দশম শ্রেণীর বাংলা : বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Bengali Question and Answer
দশম
শ্রেণীর বাংলা : বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর
| WBBSE Class 10th Bengali Question and Answer
বাংলা ভাষায় বিজ্ঞান
(প্রবন্ধ) রাজশেখর বসু দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali
Question and Answer : বাংলা
ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali
Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class
10th Bengali Question and Answer, Suggestion, Notes | দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,
Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK
MADHYAMIKBengali Examination – পশ্চিমবঙ্গ দশম
শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম
শ্রেণীর বাংলা পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali
Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. যাদের জন্য বিজ্ঞান – বিষয়ক বাংলা
গ্রন্থ লেখা হয় তাদের বিভক্ত করা যায় –
(A) দুটি শ্রেণিতে
(B) চারটি শ্রেণিতে
(C) তিনটি শ্রেণিতে
(D) একটি শ্রেণিতে
Ans: (A) দুটি শ্রেণিতে
2. অল্পবয়স্ক ছেলেমেয়ে এবং
অল্পশিক্ষিত বয়স্ক লোকেরা যে শ্রেণিতে পড়ে , সেটি হল –
(A) দ্বিতীয়
(B) তৃতীয়
(C) প্রথম
(D) চতুর্থ
Ans: (C) প্রথম
3. যারা ইংরেজি জানে তারা পড়ে –
(A) প্রথম শ্রেণিতে
(B) দ্বিতীয় শ্রেণিতে
(C) তৃতীয় শ্রেণিতে
(D) চতুর্থ শ্রেণিতে
Ans: B) দ্বিতীয় শ্রেণিতে
4. পিতলের চেয়ে হালকা ধাতু হল –
(A) অ্যালুমিনিয়াম
(B) স্টেইনলেস স্টিল
(C) পারদ
(D) সোনা
Ans: (A) অ্যালুমিনিয়াম
5. যেসব গাছে দু – রকম ফুল হয় ,
সেগুলির নাম হল –
(A) পুঁই – পালং
(B) অশোক – পলাশ
(C) গোলাপ – গাঁদা
(D) লাউ – কুমড়ো
Ans: (D) লাউ – কুমড়ো
6. ‘ এইরকম সামান্য জ্ঞান থাকলেও
সুশৃঙ্খল আধুনিক তথ্য তারা কিছুই জানে না । ‘
(A) বৈজ্ঞানিক
(B) রাজনৈতিক
(C) সমাজবিদ্যার
(D) নাগরিক
Ans: (A) বৈজ্ঞানিক
7. প্রথম শ্রেণির পাঠক ভাষার প্রভাব
থেকে মুক্ত ।
(A) হিন্দি
(B) বাংলা
(C) ইংরেজি
(D) সংস্কৃত
Ans: (C) ইংরেজি
8. ছেলেবেলায় লেখককে যে লেখকের বাংলা
জ্যামিতি পড়তে হয়েছিল , তার নাম –
(A) অবনীন্দ্রনাথ ঠাকুর
(B) ব্রহ্মমোহন মল্লিক
(C) বিজন ভট্টাচার্য
(D) অন্নদাশংকর রায়
Ans: (B) ব্রহ্মমোহন মল্লিক
9. সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি
পরিভাষা চালাচ্ছেন , তাতে অনেকে মুশকিলে পড়েছেন , কারণ—
(A) তারা বাংলা জানেন না
(B) তাঁরা ইংরেজি জানেন না
(C) তাঁদের নতুন করে শিখতে হচ্ছে
(D) তাঁরা বাংলা ভুলে গেছেন
Ans: (C) তাঁদের নতুন করে শিখতে হচ্ছে
10. ‘ পাশ্চাত্য পাঠকের তুলনায় তার
পক্ষে একটু বেশি চেষ্টা আবশ্যক ।’— তার বলতে যার কথা বোঝানো হয়েছে –
(A) ইংরেজি না – জানা পাঠক
(B) বাংলা না – জানা পাঠক
(C) ইংরেজি জানা পাঠক
(D) বাংলা জানা পাঠক
Ans: (A) ইংরেজি না – জানা পাঠক
[ আরোও দেখুন:- Madhyamik
Bengali Suggestion 2023 Click here ]
11. বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার একটি
প্রধান বাধা হল –
(A) বাংলা ভাষার প্রতি অনীহা
(B) ইংরেজি ভাষার প্রতি আকর্ষণ
(C) ইংরেজি পারিভাষিক শব্দের অভাব
(D) বাংলা পারিভাষিক শব্দের অভাব
Ans: (D) বাংলা পারিভাষিক শব্দের অভাব
12. অনেক বছর আগে যে – সকল বিদ্যোৎসাহী
নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন,তাঁরা যে – সংস্থার সঙ্গে
সংশ্লিষ্ট ছিলেন , তা হল–
(A) সাহিত্য আকাদেমি
(B) বঙ্গীয় সাহিত্য পরিষদ
(C) সাহিত্য সংসদ
(D) বঙ্গীয় সাহিত্য সংসদ
Ans: (B) বঙ্গীয় সাহিত্য পরিষদ
13. বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে
সংশ্লিষ্ট বিদ্যোৎসাহী লেখকদের পরিভাষা রচনার উদ্যোগের যে – ত্রুটি ছিল, তা হল –
(A) তাঁরা একযোগে কাজ করেছিলেন
(B) তাঁরা কাজ সম্পূর্ণ করেননি
(C) তাঁদের কাজ ছিল নিয়মবহির্ভূত
(D) তাঁরা একযোগে কাজ না করে
স্বতন্ত্রভাবে করেছিলেন ।
Ans: (D) তাঁরা একযোগে কাজ না করে
স্বতন্ত্রভাবে করেছিলেন ।
14. কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা
সমিতি নিযুক্ত করেছিল –
(A) ১৯৩৬ খ্রিস্টাব্দে
(B) ১৯৪০ খ্রিস্টাব্দে
(C) ১৯৩৫ খ্রিস্টাব্দে
(D) ১৯৩২ খ্রিস্টাব্দে
Ans: (A) ১৯৩৬ খ্রিস্টাব্দে
15. ১৯৩৬ খ্রিস্টাব্দে পরিভাষা সমিতি
নিয়োগ করেছিল –
(A) বঙ্গীয় সাহিত্য পরিষদ
(B) সাহিত্য আকাদেমি
(C) কলিকাতা বিশ্ববিদ্যালয়
(D) বর্ধমান বিশ্ববিদ্যালয়
Ans: (C) কলিকাতা বিশ্ববিদ্যালয়
16. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা
সংকলন –
(A) যথেষ্ট বড়ো
(B) অত্যন্ত ছোটো
(C) মাঝারি মানের
(D) খুব বড়ো নয়
Ans: (D) খুব বড়ো নয়
17. ” বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি
বিস্তর শব্দ বজায় রেখেছেন । ‘
(A) বাংলা
(B) ইংরেজি
(C) পারিভাষিক
(D) সংস্কৃত
Ans: (B) ইংরেজি
18. বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা
সমিতি যে – বস্তুগুলির ইংরেজি নামই বাংলা বানানে চলার বিধান দিয়েছেন , সেগুলি হল –
(A) বিভিন্ন খাদ্যবস্তু
(B) নানারকম ফুলের নাম
(C) নবাগত রাসায়নিক
(D) রূপান্তরিত রাসায়নিক
Ans: (C) নবাগত রাসায়নিক
19. পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের
জনসাধারণের জ্ঞান নগণ্য ।
(A) অর্থনৈতিক
(B) বাস্তব
(C) সাংস্কৃতিক
(D) বৈজ্ঞানিক
Ans: (D) বৈজ্ঞানিক
20. যার সঙ্গে পরিচয় না থাকলে কোনো
বৈজ্ঞানিক সন্দর্ভ বোঝা কঠিন , তা হল –
(A) রসায়নশাস্ত্র
(B) জীববিদ্যা
(C) প্রাথমিক বিজ্ঞান
(D) ভৌতবিজ্ঞান
Ans: (C) প্রাথমিক বিজ্ঞান
21. ইউরোপ – আমেরিকায় যা লেখা সুসাধ্য
, তা হল –
(A) হোমসায়েন্স
(B) পলিটিকাল সায়েন্স
(C) এভরিডে সায়েন্স
(D) পপুলার সায়েন্স
Ans: (D) পপুলার সায়েন্স
22. যেসকল মহাদেশে পপুলার সায়েন্স
লেখা সুসাধ্য , সেগুলি হল –
(A) এশিয়া – রাশিয়া
(B) ইউরোপ – আমেরিকা
(C) অস্ট্রেলিয়া – ইউরোপ
(D) অ্যান্টার্কটিকা – আফ্রিকা
Ans: (B) ইউরোপ – আমেরিকা
23. কালক্রমে এদেশে বৈজ্ঞানিক
সাহিত্যরচনা সুসাধ্য হবে , যদি –
(A) বাংলায় বিজ্ঞান লেখা হয়
(B) ভাষা শিক্ষার বিস্তার হয়
(C) প্রামাণিক বাংলা শব্দ রচিত হয়
(D) বিজ্ঞানশিক্ষার বিস্তার হয়
Ans: (D) বিজ্ঞানশিক্ষার বিস্তার হয়
24. ‘ Sensitized Paper ‘ -এর অনুবাদ
কী লিখলে ঠিক হয় বলে । প্রাবন্ধিক মনে করেছেন –
(A) সুবেদী কাগজ
(B) স্পর্শকাতর কাগজ
(C) সুগ্রাহী কাগজ
(D) ব্যথাপ্রবণ কাগজ
Ans:
25. The atomic engine has not even reached the blue
print stage , ‘ -এর বাংলা অনুবাদ হওয়া উচিত –
(A) পরমাণু ইঞ্জিন নীলচিত্রের
অবস্থাতেও পৌঁছোয়নি
(B) পরমাণু ইঞ্জিন নীল মঞ্চে পৌঁছোয়নি
(C) পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও
প্রস্তুত হয়নি
(D) নীলচিত্র এখনও পরমাণু ইঞ্জিনের
জন্ম দেয়নি
Ans: (C) পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত
এখনও প্রস্তুত হয়নি
26. অনেকে মনে করেন , শব্দ বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয় । ‘
(A) ইংরেজি
(B) পারিভাষিক
(C) বৈজ্ঞানিক
(D) নতুন
Ans: (B) পারিভাষিক
27. রাজশেখর বসুর ছদ্মনাম হল –
[A] বনফুল
[B] শ্রীপান্থ
[C] পরশুরাম
[D] রূপদর্শী (মাধ্যমিক
19)
উত্তর- [C] পরশুরাম।
28. যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা
গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের প্রথম শ্রেণিটি –
[A] ইংরেজি ভাষায় দক্ষ
[B] বাংলা ভাষায় দক্ষ
[C] ইংরেজি জানে না বা অতি অল্প জানে
[D] ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায়
অল্পাধিক বিজ্ঞান পড়েছে।
উত্তর- [C] ইংরেজি জানে না বা অতি অল্প জানে।
29. পিতলের চাইতে হালকা ধাতু –
[A] অ্যালুমিনিয়াম
[B] পারদ
[C] সোনা
[D] স্টিল
উত্তর- [A] অ্যালুমিনিয়াম।
30. ছেলেবেলায় লেখকদের জ্যামিতি পড়তে
হয়েছিল –
[A] ব্রহ্মমোহন মল্লিকের
[B] ব্রহ্মমোহন মুখোপাধ্যায়ের
[C] ব্রহ্মভূষ্ণ মল্লিকের
[D] ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের
উত্তর- [A] ব্রহ্মমোহন মল্লিকের।
31. প্রীতির সঙ্গে কোন্ ভাষার পদ্ধতি
আয়ত্ত করতে হয়?
[A] মাতৃভাষা পদ্ধতি
[B] বিদেশি ভাষার পদ্ধতি
[C] হিন্দি ভাষার পদ্ধতি
[D] জার্মান ভাষার পদ্ধতি
উত্তর- [A] মাতৃভাষা পদ্ধতি আয়ত্ত করতে হয়।
32. বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় প্রধান
বাধা হল –
[A] ইংরেজি জ্ঞানের অভাব
[B] সঠিক অনুবাদকের অভাব
[C] পারিভাষিক শব্দের অভাব
[D] বৈজ্ঞানিক জ্ঞানের অভাব
উত্তর- [C] পারিভাষিক শব্দের অভাব ।
33. বাংলায় বৈজ্ঞানিক সাহিত্য রচনা কখন
সুসাধ্য হবে যখন –
[A] মাছিমারা নকল না করে সঠিক অনুবাদ
হবে
[B] পারিভাষিক শব্দ যথাযথ পাওয়া যাবে
[C] সকল লেখক সমবেতভাবে লিখবেন
[D] বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে
উত্তর- [D] বিজ্ঞান শিক্ষার বিস্তার ঘটবে।
34. ‘Sensitized Paper’ -এর অনুবাদ কী
লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেন?
[A] স্পর্শকাতর কাগজ
[B] সুবেদী কাগজ
[C] সুগ্রাহী কাগজ
[D] ব্যথাপ্রবণ কাগজ (মাধ্যমিক 18)
উত্তর- [C] সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেন।
35. অভিধা যে অর্থ প্রকাশ করে তা হল –
[A] অন্তর্নিহিত অর্থ
[B] আভিধানিক অর্থ
[C] ব্যঞ্জনা
[D] লক্ষণা
উত্তর- [B] আভিধানিক অর্থ।
36. ‘দেশের লজ্জা’ এক্ষেত্রে দেশের
অর্থ –
[A] দেশের সরকারের
[B] মাতৃভূমির
[C] দেশের সমাজব্যবস্থার
[D] দেশবাসীদের
উত্তর- [D] দেশবাসীদের ।
37. ‘অরণ্যে রোদন’ বললে ব্যঞ্জনার অর্থ
হয় –
[A] বনে কান্না
[B] নিষ্ফল ক্রোধ
[C] নিস্ফল অভিমান
[D] নিস্ফল খেদ
উত্তর- [D] নিস্ফল খেদ.
38. ‘বৈজ্ঞানিক সাহিত্যে যত কম থাকে
ততই ভালো।’ – কী কম থাকার কথা বলা হয়েছে?
[A] ছন্দ
[B] পরিভাষা
[C] অলংকার
[D] আভিধানিক শব্দ
উত্তর- [C] অলংকার কম থাকার কথা বলা হয়েছে।
39. “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড” –
উক্তিটি –
[A] রবীন্দ্রনাথের
[B] বঙ্কিমচন্দ্রের
[C] কালিদাসের
[D] বিদ্যাসাগরের (মাধ্যমিক 20)
উত্তর- [C] কালিদাসের ।
40. পরিভাষার উদ্দেশ্য হল –
(A) ভাষার সংক্ষেপ এবং অর্থ
সুনির্দিষ্ট করা
(B) কোনো বিষয়কে বর্ণনা করা
(C) অল্প পরিচিত শব্দের ব্যবহার করা
(D) শব্দের অর্থের ব্যাখ্যা দেওয়ায়
Ans: (A) ভাষার সংক্ষেপ এবং অর্থ
সুনির্দিষ্ট করা
বাংলা ভাষায় বিজ্ঞান
(প্রবন্ধ) রাজশেখর বসু দশম শ্রেণীর বাংলা সাজেশন প্রশ্ন ও উত্তর Class 10 Bengali Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK
MADHYAMIK(Class 10th) Bengali Question and Answer Suggestion
1. এর পরিভাষার উদ্দেশ্য কী বলেছেন
লেখকরা
অথবা, পরিভাষার উদ্দেশ্য কী?
উত্তর: লেখকের মতে, পরিভাষার উদ্দেশ্য ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ
সুনির্দিষ্ট করা।
2. সাধারণদের জন্য লিখিত বৈজ্ঞানিক
সন্দর্ভে পারিভাষিক শব্দের কীরূপ ব্যবহারের পরামর্শ প্রাবন্ধিক দিয়েছেন?
উত্তর: প্রাবন্ধিকের মতে, অল্প পরিচিত পারিভাষিক শব্দ প্রথমবার
ব্যবহার হলে তার ব্যাখ্যা দেওয়া উচিত, পরে শুধু বাংলা
পারিভাষিক শব্দটি ব্যবহারই যথেষ্ট।
3. অভিধা কী? একটি
উদাহরণ দাও।
উত্তর: শব্দের মুখ্য অর্থ প্রকাশিত হয় যে বৃত্তির
বলে, তার নাম অভিধা
যেমন—পাঁকে জন্মে যা, তা ‘পঙ্কজ’ হলেও
শব্দটির অভিধা ‘পদ্ম’ অর্থেই সীমাবদ্ধ।
4. ব্যঞ্জনা কী? একটি উদাহরণ দাও।
উত্তয়: যে প্রবণতার কারণে শব্দ নতুন অর্থের ইঙ্গিত
তৈরি করে, তাকে বলা হয়
ব্যঞ্জনা। যেমন, ‘অরণ্যে রোদন’—যার আক্ষরিক অর্থ অন্য কিছু
হলেও ব্যঞ্জনা অনুযায়ী অর্থ হল নিষ্ফল খেদ।
5. অলংকারের প্রয়োগের ক্ষেত্রে বৈজ্ঞানিক সাহিত্য ও সাধারণ সাহিত্যে কী
পার্থক্য রয়েছে?
উত্তর: বৈজ্ঞানিক সাহিত্য অলংকারহীন, সহজ, স্পষ্ট
হওয়া উচিত সাধারণ সাহিত্য উপমা, উৎপ্রেক্ষা প্রভৃতি অলংকারে
পূর্ণ কাব্যিক হতে পারে।
6. কোন্ উক্তিকে লেখক কাব্যের উপযুক্ত, ভূগোলের উপযুক্ত
নয় বলেছেন?
উত্তর: “হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড”—কালিদাসের এই
উক্তি কাব্যের উপযুক্ত, ভূগোলের
উপযুক্ত নয়।
7. রাজশেখর বসুর ছদ্মনাম কি ?
উত্তর : রাজশেখর বসুর ছদ্মনাম হচ্ছে পরশুরাম ।
8. রাজ শেখর বসু রচিত দুটি গ্রন্থের নাম লেখ ?
উত্তর : দুটি গ্রন্থের নাম হল হনুমানের স্বপ্ন, গন্ডলিকা
9. বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?
উত্তর : বাংলা ভাষায় বিজ্ঞান
প্রবন্ধটি বিচিন্তা গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ।
10. প্রথম শ্রেণীর পাঠকদের সম্পর্কে প্রাবন্ধিক কি বলেছেন ?
উত্তর : প্রথম শ্রেণী পাঠকদের সম্পর্কে লেখক বলেছেন
যে ইংরেজি পারিভাষিক শব্দ ছাড়া তাদের বিজ্ঞানের সঙ্গে আগেকার কোন পরিচয় নেই ।
11. পরিভাষা রচনার ক্ষেত্রে কাদের উদ্যোগে ত্রুটি ছিল বলে লেখক মন্তব্য করেছেন
?
উত্তর : পরিভাষার রচনার ক্ষেত্রে বঙ্গীয় সাহিত্য
পরিষদের বিদ্যুৎসাহী লেখকদের উদযোগে ত্রুটি ছিল বলে লেখক রাজশেখর বসু মন্তব্য
করেছেন ।
12. বৈজ্ঞানিক সৌন্দর্ব বোঝা কঠিন ! এ কথা কেন বলা হয়েছে ?
উত্তর : লেখকের মতে এর দেশের মানুষের বৈজ্ঞানিক জ্ঞান
কম। প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে কিছুটা পরিচয় না থাকলে সাধারণ মানুষের পক্ষে
বৈজ্ঞানিক সুন্দর বোঝা কঠিন বটে ।
13. তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুস্বাদ্য হবে ! কখন সুস্বাদ্য হবে ?
উত্তর : এদেশের বিজ্ঞান শিক্ষার প্রসার হলে
জনসাধারণের বিজ্ঞানের বিষয়ে বেশি জানা হবে । তাহলে বিজ্ঞানের সাহিত্য লেখা ও বোঝা
সহজ হবে ।
14.
Sensitized paper এর ঠিক অনুবাদ কি ?
উত্তর : এ ঠিক অনুবাদ হচ্ছে সুগ্রাহী কাগজ ।
15. এতে রচনা উৎকট হয় ! কি কারনে রচনা উৎকট হয় বলেছেন প্রাবন্ধিক?
উত্তর : বাংলা ভাষায় বৈজ্ঞানিক সাহিত্য রচনা করার
সময় তা ইংরেজিতে ভেবে নিয়ে হুবহু বাংলায় অনুবাদ করার চেষ্টা করলে তাতে রচনা
উৎকট হয় ।
16. কোন প্রসঙ্গে লেখক মাছিমারা নকল কথাটি বলেছেন ?
উত্তর : when salt are bones in air the nitrogen Dose not take part in the reaction
. এর বাংলা যখন গন্ধক হাওয়ায় পড়ে তোর নাইট্রোজেন প্রতিক্রিয়ায়
অংশগ্রহণ করে না । প্রাবন্ধিক এই জাতীয় আক্ষরিক অনুবাদকে মাছিমারা নকল কথাটি
ব্যবহার করেছেন ।
17. অভিধা কি একটি উদাহরণ দাও।
উত্তর : শব্দের মুখ্য অর্থ প্রকাশিত হয় যে বৃত্তির
দ্বারা তার নাম অভিধা । উদাহরণ : পাকে জন্মে যা, তাপ পঙ্কজ হলেও শব্দটি অবিদ্যা পদ্ম অর্ধেক সীমাবদ্ধ ।
18. লক্ষনা কি? একটি উদাহরণ দাও?
উত্তর : যখন কোন শব্দের মুখ্য অর্থ থেকেও গণঅর্থে
বেশি ব্যবহৃত হয়ে থাকে তাকে লক্ষনা বলা হয় ।
19. অল্প বিদ্যা ভয়ংকরী কোন বিষয় সম্পর্কে এই অভিনয় দেয়া হয়েছে ?
উত্তর : বাংলা ভাষায় বিজ্ঞান প্রবন্ধে বৈজ্ঞানিক
প্রবন্ধ রচনা করতে গিয়ে ভুল তথ্য দেওয়া প্রসঙ্গে এ অভিমত দেওয়া হয়েছে।
20. “এই কথাটি সকল লেখকেরই মনে রাখা
উচিত।”—কোন্ কথা মনে রাখা উচিত?
উত্তর: বৈজ্ঞানিক প্রবন্ধের ভাষা অত্যন্ত সরল ও
স্পষ্ট হওয়া আবশ্যক- এই কথাটি মনে রাখা উচিত।
21. “এই রকম ভুল লেখা সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর।”—কোন্ ভুলের কথা বলেছেন
প্রাবন্ধিক?
উত্তর: অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর এ বিষয়ে
বৈজ্ঞানিক যুক্তি নেই, কিন্তু ওজোন
গ্যাস স্বাস্থ্যকর—এই ভুলের কথা বলেছেন প্রাবন্ধিক।
22. বৈজ্ঞানিক সন্দর্ভ বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: বিজ্ঞান সংক্রান্ত প্রবন্ধ বা রচনাকে
বৈজ্ঞানিক সন্দর্ভ বলা হয়েছে |
23. দ্বিতীয় শ্রেণির পাঠক যখন মাতৃভাষায় বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তার কোন
চেষ্টা আবশ্যক?
উত্তর: দ্বিতীয় শ্রেণির পাঠক যখন মাতৃভাষায়
বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে তখন তাকে ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত ত্যাগ করে ভালোবেসে
মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয়।
24. বাংলা ভাষায় বিজ্ঞানচর্চার একটি
বাধা কী যা প্রাবন্ধিক উল্লেখ করেছেন?
উত্তর: প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে বাংলা ভাষায়
বিজ্ঞানচর্চার একটি বাধা হল বাংলায় পারিভাষিক শব্দের সংখ্যার ঘাটতি।
25. . “তার ফলে সংকলিত পরিভাষার সাম্য
হয়নি”— ‘তার ফলে’ বলতে প্রাবন্ধিক কী বোঝাতে চেয়েছেন?
উত্তর: বঙ্গীয় সাহিত্য পরিষদের কিছু বিদ্যোৎসাহী
লেখকেরা একত্রিত হয়ে কাজ না করার ফলে একই ইংরেজি শব্দের বিভিন্ন প্রতিশব্দ রচিত
হয়েছে, যার ফলে সংকলিত
পরিভাষার সাম্য রক্ষা করা যায়নি।
26. পরিভাষা রচনার ক্ষেত্রে কাদের উদ্যোগে ত্রুটি ছিল বলে প্রাবন্ধিক বন্তব্য
করেছেন?
উত্তর: ‘বাংলা ভাষায় বিজ্ঞান' প্রবন্ধে পরিভাষা রচনার ক্ষেত্রে
বঙ্গীয় সাহিত্য পরিষদের বিদ্যোৎসাহী লেখকদের উদ্যোগে ত্রুটি ছিল বলে মন্তব্য
করেছেন।
27. . “তার ফলে তাঁদের চেষ্টা অধিকতর
সফল হয়েছে।''— ‘তার ফলে’ কথাটি প্রাবন্ধিক কেন ব্যবহার করেছেন?
উত্তর : ১৯৩৬ খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়
নিযুক্ত পরিভাষা সমিতির হয়ে বিভিন্ন বিষয়ের অধ্যাপক এবং লেখকরা মিলিতভাবে একযোগে
কাজ করেছিলেন বলে, তাঁদের চেষ্টা অনেক
বেশি সফল হয়েছিল। সেকারণেই প্রাবন্ধিক ‘তার ফলে’ কথাটি ব্যবহার করেছেন।
28. কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন?
উত্তর: ১৯৩৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় গঠিত পরিভাষা
সমিতির চেষ্টা অনেক বেশি সফল হয়েছে বলেছেন প্রাবন্ধিক।
29. কলকাতা বিশ্ববিদ্যালয় নিযুক্ত
পরিভাষা সমিতির বিশেষত্ব কী?
উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়ের নিযুক্ত পরিভাষা
সমিতিতে বিজ্ঞানের বিভিন্ন শাখার অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং
লেখকেরা একযোগে কাজ করেছিলেন।
30. বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি কী বিধান দিয়েছে?
উত্তর: বিশ্ববিদ্যালয় নিযুক্ত পরিভাষা সমিতি বিধান
দিয়েছিল যে নতুন কোনো রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলায় ব্যবহার করা যাবে।
31. উপযুক্ত পরিভাষা না পাওয়া পর্যন্ত প্রাবন্ধিক কী পরামর্শ দিয়েছেন?
উত্তর: উপযুক্ত পরিভাষা না পাওয়া পর্যন্ত প্রাবন্ধিক
বাংলা বানানে ইংরেজি শব্দই ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
32. “আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন।”—তাতে অনেকে
মুশকিলে পড়েছেন কেন?
উত্তর: রাজশেখর বসুর মতে, সরকার থেকে উদ্যোগ নিয়ে দেশি
পরিভাষা প্রচলন করায় অনেকে মুশকিলে পড়েছেন। কারণ তাঁরা ইংরেজিতে অভ্যস্ত বলে
পরিভাষাগুলি তাঁদের নতুন করে শিখতে হচ্ছিল।
33. “তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে।”—কখন সুসাধ্য হবে?
উত্তর: এদেশে বিজ্ঞান শিক্ষার প্রসার হলে জনসাধারণ
বিজ্ঞান বিষয়ে অবহিত হবে, তাহলেই বৈজ্ঞানিক
সাহিত্য রচনা সুসাধ্য হবে।
34. “এই দোষ থেকে মুক্ত না হলে বাংলা বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে। না।”
—‘এই দোষ’ বলতে প্রাবন্ধিক কী বুঝিয়েছেন?
উত্তর: ভাষার আড়ষ্টতা এবং ইংরেজির আক্ষরিক অনুবাদ
করার ত্রুটি দূর করতে না পারলে বৈজ্ঞানিক সাহিত্য সুপ্রতিষ্ঠিত হবে না।
35. ‘এজন্য অনেক সময় তাঁরা অদ্ভুত অদ্ভুত শব্দ প্রয়োগ করেন।”—কেন তাঁরা এরূপ
করেন?
উত্তর: ইংরেজি শব্দের মতো বাংলা শব্দেও অর্থব্যাপ্তি
আনার চেষ্টায় লেখকরা অদ্ভুত শব্দ প্রয়োগ করে ফেলেন।
36. ‘ যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা
গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটমটি দুই শ্রেণিতে ভাগ করা যেতে পারে । –
শ্রেণি দুটি কী কী ?
Ans: বাংলা ভাষায় বিজ্ঞান ‘ প্রবন্ধের
লেখক রাজশেখর বসুর মতে , বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের পাঠকদের
দুটি শ্রেণিতে ভাগ করা যায় ( ১ ) যারা ইংরেজি জানে বা অতি অল্প জানে এবং ( ২ )
যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অক্ষাধিক বিজ্ঞান পড়েছে ।
37. বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের
পাঠকদের মধ্যে যারা লেখকের মতে প্রথম শ্রেণিভুক্ত , তাদের
বিবরণ দাও ।
Ans: বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থের
পাঠকদের মধ্যে প্রথম শ্রেণিভুক্তরা হয় ইংরেজি জানেন না অথবা অতিঅল্প জানেন ।
সাধারণত কমবয়সি ছেলেমেয়ে এবং অল্পশিক্ষিত বয়স্ক লোকেরাই এই শ্রেণিতে পড়েন ।
38. পাঠক ইংরেজি ভাষার প্রভাবমুক্ত হলে
কী সুবিধা হয় ?
Ans: পাঠক ইংরেজি ভাষার প্রভাবমুক্ত
হলে বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা সহজতর হয়ে যায় । কারণ তার
বাংলা ভাষার বিরোধী সংস্কার থাকে না ।
39. ‘ তার মানেও স্পষ্ট হবে না । —
কীসের মানে স্পষ্ট না – হওয়ার কথা বলা হয়েছে ?
Ans: ইংরেজি জানা বা ইংরেজিতে পড়াশোনা
করা পাঠকদের পক্ষে বাংলা ভাষায় বিজ্ঞান – সংক্রান্ত প্রবন্ধ পাঠ খুব সহজ নয় ।
কারণ , বিষয়টি তাঁদের কাছে অর্থগত দিক থেকে স্পষ্ট হবে না ।
40. ‘ আমাদের সরকার ক্রমে ক্রমে
রাজকার্যে দেশি পরিভাষা চালাচ্ছেন , ‘ — তাতে অনেকে মুশকিলে
পড়েছেন কেন ?
Ans: আমাদের সরকার রাজকার্যে যেভাবে
দেশি পরিভাষা ক্রমশ ব্যবহার করাচ্ছেন তাতে অনেকে মুশকিলে পড়ছে , কেন – না তাদের নতুন করে সেগুলি শিখতে হচ্ছে ।
41. ‘ তাঁদের নূতন করে শিখতে হচ্ছে / —
কী শেখার কথা বলা হয়েছে ?
Ans: সরকারি কাজকর্মে বাংলা পারিভাষিক
শব্দ ব্যবহার শুরু হওয়ায় অনেক ইংরেজি জানা ব্যক্তি মুশকিলে পড়েছেন । কারণ
তাঁদের সেই পরিভাষা নতুন করে শিখতে হচ্ছে ।
42. কোন ধরনের পাঠকের পাশ্চাত্য পাঠকের
তুলনায় বেশি চেষ্টা প্রয়োজন বলে লেখক মনে করেছেন ?
Ans: দ্বিতীয় শ্রেণির পাঠক অর্থাৎ
ইংরেজি জানা ও ইংরেজি ভাষায় বিজ্ঞান পাঠের অভিজ্ঞতা আছে যাদের , তাদের পাশ্চাত্য পাঠকদের তুলনায় বেশি চেষ্টা করতে হবে ।
43. ‘ পারিভাষিক শব্দ ‘ বলতে কী বোঝ ?
Ans: ‘ পারিভাষিক শব্দে ‘ – র অর্থ হল
পরিভাষা – সম্বন্ধীয় । পরিভাষা এক ধরনের সংজ্ঞাবিশেষ , যার কোনোরকম
অর্থান্তর ঘটে না । ইংরেজিতে একে ‘ Glossary ‘ বা Technical
term ‘ বলে ।
44. ‘ অনেক বৎসর পূর্বে … অনেক বছর
আগের কোন্ প্রসঙ্গ এখানে উত্থাপন করা হয়েছে ?
অনেক বছর আগে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত কয়েকজন বিদ্যোৎসাহী
ব্যক্তি বিভিন্ন বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন । এখানে সেই প্রসঙ্গের কথা বলা
হয়েছে ।
45. “তাদের মোটামুটি দুই শ্রেণিতে ভাগ করা যেতে পারে”—এই দুই শ্রেণি
উত্তর: প্রথম শ্রেণি হল যারা ইংরেজি জানে না বা অতি
অল্প জানে এবং দ্বিতীয় শ্রেণি হল যারা ইংরেজি জানে।
46. প্রথম শ্রেণির পাঠকদের সম্পর্কে প্রাবন্ধিক কী বলেছেন?
উত্তর: প্রথম শ্রেণির পাঠকদের গুটিকয়েক ইংরেজি
পারিভাষিক শব্দ ছাড়া তাদের বিজ্ঞানের সঙ্গে পূর্বপরিচয় নেই।
47. “অনেক রকম স্থূল তথ্যও তাদের জানা থাকতে পারে”—কীরকম স্থূল তথ্যের কথা
প্রাবন্ধিক বলেছেন?
উত্তর: জল এবং কর্পূর উবে যায়, লাউ-কুমড়ো জাতীয় গাছে দু-রকম ফুল
-এরকম স্থূল তথ্যের কথা প্রাবন্ধিক বলেছেন।
48. “এই শ্রেণির পাঠক ইংরেজি ভাষার
প্রভাব থেকে মুক্ত।” – এই শ্রেপির’ বলতে কাদের বোঝানো হয়েছে?
উত্তর: আধুনিক বৈজ্ঞানিক তথ্য সম্পর্কে যারা অজ্ঞ, যাদের বিজ্ঞানের সঙ্গে পূর্বপরিচয়
নেই তাদের কথা বুঝিয়েছেন প্রাবন্ধিক।
49. ছেলেবেলায় লেখক কার বাংলা জ্যামিতি পড়েছিলেন বলে ‘বাংলা ভাষায় বিজ্ঞান'
প্রবন্ধে জানিয়েছেন?
উত্তর: ছেলেবেলায় প্রাবন্ধিক রাজশেখর বসু ব্রহ্মমোহন
মল্লিকের বাংলা জ্যামিতি পড়েছিলেন।
50. ‘এর মানে বুঝতে বাধা হয়নি।”— ‘এর
মানে' বলতে কী?
উত্তর: এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরলরেখার উপর এক
সমবাহু ত্রিভুজ চিত্রাঙ্কনের কথা বলা হয়েছে।
51. “তাদের কাছে উক্ত প্রতিজ্ঞাবাক্যটি সুশ্রাব্য ঠেকবে না।”—‘তাদের’ বলতে
কাদের কথা বলা হয়েছে?
উত্তর: যারা ইংরেজি ভাষায় জ্যামিতি বা জিয়োমেট্রি
পড়েছে তাদের কথা বলা হয়েছে।
52. “যে লোক আজন্ম ইজার পড়েছে”— ‘আজন্ম’, ‘ইজার’ এই শব্দ
দুটির অর্থ লেখো।
উত্তর: ‘আজন্ম’ কথার অর্থ হল জন্মাবধি বা জন্ম থেকে
আজ পর্যন্ত এবং ‘ইজার’ কথার অর্থ হল পাজামা বা প্যান্টালুন।
53. কীসের অনুবাদকে লেখক উৎকট বলেছেন এবং কী লিখলে ঠিক হয় বলেছেন?
উত্তর: লেখকের মতে, Sensitized Paper-এর অনুবাদ স্পর্শকাতর কাগজ লিখলে উৎকট হয়;
বরং সুগ্রাহী কাগজ লিখলে ঠিক হয়।
54. “এতে রচনা উৎকট হয়।”—কী কারণে
রচনা উৎকট হয় বলেছেন?
উত্তর: ইংরেজিতে ভেবে হুবহু বাংলায় অনুবাদ করার
চেষ্টার কারণে রচনা উৎকট হয়।
55. “এ রকম বর্ণনা বাংলা ভাষায়
প্রকৃতিবিরুদ্ধ।”—কীরকম বর্ণনা প্রসঙ্গে প্রাবন্ধিক এই উক্তি করেছেন?
উত্তর: “The atomic engine has not even reached the blue print stage”-এর
বাংলা “পরমাণু এঞ্জিন নীল চিত্রের অবস্থাতেও পৌঁছায়নি"- এটা লেখা প্রকৃতিবিরুদ্ধ।
56. “এই ধারণা পুরোপুরি ঠিক নয়।”—কোন্ ধারণা পুরোপুরি ঠিক নয় বলেছেন
প্রাবন্ধিক?
উত্তর: প্রাবন্ধিক রাজশেখর বসুর মতে পারিভাষিক শব্দ
বাদ দিয়ে বক্তব্য প্রকাশ করলে রচনা সহজ হয়, এই ধারণা পুরোপুরি ঠিক নয়। স্থানবিশেষে পারিভাষিক শব্দ যে
বাদ দেওয়া চলে তোমার পাঠ্য ‘বাংলা
57. ভাষায় বিজ্ঞান’ প্রবন্ধ থেকে তার একটা উদাহরণ দাও।
উত্তর: ‘অমেরুদণ্ডী’ শব্দটির বদলে যেসব জন্তুর
শিরদাঁড়া নেই—এরকম লেখা যেতে পারে।
58. বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে
সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের ত্রুটি কী ছিল ?
Ans: বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে
যুক্ত বিদ্বান ব্যক্তিবর্গ পরিভাষা রচনায় উদ্যোগী হলেও তাঁরা একসঙ্গে কাজ না করে
পৃথকভাবে কাজ করেছিলেন ।
59. কবে , কাদের পৃষ্ঠপোষকতায়
দ্বিতীয়বার পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল ?
Ans: ১৯৩৬ খ্রিস্টাব্দে কলিকাতা
বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় বিভিন্ন বিষয়ের দিপালদের নিয়ে যে – পরিভাষা
সমিতি গঠন করা হয়েছিল , তাকেই দ্বিতীয় বারের পরিভাষা সমিতির
নিযুক্তিকরণ বলা হয় ।
60. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা
সমিতিতে কারা ছিলেন ?
Ans: ১৯৩৬ খ্রিস্টাব্দে নিযুক্ত
পরিভাষা সমিতিতে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ,
ভাষাতত্ত্ববিদ , সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং
কয়েকজন লেখককে নিযুক্ত করা হয়েছিল ।
61. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা
সংকলনটি কতখানি সাফল্যমণ্ডিত হয়েছিল ?
Ans: কলিকাতা বিশ্ববিদ্যালয়ের পরিভাষা
সংকলনটি লেখক রাজশেখর বসুর মতে খুব বড়ো নয় । এতে আরও শব্দের প্রয়োজন আছে এবং
তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া প্রয়োজন ।
62. লেখক রাজশেখর বসু প্রয়োজন মতো
বাংলা শব্দ পাওয়া না গেলে কী করা উচিত বলে জানিয়েছেন ?
Ans: রাজশেখর বসু জানিয়েছেন যে ,
প্রয়োজন মতো বাংলা শব্দ না – পাওয়া গেলে বৈজ্ঞানিক রচনায় ইংরেজি
শব্দই বাংলা বানানে চালানো যেতে পারে ।
63. ‘ কোনও বৈজ্ঞানিক সম্পর্ক বোঝা
কঠিন / – এ কথা বলার কারণ কী ?
Ans: রাজশেখর বসুর মতে পাশ্চাত্য দেশের
তুলনায় ভারতবর্ষের সাধারণ মানুষের প্রাথমিক বিজ্ঞানের সঙ্গে যথেষ্ট পরিচয় না
থাকায় বৈজ্ঞানিক সম্পর্ক বোঝা কঠিন ।
64. তখন বৈজ্ঞানিক সাহিত্য রচনা
সুসাধ্য হবে । কখন সুসাধ্য হবে বলে লেখকের ধারণা ?
Ans: ভারতবর্ষের সাধারণ মানুষের
প্রাথমিক বিজ্ঞান সম্বন্ধে ধারণা অত্যন্ত কম । এই দেশে বিজ্ঞানশিক্ষা বিস্তৃত হলে
বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে বলে লেখকের মত ।
65. বিজ্ঞান আলোচনার রচনাপদ্ধতির মূল
ত্রুটি কী ?
Ans: বিজ্ঞান আলোচনার রচনাপদ্ধতি এখনও
বহু লেখকের আয়ত্তের বাইরে । অনেক ক্ষেত্রেই তাঁদের ভাষার আড়ষ্টতা ও ইংরেজির
আক্ষরিক অনুবাদ রচনাকে দুর্বহ করে তোলে ।
66. পরিভাষার উদ্দেশ্য কী ?
Ans: পরিভাষার উদ্দেশ্য হল , ভাষাকে সংক্ষিপ্ত করা এবং তার অর্থ সুনির্দিষ্ট করা । অনর্থক বর্ণনা
পরিহার করে বিষয়কে সংক্ষিপ্তাকারে প্রকাশ করাই হল পরিভাষার কাজ ।
67. পারিভাষিক শব্দের অর্থ পাঠককে
বোঝানোর জন্য কোন্ পদ্ধতি অবলম্বন করা উচিত ?
Ans: সাধারণ মানুষের জন্য লেখা
বৈজ্ঞানিক রচনায় অল্পপরিচিত বা নতুন পরিভাষা প্রথমবার প্রয়োগের সময় তার
ব্যাখ্যা দেওয়া প্রয়োজন । পরে শুধু শব্দটি দিলেই চলে ।
68. ‘ আমাদের আলংকারিকগণ শব্দের
ত্রিবিধ কথা বলেছেন ‘ — কোন্ ‘ ত্রিবিধ কথা ” -র প্রসঙ্গ লেখক স্মরণ করেছেন ?
অথবা , ‘ আমাদের আলংকারিকগণ শব্দের ত্রিবিধ কথা
বলেছেন— শব্দের ‘ ত্রিবিধ কথা কী ?
Ans: আমাদের আলংকারিকগণ শব্দের যে –
ত্রিবিধ প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন , সেগুলি হল অভিধা
, লক্ষণা ও ব্যঞ্ছনা ।
69. অভিধা কাকে বলে ?
Ans: অভিধা হল শব্দের আভিধানিক অর্থ ।
যেমন , ‘ অরণ্য ‘ বলতে বোঝায় বন , জঙ্গল
ইত্যাদি । এর চেয়ে বিশদ কোনো অর্থ বোঝায় না ।
70. লক্ষণা বলতে কী বোঝায় ?
Ans: লক্ষণা হল শব্দের বৃত্তিবিশেষ ।
শব্দের মুখ্য অর্থের চেয়ে তার অন্য অর্থই যখন গুরুত্বপূর্ণ হয়ে ওঠে , তখন তাকে বলে লক্ষণা । যেমন , ‘ অরণ্যের দিনরাত্রি ‘
– র অর্থ অরণ্যবাসীদের রোজনামচা ।
71. ‘ কিন্তু তাও কেউ কেউ লিখে থাকেন ।
—কী লেখার কথা বলা হয়েছে ?
Ans: ইংরেজি থেকে আক্ষরিক অনুবাদের
ত্রুটির কথা বলতে গিয়ে লেখক ‘ Sensitized Paper’- এর বাংলা অনুবাদের
কথা বলেছেন । এই শব্দটির অনুবাদ স্পর্শকাতর কাগজ ‘ করলেও , হওয়া
উচিত ‘ সুগ্ৰাহী কাগজ ‘ ।
72. ‘ এতে রচনা উৎকট হয় । — কী করলে
রচনা উৎকট হয় ?
Ans: রাজশেখর বসুর মতানুসারে , অনেক লেখক তাঁদের বক্তবা ইংরেজিতে ভাবেন এবং যথার্থ বাংলা অনুবাদে তা প্রকাশ
করার চেষ্টা করেন । এতে রচনা সাবলীলতা হারায় ।
73. এতে রচনা উৎকট হয় ।— ‘ উৎকট ‘
বলতে কী বোঝানো হয়েছে ?
Ans: আলোচ্য উদ্ধৃতিটিতে ভাষার
আড়ষ্টতা ও দুর্বোধ্যতা বোঝাতে ‘ উৎকট ’ শব্দটি ব্যবহৃত হয়েছে ।
74. ‘ এ রকম বর্ণনা বাংলা ভাষায়
প্রকৃতিবিরুদ্ধ । -প্রকৃতিবিরুদ্ধ বলার কারণ কী ?
Ans: ইংরেজি থেকে বাংলা ভাষায় হুবহু
অনুবাদ অর্থাৎ আক্ষরিক অনুবাদ সম্পর্কে বিতৃয়া প্রকাশ করতে গিয়ে লেখক বলেছেন যে ,
এটি বাংলা ভাষার প্রকৃতিবিরুদ্ধ ।
75. The atomic engine has not even reached the blue
print stage , ‘ — বাক্যটির যথার্থ বাংলা অনুবাদ কী হওয়া উচিত ।
Ans: উপরোক্ত ইংরেজি বাক্যটির যথার্থ
বাংলা অনুবাদ হওয়া উচিত — ‘ পরমাণু ইঞ্জিনের নকশা পর্যন্ত এখনও প্রস্তুত হয়নি ।
76. ‘ When sulphur burns in air the nitrogen does
not take part in the reaction’— বাক্যটির একটি যথার্থ বাংলা অনুবাদ
করো ।
Ans: উপরোক্ত ইংরেজি বাক্যটির যথার্থ
বাংলা অনুবাদ হওয়া উচিত— যখন গন্ধক হাওয়ায় পোড়ে , তখন নাইট্রোজেনের
কোনো পরিবর্তন হয় না ।
77. ” বাংলা ভাষা বজায় থাকে । — এ কথা
বলার অর্থ কী ?
Ans: আলোচ্য উদ্ধৃতির অর্থ হল ইংরেজি
থেকে বাংলা আক্ষরিক অনুবাদের পরিবর্তে ভাবানুবাদ বাংলা ভাষার স্বকীয়তা ও সাবলীলতা
বজায় রাখে ।
78. এই ধারণা পুরোপুরি ঠিক নয় । কোন
ধারণার কথা বলা হয়েছে ?
Ans: অনেকের মতে বিজ্ঞান আলোচনায়
পারিভাষিক শব্দ বাদ দিয়ে সাধারণ শব্দ ব্যবহার করলে রচনা সহজ ও বোধগম্য হয় ।
কিন্তু এই ধারণা সম্পূর্ণ ঠিক নয় ।
”
বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ)
রাজশেখর বসু দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম
শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK
MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary
Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম
শ্রেণীর বাংলা পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম
শ্রেণীর বাংলা সাজেশন / দশম
শ্রেণীর বাংলা প্রশ্ও উত্তর । Class 10 Bengali
Suggestion / Class 10 Bengali Question
and Answer / Class 10 Bengali Suggestion / Class 10 Pariksha Bengali Suggestion
/ Bengali Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type Question and
Answer / Class 10 Bengali Suggestion FREE PDF Download)
বাংলা ভাষায় বিজ্ঞান
(প্রবন্ধ) রাজশেখর বসু প্রশ্ন ও উত্তর
(Class
10 Bengali Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer,
Suggestion / WBBSE Class 10th Bengali Suggestion / Class 10 Bengali Question and Answer / Class 10 Bengali Suggestion / Class 10 Pariksha Suggestion / Class
10 Bengali Exam Guide / Class 10 Bengali Suggestion 2024, 2025, 2026, 2027, 2023,
2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Bengali Suggestion MCQ , Short , Descriptive Type
Question and Answer. / Class 10 Bengali
Suggestion FREE PDF Download) সফল হবে।
বাংলা ভাষায় বিজ্ঞান
(প্রবন্ধ) রাজশেখর বসু প্রশ্ন ও উত্তর
বাংলা ভাষায় বিজ্ঞান
(প্রবন্ধ) রাজশেখর বসু প্রশ্ন ও উত্তর | বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু Class 10 Bengali Question and Answer Suggestion দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু প্রশ্ন ও উত্তর। বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু MCQ প্রশ্ন ও উত্তর | দশম
শ্রেণীর বাংলা ] বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু MCQ প্রশ্ন ও উত্তর | বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু Class 10 Bengali Question and Answer Suggestion দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু MCQ প্রশ্ন উত্তর।
দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা
ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু
বাংলা ভাষায় বিজ্ঞান
(প্রবন্ধ) রাজশেখর বসু SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু Class 10 Bengali Question and Answer Suggestion দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি বাংলা | Class 10 Bengali
অষ্টম শ্রেণি বাংলা (Class 10 Bengali ) – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু প্রশ্ন ও উত্তর | বাংলা
ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু | Class 10 Bengali Suggestion অষ্টম শ্রেণি বাংলা – বাংলা
ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু প্রশ্ন উত্তর।
দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু প্রশ্ন উত্তর | Class 10 Bengali Question and Answer, Suggestion দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু | দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু | বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু | দশম
শ্রেণীর বাংলা সহায়ক – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali Question and Answer, Suggestion | Class 10 Bengali Question and Answer Suggestion | Class 10 Bengali Question and Answer Notes | West Bengal Class
10th Bengali Question and Answer Suggestion.
WBBSE Class 10th Bengali Suggestion | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা
ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু
দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Bengali
Question and Answer, Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু । Class 10 Bengali Question and Answer Suggestion.
WBBSE
Class 10 Bengali Suggestion দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু | Class 10 Bengali Suggestion দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Bengali Suggestion | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা
ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
10 Bengali Question and Answer
Suggestions | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু | দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 10 Bengali Question and Answer দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর Class 10 Bengali Question and Answer দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Bengali Suggestion | দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা
ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
10 Bengali Question and Answer
Suggestion দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর – বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Bengali Question and Answer Suggestion দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Bengali
Suggestion Download WBBSE Class 10th Bengali short question suggestion . Class
10 Bengali Suggestion download Class 10th
Question Paper Bengali. WB Class 10 Bengali suggestion and important question
and answer. Class 10 Suggestion pdf.
বাংলা ভাষায় বিজ্ঞান
(প্রবন্ধ) রাজশেখর বসু দশম শ্রেণীর বাংলা পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। দশম শ্রেণীর বাংলা পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class
10 Bengali Question and Answer Question
and Answer prepared by expert subject teachers. WB Class 10 Bengali Suggestion
with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Bengali Suggestion | West Bengal Board of Secondary Education
(WBBSE) Class 10 Exam Class 10 Bengali
Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of
Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Bengali Suggestion is
provided here. Class 10 Bengali Question
and Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
বাংলা ভাষায় বিজ্ঞান
(প্রবন্ধ) রাজশেখর বসু দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali
Question and Answer with FREE PDF Download Link
বাংলা ভাষায় বিজ্ঞান
(প্রবন্ধ) রাজশেখর বসু দশম শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer বাংলা ভাষায় বিজ্ঞান (প্রবন্ধ) রাজশেখর বসু দশম
শ্রেণীর বাংলা প্রশ্ন ও উত্তর | Class 10 Bengali Question and Answer ”