প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | Madhyamik History Protirodh o Bidroho Question and Answer
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | Madhyamik History Protirodh o Bidroho Question and Answer
প্রিয়
ছাত্র
ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) || যা মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয়
অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | Madhyamik History Protirodh
o Bidroho Question and Answer
1.ব্রিটিশ সরকার অরণ্য সনদ পাস করেন-
{I}
১৮৫৫ খ্রিস্টাব্দে
{II}
১৮৬৮ খ্রিস্টাব্দে
{III}
১৮৬৫ খ্রিস্টাব্দে
{IV}
১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তর:-{I} ১৮৫৫ খ্রিস্টাব্দে
2. সরকার বনবিভাগের ইনস্পেকটর জেনারেল নিয়োগ করে-
{I}
ম্যাকডোনাল্ড-কে
{II}
দিয়েত্রিখ ব্রান্ডিস-কে
{III}
চার্লস টেগার্ট-কে
{IV}
লং সাহেবকে
উত্তর:-{II} দিয়েত্রিখ ব্রান্ডিস-কে
3. প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়-
{I}
১৮৫৫ খ্রিস্টাব্দে
{II} ১৮৬৮ খ্রিস্টাব্দে
{III}
১৮৬৫ খ্রিস্টাব্দে
{IV}
১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তর:-{III} ১৮৬৫ খ্রিস্টাব্দে
4. দ্বিতীয় ভারতীয় অরণ্য আইন পাস হয়-
{I}
১৮৫৫ খ্রিস্টাব্দে
{II}
১৮৬৮ খ্রিস্টাব্দে
{III}
১৮৬৫ খ্রিস্টাব্দে
{IV}
১৮৭৮ খ্রিস্টাব্দে
উত্তর:-{IV} ১৮৭৮ খ্রিস্টাব্দে
5. কিসের মাধ্যমে সমাজের কোনো প্রচলিত ব্যবস্থার দ্রত ও আমূল পরিবর্তন ঘটে ?
{I}
বিপ্লবের
{II}
বিদ্রোহের
{III}
অভ্যুত্থানের
{IV}
আন্দোলনের
উত্তর:-{I} বিপ্লবের
6. ১৯৭১ খ্রিস্টাব্দে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের গণ আন্দোলন কীসের উদাহরণ ?
{I}
বিপ্লবের
{II}
বিদ্রোহের
{III}
অভ্যুত্থানের
{IV}
পরিবর্তনের
উত্তর:-{III} অভ্যুত্থানের
7. রংপুরের ইজারাদার ছিলেন-
{I}
নুরুলউদ্দিন
{II}
দেবী সিংহ
{III}
দয়ারাম শীল
{IV}
জগন্নাথ সিংহ
উত্তর:-{II} দেবী সিংহ
8. রংপুর স্বাধীন সরকারের ‘নবাব’ ছিলেন-
{I}
দয়ারাম শীল
{II}
দেবী সিংহ
{III}
তিতুমির
{IV}
নুরুলউদ্দিন
উত্তর:-{IV} নুরুলউদ্দিন
9. কোন্ বিদ্রোহে কৃষকরা ‘ডিং খরচা’ নামে চাঁদে আদায় করত ?
{I}
বারাসাত
{II}
নীল
{III}
পাবনা
{IV}
রংপুর
উত্তর:-{IV} রংপুর
10. প্রথম পর্বের চুয়াড় বিদ্রোহে নেতৃত্বে দেন-
{I}
নুরুলউদ্দিন
{II} তিতুমির
{III}
জগন্নাথ সিংহ
{IV}
দিগম্বর বিশ্বাস
উত্তর:-{III} জগন্নাথ সিংহ
11. দুর্জন সিং কোন্ বিদ্রোহের নেতা ছিলেন ?
{I}
রংপুর
{II}
চুয়াড়
{III}
পাবনা
{IV}
নীল
উত্তর:-{II} চুয়াড়
12. শিরোমণি কোন্ বিদ্রোহের নেতা ছিলেন ?
{I}
চুয়াড়
{II}
রংপুর
{III}
পাবনা
{IV}
নীল
উত্তর:-{I} চুয়াড়
13. বুদ্ধু ভগত ও জোয়া ভগত কোন্ বিদ্রোহে নেতৃত্বে দিয়েছিলেন ?
{I}
চুয়াড়
{II}
সাঁওতাল
{III}
মুন্ডা
{IV}
কোল
উত্তর:-{IV} কোল
14. ‘দামিন-ই-কোহ’-তে বসবাস করত-
{I}
ওয়াহাবিরা
{II}
ফরাজিরা
{III}
সাঁওতালরা
{IV}
সন্ন্যাসী ও ফকিররা
উত্তর:-{III} সাঁওতালরা
15. ‘কেনারাম’ ও ‘বেচারাম’ নামে বাটখারা করত-
{I}
জমিদাররা
{II}
ব্যাবসায়ীরা
{III}
মহাজনরা
{IV}
ইংরেজরা
উত্তর:-{II} ব্যাবসায়ীরা
16. সিধু ও কানু কোন্ বিদ্রোহের নেতা ছিলেন-
{I}
সাঁওতাল
{II}
কোল
{III}
ভিল
{IV}
মুন্ডা
উত্তর:-{I} সাঁওতাল
17. কোন্ বিদ্রোহে বলা হয়েছে যে, ‘পাপি’ মহাজন ও ইংরেজদের বন্ধুকের গুলি বিদ্রোহীদের কোনো ক্ষতি করতে পারবে না ?
{I}
পাবনা
{II}
রংপুর
{III}
সাঁওতাল
{IV}
কোল
উত্তর:-{III} সাঁওতাল
18. সাঁওতালদের বিদ্রোহ কী নামে পরিচিত ?
{I}
হুল
{II}
উলঘুলান
{III}
দার-উল-হারব
{IV}
দিকু
উত্তর:-{I} হুল
19. মুন্ডা বিদ্রোহ কী নামে পরিচিত ?
{I}
হুল
{II}
উলঘুলান
{III}
দাল-উল-হারব
{IV}
দিকু
উত্তর:-{II} উলঘুলান
20. মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানাকে কী বলা হত ?
{I}
তিন কাঠিয়া প্রথা
{II}
হুল প্রথা
{III}
উলঘুলান প্রথা
{IV}
খুঁতকাথি প্রথা
উত্তর:-{IV} খুঁতকাথি প্রথা
21. ভিল বিদ্রোহের নেতা ছিলেন
{I}
সেওয়ারাম
{II}
বিরসা
{III}
সিধু
{IV}
কানু
উত্তর:-{I} সেওয়ারাম
22. ‘আনন্দনাথ’ উপন্যাসে উল্লেখ আছে-
{I}
কোল বিদ্রোহের
{II}
ভিল বিদ্রোহের
{III}
সন্ন্যাসি-ফকির বিদ্রোহের
{IV}
মুন্ডা বিদ্রোহের
উত্তর:-{III} সন্ন্যাসি-ফকির বিদ্রোহের
23. ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভারত সংঘটিত প্রথম কৃষকবিদ্রোহ হল-
{I}
রংপুর বিদ্রোহ
{II}
পাবনা বিদ্রোহ
{III}
নীল বিদ্রোহ
{IV}
সন্ন্যাসি-ফকির বিদ্রোহ
উত্তর:-{IV} সন্ন্যাসি-ফকির বিদ্রোহ
24. ‘ওয়াহাবি’ কথার অর্থ কী ?
{I}
ইসলাম
{II}
নবজাগরণ
{III}
শুদ্ধিকরণ
{IV}
বিধর্মী
উত্তর:-{II} নবজাগরণ
25. ভারতে প্রথম ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান-
{I}
সৈয়দ আহমেদ
{II}
আবদুল ওয়াহাব
{III}
তিতুমির
{IV}
মাসুম
উত্তর:-{I} সৈয়দ আহমেদ
26. তিতুমির কর্তৃক ঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ছিলেন-
{I}
তিতুমির
{II}
গোলাম মাসুম
{III}
সৈয়দ মাসুম
{IV}
সৈয়দ আহমেদ
উত্তর:-{IV} সৈয়দ আহমেদ
27. তিতুমির কর্তৃক ঘোষিত সরকারের সেনাপতি ছিলেন-
{I}
তিতুমির
{II}
মৈনুদ্দিন
{III}
গোলাম মাসুম
{IV}
সৈয়দ আহমেদ
উত্তর:-{III} গোলাম মাসুম
28. বারাসাত বিদ্রোহের প্রধান নেতা ছিলেন-
{I}
কৃষ্ণদেব রায়
{II}
তিতুমির
{III}
মৈনুদ্দিন
{IV}
গোলাম মাসুম
উত্তর:-{II} তিতুমির
29. ‘ফরাজি’ নামে ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করেন-
{I}
হাজি শরিয়ৎ উল্লাহ
{II}
দুদুমিঞা
{III}
তিতুমির
{IV}
মজনু শাহ
উত্তর:-{I} হাজি শরিয়ৎ উল্লাহ
30. বাংলায় তরিকা-ই মহম্মদীয়ার ভাবধারা প্রচার করেন-
{I}
টিপু শাহ
{II}
তিতুমির
{III}
হাজি শরিয়ৎ উল্লাহ
{IV}
দুদুমিঞা
উত্তর:-{II} তিতুমির
31. ‘বাংলার নানাসাহেব’ নামে পরিচিত-
{I}
দিগম্বর বিশ্বাস
{II}
বিশ্বনাথ সর্দার
{III}
মেঘাই সর্দার
{IV}
রাম্রতন রায়
উত্তর:-{IV} রাম্রতন রায়
32. প্রথম কোথায় পাবনা বিদ্রোহ শুরু হয় ?
{I}
সাঁওতাল পরগনায়
{II}
ইউসুফশাহি পরগনায়
{III}
এদ্রাকপুর পরগনায়
{IV}
২৪ পরগনায়
উত্তর:-{III} এদ্রাকপুর পরগনায়
1.ব্রিটিশ সরকারের অরণ্য সনদ পাশ হয় কবে ?
উত্তর:-1855 সালে ।
2.সরকার কাকে বনবিভাগের ইনস্পেক্টর নিয়োগ করেন ?
উত্তর:-দিয়েত্রিখ ব্র্যান্ডিস কে ।
3.প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কবে ?
উত্তর:-1865 সালে ।
4.দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় কবে ?
উত্তর:1878 সালে ।
5.কিসের মাধ্যমে সমাজের দ্রুত ও আমূল পরিবর্তন ঘটে ?
উত্তর:-বিপ্লবের মাধ্যমে ।
6.রংপুরের ইজারাদার কে ছিলেন ?
উত্তর:-দেবী সিংহ ।
7.রংপুর স্বাধীন সরকারের নবাব কে ছিলেন ?
উত্তর:-নুরুলউদ্দিন ।
8.কোন বিদ্রোহে কৃষকরা ‘ডিং খরচা ‘নামে চাঁদা আদায় করত ?
উত্তর:-রংপুর ।
9.প্রথম পর্বের চূড়ায় বিদ্রোহের নেতৃত্ব দেন কে ?
উত্তর:-জগন্নাথ সিংহ ।
10.দুর্জন সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তর:-চূড়ায় ।
11.শিরোমণি কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তর:-চূড়ায় ।
12.বুদ্ধু ভগত ও জোয়া ভগত কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন ?
উত্তর:-কোল বিদ্রোহের ।
13.দমন_ই _কোহ _ তে কারা বসবাস করত ?
উত্তর:-সাঁওতালরা ।
14.কেনারাম ও বেচারাম নামে বাটখারা কারা ব্যবহার করত ?
উত্তর:-ব্যবসায়ীরা ।
15.সিধু ও কানু কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তর:-সাঁওতাল ।
16.সাঁওতাল বিদ্রোহ কি নামে পরিচিত ?
উত্তর:-হুল ।
17.মুন্ডা বিদ্রোহ কি নামে পরিচিত ?
উত্তর:-উলগুলান ।
18.মুন্ডা সমাজে জমিতে যৌথ মালিকানা কে কি বলা হত ?
উত্তর:-খুঁতকাঠি প্রথা ।
19.ভিল বিদ্রোহের নেতা কে ?
উত্তর:-সেওয়ারাম ।
20.আনন্দ মঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ আছে ?
উত্তর:-সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের ।
21.ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে ভরতে সংঘটিত প্রথম কৃষক বিদ্রোহের নাম কি ?
উত্তর:-সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ।
22.ওয়াহাবি কথার অর্থ কি ?
উত্তর:-নবজাগরণ ।
23.ভরতে প্রথম ওয়াহাবি আন্দোলনের প্রসার ঘটান কে ?
উত্তর:-সৈয়দ আহমেদ ।
24.তিতুমীর কতৃক ঘোষিত সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
উত্তর:-মৈনুদ্দিন ।
25.তিতুমীর কতৃক ঘোষিত সরকারের সেনাপতি কে ছিলেন ?
উত্তর:-গোলাম মাসুম ।
26.বারাসাত বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন ?
উত্তর:-তিতুমীর ।
27.ফরাজী নামে ধর্মীয় সম্প্রদায় কে প্রতিষ্টা করেন ?
উত্তর:-হাজি শরিয়ত উল্লাহ ।
28.বাংলায় তরিকা_ই _মোহাম্মদিয়ার ভাবধারা কে প্রচার করেন ?
উত্তর:-তিতুমীর ।
29.বাংলার নানাসাহেব নামে কে পরিচিত ?
উত্তর:-রামরতন রায় ।
30.প্রথম কোথায় পাবনা বিদ্রোহ শুরু হয় ?
উত্তর:-ইউসুফশাহী পরগনায় ।
31.কে কবে চিরস্থায়ী বন্দোবস্থ চালু করেন ?
উত্তর:-1793 সালে লর্ড কর্ণ ওয়ালিস ।
32.ভরতের ব্রিটিশ সরকার কোন পদখেপের দ্বারা অরণ্যের উপর নিয়ন্ত্রণ বৃদ্ধি করেন ?
উত্তর:-1855 সলের অরণ্য সনদের দ্বারা ।
33.ভয়েলকার কে ছিলেন ?
উত্তর:-জার্মান কৃষিবিদ ।
34.কার প্রচেস্টায় ভারতে ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিস চালু হয় ?
উত্তর:-দিয়েত্রিখ ব্র্যান্ডিস ।
35.বিশৃঙ্খলা সৃস্টি কারী আদিবসীদের শায়েস্তা করতে সরকার কোন আইন পাশ করেন ?
উত্তর:-ক্রিমিনাল ট্রাইবস আইন
36.রম্পা বিদ্রোহ কবে শুরু হয়েছিল ?
উত্তর :1879 সালে ।
37.কোন বিদ্রোহে ‘ডিং খরচা ‘নামে চাঁদা সংগ্রহ করত ?
উত্তর:-রংপুর বিদ্রোহে ।
38.রংপুরের স্থানীয় স্বাধীন সরকারের নবাব নুরুলউদ্দিনের সহকারী কে ছিলেন ?
উত্তর:-দয়ারাম শীল ।
39.রংপুর বিদ্রোহে কে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব দেন ?
উত্তর:-ম্যাকডোনাল্ড ।
40.কে ‘মেদিনীপুরের লক্ষ্মীবাঈ’ নামে পরিচিত ?
উত্তর:-রানী শিরোমণি ।
41.হো _বিদ্রোহ কবে হয়েছিল ?
উত্তর:-1821 সালে ।
42.হো _বিদ্রোহ কোথায় হয়েছিল ?
উত্তর:-ছোটোনাগপুরের সিংভূম অঞ্চলে ।
43.ইস্ট ইন্ডিয়া কোম্পনি কবে ছোটোনাগপুর অঞ্চলের শাসন ভার হাতে নেয় ?
উত্তর:-1820 সালে ।
44.কোল বিদ্রোহ কবে হয়েছিল ?
উত্তর:-1831_32 সালে ।
45.কোল বিদ্রোহী দের উপর ব্রিটিশ বাহিনীর আক্রমণ কে নেতৃত্ব দেন ?
উত্তর:-ক্যাপটেন উইলকিনসন ।
46.বিদ্রোহের পর কোলদের জন্য কোন ভূখণ্ড নিদিষ্ট করে দেওয়া হয় ?
উত্তর:-দক্ষিণ _ পশ্চিম সীমন্ত এজেন্সি ।
47.গুন্ডা ধুর কে ছিলেন ?
উত্তর:-বাস্তার বিদ্রোহের নেতা ।
48.সাঁওতাল দের বসতি অঞ্চলের নাম কি ছিল ?
উত্তর:-দামিন_ই _কোহ ।
49.দামিন_ই _কোহ কথার অর্থ কি ?
উত্তর:-পাহাড়ের প্রান্তদেশ ।
50.মহাজন রা সাঁওতালদের ঋণের উপর কি পরিমাণ সুদ আদায় করত ?
উত্তর:-50__500 টাকা ।
51.কেনারাম বাটখারা কি কাজে ব্যবহার করা হত ?
উত্তর:-পণ্য কেনার জন্য ব্যবহার করা হত।
52.বেচারাম নামে বাটখারা কি কাজে ব্যবহার করা হত ?
উত্তর:-পণ্য বিক্রয়ের জন্য ব্যবহার করা হত ।
53.বিদ্রোহের আগে সাঁওতাল কৃষকদের কোন ধর্মে দিখিত করার চেষ্টা হত ?
উত্তর:-খ্রিষ্ট ধর্মে ।
54.সাঁওতাল বিদ্রোহ কবে শুরু হয় ?
উত্তর:-1855 সালে ।
55.কালো প্রামাণিক ও ডোমন মাঝি কোন বিদ্রোহের নেতা ছিলেন ?
উত্তর:-সাঁওতাল বিদ্রোহের ।
56.মহেন্দ্রলাল দত্ত কোন বিদ্রোহী দের হাতে নিহত হন ?
উত্তর:-সাঁওতাল বিদ্রোহীদের হাতে ।
57.উলগুলান শব্দের অর্থ কি ?
উত্তর:-ভয়ংকর বিশৃঙ্খলা বা প্রবল বিক্ষোভ ।
58.মুন্ডা বিদ্রোহের নেতা কে ছিলেন ?
উত্তর:-বিরাসা মুন্ডা ।
59.কে নিজেকে আধ্যাত্বিক শক্তির অধিকারী ‘ধরতি আবা ‘বলে ঘোষণা করেন ?
উত্তর:-বিরাসা মুন্ডা ।
60.বিরাসা মুন্ডার উপাস্য দেবতা কে ছিলেন ?
উত্তর:-সিং বোঙ্গা অর্থাৎ সূর্য দেবতা ।
61.মহারাষ্ট্রের ভিল অধ্যুষিত খান্দেশ অঞ্চল কবে ব্রিটিশ শাসনাধীনে আসে ?
উত্তর:- 1818 সালে ।
62.ভিল উপজাতি কার প্রেরণায় উদবুদ্ধ হয়ে বিদ্রোহ করে ?
উত্তর:-মারাঠা নেতা ত্রিম্বকজির প্রেরণায়।
63.ভিল বিদ্রোহ কে দমন করেন ?
উত্তর:-ব্রিটিশ সেনাপতি কর্নেল আউটরাম।
64.তিতুমীরের প্রকৃত নাম কি ?
উত্তর:-মীর নিশার আলি ।
65.টিপু শাহ কোন আন্দোলনের নেতা ছিলেন ?
উত্তর:-পাগলপন্থী ।
66.পাগলপন্থীদের সরকারের বিচারক কে ছিলেন ?
উত্তর:-বকসু ।
67.পাগলপন্থীদের সরকারের ফৌজদার কে ছিলেন ?
উত্তর:-দ্বীপচান ।
68.তরিকা_ই _মোহাম্মদীয়া কথার অর্থ কি ?
উত্তর:-মহম্মদ প্রদর্শিত পথ ।
69.তিতুমীরের অনুগামীরা নিজেদেরকে কি নামে অভিহিত করেন ?
উত্তর:-হেদায়াতি ।
70.কোন সাংবাদ পত্রের সম্পাদক নীলচাষিদের সবচেয়ে বেশি সহয়তা করেছেন ?
উত্তর:-হিন্দু প্যাট্রিয়ট ।
71.কে বিশে ডাকাত নামে পরিচিত ?
উত্তর:-নীল বিদ্রোহের নেতা বিশ্বনাথ সর্দার ।
72.কবে কৃত্রিম নীল আবিস্কৃত হয় ?
উত্তর:-1898 সালে ।
73.বিদ্রোহী রাজা কাকে বলে ?
উত্তর:-ঈশানচন্দ্র রায় কে ।
74.কবে কদের মধ্যে পলাশীর যুদ্ধ হয় ?
উত্তর:-1757 সালে বাংলার নবাব সিরাজ_উদ_দৌলা ও ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পনীর সেনাপতি রবার্ট ক্লাইভ র মধ্যে পলাশীর যুদ্ধ হয় ।
75.কবে কদের মধ্যে বক্সারের যুদ্ধ হয় ?
উত্তর:-1764 সালে বাংলার নবাব মীরকাশিম ও ইস্ট ইন্ডিয়া কোম্পনীর সেনাপতি রবার্ট ক্লাইভের মধ্যে বক্সারের যুদ্ধ হয় ।
76.আদিবাসীরা কদের ‘দিকু ‘বলত ?
উত্তর:-আদিবাসীরা বহিরাগত জমিদার ,মহাজন ,ব্যবসায়ী প্রমুখ কে দিকু বলত ।
77.কোল বিদ্রোহ কোন অঞ্চলে প্রসার লাভ করে ?
উত্তর:-সিংভূম ,মানভূম ,হাজারীবাগ ও পলামৌ জেলায় ।
78.সাঁওতাল বিদ্রোহের আগে আদিবাসী সাঁওতালরা কোন কোন অঞ্চলে বসবাস করত ?
উত্তর:-ছোটোনাগপুর ,পালামৌ ,মানভূম ,বীরভূম ,বাঁকুড়া ।
79.কোল বিদ্রোহের প্রধান নেতা কারা ছিলেন ?
উত্তর:-বুদ্ধ ভগত ,জোয়া ভগত , সিংরাই ,ঝিন্দরাই মানকি ,সুই মুন্ডা ।
80.সাঁওতাল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পরে ?
উত্তর:-বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ।
81.সাঁওতাল ছাড়াও কোন কোন শ্রেণীর মানুষ সাঁওতাল বিদ্রোহ কে সমর্থন করেন ?
উত্তর:-কামার ,কুমোর ,তাঁতী প্রভূতি পেশার মানুষ ।
82.সাঁওতাল বিদ্রোহের পর সিধু ও কানুর কি পরিণতি হয় ?
উত্তর:-সিধু ও কানুর ফাঁসি হয় ।
83.আদিবাসী মুন্ডারা কোন কোন সম্প্রদায়ে বিভক্ত ছিল ?
উত্তর:-সাঁওতাল ,কোল ,ভূমিজ ,হো প্রভূতি সম্প্রদায় বিভক্ত ছিল ।
84.কদের উপর মুন্ডা বিদ্রোহী দের আক্রমণ চলে ?
উত্তর:-সরকারি অফিস ,থানা ,পুলিশ গির্জা ,জমিদার মহাজন ।
85.কোন বিদ্রোহী ঈশ্বরের প্রত্যাদেশ পেয়েছেন বলে দাবি করেন ?
উত্তর:-বিরসা মুন্ডা ।
86.কোন বিদ্রোহের ফলে ছোটোনাগপুর টেন্যান্সি আইন পাশ হয় ?
উত্তর:-মুন্ডা বিদ্রোহের ফলে 1908
সালে ।
87.সন্ন্যাসী ও ফকির বিদ্রোহে কারা নেতৃত্ব দেন ?
উত্তর:-ভবানী পাঠক ,চিরাগ আলি ,মজনু শাহ ।
88.কোন কোন অঞ্চলে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের প্রসার ঘটে ?
উত্তর:-বাংলার নাটোর ,রংপুর ,জলপাইগুড়ি ,মেদিনীপুর ,বীরভূম প্রভূতি জেলায় ।
89.ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নেতা কে ছিলেন ?
উত্তর:-সৈয়দ আহমেদ ।
90.তিতুমীর কোথায় জন্মগ্রহন করেন ?
উত্তর:-24 পরগনা জেলার বাদুড়িয়া থানার হায়দারপুর গ্রামে ।
91.তিতুমীর কোথায় তার সরকারের সদর দপ্তর প্রতিষ্ঠা করেন ?
উত্তর:-নারকেলবেড়িয়া গ্রামে একটি বাঁশের কেল্লা তৈরি করে সেখানে তার সদর দপ্তর প্রতিষ্ঠা করেন ?
92.ফরাজী কথার অর্থ কি ?
উত্তর:-ইসলাম নির্ধারিত বাধ্যতামূলক কর্তব্য ।
93.কারা কবে প্রথম নীল বিদ্রোহের সূচনা করেন ?
উত্তর:-1859.সালে দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস ।
94.নীল বিদ্রোহ কোন কোন অঞ্চলে ছড়িয়ে পরে ?
উত্তর:-নদিয়া ,যশোহর ,খুলনা ,ফরিদপুর ,মুর্শিদাবাদ ,রাজশাহী ,মালদা ,দিনাজপুর। 95.কারা বাংলায় ওয়াট টাইলার নামে পরিচিত ?
উত্তর:-দিগম্বর বিশ্বাস ও বিষ্ণুচরণ বিশ্বাস।
96.পাবনা বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখ ?
উত্তর:-ঈশানচন্দ্র রায় ,শম্ভুনাথ পাল ।
97. পাবনা বিদ্রোহ কোন কোন জেলায় প্রসার লাভ করে ?
উত্তর:-পাবনা ,ঢাকা ,ময়মনসিং ,ত্রিপুরা ,ফরিদপুর ,রাজশাহী ।
98.কোন কোন পত্র পত্রিকায় পাবনা বিদ্রোহের খবর ছাপা হত ?
উত্তর:-হিন্দু হিতৈষণী ,গ্রামবার্তা প্রকাশিকা ,সহচর পত্রিকায় ।
99.কার বিরুদ্ধে কবে রংপুর বিদ্রোহ শুরু হয় ?
উত্তর:-1783 সালে ইজারাদার দেবী সিংহের বিরুদ্ধে ।
100. চূড়ায় বিদ্রোহের নেতার নাম লেখ ?
উত্তর:-জগন্নাথ সিংহ ,দুর্জন সিং ,শিরোমণি প্রমুখ
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) | Madhyamik History Protirodh o Bidroho Question and Answer : প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) | Madhyamik History Protirodh o Bidroho Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10 History Protirodh o Bidroho Question and Answer, Suggestion, Notes – প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X History Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
তোমরা যারা প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) | Madhyamik History Protirodh o Bidroho Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস সাজেশন প্রশ্ন ও উত্তর
Madhyamik History Suggestion | West Bengal WBBSE
Class Ten X (Class 10th) History Qustion and Answer
Suggestion
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
“ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা
(West Bengal Class Ten X / WB Class 10 / WBBSE /
Class 10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10
Exam / Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.tarakexamcenter.in এর পক্ষ থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (
মাধ্যমিক ইতিহাস সাজেশন / মাধ্যমিক ইতিহাস প্রশ্ও উত্তর । Madhyamik History Suggestion / Madhyamik History Protirodh o Bidroho Question and Answer
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
Question and Answer / Class 10 History Suggestion / Class 10 Pariksha
History Suggestion / History Class 10 Exam Guide / MCQ , Short ,
Descriptive Type Question and Answer / Madhyamik History
Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর
(Madhyamik History Suggestion / West Bengal Ten X Question and Answer,
Suggestion / WBBSE Class 10th History Suggestion / Madhyamik History Protirodh o Bidroho Question and Answer /
Class 10 History Suggestion / Class 10 Pariksha Suggestion /
Madhyamik History Exam Guide / Madhyamik History Suggestion 2022, 2023,
2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015,
2031, 2032, 2033, 2034, 2035 / Madhyamik History Suggestion MCQ , Short ,
Descriptive Type Question and Answer. / Madhyamik History
Suggestion FREE PDF Download) সফল হবে।
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর প্রতিরোধ
ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) Madhyamik
History Protirodh o Bidroho Question and
Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর।
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক ইতিহাস
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর |
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) Madhyamik
History Protirodh o Bidroho Question and
Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
প্রতিরোধ ও
বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) Madhyamik
History Protirodh o Bidroho Question and
Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ইতিহাস |
Madhyamik Class 10 History Protirodh o
Bidroho Question and Answer
দশম শ্রেণি ইতিহাস (Madhyamik History Protirodh
o Bidroho Question and Answer) – প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর |
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) | Madhyamik History Protirodh o Bidroho Question and Answer
Suggestion দশম শ্রেণি ইতিহাস – প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর।
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর |
Madhyamik History Protirodh o Bidroho
Question and Answer, Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর –
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর –
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) | পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর –
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস সহায়ক –
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর ।
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
Madhyamik History Protirodh
o Bidroho Question and Answer, Suggestion | Madhyamik History Protirodh o Bidroho Question and Answer
Suggestion | Madhyamik History Protirodh
o Bidroho Question and Answer Notes | West Bengal Madhyamik Class 10th
History Question and Answer Suggestion.
মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর |
WBBSE Class 10 History Question and Answer, Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
| প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) ।
Madhyamik History Protirodh o Bidroho
Question and Answer Suggestion.
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
WBBSE Class 10th History Protirodh
o Bidroho Question and Answer Suggestion | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
WBBSE Madhyamik History Protirodh
o Bidroho Question and Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
। প্রতিরোধ
ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) | Madhyamik History Protirodh
o Bidroho Question and Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর –
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
Madhyamik History Protirodh
o Bidroho Question and Answer Suggestions | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ
ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর Madhyamik History Protirodh
o Bidroho Question and Answer মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর –
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) Madhyamik
History Protirodh o Bidroho Question and
Answer মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর
।
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
WB Class 10 History Protirodh
o Bidroho Question and Answer Suggestion | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর Madhyamik
History Protirodh o Bidroho Question and
Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর ।
Madhyamik History Protirodh o Bidroho
Question and Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর।
প্রতিরোধ ও বিদ্রোহ (তৃতীয় অধ্যায়)
West Bengal Class 10 History Suggestion Download
WBBSE Class 10th History short question suggestion . Madhyamik
History Protirodh o Bidroho Question and
Answer Suggestion download Class 10th Question Paper History. WB
Class 10 History suggestion and important question and answer. Class 10
Suggestion pdf.পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।