উচ্চমাধ্যমিক সংস্কৃত – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer
উচ্চমাধ্যমিক সংস্কৃত – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer
প্রিয় ছাত্র ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম|| আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : সংস্কৃত সাহিত্যের ইতিহাস | || যা উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত HS টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||
উচ্চ মাধ্যমিক সংস্কৃত সাহিত্যের কিছু গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর আলোচনা করা হলো ।
(A) ৫ টি
(B) ৭ টি
(C) ৬ টি
(D) ১০ টি
উত্তর:– ৭ টি
2.স্বপ্নবাসব দও নাটকের নায়ক হলেন ?
(A) উদয়ন
(B) যুগোধ্ণারায়ান
(C) চারুদও
(D) সুশান্ত
উত্তর:– উদয়ন
3. মুদ্রারাক্ষস নাটকের নামটির মধ্যে মুদ্রা শব্দের অর্থ হলো ?
(A) চিহ্ন
(B) টাকা
(C) সভাব
(D) প্রতারণা
উত্তর:– চিহ্ন
4. যে নাটকটির মধ্যে বিদুষকের কোনো চরিত্র নেই সেই নাটকটি হলো ?
(A) অভিজ্ঞানশকুন্তল
(B) মৃচ্ছকটিক
(C) স্বপ্নবাসব দও
(D) মুদ্রারাক্ষস
উত্তর:– মুদ্রারাক্ষস
5.মুদ্রারাক্ষস নাটকে নন্দরাজের মন্ত্রীর নাম হলো ?
(A) যুগোধ্ণারায়ান
(B) রাক্ষস
(C) পরাশর
(D) চার্ণক
উত্তর:– রাক্ষস
6. মহাকবি ভাসের সর্বসেষ্ঠো নাটকটি হলো ?
(A) প্রতিমা নাটক
(B) ঊরুভঙ্গ
(C) স্বপ্নবাসব দও
(D) মৃচ্ছকটিক
উত্তর:– স্বপ্নবাসব দও
7. মহা কবি কালিদাস রচিত গীতিকাব্য টি হলো ?
(A) গীতগোবিন্দ
(B) মেঘদূত
(C) অমরুশতক
(D) গঙ্গাস্তএ
উত্তর:– মেঘদূত
8.মহাকবি কালিদাস রচিত নাটকটি হলো ?
(A) অভিজ্ঞানশকুন্তল
(B) মৃচ্ছকটিক
(C) স্বপ্নবাসব দও
(D) মুদ্রারাক্ষস
উত্তর:– অভিজ্ঞানশকুন্তল
9. অভিজ্ঞানশকুন্তলে অঙ্ক আছে ?
(A) ৫ টি
(B) ৬ টি
(C) ৭ টি
(D) ১০ টি
উত্তর:– ৭ টি
10.শূদ্রক রচিত নাটকটির নাম ?
(A) মুদ্রারাক্ষস
(B) মৃচ্ছকটিক
(C) প্রবোধচন্দ্রদয়
(D) অবিমারক
উত্তর:– মৃচ্ছকটিক
11. মৃচ্ছকটিক নাটকে অঙ্ক আছে ?
(A) ১০ টি
(B) ৯ টি
(C) ৭টি
(D) ৫ টি
উত্তর:– ১০ টি
12. অভিজ্ঞানশকুন্তলা নাটকে দুর্বাসা অভিশাপ দিয়েছিলেন ?
(A) অনসূয়াকে
(B) প্রীয়ংবদাকে
(C) মুনিকে
(D) শকুন্তলাকে
উত্তর:– শকুন্তলাকে
13. মৃচ্ছকটিক নাটকে নায়ক হলেন ?
(A) শকার
(B) শর্বিলক
(C) উদয়ন
(D) চারুদও
উত্তর:– চারুদও
14.মৃচ্ছকটিক নাটকে নায়িকা হলেন ?
(A) কুন্দমালা
(B) বসন্তসেনা
(C) অনসূয়া
(D) প্রীয়ংবদা
উত্তর:– বসন্তসেনা
15.গীতগোবিন্দের বিষয়বস্তু হলো ?
(A) রাম – সীতার প্রেম
(B) উদয়ন – বাসবদও প্রেম
(C) দুষন্ত – শকুন্তলার প্রেম
(D) রাধা – কৃষ্ণের প্রেম
উত্তর:– রাধা – কৃষ্ণের প্রেম
16. আর্য ভট্ট এর গ্রন্থটির নাম হলো ?
(A) আর্যভোটিয়ম
(B) বৃহত সংহিতা
(C) পঞ্চসিধান্তিকা
(D) মেঘদূতম
উত্তর:– আর্যভোটিয়ম
17. আর্যভোটিয়ম গ্রন্থটির বিষয়বস্তু হলো ?
(A) চিকিৎসা
(B) জ্যোতির্বিজ্ঞান ও গণিত
(C) সঙ্গীত
(D) ব্যাকরন
উত্তর:– জ্যোতির্বিজ্ঞান ও গণিত
18. আর্যভোটিয়ম গ্রন্থে শোলোক আছে ?
(A) ১১৮ টি
(B) ১১৯ টি
(C) ১২০ টি
(D) ১২১ টি
উত্তর:– ১২১ টি।
19.মুদ্রারাক্ষস নাটকের রচয়িতা হলেন ?
(A) শুদ্রক
(B) ভাস
(C) কালিদাস
(D) বিশাখা দও
উত্তর:–
বিশাখা দও
20. স্বপ্নবাসবদত্তম-এর রচয়িতা –
(A) ভাস (B) ভারবি (C) ভর্তৃহরি (D) অশ্বঘোষ
উত্তর:– (A) ভাস
21. রঘুবংশম কার লেখা?
(A) কালিদাস (B) বাণভট্ট (C) অশ্বঘোষ (D) ভারবি
উত্তর:– (A) কালিদাস
22. মৃচ্ছকটিক নাটকের রচয়িতা কে?
(A) শূদ্রক (B) ভাস (C) অশ্ব (D) কালিদাস
উত্তর:– (A) শূদ্রক
23. অভিজ্ঞানশকুন্তলম্-এ বিদূষকের নাম কী?
(A) মাধব্য (B) গৌতম (C) বসন্তক (D) সন্তুষ্ট
উত্তর:– (A) মাধব্য
24. প্রতিমা নাটকটি কার লেখা?
(A) কালিদাস (B) ভাস (C) অশ্বঘোষ (D) শূদ্রক
উত্তর:– (B) ভাস
25. মৃচ্ছকটিক কী ধরনের রচনা?
(A) কাব্য (B) গল্প (C) নাটক (D) প্রবন্ধ
উত্তর:– (C) নাটক
26.মৃচ্ছকটিক নাটকে রাজশালকের নাম ?
(A) বিকার
(B) প্রকার
(C) শকার
(D) শবিলক
উত্তর:– শকার
27. মৃচ্ছকটিক নাটকে চারুদও এর বাড়িতে সিঁধ কাটে ?
(A) রাক্ষস
(B) শবিলক
(C) চন্দন দাস
(D) চার্ণক
উত্তর:– শবিলক
28. সংস্কৃত আলঙ্কারিক মতে মৃচ্ছকটিক একটি ?
(A) প্রকরণ
(B) নাটক
(C) ভার্ন
(D) প্রহসন
উত্তর:– প্রকরণ
29.মেঘদূতর রচয়িতা হলেন ?
(A) জয়দেব
(B) কালিদাস
(C) আমরু
(D) ঘটকপর
উত্তর:– কালিদাস
30. মেঘদূতে যক্ষ যে পর্বতে নির্বাসিত হয়েছিলেন তার নাম ?
(A) দেবগিরি
(B) রামগিরি
(C) মহেন্দ্রগিরি
(D) সোমগিরি
উত্তর:– রামগিরি
31. মেঘদূতে মেঘের যাত্রা পথের বর্ণনা আছে ?
(A) উত্তরমেঘে
(B) রামগিরিতে
(C) অলকায়
(D) পূর্বমেঘে
উত্তর:– পূর্বমেঘে
32. কালিদাস কয়টি নাটক রচনা করেছেন?
(A) দু’টি (B) তিনটি (C) একটি (D) চারটি
উত্তর:– (B) তিনটি
32. নেপথ্যে কথাটির অর্থ কী?
(A) পর্দার ভিতর থেকে কথা (B) লুকিয়ে কথা (C) পর্দার বাইরে কথা (D) মঞ্চে অভিনীত কথা
উত্তর:– (A) পর্দার ভিতর থেকে কথা
33. কালিদাসের পূর্বযুগের নাট্যকারের নাম কী?
(A) অশ্বঘোষ (B) রাজশেখর (C) বিশাখদত্ত (D) শূদ্রক
উত্তর:– (A) অশ্বঘোষ
34. অভিজ্ঞানশকুন্তলম্ নাটকের কয়টি অঙ্ক?
(A) ৪টি (B) ৬টি (C) ৭টি (D) ১০টি
উত্তর:– (C) ৭টি
35. বিশাখদত্ত রচিত নাটকটির নাম কী ?
(A) মুদ্রারাক্ষস (B) মেঘদূতম্ (C) গীতগোবিন্দম্ (D) মৃচ্ছকটিকম্
উত্তর:– (A) মুদ্রারাক্ষস
36. কালিদাসের সর্বশ্রেষ্ঠ নাট্যকৃতি হলো –
(A) অভিজ্ঞানশকুন্তলম্ (B) রঘুবংশম্ (C) কুমারসম্ভবম্ (D) মালবিকাগ্নিমিত্র
উত্তর:– (A) অভিজ্ঞানশকুন্তলম্
37. দুষ্যন্ত শকুন্তলাকে দেখেছিল –
(A) মহর্ষি কন্থের তপোবনে (B) মালিনীতীরে (C) তমসা নদীতীরে (D) যমুনা নদীতীরে
উত্তর:– (A) মহর্ষি কন্থের তপোবনে
38. চারুদত্তের পুত্রের নাম কী?
(A) রোহসেন (B) আয়ু (C) ঔশনরী (D) বসুমিত্র
উত্তর:– (A) রোহসেন
39. মুদ্রারাক্ষস নাটকটি কয় অঙ্কের ?
(A) ৬টি (B) ৫টি (C) ৭টি (D) ৯টি
উত্তর:– (C) ৭টি
40. ভাসের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ নাটক কোনটি?
(A) কর্ণভারনম (B) প্রতিমা নাটক (C) স্বপ্নবাসবদত্তম্ (D) পঞ্চতন্ত্র
উত্তর:– (C) স্বপ্নবাসবদত্তম্
42. স্বপ্নবাসবদত্ত-এর নায়ক কে ?
(A) রুমন্বন (B) উদয়ন (C) চারুদত্ত (D) যৌগন্ধরায়ণ
উত্তর:– (B) উদয়ন
43. মুদ্রারাক্ষস নাটকে কাকে রাক্ষস বলা হয়েছে?
(A) চন্দ্রগুপ্তের মন্ত্রী (B) জনৈক নিশাচর (C) নন্দরাজের মন্ত্রী (D) নাটকের নায়ক
উত্তর:–
(C) নন্দরাজের মন্ত্রী
44. রসরত্নাকর-এর রচনাকার হলেন –
(A) নাগার্জুন (B) অর্জুন (C) চরক (D) সুশ্রুত
উত্তর:– (A) নাগার্জুন
43. ‘চরকসংহিতা’ গ্রন্থের বিষয়বস্তু কী?
(A) জ্যোতির্বিজ্ঞান (B) ইতিহাস (C) চিকিৎসাবিজ্ঞান (D) নাট্যশাস্ত্র
উত্তর:– (C) চিকিৎসাবিজ্ঞান
44. ‘মৃচ্ছকটিকম’ নাটকের নায়ক –
(A) চারুদত্ত (B) শকার (C) বিশাখদত্ত (D) পালক
উত্তর:– (A) চারুদত্ত
45. কোন গ্রন্থে প্রথম পৃথিবীর ঘূর্ণন মতবাদ প্রকাশিত হয়?
(A) সিদ্ধান্ততর্পণ (B) পঞ্চসিদ্ধান্তিকা (C) লীলাবতী (D) আর্যভট্টীয়
উত্তর:– (D) আর্যভট্টীয়
46. কে ধন্বন্তরির শিষ্য?
(A) সুশ্রুত (B) আত্রেয় (C) চরক (D) বরাহমিহির
উত্তর:– (A) সুশ্রুত
47. গুপ্তযুগের নিউটন বলা হয় –
(A) বরাহমিহিরকে (B) আর্যভট্টকে (C) সুশ্রুতকে (D) নাগার্জুনকে
উত্তর:– (B) আর্যভট্টকে
48. ‘চরকসংহিতা’য় অধ্যায় সংখ্যা –
(A) ১২০ (B) ১৫০ (C) ১৪০ (D) ১৩০
উত্তর:– (A) ১২০
49. কালিদাস রচিত গীতিকাব্য –
(A) অমরুশতক (B) মেঘদূতম্ (C) গীতগোবিন্দম্ (D) গঙ্গাস্তোত্রম্
উত্তর:– (B) মেঘদূতম্
50. চারুদত্তের স্ত্রীর নাম –
(A) গীতা (B) ধূতা (C) রীতা (D) স্মৃতা
উত্তর:– (B) ধূতা
51. দুষ্যন্ত-শকুন্তলার বিয়ে কোন রীতিতে হয়?
(A) ব্রাত্ম (B) আর্য (C) গান্ধর্ব (D) প্রজাপত্য
উত্তর:– (C) গান্ধর্ব
52. ‘গীতগোবিন্দম্ কাব্যের নায়িকা –
(A) দ্রৌপদী (B) দময়ন্তী (C) রাধা (D) সীতা
উত্তর:– (C) রাধা
53. শকুন্তলাকে অভিশাপ দেন –
(A) মারীচ (B) দুর্বাসা (C) কথ (D) বিশ্বামিত্র
উত্তর:– (B) দুর্বাসা
54. শর্বিলকের প্রেমিকার নাম—
(A) ধূতা (B) মদনিকা (C) বসন্তসেনা (D) চেটি
উত্তর:– (B) মদনিকা
55. কালিদাসের শ্রেষ্ঠ মহাকাব্য –
(A) রঘুবংশম্ (B) মেঘদূতম্ (C) কুমারসম্ভবম্ (D) অভিজ্ঞানশকুন্তলম্
উত্তর:– (A) রঘুবংশম্
56. মৃচ্ছকটিক নাটকের নায়িকা
(A) বাসদেবতা (B) রত্নাবলী (C) বসন্তসেনা (D) প্রিয়দর্শিকা
উত্তর:– (C) বসন্তসেনা
57. ‘স্বপ্নবাসবদত্ত’ নাটকের অঙ্ক সংখ্যা –
(A) ৭ (B) ৬ (C) ৫ (D) ৯
উত্তর:– (B) ৬
48. বসন্তসেনা ছিলেন –
(A) গৃহবধূ (B) অভিনেত্রী (C) বারবণিতা (D) মহিলা কবি
উত্তর:– (C) বারবণিতা
49. মেঘদূতম্ -এর রচয়িতা –
(A) অমরু (B) কালিদাস (C) ঘটকৰ্পর (D) জয়দেব
উত্তর:– (B) কালিদাস
50. বিশাখদত্তের পিতামহ ছিলেন –
(A) ভাস্কর দত্ত (B) বটেশ্বর দত্ত (C) দিবাকর দত্ত (D) প্রভাকর দত্ত
উত্তর:– (B) বটেশ্বর দত্ত
51. বসন্তসেনার পরিচারিকা –
(A) রদনিকা (B) ধতি (C) মদনিকা (D) রতি
উত্তর:– (C) মদনিকা
52. ‘আর্যভট্টীয়’ -এর বিষয়বস্তু –
(A) ব্যাকরণ (C) সংগীত (D) চিকিৎসা
উত্তর:– (B) জ্যোতির্বিজ্ঞান ও গণিত
53. উদয়নের রাজধানী –
(A) মগধ (B) বৎস (C) মৎস্য (D) কোশল
উত্তর:– (C) মৎস্য
54. “ভাস হলেন সরস্বতীর নির্মল হাস্য” – কার উক্তি ?
(A) বিশাখদত্ত (B) জয়দেব (C) শূদ্রক (D) রাজশেখর
উত্তর:– (B) জয়দেব
55. ভাসকে কে বলেছেন— “অগ্নির বন্ধু’?
(A) বাণভট্ট (B) দণ্ডী (C) বাপতিরাজ (D) সৌমিল্ল
উত্তর:– (C) বাপতিরাজ
56. রামায়ণের কাহিনি অনুসারে ভাসের লেখা নাটক –
(A) অভিষেক (B) চারুদত্ত (C) স্বপ্নবাসবদত্তম (D) পঞরাজ
উত্তর:– (A) অভিষেক
57. ‘মৃচ্ছকটিক নাটকের ক’টি অঙ্ক?
(A) আট অঙ্ক (B) নয় অঙ্ক (C) সাত অঙ্ক (D) দশ অঙ্ক
উত্তর:– (D) দশ অঙ্ক
58. মেঘদূতম্ কাব্যটির রচয়িতা কে?
(A) অমরু (B) কালিদাস (C) ঘটকৰ্পর (D) জয়দেব
উত্তর:– (B) কালিদাস
59. গীতগোবিন্দম্ কাব্যটির রচয়িতা কে?
(A) ভারবি (B) জয়দেব (C) কালিদাস (D) অশ্বঘোষ
উত্তর:– (B) জয়দেব
60. গীতগোবিন্দম্-এর সর্গ সংখ্যা কয়টি ?
(A) ১২ (B) ১৪ (C) ১৫ (D) ১৬
উত্তর:– (A) ১২
61. গীতগোবিন্দম্-এ কয়টি গীত আছে?
(A) ২৪ (B) ২৭ (C) ৩০ (D) ৪৪
উত্তর:– (A) ২৪
62. মেঘদূতম্ কোন ছন্দে লেখা ?
(A) মন্দাক্রান্তা (B) স্নগ্ধরা (C) ইন্দ্ৰবজা (D) শার্দুলবিক্রীতম্
উত্তর:– (A) মন্দাক্রান্তা
63. আর্যভট্ট কে ছিলেন?
(A) জ্যোতির্বিজ্ঞানী (B) চিকিৎসক (C) ব্যাকরণবিদ (D) সংগীতজ্ঞ
উত্তর:– (A) জ্যোতির্বিজ্ঞানী
64. চরকসংহিতার লেখক কে?
(A) চরক (B) আত্রেয় (C) ভেল (D) সুশুত
উত্তর:–
(A) চরক
65. পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থটির রচয়িতা হলেন –
(A) বরাহমিহির (B) আর্যভট্ট (C) চরক (D) সুশ্রুত
উত্তর:– (A) বরাহমিহির
66. আয়ুর্বেদের উৎস-
(A) ঋগবেদ (B) সামবেদ (C) অথর্ববেদ (D) যজুর্বেদ
উত্তর:– (C) অথর্ববেদ
67. বৃহৎসংহিতা গ্রন্থটির লেখক —
(A) বলভদ্র (B) বরাহমিহির (C) ভেল (D) সুশ্রুত
উত্তর:– (B) বরাহমিহির
68. সিদ্ধান্ত জ্যোতিষ বিষয়ে আর্যভট্টের রচিত গ্রন্থের সংখ্যা কয়টি?
(A) একটি (B) তিনটি (C) চারটি (D) পাঁচটি
উত্তর:– (B) তিনটি
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর
[মান
১]
সংস্কৃত
সাহিত্যের
ইতিহাস
1. আষাঢ়স্য প্রথম দিবসে যক্ষ কী দেখতে পেল?
উত্তর:– আনন্দময় মত্ত হাতির মতো মেঘ দেখতে পেল।
2. লক্ষ্মণ সেনের সভার পঞ্চরত্নের নাম কী?
উত্তর:– গোবর্ধন, ধোয়ী, শরণ, উমাপতি ধর এবং জয়দেব।
3. বরাহমিহির রচিত কয়েকটি গ্রন্থের নাম কী?
উত্তর:– বৃহৎসংহিতা, পঞ্চসিদ্ধান্তিকা, বৃহজাতক, লঘুজাতক ইত্যাদি।
4. বরাহমিহির রচিত জ্যোতিষশাস্ত্র বিষয়ক গ্রন্থটির নাম কী ?
উত্তর:– বৃহৎসংহিতা।
5. চরকসংহিতার আলোচ্য বিষয় কী?
উত্তর:– আয়ুর্বেদশাস্ত্র।
6. সুশুতের মতানুযায়ী শল্য প্রক্রিয়ার ভেদগুলি লেখো।
উত্তর:– ৭টি ভেদ। এগুলি – ছেদন, ভেদন, লেখন, এষ্যন, আহরণ, বিস্রবণ এবং সীবন।
7. প্রাচীনতম বেদ কোনটি?
উত্তর:– ঋগবেদ হলো প্রাচীনতম বেদ।
8. ‘স্বপ্নবাসবদত্ত’ কার রচনা?
উত্তর:– ‘স্বপ্নবাসবদত্ত’ নাটকের রচয়িতা মহাকবি ভাস।
9. বরাহমিহির রচিত উল্লেখযোগ্য গ্রন্থের নাম লেখো।
উত্তর:– বরাহমিহির রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হলো ‘পসিদ্ধান্তিকা।
10. চরকসংহিতার আলোচ্য বিষয় কী?
উত্তর:– চরকসংহিতার বিষয়বস্তু হলো চিকিৎসাবিদ্যা।
11. ‘মৃচ্ছকটিক’ শব্দের অর্থ কী?
উত্তর:– ‘মৃচ্ছকটিক’ বলতে বোঝায় মাটির তৈরি ছোটো গাড়ি।
12. ‘গীতগোবিন্দম্ কাব্যে কটি সর্গ আছে?
উত্তর:– জয়দেব রচিত গীতগোবিন্দম্ কাব্য ১২টি সর্গে বিন্যস্ত।
13. একটি ভারতীয় শল্য চিকিৎসাগ্রন্থের নাম লেখো।
উত্তর:– ভারতীয় শল্য চিকিৎসাগ্রন্থ হলো সুশ্রুতসংহিতা।
14. ভাস ক’টি একাঙ্ক নাটক রচনা করেন?
উত্তর:– ভাস রচিত একাঙ্ক নাটকের সংখ্যা ৫।
15. ‘মৃচ্ছকটিক নাটকের উৎস উল্লেখ করো।
উত্তর:– ‘মৃচ্ছকটিকম’রচনায় শূদ্রক প্রেরণা পান গুণাঢ্য রচিত বৃহকথা’, সোমদেব রচিত কথাসরিৎসাগর’ এবং ভাস রচিত চারুদত্ত’ নাটক থেকে।
16. শকুন্তলার দুই সখীর নাম লেখো।
উত্তর:– অনুসূয়া এবং প্রিয়ংবদা হলেন শকুন্তলার দুই সহচরী।
17. কোথায় ভাসের নাটকগুলি খুঁজে পাওয়া যায়?
উত্তর:– পদ্মনাভপুরম্ অঞলের নিকটস্থ মল্লিকার মঠে ভাসের নাটকগুলি খুঁজে পাওয়া যায়।
18. সুশ্রুতসংহিতা’ গ্রন্থে তন্ত্র সংখ্যা কত?
উত্তর:– ‘সুশ্রুতসংহিতা’য় ২টি তন্ত্র-পূর্বতন্ত্র এবং উত্তরতন্ত্র।
19. মেঘদূতে ক’টি ভাগ ও কী কী?
উত্তর:– দু’টি ভাগ আছে। যথা – পূর্বমেঘ এবং উত্তরমেঘ।
20. মেঘদূতে যক্ষকে কে অভিশাপ দেয়?
উত্তর:– তাঁর প্রভু কুবের অভিশাপ দেয়।
21. মুদ্রারাক্ষস’ নাটকের প্রধান রস কী?
উত্তর:– প্রধান রস হলো বীররস।
22. মেঘদূতের একজন টীকাকারের নাম উল্লেখ করো।
উত্তর:– মেঘদূতের টীকাকার হলেন মল্লিনাথ।
23. ভাসের লেখা নাটকগুলি কবে খুঁজে পাওয়া যায়?
উত্তর:– ১৯০৯ সালে খুঁজে পাওয়া যায়।
24. বরাহমিহির কার রাজসভায় ছিলেন?
উত্তর:– বিক্রমাদিত্যের রাজসভায় ছিলেন জ্যোতির্বিদ বরাহমিহির।
25. আর্যভট্ট রচিত গ্রন্থগুলি কী ?
উত্তর:– আর্যভট্টীয়ম্, আর্যাষ্টশতক এবং দশগীতিকা সূত্র—এগুলি আর্যভট্ট রচনা করেন।
26. মেঘদূত কাব্যে যক্ষ কোন পর্বতে নির্বাসিত হন?
উত্তর:– রামগিরি পর্বতে নির্বাসিত হন।
27. মেঘদূতে কোথায় মেঘের যাত্রাপথের বর্ণনা আছে?
উত্তর:–
মতির পূর্বমেঘ পর্বে এই বর্ণনা
আছে।
28. অভিজ্ঞানশকুন্তলম্’ নাটকে অভিজ্ঞান’শব্দের অর্থ কী?
উত্তর:– এর অর্থ হলো স্মারক বস্তু।
29. ‘মুদ্রারাক্ষস’ নাটক কোন পটভূমিতে লেখা হয়েছে?
উত্তর:– রাজনৈতিক পটভূমিকায় নাটকটি লিখিত।
30. ভাস রচিত বালচরিত’ নাটকের উৎস লেখো।
উত্তর:– এর উৎস হলো মহাভারত এবং ভাগবত।
31. ভাসের একটি অসমাপ্ত নাটকের নাম লেখো।
উত্তর:– মরী চারুদত্ত’ নাটকটি অসমাপ্ত নাটক।
32. চরকসংহিতা’ কোন মনীষীদের চেষ্টায় রচিত হয়েছে?
উত্তর:– চার মনীষীর যৌথ প্রয়াসে চরকসংহিতা লিখিত হয়েছে। তারা হলেন অগ্নিবেশ, পুনর্বসু অভেয়, চরক এবং দৃঢ়বল।
33. মেঘদূত অনুসরণে রচিত একটি দূতকাব্যের নাম লেখো।
উত্তর:– একটি দূতকাব্য হলো ধৌয়ী রচিত ‘পবনদূত’।
34. কোন সংস্কৃত নাটকে কোনো স্ত্রী-চরিত্র নেই?
উত্তর:– বিশাখদত্ত রচিত মুদ্রারাক্ষস’ নাটক।
35. কালিদাসকে শেকসপিয়রের সঙ্গে তুলনা করেছেন কোন বিদেশি মনীষী?
উত্তর:– স্যার উইলিয়াম জোন্স।
36. ‘মৃচ্ছকটিক’ নাটকের একজন টীকাকারের নাম লেখো।
উত্তর:– ‘মৃচ্ছকটিকম্’ -এর শ্রেষ্ঠ টীকাকার পৃথ্বীধর।
37. ‘গীতগোবিন্দম্ কাব্যের উৎস লেখো।
উত্তর:– ভাগবতের দ্বাদশ স্কন্ধ অনুসরণে কবি জয়দেব রচনা করেছেন গীতগোবিন্দম্।
38. কারা জয়দেবের পিতা-মাতা?
উত্তর:– জয়দেবের পিতা হলেন ভোজদেব এবং মাতা হলেন বামাদেবী।
39. জয়দেবের কোথায় জন্ম হয়?
উত্তর:– বীরভূমের অজয় নদের তীরবর্তী কেন্দ্রবিন্দ গ্রামে জয়দেবের জন্ম হয়।
40. ‘মুদ্রারাক্ষস’ নাটকের প্রধান চরিত্র কে?
উত্তর:– এই নাটকের প্রধান চরিত্র হলেন চাণক্য।
41. ‘সুশ্রুতসংহিতা রচনাকারী কয়েকজন টীকাকারের নাম লেখো।
উত্তর:– এঁরা হলেন – জৈয়ট, ডম্বণ, শ্রীমাধব, কৌপালিক প্রমুখ।
42. ‘মৃচ্ছকটিক’ নাটকে চারুদত্তের বাড়িতে কে চুরি করতে গিয়েছিল ?
উত্তর:–
শর্বিক চুরি করতে গিয়েছিল।
43. মেঘদূতের নায়ক কে?
উত্তর:– যক্ষ।
44. শূদ্রকের লেখা নাটকটির নাম কী?
উত্তর:– মৃচ্ছকটিক।
45. প্রতিজ্ঞাযৌগন্ধরায়ণ কার লেখা?
উত্তর:– ভাসের।
46. ভাসের নাটকের সংখ্যা কয়টি?
উত্তর:– ১৩টি।
47. মেঘদূতে যক্ষ কোন পর্বতে বাস করত?
উত্তর:– রামগিরি।
48. চরক কোন বিষয়ে পণ্ডিত ছিলেন?
উত্তর:– আয়ুর্বেদশাস্ত্রে।
49. একটি সংস্কৃত বিয়োগান্ত নাটকের নাম লেখো।
উত্তর:– ঊরুভঙ্গ।
50. আর্যভট্ট কোন বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট?
উত্তর:– জ্যোতির্বিদ্যা।
51. বরাহমিহির রচিত যেকোনো একটি গ্রন্থের নাম লেখো।
উত্তর:– বৃহৎসংহিতা।
52. আয়ুর্বেদের উৎস কোন বেদ?
উত্তর:– অথর্ববেদ।
53. দুষ্যন্তের বিদূষকের নাম কী?
উত্তর:– মাধব্য।
54. কে শকুন্তলাকে অভিশাপ দেন?
উত্তর:–
দুর্বাসা মুনি।
55. দুর্বাসার অভিশাপটি লেখো।
উত্তর:– বিচিন্তয়ন্তী যমনন্য মানসা তপোধনং বেসি ন মামুপস্থিতম। স্মরিষ্যতি ত্বাং ন স বোধিতোহপিসন কথং প্রমত্তর প্রথমং কৃতামিব।
56. “কো নামোসোয়দকোন নবমালিকা সিতি” – কে, কাকে বলেছিল ?
উত্তর:– প্রিয়ংবদা অনসূয়াকে বলেছিল।
57. অভিজ্ঞান কথার অর্থ কী ?
উত্তর:– স্মারক চিহ্ন।
58. কমুনির অপর নাম কী?
উত্তর:– কশ্যপ।
59. উদয়নের বীণার নাম কী?
উত্তর:– ঘোষবতী।
60. কালিদাসের পূর্বযুগের নাট্যকারদের মধ্যে কোন নাট্যকাবের নাম সর্বাগ্রে উল্লেখযোগ্য?
উত্তর:– অশ্বঘোষ, ভাস।
61. সংস্কৃত সাহিত্যে স্ত্রীভূমিকা বর্জিত একমাত্র ঐতিহাসিক নাটক কোনটি?
উত্তর:– মুদ্রারাক্ষসম্।
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : সংস্কৃত সাহিত্যের ইতিহাস
| HS Sanskrit Question and Answer : উচ্চমাধ্যমিক সংস্কৃত
– সংস্কৃত সাহিত্যের ইতিহাস | প্রশ্ন
ও উত্তর | HS Sanskrit Question
and Answer নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 12
Sanskrit Question and Answer, Suggestion, Notes – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন
উত্তর (MCQ, Very Short,
Short, Descriptive Question and Answer) গুলি আগামী
West Bengal Class 12th Twelve XII Sanskrit Examination – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
তোমরা যারা সংস্কৃত সাহিত্যের ইতিহাস | – উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর | HS Sanskrit Question and
Answer Question and Answer খুঁজে চলেছ,
তারা নিচে
দেওয়া প্রশ্ন
ও উত্তর
গুলো ভালো
করে পড়তে
পারো।
সংস্কৃত সাহিত্যের ইতিহাস | –
উচ্চমাধ্যমিক দ্বাদশ
শ্রেণীর সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর | HS Class 12th Sanskrit Question and
Answer
” উচ্চমাধ্যমিক সংস্কৃত – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII / WB Class 12
/ WBCHSE / Class 12 Exam / West Bengal Board of Secondary Education – WB
Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12 Pariksha
) এখান
থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.tarakexamcenter.in এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর
( উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন / উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ও উত্তর । HS Sanskrit Suggestion / HS Sanskrit Question and Answer / Class 12
Sanskrit Suggestion / Class 12 Pariksha Sanskrit Suggestion / Sanskrit
Class 12 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and
Answer / HS Sanskrit Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং
প্রশ্ন ও উত্তর (HS Sanskrit Suggestion / West Bengal Twelve XII
Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Sanskrit Suggestion /
HS Sanskrit Question and Answer / Class 12 Sanskrit Suggestion /
Class 12 Pariksha Suggestion / HS Sanskrit Exam Guide / HS Sanskrit
Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020,
2019, 2017, 2016, 2015 / HS Sanskrit Suggestion MCQ , Short ,
Descriptive Type Question and Answer. / HS Sanskrit Suggestion FREE
PDF Download) সফল হবে।
সংস্কৃত সাহিত্যের ইতিহাস
| প্রশ্ন ও উত্তর
সংস্কৃত সাহিত্যের
ইতিহাস | – প্রশ্ন ও উত্তর
| সংস্কৃত সাহিত্যের ইতিহাস
| HS Sanskrit
Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | প্রশ্ন ও
উত্তর। সংস্কৃত
সাহিত্যের ইতিহাস | MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক
সংস্কৃত সংস্কৃত সাহিত্যের ইতিহাস | MCQ প্রশ্ন ও উত্তর
| সংস্কৃত সাহিত্যের ইতিহাস
| HS Sanskrit
Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | MCQ প্রশ্ন উত্তর।
সংস্কৃত সাহিত্যের ইতিহাস
| SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির সংস্কৃত
সংস্কৃত সাহিত্যের
ইতিহাস | SAQ সংক্ষিপ্ত প্রশ্ন
ও উত্তর
| সংস্কৃত সাহিত্যের ইতিহাস
| HS Sanskrit
Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | SAQ সংক্ষিপ্ত প্রশ্ন
উত্তর।
দ্বাদশ শ্রেণি
সংস্কৃত – সংস্কৃত
সাহিত্যের ইতিহাস | MCQ প্রশ্ন
উত্তর | Higher Secondary
Sanskrit
উচ্চমাধ্যমিক সংস্কৃত
(Higher Secondary Sanskrit) – সংস্কৃত
সাহিত্যের ইতিহাস | –
প্রশ্ন ও
উত্তর | সংস্কৃত সাহিত্যের ইতিহাস | | Higher Secondary Sanskrit
Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | প্রশ্ন উত্তর | HS Sanskrit Question and Answer Question and Answer,
Suggestion
উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | | উচ্চমাধ্যমিক
সংস্কৃত প্রশ্ন
ও উত্তর
– সংস্কৃত সাহিত্যের ইতিহাস
| | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক
সংস্কৃত প্রশ্ন
ও উত্তর
– সংস্কৃত সাহিত্যের ইতিহাস
| | উচ্চমাধ্যমিক সংস্কৃত
সহায়ক – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | – প্রশ্ন
ও উত্তর
। HS Sanskrit Question and Answer,
Suggestion | HS Sanskrit Question and Answer Suggestion | HS Sanskrit
Question and Answer Notes | West Bengal HS Class 12th Sanskrit Question and Answer
Suggestion.
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Sanskrit Question and Answer,
Suggestion
উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | প্রশ্ন উত্তর
প্রশ্ন ও
উত্তর | সংস্কৃত সাহিত্যের ইতিহাস | ।
HS Sanskrit Suggestion.
WBCHSE Class 12th Sanskrit Suggestion | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস |
WBCHSE HS
Sanskrit Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | প্রশ্ন উত্তর
প্রশ্ন ও
উত্তর ।
সংস্কৃত সাহিত্যের ইতিহাস
| | HS Sanskrit
Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | – প্রশ্ন
উত্তর প্রশ্ন
ও উত্তর
।
HS Sanskrit Question and Answer Suggestions | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর
HS Sanskrit
Question and Answer উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর HS Sanskrit Question and
Answer উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর প্রশ্ন ও উত্তর
– সংস্কৃত সাহিত্যের ইতিহাস
| MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী
প্রশ্ন ও
উত্তর ।
WB Class 12 Sanskrit Suggestion | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
HS Sanskrit
Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – সংস্কৃত সাহিত্যের ইতিহাস | MCQ প্রশ্ন ও উত্তর
। HS Sanskrit Question and Answer
Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর।
West Bengal Class 12 Sanskrit Suggestion Download WBCHSE Class 12th Sanskrit short question suggestion . HS Sanskrit Suggestion download Class 12th Question Paper Sanskrit. WB Class 12 Sanskrit suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।