিমবঙ্গ
সপ্তম শ্রেণীর ইতিহাস পরীক্ষার
সম্ভাব্য সাজেশন
ও শেষ
মুহূর্তের প্রশ্ন
ও উত্তর
ডাউনলোড। সপ্তম
শ্রেণীর ইতিহাস
পরীক্ষার জন্য
সমস্ত রকম
গুরুত্বপূর্ণ প্রশ্ন
ও উত্তর।