SSC MTS GK Bengali part- 08 | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC Mock test in Bengali |
SSC MTS GK Bengali | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC MTS Online Free Mock test in Bengali |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের SSC MTS পরীক্ষার উপযোগী কিছু জেনারেল প্রশ্ন উত্তর প্রদান করলাম।পর্ব:- 8 এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS এর গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন গুলি Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখছি প্রশ্নগুলি আপনাদের SSC MTS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি পড়ে নিন।
১} কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
উত্তর:- পদ্মা খাস্তগীর।
২} বাংলা সাহিত্যে ঘনাদা চরিত্রের সৃষ্টিকর্তা
কে?
উত্তর:- প্রেমেন্দ্র
মিত্র।
৩} ভারতের কোন ক্রিকেট
খেলোয়ার প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন?
উত্তর:- লালা অমরনাথ।
৪} কলকাতায় কবে মেট্রোরেল চালু হয়েছিল?
উত্তর:- 1984 খ্রীঃ।
৫} ভারতের কোন রাজ্যে কেইবুল লামজো ভাসমান জাতীয় উদ্যান অবস্থিত?
উত্তর:- মনিপুর।
৬} দেশলাই কে আবিষ্কার করেন?
উত্তর:- জন ওয়াকার।
৭} গ্যাস লাইটার কে আবিষ্কার
করেন?
উত্তর:- উইলিয়াম
মারডক।
৮} বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 7ই এপ্রিল।
৯} কলকাতায় কবে প্রথম জাতীয় কংগ্রেসের
অধিবেশন বসেছিল?
উত্তর:- 1886 খ্রীঃ।
১০} মোটা কাঁচের গ্লাসে গরম জল ঢাললে ফেটে যায় কেন?
উত্তর:- গ্লাসের
ভেতর ও বাইরের প্রসারণের জন্য।
১১} ভারতের প্রথম পারমাণবিক
বিস্ফোরণ কবে এবং কোথায় ঘটানো হয়েছিল?
উত্তর:- 1974 খ্রীঃ, রাজস্থানের পোখরানে।
১২} ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাসটি
কে রচনা করেন?
উত্তর:- বঙ্কিমচন্দ্র
চট্টোপাধ্যায়।
১৩} শ্রীমতি ইন্দিরা
গান্ধী কত সালে ভারতরত্ন পেয়েছিলেন?
উত্তর:- 1971 খ্রীঃ।
১৪} ‘গণদেবতা’ উপন্যাসটি
কে রচনা করেন?
উত্তর:- তারাশঙ্কর
বন্দ্যোপাধ্যায়।
১৫} বিশ্বকাপ
ফুটবলের আয়োজক সংস্থার নাম কি?
উত্তর:-FIFA (Federation of International
Football Association} । Future Point
১৬} কোন দেশকে প্যাগোডার দেশ কাকে বলা হয়?
উত্তর:- মায়ানমার।
১৭} ‘ঘরে বাইরে’ উপন্যাসটি
কে রচনা করেন?
উত্তর:- রবীন্দ্রনাথ
ঠাকুর।
১৮} রবীন্দ্রনাথ ঠাকুরের
কোন উপন্যাসের স্বদেশী
আন্দোলনের বিবরণ আছে?
উত্তর:- ঘরে বাইরে।
১৯} বলয় পরীক্ষা দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা হয়?
উত্তর:- নাইট্রিক
অ্যাসিড।
২০} জেট ইঞ্জিন কে আবিষ্কার করেন?
উত্তর:-ফ্যাঙ্ক হুইটল।
২১} কোন পদ্ধতির দ্বারা গাছের বয়স নির্ণয়
করা হয়?
উত্তর:- বর্ষবলয়
গণনার দ্বারা।
২২} কৃত্রিম কিডনি কোন নীতির উপর ভিত্তি করে কাজ করে?
উত্তর:- ডায়ালিসিস।
২৩} ভারতে জাতীয় বিজ্ঞান
দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 28 শে ফেব্রুয়ারি।
২৪} কোন দেশকে সোনালী পশমের দেশ বলা হয়?
উত্তর:- অস্ট্রেলিয়া।
২৫} কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম এভারেস্ট
শৃঙ্গ জয় করেছিলেন?
উত্তর:- বাচেন্দ্রী
পাল।
২৬} থাইল্যান্ডের পূর্ব নাম কি ছিল?
উত্তর:-শ্যামদেশ।
২৭} কোন দেশকে শ্বেত হস্তির দেশ বলা হয়?
উত্তর:- থাইল্যান্ড।
২৮} ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়?
উত্তর:- মুম্বাই।
২৯} ‘চরিত্রহীন’ উপন্যাসটি
কে রচনা করেন?
উত্তর:- শরৎচন্দ্র
চট্টোপাধ্যায়।
৩০} কোন একজন ব্যক্তির
ওজন কলকাতায় 42 কিলোগ্রাম
হলে চাঁদে তার ওজন কত হবে?
উত্তর:- 7 কিমি।
৩১} বৌদ্ধদের
উপাসনা স্থলকে কি বলা হয়?
উত্তর:- মঠ বা বিহার।
৩২} রাষ্ট্রসঙ্ঘের
প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তর:- ট্রিগভিলি।
৩৩} জলাতঙ্ক
রোগ সৃষ্টিকারী জীবাণুর
নাম কি?
উত্তর:- রাবিস ভাইরাস।
৩৪} ভারতের জাতীয় পতাকায়
অশোক চক্র কিসের প্রতীক?
উত্তর:-প্রগতি ও গতিশীলতা।
৩৫} স্বাধীন
ভারতের প্রথম রাষ্ট্রপতি
কে ছিলেন?
উত্তর:- রাজেন্দ্র
প্রসাদ।
৩৬} কলকাতার
শহীদ মিনার কিসের স্মৃতিস্তম্ভ?
উত্তর:-গোর্খা যুদ্ধে বিজয়ের।
Future Point
৩৭} কালাজ্বরের
ওষুধ কে আবিষ্কার
করেন?
উত্তর:- উপেন্দ্রনাথ
ব্রহ্মচারী।
৩৮} অ্যাকোয়া রিজিয়া
বা অম্লরাজে হাইড্রোক্লোরিক
অ্যাসিড ও নাইট্রিক অ্যাসিডের
অনুপাত কত?
উত্তর:- 3:1।
৩৯} এশিয়ার
বৃহত্তম মহানগরের
নাম কি?
উত্তর:- জাপানের
টোকিও।
৪০} ভারতে কবে টেলিফোন চালু হয়?
উত্তর:- 1853 খ্রীঃ।
৪১} থার্মোমিটার
কে আবিস্কার করেন?
উত্তর:- গ্যালিলিও
গ্যালিলি।
৪২} ভারতের উচ্চতম রেলওয়ে স্টেশনের
নাম কি?
উত্তর:-ঘুম স্টেশন (পশ্চিমবঙ্গের
দার্জিলিং জেলায় অবস্থিত}
৪৩} নিউমোনিয়া রোগে মানব শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয়?
উত্তর:- ফুসফুস।
৪৪} আজ পর্যন্ত কোন শহরে সবচেয়ে বেশিবার
এশিয়ান গেমসের আসর বসেছে?
উত্তর:- ব্যাংকক।
৪৫} ভারতের বৃহত্তম বৌদ্ধ মঠ কোথায় অবস্থিত?
উত্তর:- অরুণাচল
প্রদেশের তাওয়াং।
৪৬} অ্যালার্জি প্রতিরোধে
অংশগ্রহণকারী শ্বেত রক্ত কণিকার নাম কি?
উত্তর:- ইউসিনোফিল।
৪৭} ‘জয় জওয়ান জয় কিষান'-স্লোগান কে দিয়েছিলেন?
উত্তর:- লাল বাহাদুর শাস্ত্রী।
৪৮} ‘জয় জওয়ান জয় কিষান জয় বিজ্ঞান’-স্লোগান
কে দিয়েছিলেন?
উত্তর:- অটল বিহারি বাজপেয়ি।
৪৯} অলিম্পিক বলয় হলুদ রং কোন মহাদেশকে নির্দেশ
করে?
উত্তর:- এশিয়া।
৫০} অগ্নিনির্বাপক যন্ত্রে
কোন গ্যাস ব্যবহার
করা হয়?
উত্তর:- কার্বন ডাই অক্সাইড।
৫১} মোজেসের নেতৃত্বে
ইহুদিদের মিশর ত্যাগকে কি বলা হয়?
উত্তর:- এক্সোডাস।
৫২} সাধারণ সন্তরে তারের সংখ্যা কয়টি?
উত্তর:- 100 টি।
৫৩} ‘Mother’
গ্রন্থের লেখক কে?
উত্তর:- ম্যাক্সিম
গোর্কি।
৫৪} কোন পরিকল্পনাকে অনুসরণ করে দামোদর উপত্যকা
পরিকল্পনা গড়ে উঠে?
উত্তর:-টেনেসি ভ্যালি পরিকল্পনা।
Future Point
৫৫} ‘ডেকামেরন’ বা দশ দিনের গল্প গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:-জিওভানি বোকাচ্চিও।
৫৬} পশ্চিমবঙ্গে
কি ধরনের জলবায়ু
লক্ষ করা যায়?
উত্তর:- ক্রান্তীয়
মৌসুমী।
৫৭} পশ্চিমবঙ্গের চিত্তরঞ্জন
কোন শিল্পের জন্য বিখ্যাত?
উত্তর:- রেল ইঞ্জিন নির্মাণ শিল্প।
৫৮ কোন অ্যাসিডকে অয়েল অফ ভিট্রিয়ল
বলা হয়?
উত্তর:- সালফিউরিক
অ্যাসিড।
৫৯} নায়াগ্রা
জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:- সেন্ট লরেন্স।
৬০} অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে?
উত্তর:- অন্তরীণপূর্ণ
প্রতিফলন।
৬১} }
ইউরোপের
দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর:-ভল্গা নদী।
৬২} নৌটঙ্কি লোকনৃত্য
কোন রাজ্যে প্রচলিত?
উত্তর:- উত্তর প্রদেশ।
৬৩} প্রমাণ চাপে বিশুদ্ধ
জলের স্ফুটনাঙ্ক কত কেলভিন?
উত্তর:- 373 কেলভিন।
৬৪} প্রাচীন
ইহুদী জাতির ভাষা কি ছিল?
উত্তর:- হিব্রু।
৬৫} ভারতের কোন রাজ্যে সবচেয়ে
বেশি গম উৎপাদন হয়?
উত্তর:-উত্তরপ্রদেশ।
৬৬} সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন?
উত্তর:- হামফ্রে
ডেভি।
৬৭} পাথরকুচি
গাছের মূল কি ধরনের মূল?
উত্তর:-পত্রজ মূল।
৬৮} ক্লোরোফিলে
কোন ধাতু উপস্থিত?
উত্তর:- ম্যাগনেসিয়াম।
৬৯} ক্লোরোফিল
সূর্যালোকের কোন কণা শোষণ করে?
উত্তর:- ফোটন কণা।
৭০} আয়তনের সাপেক্ষে
শুষ্ক বায়ুর প্রধান উপাদান কি?
উত্তর:- নাইট্রোজেন।
৭১} ‘বনফুল কোন লেখকের ছদ্মনাম?
উত্তর:- বলাইচাঁদ
মুখোপাধ্যায়।
৭২} ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার
কে ছিলেন?
উত্তর:- সুকুমার
সেন।
৭৩} বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 27 শেষ সেপ্টেম্বর।
৭৪} ‘সেই সময়’ উপন্যাসটি
কে রচনা করেন?
উত্তর:- সুনীল গঙ্গোপাধ্যায়।
৭৫} বাংলাদেশের
জাতীয় ফুলের নাম কি?
উত্তর:- শাপলা।
৭৬} বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের
ছদ্মনাম কি ছিল?
উত্তর:- কমলাকান্ত।
৭৭} আফ্রিকা
মহাদেশের বৃহত্তম
হ্রদের নাম কি?
উত্তর:- ভিক্টোরিয়া
হ্রদ।
৭৮} কোন কুখ্যাত আইনের বিরোধিতা করে গান্ধীজি ব্রিটিশ
শাসনকে ‘শয়তানবাদ’ বলে অভিহিত করেছেন?
উত্তর:- রাওলাট আইন। Future Point
৭৯} গৌড়ের রাজা শশাঙ্ক প্রথম জীবনে কোন গুপ্ত রাজার অধীনস্থ
মহাসামন্ত ছিলেন?
উত্তর:-মহাসেন সেনগুপ্ত।
৮০} নেপিয়ার অভয়ারণ্য
ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- কেরালা।
৮১} সম্মিলিত জাতিপুঞ্জের
সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- আমেরিকা
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক
শহরে।
৮২} বিধান পরিষদের সদস্য হওয়ার জন্য নূন্যতম
কত বয়স প্রয়োজন
হয়?
উত্তর:- 30 বছর।
৮৩} কোন দেশ প্রথম বিশ্বকাপ
ফুটবল জিতেছিল?
উত্তর:- উরুগুয়ে।
৮৪} পৃথিবীর প্রথম মুসলমান মহিলা প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর:- পাকিস্তানের
বেনজির ভুট্টো।
৮৫} অন্ধ্র কেশরী নামে কে পরিচিত?
উত্তর:-টি.প্রকাশম।
৮৬} রোগ প্রতিরোধ বিদ্যা
(Immunology} এর জনক কাকে বলা হয়?
উত্তর:-এডওয়ার্ড জেনার।
৮৭} কোন দেশে প্রথম আধুনিক অলিম্পিক খেলার আয়োজন করা হয়?
উত্তর:- গ্রীস।
৮৮} অন্তরা কোন দেশের সংবাদ সংস্থার নাম?
উত্তর:- ইন্দোনেশিয়া।
৮৯} ভারতে কোন ভাষায় সবচেয়ে বেশি লোক কথা বলেন?
উত্তর:- হিন্দি।
৯০} নেপালের পার্লামেন্টের
নাম কি?
উত্তর:- রাষ্ট্রীয়
পঞ্চায়েত।
৯১} কিউবার মুদ্রার নাম কি?
উত্তর:- পেসো।
৯২} হৃদপেশী
কি ধরনের বেশি?
উত্তর:- সরেখ ও
অনৈচ্ছিক পেশি।
৯৩} মানুষের
হৃদপিন্ডের আবরণকে কি বলা হয়?
উত্তর:- পেরিকার্ডিয়াম।
৯৪} কে সংস্কৃত থেকে বাংলা গদ্যে মহাভারত
অনুবাদ করেছিলেন? উত্তর:- কালীপ্রসন্ন
সিংহ।
৯৫} কোন গ্যাসের গন্ধ পচা ডিমের মতো?
উত্তর:- হাইড্রোজেন
সালফাইট।
৯৬} যক্ষগণ কোন রাজ্যের
প্রচলিত লোক নৃত্য?
উত্তর:- কর্ণাটক।
৯৭} যামিনী কৃষ্ণমূর্তি কি ধরনের নৃত্য শিল্পের
জন্য বিখ্যাত?
উত্তর:- ভারতনাট্যম।
৯৮} ভারতের প্রথম পারমাণবিক রিঅ্যাক্টরের
নাম কি?
উত্তর:- অপ্সরা।
৯৯} কোন রাজ্যের প্রসিদ্ধ
চিত্রশিল্প ‘কলমকারি’?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ।
১০০} সর্বপ্রথম জ্ঞানপীঠ
পুরস্কার কে পেয়েছিলেন?
উত্তর:- জি.শঙ্কর কুলুপ।
আরো পড়ুন
Related Search :: Mts free GK question 2023, Mts free GK question 2023, Mts GK question paper pdf, Mts GK question 2023 in bengali, rice Mts mock test, Mts GK question free, Mts free GK question 2023 pdf, Mts free GK question 2023 pdf,MTS জিকে (MTS GK question in Bengali),MTS মুকট টেস্ট (MTS GK question series in Bengali),MTS প্রাক টেস্ট (MTS preliminary GK question in Bengali),MTS মেইনস জিকে (MTS mains GK question in Bengali),MTS অনলাইন জিকে (MTS online GK question in Bengali),MTS প্র্যাকটিস টেস্ট (MTS practice test in Bengali),MTS মডেল টেস্ট (MTS model test in Bengali),MTS প্রশ্ন ব্যাংক (MTS question bank in Bengali),MTS টেস্ট সিরিজ (MTS test series in Bengali),MTS আগের বছরের প্রশ্নপত্র (MTS previous year question papers in Bengali),MTS জিকে সহ উত্তর (MTS GK question with answers in Bengali),MTS জিকে পিডিএফ (MTS GK question PDF in Bengali),MTS জিকে অনলাইন ফ্রি (MTS GK question online free in Bengali),MTS জিকে সিরিজ ফ্রি ডাউনলোড (MTS GK question series free download in Bengali),MTS প্রাক টেস্ট পরীক্ষা (MTS preliminary exam GK question in Bengali),MTS মেইনস পরীক্ষা জিকে (MTS mains exam GK question in Bengali),MTS জেনারেল স্টাডিজ জিকে (MTS GK question for general studies in Bengali),MTS ব্যবসায় বিষয়ের জিকে (MTS GK question for optional subjects in Bengali),MTS ইতিহাস জিকে (MTS GK question for history in Bengali),MTS ভূগোল জিকে (MTS GK question for geography in Bengali),MTS গণিত জিকে (MTS GK question for mathematics in Bengali),MTS ইংরেজি রচনা জিকে (MTS GK question for English composition in Bengali),MTS বর্তমান বিষয় জিকে (MTS GK question for current affairs in Bengali),MTS মতামত যোগ্যতা জিকে (MTS GK question for reasoning ability in Bengali),MTS সংখ্যাতত্ত্ব যোগ্যতা জিকে (MTS GK question for numerical ability in Bengali),MTS সাধারণ বিজ্ঞান জিকে (MTS GK question for general science in Bengali),MTS ভারতীয় রাজনীতি জিকে (MTS GK question for Indian polity in Bengali),MTS ভারতীয় অর্থনীতি জিকে (MTS GK question for Indian economy in Bengali),MTS ভারতীয় সংস্কৃতি জিকে (MTS GK question for Indian culture in Bengali),MTS বাংলা সাহিত্য জিকে (MTS GK question for Bengali literature in Bengali),MTS ইংরেজি সাহিত্য জিকে (MTS GK question for English literature in Bengali),MTS সমাজবিজ্ঞান জিকে (MTS GK question for sociology in Bengali),MTS মনোবিজ্ঞান জিকে (MTS GK question for psychology in Bengali),MTS পাবলিক প্রশাসন জিকে (MTS GK question for public administration in Bengali),MTS কম্পিউটার জ্ঞান জিকে (MTS GK question for computer knowledge in Bengali),MTS পরিবেশ বিজ্ঞান জিকে (MTS GK question for environmental science in Bengali), MTS GK question || MTS Online GK question in bengali || MTS GK question Prelim & Main || MTS 2023-24 Prelims + Mains Mock Test

