উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) | HS Education Question and Answer
প্রিয় ছাত্র ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর || যা উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত উচ্চমাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
* দৈহিক প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ করো।
উত্তর:- দৈহিক প্রতিবন্ধীদের সাধারণত তিন ভাগে ভাগ করা যায় – (১) জ্ঞানেন্দ্রিয় ত্রুটিজনিত প্রতিবন্ধী (২) কর্মেন্দ্রিয় ত্রুটিজনিত প্রতিবন্ধী এবং (৩) বাগযন্ত্রের ত্রুটিজনিত প্রতিবন্ধী।
* শারীরিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণীবিভাগ করো।
উত্তর:- শারীরিক প্রতিবন্ধী শিশু প্রধানত তিন প্রকার। এর মধ্যে দুটি হল – জ্ঞানেন্দ্রিয় ত্রুটিজনিত প্রতিবন্ধী এবং বাগযন্ত্রের ত্রুটিজনিত প্রতিবন্ধী।
* দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় যে-কোনো দুটি সমস্যা লেখো।
উত্তর:- দৈহিক প্রতিবন্দ্বী শিশুদের শিক্ষায় দুটি অন্যতম সমস্যা হল – (১) অভিভাবকদের উদাসীনতা (২) শিক্ষার্থীদের হীনমন্যতা।
* আধুনিক শিক্ষায় ‘প্রতিদ্বন্ধী’ শব্দটি ‘প্রতিবন্ধী’ অপেক্ষা বেশি গ্রহনযোগ্য কেন?
উত্তর:- আধুনিক শিক্ষায় ‘প্রতিদ্বন্দ্বী’ শব্দটি ‘প্রতিবন্ধী’ অপেক্ষা বেশি গ্রহনযোগ্য, কারণ – আধুনিক শিক্ষায় প্রতিবন্ধীদেরও প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশগ্রহন করে শিক্ষালাভ করতে হয়।
* বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কী নামে পরিচিত?
উত্তর:- বর্তমানে ব্যতিক্রমী শিশুরা ব্যাহত বা অক্ষম বা ভিন্ন ক্ষমতা সম্পন্ন শিশু নামে পরিচিত। অনেকে আবার ব্যতিক্রমী শিশুদের বিশেষধর্মী শিশু বলেও অভিহিত করেন।
* ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- মিশনারিরা সর্বপ্রথম ১৮৮৩ খ্রিস্টাব্দে অমৃতসর শহরে দৃষ্টিহীনদের জন্য একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন। ১৮৯৭ খ্রিস্টাব্দে এটি দেরাদুনের রায়পুরে স্থানান্তরিত হয়।
* ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়?
উত্তর:- ব্রেইল বর্ণমালায় ৬৩টি ডট বা চিহ্ন দিয়ে লেখা হয়।
* বধির করা?
উত্তর:- শ্রবণযন্ত্রের ত্রুটি নিয়ে জন্মানো শিশুদের শ্রবণ ইন্দ্রিয়ের কোনো কার্যকারিতা থাকে না, তাদেরকে বলা হয় বধির।
* মূক ও বধির শিশুদের শিক্ষার একটি উদ্দেশ্য লেখো।
উত্তর:- মূক ও বধির শিশুদের সামাজিক বিকাশের উন্নতিসাধন করা হল এদের শিক্ষার অন্যতম উদ্দেশ্য।
* শ্রেণীকক্ষে শিশুদের একটি আচরণমূলক সমস্যা উল্লেখ করো।
উত্তর:- শ্রেণীকক্ষে শিক্ষার্থীর দুটি আচরণগত সমস্যা হল – (১) কর্তৃত্বের মানসিকতা দেখানো (২) সর্বদা অন্যদের সঙ্গে ঝগড়া করা।
1. বর্তমানে ব্যতিক্রমী শিশুরা কী নামে পরিচিত?
উত্তর:- বর্তমানে ব্যতিক্রমী শিশুরা ‘Challenged Children বা Children with special Need' নামে পরিচিত।
2. স্টাইলাস কী ?
উত্তর:- ব্রেইল লেখার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের কলমকে স্টাইলাস বলে।
3. নূক ও বধির শিশুদের শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো।
উত্তর:- মূক ও বধির শিশুদের শিক্ষার দুটি উদ্দেশ্য হল— ভাষার বিকাশ ঘটানো এবং আত্মবিশ্বাস বৃদ্ধি করা।
4. বধির কাকে বলে?
উত্তর:- যেসকল শিশু বা ব্যক্তি শ্রবণযন্ত্রের ত্রুটির জন্য কিছু শুনতে পায় না, তাদের বধির বলে।
5. শারীরিক বা দৈহিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণিবিভাগ করো।
উত্তর:- শারীরিক বা দৈহিক প্রতিবন্ধী শিশুদের দুটি শ্রেণিবিভাগ হল—জ্ঞানেন্দ্রিয় ত্রুটিসম্পন্ন প্রতিবন্ধী এবং বাগযন্ত্রের ত্রুটিসম্পন্ন প্রতিবন্ধী।
6. শ্রেণিকক্ষের দুটি আচরণগত সমস্যা উল্লেখ করো।
উত্তর:- শ্রেণিকক্ষের দুটি আচরণগত সমস্যা হল—চুরি করা, স্কুল পালানো।
7. ব্যতিক্রমী শিশু বা Exceptional Children কাদের বলা হয়?
উত্তর:- যে সকল শিশুরা শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষোভিক ত্রুটির কারণে সমাজে সাধারণ মানুষের থেকে পৃথক এবং তাদের ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশ সাধনের জন্য বিশেষ ধরনের শিক্ষাব্যবস্থা প্রয়োজন হয় তাদেরকে বলা হয় ব্যতিক্রমী শিশু বা Exceptional Children.
৪. ব্যাহত, অক্ষমতা ও প্রতিবন্ধী বলতে কী বোঝ?
উত্তর:- ব্যাহত বলতে মূলত শারীরিক গঠন, ইন্দ্রিয়গত বা পেশিগত ত্রুটির কারণে কোনো ব্যক্তি যদি প্রাত্যহিক জীবনের নানান কাজের অসুবিধায় পড়ে, তখন তাকে অক্ষম হিসেবে গণ্য করা হয়।
অক্ষমতার কারণে যদি কোনো ব্যক্তি পরিবেশের সঙ্গে স্বাভাবিক কাজকর্মের ক্ষেত্রে অনতিক্রম্য বাধার মুখে পড়ে, তখন তাকে প্রতিবন্ধী বলে।
9. ADHD কী?
উত্তর:- ADHD-এর সম্পূর্ণ নাম-Attention Deficit Hyperactivity
Disorder | এটি এক ধরনের মানসিক প্রতিকূলতার রোগ। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা কোনো কাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারে না।
10.অন্ধ শিশুদের শিক্ষার দুটি সমস্যা লেখো।
উত্তর:- অন্ধ শিশুদের শিক্ষার সমস্যা—
(i) এই সকল শিশু হীনমন্যতায় ভোগে। নিজেদেরকে গুটিয়ে রাখে এবং সমাজের বোঝা বলে মনে করা হয়;
(ii) এই শিশুদের শিক্ষাদানের জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না।
11. অন্ধ শিশুদের শিক্ষার দুটি উদ্দেশ্য লেখো।
উত্তর:- অন্ধ শিশুদের শিক্ষার উদ্দেশ্য হল—(i) হীনমন্যতা দূর করে আত্মবিশ্বাস জাগিয়ে তোলা। (ii) চোখ ছাড়া অন্যান্য ইন্দ্রিয়ের মাধ্যমে শিক্ষার ব্যবস্থা করা।
12. ব্রেইল পাঠের নিয়ম কী?
উত্তর:- ব্রেইল হল একটি স্পর্শমূলক পদ্ধতি। ব্রেইল বামদিক থেকে ডানদিকে পড়তে হয়। একজন দক্ষ ব্রেইল পাঠক প্রতি মিনিটে 60 টি শব্দ পড়তে পারে।
13. অন্ধ শিশুদের একটি শিক্ষা পদ্ধতির নাম গো।
উত্তর:- ব্রেইল হল অন্ধদের একটি শিক্ষা পদ্ধতি।
14. WHO সমীক্ষা অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার কত অংশ ?
উত্তর:- WIHO
সমীক্ষা অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যার 10 শতাংশ প্রতিবন্ধী।
15. আন্তর্জাতিক স্তরে দৃষ্টিহীন কাদের বলা হয় ?
উত্তর:- যে ব্যক্তির দৃষ্টিশক্তি / ভাগের কম বা যে ব্যক্তি দেড় মিনিট দূরত্ব থেকেও আঙুল গুণতে পারে না, তাকে আন্তর্জাতিক স্তরে দৃষ্টিষ্টীন বলা হয়।
16. OPH-এর পুরো নাম কী?
উত্তর:--OPH-এর পুরো নাম হল-Orthopaedic Physically Handicapped.
17. দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষার যে-কোনো দুটি ননন্যা লেখো।
উত্তর:- দৈহিক প্রতিবন্ধী শিশুদের শিক্ষায় সমস্যা-
(i) শিক্ষার্থীরা হীনমন্যতায় ভোগে,
(ii) অধিকাংশ ক্ষেত্রে অভিভাকদের উদাসীনতা।
18. লোয়েনফেল্ড দৃষ্টিহীনদের কর ভাগে ভাগ করেছেন ও কী কী?
উত্তর:- লোয়েনফেল্ড দৃষ্টিহীনদের চার ভাগে ভাগ করেছেন। যথা— (i) জন্মগতভাবে সম্পূর্ণ দৃষ্টিহীন, (ii) পাঁচ বছর পর সম্পূর্ণ দৃষ্টিহীন, (iii) জন্মগতভাবে দৃষ্টিহীন, (iv) অর্জিত আংশিক দৃষ্টিহীন।
19. ব্রেইল পদ্ধতিতে কতগুলি বিন্দু দিয়ে লেখা হয়?
উত্তর:- ব্রেইল পদ্ধতিতে 6টি ডট বা বিন্দু দিয়ে লেখা হয়।
20.ভারতে অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- মিশনারিরা সর্বপ্রথম 1883 খ্রিস্টাব্দে অমৃতসর শহরে দৃষ্টিহীনদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন, 1897 খ্রিস্টাব্দে একটি দেরাদুনের রায়পুরে স্থানান্তরিত হয়।
21. রিসোর্স কক্ষ কী ?
উত্তর:- বধির শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্যে বিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার উপকরণ দিয়ে তৈরি একটি প্রতিবন্ধী কক্ষ। যেখানে শিক্ষার্থীরা বিশেষজ্ঞ ব্যক্তিদের দ্বারা বিশেষ পদ্ধতিতে শিক্ষা গ্রহণ করে থাকে।
22. Tooking
Book কাদের জন্য ব্যবহার করা হয়?
উত্তর:- Tooking
Book দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ব্যবহার করা হয়।
23.লুইস ব্ৰেইল কত খ্রিস্টাব্দে ব্রেইল পদ্ধতির প্রচলন করেন?
উত্তর:- 1829
খ্রিস্টাব্দে লুইস ব্রেইল ব্রেইল পদ্ধতির প্রচলন করেন।
24. While
Cane Stick কী ?
উত্তর:- অন্ধ ব্যক্তিরা যে সাদা লাঠির সহায়তায় হাঁটাচলা করে তাকেই White Cane Stick বলে।
25.ভারতবর্ষে কে প্রথম দৃষ্টিহীনদের জন্য বিদ্যালয় স্থাপন করেন?
উত্তর:- Miss
Annie Sharp নামে একজন খ্রিস্টান মিশনারি।
26. শ্রবণে অক্ষমতার গভীরতার পরিমাপ মাপা হয় কীসের দ্বারা?
উত্তর:- শ্রবণে অক্ষমতার গভীরতার পরিমাণ মাপা হয় অডিরোমিটার বন্ধের দ্বারা।
27. মিথ্যা কথা বলার দুটি কারণ লেখো।
উত্তর:- মিথ্যা কথা বলার কারণ হল-
(i) নিরাপত্তার অভাববোধ, হীনমন্যতারবোধ, (ii) শাস্তির ভয়।
28.সহপাঠীকে উৎপীড়নে কারণ কী?
উত্তর:- শিক্ষার্থীরা অনেক সময় অবহেলিত হওয়ার জন্য অন্যকেও তারা সহ্য করতে পারে না, বিরক্ত করে।
29.ইনক্লুসিভ এডুকেশন কাকে বলে ?
উত্তর:- জাতি, ধর্ম, বর্ণ, ভাষা, অক্ষমতা, প্রতিবন্ধকতা নির্বিশেষে সকলের জন্য Regular Mainstrem School-এর শিক্ষা ব্যবস্থাকে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলা হয়।
30.দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ভারত সরকারের যে কোনো একটি পদক্ষেপ উল্লেখ করো।
উত্তর:-দৃষ্টিহীনদের শিক্ষার জন্য ভারত সরকারের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হল— অন্ধদের শিক্ষাকেন্দ্রগুলিতে ব্রেইল সরবরাহের জন্য অন্ধদের সুবিধার্থে জাতীয় গ্রন্থাগার স্থাপন করা।
31. মায়োপিয়া কী?
উত্তর:- যে ব্যাধির কারণে ব্যক্তির দূরের দৃষ্টি ব্যাহত হয়, সেই রোগকে মায়োপিয়া বলে।
32.CWSN-এর পুরো নাম লেখো।
উত্তর:- CWSN-এর পুরো নাম – Children with Special Needs
Join Telegram channel
Free Notes
Join Whatsapp channel Free Notes
Higher
Secondary Education Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class
12th) Education Qustion and Answer
উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান সাজেশন – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) প্রশ্ন ও উত্তর ”
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) – প্রশ্ন উত্তর “ একটি
অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা
(West Bengal Class Twelve XII / WB Class
12 / WBCHSE / Class 12 Exam / West Bengal Board of Secondary
Education – WB Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12
Pariksha ) এখান থেকে
প্রশ্ন অবশ্যম্ভাবী । সে
কথা মাথায় রেখে Www.tarakexamcenter.in এর পক্ষ থেকে
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান পরীক্ষা
প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন
Higher
Secondary Education Suggestion
ও উত্তর ( উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন
/ উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ও
উত্তর । HS Education Suggestion / HS
Education Question and Answer / Class 12 Education Suggestion / Class 12
Pariksha Education Suggestion /
Education Class 12 Exam Guide / MCQ ,
Short , Descriptive Type Question and
Answer / HS Education Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা
করা হলাে। ছাত্রছাত্রী,
পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান সাজেশন – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
সাজেশন এবং প্রশ্ন
ও উত্তর (HS Education Suggestion
/ West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th
Education Suggestion / HS Education
Question and Answer / Class 12 Education
Suggestion / Class 12 Pariksha
Suggestion / HS Education Exam
Guide / HS Education Suggestion 2022,
2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016,
2015 / HS Education Suggestion MCQ ,
Short , Descriptive Type Question and
Answer. / HS Education Suggestion FREE
PDF Download) সফল হবে।
ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
ভিন্ন ধরনের সক্ষমতার
শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) – প্রশ্ন
ও উত্তর | ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) HS Education Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – ভিন্ন
ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) প্রশ্ন ও
উত্তর। ভিন্ন
ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) MCQ প্রশ্ন ও
উত্তর | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) MCQ প্রশ্ন
ও উত্তর | ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) HS Education Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – ভিন্ন
ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান
ভিন্ন ধরনের সক্ষমতার
শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত
প্রশ্ন ও উত্তর | ভিন্ন
ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) HS Education Question and
Answer Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর – ভিন্ন
ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন
উত্তর। দ্বাদশ
শ্রেণি শিক্ষা বিজ্ঞান – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) MCQ প্রশ্ন
উত্তর | Higher Secondary
Education উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান (Higher Secondary
Education) – ভিন্ন ধরনের সক্ষমতার
শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) – প্রশ্ন
ও উত্তর | ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) | Higher Secondary Education Suggestion উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – ভিন্ন
ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর।
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের
শিক্ষা (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর | HS Education
Question and Answer Question and Answer, Suggestion
উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
– ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা
(নবম অধ্যায়) | উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
– ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা
(নবম অধ্যায়) | পশ্চিমবঙ্গ
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) | উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান সহায়ক – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) – প্রশ্ন ও উত্তর ।
HS Education Question and Answer, Suggestion | HS Education Question and Answer
Suggestion | HS Education Question and
Answer Notes | West Bengal HS Class 12th
Education Question and Answer Suggestion. উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – ভিন্ন
ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর
| WBCHSE Class 12 Education Question and Answer, Suggestion উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – ভিন্ন
ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর
প্রশ্ন ও উত্তর | ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) । HS Education
Suggestion.
WBCHSE
Class 12th Education Suggestion | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়)
WBCHSE HS Education Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – ভিন্ন
ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) প্রশ্ন উত্তর
প্রশ্ন ও উত্তর । ভিন্ন
ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) | HS Education
Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
– ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা
(নবম অধ্যায়) – প্রশ্ন
উত্তর প্রশ্ন ও উত্তর
। HS Education Question and
Answer Suggestions | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) | উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
HS Education Question and Answer উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
– ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা
(নবম অধ্যায়) উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর HS Education Question and Answer উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর প্রশ্ন
ও উত্তর – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত,
রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class
12 Education Suggestion | উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
HS Education Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান প্রশ্ন
ও উত্তর – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম
অধ্যায়) MCQ প্রশ্ন
ও উত্তর । HS Education Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 12 Education Suggestion Download WBCHSE Class 12th Education short
question suggestion . HS Education
Suggestion download Class 12th Question
Paper Education. WB Class 12 Education suggestion and important question
and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ
দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার
সম্ভাব্য সাজেশন ও শেষ
মুহূর্তের প্রশ্ন ও উত্তর
ডাউনলোড। উচ্চমাধ্যমিক
শিক্ষা বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
WB Class
12 Education Suggestion
Get the HS Education Question and Answer Question and Answer
by Www.tarakexamcenter.in HS
Education Question and Answer Question and Answer prepared by expert subject
teachers. WB Class 12 Education
Suggestion with 100% Common in the Examination . Class Twelve XII Education
Suggestion | West Bengal Board WBCHSE Class 12 Exam HS Education Question and Answer, Suggestion
Download PDF: WBCHSE Class 12 Twelve XII Education Suggestion is provided here. HS Education Question and
Answer Suggestion Questions Answers PDF Download Link in Free has been given
below.
উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের
শিক্ষা (নবম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS Education Question and Answer
অসংখ্য
ধন্যবাদ সময় করে আমাদের
এই ” উচ্চমাধ্যমিক শিক্ষা বিজ্ঞান – ভিন্ন
ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা (নবম অধ্যায়) প্রশ্ন ও
উত্তর | HS Education
Question and Answer ” পড়ার জন্য।
এই Www.tarakexamcenter.in ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো
প্ৰশ্ন উত্তর জানতে এই
ওয়েবসাইট টি ফলাে করো
এবং নিজেকে তথ্য
সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।