অষ্টম শ্রেণীর ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) | West Bengal Class 8 Geography
অষ্টম শ্রেণীর ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) | West Bengal Class 8 Geography
প্রিয় ছাত্র ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর : ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) || যা এই অষ্টম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) | West Bengal Class 8 Geography
১} প্রতিবেশী
রাষ্ট্র কাকে
বলে?
উত্তর:- কোন
রাষ্ট্রের আশেপাশের
রাষ্ট্রগুলিকে সেই
রাষ্ট্রের প্রতিবেশী
রাষ্ট্র বলা
হয়।
২} ভারতের প্রতিবেশী
রাষ্ট্রের সংখ্যা
কয়টি ও
কি কি?
উত্তর:-৯টি,
যথা-নেপাল,
ভুটান, বাংলাদেশ,
শ্রীলংকা, পাকিস্তান,
আফগানিস্তান, চীন,
মায়ানমার ও
মালদ্বীপ।
৩} ভারতীয়
উপমহাদেশের বৃহত্তম
রাষ্ট্রের নাম
কি?
উত্তর:- ভারতবর্ষ।
৪} ভারতীয়
উপমহাদেশের সর্বাধিক
জনসংখ্যা বিশিষ্ট
রাষ্ট্রের নাম
কি?
উত্তর:- ভারতবর্ষ।
৫} ভারতের
উত্তর দিকে
কোন কোন
প্রতিবেশী রাষ্ট্র
অবস্থিত?
উত্তর:- নেপাল
ও ভুটান।
৬} ভারতের
উত্তর-পূর্ব
দিকে কোন
প্রতিবেশী রাষ্ট্র
অবস্থিত?
উত্তর:- চীন।
৭} ভারতের উত্তর-পশ্চিম
দিকে কোন
কোন প্রতিবেশী
রাষ্ট্র অবস্থিত?
উত্তর:- পাকিস্তান
ও আফগানিস্তান।
৮} ভারতের
পূর্ব দিকে
কোন কোন
প্রতিবেশী রাষ্ট্র
অবস্থিত?
উত্তর:- বাংলাদেশ
ও মায়ানমার।
৯} ভারতের দক্ষিণ
দিকে কোন
কোন প্রতিবেশী
রাষ্ট্র অবস্থিত?
উত্তর:- শ্রীলংকা
ও মালদ্বীপ।
১০} কোন
কোন প্রতিবেশী
রাষ্ট্রের সঙ্গে
ভারতের স্থলভাগের
সীমানা রয়েছে?
উত্তর:-নেপাল,
ভুটান, বাংলাদেশ,
পাকিস্তান, আফগানিস্তান,
মায়ানমার ও
চীন।
১১} কোন
কোন প্রতিবেশী
রাষ্ট্রের তিনদিক
ঘিরে আছে
ভারতের সীমানা?
উত্তর:- বাংলাদেশ,
নেপাল ও
ভুটান।
১২} সম্পূর্ণ
স্থলবেষ্টিত ভারতের
দুটি প্রতিবেশী
রাষ্ট্রের নাম
লেখ?
উত্তর:- নেপাল
ও ভুটান।
১৩} আরব সাগরকে
স্পর্শ করে
আছে ভারতের
এমন একটি
প্রতিবেশী রাষ্ট্রের
নাম লেখ।
উত্তর:- মালদ্বীপ।
১৪} ভারতের এমন
দুটি প্রতিবেশী
রাষ্ট্রের নাম
লেখ যাদের
সমুদ্র বন্দর
নেই।
উত্তর:- নেপাল
ও ভুটান।
১৫} ভারতের কোন
দুটি প্রতিবেশী
রাষ্ট্র বিশ্ব
বাণিজ্যের জন্য
কলকাতা বন্দরের
ওপর নির্ভরশীল?
উত্তর:- নেপাল
ও ভুটান।
১৬} ভারত তার
কোন দুটি
প্রতিবেশী রাষ্ট্রের
সঙ্গে সম্পূর্ণ
জলপথে বাণিজ্য
করে?
উত্তর:- শ্রীলংকা
ও মালদ্বীপ।
১৭} আমাদের রাজ্য
পশ্চিমবঙ্গ কোন
তিনটি প্রতিবেশী
রাষ্ট্রের সীমান্তে
অবস্থিত?
উত্তর:- বাংলাদেশ,
নেপাল ও
ভুটান।
১৮} ভারত
ও শ্রীলঙ্কা
কোন প্রণালী
দ্বারা পরস্পর
বিচ্ছিন্ন?
উত্তর:-পক্
প্রণালী।
১৯} কোন
উপসাগর ভারত
ও শ্রীলঙ্কাকে
পরস্পর বিচ্ছিন্ন
করেছে?
উত্তর:- মান্নার
উপসাগর।
২০} ভারতের এমন
দুটি রাজ্যের
নাম করো
যা তিনটি
প্রতিবেশী রাষ্ট্রের
সীমান্তকে স্পর্শ
করে আছে।
উত্তর:- পশ্চিমবঙ্গ
ও সিকিম।
২১} কোন প্রতিবেশী
রাষ্ট্রের সঙ্গে
ভারতের সীমারেখার
দৈর্ঘ্য সর্বাধিক?
উত্তর:- বাংলাদেশ।
২২} ভারতের বৃহত্তম
প্রতিবেশী রাষ্ট্রের
নাম কি?
উত্তর:- চীন।
২৩} ভারতের ক্ষুদ্রতম
প্রতিবেশী রাষ্ট্রের
নাম কি?
উত্তর:- মালদ্বীপ।
২৪} সার্ক
(SAARC} -এর সম্পূর্ণ
রূপ কি?
উত্তর:-South Asian
Association for Regional Co-operation. (দক্ষিণ এশীয়
আঞ্চলিক সহযোগিতা
পর্ষদ} ।
২৫} সার্ক (SAARC} কবে এবং
কোথায় গঠিত
হয়?
উত্তর:- 1985 খ্রিস্টাব্দে,
বাংলাদেশের রাজধানী
ঢাকায়।
২৬} সার্কের
(SAARC} বর্তমান
সদস্য রাষ্ট্রের
সংখ্যা কয়টি
ও কি
কি?
উত্তর:-আটটি,
যথা-ভারত,
বাংলাদেশ, নেপাল,
ভুটান, শ্রীলংকা,
পাকিস্তান, মালদ্বীপ
ও আফগানিস্থান।
২৭} সার্কের
(SAARC} নবীনতম
সদস্য রাষ্ট্রের
নাম কি?
উত্তর:- আফগানিস্তান।
২৮} সার্কের
(SAARC} সদর
দপ্তর কোথায়
অবস্থিত?
উত্তর:- নেপালের
রাজধানী কাঠমান্ডু
শহরে।
২৯} সার্ক
(SAARC} গঠনের
প্রধান উদ্দেশ্য
কি?
উত্তর:-সার্ক
(SAARC} গঠনের
প্রধান উদ্দেশ্য
হলো ভারত
ও তার
প্রতিবেশী দেশগুলির
মধ্যে শান্তি,
স্থায়িত্ব ও
অর্থনৈতিক প্রগতি
সাধন।
৩০} ভারত ও
তার প্রতিবেশী
দেশগুলির মধ্যে
সুসম্পর্ক বজায়
রাখার প্রধান
কারণ কি?
উত্তর:-ভারত
ও তার
প্রতিবেশী দেশগুলির
মধ্যে সুসম্পর্ক
বজায় রাখার
প্রধান কারণ
হলো পণ্যদ্রব্য
আদান-প্রদান
বা বাণিজ্যিক
লেনদেন।
৩১} নেপালের
রাজধানীর নাম
কি?
উত্তর:- কাঠমান্ডু।
৩২} নেপালের
প্রধান নদীর
নাম কি?
উত্তর:- কালিগন্ডক।
৩৩} নেপালের
উচ্চতম পর্বত
শৃঙ্গের নাম
কি?
উত্তর:- মাউন্ট
এভারেস্ট। (8848 মিটার
উচ্চতা}
৩৪} পৃথিবীর
সর্বোচ্চ পর্বত
শৃঙ্গ মাউন্ট
এভারেস্ট কোন
দেশে অবস্থিত?
উত্তর:- নেপাল।
৩৫} পৃথিবীর
10 টি উঁচু
পর্বত শৃঙ্গের
মধ্যে কয়টি
নেপালে অবস্থিত?
উত্তর:-8টি।
৩৬} নেপালের
অধিবাসীরা কোন
ভাষায় কথা
বলে?
উত্তর:- নেপালি।
৩৭} নেপালের
প্রধান প্রধান
কৃষিজ ফসলের
নাম লেখ।
উত্তর:-ধান,
গম, পাট,
ভুট্টা, জোয়ার,
আখ, কার্পাস,
কমলালেবু ইত্যাদি।
৩৮} নেপালের
প্রধান প্রধান
শিল্পের নাম
লেখ।
উত্তর:- কাগজ
শিল্প, পাট
শিল্প, সুতি
বস্ত্র বয়ন
শিল্প, চিনি
শিল্প, চর্ম
শিল্প, দেশলাই
নির্মাণ শিল্প
ইত্যাদি।
৩৯} নেপালের
প্রধান প্রধান
শহরের নাম
লেখ।
উত্তর:- পোখরা,
কাঠমান্ডু, বিরাটনগর,
জনকপুর ইত্যাদি।
৪০} নেপালের
প্রধান শিল্প
ও বিদেশী
মুদ্রা অর্জনের
বৃহত্তম উৎস
কি?
উত্তর:- পর্যটন
শিল্প।
৪১} নেপালের
কয়েকটি দর্শনীয়
স্থানের নাম
লেখ।
উত্তর:- কাঠমান্ডু,
নাগারকোট, পোখরা,
লুম্বিনী, অন্নপূর্ণা
ইত্যাদি।
৪২} ভারত থেকে
নেপালে কোন
কোন দ্রব্য
রপ্তানি করা
হয়?
উত্তর:-চিনি,
লবণ, ঔষধ,
তামাক, কয়লা,
কাগজ, সিমেন্ট,
পেট্রোপণ্য, গাড়ি
ও গাড়ির
যন্ত্রাংশ, তুলো,
পোশাক, রাসায়নিক
সার ইত্যাদি।
৪৩} ভারত নেপাল
থেকে কোন
কোন দ্রব্য
আমদানি করে?
উত্তর:- কাঁচা
পাট, চাল,
মাখন, ঘি,
তৈলবীজ, ডাল,পশুর
চর্ম, কার্পেট,
কাঠ, ফল
ইত্যাদি।
৪৪} নেপালের
পবিত্র নদীর
নাম কি?
উত্তর:-সেতী
নদী।
৪৫} ত্রিভুবন
সড়ক কোথায়
অবস্থিত?
উত্তর:- নেপাল
(কাঠমান্ডু থেকে
বীরগঞ্জ পর্যন্ত}
।
৪৬} তামসিং
ও ধানকুটা
গিরিপথ কোথায়
অবস্থিত?
উত্তর:- নেপাল।
৪৭} লাদং
ও লোৎসে
হিমবাহ কোথায়
অবস্থিত?
উত্তর:- নেপাল।
৪৮} নেপালের
জলবায়ু কী
ধরনের?
উত্তর:- নাতিশীতোষ্ণ
মৌসুমী প্রকৃতির।
৪৯} নেপালের
অধিবাসীদের প্রধান
জীবিকা কি?
উত্তর:- কৃষিকাজ।
৫০} নেপালের
কত ভাগ
ভূমি বনভূমি
দ্বারা আচ্ছাদিত?
উত্তর:- প্রায়
35 ভাগ।
৫১} নেপালের
রাজধানী কাঠমান্ডু
কোন নদীর
তীরে অবস্থিত?
উত্তর:- বাগমতী।
৫২} গৌতম বুদ্ধ
কোথায় জন্মগ্রহণ
করেছিলেন?
উত্তর:- নেপালের
কপিলাবস্তু নগরের
লুম্বিনী উদ্যানে।
৫৩} বজ্রপাতের
দেশ বা
বজ্র ড্রাগনের
দেশ কাকে
বলা হয়?
উত্তর:- ভুটানকে।
৫৪} ভারতের
দ্বিতীয় ক্ষুদ্রতম
প্রতিবেশী দেশের
নাম কি?
উত্তর:- ভুটান।
৫৫} ভুটানের
আয়তন কত?
উত্তর:- প্রায়
47 হাজার বর্গ
কিমি।
৫৬} ভুটানের
প্রধান নদীর
নাম কি?
উত্তর:- মানস।
৫৭} ভুটানের
সর্বোচ্চ পর্বত
শৃঙ্গের নাম
কি?
উত্তর:-কুলাকাংড়ি
(7538 মিটার} ।
৫৮} ভুটানের
কয়েকটি গিরিপথের
নাম লেখ।
উত্তর:- নাথুলা,
জেলেপলা, ইউলে
লা, চেলিলা,
শেরটাংলা।
৫৯} "লা"
শব্দের অর্থ
কি?
উত্তর:- গিরিপথ।
৬০} "ডুয়ার্স"
শব্দের অর্থ
কি?
উত্তর:- প্রবেশদ্বার
বা দোয়ার।
৬১} ভুটানের
অধিবাসীরা নদীকে
কি নামে
ডাকে?
উত্তর:-ছু।
৬২} এশিয়ার
কোন দেশে
কোনো রেলপথ
নেই?
উত্তর:- ভুটান।
৬৩} ভারত ও
ভুটান সরকারের
যৌথ উদ্যোগে
নির্মিত জলবিদ্যুৎ
কেন্দ্রটির নাম
কি?
উত্তর:- চুখা
জলবিদ্যুৎ কেন্দ্র।
৬৪} চুখা জলবিদ্যুৎ
কেন্দ্র কোথায়
অবস্থিত?
উত্তর:- ভুটানের
তি ছু
ও ওয়াংছু
নদীর উপর।
৬৫} ভুটানের
মোট ভূমির
কত শতাংশ
বনভূমি?
উত্তর:- প্রায়
70 শতাংশ।
৬৬} ভুটানের
মোট ভূমির
কত শতাংশ
কৃষি কাজে
ব্যবহৃত হয়?
উত্তর:- মাত্র
10 শতাংশ।
৬৭} ভুটানের
অধিবাসীদের প্রধান
জীবিকা কি?
উত্তর:- কৃষি
ও পশুপালন।
৬৮} ভুটানের
প্রধান কৃষিজ
ফসলের নাম
কি?
উত্তর:- ধান।
৬৯} ভুটানের
প্রধান অর্থকরী
ফসলের নাম
কি?
উত্তর:- বড়
এলাচ।
৭০} আন্তর্জাতিক
বাণিজ্যের জন্য
কোন বন্দর
ব্যবহার করে।
উত্তর:- ভারতের
কলকাতা বন্দর।
৭১} ভুটানের
জলবায়ু কী
ধরনের?
উত্তর:-ভুটানের
মধ্য ও
উত্তরভাগের জলবায়ু
শীতল মহাদেশীয়
প্রকৃতির এবং
দক্ষিণ ভাগের
জলবায়ু ক্রান্তীয়
মহাদেশীয় প্রকৃতির।
৭২} ভারত ও
ভুটানের সীমান্তে
অবস্থিত একটি
শহরের নাম
লেখ।
উত্তর:-ফুন্ট
শোলিং।
৭৩} ভুটান থেকে
ভারত কি
কি আমদানি
করে?
উত্তর:-বড়
এলাচ, কাঠ,
রেশম, মৃগনাভী,
মোম, ফল,
ফলের রস,
জ্যাম, জেলি,
আচার, স্কোয়াশ,
সুরা, পশম
ও পশমজাম
ইত্যাদি।
৭৪} ভারত থেকে
ভুটানে কোন
কোন দ্রব্য
রপ্তানি করা
হয়?
উত্তর:- সিমেন্ট,
কাগজ, ঔষধ,
বিভিন্ন যন্ত্রপাতি,
ইস্পাত, কয়লা,
যানবাহন, রাসায়নিক
দ্রব্য, চিনি,
লবণ, সুতিবস্ত্র
ইত্যাদি আমদানি
করা হয়।
৭৫} বাংলাদেশ
কবে স্বাধীনতা
লাভ করে?
উত্তর:- 1971 খ্রিস্টাব্দের
16 ই ডিসেম্বর।
৭৬} বাংলাদেশের
রাজধানীর নাম
কি?
উত্তর:- ঢাকা।
৭৭} ঢাকা শহরটি
কোন নদীর
তীরে অবস্থিত?
উত্তর:- বুড়িগঙ্গা।
৭৮} প্রাচ্যের
ডান্ডি কোন
শহরকে বলা
হয়?
উত্তর:- বাংলাদেশের
নারায়ণগঞ্জ।
৭৯} বাংলাদেশের
সর্বোচ্চ পর্বত
শৃঙ্গের নাম
কি?
উত্তর:- সীতাকুন্ড
পর্বতের কেওক্রাডং
(986 মিটার} ।
৮০} বাংলাদেশের
প্রধান নদীর
নাম কি?
উত্তর:- পদ্মা।
৮১} চট্টগ্রাম
শহর ও
বন্দর কোন
নদীর তীরে
অবস্থিত?
উত্তর:- কর্ণফুলী।
৮২} বাংলাদেশের
ধানের গোলা
কাকে বলা
হয়?
উত্তর:- বাখরগঞ্জ
ও ময়মনসিংহ
জেলাকে।
৮৩} বাংলাদেশের
সঙ্গে ভারতের
কয়টি রাজ্যের
সীমানা আছে?
উত্তর:- চারটি।
৮৪} বাংলাদেশের
প্রধান অর্থকরী
ফসল কি?
উত্তর:- পাট
ও চা।
৮৫} আদমজী জুট
মিল কোথায়
অবস্থিত?
উত্তর:- বাংলাদেশ।
৮৬} বাংলাদেশের
আন্তর্জাতিক বিমানবন্দরট
কোথায় অবস্থিত?
উত্তর:-ঢাকা
(হজরত শাহজালাল
আন্তর্জাতিক বিমানবন্দর}
, সিলেট (ওসমানী
আন্তর্জাতিক বিমানবন্দর}
, চট্টগ্রাম (শাহ
আমানত আন্তর্জাতিক
বিমানবন্দর} ।
৮৭} বাংলাদেশের
পাট বলয়
কাকে বলা
হয়?
উত্তর:- বেশি
পাট উৎপাদনের
জন্য ঢাকা,
ময়মনসিংহ ও
কুমিল্লা জেলাকে
বাংলাদেশের পাট
বলয় বলা
হয়।
৮৮} বাংলাদেশ
ধান উৎপাদনে
পৃথিবীতে কততম
স্থান অধিকার
করেছে?
উত্তর:- চতুর্থ।
৮৯} বাংলাদেশের
জলবায়ু কী
ধরনের?
উত্তর:- ক্রান্তীয়
মৌসুমী প্রকৃতির।
৯০} বাংলাদেশের
অধিবাসীদের প্রধান
জীবিকা কি?
উত্তর:- বাংলাদেশের
শতকরা 90 ভাগ
অধিবাসীর প্রধান
জীবিকা হল
কৃষিকাজ।
৯১} বাংলাদেশের
আয়তন কত?
উত্তর:- 1লক্ষ
48 হাজার 393 বর্গ
কিমি।
৯২} বাংলাদেশের
কোন দিকে
পশ্চিমবঙ্গ অবস্থিত?
উত্তর:- পশ্চিম
দিকে।
৯৩} ভারত বাংলাদেশ
থেকে কোন
কোন দ্রব্য
আমদানি করে?
উত্তর:-কাঁচা
পাট, ইলিশ
মাছ, কাগজ,
তামাক, সুপারি,
পশুর চামড়া,
প্রাকৃতিক গ্যাস
ইত্যাদি।
৯৪} ভারত
বাংলাদেশে কোন
কোন দ্রব্য
রপ্তানি করে?
উত্তর:-মোটরগাড়ি,
সিমেন্ট, কয়লা,
লৌহ ইস্পাত,
যন্ত্রপাতি, ঔষধ,
খাদ্যশস্য, শস্য
বীজ, ইমারতী
দ্রব্য রাসায়নিক
দ্রব্য, চিনি,
লবণ ইত্যাদি।
৯৫} পাকিস্তানের
রাজধানীর নাম
কি?
উত্তর:- ইসলামাবাদ।
৯৬} পাকিস্তানের
আয়তন কত?
উত্তর:- 8 লক্ষ
3 হাজার 943 বর্গ
কিমি।
৯৭} পাকিস্তানের
সর্বোচ্চ পর্বত
শৃঙ্গের নাম
কি?
উত্তর:- হিন্দুকুশ
পর্বত তিরিচমির(7700
মিটার} ।
৯৮} পাকিস্তানের
কয়েকটি গিরিপথের
নাম লেখ।
উত্তর:- খাইবার,
বোলান, গোমাল,
কুরনম ইত্যাদি।
৯৯} পাকিস্তানের
প্রধান নদীর
নাম কি?
উত্তর:- সিন্ধু।
১০০} সিন্ধু নদের
উপনদী গুলির
নাম কি
কি?
উত্তর:- শতদ্রু,
বিপাশা, ইরাবতী,
চন্দ্রভাগা, বিতস্তা।
১০১} সুক্কুর
বাঁধ ও
তারবেলা বাঁধ
কোথায় অবস্থিত?
উত্তর:- পাকিস্তানের
সিন্ধু নদের
ওপর।
১০২} মঙ্গলা বাঁধ
কোথায় অবস্থিত?
উত্তর:- পাকিস্থানে
বিতস্তা নদীর
উপর।
১০৩} মারুল বাঁধ
কোন নদীর
উপর অবস্থিত?
উত্তর:- পাকিস্তানের
চন্দ্রভাগা নদীর
উপর।
১০৪} সুলাইমানকে
বাঁধ কোন
নদীর উপর
অবস্থিত?
উত্তর:- পাকিস্তানের
নদীর উপর।
১০৫} বাল্লোকী
বাঁধ কোন
নদীর উপর
অবস্থিত?
উত্তর:- পাকিস্তানের
ইরাবতী নদীর
উপর।
১০৬} কোন
গিরিপথের মধ্য
দিয়ে পাকিস্তানের
পেশোয়ার থেকে
আফগানিস্তানের রাজধানী
কাবুলে যাওয়া
যায়?
উত্তর:- খাইবার
পাস।
১০৭} এশিয়ার
উষ্ণতম স্থানের
নাম কি?
উত্তর:- পাকিস্তানের
জেকোবাবাদ (গ্রীষ্মকালীন
গড় উষ্ণতা
প্রায় 52 ডিগ্রি
সেলসিয়াস} ।
১০৮} পৃথিবীর
বৃহত্তম খনিজ
লবনের খনিটির
নাম কি?
উত্তর:- পাকিস্তানের
খেওড়াখনি।
১০৯} পাকিস্তান
শব্দের অর্থ
কি?
উত্তর:- পবিত্র
ভূমি।
১১০} ইসলামাবাদ
শব্দের অর্থ
কি?
উত্তর:- শান্তির
শহর।
১১১} পাকিস্তানের
একটি আন্তর্জাতিক
বিমান বন্দরের
নাম বল।
উত্তর:- করাচি।
১১২} পাকিস্তান
থেকে ভারত
কোন কোন
দ্রব্য আমদানি
করে?
উত্তর:- পশুর
চর্ম, তুলো,
পশম, সিমেন্ট,
রং, বনজ
সম্পদ তথা
ফল, মধু
ইত্যাদি।
১১৩} ভারত পাকিস্তানে
কোন কোন
দ্রব্য রপ্তানি
করে?
উত্তর:-লৌহ
ইস্পাত, যন্ত্রপাতি,
মোটরগাড়ি, তামাক,
চলচ্চিত্র ইত্যাদি।
১১৪} কোন দেশে
ক্যারেজ প্রথায়
জলসেচ করা
হয়?
উত্তর:- পাকিস্তান।
১১৫} শ্রীলংকার
রাজধানীর নাম
কি?
উত্তর:- শ্রীজয়বর্ধেনেপুরা
কোট্টে।
১১৬} কোন
উপসাগর ভারত
ও শ্রীলংকাকে
পৃথক করেছে?
উত্তর:- মান্নার
উপসাগর।
১১৭} ভারতকে
শ্রীলংকা থেকে
পৃথক করেছে
কোন প্রণালী?
উত্তর:- পক
প্রণালী।
১১৮} শ্রীলঙ্কার
সর্বোচ্চ পর্বত
শৃঙ্গের নাম
কি?
উত্তর:- পেড্রোতালাগালা।(2524
মিটার} ।
১১৯} শ্রীলংকার
প্রধান নদীর
নাম কি?
উত্তর:- মহাবলী
গঙ্গা।
১২০} শ্রীলংকার
মধ্যভাগের পার্বত্য
অঞ্চলের পশ্চিম
ঢালে উভা
উপত্যকা অবস্থিত
বিস্তীর্ণ ঢেউখেলানো
তৃণভূমিকে কি
বলে?
উত্তর:-পাটানা।
১২১} কোন
দেশকে দারুচিনির
দ্বীপ বলা
হয়?
উত্তর:- শ্রীলংকা।
১২৩} শ্রীলংকার
প্রধান খনিজ
সম্পদের নাম
কি?
উত্তর:- গ্রাফাইট।
১২৪} গ্রাফাইট
উৎপাদনে কোন
দেশ পৃথিবীতে
প্রথম স্থান
অধিকার করেছে?
উত্তর:- শ্রীলংকা।
১২৫} আদম সেতু
কি?
উত্তর:- ভারতের
দক্ষিণ সীমানায়
পাম্বান দ্বীপের
ধনুষকোটি থেকে
শ্রীলংকার মান্নার
দ্বীপের নিচে
মান্নার দ্বীপ
পর্যন্ত মধ্যবর্তী
সাগরি সরি
সারি প্রবাল
বালুচর মালার
মতো অবস্থান
করছে। একে
আদম সেতু
বলে।
১২৬} ভুটানের
অধিবাসীদের প্রধান
ভাষা কী?
উত্তর:-জাংথা।
১২৭} মায়ানমারের
আয়তন কত?
উত্তর:-প্রায়
৬ লক্ষ
৮০ হাজার
বর্গ কিমি।
১২৮} মায়ানমারের
সর্বোচ্চ পর্বত
শৃঙ্গের নাম
কি?
উত্তর:- কাকাবোরাজি(৫৫৮১
মিটার} .
১২৯} মায়ানমার
একটি মৃত
আগ্নেয়গিরির নাম
কি?
উত্তর:- মাউন্ট
পোপো।
১৩০} মায়ানমারের
রাজধানীর নাম
কি?
উত্তর:- নেপাইদাউ।
১৩১} মায়ানমারের
প্রধান নদীর
নাম কি?
উত্তর:- ইরাবতী।
১৩২} সেগুন বৃক্ষের
দেশ কাকে
বলা হয়?
উত্তর:- মায়ানমারকে।
১৩৩} সোয়েড্যাগন
প্যাগোডার দেশ
কাকে বলা
হয়?
উত্তর:- মায়ানমার।
১৩৪} মায়ানমারে
প্রধান আন্তর্জাতিক
বিমানবন্দরটি কোথায়
অবস্থিত?
উত্তর:-ইয়াঙ্গুন।
১৩৫} বার্মাটিক
কি?
উত্তর:- মায়ানমারের
সেগুন কাঠকে
বার্মাটিক বলে।
১৩৬} মায়ানমারের
প্রধান প্রধান
কৃষিজ ফসলের
নাম লেখ।
উত্তর:-ধান,
ভুট্টা, জোয়ার,
যব, তামাক,
তৈলবীজ ইত্যাদি।
১৩৭} মায়ানমারের
প্রধান প্রধান
শিল্পের নাম
লেখ।
উত্তর:- চিনি
শিল্প, পাট
শিল্প, রেশম
শিল্প ইত্যাদি।
১৩৮} মায়ানমারের
প্রধান প্রধান
শহরের নাম
লেখ।
উত্তর:-ইয়াঙ্গুন,
মান্দালয়, মৌলমেন,
নেপাইদাউ ইত্যাদি।
১৩৯} মায়ানমারে
কোন কোন
খনিজ সম্পদ
পাওয়া যায়?
উত্তর:-টিন,
সিসা, দস্তা,
টাংস্টেন, বিভিন্ন
মূল্যবান পাথর,
খনিজ তেল
ইত্যাদি।
১৪০} ভারতের
কোন কোন
প্রতিবেশী দেশে
পদ্মরাগমণি পাওয়া
যায়?
উত্তর:- শ্রীলংকা
ও মায়ানমার।
১৪১} মায়ানমারের
কোথায় খনিজ
তেল পাওয়া
যায়?
উত্তর:- ইরাবতী
ও চিন্দুইন
নদী অববাহিকায়।
১৪২} মায়ানমারে
কোন কোন
স্বাভাবিক উদ্ভিদ
দেখা যায়?
উত্তর:-মায়ানমারে
গর্জন, চাপলাস,
মেহগিনি ইত্যাদি
চির সবুজ
উদ্ভিদ এবং
শাল, সেগুন,
অর্জুন ইত্যাদি
পর্ণমোচী উদ্ভিদ
ও ঢেউ
খেলানো তৃণভূমি
দেখা যায়।
১৪৩} ভারত মায়ানমারে
কোন কোন
দ্রব্য রপ্তানি
করে?
উত্তর:-সুতিবস্ত্র,
পাটজাত দ্রব্য,
চিনি, বিভিন্ন
যন্ত্রপাতি, রাসায়নিক
দ্রব্য, কয়লা,
লৌহ ইস্পাত,
পরিবহনের সরঞ্জাম
ইত্যাদি।
১৪৪} ভারত
মায়ানমার থেকে
কোন কোন
দ্রব্য আমদানি
করে?
উত্তর:-টিন,
সীসা, খনিজ
তেল, সেগুন
কাঠ ও
শাল কাঠ,
উলফ্রাম, চাল,
মূল্যবান পাথর
ইত্যাদি।
১৪৫} কাজিন কি?
উত্তর:-মায়ানমারের
ইরাবতী নদীর
বদ্বীপ অঞ্চলের
নিম্নভূমিতে চাষাবাদের
জন্য সমুদ্রের
জোয়ারের জলকে
যে বাঁধ
দ্বারা আটকানো
হয়, তাকে
কাজিন বলে।
১৪৬} শ্রীলংকার
অধিবাসীরা কোন
ভাষায় কথা
বলে?
উত্তর:- সিংহলী।
১৪৭} শ্রীলংকার
প্রধান প্রধান
কৃষিজ ফসলের
নাম লেখ।
উত্তর:- ধান,
চা, আখ,
ভুট্টা, তৈলবীজ,
নারকেল, তুলো
ও বিভিন্ন
ধরনের মশলা।
১৪৮} শ্রীলঙ্কায়
কোন কোন
শিল্প গড়ে
উঠেছে?
উত্তর:- চা,
কাগজ, বস্ত্র
ইত্যাদি।
১৪৯} শ্রীলংকার
প্রধান প্রধান
শহরের নাম
লেখ।
উত্তর:- কলম্বো,
জাফনা, ক্যান্ডি,
রত্নপুরা ইত্যাদি।
১৫০} শ্রীলংকার
অধিবাসীদের প্রধান
জীবিকা কি?
উত্তর:- কৃষিকাজ।
১৫১} শ্রীলঙ্কায়
বছরে কতবার
বৃষ্টিপাত হয়?
উত্তর:- দুইবার।
১৫২} শ্রীলংকার
প্রধান কৃষিজ
ফসলের নাম
কি?
উত্তর:-ধান।
১৫৩} শ্রীলঙ্কার
কোন কোন
মূল্যবান রত্ন
পাওয়া যায়?
উত্তর:- নীলকান্তমণি,
পদ্মরাগমণি, বৈদূর্যমণি
ইত্যাদি।
১৫৪} শ্রীলঙ্কার
প্রধান অর্থকরী
ফসলের নাম
লেখ।
উত্তর:- নারকেল।
১৫৫} শ্রীলংকার
প্রধান প্রধান
অর্থকরী ফসলের
নাম লেখ।
উত্তর:-নারকেল,
চা, রবার,
তৈলবীজ, তুলো,
সিঙ্কোনা ইত্যাদি।
১৫৬} শ্রীলংকার
দুটি প্রধান
বাগিচা ফসলের
নাম লেখ।
উত্তর:- চা
ও রবার।
১৫৭} শ্রীলঙ্কায়
উৎপাদিত কয়েকটি
মশলার নাম
লেখ?
উত্তর:- দারুচিনি,
লবঙ্গ, গোলমরিচ
ইত্যাদি।
১৫৮} পাকিস্তানের
অধিবাসীরা কোন
ভাষায় কথা
বলে?
উত্তর:- উর্দু।
১৫৯} পাকিস্তানে
কোন কোন
কৃষিজ ফসল
চাষ করা
হয়?
উত্তর:-ধান,
গম, ভুট্টা,
আখ, তৈলবীজ,
তুলা, ডাল
ইত্যাদি।
১৬০} পাকিস্তানে
কোন কোন
শিল্প গড়ে
উঠেছে?
উত্তর:- সিমেন্ট,
চিনি, বস্ত্র,
চর্ম, পশম
ও পশমজাত
দ্রব্য।
১৬১} পাকিস্তানের
প্রধান প্রধান
শহরের নাম
লেখ।
উত্তর:- ইসলামাবাদ,
করাচি, লাহোর,
পেশোয়ার ইত্যাদি।
১৬২} বৃষ্টিপাত
কম হওয়া
সত্ত্বেও পাকিস্তান
কৃষিতে উন্নত
কেন?
উত্তর:- জল
সেচের উন্নতির
কারণে।
১৬৩} পাকিস্তানের
প্রধানত কোন
পদ্ধতিতে জলসেচ
করা হয়?
উত্তর:- খাল
সেচের মাধ্যমে।
১৬৪} পাকিস্তানে
কোন কোন
কৃষিজ ফসল
উৎপন্ন হয়?
উত্তর:-ধান,
গম, জোয়ার,
বাজরা, আখ,
তুলো, আপেল,
বেদানা, খেজুর,
পিচ ইত্যাদি।
১৬৫} ভুটানের
প্রধান প্রধান
কৃষিজ ফসলের
নাম লেখ।
উত্তর:-গম,
যব, ভুট্টা,
বার্লি, আপেল,
বড়ো এলাচ,
কমলালেবু ইত্যাদি।
১৬৬} ভুটানে কোন
কোন শিল্প
গড়ে উঠেছে?
উত্তর:- সিমেন্ট,
কাষ্ঠ, জ্যাম,
জেলি, পানীয়
প্রস্তুত ইত্যাদি।
১৬৭} ভুটানে কোন
কোন ফল
চাষ করা
হয়?
উত্তর:-আপেল,
কমলালেবু, আনারস
ইত্যাদি।
১৬৮} ভুটানের
কয়েকটি প্রধান
শহরের নাম
লেখ।
উত্তর:- থিম্পু,
পারো, ফুন্টশোলিং,
পুনাখা ইত্যাদি।
১৬৯} ভুটানে কোন
কোন ফল
প্রক্রিয়াকরণ শিল্প
গড়ে উঠেছে?
উত্তর:- আচার,
জ্যাম, জেলি,
স্কোয়াশ ইত্যাদি।
১৭০} কোন
স্থানের মসলিন
বস্ত্র বিখ্যাত?
উত্তর:- বাংলাদেশের
ঢাকা।
১৭১} বাংলাদেশের
কোন স্থানের
তাঁতের কাপড়
বিখ্যাত?
উত্তর:- টাঙ্গাইলের।
১৭২} বাংলাদেশের
অধিবাসিরা কোন
ভাষায় কথা
বলে?
উত্তর:- বাংলা।
১৭৩} বাংলাদেশের
প্রধান প্রধান
কৃষিজ ফসলের
নাম কি?
উত্তর:-ধান,
পাট, ভুট্টা,
গম, জোয়ার,
কার্পাস, চা,
আখ ইত্যাদি।
১৭৪} বাংলাদেশের
প্রধান প্রধান
শহরের নাম
লেখো।উত্তর:-ঢাকা,
চট্টগ্রাম, খুলনা,
শ্রীহট্ট ইত্যাদি।
১৭৫} বাংলাদেশে
কোন কোন
শিল্প গড়ে
উঠেছে?
উত্তর:- পাট
শিল্প, কাগজ
শিল্প, চিনি
শিল্প, বস্ত্র
বয়ন শিল্প,
সিমেন্ট শিল্প,
রাসায়নিক সার
শিল্প, জাহাজ
মেরামত শিল্প,
তাঁত শিল্প,
মৃৎ শিল্প
ইত্যাদি।
১৭৬} বাংলাদেশের
প্রধান শিল্পের
নাম কি?
উত্তর:- পাট
শিল্প।
১৭৮} বাংলাদেশে
মোট কতগুলি
পাটকল আছে?
উত্তর:-৮০
টি।
১৭৯} বাংলাদেশের
কয়েকটি পাট
শিল্প কেন্দ্রের
নাম লেখ?
উত্তর:-ঢাকা,
নারায়ণগঞ্জ, খুলনা,
চট্টগ্রাম ইত্যাদি।
১৮০} বাংলাদেশের
কোথায় জামদানি
শাড়ি তৈরি
হয়?
উত্তর:-ঢাকা।
১৮১} ভারত
শ্রীলংকা থেকে
কোন কোন
দ্রব্য আমদানি
করে?
উত্তর:-লবঙ্গ,
দারুচিনি, গ্রাফাইট,
চামড়া, মূল্যবান
রত্ন, নাকেল
জাত দ্রব্য
ইত্যাদি।
১৮২} ভারত
থেকে শ্রীলঙ্কায়
কোন কোন
দ্রব্য রপ্তানি
করা হয়?
উত্তর:-চিনি,
লৌহ ইস্পাত,
কয়লা, পাটজাত
দ্রব্য, ওষুধ,
বস্ত্র ইত্যাদি।
১৮৩} ভুটানের
রাজধানীর নাম
কি?
উত্তর:- থিম্পু।
১৮৪} মায়ানমারের
অধিবাসীরা কোন
ভাষায় কথা
বলে?
উঃ বর্মি।
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) | West Bengal Class 8 Geography
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর : ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) West Bengal Class 8 Geography : অষ্টম শ্রেণীর ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | West Bengal Class 8 Geography নিচে দেওয়া হলো। এই অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – WBBSE Class 8 Geography Question and Answer,
Suggestion, Notes – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short, Descriptive
Question and Answer) গুলি আগামী West Bengal Class 8th
Eight VIII Geography Examination – পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা যারা ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) – অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর খুঁজে চলেছ, তারা নিচে দেওয়া প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়তে পারো।
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, অতি সংক্ষিপ্ত এবং রচনাধর্মী প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – West
Bengal Class 8th Geography Question and Answer
” অষ্টম শ্রেণীর ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক অষ্টম শ্রেণীর পরীক্ষা (West
Bengal Class Eight VIII / WB Class 8 / WBBSE / Class 8 Exam /
West Bengal Board of Secondary Education – WB Class 8 Exam / Class 8 Class 8th
/ WB Class XII / Class 8 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে www.tarakexamcenter.in এর পক্ষ থেকে অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) | West Bengal Class 8 Geography
। 8 Geography Suggestion / Class 8 Geography Question and Answer
/ Class VIII Geography Suggestion / Class 8 Pariksha Geography Suggestion
/ Geography Class 8 Exam Guide / MCQ , Short ,
Descriptive Type Question and Answer / Class 8 Geography
Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে। ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস অষ্টম
শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (Class 8 Geography Suggestion / West Bengal Eight
VIII Question and Answer, Suggestion / WBBSE Class 8th Geography
Suggestion / Class 8 Geography Question and Answer / Class XII
Geography Suggestion / Class 8 Pariksha Suggestion
/ Class 8 Geography Exam Guide / Class 8 Geography Suggestion 2021, 2022,
2023, 2024, 2025 / Class 8 Geography Suggestion MCQ , Short ,
Descriptive Type Question and Answer. / Class 8 Geography
Suggestion FREE PDF Download) সফল হবে।
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) Class 8 Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) প্রশ্ন ও উত্তর।
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণীর ভূগোল
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) Class 8 Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর –
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর |
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) Class 8 Geography Question and Answer Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণি ভূগোল – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | Class 8 Geography অষ্টম শ্রেণীর ভূগোল
(Class 8 Geography) – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) | Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
– ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর।
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর | West Bengal Class 8 Geography Question and Answer,
Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) | পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) |
অষ্টম শ্রেণীর ভূগোল সহায়ক – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) – প্রশ্ন ও উত্তর । Class 8 Geography Question and Answer, Suggestion | West Bengal Class 8 Geography
Suggestion |
Class 8 Geography Question and Answer Notes | West Bengal Class
8th Geography Question and Answer Suggestion. অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
– ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 8 Geography Question and Answer, Suggestion
অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) । Class 8 Geography Suggestion.
WBBSE Class 8th Geography Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
– ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়)
WBBSE Class
8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়)
| Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর –
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
Class 8 Geography Question and Answer Suggestions | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
Class 8 Geography Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর –
ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 8 Geography Question and Answer অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
প্রশ্ন ও উত্তর – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class
Eight Geography Suggestion | অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
West Bengal Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – ভারতের প্রতিবেশী দেশসমূহ ও তাদের সঙ্গে সম্পর্ক (অষ্টম অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । West Bengal Class 8 Geography Suggestion অষ্টম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 8 Geography Suggestion Download WBBSE Class 8th Geography short question suggestion . Class 8 Geography Suggestion download Class 8th Question Paper Geography. WB Class 8 Geography suggestion and important question and answer. Class 8 Suggestion pdf.পশ্চিমবঙ্গ অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। অষ্টম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।