SSC MTS GK Bengali part- 07 | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC Mock test in Bengali |
SSC MTS GK Bengali | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC MTS Online Free Mock test in Bengali |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের SSC MTS পরীক্ষার উপযোগী কিছু জেনারেল প্রশ্ন উত্তর প্রদান করলাম।পর্ব:- 7 এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS এর গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন গুলি Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখছি প্রশ্নগুলি আপনাদের SSC MTS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি পড়ে নিন।
1}হরিপ্রসাদ চৌরাসিয়া কোন বাদ্যযন্ত্র বাজানোয় বিখ্যাত?
উত্তর:- বাঁশি।
2}
গঙ্গোত্রী জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- উত্তরাখণ্ড।
3}হুমায়ুনের সমাধি কোথায় অবস্থিত?
উত্তর:- দিল্লিতে।
4}
সবুজ বিপ্লবের জনক নরম্যান আর্নেট বোরলগ কত সালে নোবেল পুরস্কার পান?
উত্তর:- 1970 খ্রীঃ।
5}মহাভারতে কুরুক্ষেত্রের
যুদ্ধ কতদিন ধরে হয়েছিল?
উত্তর:- 18 দিন।
6}কালিন্দি নদীর অপর নাম কী?
উত্তর:- যমুনা।
7}নেপালের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কী?
উত্তর:- বিদ্যাদেবী ভান্ডারি ।
8}ভারতের সংবিধানের কত নম্বর ধারায় Uniform Civil Code এর কথা বলা হয়েছে?
উত্তর:- 44 নম্বর ।
9}আমেরিকা যুক্তরাষ্ট্রের
প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?উত্তর:- উত্তর:- জর্জ ওয়াশিংটন ।
10}X-ray
কে আবিষ্কার করেন?
উত্তর:- রন্টজেন।
11}ভারতের প্রথম মহাকাশচারীর
নাম কি?
উত্তর:- রাকেশ শর্মা।
12}দুটি বায়োমের (বাস্তুতন্ত্রের}
মধ্যবর্তী পরিবর্তনশীল
অঞ্চলকে কী বলে?
উত্তর:- ইকোটন।
13}ইংরেজরা কাকে কাইজার ই হিন্দ উপাধি দিয়েছিল?
উত্তর:- মহাত্মা গান্ধী।
14}আগ্রা নগরীর প্রতিষ্ঠাতা
কে?
উত্তর:- সিকান্দার লোদি
15}ভারতের জাতীয় কংগ্রেসের
প্রথম মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর:- অ্যানি বেসান্ত।
16}ভারতের জাতীয় কংগ্রেসের
প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন?
উত্তর:- সরোজিনী নাইডু।
17}অজন্তা গুহা কোথায় অবস্থিত?
উত্তর:- মহারাষ্ট্রে।
18}পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে?
উত্তর:- ফর্মিক অ্যাসিড।
19}ভারতে বন সংরক্ষণ
আইন কবে পাশ হয়?
উত্তর:- 1980 খ্রীঃ।
20}ISRO
এর সম্পূর্ণ রূপ লেখ ।
উত্তর:- Indian Space Research Organisation.
21}মহাবোধি বৃক্ষ কোথায় অবস্থিত?
উত্তর:- বুদ্ধ গয়া।
22}লালকেল্লা কে নির্মাণ করেন?
উত্তর:- শাহজাহান ।
23}কুদানকুলাম পারমাণবিক
বিদ্যুৎ কেন্দ্র
কোথায় অবস্থিত?
উত্তর:- তামিলনাড়ু।
24}DVD
এর সম্পূর্ণ রূপ লেখ?
উত্তর:- Digital Versatile Disc.
25}ভারতের লৌহ মানব কাকে বলা হয়?
উত্তর:- সর্দার বল্লভভাই প্যাটেল ।
26}দাক্ষিণাত্য নীতির কারণে কোন মোগল সম্রাট পরিচিত?
উত্তর:- ঔরঙ্গজেব।
27}স্বামী দয়ানন্দ সরস্বতী
কার শিষ্য ছিলেন?
উত্তর:- স্বামী বিরজানন্দ।
28}ডেসডিমোনা চরিত্রটি
কোন নাটকের?
উত্তর:- ওথেলো।
29}ভারতের বৃহত্তম হোসিয়ারি
উৎপাদন কেন্দ্র হিসাবে কোন শহর পরিচিত?
উত্তর:- লুধিয়ানা।
30}ভারতীয় সংবিধানে
রাষ্ট্রের নির্দেশমূলক
নীতি কোন দেশের সংবিধানের আদর্শে গৃহীত হয়েছে?
উত্তর:- আয়ারল্যান্ড।
31}
নাখোদা মসজিদ কোন শহরে অবস্থিত?
উত্তর:- কলকাতা।
32}প্রথম বাঙালি মহিলা হিসেবে কে ইংলিশ চ্যানেল অতিক্রম
করেছিলেন?
উত্তর:- আরতি সাহা।
33}
ভারতের পরিকল্পনা কমিশন কত সালে গঠিত হয়?
উত্তর:- 1950 খ্রীঃ।
34}বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর:- হকি।
35}হিন্দুস্তান এরোনটিক্স
লিমিটেড কোথায় অবস্থিত?
উত্তর:- ব্যাঙ্গালোর।
36}
প্রবাসী ভারতীয়
দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 9ই
জানুয়ারি।
37}বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের
প্রবক্তা কাকে বলা হয়?
উত্তর:- কাল মার্কস।
38}
জোট নিরপেক্ষ নীতির প্রবক্তা কাকে বলা হয়?
উত্তর:- জহরলাল নেহেরু।
39}
বিশ্ব প্রতিবন্ধী দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 3রা ডিসেম্বর।
40}অশোকের সমসাময়িক শ্রীলংকার
রাজা কে ছিলেন?
উত্তর:- তিষ্য।
41}পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর:- শ্রীলংকার
শ্রীমাভো বন্দরনায়েক।
42}ইউরোপীয় ইউনিয়নের
অন্তর্ভুক্ত কোন রাষ্ট্র সর্বপ্রথম
প্যালেস্টাইনকে সরকারিভাবে
স্বীকৃতি দেয়?
উত্তর:- সুইডেন।
43}
পৃথিবীর নবীনতম রাষ্ট্রের নাম কী?
উত্তর:- দক্ষিণ সুদান।
44}দক্ষিণ সুদানের রাজধানীর
নাম কি?
উত্তর:- জুবা।
45}কত সালে ভারতে সর্বপ্রথম রেডিও সম্প্রচার শুরু হয়েছিল?
উত্তর:- 1922 খ্রীঃ।
46}কবে স্বাধীন বাংলাদেশ
রাষ্ট্রের সৃষ্টি হয়?
উত্তর:- 1971 খ্রীঃ, 16ই ডিসেম্বর।
47}ভারতীয় সংবিধানের
কত নম্বর ধারা বলে অর্থ কমিশন গঠন করা হয়?
উত্তর:- 280 নম্বর।
48}
আন্তর্জাতিক নারী দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 8ই
মার্চ।
49}
ডিনামাইট কে আবিষ্কার করেন?
উত্তর:- আলফ্রেড নোবেল।
50}আলফ্রেড নোবেল কোন দেশের অধিবাসী
ছিলেন?
উঃ সুইডেন।
51}সুইডেনের রাজধানীর
নাম কি?
উত্তর:- স্টকহোম।
52}জোট নিরপেক্ষ আন্দোলনের
প্রথম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর:- 1961 খ্রীঃ, সার্বিয়ার বেলগ্রেড
শহরে।
53}“Letters
For a Nation” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- জহরলাল নেহেরু।
54}“The
Story of My Life” কোন ভারতীয়
রাজনীতিবিদের আত্মজীবনী?
উত্তর:- মোরারজি দেশাই।
55}সম্মিলিত জাতিপুঞ্জ
কবে এবং কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- 1945 খ্রীঃ 24শে অক্টোবর,
আমেরিকা যুক্তরাষ্ট্রের
সানফ্রান্সিসকো শহরে।
56}ভারতের অভ্যন্তরীণ সুরক্ষা
একাডেমি (Internal Security Academy of India}
কোথায় অবস্থিত?
উত্তর:- রাজস্থানের মাউন্ট আবু তে।
57}ভারতের প্রথম আইন বিশ্ববিদ্যালয় কবে এবং কোথায় প্রতিষ্ঠিত
হয়?
উত্তর:- কর্নাটকের ব্যাঙ্গালোরে,1987
খ্রীঃ।
58}
ভারতের প্রথম আইন বিশ্ববিদ্যালয়ের নাম কি?
উত্তর:- ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া
ইউনিভার্সিটি।
59}পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?
উত্তর:- 1954 খ্রীঃ 28শে এপ্রিল, ভারতের প্রথম প্রধানমন্ত্রী
জহরলাল নেহেরু এবং চীনের প্রধানমন্ত্রী চৌ এন লাই এর মধ্যে।
60}বর্ডার সিকিউরিটি ফোর্স
(BSF} কবে গঠিত হয়?
উত্তর:- 1965 খ্রীঃ 1লা ডিসেম্বর।
61}চারমিনার কোথায় অবস্থিত?
উত্তর:- হায়দ্রাবাদ।
62}"ওপেন" (Open} কোন খেলোয়াড়ের আত্মজীবনীর নাম?
উত্তর:- আন্দ্রে আগাসি।
64}ধাপ নৃত্য
(Dhap Dance} কোন রাজ্যের লোক নৃত্য?
উত্তর:- উড়িষ্যা।
65}নাপথা ঝাকড়ি জলাধার কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:- শতদ্রু।
66}ফতেপুর সিক্রি কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- উত্তর প্রদেশ।
67}ফতেপুর সিক্রি কে নির্মাণ করেন?
উত্তর:- আকবর।
68}রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর:- হায়দ্রাবাদ।
69}মইনুল হক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর:- বিহারের পাটনা।
70}"The Ministry of Utmost Happiness’ গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- অরুন্ধতী রায়।
71} রাজীব গান্ধীর সমাধিস্থলের নাম কি?
উত্তর:- বীরভূমি।
72}"চায়না ম্যান" পরিভাষাটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
উত্তর:- ক্রিকেট।
73}"অক্টোপাস" কোন রাজ্যের সন্ত্রাসবিরোধী
সংস্থা?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ।
74}
চিলির মুদ্রার নাম কি?
উত্তর:- পেসো।
75}
বাংলাদেশের পার্লামেন্টের
নাম কি?
উত্তর:- জাতীয় সংসদ।
78}
সিকিমের শেষ রাজার নাম কি?
উত্তর:- প্যালডেন থন্ডুপ নামগিয়াল।
79}
সার্কের (SAARC} জনক কাকে বলা হয়?
উত্তর:- জিয়াউর রহমান।
80}এম.এস. শুভলক্ষ্মী
কোন বিষয়ের জন্য বিখ্যাত?
উত্তর:- কণ্ঠসঙ্গীত।
81}গরবা নৃত্য ভারতবর্ষের
কোন রাজ্যের বিশিষ্ট
নৃত্য?
উত্তর:- গুজরাট।
82}"স্লামডগ মিলিওনেয়ার"
চলচ্চিত্রের পরিচালক
কে?
উত্তর:- ড্যানি বয়েল।
83}গোমো স্টেশনের বর্তমান
নাম কি?
উত্তর:- নেতাজি সুভাষচন্দ্র
বসু জংশন।
84}
চেরাপুঞ্জির বর্তমান
নাম কি?
উত্তর:- সোহরা।
85}গঙ্গুবাই হাঙ্গাল
কোন ঘরানার শিল্পী ছিলেন?
উত্তর:- কিরানা ঘরানা।
86}
ভারতের প্রথম রাষ্ট্রপতির
নাম কি?
উত্তর:- রাজেন্দ্র প্রসাদ।
87}আমেরিকা যুক্তরাষ্ট্রের
রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?
উত্তর:- হোয়াইট হাউস।
88}
ভারতের রাষ্ট্রপতির সরকারি বাসভবনের নাম কি?
উত্তর:- রাষ্ট্রপতি ভবন।
89}
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?
উত্তর:- সংবাদমাধ্যম।
90}“রয়টার্স" কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তর:- ব্রিটেন।
91}
লিখিত সংবিধানের ধারণার জন্ম হয় কোন দেশে?
উত্তর:- ব্রিটেন।
92}ভারতের মন্ত্রিসভার সদস্যরা
কার কাছে যৌথভাবে
দায়বদ্ধ থাকে?
উত্তর:- লোকসভা।
93}
ইসরাইলের পার্লামেন্টের
নাম কি?
উত্তর:- নেসেট।
94}ভারতের কোন প্রধানমন্ত্রী
তাঁর কার্যকালে একবারও সংসদের মুখোমুখি হননি?
উত্তর:- চৌধুরী চরণ সিং।
95}
পূর্ব তিমোরের রাজধানীর
নাম কি?
উত্তর:- ডিলি।
96}ভারতে জাতীয় পঞ্চায়েত
দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 24 শে এপ্রিল।
97}
বাগডোগরা বিমানবন্দর
কোথায় অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গের দার্জিলিং
জেলায়।
98}
ভারতের সেন্ট্রাল ভিজিলান্স
কমিশন কবে গঠিত হয়?
উত্তর:- 1964 খ্রীঃ।
99}ভারতের পরিকল্পনা কমিশনের
প্রথম সভাপতি (চেয়ারম্যান}
কে ছিলেন?
উত্তর:- জহরলাল নেহেরু।
100}ভারতের পরিকল্পনা কমিশনের
প্রথম সহ সভাপতি (ভাইস চেয়ারম্যান} কে ছিলেন?
উত্তর:- গুলজারিলাল নন্দ।
আরো পড়ুন
Related Search :: Mts free GK question 2023, Mts free GK question 2023, Mts GK question paper pdf, Mts GK question 2023 in bengali, rice Mts mock test, Mts GK question free, Mts free GK question 2023 pdf, Mts free GK question 2023 pdf,MTS জিকে (MTS GK question in Bengali),MTS মুকট টেস্ট (MTS GK question series in Bengali),MTS প্রাক টেস্ট (MTS preliminary GK question in Bengali),MTS মেইনস জিকে (MTS mains GK question in Bengali),MTS অনলাইন জিকে (MTS online GK question in Bengali),MTS প্র্যাকটিস টেস্ট (MTS practice test in Bengali),MTS মডেল টেস্ট (MTS model test in Bengali),MTS প্রশ্ন ব্যাংক (MTS question bank in Bengali),MTS টেস্ট সিরিজ (MTS test series in Bengali),MTS আগের বছরের প্রশ্নপত্র (MTS previous year question papers in Bengali),MTS জিকে সহ উত্তর (MTS GK question with answers in Bengali),MTS জিকে পিডিএফ (MTS GK question PDF in Bengali),MTS জিকে অনলাইন ফ্রি (MTS GK question online free in Bengali),MTS জিকে সিরিজ ফ্রি ডাউনলোড (MTS GK question series free download in Bengali),MTS প্রাক টেস্ট পরীক্ষা (MTS preliminary exam GK question in Bengali),MTS মেইনস পরীক্ষা জিকে (MTS mains exam GK question in Bengali),MTS জেনারেল স্টাডিজ জিকে (MTS GK question for general studies in Bengali),MTS ব্যবসায় বিষয়ের জিকে (MTS GK question for optional subjects in Bengali),MTS ইতিহাস জিকে (MTS GK question for history in Bengali),MTS ভূগোল জিকে (MTS GK question for geography in Bengali),MTS গণিত জিকে (MTS GK question for mathematics in Bengali),MTS ইংরেজি রচনা জিকে (MTS GK question for English composition in Bengali),MTS বর্তমান বিষয় জিকে (MTS GK question for current affairs in Bengali),MTS মতামত যোগ্যতা জিকে (MTS GK question for reasoning ability in Bengali),MTS সংখ্যাতত্ত্ব যোগ্যতা জিকে (MTS GK question for numerical ability in Bengali),MTS সাধারণ বিজ্ঞান জিকে (MTS GK question for general science in Bengali),MTS ভারতীয় রাজনীতি জিকে (MTS GK question for Indian polity in Bengali),MTS ভারতীয় অর্থনীতি জিকে (MTS GK question for Indian economy in Bengali),MTS ভারতীয় সংস্কৃতি জিকে (MTS GK question for Indian culture in Bengali),MTS বাংলা সাহিত্য জিকে (MTS GK question for Bengali literature in Bengali),MTS ইংরেজি সাহিত্য জিকে (MTS GK question for English literature in Bengali),MTS সমাজবিজ্ঞান জিকে (MTS GK question for sociology in Bengali),MTS মনোবিজ্ঞান জিকে (MTS GK question for psychology in Bengali),MTS পাবলিক প্রশাসন জিকে (MTS GK question for public administration in Bengali),MTS কম্পিউটার জ্ঞান জিকে (MTS GK question for computer knowledge in Bengali),MTS পরিবেশ বিজ্ঞান জিকে (MTS GK question for environmental science in Bengali), MTS GK question || MTS Online GK question in bengali || MTS GK question Prelim & Main || MTS 2023-24 Prelims + Mains Mock Test