পরীক্ষার প্রস্তুতি, নোটস সাজেশন পাওয়ার জন্য টেলিগ্রাম গ্রুপে জয়েন করো Join

SSC MTS GK Bengali part- 01 | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC Mock test in Bengali |

WhatsApp Channel Join Now
Telegram Group Join Now

SSC MTS GK Bengali | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC MTS Online Free Mock test in Bengali |



 সুপ্রিয় বন্ধুরা,

আজ আপনাদের SSC MTS পরীক্ষার উপযোগী কিছু জেনারেল প্রশ্ন উত্তর প্রদান করলাম।পর্ব:- 1 এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS এর গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন গুলি Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় জন‍্য খুবই গুরুত্বপূর্ণ।  আমরা আশা রাখছি প্রশ্নগুলি আপনাদের SSC MTS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি পড়ে নিন।

SSC MTS GK Part:-  


1. মানুষের হাতের বাহু কোন শ্রেণীর লিভার ?

A. প্রথম শ্রেণির

B. দ্বিতীয় শ্রেণির

C. তৃতীয় শ্রেণির

D. কোনটাই নয়

উত্তর : C


2. স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম শীর্ষস্থানাধীকারি দেশ কোনটি ?

A. চীন

B. ভারত

C. বেলজিয়াম

D. কঙ্গো

উত্তর : A


3. কোলকাতায় মেট্রোরেল চালু হয় কবে ?

A. ১৯৮০ সালে

B. ১৯৮২ সালে

C. ১৯৮৪ সালে

D. ১৯৮৬ সালে

উত্তর : C


4. ম্যাডোনা ছবিটি কে এঁকেছেন ?

A. রাফায়েল

B. পাবালো পিকাসো

C. মাইকেল এঞ্জোলো

D. লিওনার্দো

উত্তর : A


5. বিষেরবাঁশি কাব্যটি কার লেখা ?

A. নজরুল ইসলাম

B. শঙ্ক ঘোষ

C. মধুসূদন দত্ত

D. দীনেশ দাশ

উত্তর : A


6. বাঘাযতীন নামে পরিচিত কে ?

A. যতীন্দ্র মোহন বাগচী

B. যতীন্দ্রনাথ সেনগুপ্ত

C. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়

D. যদুনাথ সরকার

উত্তর : C


7. সুপ্রিমকোর্টে কত ধরণের আপিল করা যায় ?

A. চার

B. পাঁচ

C. ছয়

D. সাত

উত্তর : A


8. ‘ ভানগার্ড ‘ পত্রিকাটি কে সম্পাদনা করেন ?

A. মানবেন্দ্রনাথ রায়

B. উইলিয়াম কেরি

C. রাজা রামমোহন রায়

D. নীলমণি হালদার

উত্তর : A


9. মৃতজীবির উদাহরণ হল ?

A. ছত্রাক

B. কলসপত্র

C. স্বর্ণলতা

D. শৈবাল

উত্তর : A


10. জশ ফিলিপ কোন খেলার সঙ্গে যুক্ত ?

A. হকি

B. ফুটবল

C. টেনিস

D. ক্রিকেট

উত্তর : D


11. কালো সিসা কাকে বলা হয় ?

A. কোক

B. কার্বন

C. গ্রাফাইড

D. ভুসাকালি

উত্তর : C


12. মেগাস্থিনিসের লেখা গ্রন্থটির নাম কি ?

A. ইন্ডিকা

B. মুদ্রারাক্ষস

C. অর্থশাস্ত্র

D. এলাহবাদ প্রশস্তি

উত্তর : A


13. জোংখা কোথাকার কথ্য ভাষা ?

A. নেপাল

B. ভুটান

C. আবগানিস্তান

D. মায়ানমার

উত্তর : B


14. ভারতের Hero Cycles কোম্পানির গ্লোবাল হেডকোয়ার্টার তৈরি হল কোথায় ?

A. প্যারিস

B. লন্ডন

C. টোকিও

D. ক্যালিফোর্নিয়া

উত্তর : B


15. আলোর প্রতিসরণ সূত্র আবিষ্কার করেন কে ?

A. হুক

B. বয়েল

C. স্কেল

D. ওয়েসিক

উত্তর : C

1. খিলজি বংশ কবে প্রতিষ্ঠা হয় ?

A. 1260 খ্রিস্টাব্দে

B. 1220 খ্রিস্টাব্দে

C. 1280 খ্রিস্টাব্দে

D. 1290 খ্রিস্টাব্দে

উত্তর : D


2. কোন নদীর সর্ববৃহৎ নিকাশী ব্যবস্থা আছে ?

A. নীল

B. মিসিসিপি

C. আমাজন

D. কঙ্গো

উত্তর : C


3. যানবাহনের ধোঁয়া থেকে নির্গত কোনটি ক্ষতিকারক ?

A. সিসা

B. পারদ

C. ক্যাডমিয়াম

D. তামা

উত্তর : A


4. বৈদ্যুতিক বাল্বের ভেতর কোন গ‍্যাস থাকে ?

A. হাইড্রোজেন গ্যাস

B. কার্বন ডাই অক্সাইড গ্যাস

C. নাইট্রোজেন গ্যাস

D. অ্যামোনিয়া গ্যাস

উত্তর : C


5. BOD এর পুরো কথাটি কি ?

A. Biological Oxygen Demand

B. Biooxyzen Opposition Declare

C. Biological Oxygen Deficity

D. Best Oxygen Department

উত্তর : A


6. ‘ বিশ্ব ডায়াবেটিস দিবস ’ কোন দিনে পালিত হয় ?

A. ১৪ ই সেপ্টেম্বর

B. ১৪ ই অক্টোবর

C. ১৪ ই নভেম্বর

D. ১৪ ই ডিসেম্বর

উত্তর : C


7. ভারতের কোথায় সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় ?

A. পশ্চিমবঙ্গ

B. উত্তরপ্রদেশ

C. দিল্লি

D. তামিলনাড়ু

উত্তর : B


8. কার্লাইল সার্কুলার কবে জারি হয় ?

A. ১৯০৩ সালে

B. ১৯০৫ সালে

C. ১৯০৭ সালে

D. ১৯০৯ সালে

উত্তর : B


9. প্রদীপের পলতেতে তেল কোন পদ্ধতির মাধ‍্যমে ওপরে ওঠে ?

A. পরিচলন

B. বিকিরণ

C. কৈশিক ক্রিয়ায়

D. কোনটিই নয়

উত্তর : C


10. ‘ বিশ্ব অরণ্য দিবস ‘ কোন দিনে পালন করা হয় ?

A. ২১ শে মার্চ

B. ২২ শে মার্চ

C. ২৩ শে মার্চ

D. ২১ শে জুন

উত্তর : A


11. ‘ World Happiness Report 2021 ‘ তে ভারতের স্থান কত ছিল ?

A. ১৪০

B. ১৪৯

C. ১৩৯

D. ১৩১

উত্তর : C


12. মহিলা ক্রিকেটার হিসেবে ভারতীয় ক্রিকেটে ডবল সেঞ্চুরি প্রথম করেছেন কে ?

A. স্মৃতি মান্ধানা

B. মিতালি রাজ

C. হারমানপ্রীত কাউর

D. মানসী জোশী

উত্তর : B


13. ইউরোপে প্রথম শিল্প বিপ্লব ঘটে প্রথম কোন দেশে ?

A. ইংল্যান্ড

B. ফ্রান্স

C. রাশিয়া

D. ব্রিটেনে

উত্তর : D

14. প্রথম মুসলিম অভিনেতা হিসাবে অস্কার পুরস্কারের জন্য নমিনেটেড হলেন কে ?

A. রিজ আহমেদ

B. ইমরান মালিক

C. পারভেজ আলম

D. নাভিদ রেজওয়ান

উত্তর : A

1. ‘ দরবেশের সুলতান ‘ নামে পরিচিত কে ছিলেন ?

A. কুতুব উদ্দিন আইবক

B. নাসিরুদ্দিন মহম্মদ

C. ইলতুৎমিস

D. কাইকোবাদ

উত্তর : B

2. নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কীসের ধারণা পাওয়া যায় ?

A. বলের সংজ্ঞা

B. বলের পরিমাণ

C. বলের ক্রিয়া

D. ঘর্ষণ বল

উত্তর : B


3. National Security Guard এর নতুন ডিরেক্টর জেনারেল হিসাবে নিযুক্ত হলেন কে ?

A. কুলদীপ সিং

B. এম.এ. গণপতি

C. দিলরাজ যাদব

D. ভি.এস. কোঠারি

উত্তর : B


4. কোন উদ্ভিদের কান্ডে জলসঞ্চারী কোশ রয়েছে ?

A. শিউলি

B. বট

C. ফণীমনসা

D. সেগুন

উত্তর : C


5. সম্প্রতি ভারতীয় স্টেট ব্যাঙ্ককে কত কোটি টাকা জরিমানা করলো রিজার্ভ ব্যাঙ্ক ?

A. 1 কোটি

B. 2 কোটি

C. 5 কোটি

D. ১০ কোটি

উত্তর : B


6. হুমায়ুন নামা কার লেখা ?

A. আকবর

B. গুলবদন বেগম

C. আবুল ফজল

D. জাহাঙ্গীর

উত্তর : B


7. সম্প্রতি রাজ্যের কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করছে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ?

A. মণিপুর

B. নাগাল্যান্ড

C. মেঘালয়

D. উত্তরপ্রদেশ

উত্তর : A


8. পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি ?

A. চিল্কা

B. দক্ষিণ ব্রাজিলের লাগোয়া – দো পাতো

C. মধ্য এশিয়ার মরুসাগর

D. উলার

উত্তর : B


9. অনশনের কারণে কোন বিপ্লবীর জেলের মধ্যে মৃত্যু হয় ?

A. ভগৎ সিং

B. বিপিন চন্দ্র পাল

C. যতীন দাস

D. সুভাষ চন্দ্র বসু

উত্তর : C


10. কেইল খাল কার কার সাথে সংযুক্ত ?

A. ভূমধ্যসাগর ও কালো সাগর

B. প্রশান্ত মহাসাগর ও আটলান্টিক মহাসাগর

C. উত্তর সাগর ও ব্যালটিক সাগর

D. ভূমধ্যসাগর ও লাল সাগর

উত্তর : C


11. রাজিয়া সুলতান কার মেয়ে ছিলেন ?

A. ইলতুৎমিস

B. নাসিরুদ্দিন মহম্মদ

C. কুতুব উদ্দিন আইবক

D. রুকউদ্দিন

উত্তর : A


12. অক্ষর অনিতা চানু কোন খেলার জন্য অর্জুন পুরস্কার পান ?

A. জুডো

B. কবাডি

C. শ্যুটিং

D. গলফ

উত্তর : A


13. বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত ?

A. আসাম

B. সিকিম

C. মধ্যপ্রদেশ

D. ঝাড়খণ্ড

উত্তর : D


14. India’s Rajiv সিরিয়ালটির ডিরেক্টর কে ছিলেন ?

A. সত্যজিৎ রায়

B. সিমি গারেওয়াল

C. মীরা নায়ার

D. শ‍্যাম বেনেগাল

উত্তর : B


15. ‘ Dawn Under The Dome ‘ শিরোনামে ই – বুক রিলিজ করলেন কোন রাজ্যের গভর্নর ?

A. হরিয়ানা

B. কেরালা

C. মহারাষ্ট্র

D. পাঞ্জাব

উত্তর : C

1. কাঁচি কোন শ্রেনীর লিভার ?

A. প্রথম শ্রেণির

B. দ্বিতীয় শ্রেণির

C. তৃতীয় শ্রেণির

D. উপরের কোনটাই নয়

উত্তর : A


2. পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি ?

A. হাওয়াই দ্বীপ

B. বরবুদুরের স্তূপ

C. রামেশ্বরের মন্দির

D. বুর্জ খলিফা

উত্তর : B


3. 100 মিটার দৌড় প্রতিযোগিতায় দুতি চাঁদকে পরাজিত করে Federation Cup এ সোনা জিতলো কে ?

A. হিমা দাস

B. এস ধনলক্ষ্মী

C. অৰ্চনা সুসিদ্ৰন

D. পি.টি. ঊষা

উত্তর : B


4. চৌম্বক আবেশের একক কি ?

A. হেনরি

B. গাউস

C. ওয়েবার

C. ওরস্টেড

উত্তর : B


5. দিল্লী টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে ‘ Innovation Lab ’ তৈরি করলো কোন কোম্পানি ?

A. Nokia

B. Samsung

C. Microsoft

D. Xiomi

উত্তর : B


6. প্রথম কাগজের ব্যবহার করে কোন দেশ ?

A. দক্ষিণ আফ্রিকা

B. সুইডেন

C. কানাডা

D. চীন

উত্তর : D


7. কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন নামে পরিচিত ?

A. সিমলা

B. ঋষিকেশ

C. মুসৌরি

D. নৈনিতাল

উত্তর : C


8. বাটারফ্লাই কিসের সঙ্গে যুক্ত ?

A. কবাডি

B. সাঁতার

C. দাবা

D. ক্রিকেট

উত্তর : B


9. সম্প্রতি NCC তে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশ গ্রহণের অনুমোদন করলো কোন রাজ্যের হাইকোর্ট ?

A. কর্ণাটক

B. কেরালা

C. ঝাড়খণ্ড

D. রাজস্থান

উত্তর : B


10. আঙ্কোর ভাট মন্দির কোথায় অবস্থিত ?

A. ভিয়েতনাম

B. কম্বোডিয়া

C. পাকিস্তান

D. ভুটান

উত্তর : B


11. The Race of my Life বইটি কার লেখা ?

A. পিটি ঊষা

B. ঝুলন গোস্বামী

C. হিমা দাস

D. মিলখা সিং

উত্তর : D


12. IPL 2023 এর টাইটেল স্পন্সর হিসাবে ঘোষিত হলো কোন কোম্পানি ?

A. Unacademy

B. BYJU’S

C. Vivo

D. TATA

উত্তর : D


13. কানাডার জাতীয় খেলা কি ?

A. রাগবি

B. ল্যাকরোসে

C. ক্রিকেট

D. লন টেনিস

উত্তর : B


14. JCB Prize 2020 এর জন্য মনোনীত হওয়া ‘ Undertow ‘ শিরোনামে বইটি কার লেখা ?

A. জাহ্নবী বড়ুয়া

B. অরুন্ধতী রায়

C. গৌরি মিত্র

D. ঝুম্পা লাহিড়ী

উত্তর : A


15. ইউরেনাস কত সালে আবিষ্কার করা হয় ?

A. 1771 সালে

B. 1791 সালে

C. 1781 সালে

D. 1782 সালে

উত্তর : A

আরো পড়ুন



Related Search :: Mts  free GK question 2023, Mts  free GK question 2023, Mts  GK question paper pdf, Mts  GK question 2023 in bengali, rice Mts  mock test, Mts  GK question free, Mts  free GK question 2023 pdf, Mts  free GK question 2023 pdf,MTS  জিকে (MTS  GK question in Bengali),MTS  মুকট টেস্ট (MTS  GK question series in Bengali),MTS  প্রাক টেস্ট (MTS  preliminary GK question in Bengali),MTS  মেইনস জিকে (MTS  mains GK question in Bengali),MTS  অনলাইন জিকে (MTS  online GK question in Bengali),MTS  প্র্যাকটিস টেস্ট (MTS  practice test in Bengali),MTS  মডেল টেস্ট (MTS  model test in Bengali),MTS  প্রশ্ন ব্যাংক (MTS  question bank in Bengali),MTS  টেস্ট সিরিজ (MTS  test series in Bengali),MTS  আগের বছরের প্রশ্নপত্র (MTS  previous year question papers in Bengali),MTS  জিকে সহ উত্তর (MTS  GK question with answers in Bengali),MTS  জিকে পিডিএফ (MTS  GK question PDF in Bengali),MTS  জিকে অনলাইন ফ্রি (MTS  GK question online free in Bengali),MTS  জিকে সিরিজ ফ্রি ডাউনলোড (MTS  GK question series free download in Bengali),MTS  প্রাক টেস্ট পরীক্ষা (MTS  preliminary exam GK question in Bengali),MTS  মেইনস পরীক্ষা জিকে (MTS  mains exam GK question in Bengali),MTS  জেনারেল স্টাডিজ জিকে (MTS  GK question for general studies in Bengali),MTS  ব্যবসায় বিষয়ের জিকে (MTS  GK question for optional subjects in Bengali),MTS  ইতিহাস জিকে (MTS  GK question for history in Bengali),MTS  ভূগোল জিকে (MTS  GK question for geography in Bengali),MTS  গণিত জিকে (MTS  GK question for mathematics in Bengali),MTS  ইংরেজি রচনা জিকে (MTS  GK question for English composition in Bengali),MTS  বর্তমান বিষয় জিকে (MTS  GK question for current affairs in Bengali),MTS  মতামত যোগ্যতা জিকে (MTS  GK question for reasoning ability in Bengali),MTS  সংখ্যাতত্ত্ব যোগ্যতা জিকে (MTS  GK question for numerical ability in Bengali),MTS  সাধারণ বিজ্ঞান জিকে (MTS  GK question for general science in Bengali),MTS  ভারতীয় রাজনীতি জিকে (MTS  GK question for Indian polity in Bengali),MTS  ভারতীয় অর্থনীতি জিকে (MTS  GK question for Indian economy in Bengali),MTS  ভারতীয় সংস্কৃতি জিকে (MTS  GK question for Indian culture in Bengali),MTS  বাংলা সাহিত্য জিকে (MTS  GK question for Bengali literature in Bengali),MTS  ইংরেজি সাহিত্য জিকে (MTS  GK question for English literature in Bengali),MTS  সমাজবিজ্ঞান জিকে (MTS  GK question for sociology in Bengali),MTS  মনোবিজ্ঞান জিকে (MTS  GK question for psychology in Bengali),MTS  পাবলিক প্রশাসন জিকে (MTS  GK question for public administration in Bengali),MTS  কম্পিউটার জ্ঞান জিকে (MTS  GK question for computer knowledge in Bengali),MTS  পরিবেশ বিজ্ঞান জিকে (MTS  GK question for environmental science in Bengali), MTS  GK question  || MTS  Online GK question in bengali || MTS  GK question Prelim & Main  || MTS  2023-24 Prelims + Mains Mock Test


WhatsApp Channel Join Now
Telegram Group Join Now
WhatsApp Group Group Join

Post a Comment

পোস্ট পড়ে বা কোন Test দিতে গিয়ে যদি কোন সমস্যা হয় বা জিজ্ঞাসা থাকেে, নিচে কমেন্ট করে জানাতে পারো

× close ad