পরীক্ষার প্রস্তুতি, নোটস সাজেশন পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করো Join

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান – বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর POLITICAL SCIENCE 3rd CHAPTER MCQ SAQ QUESTION AND ANSWER |

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

 


প্রিয় ছাত্র ছাত্রী,

তোমাদের সবাই কে আমাদের ওয়েবসাইটে স্বাগতম || আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি  বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তরউচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর   || যা উচ্চমাধ্যমিক  পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ যা আগত উচ্চমাধ্যমিক  টেস্ট ফাইনাল পরীক্ষা প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভাবে তোমাকে সাহায্য করবে‌ || তাই দেড়ি না করে এই পোস্টের বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর  উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর  গুলো ভালো করে পড়ে নাও ||

📖   সার্কের একটি নীতি উল্লেখ করো

উত্তর:- সার্কের অন্যতম একটি নীতি হলভৌগোলিক তাখণ্ডতার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন এবং অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতিবদ্ধ হওয়া

📖   SAARC-এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর:- SAARC-এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বাংলাদেশের ঢাকায়

📖   SAARC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?

উত্তর:- SAARC এর সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত

📖   SAARC-এর প্রথম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে কে উপস্থিত ছিলেন?

উত্তর:- SAARC-এর প্রথম অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রাজীব গান্ধি উপস্থিত ছিলেন

📖  কার সভাপতিত্বে SAARC-এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়?

উত্তর:- বাংলাদেশের রাষ্ট্রপতি হুসেন মহম্মদ এরশাদ-এর সভাপতিত্বে SAARC-এর প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়

📖  SAARC-এর একটি সীমাবদ্ধতা বা দুর্বলতা লেখো

উত্তর:- SAARC-এর অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যেকার বিবাদ সহযোগিতা স্থাপনের ক্ষেত্রে অন্যতম অন্তরায়

📖  ভারতের পরমাণু নীতির মূল কথা কী ?

উত্তর:- ভারতের পরমাণু নীতির মূল কথা হল ‘No First Strike’ বাপ্রথম আঘাত নয়'

📖  কত খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেয় ?

উত্তর:- 2013 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র সিরিয়া আক্রমণের প্রস্তুতি নেয়

📖  মানবসভ্যতার চরম শত্রু কী?

উত্তর:- মানবসভ্যতার চরম শত্রু হল সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ

📖   কোন্ দুটি দেশের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়?

উত্তর:- ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়

📖   SAFTA গঠনের উদ্দেশ্য কী?

উত্তর:- মূলত বাণিজ্যিক আদান-প্রদানের উদ্দেশ্যে 2015 খ্রিস্টাব্দে SAARC অন্তর্ভুক্ত দেশগুলোর মধ্যে দ্বাদশ সম্মেলনে SAFTA গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়

📖   SAFTA-এর দীর্ঘমেয়াদি পরিকল্পনা কী ?

📖  আন্তর্জাতিক সমাজ কিভাবে গড়ে ওঠে ?

উত্তর:- বিশ্বের রাষ্ট্রগুলিকে নিয়ে গড়ে ওঠে আন্তর্জাতিক সমাজ

📖  জাতীয় নীতি বলতে কী বোঝো ?

উত্তর:- কোন একটি রাষ্ট্রের সরকার তার উদ্দেশ্য সিদ্ধির জন্য যেসব নীতি অনুসরণ করে থাকে সেগুলিকে জাতীয় নীতি বলে

📖  জাতীয় নীতিগুলিকে কয় ভাগে ভাগ করা যেতে পারে ?

উত্তর:- দুই ভাগে ভাগ করা যেতে পারে, যথা--

() অভ্যন্তরীণ নীতি () বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি

📖  পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি বলতে কী বোঝো?

উত্তর:- প্রতিটি রাষ্ট্র তার জাতীয় স্বার্থকেই সর্বাধিক গুরুত্ব দিয়ে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য যেসব নীতি গ্রহণ করে, সাধারণভাবে তাই হল সংশ্লিষ্ট রাষ্ট্রের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি

📖   'BRICS' অন্তর্ভুক্ত দেশগুলোর নাম কী?

উত্তর:- 'BRICS' অন্তর্ভুক্ত দেশগুলো হল- ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন আফ্রিকা

📖  CIA কী এর পুরো নামটি লেখো

উত্তর:- মার্কিন গোয়েন্দা সংস্থার নাম CIA CIA-এর পুরো নামটি হল Central Intelligence Agency

📖  WTO কবে গঠিত হয় ?

উত্তর:- 1995 খ্রিস্টাব্দে WTO গঠিত হয়

📖  WTO- পুরো নামটি লেখো?

উত্তর:- WTO-এর পুরো নামটি হল World Trade Organisation |

📖  FISA' কে প্রণয়ন করেন?

উত্তর:- প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ FISA প্রণয়ন করেন

📖  ‘FISA’- পুরো নামটি লেখো

উত্তর:- ‘FISA’- পুরো নামটি হল Foreign Intelligence Service Act

📖   ভারতে কোন্ প্রধানমন্ত্রীর আমল থেকে উদারিকীকরণের প্রক্রিয়া শুরু হয় ?

উত্তর:- ভারতে প্রধানমন্ত্রী নরসিমহা রাও-এর সময় থেকে উদারিকীকরণের প্রক্রিয়া শুরু হয়

📖   ISA- পুরো নাম কী ?

উত্তর:- ISA- পুরো নাম হল Inter Service Intelligence

📖   ভারত-চিন সংঘর্ষ কোন্ ব্যর্থতাকে প্রকাশ করে?

উত্তর:- ভারত চিন সংঘর্ষ পঞ্চশীল নীতির ব্যর্থতাকে প্রকাশ করে

📖   কমনওয়েলথ কী?

উত্তর:- স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলোর একটি স্বেচ্ছামূলক সংগঠন বা প্রতিষ্ঠান হল কমনওয়েলথ

📖  হার্ট ম্যান এর মত রাষ্ট্রনীতি কি ?

উত্তর:- হার্টম্যান বলেছেন পরোরাষ্ট্রনীতি বলতে স্বেচ্ছাকৃত ভাবে নির্বাচিত জাতীয় স্বার্থ সমূহের একটি সঙ্গবদ্ধ বিবৃতি কে বোঝায়

📖  চার্লস বার্টন মার্শালের মতে বিদেশ নীতি কি ?

উত্তর:- চার্লস বার্টন মার্শাল তার "The Limits of foreign policy" গ্রন্থে বলেছেন আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রদের সকল ক্রিয়া-কলাপ সম্পাদন করে থাকে অথবা করতে চায় তার সমষ্টি হল বিদেশ নীতি

📖  The Limits of foreign policy গ্রন্থের রচয়িতা কে ?

উত্তর:- চার্লস বার্টন মার্শাল

📖  জোসেপ ফ্রাঙ্কেলের মতে বিদেশ নীতির সংজ্ঞা দাও ?

উত্তর:- জোসেপ ফ্রাঙ্কেল তার "The making of foreign policy" গ্রন্থে বিদেশ নীতি বলতে সেই ধরনের সিদ্ধান্ত বা ক্রিয়া-কলাপের সমষ্টিকে বুঝিয়েছেন যা একাধিক রাষ্ট্রের সম্পর্কের সঙ্গে জড়িত

📖  পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য বা লক্ষ্য কি ?

উত্তর:- জাতীয় স্বার্থ রক্ষা করা

📖  হলসটি পরোরাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে কয় ভাগে ভাগ করেছেন ?

উত্তর:- হলস টি তার বিখ্যাত গ্রন্থ International politics a frame work for analysis পররাষ্ট্রনীতির উদ্দেশ্যগুলিকে তিন ভাগে ভাগ করেছেন যথা -------() মুখ্য মূল্যবোধ সার্থ সমূহ () মধ্যপাল্লার উদ্দেশ্য সমূহ ()দূর পাল্লার উদ্দেশ্য সমূহ

(11)ভারতের পর রাষ্ট্র নীতির বাদ বিদেশ নীতির দুটি বৈশিষ্ট্য বা মূল উপাদান লেখ

উত্তর:- () জোট নিরপেক্ষতা হলো ভারতের পররাষ্ট্রনীতি প্রধান বৈশিষ্ট্য () জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থন উপনিবেশবাদ এবং নয়া উপনিবেশবাদের বিরোধিতা করা

📖  কবে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়

উত্তর:- ১৮৮৫ খ্রিস্টাব্দে

📖  বিদেশনীতি বা পররাষ্ট্রনীতি বলতে কী বোঝো?

অথবা, বিদেশনীতির সংজ্ঞা দাও

উত্তর:- জাতীয় স্বার্থের সংরক্ষণ জাতীয় লক্ষ্যপুরণের উদ্দেশ্যে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রাষ্ট্রের সঙ্গে অন্যান্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপনের উদ্দেশ্যে প্রণীত রূপায়িত নীতিকেই বলা হয় বিদেশনীতি

📖  বিদেশনীতি বা পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য কী?

উত্তর:- বিদেশনীতি বা পররাষ্ট্রনীতির প্রধান উদ্দেশ্য হল জাতীয় স্বার্থের সংরক্ষণ জাতীয় লক্ষ্যপুরণ

📖  রতের বিদেশনীতির একটি মূল বৈশিষ্ট্য লেখো

উত্তর:- ভারতের বিদেশনীতির একটি মূল বৈশিষ্ট্য হল জোট নিরপেক্ষতা নীতি অনুসরণ আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা

📖  ভারতের বিদেশনীতির মূল উপাদান কী?

উত্তর:- ভারতের বিদেশনীতির মূল উপাদান হলউপনিবেশবাদের বিরোধীতা জাতীয় মুক্তি আন্দোলনের সমর্থন

📖  ভারতের বিদেশনীতির মূল লক্ষ্য উদ্দেশ্যটি কী?

উত্তর:- ভারতের বিদেশনীতির মূল লক্ষ্যটি বা উদ্দেশ্যটি হল আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠা

📖 ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভ কী?

উত্তর:- ভারতের বিদেশনীতির প্রধান স্তম্ভটি হলজোটনিরপেক্ষতা অর্থাৎ নিরপেক্ষ, স্বাধীন শান্তিপূর্ণ অবস্থান

📖 পররাষ্ট্র বা বিদেশনীতি রূপায়ণে ভারত সরকারের কোন্ দপ্তর মুখ্য ভূমিকা পালন করে?

উত্তর:- পররাষ্ট্র বা বিদেশনীতি রূপায়ণে ভারত সরকারের বৈদেশিক বা কূটনীতি দপ্তর মুখ্য ভূমিকা পালন করে

📖 পররাষ্ট্র নীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে?

উত্তর:- চূড়ান্ত চরম রাজনৈতিক মতাদর্শের মাধ্যমে আন্তর্জাতিক ব্যবস্থার পুনর্গঠন ঘটানোই হল পররাষ্ট্রনীতির দুরপাল্লার লক্ষ্য

📖 জোসেফ ফ্র্যাঙ্কেলের মতে পররাষ্ট্রনীতি কী?

উত্তর:- জোসেফ ফ্র্যাঙ্কেলের মতে পররাষ্ট্রনীতি হল সেই সকল কার্যকলাপ বা সিদ্ধান্তের সমষ্টি, যা একাধিক রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কের সঙ্গে জড়িত থাকে

📖  কূটনীতি কী?

উত্তর:- কূটনীতি হল সেই সকল নীতি যার মাধ্যমে আন্তর্জাতিক রাজনীতিতে জাতীয় রাষ্ট্রগুলো তাদের ভূমিকা নির্ধারণ করে

📖   পররাষ্ট্রনীতি কূটনীতির মধ্যে প্রধান পার্থক্য কী?

উত্তর:- পররাষ্ট্রনীতি হল নিজ দেশের জাতীয় স্বার্থ সংরক্ষণে অপরাপর রাষ্ট্রগুলোর ক্ষেত্রে প্রয়োজনীয় নীতি সমূহ এবং কূটনীতি হল এই সকল নীতি কার্যকর করার পন্থা বা কৌশলসমূহ অর্থাৎ এককথায় পররাষ্ট্র নীতি হল লক্ষ্য এবং কূটনীতি হল লক্ষ্যে পৌঁছানোর মাধ্যম

📖   মার্কিন পররাষ্ট্রনীতি প্রণয়ন করার ক্ষমতা কার?

উত্তর:- মার্কিন পররাষ্ট্রনীতি প্রণয়ন করার অধিকারী হলেন মার্কিন রাষ্ট্রপতি

📖   The End of History And The Last Man' গ্রন্থটি কার লেখা?

উত্তর:- ফ্রান্সিস ফুকুয়ামা- লেখা অন্যতম গ্রন্থটি হল “The End of History And The Last Man' |

📖   ইতিহাসের পরিসমাপ্তি বলতে ফ্রান্সিস ফুকুয়ামা কি বুঝিয়েছেন?

উত্তর:- ফ্রান্সিস ফুকুয়ামা বলেছেন ইতিহাসের পরিসমাপ্তি হল পাশ্চাত্য উদারনৈতিক গণতন্ত্রের বিবর্তীত রূপ বিশ্বজনীনতা লাভ

📖   ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা কবে ঘটে?

উত্তর:- ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলা সংঘটিত হয় 2008 সালে

📖  SAARC-এর পুরো নামটি লেখো

উত্তর:- SAARC-এর পুরো নামটি হল – South Asian Asociation for Regional Co-operation

📖  ASEAN-এর পুরো নাম লেখো

উত্তর:- ASEAN-এর পুরো নামটি হল Association of South East Asian Nations

📖  SAFTA-এর পুরো নাম লেখো

উত্তর:- SAFTA-এর পুরো নামটি হল – South Asian Free Trade Area অথবা দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য অঞ্চল

📖  SAPTA-এর পুরো নামটি লেখো

উত্তর:- SAPTA-এর পুরো নামটি হল-- South Asian Preferential Trade Agreement

📖  এশিয়ার দুটি সাহায্যকারী গোষ্ঠীর নাম লেখো

উত্তর:- এশিয়ার অন্যতম দুটি সাহায্যকারী গোষ্ঠীর নাম হলSAARC ASEAN |

📖   SAARC কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- SAARC প্রতিষ্ঠিত হয় 1986 সালের ডিসেম্বর মাসে

📖   SAARC (সার্ক) গঠনের সময় তাঁর সদস্য সংখ্যা কত ছিল?

উত্তর:- SAARC গঠনের সময় তাঁর সদস্য সংখ্যা ছিল 7

📖   বর্তমানে SAARC-এর সদস্য সংখ্যা কত?

উত্তর:- বর্তমানে SAARC-এর সদস্য সংখ্যা হল

📖   সার্কের নবীন সদস্যের নাম কী?

উত্তর:- সার্কের নবীন সদস্যের নাম হল আফগানিস্তান

📖   কত খ্রিস্টাব্দে আফগানিস্তান SAARC-এর সদস্যপদ লাভ করে?

উত্তর:- 2007 খ্রিস্টাব্দে আফগানিস্তান SAARC-এর সদস্যপদ লাভ করে

📖  SAARC গঠনের প্রস্তাব প্রথম কে দেন?

উত্তর:- SAARC গঠনের প্রস্তাব প্রথম দেন তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান

📖  SAARC-এর একটি উদ্দেশ্য লেখো

উত্তর:- SAARC-এর অন্যতম উদ্দেশ্য হল দক্ষিণ-এশিয়ার অঞ্চলের সামগ্রিক উন্নয়ন নাগরিকজীবনের উৎকর্ষবিধান করা

📖  SAARC-এর সর্ববৃহৎ সদস্য রাষ্ট্র কোনটি?

উত্তর:- SAARC-এর সর্ববৃহৎ রাষ্ট্র হল ভারতবর্ষ

📖  SAARC-এর ক্ষুদ্রতম সদস্য রাষ্ট্র কোনটি?

উত্তর:- SAARC-এর ক্ষুদ্রতম রাষ্ট্র হল মালদ্বীপ

📖 পঞ্চশীল নীতির যেকোনো দুটি নীতি লেখো ?

 উত্তর:- () অনাক্রমণ () শান্তি পূর্ণ সহ অবস্থান

📖  নেহেরু কিসের অনুকরণে পঞ্চশীল এর কথা ঘোষণা করেছিলেন?

 উত্তর:- ইন্দ্রোনেশিয়ার পঞ্চতশীলা এর অনুকরণে

📖  কে পঞ্চশীলকে জোট নিরপেক্ষ তার পরিণতি বলে চিহ্নিত করেছেন ?

উত্তর:- কে এস মূর্তি

📖  কে বলেছিলেন আমরা কোন পক্ষ এবং সামরিক জোটের অন্তর্ভুক্ত নয় আমরা কেবলই একটি কক্ষেরই অন্তর্ভুক্ত তা হল শান্তি রক্ষা ?

উত্তর:- জহওরলাল নেহেরু

📖  কবে সিমলা চুক্তি সম্পাদিত হয় ?

উত্তর:- ১৯৭২ সালে ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর সমাধানের জন্য সিমলা চুক্তি স্বাক্ষরিত হয়

📖  কবে তাসখন্দ ঘোষণা স্বাক্ষরিত হয় ?

উত্তর:- ১৯৬৬ সালে

📖  কবে ভারত চীন সীমান্ত সংঘর্ষ হয় ?

উত্তর:- ১৯৬২ সালে

📖  সুয়েজ সংকট কবে হয় ?

উত্তর:- ১৯৫৬ সালে

📖  শ্রীলঙ্কায় শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে কবে ভারত শান্তি বাহিনী প্রেরণ করে ?

উত্তর:- 1987 সালে

📖  ৭৭ টি রাষ্ট্রের গোষ্ঠী কাদের নিয়ে গড়ে ওঠে ?

উত্তর:- জোট নিরপেক্ষ দেশ গুলিকে নিয়ে গড়ে ওঠে

📖  কমনওয়েলথ কি ?

উত্তর:- কমনওয়েলথ হল স্বাধীন রাষ্ট্রগুলির এক স্বেচ্ছামূলক প্রতিষ্ঠা

📖  C.T.B.T এর পুরো নাম কি ?

উত্তর:- Comprehensive Test Ban Treaty.

📖  SAARC এর পুরো নাম কি ?

উত্তর:- Sauth Asian Association for Regional Co-operation.

📖 SAARC কি ?

উত্তর:- দক্ষিণ এশিয়ার একটি আঞ্চলিক সহযোগিতার সংগঠন হল সার্ক

📖  কবে সার্ক গঠিত হয় ?

উত্তর:- ১৯৮৫ খ্রিস্টাব্দে ডিসেম্বর মাসে বাংলাদেশের রাজধানী ঢাকায় দক্ষিণ এশিয়ার সাতটি দেশকে নিয়ে সার্ক গঠিত হয়

📖 বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত ?

উত্তর:- টি

📖 কবে আফগানিস্তানকে সার্কেল সদস্যপদ দেওয়া হয়

উত্তর:- ২০০৫ সালে

📖 সার্কভুক্ত দেশগুলোর নাম লেখ

উত্তর:- ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, মালদ্বীপ, শ্রীলংকা, এবং আফগানিস্তান

📖  সার্ক কার মস্তিত তস্তুক সংগঠন হয় ?

উত্তর:- জিয়াউর রহমান

📖  সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় ?

উত্তর:- ১৯৮৫ খ্রিস্টাব্দে ঢাকায় সার্কের প্রথম শীর্ষ সম্মেলন হয়

📖  আজ পর্যন্ত সার্কের শীর্ষ সম্মেলন কতবার অনুষ্ঠিত হয়েছে ?

উত্তর:- ১৮ বার

📖  সার্কের সর্বশেষ শীর্ষ সম্মেলন ১৮ তম কোথায় অনুষ্ঠিত হয় এবং কবে ?

উত্তর:- নেপালের রাজধানী কাঠমান্ডু ২০১৩ খ্রিস্টাব্দে

📖  সার্কের দুটি উদ্দেশ্য লেখ ?

উত্তর:- () দক্ষিণ এশিয়ার মানুষের কল্যাণ সাধন জীবনযাপনের মান উন্নয়ন () অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক প্রগতি, সাংস্কৃতিক বিকাশ

📖  সার্ক ভুক্ত দেশগুলির মধ্যে বৃহৎ শক্তিধর দেশ কোনটি ?

উত্তর:- ভারত

(50)SAFTA কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর:- কোন চুক্তিতে বলা হয়েছে 2025 খ্রিস্টাব্দের মধ্যে সার্কভুক্ত দেশগুলির অপবাদ বাণিজ্য অঞ্চল গড়ে তুলবে ২০০৪ খ্রিস্টাব্দে ইসলামাবাদে দ্বাদশ শার্ক সম্মেলন চুক্তি স্বাক্ষরিত হয় হলো দক্ষিণ এশিয়ার প্রভাত বাণিজ্য চুক্তিতে বলা হয় ২০২৫ খ্রিস্টাব্দের মধ্যে অঞ্চল গড়ে তোলা হবে

📖  সার্কের সনদের 1নং ধারায় কয়টি উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়েছে ?

উত্তর:- ৮টি

📖  সার্কের সনদের ২নং ধারায় কয়টি নীতি অনুসরণ কথা বলা হয়েছে ?

উত্তর:- ৩টি

📖  SAEU এর পুরো নাম কি ?

উত্তর:- Sauth Asian Economice Union.

(54)সার্কের মন্ত্রিসভা কিভাবে গঠিত হয় ?

উত্তর:- সার্কের সদস্য ভুক্ত রাষ্ট্রগুলির পর রাষ্ট্রমন্ত্রীদের নিয়ে মন্ত্রিসভা গঠিত হয়

📖  সার্কের স্থায়ী কমিটি কিভাবে গঠিত হয় ?

উত্তর:- সার্কের সদস্য রাষ্ট্রগুলির বিশেষ সচিবদের নিয়ে সার্কেল স্থায়ী কমিটি গঠিত হয়

📖  কোন সালকে সার্ক কন্যা বর্ষ হিসেবে চিহ্নিত করে ?

উত্তর:- ১৯৯০ সালকে

📖  SADF এর পুরো নাম কি ?

উত্তর:- South Asian Development found.

📖  A S E A N এর পুরো নাম কি ?

উত্তর:- Association of South East Asian natione.

(59)E E C এর পুরো নাম কি ?

উত্তর:- European economic community.

📖  ভারত বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বন্টন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর:- ১৯৯৬ সালে ডিসেম্বর মাসে

📖  কবে GST চালু হয় ?

উত্তর:- ২০১৭ সালে ১লা জুলাই

📖  কবে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয় ?

উত্তর:- ১৯৭১ সালে

📖  SAARC-এর সনদে -টি উদ্দেশ্যের কথা বলা আছে?

উত্তর:- SAARC-এর সনদে ৪টি উদ্দেশ্যের কথা বলা আছে

📖   SAARC-এর সনদে কটি ধারা আছে?

উত্তর:- SAARC-এর সনদে 10টি ধারা আছে

📖 জোট নিরপেক্ষতা বলতে কী বোঝো ?

উত্তর:- প্রকৃত অর্থে জোট নিরপেক্ষতা বলতে পুঁজিবাদী শিবির কিংবা সমাজতান্ত্রিক শিবির থেকে সম দূরত্ব বজায় রাখার নীতি কে বোঝানো হয় জোট নিরপেক্ষতার বলতে জাতীয় স্বার্থ অনুযায়ী স্বাধীন নীতি অনুসরণ বোঝায়

📖  জোট নিরপেক্ষ তাকে কি বলে চিহ্নিত করা হয় ?

উত্তর:- গতিশীল নিরপেক্ষতা বলে চিহ্নিত করা হয়

📖 নিরপেক্ষতা বলতে কী বোঝো ?

উত্তর:- নিরপেক্ষতা বলতে যে কোন আন্তর্জাতিক সমস্যার নিষ্প্রহ মনোভাব বা উদাসীন প্রদর্শন কে বোঝায়

📖 কয়েকটি নিরপেক্ষ রাষ্ট্রের নাম লেখ?

উত্তর:- সুইজারল্যান্ড, বেলজিয়াম, অস্ট্রিয়া

📖  জোট নিরপেক্ষতার প্রধান রূপকার কে ?

উত্তর:- পন্ডিত জহওরালাল নেহেরু

📖  কোন প্রেক্ষাপটে জোট নিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে ?

উত্তর:- দ্বিমেরু কেন্দ্রিক রাজনীতির প্রেক্ষাপটে

📖  পঞ্চশীল নীতি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় ?

উত্তর:- ভারত চীন

📖  ভারত কেন জোট নিরপেক্ষতার নীতি গ্রহণ করেছিলে?

উত্তর:- ()ভারতের ভৌগোলিক অবস্থান ভারতকে জোট নিরপেক্ষতা নীতির গ্রহণ করতে বাধ্য করেছিল () অর্থনৈতিক উন্নতি 📖 সনাতন হইতিহ্যের প্রভাব

📖  কবে ভারত পরীক্ষামূলক পরমাণু বিস্ফোরণ ঘটায় ?

উত্তর:- ১৯৯৮ খ্রিস্টাব্দে মে মাসে

📖  ভারতের পরমাণু নীতির মূল কথাটি কি?

উত্তর:- ভারতের পরমাণু নীতির মূল কথাটি হলো No first strike অর্থাৎ আগে বাড়িয়ে একতরফাভাবে কোন দেশের উপর প্রথম আঘাত নয়

📖  কয়েকজন জোট নিরপেক্ষ আন্দোলনের নেতার নাম লেখ ?

উত্তর:- জহওরলাল নেহেরু, নাসের, সুক্রন, টিটো

📖  পঞ্চশীল নীতি বলতে কী বোঝো?

 উত্তর:- নব অর্জিত স্বাধীনতা সংরক্ষণ এবং শান্তিপূর্ণ উপায়ে তার উন্নতি সাধনের উদ্দেশ্য ভারত আন্তর্জাতিক আচরণের যে পাঁচটি নীতি অনুসরণের কথা ঘোষণা করেছিলেন ওই পাঁচটি নীতি পঞ্চশীল নীতি নামে পরিচিত

📖  পঞ্চশীল নীতি কবে স্বাক্ষরিত হয় ?

 উত্তর:- ১৯৫৪ সালে

📖  কবে কারগিল কে কেন্দ্র করে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয়েছিল ?

উত্তর:- ১৯৯৯ সালে

📖  কবে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয় ?

 উত্তর:- ১৯৯৫ সালে বিশ্ব বাণিজ্য সংস্থা গঠিত হয়

📖  মার্কিন গোয়েন্দা সংস্থার নাম কি ?

উত্তর:- CIA

📖  ভারতের গোয়েন্দা সংস্থার নাম কি ?

উত্তর:- CBI

📖  ভারত হল মার্কিন কৌশলের লিনচিপিন অর্থাৎ অপরিহার্য অঙ্গ কে বলেছেন ?

উত্তর:- প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি বারাকওবাম

📖  ১২৩ চুক্তি কি ?

উত্তর:- ২০০৭ সালে স্বাক্ষরিত হয় ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি যা ১২৩ চুক্তি নামে পরিচিত

📖  FISA কে প্রণয়ন করেছিলেন ?

উত্তর:- বিভিন্ন দেশের উপর নজরদারি চালানোর উদ্দেশ্যে প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ ফিসা প্রণয়ন করেছিলেন

📖  কে প্রথম সার গঠনের প্রস্তাব দেন ?

উত্তর:- বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান (১৯৮০)

📖  কবে মুম্বাইয়ে সন্ত্রাসবাদি হামলা হয় ?

উত্তর:- ২০০৮ সালে

📖  ব্রিকস কি ?

উত্তর:- ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন, দক্ষিণ আফ্রিকা, দেশগুলির সম্মেলনে ব্রিকস গঠিত হয়েছে

📖  সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?

উত্তর:- কাঠমান্ডুতে

📖  SAPTA চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?

উত্তর:- ১৯৯৩ সালে ১১ এপ্রিল

📖  সার্কের প্রথম সভাপতি কে ছিলেন ?

উত্তর:- হুসেন মোহাম্মদ এরশাদ

(76)SAPTA এর পুরো নাম কি ?

উত্তর:- South Asian Preferential Trade Agreement. ১৯৯৫ খ্রিস্টাব্দের ৪ই ডিসেম্বর নতুন দিল্লিতে চুক্তি স্বাক্ষরিত হয়

উত্তর:- দক্ষিণ এশিয় অঞ্চলকে মুক্ত বাণিজ্যিক অঞ্চলে পরিণত করাই SAFTA-এর দীর্ঘমেয়াদি পরিকল্পনা

📖   SAPTA গঠনের প্রস্তাব কবে গৃহীত হয়?

উত্তর:- SAPTA গঠনের প্রস্তাব গৃহীত হয় 1991 খ্রিস্টাব্দের 21 ডিসেম্বর

📖   CTBT-এর পুরো নাম কী ?

উত্তর:- CTBT-এর পুরো নাম হল Comprehensive Test Ban Treaty

📖  CTBT চুক্তি কবে স্বাক্ষরিত হয়?

উত্তর:- CTBT চুক্তি স্বাক্ষরিত হয় 1996 খ্রিস্টাব্দে

📖  ভারত কেন CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি?

উত্তর:- পরমাণু অস্ত্র পরীক্ষা বন্ধ হলে তা সবার ক্ষেত্রেই প্রযুক্ত হওয়ার দরকার ভারত এই বৈষম্যমূলক CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি

📖  ভারতে ‘No First Strike' নীতি কোন্ প্রধানমন্ত্রীর আমলে গ্রহণ করা হয়?

উত্তর:- অটল বিহারী বাজপেয়ী- আমলে গ্রহণ করা হয়

📖  ভারতে ‘Look East Policy’ বাপূর্বে তাকাও নীতি কোন্ প্রধানমন্ত্রীর আমলে গ্রহণ করা হয়?

উত্তর:- অটল বিহারী বাজপেয়ী- আমলে গ্রহণ করা হয়

📖  পূর্বে তাকাও নীতি বা ‘Look East Policy’- মূল লক্ষ্য কী?

উত্তর:- প্রশান্ত মহাসাগরের কাছে অবস্থিত পূর্ব এশিয়ার অঞ্চলগুলোর অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে ভারতকে সংযুক্ত করাই ‘Look east Policy- মূল লক্ষ্য

📖   UPA- পুরো নামটি লেখো

উত্তর:- UPA- পুরো নামটি হল United Progressive Alliance |

📖   NDA- পুরো নামটি লেখো

উত্তর:-— NDA- পুরো নামটি হল National Democratic Alliance |

📖   GATT-এর পুরো নামটি লেখো

উত্তর:- GATT-এর পুরো নামটি হলGeneral Agreement of Trade and Tarriff |

📖   ‘123’-চুক্তি কী?

উত্তর:- 2007 খ্রিস্টাব্দে সংঘটিত ভারত-মার্কিন অসামরিক পরমাণু চুক্তিটি হল '123' চুক্তি

 

 

Click Here To Download

Join Telegram channel Free Notes

Join Whatsapp channel Free Notes

 

HS Political science Suggestion | West Bengal WBCHSE Class Twelve XII (Class 12th) Political science Qustion and Answer Suggestion

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশনবিদেশনীতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর   উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  বিদেশনীতি (তৃতীয় অধ্যায়)প্রশ্ন উত্তর  একটি অতি গুরুত্বপূর্ণ টপিক উচ্চমাধ্যমিক পরীক্ষা (West Bengal Class Twelve XII  / WB Class 12  / WBCHSE / Class 12  Exam / West Bengal Board of Secondary Education – WB Class 12 Exam / Class 12 Class 12th / WB Class 12 / Class 12 Pariksha  ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী সে কথা মাথায় রেখে www.tarakexamcenter.in  এর পক্ষ থেকে উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন উত্তর ( উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সাজেশন / উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ও উত্তর HS Political science Suggestion / HS Political science Question and Answer / Class 12 Political science Suggestion / Class 12 Pariksha Political science Suggestion  /

HS Political science Suggestion

 Political science Class 12 Exam Guide  / MCQ , Short , Descriptive  Type Question and Answer  / HS Political science Suggestion  FREE PDF Download) উপস্থাপনের প্রচেষ্টা করা হলাে ছাত্রছাত্রী, পরীক্ষার্থীদের উপকারেলাগলে, আমাদের প্রয়াস উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন উত্তর (HS Political science Suggestion / West Bengal Twelve XII Question and Answer, Suggestion / WBCHSE Class 12th Political science Suggestion  / HS Political science Question and Answer  / Class 12 Political science Suggestion  / Class 12 Pariksha Suggestion  / HS Political science Exam Guide  / HS Political science Suggestion 2022, 2023, 2024, 2025, 2026, 2027, 2028, 2029, 2030, 2021, 2020, 2019, 2017, 2016, 2015 / HS Political science Suggestion  MCQ , Short , Descriptive  Type Question and Answer. / HS Political science Suggestion  FREE PDF Download) সফল হবে

বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর

বিদেশনীতি (তৃতীয় অধ্যায়)প্রশ্ন উত্তর | বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) HS Political science Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর  বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান  বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) HS Political science Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর  বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর

বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান

বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) HS Political science Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর  বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দ্বাদশ শ্রেণি রাষ্ট্রবিজ্ঞান  বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | Higher Secondary Political science   উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান (Higher Secondary Political science) – বিদেশনীতি (তৃতীয় অধ্যায়)প্রশ্ন উত্তর | বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) | Higher Secondary Political science Suggestion  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর  বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর  | দ্বাদশ শ্রেণির রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর  বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | HS Political science Question and Answer Question and Answer, Suggestion

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর   বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Political science Question and Answer, Suggestion

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তরবিদেশনীতি (তৃতীয় অধ্যায়) | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তরবিদেশনীতি (তৃতীয় অধ্যায়) | পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তরবিদেশনীতি (তৃতীয় অধ্যায়) | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সহায়কবিদেশনীতি (তৃতীয় অধ্যায়)প্রশ্ন উত্তর HS Political science Question and Answer, Suggestion | HS Political science Question and Answer Suggestion  | HS Political science Question and Answer Notes  | West Bengal HS Class 12th Political science Question and Answer Suggestion.  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর   বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBCHSE Class 12 Political science Question and Answer, Suggestion

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর  বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর  | বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) HS Political science Suggestion.

WBCHSE Class 12th Political science Suggestion  | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর   বিদেশনীতি (তৃতীয় অধ্যায়)WBCHSE HS Political science Suggestion উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর  বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর  বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) | HS Political science Suggestion  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তরবিদেশনীতি (তৃতীয় অধ্যায়)প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর HS Political science Question and Answer Suggestions  | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তরবিদেশনীতি (তৃতীয় অধ্যায়) | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর  HS Political science Question and Answer  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তরবিদেশনীতি (তৃতীয় অধ্যায়) উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর  HS Political science Question and Answer উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর  প্রশ্ন উত্তরবিদেশনীতি (তৃতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন উত্তর 

WB Class 12 Political science Suggestion  | উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর   বিদেশনীতি (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন উত্তর

HS Political science Question and Answer Suggestion উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তরবিদেশনীতি (তৃতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর HS Political science Question and Answer Suggestion  উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান প্রশ্ন উত্তর West Bengal Class 12  Political science Suggestion  Download WBCHSE Class 12th Political science short question suggestion  . HS Political science Suggestion   download Class 12th Question Paper  Political science. WB Class 12  Political science suggestion and important question and answer. Class 12 Suggestion pdf.পশ্চিমবঙ্গ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন শেষ মুহূর্তের প্রশ্ন উত্তর ডাউনলোড উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

WB Class 12 Political science Suggestion

Get the HS Political science Question and Answer Question and Answer by www.tarakexamcenter.in HS Political science Question and Answer Question and Answer prepared by expert subject teachers. WB Class 12  Political science Suggestion with 100% Common in the Examination . Class Twelve XII Political science Suggestion | West Bengal Board WBCHSE Class 12 Exam  HS Political science Question and Answer, Suggestion Download PDF: WBCHSE Class 12 Twelve XII Political science Suggestion  is provided here. HS Political science Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free has been given below.

উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানবিদেশনীতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | HS Political science Question and Answer

অসংখ্য ধন্যবাদ সময় করে আমাদের এইউচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানবিদেশনীতি (তৃতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | HS Political science Question and Answer  পােস্টটি পড়ার জন্য এই ভাবেই www.tarakexamcenter.in  ওয়েবসাইটের পাশে থাকো যেকোনো প্ৰশ্ন উত্তর জানতে এই ওয়েবসাইট টি করো এবং নিজেকে  তথ্য সমৃদ্ধ করে তোলো , ধন্যবাদ


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Group Join

1 comment

পোস্ট পড়ে বা কোন Test দিতে গিয়ে যদি কোন সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকেে, নিচে কমেন্ট করে জানাতে পারো

  1. If You Are Interested In The Latest Drawing Tutorials, Then Check Out Now - Easy Drawing for Beginners