SSC MTS GK Bengali part- 11 | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC Mock test in Bengali |
SSC MTS GK Bengali | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC MTS Online Free Mock test in Bengali |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের SSC MTS পরীক্ষার উপযোগী কিছু জেনারেল প্রশ্ন উত্তর প্রদান করলাম।পর্ব:- 11 এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS এর গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন গুলি Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখছি প্রশ্নগুলি আপনাদের SSC MTS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি পড়ে নিন।
১} ভারতের সুপ্রিম কোর্টের
প্রথম প্রধান বিচারপতি
কে ছিলেন?
উত্তর:- হীরালাল
জে কাননাইয়া।
২}
ভারতে কবে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছিল?
উত্তর:- 1962 খ্রীঃ।
৩}
ভারতের মেট্রো ম্যান কাকে বলা হয়?
উত্তর:-ই.
শ্রীধরণ।
৪}
নীললোহিত
কোন সাহিত্যিকের ছদ্মনাম?
উত্তর:-
সুনীল গঙ্গোপাধ্যায়।
৫}
কলকাতায়
কবে মেট্রোরেল চালু হয়েছিল?
উত্তর:- 1984 খ্রীঃ।
৬}
“My Music, My Life” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- পণ্ডিত রবিশঙ্কর।
৭}
আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত?
উত্তর:-
সরোদ।
৮}
পৃথিবীর
গভীরতম হ্রদের নাম কি?
উত্তর:- বৈকাল হ্রদ।
৯}
“লাইফ ডিভাইন” গ্রন্থটি
কে রচনা করেন?
উত্তর:- অরবিন্দ
ঘোষ।
১০} হাওয়া মহল কোথায় অবস্থিত?
উত্তর:- জয়পুর।
১১} ই-মেইল (E-mail} কে আবিষ্কার করেন?
উত্তর:-রে টমলিনসন।
১২} জয়াকোয়াদি জলবিদ্যুৎ
প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে?
উত্তর:- গোদাবরী
নদী (মহারাষ্ট্র} ।
১৩} রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
উত্তর:- ক্রিকেট।
১৪} ভারতীয় চলচ্চিত্রের
জনক কাকে বলা হয়?
উত্তর:- দাদাসাহেব
ফালকে।
১৫} আদিনা মসজিদ কোথায় অবস্থিত?
উত্তর:- পান্ডুয়া।
১৬} প্রথম কোন ভারতীয় মহিলা এভারেস্ট শৃঙ্গ জয় করেছিলেন?
উত্তর:- বাচেন্দ্রী
পাল।
১৭} ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- ফ্রান্সের
লাওন।
১৮} প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তর:- রবীন্দ্রনাথ
ঠাকুর।
১৯} মানস বন্যপ্রাণ অভয়ারণ্য
কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:-অসম।
২০} ভিক্টোরিয়া জলপ্রপাত
কোন দেশে অবস্থিত?
উত্তর:-
জাম্বিয়া ও জিম্বাবোয়ে।
২১} “A
Brief History of Time” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:- স্টিফেন
হকিন্স।
২২} নন্দাদেবী
ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- উত্তরাখণ্ড।
২৩} স্ট্যাচু
অব লিবার্টি কোন দেশে অবস্থিত?
উত্তর:- আমেরিকা
যুক্তরাষ্ট্র।
২৪} রাশিয়ার
পার্লামেন্টের নাম কি?
উত্তর:- ডুমা।
২৫} দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর:- শিবনারায়ন অগ্নিহোত্রী।
২৬} শিবকুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত?
উত্তর:- সন্ত্তর।
২৭} রাণী-কি-ভাব কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- গুজরাট।
২৮} National
Cadet Corps (NCC} কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- 1948 খ্রীঃ,
16ই
এপ্রিল।
২৯} ইরাকের রাজধানী বাগদাদ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:-টাইগ্রিস।
৩০} গ্যাসের
চাপ মাপার যন্ত্রের
নাম কি?
উত্তর:- ম্যানোমিটার।
৩১} কোন কোষ অঙ্গাণুকে আত্মঘাতী
থলি বলা হয়?
উত্তর:- লাইসোজোম।
৩২} জাতীয় দুগ্ধ গবেষণা কেন্দ্র
কোথায় অবস্থিত?
উত্তর:- কার্ণাল।
৩৩} কোন গ্রহের নাম রোমান দেবতা জিউসের নামে রাখা হয়েছে?
উত্তর:- বৃহস্পতি
বা জুপিটার।
৩৪} ভারতের প্রথম মহিলা এয়ারলাইন পাইলট কে ছিলেন?
উত্তর:-দূর্বা ব্যানার্জি।
৩৫} ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের
নাম কি?
উত্তর:- রাজস্থান।
৩৬} ভারতের সংবিধানের সর্বশেষ
স্বাক্ষর কে করেছিলেন?
উত্তর:- ফিরোজ গান্ধী।
৩৭} নিউইয়র্ক
কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:-হাডসন নদী।
৩৮} ভারতের কোন রাজ্যের জনসংখ্যা
সবচেয়ে কম?
উত্তর:- সিকিম।
৩৯} ভারতের কোন রাজ্যে দার্দ আর্যান (Dard Aryan} উপজাতির
মানুষেরা বসবাস করে?
উত্তর:- জম্মু ও
কাশ্মীর।
৪০} কলম্বো কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
উত্তর:-হকি।
৪১} ইন্ডিয়ান পেট্রলিয়াম
ইনস্টিটিউশন কোথায় অবস্থিত?
উত্তর:-দেরাদুন।
৪২} ভারতীয় এয়ার ফোর্সের প্রথম মহিলা পাইলট কে ছিলেন?
উত্তর:- হরিতা কাউর দয়াল।
৪৩} ভারতের সংবিধানে মোট কতগুলি পৃষ্ঠা আছে?
উত্তর:- 232টি।
৪৪} কোন ভাষায় সর্বপ্রথম
ইন্ডিয়া (India} শব্দটি ব্যবহার করা হয়েছিল?
উত্তর:- গ্রীক।
৪৫} দিলওয়ারা
জৈন মন্দির কোথায় অবস্থিত?
উত্তর:- রাজস্থানের
মাউন্ট আবু।
৪৬} ন্যাশনাল
ডিফেন্স কলেজ কোথায় অবস্থিত?
উত্তর:-নিউ দিল্লি।
৪৭} ইন্ডিয়ান
মিলিটারি একাডেমি
কোথায় অবস্থিত?
উত্তর:- দেরাদুন।
৪৮} লোসার
(Losar} উৎসব কোন রাজ্যে পালিত হয়?
উত্তর:-লাদাখ।
৪৯} বীর সাভারকর আন্তর্জাতিক
বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর:- পোর্ট ব্লেয়ার।
৫০} সৌরজগতের
উজ্জ্বলতম গ্রহের নাম কি?
উত্তর:- শুক্র।
৫১} জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্ড
নায়ক জেনারেল ও ডায়ারকে কে হত্যা করেছিল?
উত্তর:- উধম সিং।
৫২} কোন নদী নিরক্ষরেখাকে
দুইবার অতিক্রম করেছে?
উত্তর:- কঙ্গো নদী।
৫৩} মায়ানমার
কবে ভারত থেকে পৃথক হয়?
উত্তর:- 1937 খ্রীঃ।
৫৪} কালাহারি
মরুভূমি কোন দেশে অবস্থিত?
উত্তর:- দক্ষিণ আফ্রিকা।
৫৫} ভারী জলের রাসায়নিক নাম কি?
উত্তর:- ডিউটেরিয়াম
অক্সাইড।
৫৬} ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর:- মুম্বাই
৫৮} বাটারফ্লাই পরিভাষাটি
কোন খেলার সঙ্গে সম্পর্কিত?
উত্তর:- সাঁতার।
৫৯} কোন দেশ পীট আতঙ্ক (Peet Atank} নামে পরিচিত?
উত্তর:- জাপান।
৬০} পালাম এয়ারফোর্স বেস কোথায় অবস্থিত?
উত্তর:- দিল্লি।
৬১} হোমিওপ্যাথির
জনক কাকে বলা হয়?
উত্তর:- স্যামুয়েল
হ্যানিম্যান।
৬২} পৃথিবীতে কোন ব্যাংকের সবচেয়ে
বেশি শাখা আছে?
উত্তর:- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
৬৩} ভারতের প্রথম প্রতিরক্ষা মন্ত্রীর
নাম কি?
উত্তর:- বলদেব সিং।
৬৪} বাল্মিকী
ন্যাশনল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- বিহার।
৬৫} ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল
নেহেরুকে কে শপথ বাক্য পাঠ করেছিলেন?
উত্তর:- লর্ড মাউন্টব্যাটেন।
৬৬} ক্রীড়াক্ষেত্রে দ্রোণাচার্য
পুরস্কার প্রদান কবে থেকে শুরু হয়?
উত্তর:- 1985 খ্রীঃ।
৬৭} ওয়াটার পোলো খেলায় কতজন খেলোয়াড়
থাকেন?
উত্তর:- 7 জন।
৬৮} পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয়?
উত্তর:- তামিলনাড়ু।
৬৯} সঞ্জয় গান্ধী ন্যাশনাল
পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- মহারাষ্ট্র।
৭০} বিশ্ব পরিসংখ্যান দিবস
(World Statistics Day} কবে পালন করা হয়?
উত্তর:- 20 অক্টোবর।
৭১} বৈদ্যুতিক
ক্ষমতার এস.আই একক কি?
উত্তর:- ওয়াট।
৭২} গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি?
উত্তর:-ম্যানোমিটার।
৭৩} কোন রাজ্যে হর্নবিল উৎসব পালন করা হয়?
উত্তর:- নাগাল্যান্ড।
৭৪} নাগেরহল
ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- কর্ণাটক।
৭৫} কোন ভিটামিনের অভাবে স্কার্ভি রোগ হয়?
উত্তর:- ভিটামিন-সি।
৭৬} লাদাখের
প্রথম লেফটেন্যান্ট গভর্নরের
নাম কী?
উত্তর:- আর.কে.মাথুর।
৭৭} গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার
করা হয়?
উত্তর:- সালফিউরিক
অ্যাসিড।
৭৮} সীসা বা লেডের সংকেত কী?
উত্তর:-Pb.
৭৯} চাবাহার
বন্দর কোন দেশে অবস্থিত?
উত্তর:- ইরান।
৮০} “My
Journey” গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:-এ.পি.জে.আব্দুল কালাম।
৮১} গ্রান্ড
ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়?
উত্তর:- দাদাভাই
নওরোজি।
৮২} ভারতে জাতীয় নির্বাচক
দিবস বা ন্যাশনাল
ভোটার ডে কবে পালন করা হয়?
উত্তর:- 25 শে জানুয়ারী।
৮৩} হায়দ্রাবাদ
শহর কে প্রতিষ্ঠা
করেন?
উত্তর:- মহম্মদ কুলি কুতুব শাহ।
৮৪} সোলাং উৎসব কোন রাজ্যে পালন করা হয়?
উত্তর:- অরুণাচল
প্রদেশ।
৮৫} পান্থি নাচ কোন রাজ্যের জনপ্রিয়
নৃত্য?
উত্তর:- ছত্রিশগড়।
৮৬} আনুশকা শঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত?
উত্তর:- সেতার।
৮৭} পৃথিবীর
বৃহত্তম দেশের নাম কি?
উত্তর:- রাশিয়া।
৮৮} পৃথিবীর
দীর্ঘতম রেলপথের
নাম কি?
উত্তর:- ট্রান্স
সাইবেরিয়ান রেলপথ।
৮৯} পোর্ট অফ প্রিন্স কোন দেশের রাজধানীর নাম?
উত্তর:- হাইতি।
৯০} বিহারের ডালমিয়া
নগর কোন শিল্পের
জন্য বিখ্যাত?
উত্তর:- সিমেন্ট
শিল্প।
৯১} তিরুচিরাপল্লী
কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:- কাবেরী নদী।
৯২} আর্জেন্টিনার
মুদ্রার নাম কি?
উত্তর:- পেসো।
৯৩} দক্ষিণ আফ্রিকার তৃণভূমিকে
কি বলা হয়?
উত্তর:- ভেল্ডস্।
৯৪} বন্দিপুর
ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- কর্নাটকের
মহীশূর।
৯৫} ভারতের জাতীয় ফলের নাম কি?
উত্তর:- আম।
৯৬} নেপোলিয়ন
বোনাপার্টের ঘোড়ার নাম কি?
উত্তর:- মারিয়েন
গো।
৯৭} ভারতের কোন রাজ্যে কুকি উপজাতি মানুষের
বসবাস করে?
উত্তর:- মনিপুর।
৯৭} ‘পঞ্চম বৈদিক’ নাট্যদল
কে তৈরি করেন?
উত্তর:- শাঁওলি মিত্র।
৯৮} ‘টিনের তলোয়ার’ নাটকটির
রচয়িতা কে?
উত্তর:- উৎপল দত্ত।
৯৯} বিরজু মহারাজ কোন ধ্রুপদী নৃত্য শিল্পের সঙ্গে সম্পর্কিত?
উত্তর:- কত্থক।
১০০} জ্বালামুখী
মেলা কোন রাজ্যে অনুষ্ঠিত হয়?
উত্তর:- হিমাচল প্রদেশ।
আরো পড়ুন
Related Search :: Mts free GK question 2023, Mts free GK question 2023, Mts GK question paper pdf, Mts GK question 2023 in bengali, rice Mts mock test, Mts GK question free, Mts free GK question 2023 pdf, Mts free GK question 2023 pdf,MTS জিকে (MTS GK question in Bengali),MTS মুকট টেস্ট (MTS GK question series in Bengali),MTS প্রাক টেস্ট (MTS preliminary GK question in Bengali),MTS মেইনস জিকে (MTS mains GK question in Bengali),MTS অনলাইন জিকে (MTS online GK question in Bengali),MTS প্র্যাকটিস টেস্ট (MTS practice test in Bengali),MTS মডেল টেস্ট (MTS model test in Bengali),MTS প্রশ্ন ব্যাংক (MTS question bank in Bengali),MTS টেস্ট সিরিজ (MTS test series in Bengali),MTS আগের বছরের প্রশ্নপত্র (MTS previous year question papers in Bengali),MTS জিকে সহ উত্তর (MTS GK question with answers in Bengali),MTS জিকে পিডিএফ (MTS GK question PDF in Bengali),MTS জিকে অনলাইন ফ্রি (MTS GK question online free in Bengali),MTS জিকে সিরিজ ফ্রি ডাউনলোড (MTS GK question series free download in Bengali),MTS প্রাক টেস্ট পরীক্ষা (MTS preliminary exam GK question in Bengali),MTS মেইনস পরীক্ষা জিকে (MTS mains exam GK question in Bengali),MTS জেনারেল স্টাডিজ জিকে (MTS GK question for general studies in Bengali),MTS ব্যবসায় বিষয়ের জিকে (MTS GK question for optional subjects in Bengali),MTS ইতিহাস জিকে (MTS GK question for history in Bengali),MTS ভূগোল জিকে (MTS GK question for geography in Bengali),MTS গণিত জিকে (MTS GK question for mathematics in Bengali),MTS ইংরেজি রচনা জিকে (MTS GK question for English composition in Bengali),MTS বর্তমান বিষয় জিকে (MTS GK question for current affairs in Bengali),MTS মতামত যোগ্যতা জিকে (MTS GK question for reasoning ability in Bengali),MTS সংখ্যাতত্ত্ব যোগ্যতা জিকে (MTS GK question for numerical ability in Bengali),MTS সাধারণ বিজ্ঞান জিকে (MTS GK question for general science in Bengali),MTS ভারতীয় রাজনীতি জিকে (MTS GK question for Indian polity in Bengali),MTS ভারতীয় অর্থনীতি জিকে (MTS GK question for Indian economy in Bengali),MTS ভারতীয় সংস্কৃতি জিকে (MTS GK question for Indian culture in Bengali),MTS বাংলা সাহিত্য জিকে (MTS GK question for Bengali literature in Bengali),MTS ইংরেজি সাহিত্য জিকে (MTS GK question for English literature in Bengali),MTS সমাজবিজ্ঞান জিকে (MTS GK question for sociology in Bengali),MTS মনোবিজ্ঞান জিকে (MTS GK question for psychology in Bengali),MTS পাবলিক প্রশাসন জিকে (MTS GK question for public administration in Bengali),MTS কম্পিউটার জ্ঞান জিকে (MTS GK question for computer knowledge in Bengali),MTS পরিবেশ বিজ্ঞান জিকে (MTS GK question for environmental science in Bengali), MTS GK question || MTS Online GK question in bengali || MTS GK question Prelim & Main || MTS 2023-24 Prelims + Mains Mock Test