দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান : মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | WBBSE Class 12th Education Question and Answer
দ্বাদশ
শ্রেণীর শিক্ষা বিজ্ঞান : মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) দ্বাদশ
শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর
| WBBSE Class 12th Education Question and Answer
মাধ্যমিক শিক্ষা কমিশন
(ষষ্ঠ অধ্যায়) দ্বাদশ শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 12 Education
Question and Answer : মাধ্যমিক
শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) দ্বাদশ শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 12 Education
Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class
12th Education Question and Answer, Suggestion, Notes | দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,
Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 12th HS
HSEducation EXiamination – পশ্চিমবঙ্গ দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 12 Education
Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. মুদালিয়র কমিশন মুদালিয়র কমিশনে ভারতীয় সদস্যসংখ্যা—
[A] 8
[B] ৫
[C] ৭
[D] ৯ ।
উত্তর:- [C] ৭
2. ১৯৪৮ খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য কমিটি গঠনের
প্রস্তাব দেয় –
[A] রায়চঁাদ কমিটি
[B] যশপাল কমিটি
[C] তারাচঁাদ কমিটি
[D] রেড্ডি কমিটি ।
উত্তর:- [C] তারাচঁাদ কমিটি
3. মুদালিয়র কমিশনের মতে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক
স্তর হবে—
[A] ৬ বছরের জন্য
[B] ৩ বছরের জন্য
[C] ৪ বছরের জন্য
[D] ৫ বছরের জন্য ।
উত্তর:- [C] ৪ বছরের জন্য
4. মুদালিয়র কমিশনের মতে , জুনিয়র বেসিক
বা নিম্নবুনিয়াদি স্তরের পর শিক্ষার্থীদের কোন ভাষা শেখানোর ব্যবস্থা করতে হবে ?
[A] বাংলা ও ইংরেজি
[B] বাংলা ও উর্দু
[C] ইংরেজি ও হিন্দি
[D] উর্দু ও হিন্দি ।
উত্তর:- [C] ইংরেজি ও হিন্দি
5. মুদালিয়র কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে বিভিন্ন প্রবাহের [
Stream ] বিষয়গুলিকে ক’টি গ্রুপে ভাগ করেছে ?
[A] ৫ টি
[B] ৬ টি
[C] ৭ টি
[D] ৯ টি ।
উত্তর:- [C] ৭ টি
6. মুদালিয়র কমিশনের অপর নাম হলো –
[A] প্রাথমিক শিক্ষা কমিশন
[B] মাধ্যমিক শিক্ষা কমিশন
[C] মহাবিদ্যালয় শিক্ষা কমিশন
[D] বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন ।
উত্তর:- [B] মাধ্যমিক শিক্ষা কমিশন
7. মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয় –
[A] ১৯৫২ খ্রিস্টাব্দের ২৩ সেপ্টেম্বর
[B] ১৯৫০ খ্রিস্টাব্দের ২৩ মার্চ
[C] ১৯৫৩ খ্রিস্টাব্দের ২৩ জুন
[D] ১৯৫২ খ্রিস্টাব্দের ২৩ জানুয়ারি
উত্তর:- [A] ১৯৫২ খ্রিস্টাব্দের ২৩ সেপ্টেম্বর
8. মুদালিয়র কমিশন অপর যে নামে পরিচিত তা হল –
[A] বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন
[B] মাধ্যমিক শিক্ষা কমিশন
[C] কোঠারি কমিশন
[D] জাতীয় শিক্ষানীতি
উত্তর:- [B] মাধ্যমিক শিক্ষা কমিশন
9. মুদালিয়র কমিশনের মতে, মাধ্যমিক স্তরের
শিক্ষা হবে –
[A] ভাষাভিত্তিক
[B] স্বয়ংসম্পূর্ন
[C] বুনিয়াদি
[D] উচ্চ প্রাথমিক
উত্তর:- [B] স্বয়ংসম্পূর্ন
10. মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদি শিক্ষার মেয়াদ
হবে –
[A] ৩ বছর
[B] ৫ বছর
[C] ৭ বছর
[D] ৬ বছর
উত্তর:- [B] ৫ বছর
11. মুদালিয়র কমিশনের সুপারিশ অনুসারে উচ্চমাধ্যমিক শিক্ষার সময়কাল
হল –
[A] ২ বছর
[B] ৩ বছর
[C] ৪ বছর
[D] ৫ বছর
উত্তর:- [C] ৪ বছর
12. CABE একটি –
[A] শিক্ষাপ্রতিষ্ঠান
[B] জাতীয় প্রতিষ্ঠান
[C] আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান
[D] আন্তর্জাতিক প্রতিষ্ঠান
উত্তর:- [B] জাতীয় প্রতিষ্ঠান
13. মুদালিয়র কমিশনের মতে, ভারতের সর্বত্র
মাধ্যমিক শিক্ষার মাধ্যম হবে –
[A] বাংলা ভাষা
[B] মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা
[C] হিন্দি ভাষা
[D] ইংরেজি ভাষা
উত্তর:- [B] মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা
14. মুদালিয়র কমিশনের মতে, মধ্যশিক্ষা
পর্ষদের সভাপতি হবেন –
[A] শিক্ষামন্ত্রী
[B] মুখ্যসচিব
[C] রাজ্যের শিক্ষা আধিকারিক
[D] শিক্ষা সচিব
উত্তর:- [C] রাজ্যের শিক্ষা আধিকারিক
15. বহুমুখী বিদ্যালয়ের কথা কোন কমিশনে বলা হয়েছে?
[A] রাধাকৃষ্ণন কমিশনে
[B] কোঠারি কমিশনে
[C] মুদালিয়র কমিশনে
[D] জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬
উত্তর:- [C] মুদালিয়র কমিশনে
16. ‘সপ্তপ্রবাহের কথা’ নিম্নোক্ত কোন কমিশনে উল্লেখ করা আছে?
[A] রাধাকৃষ্ণন কমিশনে
[B] কোঠারি কমিশনে
[C] মুদালিয়র কমিশনে
[D] জাতীয় শিক্ষানীতি, ১৯৮৬
উত্তর:- [C] মুদালিয়র কমিশনে
17. মুদালিয়র কমিশনের মতে কোন শ্রেণির ছাত্র – ছাত্রীরা পছন্দমতো
পাঠ্যসমূহ নির্বাচনে সক্ষম ?
[A] দশম শ্রেণি
[B] অষ্টম শ্রেণি
[C] দ্বাদশ শ্রেণি
[D] নবম শ্রেণি ।
উত্তর:- [D] নবম শ্রেণি ।
18. মুদালিয়র কমিশন গঠন করা হয়—
[A] ১৯৪৮ খ্রিস্টাব্দে
[B] ১৯৫০ খ্রিস্টাব্দে
[C] ১৯৫১ খ্রিস্টাব্দে
[D] ১৯৫২ খ্রিস্টাব্দে ।
উত্তর:- [D] ১৯৫২ খ্রিস্টাব্দে ।
19. মুদালিয়র কমিশনের সদস্যসংখ্যা—
[A] ৫
[B] ৬
[C] ৭
[D] ৯ ।
উত্তর:- [D] ৯ ।
20. মুদালিয়র কমিশনের রিপোর্ট সরকারের কাছে জমা পড়ে—
[A] ১৯৫২ খ্রিস্টাব্দে
[B] ১৯৫৩ খ্রিস্টাব্দে
[C] ১৯৫৬ খ্রিস্টাব্দে
[D] ১৯৬৫ খ্রিস্টাব্দে ।
উত্তর:- [B] ১৯৫৩ খ্রিস্টাব্দে
21. মুদালিয়র কমিশনের রিপোর্টে অধ্যায় সংখ্যা
[A] ৯ অধ্যায়
[B] ১২ অধ্যায়
[C] ১৬ অধ্যায়
[D] ২০ অধ্যায় ।
উত্তর:- [C] ১৬ অধ্যায়
22. মাধ্যমিক শিক্ষায় 7 টি প্রবাহের
অবতারণা করে –
[A] হান্টার কমিশন
[B] মুদালিয়র কমিশন
[C] বিশ্ববিদ্যালয় কমিশন
[D] সার্জেন্ট কমিশন ।
উত্তর:- [B] মুদালিয়র কমিশন
মাধ্যমিক শিক্ষা কমিশন
(ষষ্ঠ অধ্যায়) দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান সাজেশন প্রশ্ন ও উত্তর Class 12 Education Suggestion | West Bengal WBBSE Class HS HS(Class
12th) Education Question and Answer Suggestion
1. নারী শিক্ষা বিষয়ে মুদালিয়র কমিশনের সুপারিশ কী ছিল?
উত্তর:- মুদালিয়ার কমিশনের মতে মেয়েদের শিক্ষা ছেলেদের সঙ্গে সমান ভাবে চলবে তাদের
জন্য গার্হস্থ্য বিজ্ঞানের সুপারিশ করা হয়, সেই সঙ্গে বিশেষ করে অনুন্নত অঞ্চলগুলিতে সরকারি তরফে পৃথক
বিদ্যালয় প্রতিষ্ঠার কথা বলা হয়
2. মুদালিয়ার কমিশন শিক্ষক-শিক্ষণের জন্য কি সুপারিশ করে?
উত্তর:- মুদালিয়র কমিশনের মতে মাধ্যমিক শিক্ষায় উত্তীর্ণ শিক্ষক-শিক্ষিকার জন্য
শিক্ষণের কাল দুই বছর এবং স্নাতক শিক্ষকদের জন্য এক বছরের শিক্ষণ কোর্সের প্রস্তাব
দিয়েছিল
3. মুদালিয়ার কমিশনের প্রস্তাবে বহুমুখী বিদ্যালয় বলতে কী বোঝানো
হয়েছে?
উত্তর:- মুদালিয়র কমিশনের প্রস্তাবে বলা হয়েছে, যে সমস্ত বিদ্যালয় থেকে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ রুচি,
সামর্থ্য ও প্রবণতা অনুযায়ী সাধারণ ও বিশেষধর্মী শিক্ষা লাভ করতে
পারে, তাদের বহুমুখী বিদ্যালয় বলা হয়
4. মাধ্যমিক শিক্ষাবোর্ড কেন গঠন করা
হয়?
উত্তর:- মাধ্যমিক শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে পরিচালনার জন্য প্রতিটি রাজ্যের শিক্ষা
অধিকর্তার সভাপতিত্বে কারিগরি ও বৃত্তি শিক্ষা সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের
জন্য মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন করা হয়
5. Cumulative Record Card - কী?
উত্তর:- মুদালিয়ার কমিশনের প্রস্তাব অনুযায়ী শিক্ষার্থীর মানোন্নয়ন সম্পর্কে যে
বিবরণ পত্র লেখা হতো তাকে CRC বা Cumulative
Record Card বলা হয়
6. কতজন সদস্য নিয়ে মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন করা হয়?
উত্তর:- 10 জন কারিগরি ও বৃত্তি শিক্ষা বিষয়ে 25 জন
বিশেষজ্ঞ ব্যক্তিকে নিয়ে মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠন করা হয়
7. মুদালিয়র কমিশন পরীক্ষায় নম্বর প্রদানের জন্য কোন পদ্ধতি
চালু করে?
উত্তর:- মুদালিয়র কমিশন পরীক্ষায় নম্বর প্রদানের জন্য সাংকেতিক পদ্ধতি ব্যবহারের
সুপারিশ করেছিল যেমন 'A' অতি উত্তম ,'B'
উত্তম ,'C' সাধারণ, 'D' মন্দ,
'E' অতিমন্দ
8. মাধ্যমিক শিক্ষা কমিশন কার সভাপতিত্বে গঠিত হয়?
উত্তর:- ড.লক্ষণস্বামী মুদালিয়রের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন গঠিত হয়
9. মুদালিয়র কমিশন কত খ্রিস্টাব্দে এবং কত পৃষ্ঠার সুপারিশ সরকারের
কাছে জমা দেয় ?
উত্তর:- মুদালিয়র কমিশন 1953 খ্রিস্টাব্দে
29 আগস্ট এবং 331 পৃষ্ঠার গুরুত্বপূর্ণ
সুপারিশ সরকারের কাছে জমা দেয়
10. মাধ্যমিক শিক্ষা কমিশনের 2টি উদ্দেশ্য
লেখো
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশনের উদ্দেশ্য—[i] গণতান্ত্রিক চেতনা সম্পন্ন সুনাগরিক তৈরি করা [ii] বৃত্তিশিক্ষার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন
11. মাধ্যমিক শিক্ষার একটি উদ্দেশ্য উল্লেখ করো
উত্তর:- মাধ্যমিক শিক্ষার অন্যতম উদ্দেশ্য হল উন্নত ব্যক্তিত্বসম্পন্ন চরিত্রবান মানুষ
সৃষ্টি করা
12. AICTE-এর পুরো নাম কী?
উত্তর:- AICTE-এর পুরো নাম হল — All India Council for Technical
Education.
13. CABE-এর পুরো নাম লেখো
উত্তর:- Central Advisory Board of Education.
14. SABE-এর পুরো নাম লেখো
উত্তর:- SABE-এর পুরো নাম হল-State Advisory Board of Educa
15. CRC-এর পুরো নাম লেখো
উত্তর:- CRC-এর পুরো নাম হল – Cumulative Record Card.
16. CRC-এর উদ্দেশ্য লেখো
উত্তর:- CRC-এর উদ্দেশ্য হল, ছাত্রছাত্রীদের শিক্ষাক্রম
ও বৃত্তির সার্বিক মূল্যায়ণ করা শিক্ষার্থীদের যাবতীয় তথ্য লিপিবদ্ধ করা এবং
তাদের সাফল্য ও দুর্বলতার দিকগুলি চিহ্নিত করা
17. কমিশনের প্রতিবেদনে মাধ্যমিক শিক্ষার দুটি ত্রুটির উল্লেখ
করো
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রতিবেদনে উল্লেখিত ত্রুটি—[i] প্রচলিত মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম
ছিল যান্ত্রিক ও বৈচিত্র্যহীন এই শিক্ষা গ্রহণে শিক্ষার্থীরা আগ্রহবোধ করত না,
[ii] বিদ্যালয়গুলিতে পুঁথিগত বিদ্যার আয়ত্তের ওপরই গুরুত্ব দেওয়া
হত
18. মাধ্যমিক কমিশনের প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি লেখো
উত্তর:- মাধ্যমিক কমিশনের প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি হল— প্রাথমিক শিক্ষা হবে 45 বছরের, মাধ্যমিক
শিক্ষা হবে 43 বছরের এবং উচ্চমাধ্যমিক হবে 3 বছরের মোট 11 বছরে শিক্ষা কাঠামো
19. মুদালিয়র কমিশনে ভাষা শিক্ষার বিষয় সুপারিশটি লেখো
উত্তর:- মুদালিয়র কমিশন মাধ্যমিক শিক্ষাস্তরের জন্য ত্রিভাষার সুপারিশ করেন এই তিনটি
ভাষা হল – [i] মাতৃভাষা বা
আঞ্চলিক ভাষা, [ii] হিন্দি ভাষা, [iii] ইংরেজি ভাষা
20. সস্ত প্রবাহের বিষয়গুলি কী কী?
উত্তর:- মুদালিয়র কমিশন প্রস্তাবিত সপ্তপ্রবাহের বিষয়গুলি হল—[1] মানবিক বিজ্ঞান, [2] বিজ্ঞান, [3] কৃষিবিদ্যা, [4] চারুকলা,
[5] গার্হস্থ্য বিজ্ঞান, [6] কারিগরী বিষয়,
[7] বাণিজ্য
21. AICTE-এর একটি কাজ উল্লেখ করো
উত্তর:- বৃত্তিগত পাঠ্যক্রমে যারা শিক্ষিত হবে তারা যাতে উচ্চমাধ্যমিক স্তরের শেষেও
নানা ধরনের বৃত্তি ও কারিগরী স্তরে শিক্ষালাভের সুযোগ পায় তার ব্যবস্থা করবে AICTE |
22. মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের মূল্যয়নের জন্য
“S-Point Scale"- এর সুপারিশ করেছিলেন সেগুলি লেখো
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের মূল্যয়নের জন্য যে “S-Point Scale”-এর সুপারিশ করেছিল তা
হল—[1] A [Excellent] [2] B [Good], [3] C [Fair and aveerage] [4] D [Poor],
[5] E[Very poor]
23. বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন বলেছেন?
উত্তর:- বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা বলেছেন, মুদালিয়র কমিশন মাধ্যমিক শিক্ষার সার্বিক উন্নয়নের জন্য
24. বহুমুখী বিদ্যালয়ের দুটি উদ্দেশ্য
লেখো
উত্তর:- বহুমুখী বিদ্যালয়ের উদ্দেশ্য – [i] রুচি ও সামর্থ্য অনুসারে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সুযোগ
দেওয়া [ii] কারিগরী বিদ্যালয়গুলি পরিচালনা করতে হবে
কারখানাগুলির সঙ্গে ঘনিষ্ঠ সংযোগ রেখে
25. মাধ্যমিক শিক্ষা কমিশন কাদের জন্য গ্রামাঞ্চলে আবাসিক বিদ্যালয়
স্থাপনের সুপারিশ করেন?
উত্তর:- যেসব পিতামাতা বদলিযোগ্য চাকুরি করেন বা তাদের ছেলেমেয়েদের পরিচর্যা করতে
পারেন না তাদের জন্য মাধ্যমিক শিক্ষা কমিশন গ্রামাঞ্চলে আবাসিক বিদ্যালয় স্থাপনের
সুপারিশ করেন
26. মুদালিয়র কমিশন কী ধরনের স্কুল প্রতিষ্ঠার প্রস্তাব দেয়?
উত্তর:- মুদালিয়র কমিশন বহুমুখী বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেন
27. মুদালিয়র কমিশন পরীক্ষা ব্যবস্থার কী কী সংস্কারের সুপারিশ
করেন?
উত্তর:- মুদালিয়র কমিশন পরীক্ষা ব্যবস্থার সুপারিশ করেন— [i] কমিশন রচনাধর্মী পরীক্ষার পরিবর্তে
নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রচলনের কথা ব্যক্ত করেছেন [ii] স্কুল
রেকর্ডে সাংখ্যমানের পরিবর্তে গ্রেডিং ব্যবস্থা অর্থাৎ A, B, C, D প্রভৃতি প্রতীক চিহ্ন ব্যবহার করার সুপারিশ করেন
28. বহুমুখী বিদ্যালয় কী?
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে বহুমুখী বিদ্যালয় বা Multipurpose School হল এমন এক ধরনের
বিদ্যালয় যেখানে শিক্ষার্থীদের বিভিন্ন প্রকারের আগ্রহ এবং সামর্থ অনুযায়ী
বিভিন্ন বিষয় শিক্ষাদানের ব্যবস্থা করা হয়
29. মুদালিয়র কমিশন প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক পাঠক্রমে ভাষা ব্যতীত
অন্যান্য কেন্দ্রীয় বিষয়গুলি [ Core Subject ] কী ?
উত্তর:- সমাজবিজ্ঞান , গণিত ও সাধারণ
বিজ্ঞান এবং হাতের কাজ বা হস্তশিল্প ।
30. SABE- এর পুরো কথাটি কী ?
উত্তর:- স্টেট অ্যাডভাইসারি বোর্ড অব এডুকেশন ।
31. প্রথম কোন কমিশন Cumulative Record card এর কথা উল্লেখ করে ?
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশন ।
32. মুদালিয়র শিক্ষা কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষার জন্য কত সময়
বরাদ্দ করেছে ?
উত্তর:- মুদালিয়র শিক্ষা কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষার জন্য ৪ বছরের সুপারিশ করেছে ।
33. মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠক্রমের মূল বিভাগ কয়টি ভাগে বিভক্ত
ও কী কী ?
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠক্রমের মূল বিভাগ ৭ টি ভাগে বিভক্ত । সেগুলি হলো —
মানবীয় বিদ্যা , বিজ্ঞান ,
কারিগরি বিদ্যা , বাণিজ্য , কৃষি , চারুকলা , গার্হস্থ্য
বিজ্ঞান ।
34. মাধ্যমিক শিক্ষা কমিশনের একটি উল্লেখযোগ্য লক্ষ্য উল্লেখ করো
।
উত্তর:- শিক্ষার্থীদের মধ্যে এমন শিক্ষার প্রসার ঘটাতে হবে যাতে তারা গণতান্ত্রিক
দেশের নাগরিক হিসাবে জাতি , ধর্ম
নির্বিশেষে তাদের দায়িত্বগুলি সঠিকভাবে পালন করতে পারে ।
35. মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কী ছিল ?
উত্তর:- মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড . লক্ষ্মণস্বামী মুদালিয়রের সভাপতিত্বে
মাধ্যমিক শিক্ষা কমিশন [ ১৯৫২ ] গঠিত হয় । সেজন্য এর শিরোনাম ছিল
মুদালিয়র কমিশন ।
36. CRC- এর পুরো কথাটি কী ?
উত্তর:- CRC – এর সম্পূর্ণ কথাটি হলো – Cumulative Record Card .
37. Core পাঠ্যক্রম কী ?
উত্তর:- মুদালিয়র কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠক্রমকে ২ টি অংশে বিভক্ত করে । এর একটি
হলো মূল বা Core পাঠক্রম ,
অন্যটি ঐচ্ছিক অংশ । Core অংশে থাকবে 1.
মাতৃভাষা অথবা হিন্দি ইংরেজি 2. সমাজবিজ্ঞান 3.
গণিত ও সাধারণ জ্ঞান 4. হস্তশিল্প ।
38. মুদালিয়র কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার দু’টি গুরুত্বপূর্ণ
উদ্দেশ্য উল্লেখ করো ।
উত্তর:- মাধ্যমিক শিক্ষার দু’টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য– ১ ] উপযুক্ত নাগরিক তৈরি করা ২
] জাতীয় সম্পদ বাড়িয়ে তোলা ।
39. মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতি কে ছিলেন?
উত্তর:- ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র
40. মুদালিয়র কমিশনের সম্পাদক কে ছিলেন?
উত্তর:- অনাথ নাথ বসু
41. মুদালিয়র কমিশনের অপর নাম কি ?
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশন
42. মাধ্যমিক শিক্ষা কমিশনের মোট সদস্য কতজন ছিলেন?
উত্তর:- 9 জন
43. মাধ্যমিক শিক্ষা কমিশনের বিদেশি সদস্য কয়জন ছিলেন?
উত্তর:- দুইজন
44. মাধ্যমিক শিক্ষা কমিশন নির্ধারিত নিম্ন বুনিয়াদি শিক্ষার
মেয়াদ কত বছরের হবে?
উত্তর:- 4 বা 5 বছর
45. মাধ্যমিক শিক্ষা কমিশন ঐচ্ছিক বিষয় গুলিকে কয়টি প্রবাহে
বিভক্ত করেছেন ?
উত্তর:- সাতটি প্রবাহ
46. মাধ্যমিক শিক্ষা কমিশনের সঙ্গীত ও নৃত্য কোন বিষয়ের অন্তর্ভুক্ত?
উত্তর:- চারুকলা
47. কমিশনের সুপারিশ অনুযায়ী পুষ্টি ও রন্ধন শিক্ষা কোন বিষয়ের
অন্তর্ভুক্ত?
উত্তর:- গার্হস্থ্য বিজ্ঞান বিষয়
48. স্বাধীন ভারতের প্রথম মাধ্যমিক শিক্ষার উন্নয়ন সম্পর্কে গঠিত
কমিটির নাম কী?
উত্তর:- তারাচাঁদ কমিটি
49. মাধ্যমিক শিক্ষা কমিশন কবে গঠিত
হয়?
উত্তর:- 1952 সালে
50. শ্রীমতি হংস মেহেতা কোন কমিশনের সদস্য ছিলেন?
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশন
51. মুদালিয়র কমিশনের বিদেশী শিক্ষাবিদ কে ছিলেন?
উত্তর:- জন কৃষ্টি
52. মুদালিয়র কমিশনের মতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কী?
উত্তর:- রাজ্যের শিক্ষা আধিকারিক
53. মুদালিয়র কমিশনের প্রতিবেদন কবে সরকারের কাছে পেশ করা হয়?
উত্তর:- 1953 সালে
54. -মুদালিয়ার কমিশন প্রস্তাবিত শিক্ষা কাঠামোটি কীরূপ?
উত্তর:- 5+3+3= 11 বছর
55. কোন কমিশন কিউমুলেটিভ রেকর্ড কার্ড ব্যবহারের কথা বলেন ?
উত্তর:- মুদালিয়ার কমিশন
56. মাধ্যমিক পরীক্ষায় নম্বরের পরিবর্তে সাংকেতিক পদ্ধতির কথা
কোন কমিশন বলে ?
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশন
57. কমিশনের মতে উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা কয়টি ভাষা
শিখবে ?
উত্তর:- দুইটি
58. মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রস্তাব অনুযায়ী কোন শ্রেণীর ছাত্রছাত্রীরা
পছন্দমত প্রবাহ নির্বাচনের সক্ষম ছিল ?
উত্তর:- নবম শ্রেণী
59. মুদালিয়র কমিশনের মতে নিম্ন মাধ্যমিক শিক্ষা কাল কয় বছরের
হবে?
উত্তর:- তিন বছরের
60. মুদালিয়ার কমিশন দ্বারা উল্লেখিত মাধ্যমিক শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ
উদ্দেশ্য উল্লেখ করো
উত্তর:- মুদালিয়র কমিশন কর্তৃক মাধ্যমিক
শিক্ষার দুটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল- [1] প্রজাতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রের জন্য সুনাগরিক গড়ে তোলা
এবং [2] যুবসমাজের চরিত্র গঠন করা
61. AICTE-এর পুরো কথাটি লেখো
উত্তর:- All India Council For Technical Education.
62. নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে মুদালিয়র কমিশন কোন কোন বিষয়ে
পড়ানোর সুপারিশ করেছিল?
উত্তর:- মুদালিয়ার কমিশন নিম্ন মাধ্যমিক স্তরে যে সকল বিষয় পড়ানো সুপারিশ করেছিল
সেগুলি হল - ভাষা, সামাজিক শিক্ষা,
সাধারণ বিজ্ঞান, গণিত, কলাবিদ্যা,
শিল্প এবং শারীর বিজ্ঞান
63. মাধ্যমিক শিক্ষায় সপ্ত প্রবাহ কী?
উত্তর:- মুদালিয়র কমিশন মাধ্যমিক শিক্ষার বিষয় হিসেবে যা যা উল্লেখ করেছেন , সেগুলিকে সপ্ত প্রবাহ বলা হয়
64. ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদালিয়র কমিশন শিক্ষক ও শিক্ষার্থীর
অনুপাত কত বলেছিল?
উত্তর:- ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদালিয়র কমিশন শিক্ষক ও শিক্ষার্থীর অনুপাত স্থির করে
1:40
65. মুদালিয়ার কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে কী কী ভাষা শেখার সুপারিশ
করেছিল?
উত্তর:- মুদালিয়র কমিশন উচ্চ মাধ্যমিক স্তরে দুটি ভাষা শেখার সুপারিশ করেছিল যথা-[এক] মাতৃভাষা এবং [দুই] হিন্দি বা ইংরেজি বা সংস্কৃত
”
মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ
অধ্যায়) দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক দ্বাদশ
শ্রেণীর পরীক্ষা (West Bengal Class HS HS/
WB Class 12 / WBBSE / Class 12 EXiam / West Bengal Board of Secondary Education
– WB Class 12 EXiam / Class 12th / WB Class 12 / Class 12 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান সাজেশন / দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ও উত্তর । Class 12 Education
Suggestion / Class 12 Education Question
and Answer / Class 12 Education Suggestion / Class 12 Pariksha Education
Suggestion / Education Class 12 EXam Guide / MCQ , Short , Descriptive Type
Question and Answer / Class 12 Education Suggestion FREE PDF Download)
মাধ্যমিক শিক্ষা কমিশন
(ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(Class
12 Education Suggestion / West Bengal HS HSQuestion and Answer, Suggestion /
WBBSE Class 12th Education Suggestion / Class 12 Education Question and Answer / Class 12 Education Suggestion / Class 12 Pariksha Suggestion / Class
12 Education EXiam Guide / Class 12 Education Suggestion 2024, 2025, 2026, 2027, 2023,
2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 12 Education Suggestion MCQ , Short , Descriptive Type
Question and Answer. / Class 12 Education
Suggestion FREE PDF Download) সফল হবে।
মাধ্যমিক শিক্ষা কমিশন
(ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর
মাধ্যমিক শিক্ষা কমিশন
(ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) Class 12 Education Question and Answer Suggestion দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর। মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান ] মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) Class 12 Education Question and Answer Suggestion দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
দ্বাদশ
শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক
শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়)
মাধ্যমিক শিক্ষা কমিশন
(ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির শিক্ষা
বিজ্ঞান মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) Class 12 Education Question and Answer Suggestion দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – দ্বাদশ শ্রেণি শিক্ষা
বিজ্ঞান | Class
12 Education
দ্বাদশ শ্রেণি শিক্ষা
বিজ্ঞান (Class 12 Education ) – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক
শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) | Class 12 Education Suggestion দ্বাদশ শ্রেণি শিক্ষা
বিজ্ঞান – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর।
দ্বাদশ শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | দ্বাদশ শ্রেণির শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 12 Education Question and Answer, Suggestion দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) | দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) | মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) | দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান সহায়ক – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 12 Education Question and Answer, Suggestion | Class 12 Education Question and Answer Suggestion | Class 12 Education Question and Answer Notes | West Bengal Class
12th Education Question and Answer Suggestion.
WBBSE Class 12th Education Suggestion | দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক
শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়)
দ্বাদশ শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 12 Education
Question and Answer, Suggestion দ্বাদশ শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) । Class 12 Education Question and Answer Suggestion.
WBBSE
Class 12 Education Suggestion দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) | Class 12 Education Suggestion দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 12 Education Suggestion | দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক
শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
12 Education Question and Answer
Suggestions | দ্বাদশ শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) | দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 12 Education Question and Answer দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর Class 12 Education Question and Answer দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 12 Education Suggestion | দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক
শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
12 Education Question and Answer
Suggestion দ্বাদশ শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর – মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 12 Education Question and Answer Suggestion দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর। West Bengal Class 12 Education
Suggestion Download WBBSE Class 12th Education short question suggestion . Class
12 Education Suggestion download Class
12th Question Paper Education. WB Class 12 Education suggestion and important
question and answer. Class 12 Suggestion pdf.
মাধ্যমিক শিক্ষা কমিশন
(ষষ্ঠ অধ্যায়) দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। দ্বাদশ শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class
12 Education Question and Answer
Question and Answer prepared by eXipert subject teachers. WB Class 12 Education
Suggestion with 100% Common in the EXiamination .Class HS HS Education Suggestion | West Bengal Board of Secondary Education
(WBBSE) Class 12 EXiam Class 12 Education
Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of
Secondary Education (WBBSE) Class 12 HS HS Education Suggestion is provided
here. Class 12 Education Question and
Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
মাধ্যমিক শিক্ষা কমিশন
(ষষ্ঠ অধ্যায়) দ্বাদশ শ্রেণীর শিক্ষা বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 12 Education
Question and Answer with FREE PDF Download Link
মাধ্যমিক শিক্ষা কমিশন
(ষষ্ঠ অধ্যায়) দ্বাদশ শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 12 Education Question and Answer মাধ্যমিক শিক্ষা কমিশন (ষষ্ঠ অধ্যায়) দ্বাদশ
শ্রেণীর শিক্ষা
বিজ্ঞান প্রশ্ন ও উত্তর | Class 12 Education Question and Answer ”