সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | Madhyamik History Sanskar Boisisto o Porjalochona Question and Answer
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | Madhyamik History Sanskar Boisisto o Porjalochona Question and Answer
প্রিয়
ছাত্র
ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) || যা মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত মাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | Madhyamik History Sanskar Boisisto o Porjalochona Question and Answer
1.ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে-
{I} বাংলায়
{II} বোম্বাইয়ে
{III} মাদ্রাজে
{IV} দিল্লিতে
উত্তরঃ- {I} বাংলায়
2. প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক ছিলেন-
{I} রামানন্দ চট্টোপাধ্যায়
{II} গঙ্গাকিশোর ভট্টাচার্য
{III} দ্বারকানাথ বিদ্যাভূষণ
{IV} অক্ষয়কুমার দত্ত
উত্তরঃ- {II} গঙ্গাকিশোর ভট্টাচার্য
3. উনিশ শতকের নারীদের অবস্থা জানার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সাময়িকপত্র ছিল-
{I} হিন্দু প্যাট্রিয়ট
{II} গ্রামবার্ত্তাপ্রকাশিকা
{III} সমাচার দর্পন
{IV} বামাবোধিনি
উত্তরঃ- {IV} বামাবোধিনি
4. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী ছিলেন-
{I} হরিশচন্দ্র মুখোপাধ্যায়
{II} অক্ষয়কুমার দত্ত
{III} মধুসূদন রায়
{IV} দীনবন্ধু মিত্র
উত্তরঃ- {III} মধুসূদন রায়
5. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
{I} হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
{II} মধুসূদন রায়
{III} অক্ষয়কুমার দত্ত
{IV} দীনবন্ধু মিত্র
উত্তরঃ- {I} হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়
6. ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয়-
{I} গ্রাম্বার্ত্তাপ্রকাশিকায়
{II} হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
{III} বামাবোধিনী পত্রিকায়
{IV} ভারতী পত্রিকায়
উত্তরঃ- {II} হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায়
7. প্রথম কোন্ পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় ?
{I} হিন্দু প্যাট্রিয়ট-এ
{II} বামাবোধিনী-তে
{III} সম্বাদ প্রভাকর-এ
{IV} গ্রাম্বার্ত্তাপ্রকাশিকা-তে
উত্তরঃ- {IV} গ্রাম্বার্ত্তাপ্রকাশিকা-তে
8. ‘হুতোমপ্যাঁচার নক্সা’ গ্রন্থটি রচনা করেন-
{I} দীনবন্ধু মিত্র
{II} অক্ষয়কুমার দত্ত
{III} কালীপ্রসন্ন সিংহ
{IV} অবনীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ- {III} কালীপ্রসন্ন সিংহ
9. ‘নিলদর্পন নাটকটি রচনা করেন-
{I} কালীপ্রসন্ন সিংহ
{II} মধুসূদন দত্ত
{III} প্যারিচাঁদ মিত্র
{IV} দীনবন্ধু মিত্র
উত্তরঃ- {IV} দীনবন্ধু মিত্র
10. কলকাতা মাদ্রাসা (১৭৮১ খ্রিঃ) প্রতিষ্ঠা করেন-
{I} লর্ড ক্লাইভ
{II} লর্ড কর্নওয়ালিশ
{III} লর্ড ওয়ারেন হেস্টিংস
{IV} লর্ড ওয়েলেসলি
উত্তরঃ- {III} লর্ড ওয়ারেন হেস্টিংস
11. বেন্টিঙ্কের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন-
{I} কলভিন
{II} টমাস মেকলে
{III} কোলব্রুক
{IV} উইলসন
উত্তরঃ- {II} টমাস মেকলে
12. ভারতে প্রাচ্যরীতিতে শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন-
{I} প্রিন্সেপ
{II} মেকলে
{III} আলেকজান্ডার ডাফ
{IV} সন্ডার্স
উত্তরঃ- {I} প্রিন্সেপ
13. ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন-
{I} মেকলে
{II} প্রিন্সেপ
{III} কোলব্রুক
{IV} উইলসন
উত্তরঃ- {I} মেকলে
14. ‘জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউসন’ প্রতিষ্ঠা করেন-
{I} মিউলটন
{II} আলেকজান্ডার ডাফ
{III} উইলিয়াম কেরি
{IV} মার্শম্যান
উত্তরঃ- {II} আলেকজান্ডার ডাফ
15. কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু হলেন প্রথম-
{I} মহিলা বিমানচালক
{II} মহিলা বিচারপতি
{III} মহিলা স্নাতক
{IV} মহিলা উপাচার্য
উত্তরঃ- {III} মহিলা স্নাতক
16. ‘স্ত্রিশিক্ষা বিধায়ক’ নামে পুস্তিকাটি বর্তমান নাম হল-
{I} রামমোহন রায়
{II} ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
{III} ডেভিড হেয়ার
{IV} রাধাকান্ত দেব
উত্তরঃ- {IV} রাধাকান্ত দেব
17. পাটলডাঙা অ্যাকাডেমির বর্তমান নাম হল-
{I} হেয়ার স্কুল
{II} বেথুন স্কুল
{III} কলেজিয়েট স্কুল
{IV} হিন্দু স্কুল
উত্তরঃ- {I} হেয়ার স্কুল
18. এশিয়ার কোন্ মেডিকেল কলেজে প্রথম ইউরোপিয় চিকিৎসাবিদ্যা শেখানো শুরু হয়-
{I} কলকাতা
{II} বোম্বাই
{III} পন্ডিচেরি
{IV} মাদ্রাজ
উত্তরঃ- {III} পন্ডিচেরি
19. প্রথম শবব্যবচ্ছেদ করেন-
{I} রাজকৃষ্ণ দে
{II} মধুসূদন গুপ্ত
{III} উমাচরণ শেঠ
{IV} দ্বারকানাথ গুপ্ত
উত্তরঃ- {II} মধুসূদন গুপ্ত
20. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন-
{I} লর্ড লিটন
{II} লর্ড ডালহৌসি
{III} উইলিয়াম কোলভিল
{IV} লর্ড ক্যানিং
উত্তরঃ- {IV} লর্ড ক্যানিং
21. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন-
{I} লর্ড ক্যানিং
{II} লর্ড লিটন
{III} লর্ড ডালহৌসি
{IV} উইলিয়াম কোলভিল
উত্তরঃ- {IV} উইলিয়াম কোলভিল
22. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ছিলেন-
{I} রাসবিহারী ঘোষ
{II} প্রসন্নকুমার ঠাকুর
{III} রবীন্দ্রনাথ ঠাকুর
{IV} ড. নীলরতন সরকার
উত্তরঃ- {III} রবীন্দ্রনাথ ঠাকুর
23. তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন-
{I} অক্ষয়কুমার দত্ত
{II} রমেশচন্দ্র দত্ত
{III} উমেশচন্দ্র দত্ত
{IV} দেবেন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ- {I} অক্ষয়কুমার দত্ত
24. দেবেন্দ্রনাথের ব্রাহ্ম আদর্শের মূলভিত্তি ছিলেন-
{I} পুরাণ
{II} বেদ
{III} রামায়ন
{IV} মহাভারত
উত্তরঃ- {II} বেদ
25. সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন-
{I} রাধাকান্ত দেব
{II} দেবেন্দ্রনাথ ঠাকুর
{III} রামমোহন রায়
{IV} ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
উত্তরঃ- {III} রামমোহন রায়
26. নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন-
{I} রসিককৃষ্ণ মল্লিক
{II} রামগোপাল ঘোষ
{III} দক্ষিনারঞ্জন মুখোপাধ্যায়
{IV} ডিরোজিও
উত্তরঃ- {IV} ডিরোজিও
27. মহসীন শিক্ষা তহবিল প্রতিষ্ঠায় উদ্যোগ নেন-
{I} হাজি মহম্মদ মহসীন
{II} লর্ড বেন্টিঙ্ক
{III} লর্ড ক্যানিং
{IV} চার্লস মেটকাফ
উত্তরঃ- {IV} চার্লস মেটকাফ
28. ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন-
{I} রামমোহন রায়
{II} কেশবচন্দ্র সেন
{III} দেবেন্দ্রনাথ ঠাকুর
{IV} শিবনাথ শাস্ত্রী
উত্তরঃ- {II} কেশবচন্দ্র সেন
29. কার দানের অর্থে হুগলীর ইমামবাড়া হাসপাতাল নির্মিত হয় ?
{I} রামমোহন রায়ের
{II} ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের
{III} হাজি মহম্মদ মহসীনের
{IV} দেবেন্দ্রনাথ ঠাকুরের
উত্তরঃ- {III} হাজি মহম্মদ মহসীনের
30. ‘নববিধান’ ঘোষণা করেন-
{I} কেশবচন্দ্র সেন
{II} দেবেন্দ্রনাথ ঠাকুর
{III} শিবনাথ শাস্ত্রী
{IV} আনন্দমোহন বসু
উত্তরঃ- {I} কেশবচন্দ্র সেন
31. কে সন্ন্যাস গ্রহণের পর অচ্যুতানন্দ সরস্বতী নামগ্রহণ করেন ?
{I} শ্রীরামকৃষ্ণ
{II} স্বামী বিবেকানন্দ
{III} কেশবচন্দ্র সেন
{IV} বিজয়কৃষ্ণ গোস্বামী
উত্তরঃ- {IV} বিজয়কৃষ্ণ গোস্বামী
32. বিজয়কৃষ্ণ গোস্বামী দেহত্যাগ করেন-
{I} ঢাকায়
{II} শান্তিপুরে
{III} পুরীতে
{IV} গয়ায়
উত্তরঃ- {III} পুরীতে
33. বাংলায় সর্বধর্মসমন্বয়ের আদর্শের প্রধান প্রচার ছিলেন-
{I} শ্রীরামকৃষ্ণ
{II} তৈলঙ্গস্বামী
{III} বিজয়কৃষ্ণ গোস্বামী
{IV} স্বামী বিবেকানন্দ
উত্তরঃ- {I} শ্রীরামকৃষ্ণ
34. ‘যত মতকে এক-একটি আদর্শ প্রচার করেন-
{I} স্বামী বিবেকানন্দ
{II} শ্রীরামকৃষ্ণ
{III} বিজয়কৃষ্ণ গোস্বামী
{IV} লালন ফকির
উত্তরঃ- {II} শ্রীরামকৃষ্ণ
35. ‘’সব মতকে এক-একটি পথ বলে জানবে। আমার ঠিক পথ, আর সকলের মিথ্যা-এরূপ বোধ না হয় । বিদ্বেষভাব না হয়।“ –এটি কার উক্তি
{I} শ্রীরামকৃষ্ণের
{II} স্বামী বিবেকানন্দের
{III} লালন ফকিরের
{IV} বিজয়কৃষ্ণ গোস্বামীর
উত্তরঃ- {I} শ্রীরামকৃষ্ণের
36. ‘জীবে দয়া নয়, শিবজ্ঞানে জিবসেবা’-র কথা বলেছেন-
{I} বিজয়কৃষ্ণ গোস্বামী
{II} লালন ফকির
{III} শ্রীরামকৃষ্ণ
{IV} স্বামী বিবেকানন্দ
উত্তরঃ- {IV} স্বামী বিবেকানন্দ
37. ‘নব্য বেদান্তবাদ’ প্রচার করেন-
{I} বিজয়কৃষ্ণ গোস্বামী
{II} তৈলঙ্গস্বামী
{III} শ্রীরামকৃষ্ণ
{IV} স্বামী বিবেকানন্দ
উত্তরঃ- {IV} স্বামী বিবেকানন্দ
38. ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’-গানটি লিখেছেন-
{I} লালন ফকির
{II} কাঙাল হরিনাথ
{III} স্বামী বিবেকানন্দ
{IV} বসন্তকুমার পাল
উত্তরঃ- {I} লালন ফকির
39. উনিশ শতকে বাংলার নবজাগরণকে ‘এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন-
{I} বিপিনচন্দ্র
{II} অনিতা শীল
{III} জওহরলাল নেহরু
{IV} রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তরঃ- {II} অনিতা শীল
40. কে বলেছেন যে, ‘বাংলার জাগরণ আন্দোলন ইউরোপীয় নবজাগরণ আন্দোলনের বিপরীতধর্মী’’?
{I} যদুনাথ সরকার
{II} সুপ্রকাশ রায়
{III} অমলেশ ত্রিপাঠী
{IV} বিনয় ঘোষ
উত্তরঃ- {II} সুপ্রকাশ রায়
দশম শ্রেণীর ইতিহাস দ্বিতীয় অধ্যায়: সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা হতে বহু বৈকল্পিক প্রশ্ন উত্তর (MCQ)
১। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক হলেন – {I} গঙ্গাকিশোর ভট্টাচার্য {II} বঙ্কিমচন্দ্ৰ চট্যোপাধ্যায় {III} অক্ষয়কুমার দত্ত {IV} হরিশচন্দ্র মুখোপাধ্যায়। উত্তরঃ- {I}
২। ‘বামাবোধিনী’ পত্রিকার সম্পাদক ছিলেন – {I} দ্বারকানাথ বিদ্যাভূষণ {II} উমেশচন্দ্র দত্ত {III} কৃষ্ণচন্দ্র মজুমদার {IV} শিশিরকুমার ঘোষ। উত্তরঃ- {II}
৩। বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র হল – {I} বেঙ্গল গেজেট {II} বাঙ্গাল গেজেটি {III} বামাবোধিনী {IV} সোমপ্রকাশ। উত্তরঃ- {II}
৪। বামাবোধিনী পত্রিকার একজন বিশিষ্ট লেখিকা ছিলেন –{I} চন্দ্ৰমুখী বসু {II} মানকুমারী বসু {III} কাদম্বিনী গাঙ্গুলি {IV} সরোজিনী নাইডু। উত্তরঃ- {II}
৫। ‘বামাবোধিনী’ পত্রিকা ছিল একটি – {I} দৈনিক পত্রিকা {II} মাসিক পত্রিকা {III} সাপ্তাহিক পত্রিকা {IV} ত্রৈমাসিক পত্রিকা।
উত্তরঃ- {II}
৬। বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকাটির নাম – {I} দিগদর্শন {II} সমাচার দর্পণ {III} বঙ্গদর্শন {IV} সোমপ্রকাশ। উত্তরঃ- {I}
৭। বাংলায় প্রথম সাপ্তাহিক সংবাদপত্র প্রকাশ করেন – {I} হরিনাথ মজুমদার {II} হ্যারিয়েট বিচার স্টো {III} জেমস অগাস্টাস হিকি {IV} উমেশচন্দ্র দত্ত। উত্তরঃ- {III}
৮। ‘বামাবোধিনী’ পত্রিকা প্রকাশিত হয় – {I} ১৮৩৩ খ্রি. {II} ১৮৫৯ খ্রি. {III} ১৮৬০ খ্রি. {IV} ১৮৬৩ খ্রি.। উত্তরঃ- {IV}
৯। উনিশ শতকের নারীদের অবস্থা জানার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ সাময়িকপত্র ছিল – {I} হিন্দু প্যাট্রিয়ট {II} সমাচার দর্পণ {III} গ্রামবাৰ্ত্তা প্রকাশিকা {IV} বামাবোধিনী। উত্তরঃ- {IV}
১০। দিগদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন – {I} হরচন্দ্র রায় {II} ঈশ্বর গুপ্ত {III} মার্শম্যান {IV} উইলিয়ম কেরি। উত্তরঃ- {III}
১১। অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন – {I} হরিশচন্দ্র মুখোপাধ্যায় {II} শিশিরকুমার ঘোষ {III} উমেশচন্দ্র দত্ত {IV} দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়। উত্তরঃ- {II}
১২। যে সাহিত্যিক পাবনার কৃষকবিদ্রোহ সমর্থন করেছিলেন তিনি হলেন – {I} বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় {II} রবীন্দ্রনাথ ঠাকুর {III} মধুসূদন দত্ত {IV} শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তরঃ- {I}
১৩। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী ছিলেন – {I} হরিশচন্দ্র মুখোপাধ্যায় {II} অক্ষয়কুমার দত্ত {III} মধুসূদন রায় {IV} দীনবন্ধু মিত্র। উত্তরঃ- {III}
১৪। সাঁওতাল এলাকায় সামরিক শাসন জারির তীব্র বিরোধিতা করা হয় – {I} হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় {II} দিগ্দর্শন পত্রিকায় {III} প্রবাসী পত্রিকায় {IV} সঞ্জীবনী পত্রিকায়। উত্তরঃ- {I}
১৫। ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার সম্পাদক ছিলেন – {I} হরিশচন্দ্র বন্দ্যোপাধ্যায় {II} হরিশচন্দ্র গঙ্গোপাধ্যায় {III} হরিশচন্দ্র মুখোপাধ্যায় {IV} হরিশচন্দ্র চট্টোপাধ্যায়। উত্তরঃ- {III}
১৬। বামাবোধিনীর ‘বামা’ আসলে কারা? – {I} বিধবারা {II} বালিকারা {III} নববিবাহিতরা {IV} সমগ্র নারী জাতি। উত্তরঃ- {IV}
১৭। প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয়? – {I} হিন্দু প্যাট্রিয়ট {II} বামাবোধিনী {III} গ্রামবাৰ্ত্তাপ্রকাশিকা {IV} সংবাদ প্রভাকর। উত্তরঃ- {III}
১৮। ‘সোমপ্রকাশ’ ছিল একটি – {I} দৈনিক পত্রিকা {II} পাক্ষিক পত্রিকা {III} সাপ্তাহিক পত্রিকা {IV} মাসিক পত্রিকা। উত্তরঃ- {III}
১৯। ডালহৌসির নগ্ন সাম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয় – {I} গ্রামবাৰ্ত্তাপ্রকাশিকায় {II} হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় {III} বামাবোধিনী পত্রিকায় {IV} ভারতী পত্রিকায়। উত্তরঃ- {IV}
২০। ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদ প্রকাশের জন্য জেমস লঙের কারাদন্ড হয় – {I} ১ মাস {II} ৬ মাস {III} ১ বছর {IV} ১২ বছর। উত্তরঃ- {I}
২১। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন – {I} গিরিশচন্দ্র ঘোষ {II} দেবেন্দ্রনাথ ঠাকুর {III} হরিশচন্দ্র মুখার্জি {IV} অক্ষয়কুমার দত্ত।
উত্তরঃ- {I}
২২। ‘হুতোমপ্যাঁচার নক্সা’ রচনা করেন – {I} গিরিশচন্দ্র ঘোষ {II} প্যারিচাঁদ মিত্র {III} ঈশ্বরচন্দ্র গুপ্ত {IV} কালীপ্রসন্ন সিংহ। উত্তরঃ- {IV}
২৩। প্রকাশের সময় ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকার সম্পাদক ছিলেন – {I} বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় {II} হরিনাথ মজুমদার {III} গিরিশচন্দ্র বিদ্যারত্ন {IV} দ্বারকানাথ বিদ্যাভূষণ। উত্তরঃ- {II}
২৪। ‘বিদ্যোৎসাহিনী সভা’ প্রতিষ্ঠা করেন – {I} হরিনাথ মজুমদার {II} উমেশচন্দ্র দত্ত {III} হরিশচন্দ্র মুখোপাধ্যায় {IV} কালীপ্রসন্ন সিংহ। উত্তরঃ- {IV}
২৫। নীলদর্পণ নাটককে ‘আংকল টমস কেবিন’ এর সঙ্গে তুলনা করেছেন – {I} শিশির কুমার ঘোষ {II} দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় {III} বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় {IV} নবগোপাল মিত্র। উত্তরঃ- {III}
২৬। ‘আলালের ঘরের দুলাল’ রচনা করেন – {I} ঈশ্বর গুপ্ত {II} প্যারিচাঁদ মিত্র {III} মধুসূদন দত্ত {IV} উমেশচন্দ্র দত্ত।
উত্তরঃ- {II}
২৭। ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হত – {I} দৈনিক {II} পাক্ষিক {III} মাসিক {IV} বাৎসরিক। উত্তরঃ- {III}
২৮। ‘নীলদর্পণ’ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক – {I} কালীপ্রসন্ন সিংহ {II} হরিশচন্দ্র মুখোপাধ্যায় {III} মাইকেল মধুসূদন দত্ত {IV} রেভারেন্ড জেমস লং। উত্তরঃ- {IV}
২৯। ‘গ্রামবার্তা প্রকাশিকা’ প্রকাশিত হত – {I} যশোর থেকে {II} কুষ্টিয়া থেকে {III} রানাঘাট থেকে {IV} বারাসাত থেকে।
উত্তরঃ- {II}
৩০। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন – {I} ঈশ্বর গুপ্ত {II} অক্ষয় কুমার দত্ত {III} কেশবচন্দ্র সেন {IV} দেবেন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ- {II}
৩১। কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম হল – {I} পশুরাজ {II} বামাখ্যাপা {III} হুতোমপেঁচা {IV} বুড়ো শালিক। উত্তরঃ- {III}
৩২। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় – {I} ১৭১৭ খ্রি. ২০ জানুয়ারি {II} ১৮১৭ খ্রি. ২০ জুন {III} ১৮১৭ খ্রি. ২০ জানুয়ারি {IV} ১৭১৭ খ্রি. ২০ জুন। উত্তরঃ- {III}
৩৩। ‘মেট্রোপলিটন ইন্সটিটিউশন’ প্রতিষ্ঠা করেন – {I} রামমোহন রায় {II} বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় {III} ডেভিড হেয়ার {IV} ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তরঃ- {IV}
৩৪। হুতোম প্যাঁচার নকশা গ্ৰন্থের প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল – {I} কলকাতার নাগরিক জীবন {II} ইংরেজদের দুর্নীতি {III} কলকাতার জমিদার পরিবার {IV} নারী সমস্যা। উত্তরঃ- {I}
৩৫। ১৭৮১ খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন – {I} লর্ড কর্নওয়ালিশ {II} লর্ড ওয়েলেসলি {III} লর্ড ওয়ারেন হেস্টিংস {IV} লর্ড ক্লাইভ। উত্তরঃ- {III}
৩৬। বেন্টিঙ্কের আমলে জনশিক্ষা কমিটির সভাপতি ছিলেন – {I} কলভিন {II} উইলসন {III} টমাস মেকলে {IV} কোলব্রুক। উত্তরঃ- {III}
৩৭। ‘ফোর্ট উইলিয়াম কলেজ’ প্রতিষ্ঠিত হয় – {I} ১৮০০ খ্রিস্টাব্দে {II} ১৮০১ খ্রিস্টাব্দে {III} ১৮০২ খ্রিস্টাব্দে {IV} ১৮০৩ খ্রিস্টাব্দে। উত্তরঃ- {I}
৩৮। ভারতে পাশ্চাত্য শিক্ষাবিস্তারের ক্ষেত্রে বেমানান নামটি হল – {I} রাজা রামমোহন রায় {II} কালীপ্রসন্ন সিংহ {III} ডেভিড হেয়ার {IV} ড্রিংকওয়াটার বিটন (বেথুন)। উত্তরঃ- {II}
৩৯। মেকলের মিনিট পেশ করা হয় – {I} ১৮১৩ খ্রিস্টাব্দে {II} ১৮২৩ খ্রিস্টাব্দে {III} ১৮৩৫ খ্রিস্টাব্দে {IV} ১৮২৮ খ্রিস্টাব্দে। উত্তরঃ- {III}
৪০। ভারতের শিক্ষাক্ষেত্রে ‘চুঁইয়ে পড়া নীতি’ প্রবর্তন করেন – {I} মেকলে {II} লর্ড আর্মহাস্ট {III} লর্ড বেন্টিঙ্ক {IV} চার্লস উড। উত্তরঃ- {I}
৪১। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় – {I} ১৭৭৪ খ্রি. {II} ১৭৮৪ খ্রি. {III} ১৭৯২ খ্রিঃ {IV} ১৮৭৪ খ্রি.। উত্তরঃ- {II}
৪২। বাংলায় নারীশিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন – {I} ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর {II} রাজা রামমোহন রায় {III} ডেভিড হেয়ার {IV} কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। উত্তরঃ- {I}
৪৩। কোন মিনিটের মাধ্যমে প্রাচ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষা বিষয়ক দ্বন্দ্বের অবসান ঘটে – {I} অকল্যান্ডের মিনিট {II} জন শোরের মিনিট {III} মেকলের মিনিট {IV} বেন্টিঙ্কের মিনিট। উত্তরঃ- {III}
৪৪। হেয়ার স্কুল-এর প্রথম নাম ছিল – {I} ধর্মতলা অ্যাকাডেমি {II} পটলডাঙ্গা অ্যাকাডেমি {III} অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন {IV} ডিফেন্স অ্যাকাডেমি। উত্তরঃ- {II}
৪৫। সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয় – {I} ১৭১৩ খ্রিস্টাব্দে {II} ১৯১৩ খ্রিস্টাব্দে {III} ১৮১৩ খ্রিস্টাব্দে {IV} ১৮২৩ খ্রিস্টাব্দে। উত্তরঃ- {IV}
৪৬। ব্রাহ্মসমাজের মুখপত্র ছিল – {I} সম্বাদ কৌমুদি {II} সমাচার দর্পণ {III} সমাচার চন্দ্রিকা {IV} তত্ত্ববোধিনী পত্রিকা। উত্তরঃ- {IV}
৪৭। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হল – {I} বেথুন কলেজ {II} স্কটিশ চার্চ কলেজ {III} বিদ্যাসাগর কলেজ {IV} হিন্দু কলেজ। উত্তরঃ- {I}
৪৮। ভারতে প্রাচ্যরীতিতে শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন – {I} মেকলে {II} প্রিন্সেপ {III} আলেকজান্ডার ডাফ {IV} সন্ডার্স।
উত্তরঃ- {II}
৪৯। হিন্দু বালিকা বিদ্যালয় স্থাপিত হয় – {I} ১৮৪৭ খ্রি. {II} ১৮৪৮ খ্রি. {III} ১৮৪৯ খ্রি. {IV} ১৮৫০ খ্রি.। উত্তরঃ- {III}
৫০। ভারতে পাশ্চাত্য শিক্ষাদানের পক্ষে মত প্রকাশ করেন {I} মেকলে {II} প্রিন্সেপ {III} কোলব্রুক {III} উইলসন। উত্তরঃ- {I}
৫১। জেনারেল অ্যাসেম্বলি ইন্সটিটিউশনের বর্তমান নাম হল – {I} স্কটিশ চার্চ কলেজ {II} বিদ্যাসাগর কলেজ {III} প্রেসিডেন্সি কলেজ {IV} চিত্তরঞ্জন কলেজ।
উত্তরঃ- {I}
৫২। জেনারেল অ্যাসেম্বলিক ইন্সটিটিউশন প্রতিষ্ঠা করেন – {I} মিডলটন {II} আলেকজান্ডার ডাফ {III} উইলিয়াম কেরি {IV} মার্শম্যান। উত্তরঃ- {II}
৫৩। হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় – {I} ১৮০০ খ্রি. {II} ১৮৩৫ খ্রি. {III} ১৮১৭ খ্রি. {IV} ১৮৫৭ খ্রি.। উত্তরঃ- {III}
৫৪। প্রথম বাঙালি ছাত্র যিনি শব ব্যবচ্ছেদ করেছিলেন তিনি হলেন – {I} মধুসূদন দত্ত {II} নীলরতন সরকার {III} মধুসূদন গুপ্ত {IV} দ্বারকানাথ গুপ্ত। উত্তরঃ- {III}
৫৫। ‘ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয় – {I} ১৮১৭ খ্রিস্টাব্দে {II} ১৮৩১ খ্রিস্টাব্দে {III} ১৮১৮ খ্রিস্টাব্দে {IV} ১৮৩৯ খ্রিস্টাব্দে। উত্তরঃ- {I}
৫৬। কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক অধ্যাপক ছিলেন – {I} রাসবিহারী ঘোষ {II} প্রসন্নকুমার ঠাকুর {III} রবীন্দ্রনাথ ঠাকুর {IV} ড. নীলরতন সরকার। উত্তরঃ- {III}
৫৭। হিন্দু কলেজের বর্তমান নাম – {I} বিদ্যাসাগর কলেজ {II} স্কটিশ চার্চ কলেজ {III} প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় {IV} সংস্কৃত কলেজ। উত্তরঃ- {III}
৫৮। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন – {I} লর্ড লিটন {II} লর্ড ডালহৌসি {III} উইলিয়াম কোলভিল {IV} লর্ড ক্যানিং। উত্তরঃ- {IV}
৫৯। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন – {I} ড. এম জে ব্রামলি {II} ড. এইচ এইচ ডিভ {III} ড. এন ওয়ালিশ {IV} ড. জে গ্রান্ট। উত্তরঃ- {I}
৬০। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় – {I} ১৮৫৭ খ্রি. {II} ১৮৫৮ খ্রি. {III} ১৮৫৯ খ্রি. {IV} ১৮৬০ খ্রি.। উত্তরঃ- {II}
৬১। ভারতে প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে – {I} বাংলায় {II} বোম্বাইয়ে {III} দিল্লিতে {IV} মাদ্রাজে।
উত্তরঃ- {I}
৬২। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন – স্যার আশুতোষ মুখোপাধ্যায় {II} স্যার যদুনাথ সরকার {III} স্যার গুরুদাস ব্যানার্জি {IV} স্যার উইলিয়াম কোলভিল। উত্তরঃ- {III}
৬৩। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন – {I} লর্ড ক্যানিং {II} ডেভিড হেয়ার {III} আশুতোষ মুখোপাধ্যায় {IV} জেমস উইলিয়াম কোলভিল।
উত্তরঃ- {IV}
৬৪। এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো শুরু হয় ? – {I} কলকাতা {II} বোম্বাই {III} পন্ডিচেরী {IV} মাদ্রাজ। উত্তরঃ- {III}
৬৫। দেবেন্দ্রনাথের ব্রাহ্মসমাজের আদর্শের মূলভিত্তি ছিল – {I} বেদ {II} রামায়ণ {III} মহাভারত {IV} পুরাণ। উত্তরঃ- {I}
৬৬। বিধবাবিবাহ আইন পাস হয় – {I} ১৮৫৫ খ্রিস্টাব্দে {II} ১৮৬৫ খ্রিস্টাব্দে {III} ১৮৫৬ খ্রিস্টাব্দে {IV} ১৮৮৫ খ্রিস্টাব্দে। উত্তরঃ- {III}
৬৭। সতীদাহ প্রথা রদ হয় – {I} ১৮২৮ খ্রিস্টাব্দে {II} ১৮২৯ খ্রিস্টাব্দে {III} ১৮৩০ খ্রিস্টাব্দে {IV} ১৮৫৬ খ্রিস্টাব্দে। উত্তরঃ- {II}
৬৮। কার দানের অর্থে হুগলির ইমামবাড়া হাসপাতাল নির্মিত হয় ? – {I} রামমোহন রায় {II} হাজি মহম্মদ মহসীন {III} ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর {IV} দেবেন্দ্রনাথ ঠাকুর।
উত্তরঃ- {II}
৬৯। ‘বিধবাবিবাহ আইন’ পাস করেন – {I} লর্ড ক্যানিং {II} ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর {III} রাজা রামমোহন রায় {IV} লর্ড ডালহৌসি। উত্তরঃ- {IV}
৭০। সতীদাহ প্রথার বিরুদ্ধে প্রথম জোরালো আন্দোলন গড়ে তোলেন – {I} রাধাকান্ত দেব {II} রামমোহন রায় {III} দেবেন্দ্রনাথ ঠাকুর {IV} ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। উত্তরঃ- {II}
৭১। প্রথম বিধবাবিবাহ অনুষ্ঠিত হয় – {I} ১৮৫৬ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর {II} ১৮৫৬ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর {III} ১৮৫৭ খ্রিস্টাব্দের ৬ ডিসেম্বর {IV} ১৮৫৭ খ্রিস্টাব্দের ৭ ডিসেম্বর। উত্তরঃ- {II}
৭২। ‘নববিধান’ প্রতিষ্ঠা করেছিলেন – {I} দয়ানন্দ সরস্বতী {II} স্বামী বিবেকানন্দ {III} কেশবচন্দ্র সেন {IV} মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তরঃ- {III}
৭৩। মহসীন শিক্ষা তহবিল প্রতিষ্ঠায় উদ্যোগ নেন – {I} হাজি মহম্মদ মহসীন {II} লর্ড ক্যানিং {III} লর্ড বেন্টিঙ্ক {IV} চার্লস মেটকাফ। উত্তরঃ- {IV}
৭৪। যে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ করা হয় সেটি হল – {I} তিন আইন {II} পঞ্চদশ আইন {III} সপ্তদশ আইন {IV} অষ্টাদশ আইন।
উত্তরঃ- {III}
৭৫। ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ গঠন করেন – {I} রাজা রামমোহন রায় {II} কেশবচন্দ্র সেন {III} দেবেন্দ্রনাথ ঠাকুর {IV} শিবনাথ শাস্ত্রী। উত্তরঃ- {II}
৭৬। অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় – {I} ১৮২৫ খ্রি. {II} ১৮২৬ খ্রি. {III} ১৮২৭ খ্রি. {IV} ১৮২৮ খ্রি.। উত্তরঃ- {IV}
৭৭। ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন {I} দেবেন্দ্রনাথ ঠাকুর {II} কেশবচন্দ্র সেন {III} রাধাকান্ত দেব {IV} শিবনাথ শাস্ত্রী। উত্তরঃ- {II}
৭৮। বিজয়কৃষ্ণ গোস্বামী দেহত্যাগ করেন – {I} ঢাকায় {II} শান্তিপুরে {III} পুরীতে {IV} গয়ায়। উত্তরঃ- {III}
৭৯। সাধারণ ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা ছিলেন – {I} রাজা রামমোহন রায় {II} মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর {III} শিবনাথ শাস্ত্রী {IV} কেশবচন্দ্র সেন।
উত্তরঃ- {III}
৮০। “সব মতকে এক একটি পথ বলে জানবে। আমার ঠিক পথ, আর সকলের মিথ্যা – এরূপ বোধ না হয়। বিদ্বেষভাব না হয়।” কার উক্তি? – {I} শ্রীরামকৃষ্ণের {II} লালন ফকিরের {III} স্বামী বিবেকানন্দের {IV} বিজয়কৃষ্ণ গোস্বামীর। উত্তরঃ- {I}
৮১। সন্ন্যাস গ্রহণের পর অচ্যুতানন্দ সরস্বতী নাম গ্রহণ করেন – {I} শ্রীরামকৃষ্ণ {II} স্বামী বিবেকানন্দ {III} কেশবচন্দ্র সেন {IV} বিজয়কৃষ্ণ গোস্বামী।
উত্তরঃ- {IV}
৮২। কেশবচন্দ্র সেনকে ‘ব্রহ্মানন্দ’ উপাধি দেন – {I} রামচন্দ্র বিদ্যাবাগীশ {II} দেবেন্দ্রনাথ ঠাকুর {III} শিবনাথ শাস্ত্রী {IV} রামমোহন রায়। উত্তরঃ- {II}
৮৩। সর্বধর্মসমন্বয়ের আদর্শ প্রচার করেন – {I} শিবনাথ শাস্ত্রী {II} শ্রীরামকৃষ্ণ {III} স্বামী বিবেকানন্দ {IV} রাজা রামমোহন রায়। উত্তরঃ- {II}
৮৪। জীবে দয়া নয়, শিবজ্ঞানে জীবসেবার কথা বলেছেন – {I} বিজয়কৃষ্ণ গোস্বামী {II} লালন ফকির {III} শ্রীরামকৃষ্ণ {IV} স্বামী বিবেকানন্দ। উত্তরঃ- {III}
৮৫। ‘ব্রাহ্মধর্মের অনুষ্ঠান পদ্ধতি’ নামক গ্রন্থটি লেখেন – {I} রামতনু লাহিড়ি {II} দেবেন্দ্রনাথ ঠাকুর {III} রামমোহন রায় {IV} কেশবচন্দ্র সেন। উত্তরঃ- {II}
৮৬। নব্য বেদান্তবাদ’ প্রচার করেন – {I} বিজয়কৃষ্ণ গোস্বামী {II} ত্রৈলঙ্গস্বামী {III} শ্রীরামকৃষ্ণ {IV} স্বামী বিবেকানন্দ।
উত্তরঃ- {IV}
৮৭। যত মত, তত পথ’-এর আদর্শ প্রচার করেন – {I} স্বামী বিবেকানন্দ {II} বিজয়কৃষ্ণ গোস্বামী {III} শ্রীরামকৃষ্ণ {IV} লালন ফকির। উত্তরঃ- {III}
৮৮। রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপত্র ছিল – {I} বেঙ্গলি পত্রিকা {II} সঞ্জীবনী পত্রিকা {III} অমৃতবাজার পত্রিকা {IV} উদ্বোধন পত্রিকা। উত্তরঃ- {IV}
৮৯। ‘TO INDIA MY NATIVE LAND’ কবিতাটির রচয়িতা {I} প্যারিচাঁদ মিত্র {II} ডিরোজিও {III} ওয়ার্ডসওয়ার্থ {IV} ফাদার গ্যাপন। উত্তরঃ- {II}
৯০। “সব লোকে কয় লালন কি জাত সংসারে” – গানটির রচয়িতা – {I} লালন ফকির {II} স্বামী বিবেকানন্দ {III} কাঙাল হরিনাথ {IV} বসন্তকুমার পাল। উত্তরঃ- {I}
৯১। উনিশ শতকে বাংলার নবজাগরণ প্রথম শুরু হয়েছিল – {I} ঢাকায় {II} ফরিদপুরে {III} কলকাতায় {IV} মুরশিদাবাদে। উত্তরঃ- {III}
৯২। নব্যবঙ্গ আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন – {I} রসিককৃষ্ণ মল্লিক {II} রামগোপাল ঘোষ {III} দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় {IV} ডিরোজিও। উত্তরঃ- {IV}
৯৩। ‘স্ত্রী শিক্ষা বিধায়ক’ গ্রন্থটি রচনা করেন – {I} ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর {II} রামমোহন রায় {III} কেশবচন্দ্র সেন {IV} গৌরমোহন বিদ্যালংকার। উত্তরঃ- {IV}
৯৪। নব্যবঙ্গ গোষ্ঠীর মুখপত্র ছিল – {I} বামাবোধিনী {II} এথেনিয়াম {III} সোমপ্রকাশ {IV} সমাচার দর্পণ। উত্তরঃ- {II}
৯৫। উনিশ শতকে বাংলার নবজাগরণকে ‘এলিটিস্ট আন্দোলন’ বলে অভিহিত করেছেন – {I} অনিতা শীল {II} জওহরলাল নেহরু {III} রবীন্দ্রনাথ ঠাকুর {IV} ডঃ অনীল শীল। উত্তরঃ- {I}
৯৬। উনিশ শতকের বাংলার নবজাগরণের প্রাণকেন্দ্র ছিল – {I} ফরিদপুর {II} কলকাতা {III} মুরশিদাবাদ {IV} ঢাকা। উত্তরঃ- {II}
৯৭। ‘ফকির অব জঙ্গিরা’ কাব্যগ্রন্থটি রচনা করেন – {I} কেশবচন্দ্র সেন {II} স্বামী বিবেকানন্দ {III} ডিরোজিও {IV} দেবেন্দ্রনাথ ঠাকুর। উত্তরঃ- {III}
৯৮। কে বলেছেন যে, “বাংলার জাগরণ আন্দোলন নবজাগরণ আন্দোলনের বিপরীতধর্মী ?” – {I} যদুনাথ সরকার {II} অমলেশ ত্রিপাঠী {III} সুপ্রকাশ রায় {IV} বিনয় ঘোষ। উত্তরঃ- {III}
৯৯। উনিশ শতকের পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বাংলার প্রগতিশীল সমাজকে বলা হত – {I} উচ্চবিত্ত বাঙালি {II} মধ্যবিত্ত ভদ্রলোক {III} নিম্ন-মধ্যবিত্ত ভদ্রলোক {IV} নিম্নবিত্ত ভদ্রলোক। উত্তরঃ- {II}
১০০। উনিশ শতকে বাংলার বৌদ্ধিক অগ্রগতির প্রাণকেন্দ্র ছিল – {I} কলকাতা {II} হুগলি {III} শ্রীরামপুর {IV} চন্দননগর। উত্তরঃ- {I}
১.ভারতের প্রথম পাশ্চাত্য শিক্ষার সূত্রপাত ঘটে কোথায় ?
উত্তর : বাংলায় ।
২.কে প্রথম বাঙ্গালি সাংবাদ পত্রের প্রকাশক ছিলেন ?
উত্তর : গঙ্গাকিশোর ভট্টাচার্য ।
৩. হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম প্রবর্তক ও স্বত্বাধিকারী কে ছিলেন ?
উত্তর : মধুসূদন রায় ।
৪.হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন ?
উত্তর : হরিশচন্দ্র মুখোপাধ্যায় ।
৫.ডালহৌসির নগ্ন সম্রাজ্যবাদী নীতির সমালোচনা করা হয় কোন পত্রিকায় ?
উত্তর :হিন্দু প্যাট্রিয়ট পত্রিকায় ।
৬.প্রথম কোন পত্রিকায় লালন ফকিরের গান প্রকাশিত হয় ?
উত্তর : গ্রামবার্তা প্রকাশিকা তে ।
৭.’হুতুম প্যাঁচার নকশা ‘ গ্রন্থটি কে রচনা করেন ?
উত্তর : কালিপ্রসন্ন সিংহ ।
৮.নীলদর্পণ নাটকটি কে রচনা করেন ?
উত্তর : দীনবন্ধু মিত্র ।
৯. কলকাতা মাদ্রসা কে প্রতিষ্ঠা করেন ?
উত্তর : লর্ড ওয়ারেন হেস্টিংস ।
১০..ভারতে পাশ্চাত্য শিক্ষা দানের পক্ষ মত প্রকাশ করেন কে ?
উত্তর : মেকলে ।
১১.প্রথম মহিলা স্নাতক কারা ছিলেন ?
উত্তর : কাদম্বিনী গঙ্গোপাধ্যায় ও চন্দ্রমুখী বসু ।
১৩.স্ত্রী শিক্ষা বিধায়ক নামে গ্রন্থটি কে প্রকাশ করেন ?
উত্তর : রাধাকান্ত দেব ।
১৪. পটলডাঙা আকাদেমির বর্তমান নাম কি ?
উত্তর : হেয়ার স্কূল ।
১৫. এশিয়ার কোন মেডিক্যাল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসাবিদ্যা শেখানো হয় ?
উত্তর : পোণ্ডিচেরি ।
১৬.কলিকাতা বিশ্ববিদ্যলয় এর প্রথম আচার্য কে ছিলেন ?
উত্তর : লর্ড ক্যানিং ।
১৭.ভারতের প্রথম মহিলা চিকিৎসকের নাম কী?
উত্তরঃ- কাদম্বিনী গাঙ্গুলি
১৮.” শব্দকল্পদ্রুম ” নামক সংস্কৃত অভিধানের রচয়িতা কে?
উত্তরঃ- রাধাকান্ত দেব
১৯.রামমোহন কবে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- 1825 খ্রিস্টাব্দে
২০.বাংলার কোণ শতককে ” নবজাগরণের শতক ” বলা হয়?
উত্তরঃ- ঊনবিংশ শতককে
২১.শ্রীরামপুর ত্রয়ী নামে করা পরিচিত ছিলেন?
উত্তরঃ- উইলিয়াম কেরি, জোসুয়া মার্শম্যান এবং উইলিয়াম ওয়ার্ডকে
২২. “গ্রামবাবার্ত্তাপ্রকাশিকা ” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ- হরিনাথ মজুমদার
২৩.কোন বড়লাটের আমলে বিধবাবিবাহ আইন পাস হয়?
উত্তরঃ- লর্ড ক্যানিং
২৪.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য বা ভাইস চ্যান্সেলর কে ছিলেন?
উত্তরঃ- স্যার জেমস উইলিয়াম কোলভিন
২৫.ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- রাজা রামমোহন রায়
২৬.কে কত খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে
২৭. " মেট্রোপলিটন ইন্সটিটিউশন ” এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তরঃ- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
২৮.মেট্রোপলিটন ইন্সটিটিউশন – এর বর্তমান নাম কী?
উত্তরঃ- বিদ্যাসাগর কলেজ
২৯.বাংলার প্রথম ” বিধবা পাত্রী ” কে ছিলেন?
উত্তরঃ- কালীমতি দেবী
৩০." প্রাচ্যের অক্সফোর্ড ” কাকে বলা হত?
উত্তরঃ- ফোর্ট উইলিয়াম কলেজকে
৩১. ফকির অব জাংঘিরা ” কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তরঃ- ডিরোজিও
৩২. কাকে "ভারতীয় জাতীয়তাবাদের গুরু ” বলা হয়?
উত্তরঃ- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
৩৪.হিন্দু কলেজের বর্তমান নাম কী?
উত্তরঃ- প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়
৩৫.ভারতের ইরাসমাস কাকে বলা হয়?
উত্তরঃ- রাজা রামমোহন রায়
৩৬.হান্টার কমিশন কবে ঘোষিত হয়?
উত্তরঃ- 1882 সালে
৩৭.বাংলার কোন শিক্ষা প্রতিষ্ঠানকে ” গোলদিঘির গোলামখানা ” বলা হত?
উত্তরঃ- {I}লকাতা বিশ্ববিদ্যালয়কে
৩৮.হিন্দুমেলার পূর্বনাম কী ছিল?
উত্তরঃ- চৈত্রমেলা
৩৯.কোন আইন দ্বারা বিধবাবিবাহ চালু হয়?
উত্তরঃ- পঞ্চদশ রেগুলেশন ( 15 নং ) আইন দ্বারা
৪০.” আলালের ঘরের দুলাল ” কার লেখা?
উত্তরঃ- প্যারিচাঁদ মিত্র ( ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর )
৪১.তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ- অক্ষয়কুমার দত্ত
৪২.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন?
উত্তরঃ- স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়
৪৩.সাধারণ জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়?
উত্তরঃ- 1823 সালে
৪৪. “ব্রহ্মানন্দ” নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ- কেশবচন্দ্র সেন
৪৫..প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক কে ছিলেন?
উত্তরঃ- {III}ঙ্গাকিশোর ভট্টাচার্য
৪৬.পটলডাঙা অ্যাকাডেমির বর্তমান নাম কী?
উত্তরঃ- হেয়ার স্কুল
৪৭.ঊনবিংশ শতকে বাংলার নবজাগরণকে ” এলিটিস্ট আন্দোলন ” বলে কে অভিহিত করেছেন?
উত্তরঃ- অনিল শীল
৪৮.গৌরমোহন আঢ্য প্রতিষ্ঠিত বিদ্যালয়টির নাম কী?
উত্তরঃ- ওরিয়েন্টাল সেমিনারি
৪৯.লালনের জীবনী কে প্রথম রচনা করেন?
উত্তরঃ- বসন্ত কুমার পাল
৫০.কেশবচন্দ্র সেনকে ” ব্রহ্মানন্দ ” উপাধি কে দেন?
উত্তরঃ- দেবেন্দ্রনাথ ঠাকুর
৫১.”
হিন্দু প্যাট্রিয়ট ” পত্রিকাটি
প্রকাশকালে কোন
ধরনের পত্রিকা ছিল?
উত্তরঃ-
সাপ্তাহিক পত্রিকা
৫২.”
সম্বাদ কৌমুদী ” – এর
সম্পাদক কে
ছিলেন?
উত্তরঃ-
রাজা রামমোহন রায়
৫৩.বিশপ কলেজ কোথায়
প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ-
শিবপুরে
৫৪.প্রথম দৈনিক বাংলা
সংবাদপত্র কোনটি?
উত্তরঃ-
সম্বাদ বা সংবাদ
প্রভাকর
৫৬.”
এনকোয়েরার ” নামক
পত্রিকা কে
প্রকাশ করেন?
উত্তরঃ-
কৃষ্ণমোহন ব্যানার্জী
৫৭.”
নববিধান ” কে
প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ-
কেশবচন্দ্র সেন
৫৮.তিন আইন কবে
পাস হয়?
উত্তরঃ-
1872 সালে
৫৯.হিন্দু বালিকা বিদ্যালয়
বর্তমানে কী
নামে পরিচিত?
উত্তরঃ-
বেথুন স্কুল
৬০.আদি ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা
কে?
উত্তরঃ-
দেবেন্দ্রনাথ ঠাকুর
৬১.সাধারণ ব্রাহ্মসমাজ কারা গড়ে তোলেন?
উত্তরঃ- শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসু
৬২.কোন আইন দ্বারা সতীদাহ প্রথার অবসান ঘটানো হয়?
উত্তরঃ- সপ্তদশ রেগুলেশন ( 17 নং ) দ্বারা
৬৩.স্কটিশচার্চ কলেজের পূর্বনাম কী ছিল?
উত্তরঃ- জেনারেল অ্যাসেমব্লিজ ইন্সটিটিউশন
৬৪.নব্য বেদান্তের স্রষ্টা কে ছিলেন?
উত্তরঃ- স্বামী বিবেকানন্দ
৬৫.ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- কেশবচন্দ্র সেন
৬৬.কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে উন্নীত হয়?
উত্তরঃ- 1855 সালে
৬৭.কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য বা চ্যান্সেলর কে ছিলেন?
উত্তরঃ- লর্ড ক্যানিং
৬৮.ভারতে প্রতিষ্ঠিত প্রথম ছাত্রসংঘঠন কোনটি?
উত্তরঃ- অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন (1827 সালে প্রতিষ্ঠিত হয় )
৬৯. ” স্ত্রীশিক্ষা না হলে আমাদের পশুজন্ম ঘুচবে না ” – এই উক্তিটি কার?
উত্তরঃ- স্বামী বিবেকানন্দ
৭০.” বিদ্যোৎসাহিনী সভা ” কে প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- কালীপ্রসন্ন সিংহ
৭১.কে কত খ্রিস্টাব্দে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন?
উত্তরঃ- ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে
৭২.” গোঁসাইজি ” নামে কে পরিচিত ছিলেন?
উত্তরঃ- বিজয়কৃষ্ণ গোস্বামী
৭৩.” ইন্ডিয়ান অ্যাকাডেমির পূর্বনাম কী ছিল?
উত্তরঃ- অ্যাংলো – হিন্দু স্কুল
৭৪.ব্রাহ্মসমাজের মুখপাত্র ছিল কোন পত্রিকা?
উত্তরঃ- তত্ত্ববোধিনী পত্রিকা
৭৫.শ্রীরামপুর কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- 1818 সালে
৭৬.ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজের নাম কী?
উত্তরঃ- বেথুন কলেজ
৭৭."ইন্ডিয়ান মিরর ” পত্রিকার সম্পাদক কে ছিলেন?
উত্তরঃ- কেশবচন্দ্র সেন
৭৮.কলকাতা মেডিক্যাল কলেজে কবে প্রথম শবব্যবচ্ছেদ করা হয়?
উত্তরঃ- 1836 খ্রিস্টাব্দে
৭৯. ব্রাহ্মসমাজ কবে দ্বিধাবিভক্ত হয়?
উত্তরঃ- 1866 খ্রিস্টাব্দে ( আদি ও ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ নামে )
৮০.কলকাতা সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ- 1824 সালে
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) | Madhyamik History Sanskar Boisisto o Porjalochona Question and
Answer : সংস্কারঃ বৈশিষ্ট্য ও
পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
| Madhyamik History Sanskar Boisisto o
Porjalochona Question and Answer নিচে দেওয়া হলো। এই দশম শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর – WBBSE Class 10
History Sanskar Boisisto o Porjalochona
Question and Answer, Suggestion, Notes – সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th Ten X History
Examination – পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট।
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
তোমরা যারা সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) | Madhyamik
History Sanskar Boisisto o Porjalochona
Question and Answer খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) মাধ্যমিক ইতিহাস সাজেশন প্রশ্ন ও উত্তর
Madhyamik History Suggestion | West Bengal WBBSE
Class Ten X (Class 10th) History Qustion and Answer
Suggestion
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
“ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক মাধ্যমিক পরীক্ষা
(West Bengal Class Ten X / WB Class 10 / WBBSE / Class
10 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 10 Exam /
Class 10 Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.tarakexamcenter.in এর পক্ষ থেকে মাধ্যমিক ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (
মাধ্যমিক ইতিহাস সাজেশন / মাধ্যমিক ইতিহাস প্রশ্ও উত্তর । Madhyamik History Suggestion / Madhyamik History Sanskar Boisisto o Porjalochona Question and
Answer
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
Question and Answer / Class 10 History Suggestion / Class 10 Pariksha
History Suggestion / History Class 10 Exam Guide / MCQ , Short ,
Descriptive Type Question and Answer / Madhyamik History
Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস মাধ্যমিক
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর
(Madhyamik History Suggestion / West Bengal Ten X Question and Answer,
Suggestion / WBBSE Class 10th History Suggestion / Madhyamik History Sanskar Boisisto o Porjalochona Question and
Answer / Class 10 History Suggestion / Class 10 Pariksha
Suggestion / Madhyamik History Exam Guide / Madhyamik History
Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020,
2019, 2017, 2016, 2015, 2031, 2032, 2033, 2034, 2035 / Madhyamik History
Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. /
Madhyamik History Suggestion FREE PDF Download) সফল হবে।
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর |
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
Madhyamik History Sanskar Boisisto o
Porjalochona Question and Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর।
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক ইতিহাস সংস্কারঃ
বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর |
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
Madhyamik History Sanskar Boisisto o
Porjalochona Question and Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
MCQ প্রশ্ন উত্তর।
সংস্কারঃ বৈশিষ্ট্য
ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
Madhyamik History Sanskar Boisisto o
Porjalochona Question and Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দশম শ্রেণি ইতিহাস |
Madhyamik Class 10 History Sanskar
Boisisto o Porjalochona Question and Answer দশম শ্রেণি ইতিহাস
(Madhyamik History Sanskar Boisisto o
Porjalochona Question and Answer) – সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা
(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) |
Madhyamik History Sanskar Boisisto
o Porjalochona Question and Answer Suggestion দশম শ্রেণি ইতিহাস
– সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর।
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | দশম শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর – সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর |
Madhyamik History Sanskar Boisisto o Porjalochona
Question and Answer, Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর –
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) |
মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) |
পশ্চিমবঙ্গ মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) |
মাধ্যমিক ইতিহাস সহায়ক – সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর ।
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
Madhyamik History Sanskar
Boisisto o Porjalochona Question and Answer, Suggestion | Madhyamik
History Sanskar Boisisto o Porjalochona Question
and Answer Suggestion | Madhyamik History Sanskar Boisisto o Porjalochona Question and
Answer Notes | West Bengal Madhyamik Class 10th History Question and
Answer Suggestion. মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর |
WBBSE Class 10 History Question and Answer, Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
| সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) ।
Madhyamik History Sanskar Boisisto o
Porjalochona Question and Answer Suggestion.
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
WBBSE Class 10th History
Sanskar Boisisto o Porjalochona Question and Answer Suggestion | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) WBBSE
Madhyamik History Sanskar Boisisto o
Porjalochona Question and Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
– সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
। সংস্কারঃ
বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) | Madhyamik History Sanskar Boisisto o Porjalochona Question and
Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর –
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
Madhyamik History Sanskar
Boisisto o Porjalochona Question and Answer Suggestions | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – সংস্কারঃ
বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর Madhyamik
History Sanskar Boisisto o Porjalochona
Question and Answer মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর –
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
Madhyamik History Sanskar Boisisto o
Porjalochona Question and Answer মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ও উত্তর – সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
WB Class 10 History Sanskar Boisisto o Porjalochona Question and Answer Suggestion | মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর Madhyamik History Sanskar Boisisto o Porjalochona Question and Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Madhyamik History Sanskar Boisisto o Porjalochona Question and Answer Suggestion মাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর।
সংস্কারঃ বৈশিষ্ট্য ও পর্যালোচনা (দ্বিতীয় অধ্যায়)
West Bengal Class 10 History Suggestion Download
WBBSE Class 10th History short question suggestion . Madhyamik
History Sanskar Boisisto o Porjalochona
Question and Answer Suggestion download Class 10th Question Paper
History. WB Class 10 History suggestion and important question and answer.
Class 10 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দশম শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।