SSC MTS GK Bengali part- 14 | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC Mock test in Bengali |
SSC MTS GK Bengali | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC MTS Online Free Mock test in Bengali |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের SSC MTS পরীক্ষার উপযোগী কিছু জেনারেল প্রশ্ন উত্তর প্রদান করলাম।পর্ব:- 14 এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS এর গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন গুলি Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখছি প্রশ্নগুলি আপনাদের SSC MTS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি পড়ে নিন।
১} ভারতের রিজার্ভ ব্যাংকের
প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন?
উত্তর:- সি.ডি.দেশমুখ।
২} ভারতের নাইটেঙ্গেল কাকে বলা হয়?
উত্তর:- সরোজিনী
নাইডু।
৩}
ভারতে মনসবদারী প্রথা কে প্রবর্তন করেন?
উত্তর:- মোগল সম্রাট আকবর।
৪}
কোন রাজ্যের মুখ্যমন্ত্রীকে
কে শপথ বাক্য পাঠ করান?
উত্তর:- সংশ্লিষ্ট
রাজ্যের রাজ্যপাল।
৫}
জহরলাল নেহেরুর মৃত্যুর
পর ভারতের প্রধানমন্ত্রীর
আসন কে অলংকৃত করেছিলেন?
উত্তর:- গুলজারিলাল
নন্দ।
৬}
ভারতের গণপরিষদের সভাপতি কে ছিলেন?
উত্তর:- রাজেন্দ্র
প্রসাদ।
৭} স্নুকার
খেলাটির জন্ম হয়েছে কোন দেশে?
উত্তর:- ভারত।
৮}
দুধ দই এ পরিণত হলে টক হয়ে যায় কেন?
উত্তর:- ল্যাকটিক
অ্যাসিডের জন্য।
৯}
ধুঁয়াধর
জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:- নর্মদা নদী।
১০} কোন গ্রহটি আয়তনে প্রায় পৃথিবীর সমান?
উত্তর:- শুক্র।
১১} কোন ব্রিটিশ
গভর্নর জেনারেল স্বত্ববিলোপ
নীতি প্রবর্তন করেছিলেন?
উত্তর:- লর্ড ডালহৌসি।
১২} কোন ধর্মের জন্য হীরক মূল্যবান রত্ন রূপে ব্যবহৃত হয়?
উত্তর:- উচ্চ প্রতিসরাঙ্ক।
১৩} শিবাজীর
রাজ্যভিষেক কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর:- রায়গর দুর্গে।
১৪} ফরওয়ার্ড
ব্লক নামক রাজনৈতিক
দল কে প্রতিষ্ঠা
করেছিলেন?
উত্তর:- সুভাষচন্দ্র
বসু।
১৫} কোন ভারতীয় শাসকের অষ্টপ্রধান নামক মন্ত্রী পরিষদ ছিল?
উত্তর:- ছত্রপতি
শিবাজী।
১৬} ভারতের পার্লামেন্টের কোন কক্ষের সদস্য না হয়েও কোন ব্যক্তি
সর্বাধিক কতদিন মন্ত্রিসভার সদস্য থাকতে পারেন?
উত্তর:- ছয় মাস।
১৭} দাদাসাহেব ফালকে পুরস্কার কোন ক্ষেত্রে সঙ্গে সম্পর্কিত?
উত্তর:- ভারতীয়
চলচ্চিত্র।
১৮} “Sea
of Poppies” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- অমিতাভ ঘোষ।
১৯} বায়ুর গতিবেগ মাপার একক কি?
উত্তর:- নট।
২০} পঙ্কজ উদাস কোন ধরনের সংগীতের সঙ্গে সম্পর্কিত?
উত্তর:- গজল।
২১} খাদ্য পরিপাকের জন্য মানুষের পাকস্থলীতে
কোন অ্যাসিড উৎপন্ন হয়?
উত্তর:- হাইড্রোক্লোরিক
অ্যাসিড।
২২} কোন প্রণালী আফ্রিকা
ও
ইউরোপকে পৃথক করেছে?
উত্তর:- জিব্রাল্টার
প্রণালী।
২৩} জন্ডিস রোগে শরীরের কোন অংশ আক্রান্ত হয়?
উত্তর:- যকৃত বা লিভার।
২৪} “The
Idiot” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- ফিওদর দস্তয়েভস্কি।
২৫} কম্পিউটারের আইসি চিপস কি দিয়ে তৈরি হয়?
উত্তর:- সিলিকন।
২৬} কোন দেশকে হাজার দ্বীপের
দেশ বলা হয়?
উত্তর:- ফিনল্যান্ড।
২৭} ভারতের কোন সুলতান কর্মনিয়োগ দপ্তর স্থাপন করেছিলেন?
উত্তর:- ফিরোজ শাহ তুঘলক।
২৮} তালিকোটার
যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল?
উত্তর:- 1565 খ্রীঃ।
২৯} গুরু নানকের মৃত্যুর
পর কে শিখদের দ্বিতীয় গুরু হয়েছিলেন?
উত্তর:-গুরু অঙ্গদ।
৩০} প্রথম প্রকাশিত বাংলা উপন্যাসের নাম কি?
উত্তর:- আলালের ঘরের দুলাল।
৩১} ওয়াটার পোলো খেলায় একটি দলে কতজন সদস্য থাকেন?
উত্তর:- 7 জন।
৩২} লিফট কে আবিষ্কার
করেন?
উত্তর:- ই.জি.ওটিস।
৩৩} বাংলা সাহিত্যে ঘনাদা চরিত্রটির সৃষ্টিকর্তা
কে?
উত্তর:- প্রেমেন্দ্র
মিত্র।
৩৪} ওয়ালেস
কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
উত্তর:- শুটিং।
৩৫} প্রথম কোন বাঙালি দাদাসাহেব
ফালকে পুরস্কারে ভূষিত হয়েছিলেন?
উত্তর:- বি.এন.সরকার।
৩৬} নিউট্রন
বিহীন পরমাণুর নাম কি?
উত্তর:- হাইড্রোজেন।
৩৭} মিথেন গ্যাসের দহনে কোন কোন পদার্থ উৎপন্ন হয়?
উত্তর:- কার্বন-ডাই-অক্সাইড ও জল।
৩৮} কার্চিপূজা কোন রাজ্যের উৎসব?
উত্তর:- ত্রিপুরা।
৩৯} ভারতের কোন শহরকে গোলাপি শহর বলা হয়
উত্তর:- জয়পুর।
৪০} দক্ষিণ আফ্রিকার মুদ্রার
নাম কি?
উত্তর:- রান্ড।
৪১} বায়ুমণ্ডলে
কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি?
উত্তর:- নাইট্রোজেন।
৪২} “Art
of Cricket” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- ডন ব্র্যাডম্যান।
৪৩} আন্তর্জাতিক
মহিলা দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 8ই মার্চ।
৪৪} “চরকসংহিতা”
গ্রন্থের বিষয়বস্তু
কি?
উত্তর:- চিকিৎসাবিদ্যা।
৪৫} রামায়ণ অনুযায়ী
রামের বানর সেনা দলে কে চিকিৎসক
ছিলেন?
উত্তর:- সুষেণ।
৪৬} “অগ্নিবীণা” কাব্যগ্রন্থটি
কে রচনা করেন?
উত্তর:- কাজী নজরুল ইসলাম।
৪৭} গৌতমেশ্বরের
মূর্তি কোথায় অবস্থিত?
উত্তর:- কর্ণাটকের
শ্রবণবেলাগলা।
৪৮} বাংলায় চিরস্থায়ী
বন্দোবস্ত কে প্রবর্তন করেছিলেন?
উত্তর:- লর্ড কর্নওয়ালিস।
৪৯} ভারতের সংবিধানের কত নম্বর তফসিলে রাজ্য ও
কেন্দ্রশাসিত অঞ্চলের
এলাকার বর্ণনা দেওয়া আছে?
উত্তর:- তফসিল-1।
৫০} ডায়নামোতে
কোন শক্তি, কোন শক্তিতে রূপান্তরিত
হয়?
উত্তর:- যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে।
৫১} বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থ ত্রিপিটক
কোন ভাষায় লেখা?
উত্তর:- পালি ভাষা।
৫২} মধ্যচ্ছদা কোন কাজে সহায়তা করে?
উত্তর:- শ্বাসকার্য।
৫৩} আলিগড় শহর কোন শিল্পের
জন্য প্রসিদ্ধ?
উত্তর:- তালাচাবি।
৫৪} প্রথম কমনওয়েলথ গেম কোন দেশে অনুষ্ঠিত
হয়েছিল?
উত্তর:- কানাডা।
৫৫} ভারতের সুপ্রিম কোর্টের
কোন বিচারপতি কার্যনির্বাহী
রাষ্ট্রপতি হয়েছিলেন?
উত্তর:- এম.হিদায়তুল্লা।
৫৬} প্রাচীনতম
বেদের নাম কি?
উত্তর:- ঋকবেদ।
৫৭} মিকির আদিবাসী সম্প্রদায়ের
মানুষেরা কোন রাজ্যে বসবাস করে?
উত্তর:- অসম।
৫৮} ডাঃ হরগোবিন্দ খোরানা কোন বিষয়ে গবেষণার
জন্য চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তর:- কৃত্রিম
ভাবে জিনসংশ্লেষ।
৫৯} বাংলা সাহিত্যে পান্ডব গোয়েন্দা চরিত্রের
সৃষ্টিকর্তা কে?
উত্তর:- ষষ্ঠীপদ
চট্টোপাধ্যায়।
৬০} বায়ুমন্ডলের
সর্বনিম্ন স্তরের নাম কি?
উত্তর:- ট্রপোস্ফিয়ার।
৬১} পন্ডিত জহরলাল নেহেরু মোট কতবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন?
উত্তর:- 3 বার।
৬২} ভারতের পশ্চিমঘাট পর্বত কি ধরনের পর্বত?
উত্তর:- ক্ষয়জাত
পর্বত।
৬৩} বাড়িতে রান্নার
কাজে ব্যবহৃত এলপিজি
(LPG} গ্যাসের
প্রধান উপাদান কি কি?
উত্তর:- প্রোপেন
ও
বিউটেন।
৬৪} ভারতে কবে দূরদর্শনের সম্প্রচার
শুরু হয়েছিল?
উত্তর:- 1959 খ্রীঃ।
৬৫} কোন যৌগের উপস্থিতি জলে স্থায়ী খরতা সৃষ্টির কারণ?
উত্তর:- ক্যালসিয়াম
বাইকার্বনেট।
৬৬} “পাগলী, তোমার সঙ্গে” কাব্যগ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- জয় গোস্বামী।
৬৭} শীতকালীন অলিম্পিক
খেলা কবে শুরু হয়?
উত্তর:- 1924 খ্রীঃ।
৬৮} ভারত ছাড়া আর কোন দেশের জাতীয় দিবস 26শে জানুয়ারি
পালন করা হয়?
উত্তর:- অস্ট্রেলিয়া।
৬৯} কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি হয়?
উত্তর:- কঠিন মাধ্যম
৭০} কোন কোন ধাতুর সংমিশ্রণে
কাঁসা তৈরি হয়?
উত্তর:- তামা ও
টিন।
৭১} কচু খেলে গলা চুলকায়
কেন?
উত্তর:- কচুতে র্যাফাইডের উপস্থিতির
জন্য।
৭২} ভারতের কোন রাজ্যের
বিধানসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন?
উত্তর:- শানো দেবী।(হরিয়ানা} ।
৭৩} কোন পদার্থের উপস্থিতির
জন্য সাধারণ অবস্থায়
রক্তবাহে রক্ত জমে না?
উত্তর:- হেপারিন।
৭৪} মুদ্রা ও
পদক সংক্রান্ত চর্চা কে কি বলে?
উত্তর:- নিউমিসম্যাটিকস।
৭৫} ইংরেজি ভাষায় “সাবিত্রী” গ্রন্থ কে রচনা করেন?
উত্তর:- অরবিন্দ
ঘোষ।
৭৬} রয়্যাল বেঙ্গল টাইগারকে কবে ভারতে জাতীয় প্রাণী হিসেবে গ্রহণ করা হয়েছিল?
উত্তর:- 1972 খ্রীঃ।
৭৭} আলোর কোন ধর্মের জন্য হীরককে উজ্জ্বল
লাগে?
উত্তর:- অভ্যন্তরীণ
পূর্ণ প্রতিফলন।
৭৮} প্রকৃতিগতভাবে
পেঁয়াজ কি?
উত্তর:- পরিবর্তিত
কান্ড।
৭৯} কোন বিল অর্থবিল
কিনা সে বিষয়ে কার সিদ্ধান্ত চূড়ান্ত?
উত্তর:- স্পীকার।
৮০} ভারতে কে প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেছিলেন?
উত্তর:- ব্রিটিশ
সরকার।
৮১} ভারতীয় রেলের ব্রডগেজ লাইনের বিস্তার কত?
উত্তর:- 1.67 মিটার।
৮২} ফ্লোরেন্স
নাইটিঙ্গেল কোন যুদ্ধে সেবাপরায়ণতার জন্য খ্যাতি লাভ করেছেন?
উত্তর:- ক্রিমিয়ার
যুদ্ধ।
৮৩} কোন সুলতান ভারত থেকে ক্রীতদাস রপ্তানি
নিষিদ্ধ করেছিলেন?
উত্তর:- সিকান্দার
লোদী।
৮৪} “Emma”
গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- জেন অস্টিন।
৮৫} পশ্চিমবঙ্গের কোন জেলা ‘বাবনানের চিকন’ এর জন্য প্রসিদ্ধ?
উত্তর:- হুগলি।
৮৬} ভিটামিন-সি এর রাসায়নিক
নাম কি?
উত্তর:- অ্যাসকরবিক
অ্যাসিড।
৮৭} ভারতের কোন প্রধানমন্ত্রীকে
তার কার্যকালে একবারও সংসদের মুখোমুখি হতে হয়নি?
উত্তর:- চৌধুরী চরণ সিং।
৮৮} পরীক্ষাগারে প্রস্তুত
প্রথম জৈব যৌগের নাম কি?
উত্তর:- ইউরিয়া।
৮৯} পরীক্ষাগারে
প্রস্তুত প্রথম অজৈব যৌগের নাম কি?
উত্তর:- অ্যামোনিয়াম
সায়ানেট।
৯০} ভারতীয়
সেনাবাহিনীর প্রথম কমান্ডার-ইন-চিফ কে ছিলেন?
উত্তর:- কে.এম.কারিয়াপ্পা।
৯১} ভারতের প্রথম মহিলা চিকিৎসকের
নাম কি?
উত্তর:- কাদম্বিনী
গাঙ্গুলী।
৯২} ইউরোপের কোন দেশে নবজাগরণ বা রেনেসাঁ শুরু হয়েছিল?
উত্তর:- ইতালি।
৯৩} অ্যান্টিমণি মৌলটির প্রতীক চিহ্ন কি?
উত্তর:- SB.
৯৪} হিন্দুস্থানী
কন্ঠ সংগীতের প্রাচীনতম
রূপ কী?
উত্তর:- ধ্রুপদ।
৯৫} প্রকৃতিগতভাবে
আলু কি?
উত্তর:- পরিবর্তিত
কান্ড।
৯৬} ডুবোজাহাজে
ব্যবহৃত কোন যন্ত্র জলতলের ওপরে থাকা থাকা কোন নিরীক্ষণে সাহায্য
করে?
উত্তর:- পেরিস্কোপ।
৯৭} ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী
সীমাকে কী বলে?
উত্তর:- ট্রপোপজ।
৯৮} ভারতের বৃহত্তম চিড়িয়াখানার
নাম কি?
উত্তর:- আলিপুর চিড়িয়াখানা।
৯৯} ভারতীয় স্থলবাহিনীর
প্রথম ভারতীয় প্রধান কে ছিলেন?
উত্তর:- মহারাজা
রাজেন্দ্র সিংহজি।
১০০} ইন্ডিয়ান স্পেস রিসার্চ অরগানাইজেশের
সদরদপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- কর্নাটকের বেঙ্গালুরু।
আরো পড়ুন
Related Search :: Mts free GK question 2023, Mts free GK question 2023, Mts GK question paper pdf, Mts GK question 2023 in bengali, rice Mts mock test, Mts GK question free, Mts free GK question 2023 pdf, Mts free GK question 2023 pdf,MTS জিকে (MTS GK question in Bengali),MTS মুকট টেস্ট (MTS GK question series in Bengali),MTS প্রাক টেস্ট (MTS preliminary GK question in Bengali),MTS মেইনস জিকে (MTS mains GK question in Bengali),MTS অনলাইন জিকে (MTS online GK question in Bengali),MTS প্র্যাকটিস টেস্ট (MTS practice test in Bengali),MTS মডেল টেস্ট (MTS model test in Bengali),MTS প্রশ্ন ব্যাংক (MTS question bank in Bengali),MTS টেস্ট সিরিজ (MTS test series in Bengali),MTS আগের বছরের প্রশ্নপত্র (MTS previous year question papers in Bengali),MTS জিকে সহ উত্তর (MTS GK question with answers in Bengali),MTS জিকে পিডিএফ (MTS GK question PDF in Bengali),MTS জিকে অনলাইন ফ্রি (MTS GK question online free in Bengali),MTS জিকে সিরিজ ফ্রি ডাউনলোড (MTS GK question series free download in Bengali),MTS প্রাক টেস্ট পরীক্ষা (MTS preliminary exam GK question in Bengali),MTS মেইনস পরীক্ষা জিকে (MTS mains exam GK question in Bengali),MTS জেনারেল স্টাডিজ জিকে (MTS GK question for general studies in Bengali),MTS ব্যবসায় বিষয়ের জিকে (MTS GK question for optional subjects in Bengali),MTS ইতিহাস জিকে (MTS GK question for history in Bengali),MTS ভূগোল জিকে (MTS GK question for geography in Bengali),MTS গণিত জিকে (MTS GK question for mathematics in Bengali),MTS ইংরেজি রচনা জিকে (MTS GK question for English composition in Bengali),MTS বর্তমান বিষয় জিকে (MTS GK question for current affairs in Bengali),MTS মতামত যোগ্যতা জিকে (MTS GK question for reasoning ability in Bengali),MTS সংখ্যাতত্ত্ব যোগ্যতা জিকে (MTS GK question for numerical ability in Bengali),MTS সাধারণ বিজ্ঞান জিকে (MTS GK question for general science in Bengali),MTS ভারতীয় রাজনীতি জিকে (MTS GK question for Indian polity in Bengali),MTS ভারতীয় অর্থনীতি জিকে (MTS GK question for Indian economy in Bengali),MTS ভারতীয় সংস্কৃতি জিকে (MTS GK question for Indian culture in Bengali),MTS বাংলা সাহিত্য জিকে (MTS GK question for Bengali literature in Bengali),MTS ইংরেজি সাহিত্য জিকে (MTS GK question for English literature in Bengali),MTS সমাজবিজ্ঞান জিকে (MTS GK question for sociology in Bengali),MTS মনোবিজ্ঞান জিকে (MTS GK question for psychology in Bengali),MTS পাবলিক প্রশাসন জিকে (MTS GK question for public administration in Bengali),MTS কম্পিউটার জ্ঞান জিকে (MTS GK question for computer knowledge in Bengali),MTS পরিবেশ বিজ্ঞান জিকে (MTS GK question for environmental science in Bengali), MTS GK question || MTS Online GK question in bengali || MTS GK question Prelim & Main || MTS 2023-24 Prelims + Mains Mock Test