উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer
উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question and Answer
প্রিয় ছাত্র ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম|| আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য || যা উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত HS টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||
MCQ প্রশ্নোত্তর
[মান
১]
শ্রীগঙ্গাস্তোত্রম
1. জঠরে
পদটির
সংস্কৃত
প্রতিশব্দ
কী?
(A) গর্ভ (B) উদর (C) মস্তিষ্ক (D) বক্ষ
উত্তরঃ- (A) গর্ভ
1. পারাবারবিহারিণী
বলতে
কাকে
বোঝানো
হয়েছে?
(A) আলকানন্দা (B) যমুনা (C) গঙ্গা (D) সরস্বতী
উত্তরঃ- (C) গঙ্গা
3. শ্রীগঙ্গাস্তোত্রম্
পাঠ্যাংশে
কয়টি
স্তোত্র
আছে?
(A) নয়টি (B) আটটি (C) দশটি (D) এগারোটি
উত্তরঃ- (C) দশটি
4. ‘স্তোত্র’ কথার অর্থ
কী
?
(A) মন্ত্র (B) জপ (C) স্তব (D) তপস্যা
উত্তরঃ- (A) মন্ত্র
5. অলকানন্দা
বলতে
কী
বোঝানো
হয়েছে
?
(A) নাবালোক (B) অলকাপুরী (C) গঙ্গা (D) মহাদেব
উত্তরঃ- (B) অলকাপুরী
6. ভৃত্যরণ্যে
কথার
অর্থ
কী
?
(A) ভৃত্য পরিবৃতা (B) ভৃত্য নির্ভরশীলা (C) ভৃত্য আশ্রয়দাত্রী (D) ভৃত্যের সহায়
উত্তরঃ- (C) ভৃত্য
আশ্রয়দাত্রী
7. শঙ্করাচার্য
কোন
রাজ্যের
অধিবাসী
?
(A) কেরল (B) কর্ণাটক (C) অপ্রদেশ (D) পারস্য
উত্তরঃ- (A) কেরল
8. দেবতাদের
ঈশ্বরী
কে?
(A) গঙ্গা (B) যমুনা (C) শিপ্রা (D) বিতস্তা
উত্তরঃ- (A) গঙ্গা
9. “তব
কৃপয়া
চেতঃ
স্রোতঃ
স্নাতঃ”কার কৃপা?
(A) গঙ্গা (B) বিয়ু (C) শিব (D) কৃষ্ণ
উত্তরঃ- (A) গঙ্গা
10. শ্রীগঙ্গাস্তোত্রম্
– এর
লেখক
কে?
(A) গোবিন্দকৃষ্ণ মোদক (B) শ্রীশঙ্করাচার্য (C) ত্রিবিক্রমভট্ট (D) স্কন্দরাজ
উত্তরঃ- (B) শ্রীশঙ্করাচার্য
11. মুনিবরকন্যে’– এখানে কোন
মুনির
কথা
বলা
হয়েছে?
(A) জহ্ন (B) কশ্যপ (C) বিশ্বামিত্র (D) নারদ
উত্তরঃ- (A) জহ্ন
12. পৃথিবীর
কল্পলতা
কে?
(A) যমুনা (B) গঙ্গা (C) বিতস্তা (D) শিপ্রা
উত্তরঃ- (B) গঙ্গা
13. গঙ্গা
কার
জননী
?
(A) ভীম (B) ভগীরথ (C) ভৃগু (D) ভীষ্ম
উত্তরঃ- (D) ভীষ্ম
14. গঙ্গার
অপর
নাম
কী
?
(A) জানকী (B) জাহ্নবী (C) জাবেদা (D) জাতকী
উত্তরঃ- (B) জাহ্নবী
15. ‘ত্রিভুবন
সারে’ কথার অর্থ
কী?
(A) ত্রিভুবনের শ্রেষ্ঠা (B) ত্রিভুবন (C) ত্রিভুবনবাসী (D) স্বর্গ, মর্ত্য, পাতাল
উত্তরঃ- (A) ত্রিভুবনের
শ্রেষ্ঠা
16. কুমতিকলাপম
কাকে
বলা
হয়েছে?
(A) কুবুদ্ধিসমূহ (B) কুদৃশ্যাবলি (C) কুৎসিতরূপসম্পন্ন (D) আকাঙ্ক্ষা
উত্তরঃ- (A) কুবুদ্ধিসমূহ
17. গঙ্গা
কোন
দেবতার
জটাজলে
বিহার
করেন
?
(A) ব্রহ্লা (B) মহাদেব (C) বিয়ু (D) কৃষ্ণ
উত্তরঃ- (B) মহাদেব
18. ত্রিভুবনতারিণী কাকে
বলা
হয়েছে?
(A) পদ্মা (C) যমুনা (D) কৃষ্ণ
উত্তরঃ- (B) গঙ্গা
19. গঙ্গার
উৎপত্তি
কোথায়?
(A) গোমুখ (B) হরিপাদপম (C) হিমবাহ (D) শিবশির
উত্তরঃ- (B) হরিপাদপম
20. ‘ত্বমসি গতির্মম’ – ত্বম পদে
কাকে
বোঝানো
হয়েছে?
(A) সতী (B) লক্ষ্মী (C) গঙ্গা (D) পার্বতী
উত্তরঃ- (C) গঙ্গা
21. ভবসাগর
বলতে
কোন
সাগরকে
বোঝানো
হয়েছে?
(A) গঙ্গা (B) যমুনা (C) বিতস্তা (D) সরস্বতী
উত্তরঃ- (A) গঙ্গা
22. ভবসাগর কথার
অর্থ
কী
?
(A) ভারত মহাসাগর (B) বঙ্গোপসাগর (C) সংসাররূপ সাগর (D) গঙ্গাসাগর
উত্তরঃ- (C) সংসাররূপ
সাগর
23. তারিণী শব্দের
অর্থ
–
(A) বৈয়বী (B) কালিকা (C) মাঝি (D) ত্রাণকত্রী
উত্তরঃ- (D) ত্রাণকত্রী
24. ‘শঙ্করমৌলিবিহারিণী’–পদটি কোন
বিভক্তিতে
আছে?
(A) সপ্তমী (B) দ্বিতীয়া (C) সম্বোধন (D) প্রথমা
উত্তরঃ- (C) সম্বোধন
25. ‘মুনিবরকন্যে’ – এখানে মুনিবর
কে?
(A) জহ্নু (B) কশ্যপ (C) বিশ্বামিত্র (D) নারদ
উত্তরঃ- (A) জহ্নু
26. ‘মৌলি’
শব্দের
অর্থ
–
(A) পুষ্প (B) মুকুট (C) চন্দ্র (D) ত্রিশূল
উত্তরঃ- (B) মুকুট
27. গঙ্গাজলের মহিমা –
(A) ব্যাকরণশাস্ত্রে প্রসিদ্ধ (B) বেদাদিশাস্ত্রে প্রসিদ্ধ (C) গণিতশাস্ত্রে প্রসিদ্ধ (D) জ্যোতিষশাস্ত্রে প্রসিদ্ধ
উত্তরঃ- (B) বেদাদিশাস্ত্রে
প্রসিদ্ধ
28. নিগম শব্দের অর্থ
–
(A) স্মৃতি (B) পুরাণ (D) কোনোটিই নয়
উত্তরঃ- (C) বেদাদিশাস্ত্র
29. “পরম্পদং খলু
তেন
গৃহীতম” – কে পরমপদ
প্রাপ্ত
হয়?
(A) যে গঙ্গাকে দর্শন করে (B) যে গঙ্গাজল পান করে (C) যে গঙ্গাতীরে বাস করে (D) যে গঙ্গায় স্নান করে
উত্তরঃ- (B) যে
গঙ্গাজল
পান
করে
30. শ্রীগঙ্গাস্তোত্রম্ কোন
শ্রেণির
রচনা?
(A) শ্লোক (B) ভাষ্য (C) স্তোত্র (D) দার্শনিক রচনা
উত্তরঃ- (C) স্তোত্র
31. তব জলমহিমা ……….. খ্যাতঃ”–
(A) অলকায় (B) নিগমে (C) ভুবনে (D) স্বর্গে
উত্তরঃ- (B) নিগমে
32. কার
দুষ্কর্মের
ভার
দূর
করতে
বলা
হয়েছে?
(A) ভারতের (B) পৃথিবীর (C) শঙ্করাচার্যের (D) সগরবংশের
উত্তরঃ- (C) শঙ্করাচার্যের
33. গঙ্গাজলের মহিমা
কোথায়
প্রশংসিত
?
(A) বেদাদিতে (B) পুস্তকে (C) বিদেশে (D) ভারতে
উত্তরঃ- (A) বেদাদিতে
34. গঙ্গা বাস করেন
–
(A) বিষ্ণুর চরণে (B) শিবের মাথায় (C) ব্ৰত্মার চরণে (D) ইন্দ্রের চরণে
উত্তরঃ- (B) শিবের
মাথায়
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর [মান ১] শ্রীগঙ্গাস্তোত্রম
1. গঙ্গার তরঙ্গের
প্রকৃতি
কেমন?
উত্তরঃ- গঙ্গার তরঙ্গ অত্যন্ত চঞ্চল প্রকৃতির।
2. গঙ্গার
অপর
নাম
জাহ্নবী
কেন?
উত্তরঃ- জহ্নমুনির কান মতান্তরে জানু বা হাঁটু দিয়ে গঙ্গার নির্গমন ঘটেছিল বলে গঙ্গার অপর নাম জাহ্নবী।
3. গঙ্গাকে
সুখদে
শুভদে
বলা
হয়
কেন?
উত্তরঃ- দেবী গঙ্গা একইসঙ্গে মানুষকে সুখ দেন ও সকলের মঙ্গল করেন। এজন্য একথা বলা হয়েছে।
4. গঙ্গার
প্রতি
কারা
চল
কটাক্ষপাত
করেন?
উত্তরঃ- অন্য দেববধূরা দেবী গঙ্গার প্রতি চঞ্চল কটাক্ষপাত করেন।
5. গঙ্গার অপর
নাম
ভীষ্মজননী
কেন?
উত্তরঃ- গঙ্গার রূপে আকৃষ্ট হয়ে রাজা শান্তনু গঙ্গাকে বিয়ে করেন। এরপর গঙ্গার গর্ভে ভীষ্মরূপী অষ্টম বসুর জন্ম হয়। এজন্য গঙ্গার অপর নাম ভীষ্মজননী।
6. অলকানন্দে কোন
বিভক্তি?
উত্তরঃ- সম্বোধনে প্রথমা বিভক্তি।
7. ‘মুনিবরকন্যে’ – মুনিবর কে?
উত্তরঃ- জহ্ন।
8. ‘বৈকুণ্ঠে
তস্য
নিবাস’ – তস্য পদে
কার
কথা
বোঝানো
হয়েছে?
উত্তরঃ- গঙ্গার তীরে যাদের বসবাস তাদের বৈকুণ্ঠে নিবাস বলে ধরে নেওয়া হয়।
9. গঙ্গাকে
কল্পলতা
বলা
হয়েছে
কেন?
উত্তরঃ- কল্পতরুর কাছে মানুষ যা চায় তা-ই পায়। সেইরূপ গঙ্গার কাছে প্রার্থনা স্বরূপ যা চাওয়া যায় গঙ্গা তা-ই ফলদান করে, তাই।
10. ত্রিভুবন বলতে
কী
বোঝানো
হয়েছে?
উত্তরঃ- দেবী গঙ্গার পবিত্র বারিস্পর্শে তিনটি ভুবন অর্থাৎ স্বর্গ, মর্ত্য ও পাতাল পাপ থেকে মুক্ত হয় বলে একথা বলা হয়েছে।
11. গঙ্গাবাচক
শব্দের
কয়েকটি
প্রতিশব্দ
কী?
উত্তরঃ- জাহবী, ভাগীরথী, ভগবতী, ভীষ্মজননী, শঙ্করমৌলিবিহারিণী।
12. গঙ্গাস্তোত্রম-এর
রচয়িতা
কে?
উত্তরঃ- ‘গঙ্গাস্তোত্রম’ -এর রচয়িতা হলেন অষ্টম-নবম শতকের প্রখ্যাত দার্শনিক-কবি শ্ৰীশঙ্করাচার্য।
13. গঙ্গাজলের
মহিমা
কোথায়?
উত্তরঃ- গঙ্গায় স্নান করলে পুনর্জন্মের হাত থেকে বাঁচা যায়।
14. জাহ্নবী
কার
নাম
এবং
কেন?
উত্তরঃ- জহ্ন মুনির কান মতান্তরে জানু বা হাঁটু দিয়ে গঙ্গার নির্গমন ঘটেছিল বলে গঙ্গার অপর নাম জাহ্নবী।
15. “হর মে ভগবতী” কাকে, কী
হরণ
কারার
কথা
বলা
হয়েছে?
উত্তরঃ- গঙ্গাকে শোক, তাপ, পাপ, রোগ হরণ করার কথা বলা হয়েছে।
16. ‘নহেং জানে’ – কে, কী
জানে
বা
বলেছে?
উত্তরঃ- শঙ্করাচার্য গঙ্গাদেবীর মহিমা জানেন।
17. “কুরু কৃপয়া” – কৃপা করে
কী
করার
কথা
বলা
হয়েছে?
উত্তরঃ- ভবসাগর পার করার কথা বলা হয়েছে।
18. ‘মম মতি বাস্তম’ – কার মতি
এবং
তা
কোথায়
থাকার
কথা
বলা
হয়েছে?
উত্তরঃ- শঙ্করাচার্যের মতি গঙ্গার পদকমলে থাকার কথা বলা হয়েছে।
19. ‘গঙ্গাস্তোত্রম -এ
গঙ্গা
ছাড়া
অন্য
কোন
দেবতার
নাম
করা
হয়েছে?
উত্তরঃ- এঁরা হলেন শঙ্কর বা শিব, হরি বা বিষ্ণু, দেবরাজ ইন্দ্র এবং যমরাজ।
20. ‘কলুষ’ শব্দের অর্থ
কী?
উত্তরঃ- এর অর্থ পাপ।
21. শঙ্করাচার্য রচিত
একটি
দার্শনিক
গ্রন্থের
নাম
লেখো।
উত্তরঃ- গ্রন্থটির নাম শারীরকসূত্ৰভাষ্য।
22. গঙ্গাকে
প্রণাম
করলে
কী
হয়?
উত্তরঃ- গঙ্গাকে প্রণাম করলে সব দুঃখ থেকে মুক্তি লাভ করা যায়।
23. গঙ্গাদেবী
কোথা
থেকে
নিঃসৃত
হচ্ছেন?
উত্তরঃ- পৌরাণিক কাহিনি অনুসারে গঙ্গা বিয়ুর চরণ-কমল থেকে নিঃসৃত হচ্ছেন।
24. গঙ্গার
২টি
মহিমা
উল্লেখ
করো।
উত্তরঃ- গঙ্গার অনেক মহিমার মধ্যে ২টি হলো —(১) গঙ্গাকে প্রণাম করলে শোক এড়ানো যায়। (২) যে গঙ্গার জল পান করে সে পরমপদ লাভ করে।
25. গঙ্গার
ভক্তকে
কে
স্পর্শ
করতে
পারে
না?
উত্তরঃ- গঙ্গাদেবীর ভক্তকে যমরাজও স্পর্শ করতে পারেন না।
26. ‘গঙ্গাস্তোত্রম্
ছাড়া
শঙ্করাচার্যের
অন্য
একটি
স্তোত্র-কবিতার
নাম
লেখো।
উত্তরঃ- শঙ্করাচার্য রচিত অন্য একটি স্তোত্র-কবিতা হলো ‘ভবান্যষ্টক’
27. গঙ্গাকে
কোন
বৃক্ষশাখার
সঙ্গে
তুলনা
করা
হয়েছে?
উত্তরঃ- কল্প বৃক্ষশাখার সঙ্গে দেবী গঙ্গাকে তুলনা করা হয়েছে।
28. গঙ্গাকে
কে
প্রণাম
করেন?
উত্তরঃ- দেবরাজ ইন্দ্র গঙ্গাকে প্রণাম করেন।
29. ‘শঙ্করমৌলি’ পদে মৌলি
শব্দের
অর্থ
কী?
উত্তরঃ- মৌলি বলতে বোঝায় মস্তক। গঙ্গা শিবের চুলের জটায় বসবাস করেন।
30. কাকে
বলা
হয়
বৈকুণ্ঠ?
উত্তরঃ- ভগবান বিষ্ণুর বসবাসের স্থানকে বলে বৈকুণ্ঠ বা বিষ্ণুলোক। বিষ্ণুর চরণ থেকেই দেবী নির্গত হন।
31. তম
পদকমলে— কার পদকমলে?
উত্তরঃ- গঙ্গার।
32. “শংকরমৌলিবিহারিণী
বিমলে” – বিমলে কাকে
বলা
হয়েছে
এবং
কেন?
উত্তরঃ- গঙ্গা দেবীকে বলা হয়েছে, কারণ গঙ্গার জল পবিত্র, তাই।
33. গঙ্গাকে
'কল্পলতা'
বলা
হয়েছে
কেন?
অথবা, কল্পলতা কীভাবে
ফলদান
করে?
উত্তরঃ- কল্পবৃক্ষ যেমন সকলের ইচ্ছাপূরণ করে, তেমনই মর্ত্যে গঙ্গা জলরঙ্গে বিভিন্নভাবে সকলের ইচ্ছাপূরণ করে বা ফলদান করে, তাই গঙ্গাকে কল্পলতা বলা হয়েছে।
34. ‘ত্রিভুবনতারিণী’ বলার কারণ
কী?
অথবা, গঙ্গা ক-টি
ভুবন
পরিত্রাণ
করেন?
উত্তরঃ- ত্রিভুবন অর্থাৎ স্বর্গ, মর্ত্য ও পাতাল। ‘তারিণী’ অর্থাৎ, পরিত্রাণকারিণী বা পবিত্রকারিণী, তাই গঙ্গাকে ‘ত্রিভুবনতারিণী’ বলা হয়েছে।
35. ‘দেবী
সুরেশ্বরী’—এখানে ‘সুরেশ্বরী’ বলতে কাকে
বোঝানো
হয়েছে,
কেন?
উত্তরঃ- এখানে দেবী গঙ্গাকে সুরেশ্বরী বলা হয়েছে।
36. ‘শংকরমৌলিবিহারিণী’ কে এবং
তাঁকে
এমন
বলার
কারণ
কী?
উত্তরঃ- শংকর অর্থাৎ শিব, মৌলি অর্থাৎ জটা, বিহারিণি অর্থাৎ অবস্থানকারিনী। দেবী গঙ্গা শিবের মস্তকে অবস্থান করায় তাকে শংকর মৌলিবিহারিণী বলা হয়েছে।
37. ‘শংকর
মৌলিবিহারিণী
বিমলে’—‘বিমলে’ কাকে বলা
হয়েছে
এবং
কেন?
উত্তরঃ- বিমলে বলতে দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে। কারণ হিন্দুশাস্ত্র মতে গঙ্গার জল পবিত্র, তাই তাকে ‘বিমলে’ বলে সম্বোধন করা হয়েছে।
38. ‘ভাগীরথী’ বলে কাকে
সম্বোধন
করা
হয়েছে?
অথবা, গঙ্গাকে ভাগীরথী
বলা
হয়
কেন?
উত্তরঃ- রাজা ভগীরথ তপস্যা করে দেবী গঙ্গাকে মর্ত্যে আনেন বলে গঙ্গাকে ভাগিরথী বলে সম্বোধন করা হয়েছে।
39. গঙ্গাকে
‘পারাবারবিহারিণী'
বলা
হয়েছে
কেন?
উত্তরঃ- ‘পারাবার’ শব্দের অর্থ সমুদ্র। গঙ্গা হিমালয় থেকে নির্গত হয়ে বঙ্গোপসাগরে অর্থাৎ সমুদ্রে মিলিত হয়েছে। তাই গঙ্গাকে ‘পারাবারবিহারিণি' বলে সম্বোধন করেছেন।
40. 'ত্রিভুবনধন্যে’ বলে— কাকে, কেন
সম্বোধন
করা
হয়েছে?
উত্তরঃ- দেবী গঙ্গা ত্রিভুবন ত্রাণকারিণী বা উদ্ধারকারিণী বলে দেবী গঙ্গাকে ত্রিভুবনধন্যে বলে সম্বোধন করা হয়েছে।
41. পতিতোদ্ধারিণী
কাকে,
কেন
বলে?
উত্তরঃ- পবিত্র গঙ্গার জলে পতিত জনেরা উদ্ধার হয় বলে দেবী গঙ্গাকে ‘পতিতোদ্ধারিণী’ বলা হয়েছে।
42. গঙ্গাকে
বসুধাহারে
বলা
হয়েছে
কেন?
উত্তরঃ- গঙ্গা ‘বসুধা’ (ভারতবর্ষের) কন্ঠে হার (মালা) রূপে বিরাজ করায় গঙ্গাকে ‘বসুধাহারে’ বলা হয়েছে।
43. গঙ্গাকে
ভগবতী
বলা
হয়েছে
কেন?
উত্তরঃ- ‘ভগ’ শব্দের অর্থ ছটি গুণযুক্ত। অর্থাৎ, দেবী গঙ্গা ষড়ৈশ্বর্যশালিনী, (ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য) হওয়ায় তাঁকে ভগবতী বলা হয়েছে।
44. ত্রিভুবন
কী?
উত্তরঃ- স্বর্গ, মর্ত্য ও পাতাল—এই তিনটিকে একত্রে ত্রিভুবন বলা হয়।
45. অলকানন্দা
কে?
উত্তরঃ- গঙ্গার চারটি ধারার মধ্যে একটি ধারার নাম অলকানন্দা। তাই কবি শ্রীশঙ্করাচার্য দেবী গঙ্গাকে অলকানন্দা বলে সম্বোধন করেছেন।
46. ইহলোকে
কারা
পতিত
না?
উত্তরঃ- যাঁরা দেবী গঙ্গাকে ভক্তিভরে প্রণাম করেন, তাঁরা ইহলোকে পতিত হন না।
47. গঙ্গা
কার
জননী?
উত্তরঃ- ভীষ্মের জননী হলেন দেবী গঙ্গা।
48. গঙ্গাকে
স্বর্গ
থেকে
কে
মর্ত্যলোকে
নিয়ে
আসেন?
উত্তরঃ- সগর বংশীয় রাজা ভগীরথ.তপস্যা করে দেবী গঙ্গাকে স্বর্গ থেকে মর্ত্যে আনেন।
49. ‘প্রণমতি’ শব্দের ব্যুৎপত্তি
নির্ণয়
করো।
উত্তরঃ- প্র-নম্ + লট্ তি
50. গঙ্গার
স্রোতে
স্নানের
ফল
কী?
অথবা, “পুনরপি
জঠরে
সোহাপি
ন
জাতঃ”—কার পুনরায়
জন্ম
হয়
না?
উত্তরঃ- যারা গঙ্গার স্রোতে স্নান করে, তারা পুনরায় মাতৃগর্ভে জন্ম নেয় না ৷
51. দেববধূগণ
গঙ্গাকে
কীভাবে
দেখেন?
উত্তরঃ- দেববধূগণ গঙ্গাকে চঞ্চল কটাক্ষ ঢাউনিতে দেখেন।
52. শ্রীশঙ্করাচার্য
কোন
ধর্মের
প্রচারক?
উত্তরঃ- শ্রীশঙ্করাচার্য বৈদিক ব্রাহ্মণ বা হিন্দু সনাতন ধর্মের প্রচারক।
53. মাতা
গঙ্গার
ভক্তদের
কে
দেখতে
পায়
না?
অথবা, যম কাকে
ছুঁতে
বা
দেখতে
পায়
না?
উত্তরঃ- দেবী গঙ্গার ভক্তদের যম বা মৃত্যুর দেবতা ছুঁতে বা দেখতে পায় না।
54. ‘করুণাপাঙ্গে’ শব্দটির বাংলা
অর্থ
লেখো।
উত্তরঃ- 'করুণাপাঙ্গে’ শব্দটির বাংলা অর্থ হল—হে কৃপাদৃষ্টিসম্পন্না দেবী। S
55. শ্রীশঙ্করাচার্যের
জন্ম
কোথায়?
উত্তরঃ- আনুমানিক অষ্টম শতকে কেরলের কলাদি বা কালাডি গ্রামে শ্রীশঙ্করাচার্য জন্মগ্রহণ করেন। বর্তমানে এটি কেরলের এর্নাকুলাম জেলায় অবস্থিত।
56.দেবী
গঙ্গা
মর্ত্যে
কার
মতো
ফলদান
করে?
উত্তরঃ- দেবী গঙ্গা মর্ত্যে কল্পলতার মতো ফলদান করে।
57. গঙ্গা
পাতালে
কী
নামে
পরিচিত?
উত্তরঃ- দেবী গঙ্গা মর্ত্যে দেবী গঙ্গা পাতালে ভোগবতী নামে পরিচিত।
58. ‘সুখদে
শুভদে
ভৃত্যশরণ্যে'—বলতে
শঙ্করাচার্য
কী
বুঝিয়েছেন?
উত্তরঃ- ভক্তকবি শ্রীশঙ্করাচার্য দেবী গঙ্গাকে সুখপ্রদায়িনী, শুভদায়িনী ও সেবকদের আশ্রয় স্বরূপিনী বোঝাতে ‘সুখদে শুভদে ভৃত্যশরণ্যে’ বলে উল্লেখ করেছেন।
59. ‘হর
মে
ভগবতী’—কাকে, কী
হরণ
করার
কথা
বক্তা
বলেছেন?
উত্তরঃ- ভক্তকবি শ্রীশঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে নিজের রোগ, শোক, পাপ, তাপ ও কুবুদ্ধিসমূহ দূর করার প্রার্থনা জানিয়েছেন।
60. গঙ্গা
স্বর্গে
কী
নামে
পরিচিত?
উত্তরঃ- দেবী গঙ্গা স্বর্গে ‘অলকানন্দা’ বা ‘সুরধুনী' নামে পরিচিত।
61. গঙ্গাজল
পানকারীর
কী
প্রাপ্তি
হয়?
অথবা, গঙ্গার জল
পান
করলে
কী
হয়?
উত্তরঃ- ভক্তিভরে গঙ্গার জল পান করলে পরমপদস্থান বা সর্বশ্রেষ্ঠস্থান লাভ হয়।
62. ‘মম
মতিরাস্তাম্’—কার মতি
এবং
তা
কোথায়
থাকার
কথা
বলা
হয়েছে?
উত্তরঃ- ভক্তকবি শ্রীশঙ্করাচার্য দেবী গঙ্গার কাছে তাঁর নিজের মতি বা সুবুদ্ধির কথা বলেছেন। কবির সুমতি যেন দেবী গঙ্গার পদকমলে সর্বদা থাকে, তারই প্রার্থনা করেছেন।
63. ‘তব
পদকমলে'—কার
পদকমল
?
উত্তরঃ- দেবী গঙ্গার পদ কমলের কথা বলেছেন।
64. ভবসাগর
কী?
উত্তরঃ- সংসার রূপ সমুদ্রকে ভবসাগর বলে।
65. ‘কুৱু
কৃপয়া’—কৃপা করে
কী
করার
কথা
বক্তা
বলেছেন?
অথবা, কবি কী
থেকে
উদ্ধার
প্রার্থনা
করেছেন?
উত্তরঃ- কবি নিজের রোগ, শোক, পাপ, তাপ ও কুবুদ্ধি থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করেছেন।
66. শঙ্করাচার্য
জাহ্নবীর
কোন্
কর্মের
কথা
বলেছেন?
উত্তরঃ- পতিতদের উদ্ধারকারিণী রূপকে জাহ্নবী বলে সম্বোধন করেছেন।
65. ‘নাহং
জানে'-
কে
কী
জানেন
না
বলেছেন?
উত্তরঃ- ভক্তকবি শঙ্করাচার্য দেবী গঙ্গার মহিমার কথা জানেন না বলেছেন।
66. ‘শ্রীগঙ্গাস্তোত্রম্’ পদ্যাংশ কোন্
ছন্দে
রচিত?
উত্তরঃ- শ্রীগঙ্গাস্তোত্রম’ পঝটিকা ছন্দে লেখা।
67. শঙ্করাচার্যের
পিতা
ও
মাতার
নাম
কী?
উত্তরঃ- শঙ্করাচার্যের পিতা হলেন—শিবগুরু, মাতা হলেন—শিবতারকা।
68. শঙ্করাচার্যের
গুরু
ও
শিষ্যের
নাম
কী?
উত্তরঃ- গুরু হলেন—গোবিন্দ ভগবৎপাদ বা গৌরপাদ। প্রিয় শিষ্য—পদ্মপাদ।
69. শঙ্করাচার্য
কে
ছিলেন?
উত্তরঃ- শ্রীশঙ্করাচার্য হলেন অষ্টম শতকের শ্রেষ্ঠ বৈদান্তিক। তিনি ভারতবর্ষে অদ্বৈতবেদান্ত মত প্রতিষ্ঠা ও প্রচার করেন।
70. ‘সুরেশ্বরী’ করার অর্থ
কী?
উত্তরঃ- ‘সুর’ অর্থাৎ ‘দেবতা’, ‘ঈশ্বরী’ অর্থাৎ দেবী। সুতরাং, সুরেশ্বরী কথার অর্থ— দেবতাদের দেবী।
71. বৈকুণ্ঠ
কোথায়
অবস্থিত?
উত্তরঃ- ভগবান বিষ্ণুর আবাসস্থল হল বৈকুন্ঠ।
72. দেবী
গঙ্গাকে
কী
কী
নামে
ভূষিত
করা
হয়েছে?
উত্তরঃ- সুরেশ্বরী, ভগবতী, ভাগীরথী, পতিতোদ্ধারিণী, জাহ্নবী, ভীষ্মজননী, কল্পলতা, অলকানন্দা প্রভৃতি বলে সম্বোধন করা হয়েছে।
73. গঙ্গার
তরঙ্গ
কেমন?
উত্তরঃ- হিম (তুষার), বিধু (চাঁদ) ও মুক্তার মতো সাদা গঙ্গার তরঙ্গ।
74. দেবী
গঙ্গা
কোথা
থেকে
নির্গত
হয়েছেন?
উত্তরঃ- শ্রীহরি বিষুর পাদপদ্ম থেকে দেবী গঙ্গা নির্গত হয়েছেন।
75. গঙ্গার
অবস্থান
বা
বসবাস
কোথায়?
উত্তরঃ- শিবের মস্তকে বা জটায় গঙ্গা অবস্থান করে বা বসবাস করেন।
76. গঙ্গাকে
প্রণাম
করলে
কী
হয়?
উত্তরঃ- গঙ্গাকে যারা ভক্তিভরে প্রণাম করে, তারা কখনো শোকে পতিত হয় না।
77. গঙ্গার
তীরে
বাস
করলে
কী
ফল
লাভ
হয়?
উত্তরঃ- গঙ্গার তীরে যে বাস করে সে বৈকুণ্ঠপুরীতে বসবাসের মতো সুখ লাভ করে।
78. গঙ্গা
কাদের
উদ্ধার
করেন?
উত্তরঃ- দেবী গঙ্গা পতিতাদের উদ্ধার করেন।
79. গঙ্গা
মানুষের
জন্য
কী
করেন?
উত্তরঃ- দেবী গঙ্গা সুখ দেন, কৃপা করেন, মানুষের মন্দ কাজের দোষ দূর করেন। পতিত জনকে উদ্ধার করেন। কল্পলতারূপে আকাঙ্ক্ষা পূরণ করেন। নরক নিবারণ করেন ও মোক্ষপ্রাপ্তি লাভ করান।
80. পদ্মের
সঙ্গে
কার
তুলনা
করা
হয়েছে?
উত্তরঃ- শ্রীহরি বিন্নুর চরণকে পদ্মের সঙ্গে তুলনা করা হয়েছে।
81. দেবী
গঙ্গার
চরণ
কোন্
দেবতার
মুকুটমণির
দীপ্তিতে
শোভিত?
উত্তরঃ- দেবী গঙ্গার চরণ দেবরাজ ইন্দ্রের মুকুটমণির দীপ্তিতে শোভিত।
82. ‘ত্বমসি
গতিমম’—ত্বম্’ বলতে কাকে
বোঝানো
হয়েছে?
উত্তরঃ- এখানে ‘ত্বম্’ বলতে দেবী গঙ্গাকে বোঝানো হয়েছে।
83. ‘মৌলি’ শব্দের অর্থ
কী?
উত্তরঃ- ‘মৌলি’ শব্দের অর্থ হল মস্তক বা জটা।
84. ‘গিরিবর’ শব্দের অর্থ
কী?
উত্তরঃ- ‘গিরিবর’ শব্দের অর্থ হল হিমালয়।
85. শঙ্করাচার্যকে
কার
অবতার
বলা
হয়েছে?
উত্তরঃ- শঙ্করাচার্যকে শিবের অবতার বলা হয়েছে।
86. ‘ভৃত্যশরণ্যে’ শব্দের অর্থ
কী?
উত্তরঃ- ‘ভৃত্যশরণ্যে’ শব্দের অর্থ হল সেবকের আশ্রয় স্বরূপিণী।
87. গঙ্গাস্তোত্রমে
গঙ্গা
ছাড়া
আর
কোন্
দেবতার
নাম
আছে?
উত্তরঃ- শঙ্কর অর্থাৎ শিব, শ্রীহরি অর্থাৎ বিষু ও দেবরাজ ইন্দ্রের নাম আছে।
88. ‘গঙ্গাস্তোত্রম্’ কেন পাঠ্যে
নির্বাচিত
করা
হয়েছে?
উত্তরঃ- শ্লোকগুলির ছন্দমাধুর্যতার জন্য ‘গঙ্গাস্তোত্রম্’ পাঠ্যে নির্বাচিত করা হয়েছে।
89. ‘ভগীরথ’ কার পুত্র
ছিলেন?
উত্তরঃ- ইক্ষ্বাকু বংশীয় রাজা দিলীপের পুত্র ছিলেন ভগীরথ
90. গঙ্গার
জল
কীরূপ?
উত্তরঃ- গঙ্গার জল অমল অর্থাৎ চিরমালিন্যমুক্ত।
91. ‘শ্রীগঙ্গাস্তোত্রম্’-এর রচয়িতা
কে?
উত্তরঃ- ‘শ্রীগঙ্গাস্তোত্রম্’ রচনা করেন পণ্ডিত শ্রীশঙ্করাচার্য।
92. ‘জঠর'
শব্দের
অর্থ
কী?
উত্তরঃ- ‘জঠর' শব্দের অর্থ হল মাতৃগর্ভ।
93. গঙ্গার
দুটি
প্রতিশব্দ
লেখো
অথবা, গঙ্গার অপর
নাম
কী
?
উত্তরঃ- গঙ্গার অপর নাম হল জাহ্নবী, ভাগীরথী, ভীষ্মজননী প্রভৃতি।
94. গঙ্গাজলের
মহিমা
কোথায়
বর্ণিত
আছে?
উত্তরঃ- নিগমে বা বেদাদিশাস্ত্রে গঙ্গার মহিমা বর্ণিত আছে।
95. 'মুনিবরকন্যে'—মুনিবর
কে?
উত্তরঃ- এখানে জহ্নু মুনির কথা বলা হয়েছে।
96. ‘বিধু’ কথার অর্থ
কী?
উত্তরঃ- ‘বিধু’ কথার অর্থ হল চাঁদ।
97. গঙ্গাকে
পারাবারবিহারিণী
বলে
সম্বোধন
করার
কারণ
কী?
উত্তরঃ- গঙ্গা সমুদ্রে পতিত হয়েছে, তাই।
98. ‘করুণাপাঙ্গে’ শব্দের অর্থ
লেখো।
উত্তরঃ- এর অর্থ হলো হে কৃপাদৃষ্টিসম্পন্ন দেবী।
99. ‘মহিমোতুঙ্গে’ – একথার অর্থ
কী?
উত্তরঃ- এর অর্থ গঙ্গার মহিমা অতুলনীয়। পৃথিবীতে এমন কিছু নেই যার মহিমা গঙ্গাকে ছাপিয়ে যায়। এজন্য একথা বলা হয়েছে।
100. গঙ্গার
চরণ
কীসের
দ্বারা
রঞ্জিত
হয়?
উত্তরঃ- দেবরাজ ইন্দ্রের মুকুটে অবস্থিত মণিমালার মাধ্যমে গঙ্গার চরণ রঞ্জিত হয়।
101. ‘কাতরবন্দ্যে’ – এর অর্থ
কী?
উত্তরঃ- একথার অর্থ দীনজনের মাধ্যমে বন্দিতা।
102. শঙ্করাচার্য
কেন
গঙ্গার
কাছে
আত্মনিবেদন
করেছেন?
উত্তরঃ- শঙ্করাচার্য সংসাররূপী সাগর পার হবার জন্য গঙ্গার কাছে আত্মনিবেদন করেছেন।
103. কাদের
বৈকুণ্ঠে
নিবাস
?
উত্তরঃ- গঙ্গার তীরে যাদের বসবাস তাদের বৈকুণ্ঠে নিবাস বলে ধরে নেওয়া হয়।
104. গঙ্গার
অন্য
২টি
নাম
উল্লেখ
করো।
উত্তরঃ- জাহ্নবী, ভাগীরথী হলো গঙ্গার অন্য নাম।
105. ‘গিরিবর’ বলতে কাকে
বোঝানো
হয়েছে?
উত্তরঃ- ‘গিরিবর’ বলতে পর্বতশ্রেষ্ঠ হিমালয়কে বোঝানো হয়েছে।
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর : শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ)
শ্রীশঙ্করাচার্য HS Sanskrit Question and Answer : উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য
প্রশ্ন ও উত্তর | HS Sanskrit Question
and Answer নিচে দেওয়া হলো। এই দ্বাদশ শ্রেণীর সংস্কৃত প্রশ্ন ও উত্তর – WBCHSE Class 12
Sanskrit Question and Answer, Suggestion, Notes – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য
থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন
উত্তর (MCQ, Very Short,
Short, Descriptive Question and Answer) গুলি আগামী
West Bengal Class 12th Twelve XII Sanskrit Examination – পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
তোমরা যারা শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য – উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর | HS Sanskrit Question and
Answer Question and Answer খুঁজে চলেছ,
তারা নিচে
দেওয়া প্রশ্ন
ও উত্তর
গুলো ভালো
করে পড়তে
পারো।
শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য
– উচ্চমাধ্যমিক
দ্বাদশ শ্রেণীর
সংস্কৃত প্রশ্ন
ও উত্তর
| HS Class 12th Sanskrit Question and Answer
” উচ্চমাধ্যমিক সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII / WB Class 12
/ WBCHSE / Class 12 Exam / West Bengal Board of Secondary Education – WB
Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12 Pariksha
) এখান
থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.tarakexamcenter.in এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর
( উচ্চমাধ্যমিক সংস্কৃত সাজেশন / উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ও উত্তর । HS Sanskrit Suggestion / HS Sanskrit Question and Answer / Class 12
Sanskrit Suggestion / Class 12 Pariksha Sanskrit Suggestion / Sanskrit
Class 12 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and
Answer / HS Sanskrit Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং
প্রশ্ন ও উত্তর (HS Sanskrit Suggestion / West Bengal Twelve XII
Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Sanskrit Suggestion /
HS Sanskrit Question and Answer / Class 12 Sanskrit Suggestion /
Class 12 Pariksha Suggestion / HS Sanskrit Exam Guide / HS Sanskrit
Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020,
2019, 2017, 2016, 2015 / HS Sanskrit Suggestion MCQ , Short ,
Descriptive Type Question and Answer. / HS Sanskrit Suggestion FREE
PDF Download) সফল হবে।
শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ)
শ্রীশঙ্করাচার্য প্রশ্ন ও উত্তর
শ্রীগঙ্গাস্তোত্রম্
(পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য –
প্রশ্ন ও
উত্তর | শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য HS Sanskrit Question and Answer
Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য
প্রশ্ন ও উত্তর। শ্রীগঙ্গাস্তোত্রম্
(পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ
প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক
সংস্কৃত শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন ও উত্তর
| শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ)
শ্রীশঙ্করাচার্য HS
Sanskrit Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক
সংস্কৃত প্রশ্ন
ও উত্তর
– শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ)
শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন উত্তর।
শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ)
শ্রীশঙ্করাচার্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির সংস্কৃত
শ্রীগঙ্গাস্তোত্রম্
(পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য SAQ
সংক্ষিপ্ত প্রশ্ন
ও উত্তর
| শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ)
শ্রীশঙ্করাচার্য HS
Sanskrit Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক
সংস্কৃত প্রশ্ন
ও উত্তর
– শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ)
শ্রীশঙ্করাচার্য SAQ সংক্ষিপ্ত প্রশ্ন
উত্তর।
দ্বাদশ শ্রেণি
সংস্কৃত – শ্রীগঙ্গাস্তোত্রম্
(পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন
উত্তর | Higher Secondary
Sanskrit
উচ্চমাধ্যমিক সংস্কৃত
(Higher Secondary Sanskrit) – শ্রীগঙ্গাস্তোত্রম্
(পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য –
প্রশ্ন ও
উত্তর | শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য | Higher Secondary Sanskrit
Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য
প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য প্রশ্ন উত্তর | HS Sanskrit Question and Answer Question and Answer,
Suggestion
উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য | উচ্চমাধ্যমিক
সংস্কৃত প্রশ্ন
ও উত্তর
– শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ)
শ্রীশঙ্করাচার্য | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক
সংস্কৃত প্রশ্ন
ও উত্তর
– শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ)
শ্রীশঙ্করাচার্য | উচ্চমাধ্যমিক সংস্কৃত
সহায়ক – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য – প্রশ্ন
ও উত্তর
। HS Sanskrit Question and Answer,
Suggestion | HS Sanskrit Question and Answer Suggestion | HS Sanskrit
Question and Answer Notes | West Bengal HS Class 12th Sanskrit Question and Answer
Suggestion.
উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Sanskrit Question and Answer,
Suggestion
উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য
প্রশ্ন উত্তর প্রশ্ন ও
উত্তর | শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য
। HS Sanskrit Suggestion.
WBCHSE Class 12th Sanskrit Suggestion | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য
WBCHSE HS
Sanskrit Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য
প্রশ্ন উত্তর প্রশ্ন ও
উত্তর ।
শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ)
শ্রীশঙ্করাচার্য | HS
Sanskrit Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য – প্রশ্ন
উত্তর প্রশ্ন
ও উত্তর
।
HS Sanskrit Question and Answer Suggestions | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর
HS Sanskrit
Question and Answer উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর HS Sanskrit Question and
Answer উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর প্রশ্ন ও উত্তর
– শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ)
শ্রীশঙ্করাচার্য MCQ,
সংক্ষিপ্ত, রোচনাধর্মী
প্রশ্ন ও
উত্তর ।
WB Class 12 Sanskrit Suggestion | উচ্চমাধ্যমিক সংস্কৃত প্রশ্ন ও উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
HS Sanskrit
Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর – শ্রীগঙ্গাস্তোত্রম্ (পদ্যাংশ) শ্রীশঙ্করাচার্য MCQ প্রশ্ন ও উত্তর
। HS Sanskrit Question and Answer
Suggestion উচ্চমাধ্যমিক সংস্কৃত
প্রশ্ন ও
উত্তর।
West Bengal Class 12 Sanskrit Suggestion Download WBCHSE Class 12th Sanskrit short question suggestion . HS Sanskrit Suggestion download Class 12th Question Paper Sanskrit. WB Class 12 Sanskrit suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর সংস্কৃত পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক সংস্কৃত পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।