উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) | HS History Question and Answer
প্রিয় ছাত্র ছাত্রী,
তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর || যা উচ্চমাধ্যমিক পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত উচ্চমাধ্যমিক টেস্ট ও ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে || তাই দেড়ি না করে এই পোস্টের ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর – উচ্চমাধ্যমিক
প্রশ্ন ও উত্তর – উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ইতিহাস প্রশ্ন ও উত্তর গুলো ভালো করে পড়ে নাও ||
১. কেন্নানের বেষ্টনী নীতি বলতে কী বোঝো ?
উত্তর:- আমেরিকার রাষ্ট্রদূত জর্জ এফ . কেন্নান এক প্রবন্ধে রুশ আগ্রাসন প্রতিরোধ এবং রাশিয়াকে সীমাবদ্ধ করে রাখার জন্য যে নীতি পেশ করেন সেটাই কেন্নানের বেষ্টনী নীতি
২. লেভারে প্ল্যান বলতে কী বোঝো ?
উত্তর:- ভিয়েতনামের সঙ্গে যুদ্ধ চলাকালীন ভিয়েতমিনদের সমূলে ধ্বংস করার লক্ষ্যে ফরাসি সেনাপতি যে নতুন পরিকল্পনা নেন সেটাকেই বলা হয় নেভারে প্ল্যান ।
৩. কারা চিনে কমিউনিস্ট পার্টি গড়ে তোলেন ?
উত্তর:- চৌ – এন – লাই , চু – তে , মাও – সে – তুং , লিও – কাও – চি প্রমুখের উদ্যোগে চিনে কমিউনিস্ট পার্টির জন্ম হয় ।
৪. ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয় ?
উত্তর:- এই সম্মেলনের উদ্দেশ্যগুলি ছিল– ( ক ) যুদ্ধ – পরবর্তী সময়ে জার্মানির ভবিষ্যৎ নির্ণয় করা ( খ ) পোল্যান্ডকে কেন্দ্র করে উদ্ভূত সমস্যা মীমাংসা করা ( গ ) বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গঠন ।
৫. ব্যালফুর ঘোষণাপত্র কী ?
উত্তর:- ইংরেজ বিদেশ সচিব আর্থার ব্যালফু প্রথম বিশ্বযুদ্ধের সময় একটি ঘোষণাপত্র জারি করেন । এতে বলা হয় , প্যালেস্টাইনে ইহুদিদের জন্য জাতীয় বাসভূমি গড়ে তোলায় সচেষ্ট হবে ব্রিটিশ সরকার ।
৬. কমিকন কীভাবে গড়ে ওঠে ?
উত্তর:- মার্শাল পরিকল্পনার পাল্টা হিসেবে ১৯৪৯ সালে সোভিয়েত ইউনিয়ন কমিকন ( Council for Mutual Economic
Assistance বা COMECON ) নামে একটি আর্থিক সহায়তা পরিষদ গড়ে তোলে ।
৭. জোটনিরপেক্ষ নীতি বলতে কী বোঝো ?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী জোট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন জোট এর বাইরে থেকে নিরপেক্ষ অবস্থানের নীতিকেই বলা হয় জোটনিরপেক্ষ নীতি ।
৮. বার্লিন অবরোধ বলতে কী বোঝো ?
উত্তর:- বার্লিনে রুশ আধিপত্য প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া ১৯৪৮ – এর ২৪ জুলাই বার্লিনে প্রবেশের সড়কপথগুলিতে অবরোধ শুরু করে । এটাই বার্লিন অবরোধ নামে বিখ্যাত ।
৯. ভিয়েতনামের যুদ্ধ বলতে কী বোঝো ?
উত্তর:- ইন্দোচিনে হো – চি – মিনের নেতৃত্বে ভিয়েতনামবাসীর দীর্ঘ লড়াই ভিয়েতনামের যুদ্ধ বলে পরিচিত । ১৯৪৫–৭৫ খ্রিঃ পর্যন্ত চলেছিল এই যুদ্ধ ।
১০. পঞ্চশীল নীতি কাকে বলে ?
উত্তর:- শান্তিপূর্ণ সহাবস্থান নীতির ভিত্তিতে চিনের প্রধানমন্ত্রী চৌ – এন – লাই ১৯৫৪ সালে দ্বিতীয়বার ভারতে এসে দ্বিপাক্ষিক পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ৫ টি নীতি স্থির করেন । এটাকেই বলা হয় পঞ্চশীল নীতি
১১. লং মার্চ বলতে কী বোঝো ?
উত্তর:- ১৯৩৬ – এর ১৬ অক্টোবর মাও – সে – তুং এবং চু – তের উদ্যোগে কমিউনিস্টদের ঐক্য বৃদ্ধির জন্য কিয়াংসি প্রদেশ থেকে শেনসি পর্যন্ত ৬০০০ মাইল পথ অতিক্রম করার ঘটনা লং মার্চ নামে বিখ্যাত ।
১২. কেন মার্শাল পরিকল্পনা গৃহীত হয়েছিল ?
উত্তর:- এর উদ্দেশ্য ছিল– ( ক ) রাশিয়ার আগ্রাসন প্রতিরোধ করা । ( খ ) ইউরোপের আর্থিক সংকট কাটিয়ে ওঠা ( গ ) মার্কিন বাণিজ্য বৃদ্ধি এবং ( ঘ ) কমিউনিস্টদের অগ্রগতি প্রতিহত করা ।
১৩. বুলগানিন কেন বিখ্যাত ?
উত্তর:- সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন বুলগানিন ।
১৪. সুয়েজ সংকট কেন দেখা যায় ?
উত্তর:- মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসেরের ১৯৫৬ সালে সুয়েজ খাল জাতীয়করণের কথা ঘোষণা করাকে কেন্দ্র করেই সুয়েজ সংকট দেখা দেয় ।
১৫. ভিয়েত কং বলতে কী বোঝো ?
উত্তর:- ১৯৬০ খ্রিঃ উভয় ভিয়েতনামে কমিউনিস্টদের দ্বারা প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী সামরিক বাহিনীকে বলা হতো ভিয়েত কং ।
১৬. LAFP এর সম্পূর্ণ নাম
উত্তর:- Liberation Armed Force ( PLAF ) I The
People’s —
১৭. ট্রুম্যান নীতি গৃহীত হয় কেন ?
উত্তর:- রাশিয়ার নেতৃত্বে সাম্যবাদী আদর্শের প্রসার রোধে যুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন রাষ্ট্রপতি ট্রুম্যান ১৯৪৭ সালে ট্রুম্যান নীতি ঘোষণা করেন ।
১. ‘ মাই লাই ’ ঘটনাটি ঘটে – (ক) ইন্দোনেশিয়ায় (খ) জাপানে (গ) ভিয়েতনামে (ঘ) কিউবাতে ।
উত্তর:- (গ) ভিয়েতনামে
২. ফিদেল কাস্ত্রো ছিলেন – (ক) মার্কসবাদী (খ) সমাজবাদী কিউবার রাষ্ট্রপতি (গ) সাম্যবাদী (ঘ) পুঁজিবাদী ।
উত্তর:- (খ) সমাজবাদী কিউবার রাষ্ট্রপতি
৩. ‘ দিয়েন – বিয়েন – ফু’র ঘটনা ঘটেছিল— (ক) কোরিয়ায় (খ) ভিয়েতনামে (গ) মিশরে (ঘ) আলজেরিয়ায় ।
উত্তর:- (খ) ভিয়েতনামে
৪. আধুনিক মিশরের জনক – (ক) নাসের (খ) কাস্ত্রো (গ) মাও সে – তুং
(ঘ) ভুট্টো ।
উত্তর:- (ক) নাসের
৫. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় – (ক) ১৯৪৩ খ্রি : (খ) ১৯৪৪ (গ) ১৯৪৫ (ঘ) ১৯৪৬
উত্তর:- (গ) ১৯৪৫
৬. ইয়মকিপুর যুদ্ধ ( ১৯৭৩ খ্রি . ) কাদের মধ্যে সংঘটিত হয় ? (ক) সিরিয়া – মিশর (খ) আরব – ইজরায়েল (গ) আরব – সিরিয়া (ঘ) আরব – আমেরিকা
উত্তর:- (খ) আরব – ইজরায়েল
৭. হ্যারি ট্রুম্যান ছিলেন মার্কিন – (ক) পররাষ্ট্র সচিব (খ) বিদেশমন্ত্রী (গ) অর্থমন্ত্রী (ঘ) রাষ্ট্রপতি ।
উত্তর:- (ঘ) রাষ্ট্রপতি ।
(ঘ) ১৯৪৮ খ্রিস্টাব্দে ।
৮. মার্শাল পরিকল্পনা গ্রহণ করেছিল— (ক) রাশিয়া (খ) আমেরিকা (গ) ব্রিটেন (ঘ) ইতালি ।
উত্তর:- (খ) আমেরিকা
৯. কবে সুয়েজ খাল জাতীয়করণ – এর কথা ঘোষিত হয় ? (ক) ১৯৫৬ (খ) ১৯৫৮ (গ) ১৯৬০ (ঘ) ১৯৫৯ ।
উত্তর:- (ক) ১৯৫৬
১০. ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা ছিলেন- (ক) সুকর্ণ (খ) নগুয়েন গিয়াপ (গ) বাও দাই (ঘ) হো – চি – মিন –
উত্তর:- (ঘ) হো – চি – মিন ।
১১. বার্লিন অবরোধ হয়েছিল – (ক) ১৯৪৪ (খ) ১৯৪৬ (গ) ১৯৪৫ (ঘ) ১৯৪৮ খ্রিঃ ।
উত্তর:- (গ) ১৯৪৫
১২. দিয়েন – বিয়েন – ফু’র যুদ্ধে জয়ী হয়েছিল— (ক) ভিয়েতনাম (খ) ফ্রান্স (গ) ইন্দোনেশিয়া (ঘ) রাশিয়া ।
উত্তর:- (ক) ভিয়েতনাম
১৩. বান্দুং সম্মেলনে চিনের প্রতিনিধিত্ব করেন— (ক) মাও – সে – তুঙ (খ) চৌ – এন – লাই (গ) সান ইয়াৎ – সেন (ঘ) চেন – তু – শিউ ৷
উত্তর:- (খ) চৌ – এন – লাই
১৪. প্রতিষ্ঠার সময়ে ন্যাটোর সদস্যসংখ্যা ছিল— (ক) ৯ (খ) ১১ (গ) ১২ (ঘ) ২৪ টি দেশ ।
উত্তর:- (গ) ১২
১৫. পঞ্চশীল নীতি ঘোষণা করেন— (ক) মাও জেদং (খ) জওহরলাল নেহরু (গ) জিমি কার্টার (ঘ) মার্শাল টিটো ।
উত্তর:- (খ) জওহরলাল নেহরু
১৬. মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশের সংখ্যা ছিল— (ক) ১৬ (খ) ২০ (গ) ২২ (ঘ) ২৫ ।
উত্তর:- (ক) ১৬
১৭. ১৯৪৯ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি হয়েছিল তা হলো— (ক) ন্যাটো (খ) ব্রাসেলস (গ) সিমেটো (ঘ) ওয়ারশ ।
উত্তর:- (ক) ন্যাটো
১৮. কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল— (ক) আমেরিকা (খ) ব্রিটেন (গ) ফ্রান্স (ঘ) রাশিয়া ।
উত্তর:- (ঘ) রাশিয়া ।
১৯. ২৭ দফা দাবি পেশ করা হয়েছিল কোন সম্মেলনে ? (ক) বান্দুং (খ) বেলগ্রেড (গ) তেহরান (ঘ) নতুন দিল্লি।
উত্তর:- (খ) বেলগ্রেড
২০. গণপ্রজাতন্ত্রী চিন প্রতিষ্ঠিত হয় – (ক) ১৯৪৫ (খ) ১৯৪৭ (গ) ১৯৪৮ (ঘ) ১৯৪৯ খ্রিঃ ।
উত্তর:- (ঘ) ১৯৪৯ খ্রিঃ ।
২১. সিয়াং ফু ঘটনাটি ঘটে – (ক) ১৯৩৬ খ্রিঃ (খ) ১৯৪০ : (গ) ১৯৪২ : (ঘ) ১৯৪৫ খ্রিঃ ।
উত্তর:- (ক) ১৯৩৬ খ্রিঃ
1. উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী কী নামে পরিচিত ছিল?
উত্তর:- উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট বাহিনী ‘ভিয়েতমিন' নামে পরিচিত ছিল।
2. ট্রুম্যান নীতি কী ছিল?
উত্তর:- মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান ১৯৪৭ খ্রিস্টাব্দের ১২ মার্চ গ্রিস ও তুরস্ককে সামরিক সহায়তা দানের প্রস্তাব উত্থাপন করে যে নীতির জন্ম দেন, তাই ট্রুম্যান নীতি নামে পরিচিত। এই নীতির মূল কথা হল—কোনো দেশ (সোভিয়েত রাশিয়া) যদি অন্য কোনো দেশের অভ্যন্তরীণ বিশৃঙ্খলার সুযোগ নিয়ে সেখানে শাসনতান্ত্রিক অচলাবস্থা সৃষ্টির চেষ্টা করে, তবে আমেরিকা আক্রান্ত দেশকে সামরিক সহযোগিতা প্রদান করবে। উল্লেখ্য, এই নীতি ‘ঠান্ডা লড়াই’-এর পরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল।
3. ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
উত্তর:- ফিদেল কাস্ত্রো ছিলেন কিউবার সমাজতান্ত্রিক নেতা। পরবর্তী সময় তিনি সেদেশের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির পদও অলঙ্কৃত করেছিলেন।
4. কিউবার ক্ষেপণাস্ত্র সংকট বলতে কী বোঝো?
উত্তর- মার্কিন আক্রমণের আশঙ্কায় কিউবা সোভিয়েত রাশিয়ার সাহায্য প্রার্থনা করলে বেশ কিছু রুশ ক্ষেপণাস্ত্র কিউবায় প্রতিস্থাপিত হয়। এই নিয়ে ১৯৬২ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে পরমাণু যুদ্ধের সম্ভাবনা দেখা দেয়। এটি ‘কিউবা সংকট’ নামে পরিচিত।
5. দিয়েন-বিয়েন-ফু তে কী ঘটেছিল?
উত্তর:- দিয়েন-বিয়েন-ফু ছিল টংকিং-এ অবস্থিত ফরাসি বাহিনীর একটি দুর্ভেদ্য ঘাঁটি। ভিয়েতমিন সেনাপতি জেনারেল গিয়াপের পরিকল্পিত আক্রমণে ১৯৫৪ খ্রিস্টাব্দের মে মাসে দিয়েন-বিয়েন-ফুর পতন ঘটে। এই ঘটনার পর ফ্রান্স উত্তর ভিয়েতনাম থেকে হাত গুটিয়ে নেয়।
6. মার্শাল পরিকল্পনা কী?
উত্তর:- টুম্যান নীতির সূত্র ধরে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি. মার্শাল ১৯৪৭ খ্রিস্টাব্দে ৫ জুন যুদ্ধ-বিধ্বস্ত ইউরোপে সাম্যবাদের প্রসার রোধ করার জন্য আর্থিক পুনরুজ্জীবনের যে পরিকল্পনা পেশ করেন, তা ‘মার্শাল প্ল্যান’ নামে পরিচিত।
7. ওয়ারশ চুক্তি করে এবং কেন স্বাক্ষরিত হয়?
উত্তর:- ন্যাটো-র প্রত্যুত্তর হিসেবে ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৪ মে সোভিয়েত রাশিয়ার উদ্যোগে পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসিত দেশগুলিকে নিয়ে ওয়ারশ চুক্তি সংস্থা গড়ে ওঠে। চুক্তিবদ্ধ দেশগুলির কোনো একটি বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হলে চুক্তিবদ্ধ দেশগুলি সম্মিলিতভাবে তা প্রতিরোধ করবে বলে এই চুক্তিতে স্থির হয়েছিল।
৪. দাঁতাত কী?
উত্তর:- ‘দাঁতাত’ একটি ফরাসি শব্দ, যার অর্থ উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। ১৯৬০-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এক পারস্পরিক সহাবস্থানের নীতি গৃহীত হয়। ফলে ঠান্ডা যুদ্ধের প্রভাব বহুলাংশে হ্রাস পায়। এই নীতি ‘দাঁতাত’ নামে পরিচিত।
9. হো-চি-মিন কে ছিলেন?
উত্তর:- হো-চি-মিন ছিলেন ভিয়েতনামের মুক্তিযুদ্ধের পথপ্রদর্শক ও প্রাণপুরুষ। ১৯৪৫ খ্রিস্টাব্দে তিনি ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন। তাঁর প্রকৃত নাম নগুয়েন আই কুয়োক।
10. কোন্ বছর ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রাষ্ট্র হিসেবে ঘোষিত হয়?
অথবা, কবে ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্র স্থাপিত হয়?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দে ভিয়েতনাম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোয়িত হয়। হো-চি-মিন এই প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি নিযুক্ত হন।
11. বার্লিন অবরোধ বলতে কী বোঝায়?
উত্তর:- বার্লিন শহরের সঙ্গে পশ্চিম জার্মানির যোগাযোগ ছিন্ন করার উদ্দেশ্যে সোভিয়েত ইউনিয়ন ১৯৪৮ খ্রিস্টাব্দের ২৪ জুলাই থেকে ১৯৪৯ খ্রিস্টাব্দের ১২ মে পর্যন্ত দীর্ঘ এগারো মাস ধরে বার্লিনে প্রবেশের সড়কপথ অবরোধ করে রাখে। এই ঘটনা ‘বার্লিন অবরোধ’ নামে পরিচিত।
12. বুলগানিন কে ছিলেন?
উত্তর:- বুলগানিন ছিলেন সোভিয়েত রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।
13. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম প্রধানমন্ত্রী ছিলেন মহম্মদ হাত্তা।
14. ন্যাটো (NATO)-র পুরো কথা কী?
উত্তর:- ন্যাটো (NATO)-এর পুরো নাম হল – North Atlantic Treaty Organisation
(উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা)।
15. জেনেভা সম্মেলন কেন ডাকা হয়? ১৯৫৪ খ্রিস্টাব্দের জেনিভা সম্মেলনের গুরুত্ব কী?
উত্তর:- ইন্দোচিন সমস্যার সমাধানের জন্য ১৯৫৪ খ্রিস্টাব্দে জেনিভা সম্মেলন আহূত হয় এবং জেনিভা চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে—(ক) উত্তর ভিয়েতনামে স্বাধীন ভিয়েতমিন সরকার স্থাপিত হয় এবং এর নাম হয় Democratic Republic of Vietna (খ) ভিয়েতনামে ফরাসি সাম্রাজ্যবাদের অবসান ঘটে এবং (গ) লাওস ও কম্বোডিয়া স্বাধীনতা অর্জন করে।
16. প্রথম নির্জোট সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর:- ১৯৫৫ খ্রিস্টাব্দে ইন্দোনেশিয়ার বান্দুং সম্মেলনের মধ্য দিয়ে নির্জোট আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়। আর ১৯৬১ খ্রিস্টাব্দে যুগোশ্লাভিয়ার বেলগ্রেড সম্মেলনকে নির্জোট দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন রূপে গণ্য করা হয়।
17. কেন্নান-এর বেষ্টনী নীতি কী?
উত্তর:- বেষ্টনী নীতির প্রবক্তা হলেন মার্কিন কূটনীতিবিদ জে. এফ. কেয়ান। Mr. X ছদ্মনামে American Foreign Affairs নামক পত্রিকায় লেখা এক প্রবন্ধে তিনি সাম্যবাদের অগ্রগতি প্রতিহত করার জন্য সোভিয়েত রাশিয়াকে তার দখলীকৃত অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলেন। এই নীতি 'বেষ্টনী নীতি' নামে পরিচিত।
18. ইয়াসের আরাফাত কে ছিলেন?
উত্তর:- ইয়াসের আরাফাত ছিলেন প্যালেস্টাইনের একজন বিখ্যাত আরব জাতীয়তাবাদী নেতা। তিনি দীর্ঘদিন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (PLO)-এর সভাপতি পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি ফাতাহ্ নামক রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা এবং প্যালেস্টাইনের প্রথম রাষ্ট্রপতি। মধ্যপ্রাচ্যে রাজনৈতিক শান্তি ও স্থিতাবস্থা রক্ষায় তাঁর অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ ১৯৯৪ সালে তিনি নোবেল শান্তি পুরষ্কারে ভূষিত হয়েছেন।
19. সুয়েজ সংকট সমাধানের জন্য কোন্ ভারতীয় বিদেশমন্ত্রী লন্ডন সম্মেলনে (১৯৫৬ খ্রিস্টাব্দ) যোগ দেন?
উত্তর:- ভারতীয় বিদেশমন্ত্রী ভি. কে. কৃয়মেনন সুয়েজ সংকট সমাধানের জন্য ১৯৫৬ খ্রিস্টাব্দে লন্ডন সম্মেলনে যোগদান করেন।
20. সুয়েজ সংকটের আশু কারণ কী ছিল?
উত্তর:- সুয়েজ সংকটের আশু কারণ ছিল ১৯৫৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই মিশরের শাসক গামাল আবদেল নাসের কর্তৃত্ব সুয়েজ খাল ও সুয়েজ ক্যানাল কোম্পানির জাতীয়করণের সিদ্ধান্ত ঘোষণা।
21. মার্শাল পরিকল্পনার উদ্দেশ্য কী ছিল?
উত্তর:- মুখ্যত তিনটি উদ্দেশ্যে ১৯৪৭ খ্রি খ্রিস্টাব্দের ৫ জুন মার্শাল পরিকল্পনা ঘোষিত হয়েছিল। প্রথমত, যুদ্ধবিধ্বস্ত ইউরোপের দেশগুলিকে অর্থ সাহায্য দিয়ে তাদের সোভিয়েত প্রভাব থেকে মুক্ত রাখা। দ্বিতীয়ত, আর্থিক সাহায্যদানের মাধ্যমে পশ্চিম ইউরোপে মার্কিন ব্যবসা-বাণিজ্যের পথ সুগম করা এবং তৃতীয়ত, এই পরিকল্পনা গ্রহণকারী রাষ্ট্রগুলিকে নিয়ে একটি অনুগত রাষ্ট্রজোট গঠন করা।
22. লং মার্চ কী?
উত্তর:- চিয়াং-কাই-শেকের কমিউনিস্ট নিধন থেকে আত্মরক্ষার জন্য মাও-জে-দং-এর নেতৃত্বে চিনা কমিউনিস্টরা যে সুদীর্ঘ পদযাত্রা করেছিল, তা ইতিহাসে লং মার্চ নামে খ্যাত। গন্তব্য স্থান ছিল দক্ষিণ চিনের কিয়াংসি থেকে উত্তর-পশ্চিম চিনের শেনসি প্রদেশ, যাত্রা শুরু ১৯৩৪ খ্রিস্টাব্দের ১৬ অক্টোবর। যাত্রা শেষ ১৯৩৫ এর ২০ অক্টোবর, যাত্রা পথ প্রায় ৬০০০ মাইল, অতিবাহিত সময় ৩৭০ দিন।
23. বার্লিন এয়ারলিফট কী?
উত্তর:- জার্মানির ভবিষ্যত নিয়ে মতপার্থক্যের কারণে রাশিয়া মিত্র শক্তির বার্লিনে প্রবেশের সড়কপথ দীর্ঘ ১১ মাস ধরে অবরোধ করে রাখে (১৯৪৮-৪৯ খ্রিস্টাব্দ)। এই অবরোধ ভাঙার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে মিত্রশক্তি অসাধারণ দক্ষতার সঙ্গে আকাশপথে পশ্চিম জার্মানি নিয়ন্ত্রিত বার্লিনে খাদ্য, ওষুধ, তেল, কয়লা প্রভৃতি অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ অব্যাহত রাখে। এই ঘটনা বার্লিন এয়ারলিফট নামে খ্যাত।
24. ভিয়েত কং কারা?
উত্তর:- দক্ষিণ ভিয়েতনামে দিয়েম সরকারের অপশাসনের অবসান ঘটানোর জন্য কমিউনিস্ট, অ-কমিউনিস্ট ও বৌদ্ধ সন্ন্যাসীদের নিয়ে ১৯৬০ খ্রিস্টাব্দে ‘জাতীয় মুক্তি ফ্রন্ট’ গঠিত হয়। এরা উত্তর ভিয়েতনামের কমিউনিস্ট সরকারের কাছ থেকে অর্থ ও অস্ত্র সাহায্য পেতে থাকে। তাই দিয়েম সরকার তাদের ভিয়েতনামী কমিউনিস্ট বা ‘ভিয়েত কং’ নামে অভিহিত করেছিল।
25. ঠান্ডা লড়াই বলতে কী বোঝো?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে পুঁজিবাদী মার্কিন জোট ও সাম্যবাদী সোভিয়েত জোটের মধ্যে চলতে থাকা যুদ্ধ ও শান্তির মাঝামাঝি এক ধরনের অস্বস্তিকর ও সংঘাতমূলক পরিবেশকে ‘ঠান্ডা লড়াই’ বলে অভিহিত করা হয়েছে। ঐতিহাসিক বার্নেট একে ‘গরম শাস্তি’ বলেও আখ্যায়িত করেছেন।
26. ‘ডলার সাম্রাজ্যবাদ’ বলতে কী বোঝো?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বিশ্বে সোভিয়েত রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব প্রতিরোধের উদ্দেশ্যে মার্কিন বিদেশমন্ত্রী মার্শাল ১৯৪৭ সালের ৫ জুন তাঁর বিখ্যাত পরিকল্পনায় ঘোষণা করেন যে, বিশ্বের কোনো দেশের দারিদ্র্যের সুযোগ নিয়ে অন্য কোনো দেশ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে আমেরিকা সেই দেশকে আর্থিক সাহায্য প্রদান করবে। মার্শাল তার পরিকল্পনায় সোভিয়েত রাশিয়াকে আমন্ত্রন জানালেও সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মলোটভ তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন এবং মার্শাল পরিকল্পনাকে ‘ডলার সাম্রাজ্যবাদ’ বলে অভিহিত করেন।
27. ঠান্ডা যুদ্ধ কী আদর্শগত সংঘাত ছিল?
উত্তর:- অনেক ঐতিহাসিক ও রাষ্ট্রনীতিবিদ ঠান্ডা যুদ্ধকে আদর্শগত সংঘাত বলে অভিহিত করেছেন। তাদের মতে, মার্কিন পুঁজিবাদী ধ্যান-ধারণা, ব্যক্তিস্বাধীনতা ও গণতন্ত্রের আদর্শের সঙ্গে সোভিয়েত রাশিয়ার সাম্যবাদী শাসন ও অর্থনীতির তত্ত্বগত বৈপরীত্য ও সংঘাত ঠান্ডা যুদ্ধের উৎপত্তির প্রধান কারণ।
28. নেভারে প্ল্যান কী?
উত্তর:- ভিয়েতনাম যুদ্ধে করা ফ্রান্সের প্রধান সেনাপতি ছিলেন জেনারেল নেভারে। তিনি ভিয়েতনাম সেনাদের ধ্বংস করার জন্য দিয়েন-বিয়েন-ফু-তে একটি দুর্ভেদ্য ঘাঁটি নির্মাণের পরিকল্পনা করেছিলেন। এটি ‘নেভারে প্ল্যান’ নামে খ্যাত। যদিও শেষ পর্যন্ত তাঁর এই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
29. জেনারেল গিয়াপ কে ছিলেন?
উত্তর:- ইন্দোচিনের মুক্তি সংগ্রামের ইতিহাসে ভিয়েতমিন সেনাপতি জেনারেল গিয়াপের নাম বিশেষ উল্লেখযোগ্য। তাঁর পরিকল্পিত আক্রমণে ১৯৫৪ খ্রিস্টাব্দের মে মাসে দিয়েন-বিয়েন-ফু-তে অবস্থিত দুর্ভেদ্য ফরাসি ঘাঁটির পতন ঘটে। এই ঘটনার পর ফ্রান্স উত্তর ভিয়েতনাম থেকে হাত গুটিয়ে নেয়। দিয়েন-বিয়েন-ফু-র যুদ্ধে বিজয়ী সেনানায়ক হিসেবে তিনি ইতিহাসে স্মরণীয়।
30. কোন্ কোন্ প্রদেশ নিয়ে ইন্দোচিন গঠিত? ইন্দোচিনের বর্তমান নাম কী?
উত্তর:- কোচিন-চিন, আন্নাম, লাওস, টংকিং এবং কম্বোডিয়া—এই পাঁচটি প্রদেশ নিয়ে ইন্দোচিন গঠিত। ইন্দোচিনের বর্তমান নাম ভিয়েতনাম।
31. ‘মাইলাই’ ঘটনা'টি কী?
উত্তর- ১৯৬৮ সালের ১৬ মার্চ ভিয়েতনামের মাইলাই নামক স্থানে আমেরিকান সৈন্যরা একদিনে শিশু, বৃদ্ধ ও নারী নির্বিশেষে প্রায় ৪৫০ জন মানুষকে হত্যা করে। এই ঘটনাই ‘মাইলাই ঘটনা’ নামে খ্যাত।
32. জেনেভা সম্মেলনে কোন্ কোন্ দেশ অংশগ্রহণ করে?
উত্তর:- ১৯৫৪ খ্রিস্টাব্দের জেনেভা সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রেট ব্রিটেন, সোভিয়েত রাশিয়া, ফ্রান্স, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস প্রভৃতি রাষ্ট্রের বিদেশমন্ত্রীরা অংশগ্রহণ করেছিল।
33. ড্র সুকর্ণ কে ছিলেন?
উত্তর:- ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী আন্দোলনের প্রধান নেতা ও প্রথম প্রেসিডেন্ট।
34. ইন্দোনেশিয়ার জাতীয়তাবাদী দল কবে, কার নেতৃত্বে গঠিত হয়?
উত্তর:- ১৯২৭ খ্রিস্টাব্দে ড. সুকর্ণ-র নেতৃত্বে।
35. জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন কোন্টি?
উত্তর:- ১৯৬১ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত বেলগ্রেড সম্মেলন।
36. জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান তিনজন প্রবক্তার নাম লেখো।
উত্তর:- ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, মিশরের রাষ্ট্রপ্রধান গামাল নাসের ও যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো।
37. পুরো নাম লেখো: U.S.A ও U.S.S.R
উত্তর-U.S.A. – United States of America.
U.S.S.R.―Union
of Soviet Socialist Republics.
38. চার্লস্-দ্য-গল কে ছিলেন?
উত্তর:- পঞ্চম ফরাসি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট।
39. জোট নিরপেক্ষ নীতি বলতে কী বোঝো?
উত্তর:- স্বাধীনতালাভের পর ভারত, মার্কিন পুঁজিবাদী জোট বা সোভিয়েত সাম্যবাদী জোটের কোনোটিতেই যোগদান না করে, উভয় গোষ্ঠীর সঙ্গে সমদূরত্ব বা বন্ধুত্ব বজায় রেখে ও নিরপেক্ষভাবে তার পররাষ্ট্রনীতি পরিচালনার কথা ঘোষণা করে। এই নীতি ‘জোট নিরপেক্ষ নীতি’ নামে পরিচিত। পণ্ডিত জওহরলাল নেহ্রু ছিলেন এই নীতির প্রধান প্রবক্তা ও রূপকার।
40. ‘পঞ্চশীল’ বলতে কী বোঝো?
উত্তর:- ১৯৫৪ সালে চিনের প্রধানমন্ত্রী চৌ-এন-লাই-এর ভারত সফরকালে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহ্রু ও চিনের প্রধানমন্ত্রীর মধ্যে পারস্পরিক সুসম্পর্ক বিষয়ক পাঁচটি ‘শীল’ বা নীতি স্বাক্ষরিত হয়। যথা—আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, অনাক্রমণ, পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, সমমর্যাদা ও পারস্পরিক সাহায্য প্রদান এবং শান্তিপূর্ণ সহাবস্থান। এগুলি একত্রে ‘পঞ্চশীল’ নামে পরিচিত।
41. নেহরু যুগে ভারতীয় পররাষ্ট্রনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল?
উত্তর:- জোট নিরপেক্ষতা, শান্তিপূর্ণ উপায়ে আন্তর্জাতিক সমস্যার সমাধান, প্রতিবেশী দেশগুলির সঙ্গে মৈত্রী সম্পর্ক স্থাপন, বর্ণবৈষম্য, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরোধিতা এবং দেশে দেশে জাতীয় মুক্তি সংগ্রামকে সমর্থন।
42. ‘সুয়েজ সংকট’ কী?
উত্তর:- সুয়েজ খাল মিশরের মধ্যে দিয়ে প্রবাহিত ছিল এবং সেটি ছিল একটি আন্তর্জাতিক কোম্পানির নিয়ন্ত্রণাধীন। নানা কারণে মিশরের রাষ্ট্রপতি গামাল আবদেল নাসের ১৯৫৬ খ্রিস্টাব্দের ২৬ জুলাই সুয়েজ খাল জাতীয়করণ করলে এক তীব্র আন্তর্জাতিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং ব্রিটেন, ফ্রান্স ও ইজরায়েল ওই বছরের অক্টোবর মাসে একযোগে মিশর আক্রমণ করে। সুয়েজ খালকে কেন্দ্র করে এই সংকট দেখা দিয়েছিল বলে এটি ‘সুয়েজ সংকট’ নামে পরিচিত।
43. ফালটন বক্তৃতা বা ‘লৌহ যবনিকা তত্ত্ব’ কী?
উত্তর:- প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ১৯৪৬ খ্রিস্টাব্দের ৫ মার্চ আমেরিকার মিসৌরি প্রদেশের ফালটনের ওয়েস্টমিনিস্টার কলেজে প্রদত্ত এক ভাষণে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেন যে, ইউরোপের এক বিস্তীর্ণ অঞ্চল এখন সোভিয়েত লৌহ যবনিকার অন্তরালে আচ্ছাদিত এবং এখনই প্রতিরোধ গড়ে তুলতে না পারলে গোটা ইউরোপ একদিন সোভিয়েত রাশিয়ার গ্রাসে চলে যাবে। এটি ‘লৌহ যবনিকা তত্ত্ব’ বা ফালটন বক্তৃতা নামে খ্যাত।
44. ‘কমিনফর্ম’ (COMINFORM) কী ?
উত্তর:- ইউরোপে কমিউনিস্ট-বিরোধী মার্কিন প্রয়াসের পরিপ্রেক্ষিতে সোভিয়েত রাশিয়া তার অনুগামী বুলগেরিয়া,চেকোশ্লোভাকিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি প্রভৃতি সাম্যবাদী দেশগুলিকে নিয়ে ১৯৪৭ খ্রিস্টাব্দের ৫ অক্টোবর COMINFORM বা Communist Information Bureau গঠন করে। ‘কমিনফর্মের’ উদ্দেশ্য ছিল—(ক) কমিউনিস্ট দেশগুলির মধ্যে ঐক্য ও সংহতি সাধন, (খ) মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রচার চালানো এবং (গ) পূর্ব ইউরোপের কমিউনিস্ট শাসিত দেশগুলিতে সোভিয়েত রাশিয়ার কঠোর নিয়ন্ত্রণ বজায় রাখা।
45. ‘কসেকন’ (COMECON) বলতে কী বোঝো?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনার জবাব দেওয়ার উদ্দেশ্যে সোভিয়েত রাশিয়া ১৯৪৯ খ্রিস্টাব্দে ‘পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা সংস্থা’ (Council for Mutual Economic Assistance) বা COMECON গঠন করে। যুগোশ্লাভিয়া ছাড়া পূর্ব ইউরোপের বাকি কমিউনিস্ট দেশগুলি এতে যোগ দেয় এবং আর্থিক পুনরুজ্জীবনের কর্মসূচি গ্রহণ করে।
46. ইয়াল্টা সম্মেলন কেন ডাকা হয়? // ইয়াল্টা সম্মেলন কেন গুরুত্বপূর্ণ?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দে ইয়াল্টা সম্মেলন ডাকার মুখ্য উদ্দেশ্য ছিল—(ক) বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান গড়ে তোলা, (খ) বিজিত জার্মানির ভাগ্য নির্ধারণ এবং (গ) পোল্যান্ড সমস্যার সমাধান করা প্রভৃতি।
47. ইমরে নেগি কে ছিলেন?
উত্তর- ইমরে নেগি ছিলেন হাঙ্গেরির একজন জাতীয়তাবাদী কমিউনিস্ট নেতা তথা সে দেশের প্রধানমন্ত্রী। সাম্যবাদী মতাদর্শে দীক্ষিত হলেও তিনি সোভিয়েত আনুগত্য মানতে রাজি ছিলেন না। তাঁর নেতৃত্বে ১৯৫৬ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী গণ আন্দোলন শুরু হলে সোভিয়েত বাহিনী হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট অভিযান করে এবং চরম নৃশংসতার পরিচয় রাখে ৷ নেগি দেশত্যাগে বাধ্য হন এবং ১৯৫৮ খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয়। তিনি ‘হাঙ্গেরির গোমুলকা’ নামে পরিচিত।
48. ‘ব্রেজনেভ তত্ত্ব' বলতে কী বোঝো?
উত্তর:- ১৯৬৮ খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে রুশ রাষ্ট্রপ্রধান ব্রেজনেভ চেকোশ্লোভাকিয়ায় রুশ হস্তক্ষেপের তাত্ত্বিক ব্যাখ্যায় বলেন যে, সমাজতান্ত্রিক ব্যবস্থার প্রতি যে-কোনো হুমকিকে প্রতিহত করার জন্য ভ্রাতৃপ্রতীম দেশে সামরিক অভিযান চালানোর অধিকার সোভিয়েত রাশিয়ার রয়েছে। সমাজতন্ত্রকে রক্ষা করার জন্য রাশিয়ার এই নীতি ‘ব্রেজনেভ তত্ত্ব’ নামে পরিচিত।
49. আইজেনহাওয়ার তত্ত্ব কী?
উত্তর:- ১৯৫৭ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি মার্কিন রাষ্ট্রপতি আইজেনহাওয়ার মার্কিন কংগ্রেসে মধ্যপ্রাচ্য সম্পর্কে প্রদত্ত এক ভাষণে বলেন যে, আন্তর্জাতিক সাম্যবাদ দ্বারা নিয়ন্ত্রিত কোনো রাষ্ট্রের, বিশেষত সোভিয়েত রাশিয়ার সশস্ত্র আক্রমণের বিরুদ্ধে কোনো দেশ সাহায্য প্রার্থনা করলে মার্কিন সরকার সেই দেশকে সামরিক সাহায্য প্রদান করবে। এটি ‘আইজেনহাওয়ার তত্ত্ব’ নামে পরিচিত।
50. ১৭ ডিগ্রি সমাক্ষরেখা কী?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দের জেনেভা সম্মেলনে যে অক্ষরেখা বরাবর ভিয়েতনামকে উত্তর ও দক্ষিণ—এই দুই ভিয়েতনামে বিভক্ত করা হয়, তাকে ১৭ ডিগ্রি সমাক্ষরেখা বলা হয়। এই সমাক্ষরেখার উত্তরাংশে ভিয়েতমিন এবং দক্ষিণাংশে ন-দিন-দিয়েম-এর শাসন প্রতিষ্ঠিত হয়েছিল।
51. কবে এবং কাদের মধ্যে কৌশলগত অস্ত্রশস্ত্রের সীমিতকরণ চুক্তি (SALT-I) স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর:- ১৯৭২ খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন ও সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি ব্রেজনেভ-এর মধ্যে SALT-I চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর পুরো নাম— Strategic Arms Limitation Talks-I.
52. কবে এবং কাদের মধ্যে (SALT-II) স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর:- ১৯৭৯ খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জিমি কার্টার ও সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রপতি ব্রেজনেভ-এর মধ্যে SALT-II চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর পুরো নাম— Strategic Arms Limitation Talks-II.
53. কবে এবং কাদের মধ্যে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা আংশিক নিরোধচুক্তি বা PTBT স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর:- ১৯৬৩ খ্রিস্টাব্দে আমেরিকা যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে PTBT চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর পুরো নাম — Partial Nuclear Test Ban Treaty.
54. ‘পেরেস্ত্রৈকা’ কী?
উত্তর:- ‘পেরেস্ত্রৈকা’ শব্দের অর্থ হল—আর্থিক ও সামাজিক সংস্কার। ১৯৯০-এর দশকে সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে ব্যক্তিগত ব্যবসা, ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতার সূচনা, উৎপাদন ব্যবস্থায় রাষ্ট্রীয় কর্তৃত্বের অবসান প্রভৃতি ক্ষেত্রে যে নতুন কর্মসূচি গ্রহণ করেছিলেন, তা ‘পেরেস্ত্রৈকা’ নামে পরিচিত।
55. ‘গ্লাস্তনস্ত’ কী?
উত্তর:- ‘গ্লাস্তনস্ত’ শব্দটির অর্থ মুক্ত ব্যবস্থা। ১৯২০-এর দশকে সোভিয়েত রাষ্ট্রপ্রধান মিখাইল গর্বাচেভ মানবাধিকার ও সাংস্কৃতিক কার্যকলাপের ক্ষেত্রে যে মুক্ত ব্যবস্থা গ্রহণ করেছিলেন, তা ‘গ্লাস্তনস্ত’ নামে পরিচিত।
56. মার্শাল টিটো কে ছিলেন?
উত্তর:- মার্শাল টিটো ছিলেন যুগোশ্লাভিয়ার রাষ্ট্রপ্রধান। তিনি প্রথমে কমিনফর্মের সদস্য থাকলেও মার্শাল পরিকল্পনা গ্রহণ করার ‘অপরাধে’ স্ট্যালিন কর্তৃক কমিনফর্ম থেকে বহিষ্কৃত হন। পরবর্তীকালে তিনি জোট নিরপেক্ষ আন্দোলনের অন্যতম প্রধান নেতৃত্বে পরিণত হন। তিনি ৯৮টি আন্তর্জাতিক উপাধিতে ভূষিত হয়েছেন।
57. কবে এবং কেন বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- ১৯৫৫ খ্রিস্টাব্দের ১৮-২৬ এপ্রিল ইন্দোনেশিয়ার রাজধানী বান্দুং শহরে এশিয়া ও আফ্রিকার ২৯টি দেশের প্রতিনিধিদের নিয়ে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলনে ঔপনিবেশিক শাসন ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম, পারমাণবিক অস্ত্রের পরীক্ষা ও ব্যবহার নিষিদ্ধকরণ প্রভৃতি বিষয় আলোচিত হয়। এই সম্মেলন থেকেই জোটনিরপেক্ষ আন্দোলনের আনুষ্ঠানিক সূচনা হয়।
58. জিওনবাদী বা জিওনিস্ট আন্দোলন বলতে কী বোঝো?
উত্তর:- ঊনবিংশ শতকের শেষের দিকে প্যালেস্টাইনে একটি স্বাধীন ও সার্বভৌম ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে আন্দোলন শুরু হয়, তা জিওনবাদী বা জিওনিস্ট আন্দোলন নামে পরিচিত। উল্লেখ্য, ‘জিওন' কথাটি জেরুজালেম থেকে এসেছে।
59. মধ্যপ্রাচ্য বলতে কী বোঝো?
উত্তর:- মধ্যপ্রাচ্যের কোনো সুনির্দিষ্ট ভৌগোলিক সংজ্ঞা না থাকলেও সাধারণভাবে উত্তরে ভূমধ্যসাগর থেকে দক্ষিণে লোহিত সাগর এবং পূর্বে নীলনদ থেকে পশ্চিমে পাকিস্তানের পশ্চিম সীমান্ত পর্যন্ত বিস্তৃত ভূভাগ মধ্যপ্রাচ্য নামে পরিচিত। লেবানন, সিরিয়া, জর্ডন,
ইরাক প্রভৃতি মধ্যপ্রাচ্যের উল্লেখযোগ্য দেশ।
60. 'ব্যালফুর ঘোষণা' কী?
উত্তর:- প্রথম বিশ্বযুদ্ধ চলাকালে ইহুদিদের সমর্থন আদায়ের উদ্দেশ্যে ব্রিটিশ পররাষ্ট্র সচিব আর্থার ব্যালফুর ১৯১৭ খ্রিস্টাব্দের ২ নভেম্বর একটি বিখ্যাত ঘোষণার মাধ্যমে প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটি জাতিরাষ্ট্র গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। এটি ব্যালফুর
ঘোষণা নামে পরিচিত।
61. প্যালেস্টাইন সমস্যাটি কী?
উত্তর:- মধ্যপ্রাচ্যের সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র প্যালেস্টাইনকে কেন্দ্র করে আরব ও ইহুদিদের মধ্যে যে দীর্ঘস্থায়ী দ্বন্দ্বের সূচনা হয়, তা প্যালেস্টাইন সমস্যা নামে পরিচিত। ইহুদিরা প্যালেস্টাইনে একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিল। অন্যদিকে আরবীয়রা (ফিলিস্তিনীয়রা) এর বিরোধিতা করে সেখানে আরবদের জন্য স্বাধীন রাষ্ট্র গড়ে তুলতে চেয়েছিল। পরস্পর-বিরোধী এই দাবিকে কেন্দ্র করেই প্যালেস্টাইন সমস্যা জটিলতর হয়ে উঠেছিল।
62. PLO কী?
উত্তর:- PLO-র পুরো নাম হল – Palestine Liberation Organization.
জর্ডনে ইজরায়েলকে ধ্বংস করার লক্ষ্যে ১৯৬৪ খ্রিস্টাব্দে মিশরের রাষ্ট্রপতি নাসেরের উদ্যোগে এই সংগঠনটি গঠিত হয়। PLO-র চেয়ারম্যান ছিলেন ইয়াসের আরাফাত।
63. ইয়মকিপুর যুদ্ধ কী?
উত্তর:- ১৯৭৩ খ্রিস্টাব্দের চতুর্থ আরব-ইজরায়েল যুদ্ধ ইয়মকিপুর যুদ্ধ নামে পরিচিত। ১৯৭৩ খ্রিস্টাব্দের ৬ অক্টোবর ইহুদিদের বার্ষিক ইয়মকিপুর উৎসবের দিনে আরবরা ইজরায়েলের থেকে তাদের হৃত অঞ্চল পুনরুদ্ধারের উদ্দেশ্যে আক্রমণ শুরু করেছিল বলে এই যুদ্ধ ইয়ম-কিপুর যুদ্ধ নামে পরিচিত।
64. ওপেক (OPEC) কী ?
উত্তর:- মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী বিভিন্ন দেশকে নিয়ে গড়ে ওঠা একটি সংস্থা হল ওপেক বা Organisation of Petroleum Exporting
Countries. ১৯৬০ খ্রিস্টাব্দে ইরাকের রাজধানী বাগদাদে এটি প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নির্ধারণ, পেট্রোলিয়াম ও পেট্রোলিয়ামজাত পণ্যের মূল্যের স্থিতিশীলতা বজায় রাখা, তেলের উৎপাদন ও জোগান অব্যাহত রাখা, সদস্য রাষ্ট্রগুলির স্বার্থ সুরক্ষিত রাখা প্রভৃতি এই সংগঠনের মূল কাজ।
65. ‘দ্বিমেরুকরণ’ কী?
উত্তর:- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে বিশ্বের প্রধান প্রধান রাষ্ট্রগুলি আমেরিকার নেতৃত্বাধীন পুঁজিবাদী রাষ্ট্রজোট ও অন্যদিকে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বাধীন সাম্যবাদী রাষ্ট্রজোটে বিভক্ত হয়ে পড়ে। এইভাবে বিশ্বের দুই পরস্পর বিরোধী জোটে বিভক্ত হয়ে যাওয়াকে ঐতিহাসিকরা ‘দ্বিমেরুকরণ’ নামে আখ্যায়িত করেছেন। উল্লেখ্য, ১৯৯১ খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের পতনের পর দ্বিমেরু বিশ্বব্যবস্থার অবসান সূচিত হয়েছে এবং আমেরিকার নেতৃত্বে আবির্ভূত হয়েছে ‘একমুখী বিশ্বব্যবস্থা।
66. ‘সংযুক্ত আরব প্রজাতন্ত্র’ (UAR) কবে, কোন্ অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল?
উত্তর:- ‘সংযুক্ত আরব প্রজাতন্ত্র’ ১৯৫৮ খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল। মিশর ও সিরিয়া—এই দুই রাষ্ট্র ঐক্যবদ্ধ হয়ে ‘সংযুক্ত আরব প্রজাতন্ত্র’ স্থাপিত হয়। তবে এটি দীর্ঘস্থায়ী হয়নি।
67. কিউবায় সাম্যবাদী বিপ্লব কবে, কার নেতৃত্বে সংঘটিত হয়? কোন্ বিখ্যাত কমিউনিস্ট নেতা তাঁকে এই বিপ্লবে সহায়তা দিয়েছিলেন?
উত্তর:- কিউবায় ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে ১৯৫৯ খ্রিস্টাব্দে সাম্যবাদী বিপ্লব সংঘটিত হয়েছিল। তাঁকে এই কাজে সাহায্য করেছিলেন চে-গুয়েভারা।
68. কোরিয়া যুদ্ধ কবে শুরু হয়? এই যুদ্ধে সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর:- উত্তর কোরিয়া ১৯৫০ খ্রিস্টাব্দের ২৫ জুন ৩৮ ডিগ্রি অক্ষরেখা অতিক্রম করে দক্ষিণ কোরিয়া আক্রমণ করলে কোরিয়া যুদ্ধের সূচনা হয়। উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিপুঞ্জের সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন মার্কিন সেনাপতি জেনারেল ম্যাকআর্থার।
69. UNTOCK কী? এর চেয়ারম্যান কে ছিলেন?
উত্তর:- কোরিয়া সমস্যা সমাধানের জন্য জাতিপুঞ্জ যে অস্থায়ী কমিশন গঠন করেছিল, তা হল United Nations Temporary Commission
on Korea বা সংক্ষেপে UNTOCK-এর চেয়ারম্যান ছিলেন ভারতীয় কূটনীতিবিদ কে. পি. এস. মেনন।
70. তৈল কূটনীতি বলতে কী বোঝো?
উত্তর:- ১৯৬০-এর দশকে মধ্য প্রাচ্যে তৈল ভাণ্ডার আবিষ্কারের পর থেকে এই তৈল ভাণ্ডারের উপর আধিপত্য কায়েমের লক্ষ্যে আমেরিকা ও ইউরোপীয় শক্তিধর দেশগুলি যে,কূটনৈতিক উদ্যোগ নিয়েছিল, তা এককথায় ‘তৈল কূটনীতি' নামে পরিচিত। উল্লেখ্য, এই নীতি সর্বদা ‘কূটনৈতিক’ স্তরেই সীমাবদ্ধ থাকেনি, বহুক্ষেত্রেই তা যুদ্ধনীতিতে পর্যবসিত হয়েছিল।
Join Telegram channel
Free Notes
Join Whatsapp channel Free Notes
Higher
Secondary History Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th)
History Qustion and Answer
উচ্চমাধ্যমিক
ইতিহাস সাজেশন – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
প্রশ্ন ও উত্তর ”
উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) – প্রশ্ন
উত্তর “ একটি
অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা
(West Bengal Class Twelve XII / WB Class
12 / WBCHSE / Class 12 Exam / West Bengal Board of Secondary
Education – WB Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12
Pariksha ) এখান থেকে
প্রশ্ন অবশ্যম্ভাবী । সে
কথা মাথায় রেখে Www.tarakexamcenter.in এর পক্ষ থেকে
উচ্চমাধ্যমিক ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক
সাজেশন এবং প্রশ্ন ও
উত্তর ( উচ্চমাধ্যমিক ইতিহাস সাজেশন / উচ্চমাধ্যমিক
ইতিহাস প্রশ্ও উত্তর ।
Higher
Secondary History Suggestion
HS History Suggestion
/ HS History Question and Answer / Class 12 History Suggestion / Class 12
Pariksha History Suggestion / History
Class 12 Exam Guide / MCQ , Short ,
Descriptive Type Question and
Answer / HS History Suggestion FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা
করা হলাে। ছাত্রছাত্রী,
পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক
ইতিহাস পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন
ও উত্তর (HS History Suggestion /
West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th History
Suggestion / HS History Question and
Answer / Class 12 History
Suggestion / Class 12 Pariksha
Suggestion / HS History Exam Guide / HS History Suggestion 2022, 2023, 2024,
2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS
History Suggestion MCQ , Short ,
Descriptive Type Question and Answer. /
HS History Suggestion FREE PDF Download)
সফল হবে।
ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর
ঠাণ্ডা লড়াইয়ের
যুগ (সপ্তম অধ্যায়) – প্রশ্ন
ও উত্তর | ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
HS History Question and Answer Suggestion
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও
উত্তর – ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন
ও উত্তর। ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন
ও উত্তর | উচ্চমাধ্যমিক ইতিহাস ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন
ও উত্তর | ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
HS History Question and Answer Suggestion
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও
উত্তর – ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন
উত্তর।
ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস
ঠাণ্ডা লড়াইয়ের
যুগ (সপ্তম অধ্যায়) SAQ সংক্ষিপ্ত
প্রশ্ন ও উত্তর | ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) HS History Question and Answer
Suggestion উচ্চমাধ্যমিক ইতিহাস
প্রশ্ন ও উত্তর – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর।
দ্বাদশ শ্রেণি ইতিহাস – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary
History উচ্চমাধ্যমিক
ইতিহাস (Higher Secondary
History) – ঠাণ্ডা লড়াইয়ের যুগ
(সপ্তম অধ্যায়) – প্রশ্ন
ও উত্তর | ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
| Higher Secondary History Suggestion উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও
উত্তর – ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন
উত্তর।
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির ইতিহাস প্রশ্ন ও উত্তর – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম
অধ্যায়) প্রশ্ন উত্তর | HS History Question
and Answer Question and Answer, Suggestion
উচ্চমাধ্যমিক
ইতিহাস প্রশ্ন ও উত্তর
– ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
| উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও
উত্তর – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
| পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও
উত্তর – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
| উচ্চমাধ্যমিক ইতিহাস সহায়ক – ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) – প্রশ্ন
ও উত্তর । HS History Question and Answer, Suggestion | HS
History Question and Answer Suggestion |
HS History Question and Answer Notes |
West Bengal HS Class 12th History Question and Answer Suggestion. উচ্চমাধ্যমিক
ইতিহাস প্রশ্ন ও উত্তর – ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) MCQ প্রশ্ন
উত্তর | WBCHSE Class 12
History Question and Answer, Suggestion উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও
উত্তর – ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন
উত্তর প্রশ্ন ও উত্তর | ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) ।
HS History Suggestion.
WBCHSE
Class 12th History Suggestion | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম
অধ্যায়)
WBCHSE HS History Suggestion উচ্চমাধ্যমিক
ইতিহাস প্রশ্ন ও উত্তর – ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন
উত্তর প্রশ্ন ও উত্তর ।
ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
| HS History Suggestion উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও
উত্তর – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
– প্রশ্ন উত্তর প্রশ্ন ও
উত্তর । HS History Question and Answer
Suggestions | উচ্চমাধ্যমিক ইতিহাস
প্রশ্ন ও উত্তর – ঠাণ্ডা
লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) | উচ্চমাধ্যমিক
ইতিহাস প্রশ্ন ও উত্তর
HS History Question and Answer উচ্চমাধ্যমিক
ইতিহাস প্রশ্ন ও উত্তর
– ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও
উত্তর HS History Question and Answer উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও
উত্তর প্রশ্ন
ও উত্তর – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class
12 History Suggestion | উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও উত্তর – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম
অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
HS History Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও
উত্তর – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
MCQ প্রশ্ন ও উত্তর ।
HS History Question and Answer Suggestion
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্ন ও
উত্তর। West Bengal Class 12 History Suggestion Download WBCHSE Class 12th History short
question suggestion . HS History
Suggestion download Class 12th Question
Paper History. WB Class 12 History suggestion and important question and
answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ
দ্বাদশ শ্রেণীর ইতিহাস পরীক্ষার সম্ভাব্য
সাজেশন ও শেষ মুহূর্তের
প্রশ্ন ও উত্তর ডাউনলোড। উচ্চমাধ্যমিক
ইতিহাস পরীক্ষার জন্য সমস্ত রকম
গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
HS
History Question and Answer
Get the HS History Question and Answer Question and Answer
by Www.tarakexamcenter.in HS
History Question and Answer Question and Answer prepared by expert subject
teachers. WB Class 12 History Suggestion
with 100% Common in the Examination . Class Twelve XII History Suggestion |
West Bengal Board WBCHSE Class 12 Exam HS
History Question and Answer, Suggestion Download PDF: WBCHSE Class 12 Twelve
XII History Suggestion is provided here.
HS History Question and Answer Suggestion Questions Answers PDF Download Link
in Free has been given below.
উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়) প্রশ্ন ও উত্তর | HS History Question
and Answer
অসংখ্য
ধন্যবাদ সময় করে আমাদের
এই ” উচ্চমাধ্যমিক ইতিহাস – ঠাণ্ডা লড়াইয়ের যুগ (সপ্তম অধ্যায়)
প্রশ্ন ও উত্তর | HS History Question and Answer ” পড়ার
জন্য। এই
ভাবেই Www.tarakexamcenter.inওয়েবসাইটের পাশে থাকো যেকোনো
প্ৰশ্ন উত্তর জানতে এই
ওয়েবসাইট টি ফলাে করো
এবং নিজেকে তথ্য
সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ।