দশম শ্রেণীর ভূগোল : বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 10th Geography Question and Answer
দশম
শ্রেণীর ভূগোল : বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
| WBBSE Class 10th Geography Question and Answer
বায়ুমণ্ডল (দ্বিতীয়
অধ্যায়) দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography
Question and Answer : বায়ুমণ্ডল
(দ্বিতীয় অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography
Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class
10th Geography Question and Answer, Suggestion, Notes | দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,
Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 10th MADHYAMIK
MADHYAMIKGeography Examination – পশ্চিমবঙ্গ দশম
শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দশম
শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography
Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. পৃথিবীর শুষ্কতম মরুভূমির
নাম –
(A) গোবি
(B) আটাকামা
(C) তুর্কিস্তান
(D) লাডাক
Ans: (B) আটাকামা
2. ক্ষুদ্র মন্ডল বলা হয় -
(ক) মেসোস্ফিয়ারকে
(খ) ট্রপোস্ফিয়ারকে
(গ)
স্ট্র্যাটোস্ফিয়ারকে
(ঘ)
ম্যাগনেটোস্ফিয়ারকে
উত্তরঃ (খ) ট্রপোস্ফিয়ারকে
3. বায়ুমণ্ডলের ওজোন
গ্যাস_________ স্তরে ঘণ অবস্থান থাকে। -
(ক)
স্ট্র্যাটোস্ফিয়ার
(খ) মেসোস্ফিয়ার
(গ) ট্রপোস্ফিয়ার
(ঘ) আয়নোস্ফিয়ার
উত্তরঃ (ক) স্ট্র্যাটোস্ফিয়ার
4. অতিবেগুনি রশ্মি শোষিত
হয় -
(ক) মেসোস্ফিয়ারে
(খ) ট্রপোস্ফিয়ারে
(গ)
স্ট্র্যাটোস্ফিয়ারে
(ঘ) আয়নোস্ফিয়ারে
উত্তরঃ (ঘ) আয়নোস্ফিয়ারে
5. ওজন গহ্বর তৈরি হয়েছে
-
(ক) নিরক্ষীয়
অঞ্চলে
(খ) সুমেরু অঞ্চলে
(গ) কুমেরু অঞ্চলে
(ঘ) ক্রান্তীয়
অঞ্চলে
উত্তরঃ (গ) কুমেরু অঞ্চলে
6. বায়ুমণ্ডলের কার্বন
ডাই-অক্সাইডের পরিমাণ -
(ক) ০.০৪%
(খ) 0.01%
(গ) 0.02%
(ঘ) 0.33%
উত্তরঃ (ক) ০.০৪%
7. পৃথিবীর গড় অ্যালবেডো
-
(ক) 34 শতাংশ
(খ) 40 শতাংশ
(গ) 50 শতাংশ
(ঘ) 66 শতাংশ
উত্তরঃ (ক) 34 শতাংশ
8. সূর্য থেকে পৃথিবীর
দিকে আসা রশ্মির যে অংশ পুনরায় মহাশূন্যে ফেরত যায় তাকে বলে -
(ক) অ্যালবেডো
(খ) বিউফোর্ট
(গ) বিকিরণ
(ঘ) পরিচলন
উত্তরঃ (ক) অ্যালবেডো
9. বায়ুর উষ্ণতা কোন
যন্ত্রের সাহায্যে মাপা হয় -
(ক) ব্যারোমিটার
(খ) অ্যানিমোমিটার
(গ) থার্মোমিটার
(ঘ) ক্যালরীমিটার
উত্তরঃ (গ) থার্মোমিটার
10. অ্যালবেডোর পরিমাণ
সবচেয়ে বেশি হয় -
(ক) বালির ওপর
(খ) তুষার ক্ষেত্রে
(গ) বনভূমিতে
(ঘ) জল ভাগের ওপর
উত্তরঃ (খ) তুষার ক্ষেত্রে
11. El Nino দেখা যায় -
(ক) বঙ্গোপসাগরে
(খ) ভারত মহাসাগরে
(গ) প্রশান্ত
মহাসাগরে
(ঘ) আটলান্টিক
মহাসাগরে
উত্তরঃ (গ) প্রশান্ত মহাসাগরে
12. doldrum সৃষ্টি হয় -
(ক) নিরক্ষীয়
অঞ্চলে
(খ) কর্কটীয় ও
মকরীয় অঞ্চলে
(গ) মেরু অঞ্চলে
(ঘ) উপ-ক্রান্তীয়
অঞ্চলের
উত্তরঃ (ক) নিরক্ষীয় অঞ্চলে
13. আয়ন বায়ু কে যে
নামে ডাকা হয় -
(ক) সাময়িক বায়ু
(খ) পশ্চিমা বায়ু
(গ) মেরু বায়ু
(ঘ) বাণিজ্য বায়ু
উত্তরঃ (ঘ) বাণিজ্য বায়ু
14. গর্জনশীল চল্লিশা
বলা হয় -
(ক) 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ
(খ) 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ
(গ) 40 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা
(ঘ) 40 ডিগ্রি পশ্চিম
দ্রাঘিমা
উত্তরঃ (খ) 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ
15. Coriolis শক্তির প্রভাবে বায়ুর -
(ক) চাপের পরিবর্তন
হয়
(খ) গতিবেগের
পরিবর্তন হয়
(গ) দিক বিক্ষেপ হয়
(ঘ) উষ্ণতার
পরিবর্তন হয়
উত্তরঃ (গ) দিক বিক্ষেপ হয়
16. ক্যারিবিয়ান সাগরে
সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম -
(ক) হ্যারিকেন
(খ) সাইক্লোন
(গ) টাইফুন
(ঘ) খামসিন
উত্তরঃ (ক) হ্যারিকেন
17. ভারতের একটি বৃষ্টিচ্ছায়
অঞ্চল হলো -
(ক) পশ্চিমঘাট
পর্বতের পশ্চিম ঢাল
(খ) পূর্বঘাট
পর্বতের পূর্বঢাল
(গ) হিমালয়ের দক্ষিণ ঢাল
(ঘ) শিলং
উত্তরঃ (ঘ) শিলং
18. পরিপৃক্ত বায়ুর
উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে গেলে কি
হয়? -
(ক) বাষ্পীভবন
(খ) অধঃক্ষেপণ
(গ) ঘনীভবন
(ঘ) তুষারপাত
উত্তরঃ (গ) ঘনীভবন
19. সম্পৃক্ত বায়ুর
আপেক্ষিক আদ্রতা হল -
(ক) 70 percent
(খ) 80 percent
(গ) 90 percent
(ঘ) 100 percent
উত্তরঃ (ঘ) 100 percent
20. ভারতের কোন্ রাজ্যে
বায়ুকার্যের মাধ্যমে ভূমিরূপের পরিবর্তন ঘটে ?
(A) রাজস্থান
(B) উত্তরপ্রদেশ
(C) মধ্যপ্রদেশ
(D) বিহার
Ans: (A) রাজস্থান
21. আফ্রিকার মরু অঞ্চলে
প্লায়া হ্রদকে বলে—
(A) ধান্দ
(B) শস
(C) স্যালিনা
(D) বোলসন
Ans: (A) ধান্দ
22. রাজস্থানে মরু অঞ্চলে
প্লায়া হ্রদকে বলে—
(A) ধান্দ
(B) ধ্রিয়ান
(C) বোলসন
(D) শটস
Ans: (A) ধান্দ
23. উষ্ণতার সঙ্গে আপেক্ষিক
আর্দ্রতার সম্পর্ক -
(ক) ব্যস্তানুপাতিক
(খ) সমানুপাতিক
(গ) ধনাত্মক
(ঘ) সম্পর্কযুক্ত
নয়
উত্তরঃ (ক) ব্যস্তানুপাতিক
24. আপেক্ষিক আর্দ্রতা মাপা
হয় যে যন্ত্রের সাহায্যে তা হলো -
(ক) হাইগ্রোমিটার
(খ) ব্যারোমিটার
(গ) থার্মোমিটার
(ঘ) অলটিমিটার
উত্তরঃ (ক) হাইগ্রোমিটার
25. পৃথিবীর বৃহত্তম
মরুভূমির নাম –
(A) সাহারা
(B) কালাহারি
(C) থর
(D) আটাকামা
Ans: (A) সাহারা
26. বায়ুচাপের একক হল –
ক) মিলিবার
খ) মিলিমিটার
গ) মিলিগ্রাম
ঘ) মিটার
উত্তর- বায়ুচাপের একক হল ক) মিলিবার।
27. এশিয়ার বৃহত্তম
মরুভূমির নাম –
(A) আরব
(B) গোবি
(C) থর
(D) তুর্কিস্তান
Ans: (B) গোবি
28. লোয়েস সমভূমি দেখা
যায়—
(A) হোয়াংহো
(B) ইংয়াংসিকিয়াং
(C) আমুর অববাহিকা
(D) নীলনদের অববাহিকা
Ans: (A) হোয়াংহো
29. ‘ Defiation ‘ বলতে বোঝায় বায়ুর
(A) অপসারণ প্রক্রিয়া
(B) অবঘর্ষ প্রক্রিয়া
(C) ঘর্ষণ প্রক্রিয়া
(D) লম্ফদান প্রক্রিয়া
Ans: (A) অপসারণ প্রক্রিয়া
30. বায়ুপ্রবাহে বাহিত
ছোটো শিলাখণ্ডের পারস্পরিক ঠোকাঠুকিকে বলে –
(A) অপসারণ
(B) ঘর্ষণ
(C) অবঘর্ষ
(D) উপলেপন
Ans: (B) ঘর্ষণ
31. কোন্ প্রক্রিয়ায়
বায়ুপ্রবাহের দ্বারা শিলাস্তরে আঁচড়কাটার মতো দাগ পড়ে –
(A) অবঘর্ষ প্রক্রিয়া
(B) ঘর্ষণ প্রক্রিয়া
(C) অপসারণ প্রক্রিয়া
(D) অধিগ্রহণ প্রক্রিয়ায়
Ans: (A) অবঘর্ষ প্রক্রিয়া
32. মরুভূমির শুষ্ক নদীখাতকে
কী বলে ?
(A) বোলসন
(B) ওয়াদি
(C) বাজাদা
(D) ধান্দ
Ans: (B) ওয়াদি
33. বালির মধ্যে কোন্
খনিজ বেশি পরিমাণে থাকে ?
(A) সিলিকন
(B) কোয়ার্টজ
(C) ফেল্ডস্পার
(D) মাইকা
Ans: (B) কোয়ার্টজ
34. বালুকাপূর্ণ মরুভূমিকে
সাহারায় বলে –
(A) কুম
(B) হামাদা
(C) রেগ
(D) আর্গ
Ans: (D) আর্গ
35. এশিয়ায় ‘ Koum desert ‘ বলতে বোঝায় –
(A) বালিময়
(B) কোণাকার শিলাময়
(C) প্রস্তরখণ্ডময়
(D) কাদাময় মরুভূমি
Ans: (A) বালিময়
36. পৃথিবীর বৃহত্তম
অপসারণ সৃষ্ট গর্ত হল –
(A) সম্বর
(B) কাতারা
(C) পুষ্কর
(D) কোনোটাই নয়
Ans: (B) কাতারা
37. বায়ু দ্বারা সুক্ষ্ম
পীত বালিকণা বহুদুর বাহিত হয়ে সঞ্চিত হলে তাকে বলে –
(A) সিফ
(B) বার্থান
(C) লোয়েস
(D) পেডিমেন্ট
Ans: (C) লোয়েস
38. বায়ুর গতিপথে উল্লম্বভাবে
অবস্থিত অর্ধচন্দ্রাকার বালিয়াড়িকে কী বলে ?
(A) বার্খান
(B) সিফ্
(C) অধিবৃত্তীয়
(D) পেডিমেন্ট
Ans: (A) বার্খান
39. প্রায় সমতল মরু
অঞ্চলে বিক্ষিপ্তভাবে দাঁড়িয়ে থাকা কঠিন শিলা গঠিত টিলাকে বলে –
(A) ইনসেলবার্জ
(B) পেডিমেন্ট
(C) বাজাদা
(D) গৌর
Ans: (A) ইনসেলবার্জ
40. ইয়ারদাং গড়ে ওঠে
কোন্ জলবায়ু অঞ্চলে ?
(A) আর্দ্র
(B) শীতল
(C) উষ্ণ – আর্দ্র
(D) শুষ্ক
Ans: (D) শুষ্ক
41. বায়ুর কাজ সবচেয়ে
বেশি দেখা যায় –
(A) উষ্ণ মরুভূমিতে
(B) শীতল মরুভূমিতে
(C) উচ্চ পার্বত্য
অঞ্চল
Ans: ?
(D) নাতিউচ্চ মালভূমিতে
42. কোন্টি উত্তর গোলার্ধের
মরুভূমি ?
(A) আটাকামা
(B) কালাহারি
(C) সোনেরান
(D) প্যাটাগোনিয়া
Ans: (C) সোনেরান
43. কোন্টি নাতিশীতোয়
মরুভূমির অন্তর্গত ।
(A) সাহারা
(B) কালাহারি
(C) গোবি
(D) থর
Ans: (C) গোবি
44. মরুভূমিতে বৃষ্টির
পরিমাণ –
(A) < ২৫ সেমি
(B) ৫০-৭৫ সেমি
(C) ৭৫-১০০ সেমি
(D) > ১০০ সেমি
Ans: (A) < ২৫ সেমি
45. প্যাটাগোনিয়া মরুভূমিটি
কোন্ মহাদেশে রয়েছে ?
(A) এশিয়া
(B) আফ্রিকা
(C) অস্ট্রেলিয়া
(D) দক্ষিণ আমেরিকা
Ans: (D) দক্ষিণ আমেরিকা
46. কোন্ প্রক্রিয়ায়
মরুভূমির বালি উড়ে গিয়ে গর্তের সৃষ্টি হয় ?
(A) অবঘর্ষ দিয়ে
(B) ঘর্ষণ ক্ষয়
(C) দ্রবণ
(D) অপবাহন
Ans: (D) অপবাহন
47. কোন্ ভূমিরূপকে ‘ Mushroom rocks ‘ বলা হয় ?
(A) ইয়ারদাংকের
(B) গৌর
(C) জুগ্যান
(D) ইনসেলবার্জ
Ans: (B) গৌর
48. ইনসেলবার্জ – এর
নামকরণ করেন –
(A) L. C. King
(B) R. A. Bagnold
(C) W. M. Davis
(D) J. W. Powell
Ans: (A) L. C. King
49. কোন্ মরুভূমির বালি
উড়ে গিয়ে হোয়াংহো অববাহিকার লোয়েস ভূমি গঠিত হয়েছে ?
(A) তাকলামাকান
(B) থর
(C) সাহারা
(D) গোবি
Ans: (A) তাকলামাকান
50. কোনটি দক্ষিণ গোলার্ধের
মরুভূমি –
(A) আটাকামা
(B) সাহারা
(C) গোবি
(D) সোনেরান
Ans: (A) আটাকামা
51. কোন্টি নাতিশীতোয়
মরুভূমি –
(A) সাহারা
(B) কালাহারি
(C) তাকলামাকান
(D) অস্ট্রেলিয়
Ans: (C) তাকলামাকান
52. শিলাময় মরুভূমি কী
নামে পরিচিত—
(A) আগ
(B) রেগ
(C) গৌর
(D) হামাদা
Ans: (D) হামাদা
53. Mushroom rock কোন্ ভূমিরূপকে বলা হয় –
(A) জুগ্যান
(B) ইনসেলবার্জ
(C) প্লায়া
(D) গৌর
Ans: (D) গৌর
54. বালিয়াড়ি শব্দটির
সঙ্গে কোন্ নামটি সম্পর্কিত ?
(A) ডেভিস
(B) বিউফোর্ট
(C) ব্যাগনল্ড
(D) গিলবার্ট
Ans: (C) ব্যাগনল্ড
55. প্যানফ্যান কোন্
ভূমিরূপটিকে বলা হয় ?
(A) পেডিমেন্ট
(B) ইনসেলবার্জ
(C) বার্খান
(D) ইয়ার্দাং
Ans: (A) পেডিমেন্ট
56. মরুভূমি অবনমিত অংশে
সৃষ্ট হ্রদ হল—
(A) অশ্বক্ষুরাকৃতি
হ্রদ
(B) প্যাটার্নওস্টার
হ্রদ
(C) কেটেল হ্রদ
(D) প্লায়া হ্রদ
Ans: (D) প্লায়া হ্রদ
57. বায়ুকার্যে কোন্
ভূমিরূপে দুটি শিং – এর মতো শিরা থাকে –
(A) ইনসেলবার্জ
(B) বার্খান
(C) পেডিমেন্ট
(D) ওয়াদি
Ans: (B) বার্খান
58. কোন্ মহাদেশে ‘ গ্রেট
গ্রিন ওয়াল ‘ নির্মাণ করা হয়েছে –
(A) এশিয়া
(B) উত্তর আমেরিকা
(C) আফ্রিকা
(D) অস্ট্রেলিয়া
Ans: (C) আফ্রিকা
59. কোন্ ভূমিরূপটি বায়ু
ও জলধারার মিলিত কার্যে গঠিত –
(A) গৌর
(B) ইয়ার্দাং
(C) ওয়াদি
(D) বার্খান
Ans: (C) ওয়াদি
60. ভারতের মরুভূমি গবেষণাকেন্দ্র
কোন শহরে রয়েছে –
(A) যোধপুর
(B) জয়সালমির
(C) দেরাদুন
(D) জয়পুর
Ans: (A) যোধপুর
61. কালাহারি কোন্ মহাদেশের
মরুভূমি ?
(A) উত্তর আমেরিকা
(B) আফ্রিকা
(C) দক্ষিণ আমেরিকা
(D) এশিয়া
Ans: (B) আফ্রিকা
বায়ুমণ্ডল (দ্বিতীয়
অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 10 Geography Suggestion | West Bengal WBBSE Class MADHYAMIK
MADHYAMIK(Class 10th) Geography Question and Answer Suggestion
1. কোন্ স্তর থাকার জন্য
আমরা রেডিয়োতে গান শুনতে পাই?
উত্তরঃ- আয়নোস্ফিয়ার।
2. ওজোনস্তরকে নষ্ট করছে
এমন দুটি গ্যাসের নাম করো।
উত্তরঃ- ক্লোরোফ্লুরোকার্বন এবং নাইট্রাস অক্সাইড।
3. 19.বর্তমানে কোথায়
ওজোনস্তরের ক্ষয়জনিত বিপদ সবথেকে বেশি?
উত্তরঃ- অ্যান্টার্কটিকায়।
4. ওজোনস্তর ক্ষয় পেলে
মূলত কী ঘটবে?
উত্তরঃ- অতিবেগুনি রশ্মি ভূপৃষ্ঠে এসে পড়বে, ফলে জীবকূলের মারাত্মক ক্ষতি ও বিশ্ব উম্নায়ন ঘটবে।
5. বায়ুর চাপ নির্দেশক
রেখাগুলিকে কী বলে?
উত্তরঃ- সমপ্রেষরেখা।
6. কোন্ অক্ষাংশকে ‘অশ্ব অক্ষাংশ’ বলে?
উত্তরঃ- উভয় গোলার্ধে 30°-35° অক্ষরেখার মধ্যবর্তী অংশকে।
7. 0°-10° অক্ষাংশের মধ্যে কী ধরনের বায়ুচাপ বিরাজ করে?
উত্তরঃ- নিম্নচাপ |
8. দুটি মেরু অঞ্চলে
কোন্ ধরনের বায়ুচাপ রয়েছে?
উত্তরঃ- উচ্চচাপ |
9. বায়ুচাপ মাপার একক
কী?
উত্তরঃ- মিলিবার।
10. ব্যারোমিটার কে আবিষ্কার
করেন?
উত্তরঃ-টরিসেলি।
11. কোন্ সময় দক্ষিণ-পশ্চিম
মৌসুমি বায়ু প্রবাহিত হয়?
উত্তরঃ-গ্রীষ্ম ঋতুতে।
12. দক্ষিণ গোলার্ধে
বায়ু কোন্ দিকে প্রবাহিত হয়?
উত্তরঃ- বামদিকে।
13. কোন্ যন্ত্রের সাহায্যে
বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয়?
উত্তরঃ- বাপতাকা।
14. পৃথিবীর কোন্ অঞ্চলে
বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি?
উত্তরঃ- 40°-60° দক্ষিণ অক্ষাংশে।
15. বিউফোর্ট স্কেলে কী
পরিমাপ করা যায়?
উত্তরঃ- বায়ুর গতিবেগ।
16. গর্জনশীল চল্লিশা
কী?
উত্তরঃ- দক্ষিণ গোলার্ধে 40°-50° অক্ষাংশের মধ্যে প্রবাহিত বায়ু।
17. ফেরেলের সূত্রটি
কোন্ সালে আবিষ্কৃত হয়?
উত্তরঃ- 1855 সালে।
18. বাইস ব্যালটের সূত্রটি
কোন্ সালে আবিষ্কৃত হয়?
উত্তরঃ- 1857 সালে।
19. আয়ন বায়ুর অন্য
নাম কী?
উত্তরঃ- বাণিজ্য বায়ু।
20. পৃথিবীর অধিকাংশ
মরুভূমি সৃষ্টি হয় কোথায়?
উত্তরঃ- ক্রান্তীয় অঞ্চলে।
21. একটি তুন্দ্রা জলবায়ু
অঞ্চলের নাম করো।
উত্তরঃ- গ্রিনল্যান্ড।
22. কোন্ জলবায়ুতে বায়ুর
কার্য বেশিমাত্রায় ক্রিয়াশীল ?
Ans: উষ্ণমরু জলবায়ুতে
।
23. বায়ু কী কী প্রক্রিয়ায়
ক্ষয়সাধন করে ?
Ans: অপবাহন , অবঘর্ষ ও ঘর্ষণ প্রক্রিয়ায়
।
24. বায়ু কী কী প্রক্রিয়ায়
বহনকার্য চালায় ?
Ans: লম্ফদান , ভাসমান ও গড়ানো প্রক্রিয়ায়
।
25. বায়ু কী কী প্রক্রিয়ায়
সঞ্চয়কার্য করে ?
Ans: অধঃক্ষেপণ , উপলেপন ও অধিগ্রহণ
প্রক্রিয়ায় ।
26. ‘ সিফ্ ‘ শব্দের অর্থ
কী ?
Ans: সোজা তরবারি ।
27. কোন কোন অঞ্চলে বায়ুর
কাজ দেখা যায় ?
Ans: শুষ্ক মরু অঞ্চল ও
সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে ।
28. ভেন্টিফ্যাক্ট শব্দের
অর্থ কী ?
Ans: লাতিন Ventus শব্দের অর্থ বাতাস , Fact = সৃষ্ট অর্থাৎ Ventifact = বায়ুপ্রবাহের ফলে
সৃষ্ট ।
29. ড্রেইকান্টার শব্দের
অর্থ কী ?
Ans: জার্মান শব্দ ‘ Dreikanter’- এর অর্থ Three sided অর্থাৎ ত্রিপার্শ্ব
অর্থাৎ তিন দিক থেকে সৃষ্ট ।
30. বায়ুর ক্ষয়জাত
কোন্ ভূমিরূপ দেখতে ব্রাজিল নাটের মতো ?
Ans: ভেন্টিফ্যাক্ট ।
31. পৃথিবীর বৃহত্তম
বালুকাময় মরু অঞ্চলের উদাহরণ দাও ।
Ans: সৌদি আরবের রুব –
আল – খালি ।
32. বায়ুমণ্ডলের ঊর্ধ্বসীমা
কত?
উত্তরঃ- প্রায় 10000 কিমি।
33. নিরক্ষীয় অঞ্চলে
ট্রপোস্ফিয়ারের উচ্চতা কত?
উত্তরঃ- 18 কিমি।
34. মেরু অঞ্চলে ট্রপোস্ফিয়ার
কতদূর পর্যন্ত বিস্তৃত?
উত্তরঃ- ৪ কিমি পর্যন্ত।
35. বায়ুমণ্ডলের সবচেয়ে
ওপরে কোন্ গ্যাস রয়েছে?
উত্তরঃ- হাইড্রোজেন গ্যাস।
36. সৌরজগতের আর কোন্
গ্রহে পৃথিবীর মতো বায়ুমণ্ডল রয়েছে?
উত্তরঃ- কোথাও নেই।
37. বায়ুমণ্ডল পৃথিবীকে
ঘিরে আছে কেন?
উত্তরঃ- মাধ্যাকর্ষণ শক্তির কারণে।
38. বিশুদ্ধ বায়ু কেমন
হয়?
উত্তরঃ- বর্ণ, গন্ধ ও স্বাদহীন হয়।
39. হেটেরোস্ফিয়ারের
সর্বোচ্চ স্তরের নাম কী?
উত্তরঃ- হাইড্রোজেন স্তর।
40. বৃষ্টিপাত ঘটার জন্য
বায়ুমণ্ডলের কোন উপাদান খুব দরকারি?
উত্তরঃ- জলীয়বাষ্প।
41. বায়ুমণ্ডলে কোন্
গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তরঃ- নাইট্রোজেন।
42. বায়ুমণ্ডলের দুটি
নিষ্ক্রিয় গ্যাসের নাম করো।
উত্তরঃ-আর্গন ও নিয়ন।
43. জেট বিমানগুলি কোন্
স্তরের মধ্যে দিয়ে উড়ে যায়?
উত্তরঃ- স্ট্র্যাটোস্ফিয়ারের।
44. কোন্ স্তরকে ‘পৃথিবীর ছাতা’ বলা
হয়?
উত্তরঃ- ওজোনস্তরকে।
45. বায়ুমণ্ডলের কোন্
গ্যাসের প্রভাবে লোহায় মরচে ধরে?
উত্তরঃ- অক্সিজেন।
46. মেসোস্ফিয়ারের সর্বাধিক
উচ্চতা কত?
উত্তরঃ- ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে প্রায় ৪০ কিমি পর্যন্ত।
47. বায়ুমণ্ডলের কোন্
স্তরে তাপমাত্রা খুব দ্রুত বেড়ে যায়?
উত্তরঃ- থার্মোস্ফিয়ার।
48. উন্নতা নির্দেশক
বক্ররেখাটি অবতল হলে তা কোন্ গোলার্ধকে নির্দেশ করে?
উত্তরঃ- দক্ষিণ গোলার্ধ।
49. কোথায় একটানা ছয়
মাস দিন ও রাত্রি হয়?
উত্তরঃ- উত্তরমেরু ও দক্ষিণমেরুতে।
50. বায়ুর উন্নতার স্বাভাবিক
হ্রাসের হার কত?
উত্তরঃ- প্রতি 1000 মিটার উচ্চতায় 6.5°সে।
51. কোথায় সারাবছর তাপমাত্রা
বেশি থাকে?
উত্তরঃ- নিরক্ষীয় অঞ্চলে।
52. দক্ষিণ গোলার্ধে
পর্বতের কোন ঢাল বেশি উয় থাকে?
উত্তরঃ- উত্তরঢাল।
53. ‘পৃথিবীর অ্যালবেডোর
পরিমাণ কত?
উত্তরঃ- 34%
54. উষ্মমণ্ডলের গড়
উন্নতা কত?
উত্তরঃ- 27°সে।
55. হিমমণ্ডলের গড় উষ্ণতা
কত?
উত্তরঃ- 0°সে।
56. সূর্যপৃষ্ঠের আনুমানিক
উন্নতা কত?
উত্তরঃ- প্রায় 6000°সে।
57. সমুদ্র-সংলগ্ন এলাকায়
জলবায়ু কী ধরনের?
উত্তরঃ- সমভাবাপন্ন |
58. ফারেনহাইট স্কেলে
জলের স্ফুটনাঙ্ক কত?
উত্তরঃ- 212 °ফা ।
59. ফারেনহাইট স্কেলে
জলের হিমাঙ্ক কত?
উত্তরঃ- 32 °ফা।
60. 1°সেন্টিগ্রেড কত
ডিগ্রি ফারেনহাইটের সমান?
উত্তরঃ- 33.8° ফারেনহাইট।
61. জলাভূমি থেকে কী
ধরনের গ্রিনহাউস গ্যাস নির্গত হয়?
উত্তরঃ- মিথেন।
62. পৃথিবীর জলরাশির
চক্রাকারে আবর্তনকে কী বলে?
উত্তরঃ- জলচক্র।
63. উদ্ভিদ কোন্ প্রক্রিয়ায়
জলকে বাষ্পীভূত করে?
উত্তরঃ- প্রস্বেদন।
64. বাষ্পীভবন ও প্রস্বেদন
প্রক্রিয়াকে একত্রে কী বলে?
উত্তরঃ- বাষ্পীয় প্রস্বেদন।
65. মাটির ভিতরে সঞ্চিত
জলকে কী বলে?
উত্তরঃ- ভৌমজল।
66. ঘনীভবন এবং অধঃক্ষেপণের
মূল উৎস কী?
উত্তরঃ- জলীয়বাষ্প।
67. বায়ুতে জলীয়বাষ্প
কম থাকলে বাষ্পীভবনের হার কেমন হয়?
উত্তরঃ- বেড়ে যায়।
68. একটি নির্দিষ্ট আয়তনের
বায়ুতে যে পরিমাণ জলীয়বাষ্প আছে সেই পরিমাপকে কী বলে?
উত্তরঃ- চরম আর্দ্রতা।
69. প্রতি একক ভর বায়ুতে
কত ওজনের জলীয়বাষ্প রয়েছে তার পরিমাণকে কী বলে?
উত্তরঃ- বিশেষ আর্দ্রতা।
70. বিশেষ আর্দ্রতাকে
কীভাবে প্রকাশ করা হয়?
গ্রাম/কিলোগ্রাম-এ পৃথিবীর সর্বাধিক বিশেষ আর্দ্রতা রয়েছে কোথায়?
উত্তরঃ- নিরক্ষীয় অঞ্চলে।
71. আপেক্ষিক আর্দ্রতা
কোন্ এককে প্রকাশ করা যায়?
উত্তরঃ- শতকরা হিসাবে।
72. সম্পৃক্ত বায়ুর
আপেক্ষিক আর্দ্রতা কত?
উত্তরঃ- 100 শতাংশ।
73. যে সৌরশক্তি পৃথিবীর
দিকে আসে, তাকে কী বলে?
উত্তরঃ- ইনসোলেশন।
74. ‘পৃথিবীর অ্যালবেডোর
পরিমাণ কত?
উত্তরঃ- 34%|
75. ফারেনহাইট স্কেলে
জলের স্ফুটনাঙ্ক কত?
উত্তরঃ- 212 °ফা।
76. উয়তার প্রসর কী?
উত্তরঃ- সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য।
77. রেগ কী ?
Ans: কোণাকার
শিলাখণ্ডপূর্ণ মরুভূমি ।
78. রেগ মরুভূমি কোন্
দেশে দেখা যায় ?
Ans: আলজিরিয়ায় ।
79. ‘ Deflation ‘ শব্দের অর্থ কী ?
Ans: গ্রিক শব্দ Deflare = to blow away অর্থাৎ অন্যত্র বয়ে নিয়ে যাওয়া , বাংলায় অপবাহন ।
80. ‘ বার্থান ‘ শব্দের
অর্থ কী ?
Ans: তুর্কি শব্দ ‘ Barchan’- এর অর্থ কিরঘিজ , স্টেপ অঞ্চলের
বালিয়াড়ি ।
81. মরু অঞ্চলের শুষ্ক
নদীখাতকে কী বলে ?
Ans: ওয়াদি ।
82. মেক্সিকোর মরুভূমিতে
প্লায়া হ্রদকে কী বলে ?
Ans: বোলসন ( Bolson ) ।
83. অতিরিক্ত লবণাক্ত
প্লায়াকে কী বলে ?
Ans: স্যালিনা ।
84. কেরলের মালাবার উপকূলের
বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলে ?
Ans: টেরিস ।
85. সিফ বালিয়াড়ি নামকরণ
কে করেন ?
Ans: ব্যাগনল্ড ।
86. ইনসেলবার্জ ক্ষয়
পেয়ে বোল্ডাররূপী ভূমিরূপ গঠন করে , তাকে কী বলে ?
Ans: ক্যাসেল কপিজ ।
87. যে তাপমাত্রায় জলীয়বাষ্প
জলকণায় পরিণত হয়, তাকে কী বলে?
উত্তরঃ- শিশিরাঙ্ক।
88. বায়ুর ঘনীভবনের
যে-কোনো একটি উদাহরণ দাও |
উত্তরঃ- শিশির।
89. বায়ুমণ্ডল থেকে
জলকণা কঠিন অথবা তরলরূপে ভূপৃষ্ঠে পড়াকে কী বলে?
উত্তরঃ- অধঃক্ষেপণ |
90. মৌসুমি বায়ুর একটি
বৈশিষ্ট্য লেখো |
উত্তরঃ- শীত ও গ্রীষ্মে বিপরীতমুখী বায়ুপ্রবাহ |
91. ভারতের একটি উম্ন
মরু জলবায়ু অঞ্চলের নাম করো।
উত্তরঃ- থর।
92. ভারতের বেশিরভাগ
বৃষ্টিপাত কোন্ শ্রেণির?
উত্তরঃ- শৈলোৎক্ষেপ শ্রেণির।
93. পৃথিবীর সর্বাপেক্ষা
বিধ্বংসী ঘূর্ণিঝড়ের নাম লেখো।
উত্তরঃ- টর্নেডো।
94. সমগ্রেষ রেখা কী
দেখায়?
উত্তরঃ- সমান বায়ুচাপবিশিষ্ট স্থানসমূহ।
95. একটি অত্যাধুনিক
বায়ুচাপ মাপার যন্ত্রের নাম করো।
উত্তরঃ- ব্যারোগ্রাফ।
96. পৃথিবীর আবর্তনের
জন্য কোন্ বলের সৃষ্টি হয়?
উত্তরঃ- কোরিওলিস বলের।
97. কোন যন্ত্রের সাহায্যে
বায়ুর গতিবেগ পরিমাপ করা হয়?
উত্তরঃ- অ্যানিমোমিটার।
98. পৃথিবী ও আন্তঃগ্রহমণ্ডলীয়
মহাকাশের সীমা কী?
উত্তরঃ- ম্যাগনেটোপজ।
99. ওজনস্তরটির ঘনত্ব
কোথায় সবচেয়ে বেশি রয়েছে?
উত্তরঃ- 24-40 কিমি উচ্চতায় |
100. বায়ুমণ্ডলের কোন্
স্তরে মেরুজ্যোতির সৃষ্টি হয়?
উত্তরঃ- আয়নোস্ফিয়ার।
101. রাসায়নিক গঠন অনুসারে
বায়ুমণ্ডলকে কী কী স্তরে ভাগ করা যায়?
উত্তরঃ- হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার।
”
বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দশম
শ্রেণীর পরীক্ষা (West Bengal Class MADHYAMIK
MADHYAMIK/ WB Class 10 / WBBSE / Class 10 Exam / West Bengal Board of Secondary
Education – WB Class 10 Exam / Class 10th / WB Class 10 / Class 10 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দশম
শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দশম
শ্রেণীর ভূগোল সাজেশন / দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 10 Geography
Suggestion / Class 10 Geography Question
and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Geography
Suggestion / Geography Class 10 Exam Guide / MCQ , Short , Descriptive Type
Question and Answer / Class 10 Geography Suggestion FREE PDF Download)
বায়ুমণ্ডল (দ্বিতীয়
অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(Class
10 Geography Suggestion / West Bengal MADHYAMIK MADHYAMIKQuestion and Answer,
Suggestion / WBBSE Class 10th Geography Suggestion / Class 10 Geography Question and Answer / Class 10 Geography Suggestion / Class 10 Pariksha Suggestion / Class
10 Geography Exam Guide / Class 10 Geography Suggestion 2024, 2025, 2026, 2027, 2023,
2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 10 Geography Suggestion MCQ , Short , Descriptive Type
Question and Answer. / Class 10 Geography
Suggestion FREE PDF Download) সফল হবে।
বায়ুমণ্ডল (দ্বিতীয়
অধ্যায়) প্রশ্ন ও উত্তর
বায়ুমণ্ডল (দ্বিতীয়
অধ্যায়) প্রশ্ন ও উত্তর | বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) Class 10 Geography Question and Answer Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর। বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | দশম
শ্রেণীর ভূগোল ] বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) Class 10 Geography Question and Answer Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল
(দ্বিতীয় অধ্যায়)
বায়ুমণ্ডল (দ্বিতীয়
অধ্যায়)
SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) Class 10 Geography Question and Answer Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 10 Geography
অষ্টম শ্রেণি ভূগোল (Class 10 Geography ) – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | বায়ুমণ্ডল
(দ্বিতীয় অধ্যায়) | Class 10 Geography Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – বায়ুমণ্ডল
(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর।
দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 10 Geography Question and Answer, Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) | দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) | বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) | দশম
শ্রেণীর ভূগোল সহায়ক – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 10 Geography Question and Answer, Suggestion | Class 10 Geography Question and Answer Suggestion | Class 10 Geography Question and Answer Notes | West Bengal Class
10th Geography Question and Answer Suggestion.
WBBSE Class 10th Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল
(দ্বিতীয় অধ্যায়)
দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 10 Geography
Question and Answer, Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) । Class 10 Geography Question and Answer Suggestion.
WBBSE
Class 10 Geography Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) | Class 10 Geography Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল
(দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
10 Geography Question and Answer
Suggestions | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) | দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 10 Geography Question and Answer দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 10 Geography Question and Answer দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 10 Geography Suggestion | দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল
(দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
10 Geography Question and Answer
Suggestion দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 10 Geography Question and Answer Suggestion দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 10 Geography
Suggestion Download WBBSE Class 10th Geography short question suggestion . Class
10 Geography Suggestion download Class
10th Question Paper Geography. WB Class 10 Geography suggestion and important
question and answer. Class 10 Suggestion pdf.
বায়ুমণ্ডল (দ্বিতীয়
অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। দশম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class
10 Geography Question and Answer
Question and Answer prepared by expert subject teachers. WB Class 10 Geography
Suggestion with 100% Common in the Examination .Class MADHYAMIK MADHYAMIK Geography Suggestion | West Bengal Board of Secondary Education
(WBBSE) Class 10 Exam Class 10 Geography
Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of
Secondary Education (WBBSE) Class 10 MADHYAMIK MADHYAMIK Geography Suggestion
is provided here. Class 10 Geography
Question and Answer Suggestion Questions Answers PDF Download Link in
Free here.
বায়ুমণ্ডল (দ্বিতীয়
অধ্যায়) দশম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography
Question and Answer with FREE PDF Download Link
বায়ুমণ্ডল (দ্বিতীয়
অধ্যায়) দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer বায়ুমণ্ডল (দ্বিতীয় অধ্যায়) দশম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 10 Geography Question and Answer ”