নবম শ্রেণীর ভূগোল : পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | WBBSE Class 9th Geography Question and Answer
নবম
শ্রেণীর ভূগোল : পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর
| WBBSE Class 9th Geography Question and Answer
পৃথিবীর গতিসমূহ
(দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography
Question and Answer : পৃথিবীর
গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography
Question and Answer নিচে দেওয়া হলো। এই West Bengal WBBSE Class 9th
Geography Question and Answer, Suggestion, Notes | নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) থেকে বহুবিকল্পভিত্তিক, সংক্ষিপ্ত, অতিসংক্ষিপ্ত এবং রোচনাধর্মী প্রশ্ন উত্তর (MCQ, Very Short, Short,
Descriptive Question and Answer) গুলি আগামী West Bengal Class 9th Nine
IXGeography Examination – পশ্চিমবঙ্গ নবম
শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। নবম
শ্রেণীর ভূগোল পরীক্ষা তে এই সাজেশন বা কোশ্চেন পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography
Question and Answer গুলো আসার সম্ভাবনা খুব বেশি।
1. নিম্নলিখিতগুলির মধ্যে যে বছরটি
অধিবর্ষ, তা হল-
[A] 1900
[B] 2000
[C] 2100
[D] 2300
Ans: [B] 2000.
2. ‘বসন্ত বিষুব’ বলে-
[A] 21 মার্চকে
[B] 21 সেপ্টেম্বরকে
[C] 22 ডিসেম্বরকে
[D] 4 জুলাইকে
Ans: [A] 21 মার্চকে।
3. দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোটো রাত হয়
–
[A] 21 জুন
[B] 23 সেপ্টেম্বর
[C] 22 ডিসেম্বর
[D] 21 মার্চ
Ans: [C] 22 ডিসেম্বর।
4. সূর্য কর্কটক্রান্তি রেখার উপর
লম্বভাবে কিরণ দেয় –
[A] 21 মার্চ
[B] 22 ডিসেম্বর
[C] 23 সেপ্টেম্বর
[D] 21 জুন
Ans: [D] 21 জুন।
5. পৃথিবীর অপসূর অবস্থান হয়-
[A] 4 জুলাই
[B] 3 জানুয়ারি
[C] 23 সেপ্টেম্বর
[D] 22 ডিসেম্বর
Ans: [A] 4 জুলাই
6. কোন্ গ্রহটি আবর্তনের সময় একেবারে
পৃথিবীর মতোই -
[A] মঙ্গল
[B] শুক্র
[C] বৃহস্পতি
[D] এরিস
উত্তরঃ- [A] মঙ্গল
7. পৃথিবী আবর্তিত হচ্ছে –
[A] দক্ষিণ থেকে উত্তরে
[B] উত্তর থেকে দক্ষিনে
[C] পূর্ব থেকে পশ্চিমে
[D] পশ্চিম থেকে পূর্বে
উত্তরঃ- [D] পশ্চিম থেকে পূর্বে
8. কোন্ বলের প্রভাবে বায়ু ও
সমুদ্রস্রোতের দিক বিক্ষেপ হয় –
[A] বিউফোর্ট বল
[B] কোরিওলিস বল
[C] নিউটন বল
[D] ডানকান বল
উত্তরঃ- [B] কোরিওলিস বল
9. পৃথিবীর অপসূর অবস্থান হয় কোন্
তারিখে –
[A] ৩রা জানুয়ারি
[B] 21শে মার্চ
[C] ৪ঠা জুলাই
[D] ২২শে ডিসেম্বর
উত্তরঃ- [C] ৪ঠা জুলাই তারিখে
10. পৃথিবীর অনুসুর অবস্থানের দিনটি
হলো –
[A] ৩রা জানুয়ারি
[B] ৪ঠা জানুয়ারি
[C] 21শে মার্চ
[D] 23শে সেপ্টেম্বর
উত্তরঃ- ৩রা জানুয়ারি
11. জলবিষুবের দিনটি হলো –
[A] 23শে জুন
[B] 23শে আগস্ট
[C] 23শে সেপ্টেম্বর
[D] 23শে নভেম্বর
উত্তরঃ- [C] 23শে সেপ্টেম্বর
12. পৃথিবীর পরিক্রমণের গতিবেগ
সেকেন্ডে প্রায় –
[A] 20 কিমি
[B] 30 কিমি
[C] 40 কিমি
[D] 50 কিমি
উত্তরঃ- [B] 30 কিমি
13. মহাবিষুব হয় –
[A] 21শে মার্চ
[B] 21শে জুন
[C] 23শে সেপ্টেম্বর
[D] 22শে ডিসেম্বর
উত্তরঃ- [A] 21শে মার্চ তারিখে
14. নিম্নলিখিত কোন্ বছর অধিবর্ষ নয়
–
[A] 1600
[B] 2000
[C] 2100
[D] 2400
উত্তরঃ- [C] 2100
15. পৃথিবীর আবর্তনগতি প্রমাণের
পরীক্ষাটি
[A] ভিদাল-দ্য-লা-ব্লাশের
[B] ফেব্রের
[C] জিন ব্রুনের
[D] ফুকোর
উত্তর:- [D] ফুকোর
16. পরিক্রমণের সময় পৃথিবী ও সূর্যের
মধ্যে সবচেয়ে কম দূরত্ব হয়—
[A] ৩ জানুয়ারি
[B] ৪ জুলাই
[C] ২১ মার্চ
[D] ২১ জুন
উত্তর:- [A] ৩ জানুয়ারি
17. পৃথিবী আবর্তন করছে—
[A] পূর্ব থেকে পশ্চিমে
[B] পশ্চিম থেকে পূর্বে
[C] উত্তর থেকে দক্ষিণে
[D] দক্ষিণ থেকে উত্তরে।
উত্তর:- [B] পশ্চিম থেকে পূর্বে
18. মহাবিষুব হয়—
[A] ২১ মার্চ
[B] ২৩ সেপ্টেম্বর
[D] ২২ ডিসেম্বর।
[C] ২১ জুন
উত্তর:- [A] ২১ মার্চ
19. একবছরের চেয়ে একদিন বড়ো—
[A] বুধ গ্রহের
[B] মঙ্গল গ্রহের
[C] বৃহস্পতি গ্রহের
[D] শুক্র গ্রহের
[উত্তর:- ] শুক্র গ্রহের
20. উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড়ো
হয় –
[A] ২২ ডিসেম্বর
[B] ২১ মার্চ
[C] ২১ জুন
[D] ২৩ সেপ্টেম্বর
উত্তর:- [C] ২১ জুন
21. পূর্ব থেকে পশ্চিমে আবর্তিত হয়—
[ক]বুধ গ্ৰহ
[খ]শুক্রগ্ৰহ
[গ]নেপচুন গ্ৰহ
[D] ইউরেনাস গ্রহ।
উত্তর:- [খ]শুক্রগ্ৰহ
22. পৃথিবীর পরিক্রমণ বেগ বেশি হয়—
[A] জলবিযুদ্ধের দিনে
[B] মহাবিষুবের দিনে
[C] অনুসূর অবস্থানে
[D] অপসূর অবস্থানে।
উত্তর:- [C] অনুসূর অবস্থানে [পৃথিবী থেকে দূরত্ব কম
থাকার জন্য]
23. বায়ুপ্রবাহের দিক্ বিক্ষেপে
প্রভাব বিস্তারকারী বল হল-
[A] নিউটন বল
[B] বায়ুচাপের বল
[C] কোরিওলিস বল
[D] উন্নতার তারতম্যে সৃষ্ট বল
উত্তর:- [C] কোরিওলিস বল
24. ২১ জুন থেকে ২২ ডিসেম্বর সূর্যের
আপাতগতি হল—
[A] উত্তরায়ন
[খ]দক্ষিণায়ন
[C] কর্কটসংক্রান্তি
[D] মকর সংক্রান্তি
উত্তর:- [খ]দক্ষিণায়ন
25. প্রথম সূর্যোদয় হয় ভারতের-
[A] রাজস্থানে
[খ]তামিলনাড়ুতে
[গ]পশ্চিমবঙ্গে
[D] অরুণাচল প্রদেশে
উত্তর:- [D] অরুণাচল প্রদেশে
26. পৃথিবীর পরিক্রমণ বেগ প্রতি
সেকেন্ডে প্রায়-
[A] ১০০ কিমি
[B] ১২০ মি
[C] ৩০ কিমি
[ঘ]৫০ কিমি
উত্তর:- [C] ৩০ কিমি
27. আবর্তনের সময় প্রায় পৃথিবীর
মতোই-
[A] বুধ গ্রহের
[B] শুক্র গ্রহের
[C] মঙ্গল গ্রহের
[D] বৃহস্পতি গ্রহের।
উত্তর:- [B] মঙ্গল গ্রহের
28. পৃথিবীর আবর্তনের গতিবেগ সর্বাধিক-
[A] নিরক্ষরেখায়
[B] কর্কট ও মকর সংক্রান্তি লেখায়
[C] মেরু বৃত্তে
[D] দুই মেরু বিন্দুতে
উত্তর:- ক] নিরক্ষরেখায়
29. পৃথিবীর অনুসূর অবস্থানের দিনটি
হল—
[A] 3 জানুয়ারি
[B] 4 জানুয়ারি
[C] 21 মার্চ
[D] 23 সেপ্টেম্বর
Ans: [A] 3 জানুয়ারি
30. মকরসংক্রান্তিতে মকরক্রান্তিরেখায়
সূর্যরশ্মির সর্বাধিক পতনকোণ হয়—
[A] 90°
[B] 66.5°
[C] 47°
[D] 43°
Ans: [A] 90°
31. অনুসূর অবস্থানে সূর্য ও পৃথিবীর
মধ্যে দুরত্ব থাকে—
[A] 15 কোটি কিমি
[B] 14 কোটি কিমি
[C] 15.20 কোটি কিমি
[D] 14.70 কোটি কিমি
Ans: [D] 14.70 কোটি কিমি
32. অ্যান্টার্কটিকা মহাদেশে
গ্রীষ্মকাল শুরু হয়-
[A] জুন মাসে
[B] জুলাই মাসে
[C] ডিসেম্বর মাসে
[D] সেপ্টেম্বর মাসে
Ans: [C] ডিসেম্বর মাসে
33. উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি
হয়—
[A] 21 মার্চ
[B] 23 সেপ্টেম্বর
[C] 21 জুলাই
[D] 22 ডিসেম্বর
Ans: [D] 22 ডিসেম্বর
34. বুধের একবার আবর্তনে সময় লাগে—
[A] 55 ঘণ্টা
[B] 58 ঘণ্টা
[C] 58 দিন 15 ঘণ্টা
[D] 59 দিন
Ans: [C] 58 দিন 15 ঘণ্টা
35. অধিবর্ষে সামগ্রিক বছরটি হল—
[A] 363 দিন
[B] 364 দিন
[C] 365 দিন
[D] 366 দিন
Ans: [D] 366 দিন
36. নিরক্ষরেখায় অভিকর্ষের মান
সর্বাধিক-
[A] নিরক্ষরেখা
[B] সুমেরুবৃত্ত রেখা
[C] কর্কটক্রান্তি রেখা
[D] মকরক্রান্তি রেখা
Ans: [A] নিরক্ষরেখা।
37. ঠিক জোড়াটি নির্বাচন করো-
[A] 22 ডিসেম্বর থেকে 21 জুন – উত্তরায়ণ
[B] কর্কটসংক্রান্তি – উভয় গোলার্ধে দিনরাত সমান,
[C] 22 ডিসেম্বর থেকে 21 জুন – দক্ষিণায়ন
[D] অপসূর অবস্থান – প্রায় 14 কোটি 70 লক্ষ কিলোমিটার
Ans: [A] 22 ডিসেম্বর থেকে 21 জুন – উত্তরায়ণ।
38. সূর্যের উত্তরায়নের শেষসীমা হল-
[A] মকরক্রান্তি রেখা
[B] কর্কটক্রান্তি রেখা
[C] কুমেরুবৃত্ত রেখা
[D] সুমেরুবৃত্ত রেখা
Ans: [B] কর্কটক্রান্তি রেখা।
39. যে অক্ষরেখায় পৃথিবীর অভিকর্ষ বলের
মান সর্বনিম্ন, তা হল-
[A] নিরক্ষরেখা
[B] সুমেরুবৃত্ত রেখা
[C] কর্কটক্রান্তি রেখা
[D] মকরক্রান্তি রেখা
Ans: [A] নিরক্ষরেখা।
40. পৃথিবীর অক্ষ তার নিজের কক্ষতলের
সঙ্গে যে কোণে হেলে অবস্থান করে, তা হল-
[A] 0°
[B] 90°
[C] 66½°
[D] 23½°
Ans: [C] 66½°
41. সারাবছরই প্রায় দিনরাত্রি সমান—
[A] নিরক্ষীয় অঞ্চলে
[B] সুমেরু অঞ্চলে
[C] কুমেরু অঞ্চলে
[D] মধ্য অক্ষাংশীয় অঞ্চলে
Ans: [A] নিরক্ষীয় অঞ্চলে
42. কলকাতায় পৃথিবীর আবর্তন বেগ
ঘণ্টায় –
[A] 1547 কিমি
[B] 1674 কিমি
[C] 0 কিমি
[D] 666 কিমি
Ans: [A] 1547 কিমি
43. পৃথিবীর গতির সংখ্যা—
[A] একটি
[B] দুটি
[C] তিনটি
[D] চারটি
Ans: [B] দুটি
পৃথিবীর গতিসমূহ
(দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল সাজেশন প্রশ্ন ও উত্তর Class 9 Geography Suggestion | West Bengal WBBSE Class Nine IX(Class
9th) Geography Question and Answer Suggestion
1. একটি অক্ষাংশভিত্তিক মহাবৃত্তের নাম লেখ।
উত্তরঃ- নিরক্ষরেখা
2. পৃথিবীর কোন্ অঞ্চলে কোন ঋতু
পরিবর্তন হয় না?
উত্তরঃ- নিরক্ষিয়
3. আবর্তন গতি আহ্নিক গতি বলতে কী বোঝো?
উত্তরঃ- পৃথিবী নিজের মেরুদণ্ডের বা অক্ষের চারিদিকে
পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোড়ার গতিকে আবর্তন গতি বা আহ্নিক গতি বলে। পৃথিবীর এই
আবর্তন করতে সময় লাগে 23 ঘন্টা 56
মিনিট 4 সেকেন্ড বা প্রায় 24 ঘন্টা।
4. সৌর দিন কাকে বলে?
উত্তরঃ- কোন নির্দিষ্ট দ্রাঘিমা রেখায় পরপর দুটি
মধ্যাহ্নের সময়ের ব্যবধান হলো সৌর দিন। আর পৃথিবীর এই সৌর দিনের সময়সীমা হল 24 ঘন্টা।
5. পৃথিবীর আবর্তন গতির ফলাফল গুলি কি
কি?
উত্তরঃ- পৃথিবীর আবর্তন গতির ফলে -
[A] পৃথিবীতে দিন ও রাত্রি হয়,
[B] নদী সমুদ্র বা হ্রদে জোয়ার-ভাটা
সৃষ্টি হয়,
[C] সূর্যোদয় ও সূর্যাস্ত হয়,
[D] বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের নানান
রকমের গতি বিক্ষেপ ঘটে।
6. ফেরেলের সূত্রটি লেখ।
উত্তরঃ- পৃথিবীর আবর্তন গতির জন্য উৎপন্ন কেন্দ্র
বহির্মুখী বল এর কারণে সমুদ্রস্রোত ও বায়ু প্রবাহে উত্তর গোলার্ধে ডান দিকে এবং
দক্ষিণ গোলার্ধের বাঁ দিকে বেঁকে যায়। মার্কিন বিজ্ঞানী উইলিয়াম ফেরেল এই
সূত্রটি প্রথম আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে একে ফেরেলের সূত্র বলে।
7. বার্ষিক বা পরিক্রমণ গতি বলতে কী
বোঝো?
উত্তরঃ- পৃথিবী নিজের মেরুদণ্ডের বা অক্ষের উপর
অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে ও একটি নির্দিষ্ট সময়ে পশ্চিম দিক থেকে
পূর্বদিকে সূর্যকে প্রদক্ষিণ করে। পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি
বলে। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড সময় লাগে।
8. অধিবর্ষ বা লিপ ইয়ার বলতে কী বোঝো?
উত্তরঃ- যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন
বাড়িয়ে অর্থাৎ 28 দিনের
জায়গায় 29 দিন করে বছর টিকে 365 দিনের
পরিবর্তে 366 দিন করা হয়, সেই বছরকে
অধিবর্ষ বা লিপ ইয়ার বলা হয়।
9. ঋতুচক্র বলতে কী বোঝো?
উত্তরঃ- পৃথিবীর বিভিন্ন স্থানে সারা বছরব্যাপী
বিভিন্ন ঋতুর পর্যায়ক্রমিক আগমনকে ঋতুচক্র বলে। ঋতুচক্রে সাধারণত গ্রীষ্ম, বর্ষা, শীত ও
বসন্ত এই চারটে ঋতুর পর্যায়ক্রমিকভাবে আবর্তিত হয়।
10. ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত কী?
উত্তরঃ- পৃথিবী গোলাকার। তাই আবর্তনের সময় পৃথিবীর
সর্বত্র একই সময় সূর্যের আলো পড়ে না—এক অর্ধাংশ যখন সূর্যের আল পায়, তখন অপর অর্ধাংশ অন্ধকার হয়ে থাকে।
এই আলোকিত ও অন্ধকার অর্ধাংশ যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয়, তাকে ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত বলে।
11. পৃথিবীর কটি গতি এবং এর নাম কী কী?
উত্তর:- দুটি গতি। বার্ষিক গতি ও আহ্নিক গতি।
12. কে প্রথম প্রমাণ করে যে, সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে?
উত্তর:- কোপারনিকাস।
13. আহ্নিক গতি কাকে বলে?
উত্তর:- সূর্যকে সামনে রেখে পৃথিবী নিজের মেরুরেখা বা
অক্ষের চারিদিকে পশ্চিম থেকে পূর্বে অবিরাম ঘুরে চলেছে। নিজের অক্ষকেন্দ্রিক
পৃথিবীর এই ধরণের ঘূর্ণনকে বলে আবর্তন গতি।
14. পৃথিবীর কোন্ গতির ফলে দিনরাত্রি
হয়?
Ans: আবর্তন গতি।
15. পৃথিবীতে সূর্যোদয় ও সূর্যাস্ত
হওয়ার প্রকৃত কারণ কী?
Ans: পৃথিবীর আবর্তন।
16. পৃথিবীর আবর্তন গতি না থাকলে কত
দিন অন্তর কোনো স্থানে পৃথিবীতে জোয়ারভাটা হত?
Ans: 273 দিন অন্তর।
17. পৃথিবীর আলোকিত ও অন্ধকার অর্ধাংশ
যে বৃত্তাকার সীমারেখায় মিলিত হয় তাকে কী বলে?
Ans: ছায়াবৃত্ত।
18. বিষুব অর্থ কী?
Ans: সমান।
19. ‘অরোরা অস্ট্রালিস’ কোথায় দেখা
যায়?
Ans: দক্ষিণমেরুতে।
20. আবর্তনের ফলে গতিশীল পদার্থের
গতিবিক্ষেপ হয়— এই সুত্রটি কে আবিষ্কার করেন?
Ans: কোরিওলিস, 1835 সালে।
21. কোন্ দিন পৃথিবী ও সূর্যের মধ্যে
দূরত্ব সবচেয়ে কম হয়?
Ans: 3 জানুয়ারি।
22. কোন্ গতির জন্য ভূপৃষ্ঠে দিন
-রাত্রি সংঘটিত হয়?
Ans: আবর্তন গতির জন্য ভূপৃষ্ঠে দিন
-রাত্রি সংঘটিত হয়।
23. ভূপৃষ্ঠের কোথায় বছরে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়?
Ans: ভূপৃষ্ঠের দুই মেরু অঞ্চলে বছরে 6
মাস দিন ও 6 মাস রাত্রি হয়।
24. 25 ডিসেম্বর ‘বড়োদিন’ -এ দক্ষিণ গোলার্ধে গরম না ঠাণ্ডা?
Ans: 25 ডিসেম্বর ‘বড়োদিন’ -এ দক্ষিণ গোলার্ধে গরম থাকে।
25. 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণমুখী গতিকে কী বলা হয়?
Ans: 21 জুন থেকে 22 ডিসেম্বর পর্যন্ত সূর্যের আপাত দক্ষিণমুখী গতিকে দক্ষিণায়ন বলা হয়।
26. 'নিশীথ সূর্যের দেশ' কাকে বলা হয়?
Ans. নরওয়ে।
27. মহাকর্ষ সূত্রটি কে আবিষ্কার করেন?
Ans. স্যার আইজ্যাক নিউটন।
28. কোন অক্ষরেখায় উষ্ণতা সবচেয়ে
বেশি হয়?
Ans. নিরক্ষরেখায়।
29. ' বিষুব ' কথার
অর্থ কী?
Ans. সমান।
30. কোন দিনটি ' জলবিষুব
' নামে পরিচিত?
Ans. ২৩ সেপ্টেম্বর।
31. সূর্য কোন তারিখে মকরক্রান্তি
রেখার উপর লম্বভাবে কিরণ দেয়?
Ans. ২২ ডিসেম্বর।
32. পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন?
Ans. উপবৃত্তাকার।
33. উত্তর গোলার্ধে কোন দিনটি দীর্ঘতম
রাত্রি হয়?
Ans. ২২ ডিসেম্বর।
34. কোন দিনটি ' মহাবিষুব
' নামে পরিচিত?
Ans. ২১ মার্চ।
35. ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে
সময়ের পার্থক্য কত?
Ans. ৪ মিনিট।
36. আয়ন কথার অর্থ কী?
Ans. পথ।
37. পৃথিবীতে চাঁদের আলো আসতে কত সময়
লাগে?
Ans. ১.২ সেকেন্ড।
38. পৃথিবীর কোন গতির ফলে জোয়ার ভাটা
সংঘটিত হয়?
Ans. আবর্তন গতি।
39. কোন দিনটি কর্কটসংক্রান্তি নামে
পরিচিত?
Ans. ২১ জুন।
40. সূর্যের আপাত বার্ষিক গতিকে,----বলে।
উত্তর:- আপাত
41. মেরুজ্যোতিকে দক্ষিণ
গোলার্ধে-----বলা হয়।
উত্তর:- কুমেরু প্রভা
42. ২৩ সেপ্টেম্বর তারিখটিকে----বলে।
উত্তর:- জলবিষুব
43. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব
সবচেয়ে বেশি হয়------অবস্থানে।
উত্তর:- অপসূর
44. উষাকালের বিপরীত অবস্থা,-----
উত্তর:- গোধূলি।
45. কোন গতির জন্য পৃথিবীর মধ্যভাগ
স্ফীত হয়েছে?
উত্তর:- আবর্তন গতির জন্য
46. পৃথিবীর পরিধি পরিমাপে এরাটোসথেনিস
কোন্ একক ব্যবহার করেন?
উত্তর:- স্টোডিয়া
47. পৃথিবীপৃষ্ঠের কোথায় ঋতু পরিবর্তন
হয় না?
উত্তর:- নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে
48. নিক্ষরেখায় পৃথিবার আবর্তন গতিবেগ
কত?
উত্তর:- ঘন্টায় ১৬৭০ কিমি
49. 'নিশীথ সূর্যের দেশ’ কাকে বলে?
উত্তর:- নরওয়েকে নিশীথ সূর্যের দেশ বলে
50. পৃথিবীর কক্ষপথের আকৃতি কেমন?
উত্তরঃ- প্রায় ডিম্বাকার
51. পৃথিবীর আলোকিত অর্ধাংশ এবং
অন্ধকারাচ্ছন্ন অর্ধাংশের সীমারেখাকে কি বলে?
উত্তরঃ- ছায়াবৃত্ত বা আলোকবৃত্ত
52. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব
সবচেয়ে কম থাকে কোন্ অবস্থায়?
উত্তরঃ- অনুসূর
53. যে বছর গুলোর দিন সংখ্যা 366
দিন সেই বছর গুলিকে কি বলে?
উত্তরঃ- অধিবর্ষ
54. বার্ষিক গতি কাকে বলে?
উত্তর:- পৃথিবী নিজের মেরুদণ্ডের চারিদিকে অবিরাম
আবর্তন করতে করতে একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে অনবরত সূর্যকে পরিক্রমা বা
প্রদক্ষিণ করে। সূর্যকেন্দ্রিক এই ধরণের গতিকে পৃথিবীর পরিক্রমণ গতি বলে।
55. নাক্ষত্রদিন ও সৌরদিন কাকে বলে?
উত্তর:- পৃথিবীর একবার সম্পূর্ণভাবে আবর্তন করতে সময়
লাগে প্রায় সূর্যের হিসাবে ২৪ ঘণ্টা, কিন্তু নক্ষত্রের হিসাবে ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেণ্ড সময়
লাগে। এজন্য এর থেকে ৩ মিনিট ৩৬ সেকেণ্ড কম সময়ে একটি নাক্ষত্রদিন ধরা হয়। এবং ২৪
ঘণ্টাতে একটি সৌরদিন।
56. অক্ষরেখা বা পৃথিবীর মেরুদণ্ড কাকে
বলে?
উত্তর:- পৃথিবীর উত্তর মেরু ও সুমেরু এবং দক্ষিণ মেরু
ও কুমেরু যে কাল্পনিক রেখার সাহায্যে যুক্ত করে, তাকে মেরুদণ্ড বা অক্ষরেখা বলে।
57. পৃথিবীর কোন গতির জন্য ভূ-পৃষ্ঠে
দিন-রাত্রি হয়?
উত্তর:- আহ্নিক গতির জন্য।
58. আহ্নিক বা আবর্তন গতির ফলে
পৃথিবীতে কী কী পরিবর্তন হয়?
উত্তর:- দিন-রাত্রি হয়, সূর্যোদয় আর সূর্যাস্তও হয়, সময়
নির্ধারণ করা যায়, নিয়ত সমুদ্রস্রোতের ও বায়ুপ্রবাহের গতিবিক্ষেপ
হয়, জোয়ার ভাঁটা হয়, উদ্ভিদ ও
প্রাণীজগৎ সৃষ্টি হয়।
59. ফেরেলের সূত্র কী?
উত্তর:- পৃথিবীর আবর্তনের জন্য ভূ-পৃষ্ঠের সঙ্গে
সংশ্লিষ্ট যে-কোন গতিশীল পদার্থের দক্ষিণ গোলার্ধে বামদিকে এবং উত্তর গোলার্ধে
ডানদিকে গতিবিক্ষেপ হয় বা বেঁকে যায়। এই সূত্রটি আবিষ্কার করেছেন বিজ্ঞানী ফেরেল।
তাই ফেরেলের নাম অনুসারে সুত্রটিকে ফেরেলের সূত্র বলা হয়েছে।
60. বার্ষিক গতির ফলে ভু-পৃষ্ঠে কী
পরিবর্তন আসে?
উত্তর:- সময়কাল বা বছর নির্ধারণ করা যায়, দিন-রাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি
হয় এবং ঋতু পরিবর্তন হয়।
61. মেরুপ্রভা বা মেরুজ্যোতি কী?
উত্তর:- মেরু অঞ্চলে যখন একটানা ৬ মাস রাত্রি থাকে
তখন ওখাঙ্কার রাতের আকাশে মাঝে মাঝে রামধনুর মত এক অপূর্ব সুন্দর আলোর জ্যোতি দেখা
যায়। একেই মেরুপ্রভা বা মেরুজ্যোতি বলে।
62. পৃথিবীর বার্ষিক ও আহ্নিক গতির
মধ্যে পার্থক্যগুলি উল্লেখ কর।
উত্তর:- ১। আহ্নিক গতিতে পৃথিবী নিজের অক্ষের চারদিকে
ঘোরে। আর, বার্ষিক গতিতে পৃথিবী
সূর্যের চারদিকে পরিক্রমণ করে বা ঘোরে।
একবার আবর্তন করতে পৃথিবীর সময় লাগে ২৪ ঘণ্টা। আর
একবার সম্পূর্ণ পরিক্রমণ করতে সময় লাগে প্রায় ৩৬৫ দিন ৬ ঘণ্টা।
আবর্তন গতির জন্য ভূ-পৃষ্ঠে দিন-রাত্রি হয়। আর
পরিক্রমণ গতির ফলে পৃথিবীতে ঋতুপরিবর্তন ঘটে।
আবর্তন গতির জন্য ভূ-পৃষ্ঠের ওপর যেকোন চলমান বস্তুর
গতিবিক্ষেপ ঘটে। আর পরিক্রমণ গতির জন্য ভূ-পৃষ্ঠে দিন-রাত্রির দৈর্ঘ্যের
হ্রাস-বৃদ্ধি হয়।
63. আবর্তনের সময় পৃথিবী কোন পাশ থেকে
কোন পাশে ঘোরে?
উত্তর:- পশ্চিম থেকে পূর্বদিকে।
64. পৃথিবীর কক্ষ বা কক্ষপথ কাকে বলে?
উত্তর:- যে নির্দিষ্ট উপবৃত্তাকার পথ ধরে পৃথিবী
সূর্যকে প্রদক্ষিণ করে চলে, সেই পথটিকে বলে
পৃথিবীর কক্ষপথ বা কক্ষ।
65. আবর্তন গতির অপর নাম কী?
উত্তর:- আহ্নিক গতি।
66. পৃথিবীর পরিক্রমণ গতির অপর নাম কী?
উত্তর:- বার্ষিক গতি।
67. পৃথিবীর কোন্ বিন্দুতে কোন ঋতু
পরিবর্তন হয় না?
উত্তরঃ- মেরু
68. বিষুব কথাটির অর্থ কি?
উত্তরঃ- সমান দিনরাত্রি
69. একটি নক্ষত্র দিন এর প্রকৃত সময়
কত?
উত্তরঃ- ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪ সেকেন্ড
70. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তন গতি
বেগ কত?
উত্তরঃ- ১৬৭০ কিমি/ঘন্টা
71. কোন্ কোন্ তারিখে পৃথিবীর
সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়?
উত্তরঃ- ২১ মার্চ/২৩ সেপ্টেম্বর
72. অপসূর অবস্থান কী?
উত্তর:- ৪ জুলাই সূর্য থেকে পৃথিবীর দুরত্ব সারা
বছরের তুলনায় সবচেয়ে বেশি থাকে প্রায় ১৫ কোটি ২০ লক্ষ কিলো মিটার। কক্ষপথের এই
অবস্থানের নামকে পৃথিবীর অপসূর অবস্থান বলে।
73. অনুসূর অবস্থান কী?
উত্তর:- ৩ জানুয়ারি সুর্য থেকে পৃথিবীর দুরত্ব সারা
বছরের তুলনায় সবচেয়ে কম থাকে প্রায় ১৪ কোটি ৭০ লক্ষ কিমি। কক্ষপথের এই অবস্থানের
নামকে বলে পৃথিবীর অনুসূর অবস্থান।
74. সূর্যকে পরিক্রমণ করার সময়,
পৃথিবী তার নিজের কক্ষতলের সঙ্গে কত ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তর:- সূর্যকে পরিক্রমণ করার সময় ৬৬.৫ [সাড়ে ৬৬]
ডিগ্রী কোণে হেলে থাকে।
75. মহাবিষুব ও জলবিষুব কী?
উত্তর:- ২১ মার্চ আর ২৩ সেপ্টেম্বর সুর্য ঠিক
পূর্বদিকে ওঠে আর, ঠিক পশ্চিমদিকে
অস্ত যায়। সারা বছরে মাত্র এই দুই দিন পৃথিবীর সর্বত্র দিন-রাত্রির দৈর্ঘ্য সমান
থাকে। ২১ মার্চ দিনটিকে উত্তর গোলার্ধে মহাবিষুব বলাহয়। আর ২৩ সেপ্টেম্বর দিনটিকে
বলাহয় জলবিষুব।
76. উত্তরগোলার্ধে কোন দিনটি
কর্কটসংক্রান্তি?
উত্তর:- ২১ শে জুন।
77. উত্তরগোলার্ধে কোন দিনটি মকরসংক্রান্তি?
উত্তর:- ২২ শে ডিসেম্বর।
78. নিশীথ সূর্যের দেশ কাকে বলে?
উত্তর:- নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে।
79. কাকে আধুনিক জ্যোতিষবিদ্যার জনক
বলা হয়?
উত্তরঃ- গ্যালিলিও
80. জলবিষুব কোন্ দিনটিকে বলা হয়?
উত্তরঃ- ২৩ সেপ্টেম্বর
81. মহাবিষুব কোন্ দিনটিকে বলা হয়?
উত্তরঃ- ২১ মার্চ
82. কর্কটক্রান্তি কোন্ দিনটিকে বলা
হয়?
উত্তরঃ- ২১ জুন
83. মকরক্রান্তি কোন্ দিনটিকে বলা হয়?
উত্তরঃ- ২২ ডিসেম্বর
84. কোন্ কোন্ গ্রহ ঘড়ির কাঁটার
অভিমুখী আবর্তন করে?
উত্তরঃ- শুক্র ও ইউরেনাস
85. কোন্ দেশকে নিশীথ সূর্যের দেশ বলে?
উত্তরঃ- নরওয়ে
86. অক্ষ কক্ষতলের সঙ্গে পৃথিবী কত
ডিগ্রি কোণে হেলে থাকে?
উত্তরঃ- সাড়ে ৬৬ ডিগ্রী
87. মেরু অঞ্চলে রাত্রিবেলা যে
আলোকবিচ্ছুরণ দেখা যায় তাকে কি বলে?
উত্তরঃ- মেরুপ্রভা
88. ‘অহ্ন’ কথাটির অর্থ কী?
উত্তর:- দিন।
89. নিজের মেরুদণ্ডের চারিদিকে
সম্পূর্ণ আবর্তন করতে পৃথিবীর মোট কত সময় লেগে যায়।
উত্তর:- ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেণ্ড অর্থাৎ ২৪
ঘণ্টা।
90. নিরক্ষরেখায় পৃথিবীর গতিবেগ কত?
উত্তর:- ১৬৩০ কিমি।
91. ৬০ ডিগ্রী দক্ষিণ ও উত্তর অক্ষাংশে
পৃথিবীর গতিবেগ কত?
উত্তর:- ৯৯০ কিমি [ঘণ্টায়]।
92. কোথায় পৃথিবীর গতিবেগ সবচেয়ে বেশি?
উত্তর:- নিরক্ষরেখায়।
93. সূর্য পৃথিবীর তুলনায় কত গুণ বড়ো?
উত্তর:- ১৩ লক্ষ গুণ বড়ো।
94. ছায়াবৃত্ত কী?
উত্তর:- ভূপৃষ্ঠের অন্ধকার অর্ধাং এবং আলোকিত
অর্ধাংশের সীমারেখাকে বলাহয় ছায়াবৃত্ত।
95. সূর্যের চারপাশে পৃথিবীকে একবার
ঘুরতে কত সময় লাগে?
উত্তর:- সূর্যের চারপাশে ঘুরতে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮
মিনিট এবং ৪৬ সেকেণ্ড সময় লাগে
96. সৌরবছর কাকে বলে?
উত্তর:- সূর্যের চারপাশে একবার ঘুরে আসতে পৃথিবির সময়
লাগে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট এবং ৪৬ সেকেণ্ড। এই সময়কালকেই বলাহয় সৌরবছর।
97. কক্ষপথের আকৃতি কেমন?
উত্তর:- উপবৃত্তাকার।
98. কক্ষপথের পরিধি কত?
উত্তর:- ৯৬ কিমি।
”
পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন উত্তর “ একটি অতি গুরুত্বপূর্ণ টপিক নবম
শ্রেণীর পরীক্ষা (West Bengal Class Nine IX/
WB Class 9 / WBBSE / Class 9 Exam / West Bengal Board of Secondary Education –
WB Class 9 Exam / Class 9th / WB Class 9 / Class 9 Pariksha ) এখান থেকে প্রশ্ন অবশ্যম্ভাবী । সে কথা মাথায় রেখে নবম
শ্রেণীর ভূগোল পরীক্ষা প্রস্তুতিমূলক সাজেশন এবং প্রশ্ন ও উত্তর ( নবম
শ্রেণীর ভূগোল সাজেশন / নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ও উত্তর । Class 9 Geography
Suggestion / Class 9 Geography Question
and Answer / Class 9 Geography Suggestion / Class 9 Pariksha Geography
Suggestion / Geography Class 9 Exam Guide / MCQ , Short , Descriptive Type
Question and Answer / Class 9 Geography Suggestion FREE PDF Download)
পৃথিবীর গতিসমূহ
(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
(Class
9 Geography Suggestion / West Bengal Nine IXQuestion and Answer, Suggestion /
WBBSE Class 9th Geography Suggestion / Class 9 Geography Question and Answer / Class 9 Geography Suggestion / Class 9 Pariksha Suggestion / Class
9 Geography Exam Guide / Class 9 Geography Suggestion 2024, 2025, 2026, 2027, 2023,
2021, 2020, 2018, 2017, 2016, 2015, 2028, 2028, 2030 / Class 9 Geography Suggestion MCQ , Short , Descriptive Type
Question and Answer. / Class 9 Geography
Suggestion FREE PDF Download) সফল হবে।
পৃথিবীর গতিসমূহ
(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর
পৃথিবীর গতিসমূহ
(দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) Class 9 Geography Question and Answer Suggestion নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর। পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | নবম
শ্রেণীর ভূগোল ] পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর | পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) Class 9 Geography Question and Answer Suggestion নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর।
নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর
গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়)
পৃথিবীর গতিসমূহ
(দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর | পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) Class 9 Geography Question and Answer Suggestion নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) SAQ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর – অষ্টম শ্রেণি ভূগোল | Class 9 Geography
অষ্টম শ্রেণি ভূগোল (Class 9 Geography ) – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর | পৃথিবীর
গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) | Class 9 Geography Suggestion অষ্টম শ্রেণি ভূগোল – পৃথিবীর
গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর।
নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | অষ্টম শ্রেণির ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর | Class 9 Geography Question and Answer, Suggestion নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) | নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) | পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) | নবম
শ্রেণীর ভূগোল সহায়ক – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন ও উত্তর । Class 9 Geography Question and Answer, Suggestion | Class 9 Geography Question and Answer Suggestion | Class 9 Geography Question and Answer Notes | West Bengal Class
9th Geography Question and Answer Suggestion.
WBBSE Class 9th Geography Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর
গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়)
নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর | WBBSE Class 9 Geography
Question and Answer, Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর | পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) । Class 9 Geography Question and Answer Suggestion.
WBBSE
Class 9 Geography Suggestion নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর । পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) | Class 9 Geography Suggestion নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Geography Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর
গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
9 Geography Question and Answer
Suggestions | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) | নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography Question and Answer নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর Class 9 Geography Question and Answer নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) MCQ, সংক্ষিপ্ত, রোচনাধর্মী প্রশ্ন ও উত্তর ।
WB Class 9 Geography Suggestion | নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর
গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন উত্তর প্রশ্ন ও উত্তর
Class
9 Geography Question and Answer
Suggestion নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর – পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) MCQ প্রশ্ন ও উত্তর । Class 9 Geography Question and Answer Suggestion নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর। West Bengal Class 9 Geography
Suggestion Download WBBSE Class 9th Geography short question suggestion . Class
9 Geography Suggestion download Class 9th
Question Paper Geography. WB Class 9 Geography suggestion and important
question and answer. Class 9 Suggestion pdf.
পৃথিবীর গতিসমূহ
(দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার সম্ভাব্য সাজেশন ও শেষ মুহূর্তের প্রশ্ন ও উত্তর ডাউনলোড। নবম শ্রেণীর ভূগোল পরীক্ষার জন্য সমস্ত রকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর।
Class
9 Geography Question and Answer Question
and Answer prepared by expert subject teachers. WB Class 9 Geography Suggestion
with 100% Common in the Examination .Class Nine IXGeography Suggestion | West Bengal Board of Secondary Education
(WBBSE) Class 9 Exam Class 9 Geography
Question and Answer, Suggestion Download PDF: West Bengal Board of
Secondary Education (WBBSE) Class 9 Nine IXGeography Suggestion is provided
here. Class 9 Geography Question and
Answer Suggestion Questions Answers PDF Download Link in Free here.
পৃথিবীর গতিসমূহ
(দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography
Question and Answer with FREE PDF Download Link
পৃথিবীর গতিসমূহ
(দ্বিতীয় অধ্যায়) নবম শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer পৃথিবীর গতিসমূহ (দ্বিতীয় অধ্যায়) নবম
শ্রেণীর ভূগোল প্রশ্ন ও উত্তর | Class 9 Geography Question and Answer ”