SSC MTS GK Bengali part- 03 | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC Mock test in Bengali |
SSC MTS GK Bengali | SSC MTS Important GK Question Answer in Bengali | SSC MTS Online Free Mock test in Bengali |
সুপ্রিয় বন্ধুরা,
আজ আপনাদের SSC MTS পরীক্ষার উপযোগী কিছু জেনারেল প্রশ্ন উত্তর প্রদান করলাম।পর্ব:- 3 এই পর্বটিতে শেয়ার করলাম SSC MTS এর গুরুত্বপূর্ণ কিছু জিকে প্রশ্ন উত্তর নিয়ে। এই প্রশ্ন গুলি Railway Group D | PSC Clerkship | WBCS | SSC CHSL | SSC CGL | SSC MTS | WBP Abgari Constable | WBP SI | WBP Constable | ICDS Supervisor | Railway Group D | RRB NTPC | PSC Miscellaneous ইত্যাদি পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা রাখছি প্রশ্নগুলি আপনাদের SSC MTS পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নগুলি পড়ে নিন।
১। পর্যায় সারণীর প্রথম ধাতুকল্পটির পারমাণবিক সংখ্যা কত?
উত্তরঃ ৫ (প্রথম ধাতুকল্প বোরন)।
২। থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক ও নিম্ন স্থিরাঙ্ক এর মাঝের উষ্ণতার ব্যবধানকে কি বলে?
উত্তরঃ প্রাথমিক অন্তর।
৩। রাবার কে শক্ত করতে রাবারের সঙ্গে কি মেশানো হয়?
উত্তরঃ সালফার।
৪। কৃত্রিম বৃষ্টি তৈরি করতে কি ব্যবহৃত হয়?
উত্তরঃ সিলভার আয়োডাইড।
৫। আকাশের রং নীল হয় কেন?
উত্তরঃ নীল আলোর বিক্ষেপণ সবথেকে বেশি।
৬। হিরে জ্বলজ্বল করে কেন?
উত্তরঃ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য।
৭। লোহায় মরিচা পড়লে লোহার ওজনে কি পরিবর্তন হয়?
উত্তরঃ বেড়ে যায়।
৮। মানবদেহে কোন ধাতুটি সবথেকে বেশি পরিমাণে রয়েছে?
উত্তরঃ ক্যালসিয়াম।
৯। হিমোগ্লোবিনে কোন ধাতু পাওয়া যায়?
উত্তরঃ লোহা।
১০। 'গামা রশ্মি' কে আবিষ্কার করেন?
উত্তরঃ পল উলরিচ ভিল্লার্ড।
১১। দিল্লির কোন সুলতান একটি অশোক স্তম্ভ দিল্লিতে নিয়ে এসেছিলেন?
উত্তরঃ ফিরোজ শাহ তুঘলক।
১২। বাংলার 'আদিনা মসজিদ' কে তৈরি করেছিলেন?
উত্তরঃ সিকান্দার শাহ।
১৩। ভারতে আসার সমুদ্র পথ কে আবিষ্কার করেছিলেন?
উত্তরঃ ভাস্কো দা গামা।
১৪। কোন মোগল সম্রাটকে ভারতের ইতিহাস তার 'ভ্রান্ত দাক্ষিণাত্য নীতি'র জন্য মনে রেখেছে?
উত্তরঃ ওরঙ্গজেব।
১৫। দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন কে?
উত্তরঃ হিমু।
১৬। 'তক্ষশীলা' কোন সময়ের একটি প্রসিদ্ধ শহর ছিল?
উত্তরঃ মৌর্য।
১৭। 'খালসা প্রথা' কে প্রবর্তন করেন?
উত্তরঃ গুরু গোবিন্দ সিং।
১৮। ভারতে কোন সম্রাটের রাজত্বকাল থেকে বন্যপ্রাণী সংরক্ষণের কথা জানা যায়?
উত্তরঃ সম্রাট অশোক।
১৯। প্রাচীন ভারতের কোন লিপি ডানদিক থেকে বাম দিকে লেখা হত?
উত্তরঃ খরোষ্ঠী।
২০। কোন ঐতিহাসিক সমুদ্রগুপ্তকে 'ভারতের নেপোলিয়ন' আখ্যা দিয়েছেন?
উত্তরঃ ভিনসেন্ট এ. স্মিথ।
২১। ভারত প্রধানত কোন দেশে লৌহ আকরিক রপ্তানি করে?
উত্তরঃ জাপান।
২২। 'ফোয়েন' কোন দেশের স্থানীয় বায়ু?
উত্তরঃ সুইজারল্যান্ড।
২৩। কোন আগ্নেয়গিরিকে 'ভূমধ্যসাগরের লাইট হাউজ' বলা হয়?
উত্তরঃ স্ট্রমবলী।
২৪। পৃথিবীর অনুসূর অবস্থা কোন দিনটিতে দেখা যায়?
উত্তরঃ ৩ জানুয়ারি।
২৫। 'সিজিগী' কি?
উত্তরঃ পৃথিবী, সূর্য ও চাঁদের সরলরৈখিক অবস্থান।
২৬। কোন খাল ভূমধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ সুয়েজ খাল।
২৭। অক্সিজেনের পরে ভূপৃষ্ঠে সবথেকে বেশি পরিমাণে প্রাপ্ত মৌল কোনটি?
উত্তরঃ সিলিকন।
২৮। কোন পরিবহন ব্যবস্থাকে 'ভারতের জীবনরেখা' বলা হয়?
উত্তরঃ রেলপথ।
২৯। 'কাবেরী' নদীর ডান তীরের উপনদী কোনটি?
উত্তরঃ অমরাবতী।
৩০। মেরুপ্রভা কোন অঞ্চলে দেখা যায়?
উত্তরঃ কুমেরু অঞ্চল।
৩১। ভারতের বিদেশনীতি কে ঠিক করে?
উত্তরঃ মন্ত্রিপরিষদ।
৩২। 'সুপ্রিম কোর্ট'এর বিচারককে ইমপিচমেন্ট এর জন্য কোন ধরনের সংখ্যাগরিষ্ঠতা লাগে?
উত্তরঃ বিশেষ সংখ্যাগরিষ্ঠতা।
৩৩। ভারতীয় সংবিধানের কোন তফশিল ভারতের ভাষার সঙ্গে সম্পর্কিত?
উত্তরঃ অষ্টম তফশিল।
৩৪। ভারতের কোন রাজ্যে প্রথম পঞ্চায়েতী রাজ ব্যবস্থা শুরু হয়?
উত্তরঃ রাজস্থান (১৯৫৯ সালে নাগৌড় জেলায় এই ব্যবস্থা প্রথম প্রয়োগ করা হয়)।
৩৫। ভারতের সংবিধানের নির্দেশাত্মক নীতিগুলির মূল উদ্দেশ্য কি?
উত্তরঃ কল্যাণকর রাজ্য প্রতিষ্ঠা করা।
৩৬। লোকসভার সেক্রেটারি জেনারেল কে নিযুক্ত করেন?
উত্তরঃ লোকসভার অধ্যক্ষ।
৩৭। স্বাধীন ভারতের প্রথম প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ সর্দার বলদেব সিং।
৩৮। ভারতের প্রতিরক্ষা সংক্রান্ত বিষয় সংবিধানের কোন তালিকার অন্তর্ভুক্ত?
উত্তরঃ কেন্দ্রীয় তালিকা।
১। অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
২। ইউরিয়া মানুষের শরীরের কোথায় উৎপন্ন হয়?
উত্তরঃ A) লিভার
৩। পক্ষী ও সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি?
A) অরিকিওপটেরিক্স
B) পেরিপেটাস
C) প্লাটিপাস
D) অক্টোপাস
উত্তরঃ A) অরিকিওপটেরিক্স
৪। সবথেকে পুরনো পারমাণবিক কেন্দ্র কোনটি?
A) কোটা
B) নারোরা
C) তারাপুর
D) কোনোটিই নয়
উত্তরঃ C) তারাপুর
৫। আশ্বিনের ঝড় নিম্নের কোন সময় কালে দেখা যায়?
A) এপ্রিল মে মাসে
B) মে জুন মাসে
C) অক্টোবর নভেম্বর মাসে
D) ডিসেম্বর জানুয়ারি মাসে
উত্তরঃ C) অক্টোবর নভেম্বর মাসে
৬। 2022 23 UEFA Champions League কে জয়লাভ করলো?
A) Liverpool
B) Bercelona
C) Real
Madrid
D)
Manchester City
উত্তরঃ D) Manchester City
৭। ভারতের আদ্রতম রাজ্য নিম্নের কোনটি?
A) মেঘালয়
B) কাশ্মীর
C) রাজস্থান
D) অরুণাচল প্রদেশ
উত্তরঃ A) মেঘালয়
৮। শুরিয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
A) ফরিদ খাঁ শুর
B) সেকেন্দার শুর
C) জালাল খান
D) আদিল শাহ
উত্তরঃ A) ফরিদ খাঁ শুর
৯। বাবর কত সালে গোয়ালিয়রের চান্দেরি দুর্গ দখল করেন?
A) 1528
B) 1529
C) 1527
D) 1526
উত্তরঃ A) 1528
১০। মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি?
A) হেমন্ত সরেন
B) দেবেন্দ্র ফরনবিশ
C) উদ্ভব ঠাকরে
D) একনাথ শিন্ডে
উত্তরঃ D) একনাথ শিন্ডে
১১। ভারতীয় সংবিধানের কোন ধারা দুটিতে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে?
A) 54 ও 55 ধারা
B) 56 ও 57 ধারা
C) 57 ও 58 ধারা
D) 59 ও 60 ধারা
উত্তরঃ A) 54 ও 55 ধারা
১২। সম্রাট অশোক কোন লেখতে প্রথম 'ধম্ম' শব্দটি ব্যবহার করেছেন?
A) গিরনার লেখ
B) ভাবরু লেখ
C) প্রথম প্রধান লেখ
D) মাসকি লেখ
উত্তরঃ D) মাসকি লেখ
১৩। 'Fire Ice' কি?
A) মিথেন
B) মিথেন হাইড্রেট
C) মিথানল
D) কার্বন ডাই অক্সাইড
উত্তরঃ B) মিথেন হাইড্রেট
১৪। নাইরোবি কোন দেশের রাজধানী?
A) মরিশাস
B) ইকুয়েডর
C) কেনিয়া
D) সুইডেন
উত্তরঃ C) কেনিয়া
১৫। ভারতবর্ষের প্রথম সবাক চিত্রের নাম কি?
A) মাদার ইন্ডিয়া
B) আলম আরা
C) সদগতি
D) রাজা হরিশচন্দ্র
উত্তরঃ B) আলম আরা
১৬। সংসদের উভয়কক্ষের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
A) রাষ্ট্রপতি
B) উপরাষ্ট্রপতি
C) লোকসভার সেক্রেটারি
D) লোকসভার অধ্যক্ষ
উত্তরঃ D) লোকসভার অধ্যক্ষ
১৭। শিল্প ভারতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে পড়ে?
A) প্রাথমিক ক্ষেত্র
B) গৌণ ক্ষেত্র
C) তৃতীয় ক্ষেত্র
D) কোনোটিই নয়
উত্তরঃ B) গৌণ ক্ষেত্র
১৮। 21 ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয়?
A) স্বাস্থ্য দিবস
B) হেপাটাইটিস দিবস
C) মাতৃভাষা দিবস
D) জনসংখ্যা দিবস
উত্তরঃ C) মাতৃভাষা দিবস
১৯। নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না?
A) পদার্থবিদ্যা
B) গণিত
C) রসায়ন
D) শান্তি
উত্তরঃ B) গণিত
২০। নিম্নের কোন রাজ্যটির ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই?
A) সিকিম
B) পশ্চিমবঙ্গ
C) অরুণাচল প্রদেশ
D) মেঘালয়
উত্তরঃ D) মেঘালয়
২১। হুমায়ুনের জীবনী কোন ভাষায় লেখা হয়েছিল?
A) আরবি
B) তুর্কি
C) ফারসি
D) উর্দু
উত্তরঃ C) ফারসি
২২। প্রোটিন খাদ্যের তাপন মূল্য কত?
A) 4:1
B) 5:2
C) 6:4
D) 9:3
উত্তরঃ A) 4:1
২৩। সূর্যালোকের উপস্থিতিতে মানুষের শরীরে কোন ভিটামিন তৈরি হয়?
A) D
B) C
C) K
D) A
উত্তরঃ A) D
২৪। ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা নিম্নলিখিত কোন বৈশিষ্ট্য সম্পন্ন
A) লৌহ কণায় সমৃদ্ধ
B) হিউমাস এ সমৃদ্ধ
C) ব্যাসল্ট লাভা সমৃদ্ধ
D) ইউরেনিয়াম সমৃদ্ধ
উত্তরঃ A) লৌহ কণায় সমৃদ্ধ
২৫। শান্তি স্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় নিম্নের কোন ক্ষেত্রে?
A) সাহিত্য ক্ষত্রে বিশেষ ব্যক্তিত্ব কে
B) আন্তর্জাতিক শান্তি ও সুসম্পর্কের জন্য
C) বিজ্ঞানের বিশেষ অবদানের জন্য
D) ক্রীড়া ক্ষেত্রে বিশেষ ব্যক্তিত্ব কে
উত্তরঃ C) বিজ্ঞানের বিশেষ অবদানের জন্য
আরো পড়ুন
Related Search :: Mts free GK question 2023, Mts free GK question 2023, Mts GK question paper pdf, Mts GK question 2023 in bengali, rice Mts mock test, Mts GK question free, Mts free GK question 2023 pdf, Mts free GK question 2023 pdf,MTS জিকে (MTS GK question in Bengali),MTS মুকট টেস্ট (MTS GK question series in Bengali),MTS প্রাক টেস্ট (MTS preliminary GK question in Bengali),MTS মেইনস জিকে (MTS mains GK question in Bengali),MTS অনলাইন জিকে (MTS online GK question in Bengali),MTS প্র্যাকটিস টেস্ট (MTS practice test in Bengali),MTS মডেল টেস্ট (MTS model test in Bengali),MTS প্রশ্ন ব্যাংক (MTS question bank in Bengali),MTS টেস্ট সিরিজ (MTS test series in Bengali),MTS আগের বছরের প্রশ্নপত্র (MTS previous year question papers in Bengali),MTS জিকে সহ উত্তর (MTS GK question with answers in Bengali),MTS জিকে পিডিএফ (MTS GK question PDF in Bengali),MTS জিকে অনলাইন ফ্রি (MTS GK question online free in Bengali),MTS জিকে সিরিজ ফ্রি ডাউনলোড (MTS GK question series free download in Bengali),MTS প্রাক টেস্ট পরীক্ষা (MTS preliminary exam GK question in Bengali),MTS মেইনস পরীক্ষা জিকে (MTS mains exam GK question in Bengali),MTS জেনারেল স্টাডিজ জিকে (MTS GK question for general studies in Bengali),MTS ব্যবসায় বিষয়ের জিকে (MTS GK question for optional subjects in Bengali),MTS ইতিহাস জিকে (MTS GK question for history in Bengali),MTS ভূগোল জিকে (MTS GK question for geography in Bengali),MTS গণিত জিকে (MTS GK question for mathematics in Bengali),MTS ইংরেজি রচনা জিকে (MTS GK question for English composition in Bengali),MTS বর্তমান বিষয় জিকে (MTS GK question for current affairs in Bengali),MTS মতামত যোগ্যতা জিকে (MTS GK question for reasoning ability in Bengali),MTS সংখ্যাতত্ত্ব যোগ্যতা জিকে (MTS GK question for numerical ability in Bengali),MTS সাধারণ বিজ্ঞান জিকে (MTS GK question for general science in Bengali),MTS ভারতীয় রাজনীতি জিকে (MTS GK question for Indian polity in Bengali),MTS ভারতীয় অর্থনীতি জিকে (MTS GK question for Indian economy in Bengali),MTS ভারতীয় সংস্কৃতি জিকে (MTS GK question for Indian culture in Bengali),MTS বাংলা সাহিত্য জিকে (MTS GK question for Bengali literature in Bengali),MTS ইংরেজি সাহিত্য জিকে (MTS GK question for English literature in Bengali),MTS সমাজবিজ্ঞান জিকে (MTS GK question for sociology in Bengali),MTS মনোবিজ্ঞান জিকে (MTS GK question for psychology in Bengali),MTS পাবলিক প্রশাসন জিকে (MTS GK question for public administration in Bengali),MTS কম্পিউটার জ্ঞান জিকে (MTS GK question for computer knowledge in Bengali),MTS পরিবেশ বিজ্ঞান জিকে (MTS GK question for environmental science in Bengali), MTS GK question || MTS Online GK question in bengali || MTS GK question Prelim & Main || MTS 2023-24 Prelims + Mains Mock Test