উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) | HS Education Question and Answer
প্রিয় ছাত্র ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর || যা উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত উচ্চমাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
১.ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী?
উত্তর:- ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হান্টার কমিশন (১৮৮১-৮২ খ্রি.)।
২.স্বাধীনোত্তর ভারতে কবে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয়?
উত্তর:- স্বাধীনোত্তর ভারতে ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় ১৯৬৪ খ্রিস্টাব্দের ১৪ জুলাই।
৩.১৯৬৪-৬৬-এর ভারতীয় শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
উত্তর:- ভারতীয় শিক্ষা কমিশনের (১৯৬৪-৬৬) সভাপতি ছিলেন ড.ডি এস কোঠারি।
৪.ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম কী ছিল?
উত্তর:- ভারতীয় শিক্ষা কমিশনের অপর নাম ছিল কোঠারি কমিশন।
৫.কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি কত পৃষ্ঠার ছিল?
উত্তর:- ভারতীয় শিক্ষা কমিশন তথা কোঠারি কমিশন প্রস্তাবিত প্রতিবেদনটি ছিল ৬৯২ পৃষ্ঠার।
৬.কোঠারি কমিশন (১৯৬৪-৬৬ খ্রি.) প্রস্তাবিত শিক্ষার যে-কোনো দুটি লক্ষ্য লেখো।
উত্তর:- কোঠারি কমিশন প্রস্তাবিত শিক্ষার দুটি লক্ষ্য হল—
ভাষার বিকাশ : কোঠারি কমিশনের মতে, প্রতিটি মানুষের মধ্যে ভাষার বিকাশসাধন করা শিক্ষার একটি বৃহৎ লক্ষ্য।
উত্তর:- জাতীয় সংহতিবোধ জাগরণ : কমিশনের মতে, আমাদের শিক্ষার প্রধান লক্ষ্য হবে নাগরিকদের মনে জাতীয় সংহতিবোধ জাগ্রত করা।
৭.কোঠারি কমিশনের সম্পাদক কে ছিলেন?
উত্তর:- কোঠারি কমিশনের সম্পাদক ছিলেন ড.জে পি নায়েক।
৮.কোন্ শিক্ষা কমিশন ১০+২+৩ শিক্ষাকাঠামোটি প্রস্তাব করে?
উত্তর:- ১৯৬৪-৬৬ খ্রিস্টাব্দে কোঠারি কমিশন ১০+২+৩ শিক্ষাকাঠামোটি প্রস্তাব করেছিল।
৯.কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক্-প্রাথমিক .শিক্ষার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো।
উত্তর:- প্রাক্-প্রাথমিক শিক্ষার অন্যতম বৈশিষ্ট্য হল, ভাষাবোধের বিকাশ.শিশুর ভাষাবিকাশের দিকে লক্ষ্য রেখে পাঠক্রমে বিভিন্ন ভাষাকে স্থান দেওয়া হয়।
১০.কোঠারি কমিশনের মতে প্রাক্-প্রাথমিক শিক্ষার একটি লক্ষ্য লেখো।
উত্তর:- কোঠারি কমিশনে (১৯৬৪-৬৬) প্রাক্-প্রাথমিক শিক্ষার লক্ষ্যের ক্ষেত্রে বলা হয় যে, এই শিক্ষার লক্ষ্য হবে শিশুদের মধ্যে স্বাস্থ্যাভ্যাস গঠন করা, সু-অভ্যাস গড়ে তোলা ও সহমর্মিতার আদর্শের বিকাশ ঘটানো।
১১.ECCE কী ?
উত্তর:- প্রাক্-প্রাথমিক শিক্ষার প্রসারে গৃহীত অন্যতম কর্মসূচি হল ECCE.এর পূর্ণ রূপটি হল Early Childhood Care and Education
১২.মন্তেসরি বিদ্যালয় কে, কবে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- মাদাম মারিয়া মন্তেসরি, ১৯০৭ খ্রিস্টাব্দে মন্তেসরি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
১৩.কাসা-দাই-বামবিনি-র প্রতিষ্ঠাতা কে?
উত্তর:- কাসা-দাই-বার্মবিনি-র প্রতিষ্ঠাতা মাদাম মন্তেসরি।
১৪.বুনিয়াদি শিক্ষালয়ের প্রবর্তক কে?
উত্তর:- বুনিয়াদি শিক্ষালয়ের প্রবর্তক গান্ধিজি।
১৫.প্রাথমিক শিক্ষার দুটি উদ্দেশ্য উল্লেখ করো।
উত্তর:- (i)
কোঠারি কমিশনের মতে, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হবে যাতে শিশু শিক্ষার্থীদের মধ্যে দায়িত্বশীল এবং সার্থক নাগরিক জীবনের উপযোগী ভিত তৈরি করে দেওয়া যায়।
(ii) এই স্তরে ২০% অপচয় অনুন্নয়ন বন্ধের দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।
১৬.প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে কী বোঝো?
উত্তর:- প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলতে আমরা বুঝি যে, প্রাথমিক শিক্ষাস্তরে বিভিন্ন শ্রেণিতে পরীক্ষায় অকৃতকার্যতার জন্য বহু ছাত্রছাত্রী বেশ কয়েক বছর একই শ্রেণিতে থেকে যায় এবং তার ফলে তাদের অন্তর্নিহিত সম্ভাবনা, ব্যয়িত শ্রম, অর্থ এবং অন্যান্য ক্ষেত্রে উন্নতি ব্যাহত হয়.একেই প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অনুন্নয়ন বলা হয়।
১৭.শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে কী বোঝো?
উত্তর:- শিক্ষাক্ষেত্রে অপচয় বলতে আমরা বুঝি যে, প্রাথমিক শিক্ষাস্তরে শিশু ভরতি হওয়ার পর মূলত আর্থিক ও সামাজিক কারণে শিক্ষা সম্পূর্ণ না করেই বিদ্যালয় ছেড়ে দেয়, একে বলা হয় শিক্ষাক্ষেত্রে অপচয়।
১৮.প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো.
উত্তর:- প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা হল – (i) অভিভাবকদের দরিদ্র্যতা, (ii) শিশুশ্রম আইন প্রয়োগের ব্যর্থতা এবং (iii) প্রয়োজনীয় শিক্ষা উপকরণের এবং প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের আভার আনাদি।
১৯.স্কুলগুচ্ছ বা জোট কী?
উত্তর:- কোঠারি কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কিছু সংখ্যক স্কুল নিয়ে যে জোট গড়ার কথা বলা হয়, তাকেই স্কুলগুচ্ছ বলা হয়.এই স্কুলগুচ্ছের অন্তর্ভুক্ত ছিল নিম্নপ্রাথমিক, উচ্চপ্রাথমিক এবং মাধ্যমিক স্কুলসমূহ।
২০.‘বৃত্তিমূলক শিক্ষা’ কী?
উত্তর:- যে শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণে সাহায্য করে, তাকে বৃত্তিমূলক শিক্ষা বলা হয় ।
২১.ছাত্রদের মধ্যে শ্রমের মর্যাদাবোধ সৃষ্টি বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশ কী ছিল?
উত্তর:- কোঠারি কমিশনের মতে, বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষা কায়িক শ্রমের মাধ্যমে অর্জন করতে হয়.সেইজন্য বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার মাধ্যমে ছাত্রদের মধ্যে শ্রমের মর্যাদাবোধ সৃষ্টি হয়ে থাকে।
২২.বৃত্তিমুখী শিক্ষার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম উল্লেখ করো.অথবা, দুটি বৃত্তিমুখী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম লেখো।
উত্তর:- বৃত্তিমুখী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল– IIT, ITI, পলিটেকনিক প্রভৃতি।
২৩.SUPW-এর পুরো কথাটি লেখো।
উত্তর:- SUPW-এর পুরো কথাটি হল— Socially Useful Productive Work অর্থাৎ সামাজিক উপযোগী উৎপাদনশীল কর্ম।
২৪.SUPW-এর কোন্ কমিশনে উল্লেখ আছে?
উত্তর:- কোঠারি কমিশনে।
২৫.ITI কাকে বলে?
উত্তর:- ITI-এর পুরো নাম Industrial Training Institute | এটি একটি বৃত্তিমুখী কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান.ন্যূনতম অষ্টম শ্রেণি পাস ছাত্রছাত্রীরা এখানে হাতেকলমে কাজ শিখে প্রতিষ্ঠিত হতে পারে।
২৬.ITI-এর পুরো নাম লেখো।
উত্তর:- ITI-এর পুরো নাম Industrial Training Institute |
২৭.পলিটেকনিক কী ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান?
উত্তর:- পলিটেকনিক হল এক ধরনের বৃত্তিমুখী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান।
২৮.IIM-এর পুরো নাম কী?
উত্তর:- IIM-এর পুরো নাম Indian Institute of Management
২৯.CABE-এর পুরো নাম লেখো ? [ WBCHSE 18]
উত্তর:- CABE-এর পুরো নাম হল – Central Advisory Board of
Education |
৩০.AICTE-এর পুরো নাম কী?
উত্তর:- AICTE-এর পুরো নাম All India Council for Technical
Education
৩১.কারিগরি ও বৃত্তিশিক্ষার দুটি সমস্যা উল্লেখ করো।
উত্তর:- কারিগরি ও বৃত্তিশিক্ষার দুটি সমস্যা হল—
i) কারিগরি শিক্ষকদের বেতন কম হওয়ায় শিক্ষকের সমস্যা আজও রয়েছে।
ii) কমিশনের কথামতো স্থানীয় চাহিদার দিকে নজর রেখে সেই অনুযায়ী প্রতিষ্ঠান স্থাপন এখনও সম্ভব হয়নি।
৩২.স্বশাসিত কলেজের (Autonomous college) সুপারিশ কোন্ কমিশনে উল্লেখ করা হয়েছে?
উত্তর:- স্বশাসিত কলেজের সুপারিশ কোঠারি কমিশনে (১৯৬৪-৬৬) উল্লেখ করা হয়েছে।
1.কোঠারী কমিশন প্রস্তাবিত শিক্ষার যে-কেনো 2টি উদ্দেশ্য লেখো।
উত্তর:- (ক) ভাষার বিকাশ : কোঠারী কমিশনের মতে, প্রতিটি মানুষের মধ্যে ভাষার বিকাশ ঘটানো।
(খ) জাতীয় সংহতিবোধ জাগরণ : নাগরিকদের মধ্যে যাতে জাতীয় সংহতি বোধ জাগ্রত হয় তা দেখা।
2.কোঠারী কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক্-প্রাথমিক শিক্ষার বৈশিষ্ট্য লেখো।
উত্তর:- কোঠারী কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাক্-প্রাথমিক শিক্ষার বৈশিষ্ট্য হল—ভাষা বোধের বিকাশ.শিশুর ভাষা বিকাশের দিকে লক্ষ্য রেখে পাঠক্রমে বিভিন্ন ভাষাকে স্থান দেওয়া হয়।
3.সুসংহত শিশুবিকাশ কর্মসূচি কী?
উত্তর:- Integated
Child Development Services হল ভারত সরকারের একটি কর্মসূচি.যেখানে ছয় বছরের নীচের সমস্ত শিশুদের সুসংহত বিকাশের দিকে লক্ষ্য রেখে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
4.ভারতীয় শিক্ষা কমিশন প্রদত্ত শিক্ষা কাঠামোটি ব্যক্ত করো।
উত্তর:- 10
+ 2 + 3 + 2 অর্থাৎ, 10 বছরের মাধ্যমিক স্তর, 2 বছরের উচ্চ-মাধ্যমিক স্তর, 3 বছরের স্নাতকস্তর, 2 বছরের স্নাতকোত্তর স্তর-এর শিক্ষা।
5.বুনিয়াদি শিক্ষালয়ের প্রবর্তক কে?
উত্তর:- বুনিয়াদি শিক্ষালয়ের প্রবর্তক গান্ধিজি।
6.প্রাথমিক শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো।
উত্তর:- (i)
শিক্ষার্থীদের মধ্যে যাতে দায়িত্বশীল এবং সার্থক নাগরিক জীবনের উপযোগী ভিত তৈরি করে দেওয়া যায়.(ii) অপচয় ও অনুন্নয়ন রোধে বিশেষ দৃষ্টি দিতে হবে।
7.দিবা বিদ্যালয় বলতে কী বোঝো?
উত্তর:- দিনের একটা নির্দিষ্ট সময়ে বাড়ি থেকে বিদ্যালয়ে যাতায়াত করে ছাত্রছাত্রীরা যে সমস্ত মাধ্যমিক বিদ্যালয়গুলি থেকে শিক্ষা লাভ করে থাকে, সেই সমস্ত বিদ্যালয়কে বলে দিবা বিদ্যালয়।
8.বৃত্তিমূলক শিক্ষা কী?
উত্তর:- যে শিক্ষা ব্যক্তিকে তার নিজস্ব ক্ষমতা ও চাহিদা অনুযায়ী বৃত্তি গ্রহণে সাহায্য করে, তাকে বৃত্তিমূলক শিক্ষা বলে।
9.AICTE-এর পুরো কথা কী?
উত্তর:- AICTE-এর পুরো কথা All India Council for Technical
Education.
10.স্কুল গুচ্ছ বা জোট বা বিদ্যালয়গুচ্ছ কী?
উত্তর:- কোঠারী কমিশনের প্রস্তাবে একই অঞ্চলে পাশাপাশি কতকগুলি বিদ্যালয় গুচ্ছ নিয়ে তৈরি হয় স্কুল গুচ্ছ.এর মধ্যে নিম্ন প্রাথমিক, উচ্চ প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় থাকতে হবে।
11.কারিগরী শিক্ষা কী?
উত্তর:- যে শিক্ষা শিক্ষার্থীদের বিভিন্ন শিল্প ও কারখানার যন্ত্রপাতি ও পরিবেশের সঙ্গে পরিচিতির পাশাপাশি তা ব্যবহারে আগ্রহী করে তোলে, তাইই হল কারিগরী শিক্ষা।
12.কোঠারী কমিশনের মতে প্রাক্ প্রাথমিক শিক্ষার লক্ষ্য লেখো।
উত্তর:- প্রাক্ প্রাথমিক শিক্ষা হল শিশুর শিক্ষা জীবনের প্রথম অধ্যায়.এই পর্বে সে সব কিছু জানতে চায়, নানান প্রশ্ন মনে আসে.অর্থাৎ, কৌতূহলের সৃষ্টি হয়.আর এই কৌতূহল থেকেই নতুন কিছু শেখার আগ্রহ সৃষ্টি হয়.এই আগ্রহ সৃষ্টি করাই প্রাক্ প্রাথমিক শিক্ষার লক্ষ্য।
13.NCTE কী?
উত্তর:- NCTE
হল শিক্ষক শিক্ষণের জাতীয় সংগঠন.এর সম্পূর্ণ নাম হল—National Council for Teachers Training Education.
14.WBPEC-র পুরো নাম কী?
উত্তর:- WBPEC-র পুরো নাম West Bengal Primary Education
Council
15.Right to
Education বা শিক্ষার অধিকার Act-টি কবে থেকে কার্যকর হয়েছে?
উত্তর:- 2010
খ্রিস্টাব্দে 1 এপ্রিল থেকে Right to Educationটি কার্যকর হয়।
16.কোঠারী কমিশনে ‘ত্রিভাষা’ সূত্রটি কী?
উত্তর:- কোঠারী কমিশনের সুপারিশ অনুযায়ী ‘ত্রিভাষা’ সূত্রটি হল—
(ক) মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা,
(খ) রাষ্ট্রীয় ভাষা বা সহযোগী ভাষা,
(গ) অতিরিক্ত যে-কোনো একটি প্রাচীন ভাষা।
17.কোঠারী কমিশনের মতে বৃত্তিমুখী ও কারিগরী শিক্ষার গুরুত্ব লেখো।
উত্তর:- (a)
কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে, যাতে শিক্ষা শেষে শিক্ষার্থীরা শিল্প-কারখানায় যোগদান করতে পারে.(b) ব্যতিক্রমী শিক্ষার্থীদের বৃত্তিশিক্ষা দান করতে হবে।
18.প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা লেখো।
উত্তর:- প্রাথমিক শিক্ষার দুটি সমস্যা হল—(a) আর্থিক সমস্যা, (b) অপচয় ও অনুন্নয়ন।
19.প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের একটি কর্ম প্রকল্পের নাম লেখো।
উত্তর:- প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নে কেন্দ্রীয় মানব সম্পদ মন্ত্রকের একটি কর্ম প্রকল্পের নাম হল—অপারেশান ব্ল্যাকবোর্ড।
20.SUPW পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের কোন বিষয়ের সঙ্গে যুক্ত?
উত্তর:- SUPW
পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের কর্মশিক্ষা পাঠ্য বিষয়ের সাথে যুক্ত।
21.একটি বৃত্তিমুখী ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখো।
উত্তর:- একটি বৃত্তিমুখী ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের নাম—মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ।
22.TTTI কী?
উত্তর:- TTTI
হল—Technical Teachers Training Institute.
Join Telegram channel
Free Notes
Join Whatsapp channel Free Notes
Higher
Secondary Education Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class
12th) Education Qustion and Answer
উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান সাজেশন – কোঠারি কমিশন ও
ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম
অধ্যায়) প্রশ্ন ও উত্তর ” উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান – কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) – প্রশ্ন
উত্তর “ একটি
অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা
(West Bengal Class Twelve XII / WB Class
12 / WBCHSE / Class 12 Exam / West Bengal Board of Secondary
Education – WB Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12 Pariksha ) এখান
থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী ।
সে কথা মাথায় রেখে
Www.tarakexamcenter.in এর
পক্ষ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা
বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন
Higher
Secondary Education Suggestion
ও উত্তর ( উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন
/ উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ও
উত্তর । HS Education Suggestion / HS
Education Question and Answer / Class 12 Education Suggestion / Class 12
Pariksha Education Suggestion /
Education Class 12 Exam Guide / MCQ ,
Short , Descriptive Type Question and Answer / HS Education Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা
করা হলাে। ছাত্রছাত্রী,
পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
সাজেশন এবং প্রশ্ন
ও উত্তর (HS Education Suggestion
/ West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th
Education Suggestion / HS Education
Question and Answer / Class 12 Education
Suggestion / Class 12 Pariksha
Suggestion / HS Education Exam
Guide / HS Education Suggestion 2022,
2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016,
2015 / HS Education Suggestion MCQ ,
Short , Descriptive Type Question and
Answer. / HS Education Suggestion FREE
PDF Download) সফল হবে।
কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) – প্রশ্ন
ও উত্তর | কোঠারি কমিশন ও
ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম
অধ্যায়) HS Education
Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর – কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) প্রশ্ন
ও উত্তর। কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন
ও উত্তর | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান কোঠারি কমিশন ও
ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম
অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর
| কোঠারি কমিশন ও ভারতের
আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) HS Education Question and Answer
Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন
উত্তর।
কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান
কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত
প্রশ্ন ও উত্তর | কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) HS Education Question and Answer
Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত
প্রশ্ন উত্তর। দ্বাদশ
শ্রেণি শিক্ষা বিজ্ঞান – কোঠারি কমিশন ও
ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম
অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary Education উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান (Higher Secondary Education) – কোঠারি কমিশন ও
ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম
অধ্যায়) – প্রশ্ন ও উত্তর
| কোঠারি কমিশন ও ভারতের
আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) | Higher Secondary Education
Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) প্রশ্ন
উত্তর।
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) প্রশ্ন উত্তর | HS Education
Question and Answer Question and Answer, Suggestion
উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
– কোঠারি কমিশন ও ভারতের
আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) | উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
– কোঠারি কমিশন ও ভারতের
আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) | পশ্চিমবঙ্গ
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর – কোঠারি কমিশন ও
ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম
অধ্যায়) | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সহায়ক
– কোঠারি কমিশন ও ভারতের
আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) – প্রশ্ন
ও উত্তর । HS Education Question and Answer, Suggestion | HS
Education Question and Answer Suggestion
| HS Education Question and Answer Notes
| West Bengal HS Class 12th Education Question and Answer Suggestion. উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন
উত্তর | WBCHSE Class 12
Education Question and Answer, Suggestion উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) প্রশ্ন
উত্তর প্রশ্ন ও উত্তর | কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) ।
HS Education Suggestion.
WBCHSE
Class 12th Education Suggestion | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়)
WBCHSE HS Education Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – কোঠারি
কমিশন ও ভারতের আধুনিক
শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) প্রশ্ন
উত্তর প্রশ্ন ও উত্তর ।
কোঠারি কমিশন ও ভারতের
আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) | HS Education Suggestion উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
– কোঠারি কমিশন ও ভারতের
আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) – প্রশ্ন
উত্তর প্রশ্ন ও উত্তর
। HS Education Question and
Answer Suggestions | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর – কোঠারি কমিশন ও
ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম
অধ্যায়) | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর HS Education Question and Answer উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
– কোঠারি কমিশন ও ভারতের
আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর HS Education Question and Answer উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর প্রশ্ন
ও উত্তর – কোঠারি কমিশন ও
ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম
অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class
12 Education Suggestion | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
HS Education Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর – কোঠারি কমিশন ও
ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম
অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর
। HS Education Question and
Answer Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর। West Bengal Class 12
Education Suggestion Download
WBCHSE Class 12th Education short question suggestion . HS Education Suggestion download Class 12th Question Paper Education. WB Class 12 Education suggestion and important question
and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার
সম্ভাব্য সাজেশন ও শেষ
মুহূর্তের প্রশ্ন ও উত্তর
ডাউনলোড। উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
WB Class
12 Education Suggestion
Get the HS Education Question and Answer Question and Answer
by Www.tarakexamcenter.in HS
Education Question and Answer Question and Answer prepared by expert subject
teachers. WB Class 12 Education Suggestion
with 100% Common in the Examination . Class Twelve XII Education Suggestion |
West Bengal Board WBCHSE Class 12 Exam HS
Education Question and Answer, Suggestion Download PDF: WBCHSE Class 12 Twelve
XII Education Suggestion is provided
here. HS Education Question and Answer Suggestion Questions Answers PDF
Download Link in Free has been given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – কোঠারি কমিশন ও ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থা (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer ” পড়ার জন্য। এই Www.tarakexamcenter.in ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।