SSC MTS GK Bengali part- 09 | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC Mock test in Bengali |
SSC MTS GK Bengali | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC MTS Online Free Mock test in Bengali |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের SSC MTS পরীক্ষার উপযোগী কিছু জেনারেল প্রশ্ন উত্তর প্রদান করলাম।পর্ব:- 9 এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS এর গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন গুলি Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখছি প্রশ্নগুলি আপনাদের SSC MTS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি পড়ে নিন।
১} পৃথিবীর বৃহত্তম
সোনার খনি কোথায় অবস্থিত?
উত্তর:-দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ।
২}
প্রবীণ নাগরিক দিবস কবে পালন করা হয়?
উত্তর:-
1 লা অক্টোবর।
৩}
পৃথিবীর
প্রথম মহিলা প্রধানমন্ত্রী
কে ছিলেন?
উত্তর:-
শ্রীলংকার শ্রীমাভো
বন্দরনায়েক।
৪}
সিন্ধু সভ্যতার অধিবাসীদের
কোন প্রাণীর সঙ্গে পরিচিত ছিল না?
উত্তর:- ঘোড়া/ সিংহ।
৫}
সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক
বিমানবন্দর কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- গুজরাট (আমেদাবাদ} ।
৬} বায়ুমন্ডলের মধ্যে থাকা ধূলিকণা, লবণ কণা, কয়লার গুঁড়ো, ধোঁয়া ইত্যাদি উপাদানকে
একত্রে কি বলা হয়?
উত্তর:- অ্যারোসল।
৭}
ভারতের কোন রাজ্যে ইডেন
গার্ডেন অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গ
(কলকাতা} ।
৮} ভারতের কোন রাজ্যে রঙ্গিত বাঁধ অবস্থিত?
উত্তর:- সিকিম।
৯}
প্রথম কোন ক্রীড়াবিদ
রাজীব গান্ধী খেলরত্ন
পুরস্কার পেয়েছিলেন?
উত্তর:- বিশ্বনাথন
আনন্দ।
১০} প্রথম মহাকাশচারী প্রাণীর
নাম কী?
উত্তর:- লাইকা (কুকুর} ।
১১} স্নুুকার খেলায় কতগুলি বল থাকে?
উত্তর:- 22টি।
১২} পুলিৎজার পুরস্কার
কোন ক্ষেত্রে কৃতিত্বের জন্য প্রদান করা হয়?
উত্তর:- সাহিত্য
ও
সাংবাদিকতা।
১৩} ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর (ISRO} সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- কর্নাটকের
বেঙ্গালুরু।
১৪} ভারতের প্রথম কৃত্রিম ‘আর্যভট্ট’
কবে উৎক্ষেপণ করা হয়েছিল?
উত্তর:- 1975 খ্রীঃ।
Future Point
১৫} “God
Father” উপন্যাসটি কে রচনা করেন?
উত্তর:- মারিও পূজো।
১৬} কোনো ব্যাংক চেক ইস্যু করার দিন থেকে কতদিন পর্যন্ত বৈধ থাকে?
উত্তর:- 3 মাস।
১৭} ভারতের প্রথম ব্যাঙ্কের
নাম কি?
উত্তর:- ব্যাঙ্ক
অফ হিন্দুস্তান।
১৮} ভারতের প্রথম ব্যাঙ্ক ‘ব্যাঙ্ক অফ হিন্দুস্তান’ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- 1770 খ্রীঃ।
১৯} কোন অধাতু তাপ ও
তড়িতের সুপরিবাহী?
উত্তর:- গ্রাফাইট।
২০} বান্ধবগড়
জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- মধ্যপ্রদেশ।
২১} কোন পদার্থের চতুর্থ অবস্থাকে কি বলা হয় ?
উত্তর:- প্লাজমা।
২২} সূর্য থেকে পৃথিবীতে
আলো আসতে কত সময় লাগে?
উত্তর:-প্রায় 8 মিনিট 20 সেকেন্ড।
২৩} মানুষের
রক্তের pH মাত্রা কত?
উত্তর:- 7.4।
২৪} প্রেসার কুকারে দ্রুত রান্না হয় কেন?
উত্তর:- উচ্চচাপে
জলের স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায় বলে।
২৫} মানবদেহের
বৃহত্তম গ্রন্থির
নাম কি?
উত্তর:- যকৃত।
২৬} মানবদেহের কোন গ্রন্থি থেকে পিত্তরস (Bile Juice} নিঃসৃত হয়?
উত্তর:- যকৃত।
২৭} ভারতে মৌসুমী বায়ুর পশ্চাৎ অপসারণের প্রভাবে
কোন অঞ্চলে বৃষ্টিপাত
হয়?
উত্তর:- তামিলনাড়ুর
করমন্ডল উপকূলে।
২৮} ভারতের কোন রাজ্যে নেপিয়ার মিউজিয়াম
অবস্থিত?
উত্তর:- কেরালা (তিরুবনন্তপুরম} ।
২৯} একজন সুস্থ মানুষের
স্বাভাবিক রক্তচাপ
থাকে?
উত্তর:- 120/80 mm hg
৩০} পঙ্ বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:- বিপাশা নদী (হিমাচল প্রদেশ} ।
৩১} ভারতের কোন রাজ্যে তুঙ্গভদ্রা বাঁধ অবস্থিত?
উত্তর:- কর্ণাটক।
Future Point
৩২} ভারতের কোন রাজ্যে লেঙ্গপুই বিমানবন্দর
অবস্থিত?
উত্তর:- মিজোরাম
(আইজল} ।
৩৩} ভারতের কোন রাজ্যে বিরসা মুন্ডা বিমানবন্দর
অবস্থিত?
উত্তর:- ঝাড়খণ্ড
(রাঁচি} ।
৩৪} মানবদেহের
কোথায় পিত্তরস সঞ্চিত থাকে?
উত্তর:- পিত্তথলি
(Gall bladder} ।
৩৫} ভিটামিন
বি১২ (Vitamin B12} এর রাসায়নিক নাম কি?
উত্তর:-সায়ানোকোবালামিন।
৩৬} ভিটামিন ডি
(Vitamin D} এর রাসায়নিক নাম কি?
উত্তর:-ক্যালসিফেরল।
৩৭} বায়ুর চাপ মাপার যন্ত্রের
নাম কি?
উত্তর:- ব্যারোমিটার।
৩৮} ব্যারোমিটারের পাঠ হঠাৎ নেমে যাওয়া কোন ঘটনা নির্দেশ
করে?
উত্তর:- ঝড়।
৩৯} লেন্সের
ক্ষমতার একক কী?
উত্তর:- ডায়াপট্রে
(Dioptre} ।
৪০} আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের
জনক কাকে বলা হয়?
উত্তর:-জন মাকার্থে।
৪১} রাণা প্রতাপ সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:- চম্বল নদী (রাজস্থান} ।
৪২} ভারতের কোন রাজ্যে বিরসা মুন্ডা বিমানবন্দর
অবস্থিত?
উত্তর:- ঝাড়খণ্ড
(রাঁচি} ।
৪৩} পৃথিবীর
দীর্ঘতম পর্বতমালার
নাম কি?
উত্তর:- আন্দিজ পর্বতমালা।
৪৪} পৃথিবীর কোন দেশের সীমারেখার দৈর্ঘ্য
সবচেয়ে বেশি?
উত্তর:- কানাডা।
৪৫} কানাডার
রাজধানীর নাম কি?
উত্তর:- অটোয়া।
৪৬} আলোক বর্ষ কিসের একক?
উত্তর:- দূরত্ব।
৪৭} ভারতে হিমালয়ের সর্বোচ্চ
শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- সিকিম।
Future Point
৪৮} সিকিমের
রাজধানীর নাম কি?
উত্তর:- গ্যাংটক।
৪৯} রঞ্জিত সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:- ইরাবতী নদী (পাঞ্জাব} ।
৫০} ভারতের প্রথম গভর্নর জেনারেলের
নাম কি?
উত্তর:- লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
৫১} স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল
কে ছিলেন?
উত্তর:- লর্ড লুইস মাউন্টব্যাটেন।
৫২} জাতীয় জরুরি অবস্থার
সময় মৌলিক অধিকার স্থগিত রাখার ধারণা কোন দেশের সংবিধান
থেকে ভারতের সংবিধান
গৃহীত হয়েছে?
উত্তর:- জার্মানী।
৫৩} সংবিধানের কত নম্বর ধারায় অঙ্গরাজ্য
ও
কেন্দ্রশাসিত অঞ্চলগুলি
সম্পর্কে আলোচনা করা হয়েছে?
উত্তর:- ১-৪
নম্বর ধারায় ( পার্ট-১}
।
৫১} জাপানের
পার্লামেন্টের নাম কি?
উত্তর:- ডায়েট।
৫২} আফগানিস্তানের
পার্লামেন্টের নাম কি?
উত্তর:- সোহরা।
Future Point
৫৩} সাম্বা নাচ কোন দেশের বিখ্যাত নাচ?
উত্তর:- ব্রাজিল।
৫৪} শান্ত সকালের দেশ কাকে বলা হয়?
উত্তর:- দক্ষিণ কোরিয়া।
৫৫} ভারতের মতো আর কোন দেশের স্বাধীনতা দিবস 15
ই
আগস্ট?
উত্তর:- দক্ষিণ কোরিয়া।
৫৬} চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে?
উত্তর:- নাইট্রোজেন।
৫৭} রাইসিনা
হিল কোন পর্বতে অবস্থিত?
উত্তর:- আরাবল্লী
পর্বত।
৫৮} কোন দেশকে পৃথিবীর চিনির বাটি বলা হয়?
উত্তর:- কিউবা।
৫৯} কোন দেশকে পৃথিবীর কফির পাত্র বলা?
উত্তর:- ব্রাজিল।
৬০} বাল্মিকী জাতীয় উদ্যান কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:- গন্ডক নদী (বিহার} ।
৬১} অর্থ কমিশনে মোট কতজন সদস্য থাকেন?
উত্তর:- 5 জন।
৬২} অর্থ কমিশন কে গঠন করেন?
উত্তর:- রাষ্ট্রপতি।
৬৩} রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করেন?
উত্তর:- 5 বছর।
৬৪} ভারতীয় সংবিধানের
কত নম্বর ধারায় অর্থ কমিশন গঠনের কথা বলা হয়েছে?
উত্তর:- 280 নম্বর ধারায়।
৬৫} মেবারের
রানা প্রতাপ সিংহ কোন রাজপুত বংশের অন্তর্গত ছিলেন?
উত্তর:- সিসোদিয়া।
৬৬} মানবদেহের
ক্ষুদ্রতম অস্থির নাম কী?
উত্তর:- স্টেপিস।
৬৭} জিওস্টেশনারি স্যাটেলাইট
কত কিমি উচ্চতায়
অবস্থান করে?
উত্তর:- 36000 কিমি।
৬৮} দুধওয়া
জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- উত্তর প্রদেশ।
৬৯} কাজিরাঙা
জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- অসম।
Future Point
৭০} কোন খাল প্রশান্ত
মহাসাগর ও আটলান্টিক মহাসাগরকে
সংযুক্ত করেছে?
উত্তর:- পানামা খাল।
৭১} পৃথিবীর
উচ্চতম বাঁধের নাম কী?
উত্তর:- তাজিকিস্তানের
নিউরেক ড্যাম।
৭২} কোন দেশের আর এক নাম ‘নিপ্পন’ ?
উত্তর:- জাপান।
৭৩} ভারতে স্থানীয় স্বায়ত্ত্বশাসন
ব্যবস্থার জনক কাকে বলা হয়?
উত্তর:- লর্ড রিপন।
৭৪} ভারতে আর্মি দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 15ই জানুয়ারী।
৭৫} ‘ডিসেন্ট অব্ ম্যান’ (Descent of Man} গ্রন্থটি কার লেখা?
উত্তর:- চার্লস ডারউইন।
৭৬} ‘জাঙ্গল বুক’ (Jungle Book} গ্রন্থটি
কার লেখা?
উত্তর:- রুডইয়ার্ড
কিপলিং।
৭৭} ভারতীয়
মহিলা প্রথম এভারেস্ট
শৃঙ্গ জয় করেন?
উত্তর:- বাচেন্দ্রী
পাল।
৭৮} নেহেরু ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত?
উত্তর:- হকি।
৭৯} দক্ষিণ আফ্রিকার মুদ্রার
নাম কি?
উত্তর:- রান্ড।
৮০} প্রয়াগ নগরের নাম এলাহাবাদ কে রেখেছিলেন?
উত্তর:- আকবর।
৮১} ভারতের প্রথম পর্তুগীজ গভর্নর
কে ছিলেন?
উত্তর:- ফ্রান্সিসকো
ডি আলমিডা
৮২} বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 7 ই এপ্রিল। Future Point
৮৩} লিঙ্গরাজ
মন্দির কোথায় অবস্থিত?
উত্তর:- উড়িষ্যার
ভুবনেশ্বর।
৮৪} পৃথিবীর
দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর:- নীলনদ।
৮৫} রিভালভার কে আবিষ্কার করেন?
উত্তর:- স্যামুয়েল
কোল্ট।
৮৬} আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার
করা হয়?
উত্তর:- কার্বন ডাই অক্সাইড।
৮৭} ময়ূরকে
কবে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয়?
উত্তর:-1963 খ্রীঃ।
৮৮} ভারতের জাতীয় জলজ প্রাণীর
নাম কি?
উত্তর:- গাঙ্গেয়
ডলফিন।
৮৯} ভারতের কোন শহর কার্পেট
শিল্পের জন্য বিখ্যাত?
উত্তর:- মির্জাপুর।
৯০} বিশ্বকাপ
ফুটবল কত সাল থেকে শুরু হয়?
উত্তর:- 1930 খ্রীঃ।
৯১} সমুদ্রের
গভীরতা মাপার যন্ত্রের
নাম কি?
উত্তর:- ফ্যাদোমিটার।
৯২} ভারতের কোন রাজ্যে সেলিম আলি পাখিরালয়
অবস্থিত?
উত্তর:- গোয়া।
৯৩} “চোখের বদলে চোখ মেলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে”-উক্তিটি কার?
উত্তর:- মহাত্মা
গান্ধী।
৯৪} ভারতের সুপ্রিম কোর্টের
প্রথম মহিলা বিচারপতি
কে ছিলেন?
উত্তর:- মীরা সাহেব ফাতিমা বিবি।
৯৫} ভারতের কোন শহরকে নীল শহর বা ব্লু সিটি বলা হয়?
উত্তর:- যোধপুর।
৯৬} আগ্রার অন্ধ কবি কাকে বলা হয়?
উত্তর:- সুরদাস।
৯৭} ভারতে জীব বৈচিত্র্য আইন কবে প্রণীত হয়?
উত্তর:- 2002 খ্রীঃ।
৯৮} প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পেয়েছিলেন?
উত্তর:- দেবিকা রাণী।
৯৯} ভারতের কোনো রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তর:- সুচেতা কৃপালিনী।
১০০} আমেরিকা
যুক্তরাষ্ট্রের জাতীয় খেলার নাম কি?
উত্তর:- বেসবল।
আরো পড়ুন
Related Search :: Mts free GK question 2023, Mts free GK question 2023, Mts GK question paper pdf, Mts GK question 2023 in bengali, rice Mts mock test, Mts GK question free, Mts free GK question 2023 pdf, Mts free GK question 2023 pdf,MTS জিকে (MTS GK question in Bengali),MTS মুকট টেস্ট (MTS GK question series in Bengali),MTS প্রাক টেস্ট (MTS preliminary GK question in Bengali),MTS মেইনস জিকে (MTS mains GK question in Bengali),MTS অনলাইন জিকে (MTS online GK question in Bengali),MTS প্র্যাকটিস টেস্ট (MTS practice test in Bengali),MTS মডেল টেস্ট (MTS model test in Bengali),MTS প্রশ্ন ব্যাংক (MTS question bank in Bengali),MTS টেস্ট সিরিজ (MTS test series in Bengali),MTS আগের বছরের প্রশ্নপত্র (MTS previous year question papers in Bengali),MTS জিকে সহ উত্তর (MTS GK question with answers in Bengali),MTS জিকে পিডিএফ (MTS GK question PDF in Bengali),MTS জিকে অনলাইন ফ্রি (MTS GK question online free in Bengali),MTS জিকে সিরিজ ফ্রি ডাউনলোড (MTS GK question series free download in Bengali),MTS প্রাক টেস্ট পরীক্ষা (MTS preliminary exam GK question in Bengali),MTS মেইনস পরীক্ষা জিকে (MTS mains exam GK question in Bengali),MTS জেনারেল স্টাডিজ জিকে (MTS GK question for general studies in Bengali),MTS ব্যবসায় বিষয়ের জিকে (MTS GK question for optional subjects in Bengali),MTS ইতিহাস জিকে (MTS GK question for history in Bengali),MTS ভূগোল জিকে (MTS GK question for geography in Bengali),MTS গণিত জিকে (MTS GK question for mathematics in Bengali),MTS ইংরেজি রচনা জিকে (MTS GK question for English composition in Bengali),MTS বর্তমান বিষয় জিকে (MTS GK question for current affairs in Bengali),MTS মতামত যোগ্যতা জিকে (MTS GK question for reasoning ability in Bengali),MTS সংখ্যাতত্ত্ব যোগ্যতা জিকে (MTS GK question for numerical ability in Bengali),MTS সাধারণ বিজ্ঞান জিকে (MTS GK question for general science in Bengali),MTS ভারতীয় রাজনীতি জিকে (MTS GK question for Indian polity in Bengali),MTS ভারতীয় অর্থনীতি জিকে (MTS GK question for Indian economy in Bengali),MTS ভারতীয় সংস্কৃতি জিকে (MTS GK question for Indian culture in Bengali),MTS বাংলা সাহিত্য জিকে (MTS GK question for Bengali literature in Bengali),MTS ইংরেজি সাহিত্য জিকে (MTS GK question for English literature in Bengali),MTS সমাজবিজ্ঞান জিকে (MTS GK question for sociology in Bengali),MTS মনোবিজ্ঞান জিকে (MTS GK question for psychology in Bengali),MTS পাবলিক প্রশাসন জিকে (MTS GK question for public administration in Bengali),MTS কম্পিউটার জ্ঞান জিকে (MTS GK question for computer knowledge in Bengali),MTS পরিবেশ বিজ্ঞান জিকে (MTS GK question for environmental science in Bengali), MTS GK question || MTS Online GK question in bengali || MTS GK question Prelim & Main || MTS 2023-24 Prelims + Mains Mock Test