SSC MTS GK Bengali part- 12 | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC Mock test in Bengali |
SSC MTS GK Bengali | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC MTS Online Free Mock test in Bengali |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের SSC MTS পরীক্ষার উপযোগী কিছু জেনারেল প্রশ্ন উত্তর প্রদান করলাম।পর্ব:- 12 এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS এর গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন গুলি Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখছি প্রশ্নগুলি আপনাদের SSC MTS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি পড়ে নিন।
১} স্বাধীন ভারতের কোন রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর:- সুচেতা কৃপালিনী।
২} ভারতের বৃহত্তম উদ্ভিদ উদ্যান কোথায় অবস্থিত?
উত্তর:- পশ্চিমবঙ্গের
বোটানিক্যাল গার্ডেন
(শিবপুর} ।
৩} “India Remembered"গ্রন্থটি কে রচনা করেন?
উত্তর:-
পামেলা মাউন্টব্যাটেন।
৪} ভারতের কোন রাজ্যে অরণ্র পরিমাণ সর্বাধিক?
উত্তর:- মধ্যপ্রদেশ।
৫} একজন প্রাপ্তবয়স্ক মানুষের
ক্যানাইন দাঁতের সংখ্যা কয়টি?
উত্তর:- 4টি।
৬} জাতীয় যুব দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 12ই জানুয়ারি।
৭} “Man
is a political animal”-কে বলেছিলেন?
উত্তর:- অ্যারিস্টোটল।
৮} ডলোমাইট
কোন খনিজ পদার্থের
আকরিক?
উত্তর:- ম্যাগনেসিয়াম।
৯} লেবুর রসের pH কত?
উত্তর:-2.4।
১০} ফল পাকানোর কাজে কোন হাইড্রোকার্বন ব্যবহার
করা হয়?
উত্তর:- ইথিলিন।
১১} বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 4 ফেব্রুয়ারি।
১২} তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:- উত্তরাখণ্ডে
ভাগীরথী নদীর উপর।
১৩} বংশগতিবিদ্যার
জনক কাকে বলা হয়?
উত্তর:- গ্রেগর জোহান মেন্ডেল।
১৪} কোলেরু হ্রদ কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- অন্ধ্রপ্রদেশ।
১৫} কোন প্রণালী ভারতকে শ্রীলঙ্কা থেকে বিচ্ছিন্ন করেছে?
উত্তর:- পক প্রণালী।
১৬} আফগানিস্তান
ও
পাকিস্তানের সীমারেখার
নাম কি?
উত্তর:- ডুরান্ড
লাইন।
১৭} রায়বেঁশে নৃত্য ভারতের কোন রাজ্যের
প্রচলিত নৃত্য?
উত্তর:- পশ্চিমবঙ্গ।
১৮} ইন্দিরা
সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তর:- মধ্যপ্রদেশ,
নর্মদা নদীর উপর।
১৯} ভারতের কোন রাজ্যে চিলকা হদ অবস্থিত?
উত্তর:- উড়িষ্যা।
২০} আন্তর্জাতিক সেবিকা দিবস (International Nurse Day} কবে পালন করা হয়?
উত্তর:- 12ই মে।
২১} ভারতের কোন রাজ্যে হারাঙ্গি
জলাধার অবস্থিত?
উত্তর:- কর্ণাটক।
২২} ভারতের কোন রাজ্যে কিনান স্টেডিয়াম অবস্থিত?
উত্তর:- ঝাড়খন্ড।
২৩} ভারতের কোন রাজ্যে কাঙ্গের
ঘাটি জাতীয় উদ্যান অবস্থিত?
উত্তর:- ছত্রিশগড়।
২৪} ভারতের কোন রাজ্যে বুদ্ধ নুল্লা খাল অবস্থিত?
উত্তর:- পাঞ্জাব।
২৫} ভারতের কোন রাজ্যে নল সরোবর হ্রদ অবস্থিত?
উত্তর:- গুজরাট।
২৬} ভারতের বৃহত্তম লবণাক্ত
জলের হ্রদের নাম কি?
উত্তর:- রাজস্থানের
সম্বর।
২৭} কোন ভিটামিন রক্ত তঞ্চনে সাহায্য করে?
উত্তর:- ভিটামিন-K।
২৮} ব্রহ্মপুত্র
নদীর উপর অবস্থিত
ভারতের বৃহত্তম নদী দ্বীপের নাম কি?
উত্তর:- মাজুলী দ্বীপ।
২৯} লেজিম নৃত্য কোন রাজ্যের জনপ্রিয়
নৃত্য?
উত্তর:- মহারাষ্ট্র।
৩০} কোন যন্ত্রের সাহায্যে
বিদ্যুৎ প্রবাহ মাপা হয়?
উত্তর:- গ্যালভানোমিটার।
৩১} গোয়ালিয়র
কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:- চম্বল নদী।
৩২} মাউন্ট হ্যারিয়ট ন্যাশনাল
পার্ক কোথায় অবস্থিত?
উত্তর:- আন্দামান
ও
নিকোবর দ্বীপপুঞ্জ।
৩৩} ভারতের কোন রাজ্যে বর্ণা জলাধার অবস্থিত?
উত্তর:- মধ্যপ্রদেশ।
৩৪} ভারতের কোন রাজ্যে গোবিন্দ বল্লভ পন্থ সাগর জলাধার অবস্থিত?
উত্তর:- উত্তর প্রদেশ।
৩৫} “Ace
Against Odd” কোন ভারতীয়
খেলোয়াড়ের আত্মজীবনী?
উত্তর:- সানিয়া
মির্জা।
৩৬} Exim Bank কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- 1982 খ্রীঃ।
৩৭} লাইবেরিয়ার
মুদ্রার নাম কি?
উত্তর:- লাইবেরিয়ান
ডলার।
৩৮} বিশ্বকাপ ক্রিকেট-2023
কোন দেশে অনুষ্ঠিত
হবে?
উত্তর:- ভারত।
৩৯} ভারতের দীর্ঘতম রেলওয়ে
ট্যানেলের নাম কি?
উত্তর:-পিরপাঞ্জাল রেলওয়ে
ট্যানেল।
৪০} ভারতে কবে জাতীয় বিজ্ঞান
দিবস পালন করা হয়?
উত্তর:- 28শে ফেব্রুয়ারি।
৪১} ভারতের প্রথম ব্যাঙ্কের নাম কি?
উত্তর:- ব্যাঙ্ক
অফ হিন্দুস্তান।
৪২} ভারতে কবে প্রথম এক টাকার নোট চালু হয়েছিল?
উত্তর:-1917 খ্রীঃ।
৪৩} প্রাচীন ভারতের কোন সম্রাট সাঁচি স্তুপ নির্মাণ করেন?
উত্তর:- মৌর্য সম্রাট অশোক।
৪৪} ভারতের প্রথম জলাধার কাল্লানাই
ড্যাম কোথায় অবস্থিত?
উত্তর:- তামিলনাড়ু,
কাবেরী নদী।
৪৫} ভারত ও
চীনের সীমারেখার নাম কি?
উত্তর:- ম্যাকমোহন
লাইন।
৪৬} জাতীয় শক্তি সংরক্ষণ
দিবস (National Energy Conservation Day} কবে পালন করা হয়?
উত্তর:- 14 ই ডিসেম্বর।
৪৭} তিব্বতে
ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত?
উত্তর:- ইয়ারলুং
সাংপো।
৪৮} ইলেকট্রিক বাল্বের
ভিতর কোন নিষ্ক্রিয়
গ্যাস থাকে?
উত্তর:- আর্গন।
৪৯} রাজস্থানের ক্ষেত্রী
কোন খনিজ পদার্থ উত্তোলনের জন্য প্রসিদ্ধ?
উত্তর:- তামা।
৫০} ইন্ডিয়ান
রিফর্ম অ্যাসোসিয়েশন কে গঠন করেন?
উত্তর:- কেশব চন্দ্র সেন।
৫১} ইলেকট্রিক
বাল্ব কে আবিষ্কার
করেন?
উত্তর:- টমাস আলভা এডিসন।
৫২} কোন গিরিপথ কেরালা ও
তামিলনাড়ু মধ্যে সংযোগ রক্ষা করেছে?
উত্তর:- পালঘাট গিরিপথ।
৫৩} CBI কবে গঠিত হয়?
উত্তর:- 1963 খ্রীঃ।
৫৪} ভারতের কোন রাজ্যে ত্রিশূল
পর্বত শৃঙ্গ অবস্থিত?
উত্তর:- উত্তরাখণ্ড।
৫৫} ভারতের কোন শহরকে মুক্তোর
শহর বলা হয়?
উত্তর:- হায়দ্রাবাদ।
৫৬} তাওয়া কোন নদীর উপনদী?
উত্তর:- নর্মদা।
৫৭} পৃথিবীর
বৃহত্তম মন্দির কোথায় অবস্থিত?
উত্তর:- কম্বোডিয়া।
৫৮} জিম করবেট ন্যাশনাল
পার্ক কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর:- রামগঙ্গা
নদী।
৫৯} ভারতের কোন রাজ্য বাঁশ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর:- অসম।
৬০} কাঞ্চির কৈলাসনাথ
মন্দির কে নির্মাণ
করেছিলেন?
উত্তর:- দ্বিতীয়
নরসিংহ বর্মন।
৬১} Telecom
Regulatory Authority of India (TRAI} কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর:- 1997 খ্রীঃ।
৬২} ভারতের শিল্পের জনক কাকে বলা হয়?
উত্তর:- জামসেদজী
টাটা।
৬৩} পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের
নাম কি?
উত্তর:- স্পুটনিক-১।
৬৪} স্বাধীন ভারতের প্রথম রেল মন্ত্রী
কে ছিলেন?
উত্তর:- জন মাথাই।
৬৫} প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা কবে শুরু হয়েছিল?
উত্তর:-2000 খ্রীঃ 25শে ডিসেম্বর।
৬৬} কোন দেশকে ইউরোপের যুদ্ধক্ষেত্র
বলা হয়?
উত্তর:- বেলজিয়াম।
৬৭} ভারতের প্রথম মহিলা ট্রেন চালকের নাম কি?
উত্তর:- সুরেখা যাদব।
৬৮} বাংলার মিল্টন কাকে বলা হয়?
উত্তর:- হেমচন্দ্র
বন্দ্যোপাধ্যায়।
৬৯} ভারতের কোথায় প্রিন্স অব ওয়েলস জাদুঘর অবস্থিত?
উত্তর:- মহারাষ্ট্রের
মুম্বাই।
৭০} ভারতে কবে বিদেশি মুদ্রা নিয়ন্ত্রণ আইন বা FERA কবে প্রবর্তন
হয়?
উত্তর:-1973 খ্রীঃ।
৭১} গ্রীন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত?
উত্তর:- উত্তরপ্রদেশের
কানপুর।
৭২} আধুনিক চীনের জনক কাকে বলা হয়?
উত্তর:- সান ইয়াৎ সেন।
৭৩} গেটওয়ে
অফ ইন্ডিয়া কোথায় অবস্থিত?
উত্তর:- মহারাষ্ট্রের
মুম্বাই।
৭৪} কোন দেশকে শ্বেতাঙ্গ
মানুষের কবরখানা
বলা হয়?
উত্তর:- গিয়ানা
৭৫} ভারতে অর্থনৈতিক উদারনীতির
জনক কাকে বলা হয়?
উত্তর:- ড. মনমোহন সিং।
৭৬} জলাতঙ্ক
রোগের টিকা কে আবিস্কার করেন?
উত্তর:- লুই পাস্তুর।
৭৭} বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয়?
উত্তর:- 11ই জুলাই।
৭৮} কোকাকোলা
কে আবিষ্কার করেন?
উত্তর:- জন পেম্বারটন।
৭৯} কোন দেশের অধিবাসীদের মাসকো ভাইটস বলা হয়?
উত্তর:- মস্কো।
৮০} আতশবাজিতে
সবুজ রঙের স্ফুলিঙ্গ
তৈরি করতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়?
উত্তর:- বেরিয়াম।
৮১} দিল্লির
লালকেল্লা কে নির্মাণ করেছিলেন?
উত্তর:- শাহজাহান।
৮২} লোনার লেক কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- মহারাষ্ট্র।
৮৩} পেঞ্চ ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত?
উত্তর:- মধ্যপ্রদেশ।
৮৪} কম্বোডিয়ার
পূর্ব নাম কি ছিল?
উত্তর:- কাম্পুচিয়া।
৮৫} পৃথিবীর
দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি?
উত্তর:- আন্দিজ পর্বত শ্রেণী।
৮৬} ভারতের কোথায় পোল্ট্রি
ট্রেনিং ইনস্টিটিউট
অবস্থিত?
উত্তর:- কর্নাটকের
ব্যাঙ্গালোর।
৮৭} ভারতের বৃহত্তম স্লুইশ গেট কোন নদীতে অবস্থিত?
উত্তর:- দামোদর।
৮৮} ভারতে জননী সুরক্ষা যোজনা কবে চালু হয়?
উত্তর:- 2005 খ্রীঃ।
৮৯} ব্রাজিলের
তৃণভূমি অঞ্চলকে
কি বলা হয়?
উত্তর:- ক্যাম্পোস।
৯০} কফি উৎপাদনে ভারত পৃথিবীতে কততম স্থান অধিকার করেছে?
উত্তর:- সপ্তম।
৯১} ভারতে কার্গিল বিজয় দিবস কবে পালন করা হয়?
উত্তর:-26 শে জুলাই।
৯২} লোকসভায় পশ্চিমবঙ্গের
আসন সংখ্যা কত?
উত্তর:- 42।
৯৩} ভারতে কোথায় প্রথম লোক আদালত বসেছিল?
উত্তর:- কলকাতা।
৯৪} জুলু উপজাতি অধিবাসীরা
কোন দেশে বসবাস করেন?
উত্তর:- দক্ষিণ আফ্রিকা।
৯৫} ইন্দোনেশিয়ার
রাজধানীর নাম কি?
উত্তর:- জাকার্তা।
৯৬} ডেনমার্কের
মুদ্রার নাম কি?
উত্তর:- ক্রোন।
৯৭} জহরলাল নেহেরু ভারতের কোন শহরকে মিনিয়েচার
ইন্ডিয়া বলেছিলেন?
উত্তর:- খড়গপুর।
৯৮} গ্রীক সম্রাট আলেকজান্ডারের
ঘোড়ার নাম কি ছিল?
উত্তর:- বুসিফেলাস।
৯৯} লাই হারোবা কোন রাজ্যের
জনপ্রিয় নৃত্য?
উত্তর:- মনিপুর।
১০০} মহাত্মা গান্ধীর
সমাধিস্থলের নাম কি?
উত্তর:- রাজঘাট।
আরো পড়ুন
Related Search :: Mts free GK question 2023, Mts free GK question 2023, Mts GK question paper pdf, Mts GK question 2023 in bengali, rice Mts mock test, Mts GK question free, Mts free GK question 2023 pdf, Mts free GK question 2023 pdf,MTS জিকে (MTS GK question in Bengali),MTS মুকট টেস্ট (MTS GK question series in Bengali),MTS প্রাক টেস্ট (MTS preliminary GK question in Bengali),MTS মেইনস জিকে (MTS mains GK question in Bengali),MTS অনলাইন জিকে (MTS online GK question in Bengali),MTS প্র্যাকটিস টেস্ট (MTS practice test in Bengali),MTS মডেল টেস্ট (MTS model test in Bengali),MTS প্রশ্ন ব্যাংক (MTS question bank in Bengali),MTS টেস্ট সিরিজ (MTS test series in Bengali),MTS আগের বছরের প্রশ্নপত্র (MTS previous year question papers in Bengali),MTS জিকে সহ উত্তর (MTS GK question with answers in Bengali),MTS জিকে পিডিএফ (MTS GK question PDF in Bengali),MTS জিকে অনলাইন ফ্রি (MTS GK question online free in Bengali),MTS জিকে সিরিজ ফ্রি ডাউনলোড (MTS GK question series free download in Bengali),MTS প্রাক টেস্ট পরীক্ষা (MTS preliminary exam GK question in Bengali),MTS মেইনস পরীক্ষা জিকে (MTS mains exam GK question in Bengali),MTS জেনারেল স্টাডিজ জিকে (MTS GK question for general studies in Bengali),MTS ব্যবসায় বিষয়ের জিকে (MTS GK question for optional subjects in Bengali),MTS ইতিহাস জিকে (MTS GK question for history in Bengali),MTS ভূগোল জিকে (MTS GK question for geography in Bengali),MTS গণিত জিকে (MTS GK question for mathematics in Bengali),MTS ইংরেজি রচনা জিকে (MTS GK question for English composition in Bengali),MTS বর্তমান বিষয় জিকে (MTS GK question for current affairs in Bengali),MTS মতামত যোগ্যতা জিকে (MTS GK question for reasoning ability in Bengali),MTS সংখ্যাতত্ত্ব যোগ্যতা জিকে (MTS GK question for numerical ability in Bengali),MTS সাধারণ বিজ্ঞান জিকে (MTS GK question for general science in Bengali),MTS ভারতীয় রাজনীতি জিকে (MTS GK question for Indian polity in Bengali),MTS ভারতীয় অর্থনীতি জিকে (MTS GK question for Indian economy in Bengali),MTS ভারতীয় সংস্কৃতি জিকে (MTS GK question for Indian culture in Bengali),MTS বাংলা সাহিত্য জিকে (MTS GK question for Bengali literature in Bengali),MTS ইংরেজি সাহিত্য জিকে (MTS GK question for English literature in Bengali),MTS সমাজবিজ্ঞান জিকে (MTS GK question for sociology in Bengali),MTS মনোবিজ্ঞান জিকে (MTS GK question for psychology in Bengali),MTS পাবলিক প্রশাসন জিকে (MTS GK question for public administration in Bengali),MTS কম্পিউটার জ্ঞান জিকে (MTS GK question for computer knowledge in Bengali),MTS পরিবেশ বিজ্ঞান জিকে (MTS GK question for environmental science in Bengali), MTS GK question || MTS Online GK question in bengali || MTS GK question Prelim & Main || MTS 2023-24 Prelims + Mains Mock Test