উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন কৌশল (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer
প্রিয় ছাত্র ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর || যা উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত উচ্চমাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
1. অনুবর্তন কাকে বলে?
Ans:- একটি স্বাভাবিক উদ্দীপকের সঙ্গে একটি কৃত্রিম উদ্দীপককে বারবার উপস্থিত করলে কৃত্রিম উদ্দীপকটি এক সময় স্বাভাবিক প্রতিক্রিয়া ঘটাতে সক্ষম হয়, একেই বলে অনুবর্তন।
2. অন্তদৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো?
Ans:- যখন কোনো সমস্যামূলক পরিস্থিতির সামগ্রিক রূপ হঠাৎ করে জাগরিত হয় ও বিভিন্ন অংশের সঙ্গে সম্পূর্ণ সমস্যার তাৎপর্য উপলব্ধি হয় তখন তাকে অন্তদৃষ্টিমূলক শিখন বলে।
3. শিখনের মানসিক প্রস্তুতির সূত্রটি লেখো।
Ans:- উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে সার্থক সম্বন্ধ স্থাপন করতে হলে ব্যক্তির মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়। এই প্রস্তুতিকে মনোবিদ থনডাইক শিখনের মানসিক প্রস্তুতির সূত্রে বলেছেন।
4. থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের পদ্ধতির মুখ্য সূত্রগুলি লেখো।
Ans:- প্রচেষ্টা ও ভুল কৌশলের মুখ্য সূত্রগুলি হল: (i) ফললাভের সূত্র, (ii) অনুশীলনের
সূত্র (iii) প্রস্তুতির সূত্র।
5. খাদ্যবস্তু নামক স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রক্রিয়াটি কী?
Ans:- খাদ্যবস্তু নামক স্বাভাবিক উদ্দীপকের স্বাভাবিক প্রক্রিয়াটি হল—লালাক্ষরণ।
6. পুনরুত্থাপন প্রক্রিয়া কাকে বলে?
Ans:- অনুবর্তন প্রক্রিয়াকে সক্রিয় রাখার জন্য মাঝে মাঝে কৃত্রিম শক্তিদায়ী উদ্দীপককে প্রয়োগ করানো হয়। একে পুনরুত্থাপন বলে।
7. রেসপনডেন্ট বলতে কী বোঝায়?
Ans:- যে সমস্ত আচরণের উদ্দীপক পরিস্থিতির সম্পর্কে আমাদের ধারণা আছে বা যে সমস্ত আচরণকে আমরা নির্দিষ্ট বস্তুধর্মী উদ্দীপকের সংজ্ঞার সঙ্গে যুক্ত করতে পারি সেগুলিকে স্কিনার বলেছেন রেসপনডেন্ট।
৪. অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি কী?
Ans:- অপারেন্ট অনুবর্তনের মূল ভিত্তি হল—প্রাণীর
সক্রিয়তা।
9. অপানুবর্তন কাকে বলে?
Ans:- ঘণ্টাধ্বনির পর কুকুরকে যদি খাদ্য দেওয়া না হয় তাহলে কিছুদিন পরে তার আর লালা ক্ষরণ হয় না। এইভাবে অনুবর্তনের লোপ পাওয়াকে অপানুবর্তন বলে।
10. সক্রিয় অনুবর্তন কোন ধরনের স্নায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয়?
Ans:- কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা সক্রিয় অনুবর্তন নিয়ন্ত্রিত হয়।
11. Gestal কথাটির অর্থ লেখো।
Ans:- গেস্টাল্ট শব্দটি একটি জার্মান শব্দ, যার অর্থ হল—অবয়ব,
সমগ্রতা, কাঠামো, আকার প্রভৃতি।
12. গেস্টাল্ট মতবাদের প্রবক্তা কারা?
Ans:- শিখন সম্পর্কে গেস্টাল্ট মতবাদের প্রবক্তা হলেন— ওয়ার্দাইমার, কুর্ট কাফকা এবং উলফগ্যাং কোলার।
13.অন্তর্দৃষ্টিমূলক শিখনের জনক কে?
Ans:- অন্তর্দৃষ্টিমূলক শিখনের জনক হলেন—কোহ্হ্লার।
14. অপারেন্ট অনুবর্তন ও প্রাচীন অনুবর্তনের দুটি পার্থক্য লেখো।
Ans:- (i) অপারেন্ট অনুবর্তন Type-II শিখন, প্রাচীন অনুবর্তন Type-I শিখন।
(ii) অপারেন্ট অনুবর্তন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত, প্রাচীন অনুবর্তন স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র দ্বারা পরিচালিত হয়।
15. শিখনের মানসিক প্রস্তুতির সূত্র লেখো।
Ans:- উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সার্থক সম্বন্ধ স্থাপন করতে হলে ব্যক্তির মানসিক প্রস্তুতির প্রয়োজন হয়।
16. পাজল বক্স কী?
Ans:- থর্নডাইক তাঁর পরীক্ষার সমস্যা মূলক পরিস্থিতি সৃষ্টি করার জন্য বিশেষ এক ধরনের যান্ত্রিক উপকরণ ব্যবহার করেন, যাকে তিনি নাম দিয়েছেন পাজল বক্স।
17. টাইম কার্ভ কী ?
Ans:- থর্নডাইক প্রচেষ্টা ও ভুলের শিখন কৌশলের পরীক্ষার ফলাফল লেখচিত্রের মাধ্যমে প্রকাশ করেন। থর্নডাইক পুনরাবৃত্তির সময়কে লেখচিত্রের সাহায্যে পরিবেশন করেন। পুনরাবৃত্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে এই লেখ ক্রমশ নীচের দিকে নেমে আসে, একেই বলে টাইম কার্ভ।
18. সামান্যীকরণ কী?
Ans:- সামান্যীকরণ হল এমন একটি প্রণালী যা সাপেক্ষ প্রতিক্রিয়ার সঞ্চালন ঘটায় অন্য উদ্দীপককে এবং এই রূপান্তরিত উদ্দীপক মূল সাপেক্ষ উদ্দীপকের সমতুল্য হয়, একে সামান্যীকরণ বলে।
19. থর্নডাইকের ফললাভের সূত্রটি লেখো।
Ans:- উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্বন্ধ স্থাপন যদি সুখকর হয় বা তৃপ্তিদায়ক হয় তবে ওই সম্পর্কের বন্ধন দৃঢ় হয়, আর যদি বিরক্তিকর ফল পাওয়া যায় তবে ওই সম্পর্কের বন্ধন শিথিল হয়।
21. সক্রিয় আচরণ বলতে কী বোঝো?
Ans:- যে আচরণের ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট উদ্দীপক থাকে না। যে-কোনো উদ্দীপকের প্রভাবেই প্রাণী আচরণ করে, তাকে সক্রিয় আচরণ বলে।
22. থনডাইক কোন কোন প্রাণীর ওপর তাঁর প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রয়োগ করেন?
Ans:- থর্নডাইক তাঁর প্রচেষ্টা ও ভুলের তত্ত্বের প্রয়োগ করেন—কুকুর, বিড়াল, ইঁদুর, বাঁদর, মাছ, মুরগি প্রাণীদের ওপর।
23. মনোবিদ থনডাইক সংযোজনবাদ তত্ত্ব কোন বইয়ে প্রকাশ করেন?
Ans:- মনোবিদ থনডাইক সংযোজনবাদ তত্ত্ব “Animal
Intelligence" গ্রন্থে প্রকাশ করেন।
24. থনডাইকে মতবাদকে কেন সংযোজনবাদ বলা হয়?
Ans:- থনডাইকের মতে, উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যমে শিখন সম্পন্ন হয়। সেজন্য থনডাইকের মতবাদকে সংযোজনবাদ বলা হয়।
25. মনোবিদ থনডাইকের প্রস্তুতির সূত্রটি লেখো।
Ans:- E. L. Thorndik প্রস্তুতি
সূত্রে বলেছেন, উদ্দীপক ও তার উপযোগী প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যক্তির মধ্যে দৈহিক প্রস্তুতি থাকা প্রয়োজন। দৈহিক প্রস্তুতি থাকলে যে-কোনো ব্যক্তির পক্ষে কর্মসম্পাদন করা তৃপ্তিদায়ক হবে। তার যদি প্রস্তুতি না থাকে তবে কাজটি তার কাছে বিরক্তিকর মনে হবে।
26. CR, CS, UCS, UCR-এর পূর্ণ নাম লেখো।
Ans:- CR, CS, UCS, UCR-এর পূর্ণ নাম হল—
CR—Conditioned Response.
CS — Conditioned Stimulus.
UCS—Unconditioned
Stimulus.
UCR—Unconditioned
Response.
27. প্যাভলভের অনুবর্তন পরীক্ষায় কাইমোগ্রাফ-এ কোন উপাদানের পরিমাণ লিপিবদ্ধ করা হয়?
Ans:- প্যাভলভের অনুবর্তন পরীক্ষায় কাইমোগ্রাফে লিপিবদ্ধ করা হয়—লালা ক্ষরণের মাত্রা।
28. ক্ল্যাসিক্যাল কণ্ডিশনিং-এর অপর নাম কী?
Ans:- ক্ল্যাসিক্যাল কণ্ডিশনিং-এর অপর নাম প্রাচীন অনুবর্তন।
29. SR Bond-এর কথা কে বলেছেন?
উত্তর:-- S-R Bond-এর কথা বলেছেন আইভান প্যাভলভ।
30. বি. এফ. স্কিনার ‘অপারেন্ট অনুবর্তন’ কোন পত্রিকায় প্রকাশ করেন?
Ans:- বি. এফ. স্কিনার ‘অপারেন্ট অনুবর্তন’
“Academy of Science' পত্রিকায় প্রকাশ করেন।
31.বি. এফ. স্কিনার ‘অপারেন্ট অনুবর্তন’ কোন প্রবন্ধে প্রকাশ করেন?
Ans:- বি. এফ. স্কিনার ‘অপারেন্ট অনুবর্তন’ “The
Concept of the reflex in the description of the behaviour” প্রবন্ধে প্রকাশ করেন।
32. স্কিনার মতে আচরণ কত প্রকার?
Ans:- স্কিনার মতে আচরণ 2 প্রকার—(i) রেসপনডেন্ট (ii) অপারেন্ট।
33. স্কিনার তাঁর সক্রিয় অনুবর্তনের কৌশলটি কী নাম দিয়েছেন?
Ans:- স্কিনার তাঁর সক্রিয় অনুবর্তনের কৌশলটি R-type নাম দিয়েছেন।
34. স্কিনার বাক্সে ইঁদুরের কাছে শক্তিদায়ক উদ্দীপক কোনটি?
Ans:- স্কিনার বাক্সে ইঁদুরের কাছে শক্তিদায়ক উদ্দীপক হল—খাদ্য অর্জন।
35. স্কিনার ‘অপারেন্ট অনুবর্তন’ তত্ত্বের একটি শিক্ষামূলক প্রয়োগ উল্লেখ করো।
Ans:- স্কিনারের শিক্ষামূলক প্রয়োগ : (i) বিদ্যালয়
এই নীতি প্রয়োগে শিক্ষার্থীর সঙ্গে পূর্ব প্রস্তুতির সঙ্গে সঙ্গে উপযুক্ত নতুন আচরণ সৃষ্টিতে সহায়তা করে।
36. ‘সক্রিয় অনুবর্তন’ তত্ত্বের একটি ব্যর্থতা লেখো।
Ans:- এই অনুবর্তন শিশুর ভাষা শিখন ব্যাখ্যা করতে পারেন।
Join Telegram channel
Free Notes
Join Whatsapp channel Free Notes
Higher
Secondary Education Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class
12th) Education Qustion and Answer
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর ” উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII / WB Class 12 / WBCHSE / Class 12 Exam / West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে Www.tarakexamcenter.in এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন
Higher Secondary Education Suggestion
ও উত্তর ( উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন
/ উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ও
উত্তর । HS Education Suggestion / HS
Education Question and Answer / Class 12 Education Suggestion / Class 12
Pariksha Education Suggestion /
Education Class 12 Exam Guide / MCQ ,
Short , Descriptive Type Question and
Answer / HS Education Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা
করা হলাে। ছাত্রছাত্রী,
পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
সাজেশন এবং প্রশ্ন ও উত্তর (HS Education Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Education Suggestion / HS Education Question and Answer / Class 12 Education Suggestion / Class 12 Pariksha Suggestion / HS Education Exam Guide / HS Education Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Education Suggestion MCQ , Short , Descriptive Type Question and Answer. / HS Education Suggestion FREE PDF Download) সফল হবে।
শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) HS Education Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর। শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) HS Education Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান
শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) HS Education Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। দ্বাদশ শ্রেণি শিক্ষা বিজ্ঞান – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary Education উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান (Higher Secondary Education) – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) – প্রশ্ন ও উত্তর | শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) | Higher Secondary Education Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | HS Education Question and Answer Question and Answer,
Suggestion
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সহায়ক – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) – প্রশ্ন ও উত্তর । HS Education Question and Answer, Suggestion | HS Education Question and Answer Suggestion | HS Education Question and Answer Notes | West Bengal HS Class 12th Education Question and Answer Suggestion. উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Education Question and Answer, Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) । HS Education Suggestion.
WBCHSE
Class 12th Education Suggestion | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়)
WBCHSE HS Education Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) | HS Education Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) – প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । HS Education Question and Answer Suggestions | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর HS Education Question and Answer উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর HS Education Question and Answer উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class
12 Education Suggestion | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
HS Education Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়)
MCQ প্রশ্ন ও উত্তর ।
HS Education Question and Answer Suggestion
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর। West Bengal Class 12
Education Suggestion Download
WBCHSE Class 12th Education short question suggestion . HS Education Suggestion download Class 12th Question Paper Education. WB Class 12 Education suggestion and important question
and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার
সম্ভাব্য সাজেশন ও শেষ
মুহূর্তের প্রশ্ন ও উত্তর
ডাউনলোড। উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
WB Class 12 Education Suggestion
Get the HS Education Question and Answer Question and Answer by Www.tarakexamcenter.in HS Education Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 12 Education Suggestion with 100% Common in the Examination . Class Twelve XII Education Suggestion | West Bengal Board WBCHSE Class 12 Exam HS Education Question and Answer, Suggestion Download PDF: WBCHSE Class 12 Twelve XII Education Suggestion is provided here. HS Education Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below.
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education
Question and Answer
অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এই ” উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – শিখন কৌশল” (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer ” পড়ার জন্য। এই Www.tarakexamcenter.in ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি ফলাে করো এবং নিজেকে তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।