পরীক্ষার প্রস্তুতি, নোটস সাজেশন পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করো Join

উচ্চমাধ্যমিক সংস্কৃত – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

উচ্চমাধ্যমিক সংস্কৃতবনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন উত্তর | HS Sanskrit Question and Answer

 


প্রিয় ছাত্র ছাত্রী,

তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম|| আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর : বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক || যা উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত HS টেস্ট ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে|| তাই দেড়ি না করে এই পোস্টের প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||

উচ্চ মাধ্যমিক সংস্কৃত গল্প বনগুতা গুহা কিছু গুরুত্বপূর্ণ  প্রশ্ন আলোচনা করা হলো

 

01. চোরেরা গুহার মধ্যে থাকার সময় অলিপবা ?

(A) গাছ থেকে নেমে এসেছিল

(B) গাছের ডালেই বসেছিল

(C) কাঠ কাটতে গিয়েছিল

(D) গাধাগুলোকে খেতে দিছিলো

উত্তর :–গাছের ডালেই বসেছিল

 

02. গাছে থাকার সময়  অলিপবা চোরদের পদমন্ত্র টি ?

(A) ভালোভাবে শুনতে পাইনি

(B) ভুল শুনেছিল

(C) ভালোভাবে শুনতে পেয়েছিল

(D) অর্ধেকটা শুনেছিল

উত্তর :–ভালোভাবে শুনতে পেয়েছিল

 

3. গুহার মধ্যে প্রবেশ করে অলিপবা দেখলো সেখানে রয়েছে ?

(A) রাশি রাশি হীরে

(B) মোটা মোটা সোনার বাট

(C) বড়ো বড়ো রুপোর ঘড়া

(D) বস্তা ভরতি মুক্তো

উত্তর :–মোটা মোটা সোনার বাট

 

4. অলিপবা সেখান থেকে কয়েকটা বস্তা নিল , সেগুলো ছিল ?

(A) রুপোয় ভরতি

(B) হীরেয় ভরতি

(C) সোনায় ভরতি

(D) মুক্তোয় ভরতি

উত্তর :–সোনায় ভরতি

 

5. গোপন গুহায় দস্যুদের সর্দার ?

(A) প্রথম ঢুকেছিল

(B) শেষে ঢুকেছিল

(C) ঢোকেনি

(D) বাইরে পাহারা দিয়েছিল

উত্তর :–শেষে ঢুকেছিল

 

 

6. বনের মধ্যে চোরেরা এসে নামল ?

(A) এক পাহাড়ের পাদদেশে

(B) এক নদীর ধারে

(C) এক গাছের তলায়

(D) এক আশ্রমের সামনে

উত্তর :–এক পাহাড়ের পাদদেশে

 

7.চোরেরা তাদের ঘোড়াগুলো কে বেঁধেছিল ?

(A) ঘুল্মের শক্ত ডালে

(B) বটের শক্ত ডালে

(C) শক্ত স্তম্ভে

(D) আস্তাবলে

উত্তর :–ঘুল্মের শক্ত ডালে

 

8. গোনি শব্দের অর্থ হলো ?

(A) গোনা

(B) গয়না

(C) বস্তা

(D) চাবুক

উত্তর :–বস্তা

 

9. পাহাড়ের কাছে ঘোড়া থেকে নেমে ঘোড়সওয়ার চোরেরা ঘোড়া গুলির গলায় ঝুলিয়ে দিল ?

(A) যবের থলে

(B) মাসকলাইয়ের থলে

(C) গমের থলে

(D) ধানের থলে

উত্তর :–ধানের থলে

 

10. চোরদের বস্তাগুলো ভরতি ছিল ?

(A) সোনারুপোয়

(B) রেশমরূপোয়

(C) স্ফটিক আর চন্দ্রকান্ত মনিতে

(D) মনিমুক্তোয়

উত্তর :–সোনারুপোয়

 

11. চর্যশাস্ত্রের রচয়িতা হলেন ?

(A) ইন্দ্র

(B) নারদ

(C) চন্দ্র

(D) স্কন্দ

উত্তর :–স্কন্দ

 

12. বণগতা গুহা গল্পের উৎস হলো ?

(A) চোরচতারিংশি কথা

(B) হিতোপদেশ

(C) পঞ্চতন্ত্র

(D) বৃহৎকথা

উত্তর :–চোরচতারিংশি কথা

 

13. বণগতা গুহা নামক গল্পের রচয়িতা হলেন ?

(A)  কৃষ্ণগোবিন্দ মোদক

(B) গোবিন্দ  কৃষ্ণ আচার্য

(C) গোবিন্দ কৃষ্ণ মোদক

(D) কৃষ্ণমাচার্য

উত্তর :–গোবিন্দ কৃষ্ণ মোদক

 

14. অলিপবা কেশপের বাবার স্বভাব ছিল ?

(A) পক্ষপাতহীন

(B) আভিজাত্যপূর্ণ

(C) প্রতিশোধপরায়ণ

(D) একপেশে

উত্তর :–পক্ষপাতহীন

 

15.অলিপবার গাঁধা ছিল ?

(A) টি

(B) টি

(C) টি

(D) টি

উত্তর :– টি

 

16.অলিপর্বা বন থেকে এনে শহরে বেচত ?

(A) ফল

(B) ফুল

(C) কাঠ

(D) তামাকপাতা

উত্তর :–কাঠ

 

17.একদিন  বনে গিয়ে অলিপবা হটাৎ দুর থেকে একটা জিনিস দেখতে পেল , সেটি ছিল ?

(A) এক ধুলোর রাশি

(B) এক মেঘপুঞ্জ

(C) এক জলাশয়

(D) এক ভয়ংকর সাপ

উত্তর :–এক ধুলোর রাশি

 

18.ঘোড়সওয়ার দস্যুদের দেখে অলিপবা খুঁজতে লাগলো ?

(A) একটা গোপন জায়গা

(B) একটা অস্ত্র

(C) পালাবার পথ

(D) তার গাধা গুলো

উত্তর :–একটা গোপন জায়গা

 

19. চোরদের আসতে দেখে অলিপবা তক্ষুনি উঠে পড়লো ?

(A) কাছের একটা গাছে

(B) গাঁধার পিঠে

(C) কাছের একটা পাহাড়ে

(D) এক পাথরের ওপর

উত্তর :–কাছের একটা গাছে

 

20. অলিপবা যে গাছে উঠে আত্মগোপন করেছিল সেটা ছিল ?

(A) ফুলে ভরতি

(c)  পাতায় ভরতি

(C) ফলে ভরতি

(D) পাতাশূন্য

উত্তর :–পাতায় ভরতি

 

21.গুহা থেকে দস্যুদের সর্দার ?

(A) প্রথমে বের হয়েছিল

(B) শেষে বের হয়েছিল

(C) অন্য চোরদের সঙ্গেই বের হয়েছিল

(D) বাইরে আসেনি

উত্তর :–প্রথমে বের হয়েছিল

 

22.গুহার দরজা খোলার বন্ধ করার মন্ত্র ?

(A) একই

(B) একই না , একটি পদ আলাদা

(C) একই না , দুটি পদ আলাদা

(D) সম্পূর্ণ ভিন্ন

উত্তর :–একই না , একটি পদ আলাদা

 

23. চোরেরা গুহায় ছিল ?

(A) অনেক সময়

(B) অল্প সময়

(C) এক ঘন্টা

 (D) ৩০ মিনিট

উত্তর :–অল্প সময়

 

24. চোরেরা সংখ্যায় ছিল ?

(A) এক কুড়ি

(B) দুই কুড়ি

(C) দুই কুড়ি এক বেশি

(D) দুই কুড়ি দুই বেশি

উত্তর :–দুই কুড়ি

 

25.চোরদের সঙ্গে চড়ার এবং মাল বহন করার জন্য ছিল ?

(A) চল্লিশ ঘোড়া

(B) চল্লিশ ঘোড়া তিনটি গাধা

(C) চল্লিশ ঘোড়া পাঁচটি গাধা

(D) সাইত্রিশটি ঘোড়া তিনটি গাধা

উত্তর :–চল্লিশ ঘোড়া

 

26.অলিপবা গুহা থেকে যে বস্তা নিয়েছিল তা ছিল ?

(A) সোনার তৈরি

(B) পাটের তৈরি

(C) চামড়ার তৈরি

(D) রেশমের তৈরি

উত্তর :–চামড়ার তৈরি

 

 

27. ফেরার সময় অলিপবার গাধার পিঠে ছিল ?

(A) সোনার বস্তা কাঠ

(B) সোনার বস্তা রুপোর বস্তা

(C) চিনাংশুক দিয়ে ঢাকা সোনার বস্তা

(D) খাবারের বস্তা

উত্তর :–সোনার বস্তা কাঠ

 

 

1. অলিপৰ্বা যে গাছে উঠেছিল তার শাখাগুলি কেমন ছিল?

উত্তরঃ বৃক্ষটি ছিল বড়ো, শাখা-প্রশাখাযুক্ত এবং ঘন বড়ো বড়ো পাতায় ঢাকা

 

2. অলিপৰ্বা যে বৃক্ষে উঠেছিল তার নিকটে কী ছিল?

উত্তরঃ একটি বৃহৎ ঋৰ্জুন্নত পাহাড় ছিল

 

3. ‘রাজ্ঞপুরুষাঃ পদটির সমাসের নাম লেখো

উত্তরঃ ষষ্ঠী তৎপুরুষ সমাস (রাজ্ঞঃ পুরুষাঃ)

 

4. বস্তাগুলি অলিপৰ্বা কী দিয়ে ঢেকেছিল?

উত্তরঃ বস্তাগুলি কাঠ দিয়ে ঢেকেছিল

 

5. শ্রীগোবিন্দকৃষ্ণ মোদক কোন্ সময়ের কবি?

উত্তরঃ শ্রীগোবিন্দকৃয় মোদক বিংশ শতাব্দীর কবি

 

6. মূল গ্রন্থটি কোন্ ভাষা সাহিত্যের কোন্ দেশের গল্প?

উত্তরঃ মূল গ্রন্থটি আরবীয় সাহিত্যের পারস্য দেশের গল্প

 

7. ‘চোরচত্বারিংশী কথা গল্প কোন্ গ্রন্থ থেকে অনুবাদ করা হয়েছে?

উত্তরঃ বিশ্বসাহিত্যের সুবিখ্যাত আরবি গল্পগ্রন্থসহস্র এক আরব্য রজনী- একটি গল্পআলিবাবা চল্লিশ চোর গল্পের সংস্কৃত অনুবাদচোরচত্বারিংশী কথা

 

8. অলিপর্বা কে?

উত্তরঃ পারসিক নগরে বসবাসকারী দরিদ্র সৎ মানুষ হলেন অলিপর্বা সে এই গল্পের নায়ক

 

9. অলিপৰ্বা কীভাবে জীবিকা নির্বাহ করত?

অথবা, অলিপর্বা জীবন কীভাবে কাটাত

উত্তরঃ প্রতিদিন ভোরে বন থেকে জ্বালানি কাঠ সংগ্রহ করে তিনটি গাধার পিঠে চাপিয়ে নগরে নিয়ে গিয়ে বিক্রি করে প্রাপ্ত অর্থে জীবিকা নির্বাহ করত

 

10. ‘আলিবাবা চল্লিশ চোর গল্পটি কে সংস্কৃতে অনুবাদ করেন?

অথবা, ‘চোরচত্বারিংশী কথা রচয়িতা কে?

অথবা, ‘বনগতা গুহা পাঠ্যাংশের রচয়িতা কে?

 

উত্তরঃবনগত গুহা রচয়িতা হলেন পণ্ডিত শ্রীগোবিন্দকৃয় মোদক

 

11. অলিপর্বা -টি গাধার পিঠে কাঠ চাপিয়ে নিয়ে আসত?

অথবা, অলিপর্বার -টি গাধা ছিল?

উত্তরঃ অলিপর্বার তিনটি গাধা ছিল

 

12. ‘স্বস্বাশ্বানারুহ্য-এর অর্থ কী?

উত্তরঃস্বস্বাশ্বানারুহ্য' কথার অর্থ হল নিজের নিজের ঘোড়ায় চড়ে

 

13. ‘বিপিনং ব্রজতি’—‘বিপিন শব্দের অর্থ কী?

উত্তরঃ বিপিন শব্দের অর্থ হল বন

 

14. অলিপর্বার গণনা অনুসারে কতজন চোর ছিল?

উত্তরঃ অলিপর্বার গণনা অনুসারে চল্লিশ জন চোর ছিল

 

15. তোমার পাঠ্যাংশ থেকে ঘোড়ার দুটি প্রতিশব্দ লেখো

উত্তরঃ অশ্ব, হয়, সন্তি, তুরঙ্গ প্রভৃতি

 

16. 'কিং ময়া প্রোক্তেন পূর্বপদোন দ্বারমিদং বিঘটেত?' – কে বলেছেন?

উত্তরঃ গল্পের নায়ক অলিপর্বা বলেছেন

 

17. 'উটজ'-এর অর্থ কী?

উত্তরঃউটজ কথার অর্থ হল কুটির

 

18. ‘ধান্যস্যূতাঃ পদের অর্থ কী?

উত্তরঃধান্যসূতাঃ পদের অর্থ হল ধান ভরতি থলে

 

19. ‘নিঃশ্রীক কথার অর্থ কী?

উত্তরঃনিঃশ্রীক কথার অর্থ হল শ্রীহীন বা সৌন্দর্যহীন

 

20. অলিপর্বার পিতা কখন তাঁর সম্পত্তি সন্তানদের মধ্যে বণ্টন করে দেন?

অথবা, সম্পত্তি দুই সন্তানের মধ্যে ভাগ করে দেওয়ার পিছনে কী কারণ ছিল?

অথবা, তয়োঃ সমং ব্যভজৎ' -কে কী সমান ভাগ করেছিলেন?

উত্তরঃ নিজের মৃত্যু নিকটে বুঝতে পেরে তাদের পিতা নিজের সম্পত্তি দুই সন্তানের মধ্যে সমান ভাগ করে দিয়েছিল

 

21. অলিপর্বা ভোরে উঠে কোথায় যেত?

উত্তরঃ অলিপর্বা ভোরে উঠে বনে কাঠ কাটতে যেত

 

22. ‘তয়োজনকো’—বলতে কাদের পিতার কথা বলা হয়েছে? এর সন্ধি বিচ্ছেদ করো

উত্তরঃ অলিপর্বা কশ্যপের পিতার কথা বলা হয়েছে তয়োঃ + জনকঃ

 

23. ‘তস্য দূরাসদং নাসীৎ'—কার সম্পর্কে বলা হয়েছে? কী দুষ্প্রাপ্য ছিল না?

উত্তরঃ কশ্যপের সম্পর্কে বলা হয়েছে সে এক মহাধনীর কন্যাকে বিবাহ করে প্রভুত সম্পত্তির অধিকারী হওয়ায় তার কাছে কোনো কিছুই দুষ্প্রাপ্য ছিল না

 

24. ‘চেতি সহোদরৌ বসতঃ স্ম’—উদ্ধৃতাংশে সহোদর কে কে?

উত্তরঃ সহোদর বলতেঅলিপর্বা কশ্যপকে বোঝানো হয়েছে

 

25. ‘চোরের সংখ্যা চল্লিশ বোঝাতে পাঠ্যে কোন্ শব্দ ব্যবহৃত হয়েছে?

উত্তরঃ চোরের সংখ্যা বোঝাতে পাঠ্যে বিংশতিদ্বয়ম্ বা দুই কুড়ি শব্দ ব্যবহৃত হয়েছে

 

26. ‘সপদ্যেব-শব্দের সন্ধি বিচ্ছেদ করো

উত্তরঃ সপদি + এবং

 

27. অলিপৰ্বা গুহা থেকে বেরিয়ে কোথায় গিয়েছিল?

উত্তরঃ অলিপর্বা গুহা থেকে বেরিয়ে নগরের দিকে যাত্রা করল

 

28. চোরেদের দেখে অলিপর্বা কী করেছিল?

অথবা, অলিপর্বা নিজেকে চোরদের কাছ থেকে কীভাবে লুকিয়ে রেখেছিল?

উত্তরঃ অলিপর্বা চোরদের দেখে একটি ঘন পাতাযুক্ত বড়ো গাছে উঠে আত্মগোপন করেছিল

 

29. চোরেরা তাদের ঘোড়াগুলি কোথায় বেঁধেছিল?

উত্তরঃ একটি দৃঢ় গুল্মশাখায় চোরেরা তাদের ঘোড়াগুলি বেঁধেছিল

 

30. কশ্যপ নগরের বণিক শ্রেষ্ঠদের সমান কীভাবে হয়ে উঠেছিল?

অথবা, কশ্যপ কোন্ বাড়ির কন্যাকে বিবাহ করেছিল?

উত্তরঃ কোনো এক মহাধনী বণিকের কন্যাকে বিবাহ করে কশ্যপ নগরের বণিক শ্রেষ্ঠদের সমান হয়ে উঠেছিল

 

31. ‘অল্পমেব বিত্তমাসীৎ বলতে কার কথা বলা হয়েছে?

উত্তরঃ এখানে অলিপর্বার শ্বশুরের অল্প বিত্তের কথা বলা হয়েছে

 

32. ‘পুরমানয়তি বলতে কার কথা বলা হয়েছে?

উত্তরঃ অলিপর্বার কথা বলা হয়েছে

 

33. অলিপর্বার স্মৃতি কেমন ছিল?

উত্তরঃ অলিপর্বার স্মৃতিশক্তি ছিল খুব প্রখর সে গুহা খোলার বন্ধ করার মন্ত্র একবার শুনেই কয়েকবার মনে মনে উচ্চারণ করে মন্ত্রগুলি মুখস্থ করেছিল

 

34. অলিপৰ্বা গুহা থেকে কী নিয়েছিল ?

উত্তরঃ অলিপর্বা গুহা থেকে কয়েকটি সোনা-ভরতি বস্তা নিয়েছিল

 

35. অলিপর্বার দেখা পাহাড়টি কেমন ছিল?

উত্তরঃ অলিপর্বার দেখা পাহাড়টি ছিল ঋজুন্নত অর্থাৎ, সোজা উঁচু যা মানুষের পক্ষে আরোহণ করা দুঃসাধ্য ছিল

 

36. 'অগ্রণী বলতে কাকে বোঝানো হয়েছে?

উত্তরঃ দস্যু বা চোরেদের সর্দারকে বোঝানো হয়েছে

 

37. ‘চোরচত্বারিংশী কথা কবে প্রকাশিত হয়?

উত্তরঃ ১৩৯৪ বঙ্গাব্দেচোরচত্বারিংশী কথা নাশত

 

38. ‘ব্যাজহারঃ শব্দের ব্যুৎপত্তি বা প্রকৃতি প্রত্যয় করো

উত্তরঃ বি--√হ্ + লিট্ ণল্ (প্রথম পুরুষ একবচন)

 

39. পাঠ্যানুসারে গাধার দুটি প্রতিশব্দ লেখো

উত্তরঃ গদর্ভঃ রাসভঃ

 

40. পাঠ্যানুসারে বিবাহের দুটি প্রতিশব্দ লেখো

উত্তরঃ উদ্বাহ, পরিণয়, উপযম্য

 

41. পাঠ্যানুসারে সোনার দুটি প্রতিশব্দ লেখো

উত্তরঃ মহারজত কনক

 

42. বনের মধ্যে দস্যুদের আগমনের কারণ কী?

উত্তরঃ বনের মধ্যে রাজপুরুষেরা চলাফেরা না করায় দস্যু বা চোরদের আগমন ঘটেছে

 

43. আকাশে ধূলিঝড় দেখে অলিপৰ্বা কী ভেবেছিল?

অথবা, অলিপৰ্বা উত্থিত ধূলিরাশির কারণ কী ভেবেছিল?

উত্তরঃ বনের মধ্যে রাজপুরুষেরা চলাফেরা না করায় ঘোড়ায় চড়ে দস্যু বা চোরের দল বনের মধ্যে প্রবেশ করেছে সেই ঘোড়ার খুরের থেকে উত্থিত এই ধূলিঝড়

 

44. অলিপর্বার কাকে সর্দার বা নেতা বলে মনে করেছিল?

উত্তরঃ চল্লিশ জন চোরের মধ্যে যে ব্যক্তি অন্যদের থেকে বিশিষ্ট আকৃতির অধিকারী অন্যদের থেকে আলাদা দেখতে ছিল, অলিপর্বার তাকে সর্দার বা নেতা বলে মনে হয়েছিল

 

45. গুহা খোলার মন্ত্র কে কাকে বলেছিল?

উত্তরঃ চোরেদের সর্দার গুহা খোলার মন্ত্রটি চোরেদের দেবতা বা গুরু স্কন্দরাজকে বলেছিল

 

46. গুহা খোলার মন্ত্রটি কী ছিল?

উত্তরঃস্কন্দরাজ নমস্তেঽস্যু চৌর্যপাটবদেশিক/দস্যুদেব দ্বারমিদং বিবৃতং কৃপয়া কুরু।। অর্থাৎ, হে স্কন্দরাজ, চৌর্যকর্মে নিপুণতার গুরু, হে দস্যুদের দেবতা তোমাকে নমস্কার কৃপা করে এই গুহার দ্বারটি উন্মুক্ত করুন

 

47. গুহা বন্ধ করার মন্ত্রটি কী ছিল?

উত্তরঃস্কন্দরাজ নমস্তেঽস্তু চৌর্যপাটবদেশিক/দস্যুদেব দ্বারমিদং সংবৃতং কৃপয়া কুরু।। অর্থাৎ, হে স্কন্দরাজ, চৌর্যকর্মে নিপুণতার গুরু, হে দস্যুদের দেবতা তোমাকে নমস্কার কৃপা করে এই গুহার দ্বারটি বন্ধ করুন

 

48. দস্যু সর্দার কখন গুহার মধ্যে প্রবেশ করেছিল এবং কখন বেরিয়েছিল?

উত্তরঃ চোরদের সবাইকে গুহার মধ্যে প্রবেশ করিয়ে দস্যু সর্দার সবার শেষে গুহার মধ্যে প্রবেশ করেছিল কিছুক্ষণ গুহার মধ্যে থাকার পর সবার প্রথমে দস্যু সর্দার গুহার বাইরে এসেছিল

 

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর : বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক HS Sanskrit Question and Answer : উচ্চমাধ্যমিক সংস্কৃতবনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন উত্তর | HS Sanskrit Question and Answer নিচে দেওয়া হলো এই দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর – WBCHSE Class 12 Sanskrit Question and Answer, Suggestion, Notes – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,  Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th Twelve XII Sanskrit Examination – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট

 

 তোমরা যারা বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর | HS Sanskrit Question and Answer Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন উত্তর গুলো ভালো করে পড়তে পারো

 

বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদকউচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন উত্তর | HS Class 12th Sanskrit Question and Answer

 

উচ্চমাধ্যমিক সংস্কৃত –  বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদকপ্রশ্ন উত্তর  “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  / WB Class 12  / WBCHSE / Class 12  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী সে কথা মাথায় রেখে  www.tarakexamcenter.in   এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন উত্তর ( উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন / উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ও উত্তর HS Sanskrit Suggestion / HS Sanskrit Question and Answer / Class 12 Sanskrit Suggestion / Class 12 Pariksha Sanskrit Suggestion  / Sanskrit Class 12 Exam Guide  / MCQ , Short , Descriptive  Type Question and Answer  / HS Sanskrit Suggestion  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন উত্তর (HS Sanskrit Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Sanskrit Suggestion  / HS Sanskrit Question and Answer  / Class 12 Sanskrit Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Sanskrit Exam Guide  / HS Sanskrit Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Sanskrit Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / HS Sanskrit Suggestion  FREE PDF Download) সফল হবে

 

বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন উত্তর  

 

বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদকপ্রশ্ন উত্তর | বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক HS Sanskrit Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর  – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন উত্তরবনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক সংস্কৃত বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক MCQ প্রশ্ন উত্তর | বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক HS Sanskrit Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর  – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক MCQ প্রশ্ন উত্তর

 

বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণির সংস্কৃত 

 

বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক HS Sanskrit Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর  – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর

দ্বাদশ শ্রেণি সংস্কৃত  – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary Sanskrit  

উচ্চমাধ্যমিক সংস্কৃত (Higher Secondary Sanskrit) – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদকপ্রশ্ন উত্তর | বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক | Higher Secondary Sanskrit Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর  – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন উত্তর

 

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর  | দ্বাদশ শ্রেণির সংস্কৃত প্রশ্ন উত্তর  – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন উত্তর | HS Sanskrit Question and Answer Question and Answer, Suggestion

 

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তরবনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তরবনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তরবনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক | উচ্চমাধ্যমিক সংস্কৃত সহায়কবনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদকপ্রশ্ন উত্তর HS Sanskrit Question and Answer, Suggestion | HS Sanskrit Question and Answer Suggestion  | HS Sanskrit Question and Answer Notes  | West Bengal HS Class 12th Sanskrit Question and Answer Suggestion. 

 

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর   – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Sanskrit Question and Answer, Suggestion

 

উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর  – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর  | বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক HS Sanskrit Suggestion.

 

WBCHSE Class 12th Sanskrit Suggestion  | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর   – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক

 

WBCHSE HS Sanskrit Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর  – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর  বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক | HS Sanskrit Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তরবনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদকপ্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

 

HS Sanskrit Question and Answer Suggestions  | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তরবনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর

 

HS Sanskrit Question and Answer  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তরবনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর  HS Sanskrit Question and Answer উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর  প্রশ্ন উত্তরবনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর   

 

WB Class 12 Sanskrit Suggestion  | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর   – বনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

 

HS Sanskrit Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তরবনগতা গুহা (গদ্যাংশ) শ্রী গোবিন্দকৃষ্ণ মোদক MCQ প্রশ্ন উত্তর HS Sanskrit Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন উত্তর

 

West Bengal Class 12  Sanskrit Suggestion  Download WBCHSE Class 12th Sanskrit short question suggestion  . HS Sanskrit Suggestion   download Class 12th Question Paper  Sanskrit. WB Class 12  Sanskrit suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

  


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Group Join

Post a Comment

পোস্ট পড়ে বা কোন Test দিতে গিয়ে যদি কোন সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকেে, নিচে কমেন্ট করে জানাতে পারো

× close ad